Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Department
Departure
Depasture
Depauperate
Depauperize
Depend
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word অন্ত from Bangla-English Dictionary
অন্ত: Bangla to English
-অন্ত [-anta] sfx to form present participial ad jectives (e. g. ঘুমন্ত < ঘুম্, চলন্ত < চল্).
অন্ত [anta] n death, destruction; end; break-up; termination; a terminus; a border or limit (বনান্ত, সীমান্ত); duration or ex panse (পক্ষান্ত); intention or intrinsic nature (অন্ত পাওয়া ভার); depth or bot tom (মনের অন্ত); the life beyond death or the next world ('অন্তে দিও গো পদাশ্রয়'). অন্ত পাওয়া ভার too deep for comprehension; one whose intention or intrinsic nature can hardly be ascer tained; difficult to fathom or gauge.
অন্তঃ [antḥ] pfx denoting; the heart, depth, within, inside, etc.
অন্তঃকর্ণ [antḥkarṇa] n (anat.) an inner ear.
অন্তঃকেন্দ্র [antḥkēndra] n (geom.) in-centre.
অন্তঃকোণ [antḥkōṇa] n (geom.) an interior angle.
অন্তঃকোষীয় [antḥkōṣīẏa] a intracellular.
অন্তঃপাতী [antḥpātī] a lying or situated within; lying in.
অন্তঃপুর [antḥpura] n a zenana. a gynaeceum, a harem; the inner portion of a dwelling-house. ̃চারী a. & n. one who keeps to the zenana. fem. ˜চারিণী । ̃রক্ষক n. a guard of the zenana. (cp.) Lord of the bed-chamber. অন্তঃপুরিকা n. a woman who keeps to the zenana. ̃বাসিনী a. fem. keeping constantly to the zenana. mas. ̃বাসী ।
অন্তঃপ্রকোষ্ঠাস্হি [antḥprakōṣṭhāshi] n (anat.) an ulna.
অন্তঃপ্রবিষ্ঠ [antḥprabiṣṭha] a infused; self-absorbed.
অন্তঃপ্রবেশন [antḥprabēśana] n literary interpolation.
অন্তঃশত্রু [antḥśatru] a any of the sense-organs (these are regarded as veritable enemies of man); one who is culpable of treason, a quisling; one who is inimical to or rises against (esp. secretly) his own country or party or family; a traitor.
অন্তঃশীল [antḥśīla] a lying in the depth or heart of a person or thing; unrevealed; hidden; secret. fem. অন্তঃশীলা ।
অন্তঃশুল্ক [antḥśulka] n excise.
অন্তঃশ্বসন [antḥśbasana] n inhalation.
অন্তঃশ্বাস [ antḥśbāsa] n inhalation.
অন্তঃসত্ত্বা [antḥsattbā] a. fem pregnant, (coll.) in the family way, enceinte.
অন্তঃসলিল [antḥsalila] a containing water within (esp. hidden from the view), fem. অন্তঃসলিলা । অন্তঃসলিলা নদী a. subterra nean river.
অন্তঃসাগরীয় [antḥsāgarīẏa] a submarine, undersea.
অন্তঃসার [antḥsāra] n essential core or kernel of anything; useful substance of anything.
অন্তঃসীমা [antḥsīmā] n inner lines.
অন্তঃস্তর [antḥstara] n a substratum (pl. substrata.)
অন্তঃস্হ [antḥsha] a lying within or in-be tween. অন্তঃস্হ বর্ণ য র ল ব হ: any of these letters.
অন্তস্হ [ antasha] a lying within or in-be tween. অন্তঃস্হ বর্ণ য র ল ব হ: any of these letters.
অন্তঃস্রাবী [antḥsrābī] a endocrine. অন্তঃস্রাবী গ্রন্হি endo crine gland (also অন্তর্গ্রন্হি).
অন্তক [antaka] n Yama (যম) the god of death and Hades. ☐ a. destroying; destructive; causing the end of.
অন্তকাল [antakāla] n the time of death or termina tion.
অন্তত [antata] adv at least.
অন্ততপক্ষে [ antatapakṣē] adv at least.
