অজ: Bangla to English | অজে [ajē] a without birth; existing without being born, self-born. ☐ n. the governing soul of any individual creature (cp. জীবাত্মা). | অজ [aja] n the ram; the billy-goat, (astrol.) the Ram. fem. অজা the ewe; the nanny-goat. | অজ [aja] a (dero.) downright. thorough (অজমুর্খ, অজ পাড়াগাঁ); entire (অজ পুকুরটা). অজ পাড়াগাঁ n. a backward and remote village, a grossly backward village, devoid of modern amenities. | অজগর [ajagara] n a python or the boa constrictor. | অজন্ত [ajanta] a (gr. of words) ending with a vowel sound. cf. opp. হলন্ত ending with a consonant sound. | অজন্মা [ajanmā] n (ori.) spiritual salvation; failure of crops; scarcity. ☐ a. (ori.) existing without being born. | অজপা [ajapā] n (fem.) incantations that can be recited without strain (that is 'হং সঃ' etc.); vital breath ('অজপা হতেছে শেষ'); a goddess of the tantrists. | অজবীথি [ajabīthi] n (rare) a chariot for gods; the Milky Way, the Galaxy. | অজমূর্খ [ajamūrkha] a. n a perfect fool, a perfect dunce. | অজয় [ajaẏa] n absence of victory; defeat. ☐ a. unconquerable. | অজর [ajara] a not subject to decrepitude; never aging, ageless. ☐ n. a god অজরামর a. never aging or dying; ever young and immortal. অজরামরবত্ a. like one who is ageless and immortal. | অজল-অস্হল [ajala-ashala] n (fig.) helpless condition, shelterless state. | অজস্র [ajasra] a innumerable; immeasurable; abundant; profuse; ceaseless. ☐ adv. incessantly; always. | অজহল্লিঙ্গ [ajahalliṅga] n (gr.) a noun never changing its gender when used as an adjective. | অজাত [ajāta] a not yet born; unborn; existing without being born; (dial.) socially de graded, born illegitimately, bastard. ̃শত্রু a. one whose enemy is not yet born; having no enemy. ̃শ্মশ্রু a. one whose beard has not yet grown; beard less; (fig.) not yet grown to manhood; very young, minor. | অজানতে [ajānatē] adv unknowingly; uncon sciously; unintentionally; secretly, stealthily, surreptitiously. | অজানা [ajānā] a unknown; unfamiliar; strange. ☐ n. an unknown person or place ('কত অজানারে', 'কোন অজানায়' | অজানিত [ajānita] a unknown. ̃ভাবে adv. unknow ingly, unwittingly; unawares. | অজিজ্ঞাসিত [ajijñāsita] a unasked; without being questioned. | অজিত [ajita] a unconquered, undefeated; unsubjugated. | অজিতেন্দ্রিয় [ajitēndriẏa] a (lit.) having no control over one's senses; of unbridled lust, lascivi ous. | অজিন [ajina] n deer-skin; hide. | অজিহ্ব [ajihba] a having no tongue, tongueless. ☐ n. a frog. | অজীবজনি [ajībajani] n abiogenesis, spontaneous generation. | অজীর্ণ [ajīrṇa] a undigested. ☐ n. indigestion; dyspepsia. | অজু [aju] n (Mus.) act of washing hands and feet before prayer; ablution. | অজুরদার [ajuradāra] n a labourer; a day-labourer. | অজুরা [ajurā] n salary; wages for labour, esp. day-labour. | অজুহাত [ajuhāta] n a cause (usu. a false one); a pretext, a pretence, a plea. | অজেয় [ajēẏa] a unconquerable, invin cible; indomitable. | অজেতব্য [ ajētabya] a unconquerable, invin cible; indomitable. | অজৈব [ajaiba] a inorganic (অজৈব খাদ্য, অজৈব রসায়ন); mineral (অজৈব লবণ, অজৈব সার). | অজ্ঞ [ajña] a having no knowledge, unknow ing, ignorant, uninformed; stupid; fool ish; uneducated. ̃তা n. lack of knowl edge, ignorance; stupidity; foolishness; want of education. ̃তামূলক, ̃তাপ্রসূত a. caused by ignorance; relating to igno rance. | অজ্ঞাত [ajñāta] a unknown; unpublished, unrevealed; secret, hidden; obscure; mysterious. ̃কূলশীল a. one whose fam ily and behaviour are unknown; of un known identity. ̃নামা a. one whose name is not known; (of persons) not famous, obscure. ̃পরিচয় a. one whose identity is not known. ̃পূর্ব a. not known before; hitherto unknown. ̃বাস n. act or period of living incognito. ̃রাশি n. (math.) an unknown quantity. ̃সারে, অজ্ঞাতে adv. not to one's knowl edge, unknowingly; secretly, stealthily. | অজ্ঞান [ajñāna] a lacking in knowledge; ignorant; foolish; uneducated; unconscious, fainted; infatuated. ☐ n. lack of knowl edge; ignorance; (phil.) illusion, maya. ̃কৃত a. done by mistake or owing to ignorance. ̃জনিত a. caused by igno rance, owing to ignorance. ̃তা n. lack of knowledge, ignorance. ̃তিমির n. gloom of ignorance, infatuated condi tion. ̃বাদ, অজ্ঞাবাদ n. (phil.) agnosti cism. ̃বাদী, অজ্ঞাবাদী a. agnostic. ☐ n. an agnostic. অজ্ঞানী a. unwise; lacking in knowledge, ignorant. অজ্ঞানে adv. un knowingly; unconsciously; owing to ignorance or foolishness. | অজ্ঞাপন [ajñāpana] n lack or absence of communi cation. | অজ্ঞাপনীয় [ajñāpanīẏa] a not to be communicated; not to be made public, secret. | অজ্ঞেয় [ajñēẏa] a unknowable; unintelligible; incognizable; incomprehensible. |