অন্তর [antara] n the heart; the mind; interior, depth; distance; intervening distance; end, termination; limit; difference; contrariety. ☐ a. different; other; inti mate (অন্তরতম) ̃জ্ঞ n. one who knows the mind; God.
অন্তরক [antaraka] a (phys.) insulating. ☐ n. an insu lator.
অন্তরকলন [antarakalana] n (math.) differential calculus.
অন্তরঙ্গ [antaraṅga] a having blood relation or friendship; very intimate, hand in glove. ☐ n. an internal limb or part. ̃তা n. close intimacy.
অন্তরটিপুনি [antaraṭipuni] n a secret pinching of the heart of a person which is only known to the pincher and the pinched and no body else, a surreptitious prodding or pinching, blow or thrust.
অন্তরণ [antaraṇa] n internment; insulation.
অন্তরস্হ [antarasha] a lying in the depth of one's heart.
অন্তরস্হিত [ antarashita] a lying in the depth of one's heart.
অন্তরা [antarā] n (mus.) the intermediary part be tween the refrain and the final devel opment of the music of a song.
অন্তরাত্মা [antarātmā] n (phil.) the invisible immortal and guiding soul that every individual possesses, the indwelling spirit; the depth of one's heart.
অন্তরায় [antarāẏa] n an obstacle, a barrier, a bar, a hindrance, an impediment.
অন্তরায়ণ [antarāẏaṇa] n internment. অন্তরায়িত a. in terned.
অন্তরাল [antarāla] n a place screened from the view; a hiding; concealment; distance; a point beyond the range of (দৃষ্টির অন্তরালে) ̃বর্তী a. stationed or lying or living behind the screen or in a hiding; hidden from the view. fem. ̃বর্তিনী ।
অন্তরিত [antarita] a disappeared, vanished; over cast; (thoroughly) covered; over whelmed, begone; removed, driven away; confined within fixed bounds under government order, interned.
অন্তরিন [antarina] n an internee. ☐ a. in terned.
অন্তরায়িত [ antarāẏita] n an internee. ☐ a. in terned.
অন্তরিন্দ্রিয় [antarindriẏa] n the mind.
অন্তরীক্ষ [antarīkṣa] n the intervening region be tween any two planets or stars; the sky. ̃চারী a. (capable of or used to) moving or dwelling in the sky; aerial.
অন্তরীপ [antarīpa] n (geog.) a cape, a promontory, a headland. উত্তমাশা অন্তরীপ the Cape of Good Hope. কুমারিকা অন্তরীপ Cape Comorin.
অন্তরীয় [antarīẏa] n any garment for the lower part of the body; a loin-cloth.
অন্তরীয়ক [ antarīẏaka] n any garment for the lower part of the body; a loin-cloth.
অন্তরে [antarē] adv at heart; inside; within; in the depth of, in the heart of; amidst, amongst, between; at a distance, removed or screened from; at an interval of.
অন্তর্গত [antargata] a lying or situated within or in between; included (in); comprised (in); inward.
অন্তর্গূঢ় [antargūḍh়] a concealed within or in the mind or in the heart; unrevealed; secret.
অন্তর্গৃহ [antargṛha] n a small room within a larger one; the inside of a room; indoor.
অন্তর্গ্রন্হি [antargranhi] n see অন্তঃস্রাবী ।
অন্তর্গ্লানি [antarglāni] n mental agony, heartburning; mortification.
অন্তর্ঘাত [antarghāta] n sabotage. ̃ক n. a saboteur. অন্তর্ঘাতী a. pertaining to or causing sabotage; sabotaging.
অন্তর্জগত্ [antarjagat] n the realm of the mind; the realm of ideas or thoughts.
অন্তর্জলি [antarjali] n the Hindu rite of keeping immersed the lower part of the body of a dying person in a holy river etc.
অন্তর্জাতীয় [antarjātīẏa] a international.
অন্তর্জ্ঞান [antarjñāna] n (psy.) subconsciousness. অন্তর্জ্ঞানীয় a. subconscious.
অন্তর্জ্বালা [antarjbālā] n mental agony.
অন্তর্দর্শন [antardarśana] n (psy.) introspection. অন্তর্দর্শী a. introspective.