| অজ: Bangla to Bangla | অজ [aja] বিণ. 1 যার জন্ম নেই বা হয় না, জন্মহীন; 2 কারও গর্ভে যার জন্ম হয় না। ☐ বি. 1 ঈশ্বর; 2 ব্রহ্মা; 3 বিষ্ণু; 4 শিব; 5 রামচন্দ্রের পিতামহ অথবা রঘুর পুত্র; 6 কামদেব, মদন; 7 দক্ষ; 8 জীবাত্মা, যাঁর জন্ম মৃত্যু বিনাশ নেই। [সং. ন+√ জন্+অ]। অজা1 বি. (স্ত্রী) ত্রিগুণময়ী প্রকৃতি, সত্ত্ব, রজঃ ও তমঃ এই ত্রিগুণের অধিকারিণী আদ্যাশক্তি। | অজ [aja] বি. 1 ছাগল; 2 মেষ, ভেড়া; 3 (জ্যোতি.) মেষ রাশি। [সং. √অজ্+অ]। অজা 2 বি. 1 অজ বা ছাগল ('অজাশালে অজাগণে করাল প্রবেশ': ক. ক.); 2 (স্ত্রী) ছাগী; 3 ভেড়ি। অজাযুদ্ধ বি. 1 ছাগল বা ভেড়ার লড়াই; 2 যে লড়াইয়ে প্রকৃত যুদ্ধের চেয়ে আস্ফালনই বেশি; বহ্বারম্ভ। | অজ [aja] বিণ. 1 (মন্দার্থে) নিতান্ত, খাঁটি, একেবারে (অজ পাড়াগাঁ, অজ মূর্খ); 2 গোটা, সমস্ত (অজ পুকুরটা)। [দেশি]। | অজগর [ajagara] বি. (ছাগলকেও গিলে ফেলে এমন) একজাতীয় বিরাট সাপ। [সং. অজ 2+√গু+অ]। | অজচ্ছল [ajacchala] বিণ. অঢেল, প্রচুর, দেদার। [সং. অজস্র > অজস্সর > অজস্সল]। | অজ-জীবক [aja-jībaka] বিণ. ছাগল, ভেড়া প্রভৃতি কেনাবেচা করাই জীবিকা এমন (ব্যক্তি); মেষপালক। [সং. অজ2+জীবিকা (যার)]। | অজন্ত [ajanta] বিণ. (ব্যাক.) স্বরান্ত, যে শব্দের শেষে স্বরবর্ণ বা স্বরধ্বনি থাকে। [সং. অচ্ (=স্বরবর্ণ)+অন্ত]। | অজন্তা [ajantā] বি. পশ্চিম ভারতের প্রাচীন গুহা যার দেওয়ালচিত্র ও ভাস্কর্য জগদ্বিখ্যাত। | অজণ্টা [ ajaṇṭā] বি. পশ্চিম ভারতের প্রাচীন গুহা যার দেওয়ালচিত্র ও ভাস্কর্য জগদ্বিখ্যাত। | অজন্মা [ajanmā] (-ন্মান্) বি. শস্য ফসল ইত্যাদির জন্ম না হওয়া, ফসলের অভাব; দুর্ভিক্ষ। ☐ বিণ. 1 জন্মহীন; 2 জারজ, অবৈধ জন্ম এমন। [সং. ন+জন্মন্]। | অজপা [ajapā] বি. (স্ত্রী.) 1 যথাবিধি জপ না করে বিনা আয়াসে নিশ্বাসপ্রশ্বাস ক্রিয়ারূপে যা জপা যায়; 'হং সঃ' ইত্যাদি মন্ত্র ('অজপা জপিয়া': ভা. চ.); 2 প্রাণবায়ু, জীবন ('অজপা হতেছে শেষ'); 3 তান্ত্রিকদের দেবীবিশেষ। [সং. ন+√জপ্+অ +আ (স্ত্রী.)]। | অজ-বীথি [aja-bīthi] বি. ছায়াপথ, দেবযান; আকাশের উত্তর-দক্ষিণে বিস্তৃত নক্ষত্রবীথি, milky way, galaxy. [সং. অজ1+বীথি]। | অজ-মীড় [aja-mīḍ়] বি. ভারতের পশ্চিম অঞ্চলে রাজস্হানের অন্তর্গত স্হানবিশেষ। [সং. অজ+মিহ্+ত]। | অজমীঢ় [ajamīḍh়] বি. 1 যুধিষ্ঠির; 2 চন্দ্রবংশীয় রাজা হস্তীর পুত্র। [সং. অজম্+√ঈহ্+ত]। | অজয় [ajaẏa] বি. 1 জয়ের অভাব, পরাজয়; 2 পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ নদী। ☐ বিণ. অজেয়, পরাজিত করা যায় না এমন। [সং. ন+জয়]। অজয়া বি. (স্ত্রী.) সিদ্ধি, ভাং। | অজর [ajara] বিণ. জরাগ্রস্ত হয় না এমন। ☐ বি. যাদের বার্ধক্য নেই, অর্থাত্ দেবতা। [সং. ন+জরা]। অজরামর বিণ. জরা ও মৃত্যু নেই এমন, বার্ধক্যহীন ও মৃত্যুহীন। | অজস্র [ajasra] বিণ. অসংখ্য, প্রচুর, দেদার (অজস্র উদাহরণ, অজস্র ফুল)। ☐ ক্রি-বিণ. সর্বদা, অবিরত, নিত্য। [সং. ন+√ জস্+র]। | অজহল্লিঙ্গ্ [ajahalliṅg] বি. (ব্যাক.) যে শব্দ অন্য লিঙ্গের বিশেষণরূপে ব্যবহৃত হলেও নিজের লিঙ্গ বজায় রাখে (অর্থাত্ অজহল্লিঙ্গ শব্দটি ক্লীবলিঙ্গ হলে অন্য স্ত্রীলিঙ্গ শব্দের বিশেষণরূপে ব্যবহৃত হলেও সেটি ক্লীবলিঙ্গই থাকে)। [সং. ন+জহত্+লিঙ্গ]। | অজহত্-লিঙ্গ [ ajahat-liṅga] বি. (ব্যাক.) যে শব্দ অন্য লিঙ্গের বিশেষণরূপে ব্যবহৃত হলেও নিজের লিঙ্গ বজায় রাখে (অর্থাত্ অজহল্লিঙ্গ শব্দটি ক্লীবলিঙ্গ হলে অন্য স্ত্রীলিঙ্গ শব্দের বিশেষণরূপে ব্যবহৃত হলেও সেটি ক্লীবলিঙ্গই থাকে)। [সং. ন+জহত্+লিঙ্গ]। | অজা [ajā] দ্র অজ1। | অজা [ajā] দ্র অজ 2। | অজাগল-স্তন [ajāgala-stana] বি. ছাগীর গলায় ছোট স্তনের মতো মাংসপিণ্ড। ☐ বিণ. অজাগলস্তনের মতো অপ্রয়োজনীয়; অন্যাবশক। [সং. অজা+গলস্তন]। | অজাত [ajāta] বিণ. 1 জন্মায়নি এমন; জন্মহীন (এই অর্থে শব্দটি অজাতো উচ্চারিত হয়); 2 হীনজাতীয়, নীচজাতীয়; 3 জারজ (এই অর্থে শব্দটি অজাত্ উচ্চারিত হয়)। ☐ বি. নীচ জাতি বা বংশ, অঘর, যে জাতি বা বংশের সঙ্গে সামাজিক ক্রিয়াকলাপ চলে না। [সং. ন+জাত়]। ̃ কুজাত বি. (অজাত্ কুজাত্ উচ্চারিত) নীচ জাতি, অনাচরণীয় জাতি বা বংশ। ̃ শত্রু বিণ. শত্রু জন্মায়নি এমন, শত্রুহীন (তিনি ছিলেন প্রকৃতই একজন অজাতশত্রু লোক)। ☐ বি. 1 মগধের হর্ষঙ্কবংশীয় রাজা, বিম্বিসারের পুত্র; 2 যুধিষ্ঠির। ̃ .শ্মশ্রু বিণ. দাড়ি গজায়নি এমন; (আল.) অল্পবয়সী। | অজানত [ajānata] ক্রি-বিণ. অজ্ঞাতসারে, অজ্ঞাতে, না জেনে (এ ব্যাপার আমার অজানতে ঘটেছে, আমি অজান্তে এ কাজ করে ফেলেছি)। [বাং. অজানিত > অজানত]। | অজানতে [ ajānatē] ক্রি-বিণ. অজ্ঞাতসারে, অজ্ঞাতে, না জেনে (এ ব্যাপার আমার অজানতে ঘটেছে, আমি অজান্তে এ কাজ করে ফেলেছি)। [বাং. অজানিত > অজানত]। | অজান্তে [ ajāntē] ক্রি-বিণ. অজ্ঞাতসারে, অজ্ঞাতে, না জেনে (এ ব্যাপার আমার অজানতে ঘটেছে, আমি অজান্তে এ কাজ করে ফেলেছি)। [বাং. অজানিত > অজানত]। | অজানা [ajānā] বিণ. অচেনা, জানা নয় এমন, অপরিচিত (অজানা পথের পথিক)। ☐ বি. 