অন্তর্দশা [antardaśā] n secondary influence of differ ent planets.
অন্তর্দাহ [antardāha] n extreme mental agony; heart-burning; envy. অন্তর্দাহী a. causing extreme mental agony or heart-burning.
অন্তর্দাহন [ antardāhana] n extreme mental agony; heart-burning; envy. অন্তর্দাহী a. causing extreme mental agony or heart-burning.
অন্তর্দীপন [antardīpana] n enlightenment of the mind; development of mental powers and qualities; improvement of the mind.
অন্তর্দৃষ্টি [antardṛṣṭi] n intuition; insight; (psy.) intro spection. ̃সম্পন্ন a. having intution or insight or introspection; intuitive or in trospective.
অন্তর্দেশ [antardēśa] n the inner part or region; the heart; the interior; the inland; a valley. অন্তর্দেশীয় a. inland. অন্তর্দেশীয় পরিবহণ in land transport.
অন্তর্দ্বন্দ্ব [antardbandba] n inner strife; mental reaction; internal quarrel.
অন্তর্দ্বার [antardbāra] n a secret door.
অন্তর্ধান [antardhāna] n disappearance; vanishing away, evanescence, death. অন্তর্ধান করা, অন্তর্ধান হওয়া v. to disappear; to vanish, to melt into thin air; to die.
অন্তর্নিবিষ্ট [antarnibiṣṭa] a placed or lying (usu. imperceptibly) within or in the heart; deep-rooted, deep-seated; innate, inherent; latent, dormant (অন্তর্নিহিত শক্তি).
অন্তর্নিহিত [ antarnihita] a placed or lying (usu. imperceptibly) within or in the heart; deep-rooted, deep-seated; innate, inherent; latent, dormant (অন্তর্নিহিত শক্তি).
অন্তর্বর্গ [antarbarga] n a sub-order.
অন্তর্বর্তী [antarbartī] a lying or situated within or in between; included or comprised in; in termediate; interim (অন্তর্বর্তী সরকার).
অন্তর্বাণিজ্য [antarbāṇijya] n inland trade.
অন্তর্বাষ্প [antarbāṣpa] n suppressed tears.
অন্তর্বাস [antarbāsa] n an undergarment; a short loin cloth usually worn by Hindu ascetics.
অন্তর্বাহ [antarbāha] a afferent.
অন্তর্বাহী [ antarbāhī] a afferent.
অন্তর্বিগ্রহ [antarbigraha] n an internal feud; a domestic quarrel; a civil war.
অন্তর্বিপ্লব [ antarbiplaba] n an internal feud; a domestic quarrel; a civil war.
অন্তর্বিবাদ [antarbibāda] n same as অন্তর্বিরোধ ।
অন্তর্বিবাহ [antarbibāha] n marriage within one's own group, endogamy.
অন্তর্বিভাগীয় [antarbibhāgīẏa] a inter-departmental.
অন্তর্বিরোধ [antarbirōdha] n internal feud or dissension, domestic quarrel or strife.
অন্তর্বীজ [antarbīja] n kernel.
অন্তর্বৃত [antarbṛta] a introvert. অন্তর্বৃতি n. introver sion.
অন্তর্বৃত্ত [antarbṛtta] n (geom.) an in-circle.
অন্তর্বেদনা [antarbēdanā] n suppressed feeling of pain or agony.
অন্তর্বেদি [antarbēdi] n a strip of land be tween two rivers.
অন্তর্বেদী [ antarbēdī] n a strip of land be tween two rivers.
অন্তর্ভুক্ত [antarbhukta] a included or comprised (in); lying within or in between. অন্তর্ভূত কোণ (geom.) an included angle.
অন্তর্ভূত [ antarbhūta] a included or comprised (in); lying within or in between. অন্তর্ভূত কোণ (geom.) an included angle.
অন্তর্ভূমি [antarbhūmi] n (geol.) sub-soil.
অন্তর্ভৌম [antarbhauma] a underground; subterranean.
অন্তর্মাধুর্য [antarmādhurya] n sweetness of the heart or soul; inward sweetness.
অন্তর্মুখ [antarmukha] a introspective; spiritual; (psy.) afferent. ̃তা, অন্তর্মুখিতা n. introspec tion; introversion.