1 অচেনা লোক, অপরিচিত ব্যক্তি; চেনা নয় এমন লোক বা বস্তু ('কত অজানারে জানাইলে তুমি': রবীন্দ্র); 2 অজ্ঞাত স্হান ('মন যেতে চায় কোন অজানায়': রবীন্দ্র; 'ঝাঁপ দিয়ে পড় অজানিতের খোঁজে': রবীন্দ্র)। [সং. ন+বাং. জানা, জানিত]। | অজানিত [ ajānita] বিণ. অচেনা, জানা নয় এমন, অপরিচিত (অজানা পথের পথিক)। ☐ বি. 1 অচেনা লোক, অপরিচিত ব্যক্তি; চেনা নয় এমন লোক বা বস্তু ('কত অজানারে জানাইলে তুমি': রবীন্দ্র); 2 অজ্ঞাত স্হান ('মন যেতে চায় কোন অজানায়': রবীন্দ্র; 'ঝাঁপ দিয়ে পড় অজানিতের খোঁজে': রবীন্দ্র)। [সং. ন+বাং. জানা, জানিত]। | অজান্তে [ajāntē] দ্র অজানত। | অজামিল [ajāmila] বি. ভাগবতোক্ত কান্যকুব়্জবাসী জনৈক ইন্দ্রিয়াসক্ত ব্রাহ্মণ, যিনি মৃত্যুকালে নারায়ণভক্তির পুরস্কারস্বরূপ বিষ্ণুলোকে গিয়েছিলেন। | অজাযুদ্ধ [ajāyuddha] দ্র অজ2। | অজিজ্ঞাসু [ajijñāsu] বিণ. জানবার ইচ্ছা নেই এমন, যার মনে প্রশ্ন নেই। [সং. ন+জিজ্ঞাসু]। অজিজ্ঞাস্য বিণ. জিজ্ঞাসার অযোগ্য। | অজিত [ajita] বিণ. অপরাজিত, যাকে জয় করা হয়নি; যাকে বশীভূত করা বা বশ করা যায়নি। ☐ বি. 1 বিষ্ণু; 2 শিব (যাঁকে পরাজিত করা যায় না, এই অর্থে)। [সং. ন+জিত]। | অজিতেন্দ্রিয় [ajitēndriẏa] বিণ. জিতেন্দ্রিয় নয় অর্থাত্ ইন্দ্রিয় স্ববশে নেই এমন; ইন্দ্রিয়কে জয় করতে পারেনি এমন; ইন্দ্রিয়াসক্ত। [সং. ন+জিতেন্দ্রিয়]। | অজিন [ajina] বি. 1 হরিণের চামড়া; 2 বাঘছাল; 3 পশুর চামড়া (গজাজিন)। [সং. √ অজ্+ইন (ইনন্)]। | অজিফা [ajiphā] বি. 1 বরাদ্দ বৃত্তি বা ভরণপোষণ; 2 নিত্য ধর্মশাস্ত্রপাঠ। [ফা. বজীফা]। | অজিহ্ব [ajihba] বিণ. জিহ্বা নেই এমন। ☐ বি. ব্যাং (পৌরাণিক কাহিনী অনুসারে অগ্নির অভিশাপে ব্যাং জিভ হারিয়েছিল)। [সং. ন+জিহ্বা]। | অজীবিক [ajībika] বিণ. জীবিকা নেই এমন বা উপার্জনের উপায় নেই এমন। ☐ বি. প্রাচীন ভারতের ধর্মীয় গোষ্ঠীবিশেষ। [সং. ন+জীবিকা]। | অজীর্ণ [ajīrṇa] বিণ. জীর্ণ বা হজম হয়নি এমন (অজীর্ণ খাদ্যবস্তু)। ☐ বি. বদহজমের রোগ, indigestion; হজমশক্তির অভাবজনিত রোগ, dyspepsia (ছেলেটি অজীর্ণে ভুগছে)। [সং. ন+জীর্ণ]। | অজু [aju] বি. মুসলমানদের নমাজ পড়বার আগে আচমন বা হাত-পা-মুখ ধোয়া (অজু করার জল)। [আ. বজু]। | অজুর-দার [ajura-dāra] বি. অজুরা অর্থাত্ মজুরি যে নেয়, মজুর, শ্রমিক। [ফা. বজুরা+দার]। | অজুরা [ajurā] বি. বেতন, মজুরি। [ফা. বজুরা]। | অজুহাত [ajuhāta] বি. কারণ; ওজর, অছিলা, যা আসলে কারণ নয় তাকে কারণ বলে চালানো। [ফা. বজুহাত্]। | অজেয় [ajēẏa] বিণ. জয় করা যায় না বা বশ মানানো যায় না এমন (অজেয় প্রাণ, কৌরবদের বিরুদ্ধে পাণ্ডবরা ছিলেন অজেয়)। [সং. ন (অ)+জে.]। | অজৈব [ajaiba] বিণ. যা জীব নয় তার সম্পর্কিত অর্থাত্ যা প্রাণী বা উদ্ভিদ নয় তার সম্পর্কিত, inorganic (বি.প.)। [সং. ন+জৈব]। অজৈব খাদ্য বি. যে খাদ্য প্রাণী বা উদ্ভিদ থেকে আহৃত নয়, inorganic food (বি.প.)। ̃ রসায়ন বি. রসায়নের যে শাখায় সমস্ত মৌল ও তাদের যৌগ নিয়ে আলোচনা হয়, inorganic chemistry (বি. প.)। ̃ .লবণ বি. খনিজ লবণ, inorganic salt (বি. প.)। ̃ .সার বি. খনিজ সার, inorganic manure (বি. প.)। | অজ্ঞ [ajña] বিণ. 1 যে জানে না, যার জ্ঞান নেই, অজ্ঞান; 2 মূর্খ, অশিক্ষিত। [সং. ন+√ জ্ঞা+অ]। ̃ তা বি. মূর্খতা, জ্ঞানের অভাব। অজ্ঞতা-প্রসূত বিণ. যা না জেনে করা হয়েছে, অজ্ঞতা বা জ্ঞানের অভাব থেকে সৃষ্ট। অজ্ঞতা-মূলক বিণ. মূর্খতা বা অজ্ঞতা থেকে উত্পন্ন। | অজ্ঞাত [ajñāta] বিণ. 1 যা জানা নেই, অজানা (কী এক অজ্ঞাত কারণে); 2 অপ্রকাশিত, গুপ্ত (অজ্ঞাতবাস)। [সং. ন (অ)+জ্ঞাত]। ̃ কুল-শীল বিণ. যার পরিচয় জানা নেই, বংশপরিচয় বা স্বভাব সম্পর্কে কিছু জানা নেই এমন। ̃ .নামা (-মন্) বিণ. যার নাম পরিচিত নয়, যার নাম জানা নেই। ̃ .পরিচয় বিণ. পরিচয় জানা নেই এমন (অজ্ঞাতপরিচয় যুবক)। ̃ .পূর্ব বিণ. যা আগে জানা যায়নি বা জানা ছিল না। ̃ .বাস বি. গোপনে বা অন্যের অগোচরে বাস; গোপন অবস্হান (পাণ্ডবগণের অজ্ঞাতবাস) অজ্ঞাত রাশি বি. (গণি.) অজানা রাশি, unknown quantity (বি. প.)। ̃ .সারে, অজ্ঞাতে ক্রি-বিণ. 1 অজান্তে, অগোচরে; 2 গোপনে। | অজ্ঞান [ajñāna] বিণ. 1 জ্ঞানহীন, মূর্খ, অশিক্ষিত (আমি অবোধ অজ্ঞান); 2 মূর্ছিত, অচেতন, সংজ্ঞাহীন (প্রচণ্ড আঘাতে সে অজ্ঞান হয়ে গেল)। ☐ বি. 1 জ্ঞানের অভাব; 2 অবিদ্যা (এই অজ্ঞানই দেশের অনগ্রসরতার জন্য দায়ী); 3 মায়া, মোহ। [সং. ন+জ্ঞান]। ̃ তা বি. (বাং.) মূর্খতা, জ্ঞানহীনতা। ̃ কৃত বিণ. না জেনে না বুঝে করা হয়েছে এমন। ̃ তিমির বি. মূর্খতারূপ অন্ধকার, অজ্ঞানের অন্ধকার, মায়াঘোর। ̃ বাদ, অজ্ঞা-বাদ (পরি.) দার্শনিক তত্ত্ববিশেষ, যে তত্ত্ব বলে যে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছুর অস্তিত্ব থাকলেও তা জানা মানুষের অসাধ্য, agnosticism. অজ্ঞা-বাদী (-দিন্) বিণ. বি. অজ্ঞাবাদে বিশ্বাসী বা ওই মতে বিশ্বাসী ব্যক্তি। অজ্ঞানী বিণ. জ্ঞানহীন; তত্ত্বজ্ঞানহীন; মূর্খ। অজ্ঞানে বি. (কাব্যে) জ্ঞানহীনকে, অবোধকে ('অজ্ঞানে কর হে ক্ষমা')। ☐ ক্রি-বিণ. না জেনে, অজ্ঞাতসারে। | অজ্ঞাবাদ [ajñābāda] দ্র অজ্ঞান। | অজ্ঞেয় [ajñēẏa] বিণ. জানা বা বোঝা যায় না এমন, জ্ঞানাতীত, অবোধ্য। [সং. ন+জ্ঞেয়]। | অজ্ব [ajba] বি. 1 পদ্ম; 2 চাঁদ। ☐ বিণ. জলে জন্মায় এমন, জলজ। [সং. অপ্ + জ]। ̃ যোনি বি. ব্রহ্মা। |
|