অন্তর্যামী [antaryāmī] a aware of or competent to know other's mind. ☐ n. such a person; God.
অন্তর্লিখিত [antarlikhita] a (geom.) inscribed; engraved.
অন্তর্হিত [antarhita] a departed; lost to view. অন্তর্হিত হওয়া v. to disappear; to vanish.
অন্তশ্চর্ম [antaścarma] n dermis.
অন্তস্তর [antastara] n (geol.) a substratum (pl. sub strata).
অন্তস্তল [antastala] n the bottom or the interior of anything; the depth of one's heart.
অন্তস্ত্বক [antastbaka] n dermis.
অন্তিক [antika] a adjacent; proximate; near; close. ☐ n. adjacency; proximity; nearness; the extreme; extremity. অন্তিকতা n. nearness, proximity.
অন্তিম [antima] a final; last, ultimate; of the time of death or termination. ̃কাল n. the time of death or termination; last mo ments. ̃দশা n. dying state. ̃শয়ন, ̃শয্যা n. death-bed.
অন্তেবাসী [antēbāsī] n a pupil or student or disciple (esp. one who boards at his master's house); one of a low-caste Hindu community known as the Chandalas (চন্ডাল) who in former days burned dead bodies professionally and dwelt in the outskirts of villages for they were regarded as untouchables.
অন্ত্য [antya] a last, ultimate; final; extreme; in ferior, base, low; remaining; born of a Shudra (শূদ্র) family. ̃জ a. low-born; base; mean. ☐ n. a low-born person; a low caste, a depressed class; one of the Shudra (শূদ্র) or the Chandala (চণ্ডাল) community. ̃বর্ণ n. the last letter of a word.
অন্ত্যেষ্টি [antyēṣṭi] n funeral rites, obse quies; last honours.
অন্ত্যেষ্টিক্রিয়া [ antyēṣṭikriẏā] n funeral rites, obse quies; last honours.
অন্ত্র [antra] n bowels; intestines. ̃জ্বর n. enteric fever. ̃প্রদাহ n. enteritis. ̃বৃদ্ধি n. hernia.
অন্তর্জাতীয় [ antarjātīẏa] a international.
উত্তমাশা অন্তরীপ [uttamāśā antarīpa] n the Cape of Good Hope.
অন্ত: Bangla to Bangla
অন্ত [anta] বি. 1 মৃত্যু; বিনাশ (দেহান্ত); 2 শেষ, অবসান (নিশান্ত, অন্তহীন রাত্রি); 3 প্রান্ত, সীমা (বনান্ত, দিগন্ত) 4 স্বরূপ, হদিশ (অন্ত পাওয়া ভার); 5 জীবনশেষ ('অন্তে দিও গো পদাশ্রয়': সু. দ.)। [সং. অম্ + ত]। ̃ বি. যম। ☐ বিণ. 1 নাশক; 2 শেষ বা চরম, যার পর আর কিছু নেই, final (দর্শ.)। ̃ কাল বি. মৃত্যুর সময়। &tilde ; , (-বর্জি.) ̃ তঃ অব্য. কমপক্ষে। ̃ স্হ বিণ. প্রান্তস্হ।
অন্তঃ [antḥ] (অন্তর্) অব্য. মধ্যে, ভিতরে (এই শব্দটি পূর্বপদ হিসাবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে নূতন শব্দ সৃষ্টি করে। [সং.] ̃ করণ বি. হৃদয়; মন। ̃ কোণ বি. ভিতরে অবস্হিত কোণ, interior angle (বি. প.)। ̃ পট বি. 1 মাঝখানে পরদার মতো ঝুলিয়ে দেওয়া কাপড় (যা বিশেষভাবে বিবাহের সময় বর ও কনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয়); 2 পরদা; 3 যবনিকা; 4 অবগুণ্ঠন। ̃ পাতী (-তিন্) বিণ. মধ্যবর্তী, অন্তর্গত। ̃ পুর বি. অন্দরমহল। ̃ পুরিকা বি. যে নারী অন্তঃপুরে বাস করে। ̃ প্রবেশন বি. এক লেখকের রচনায় অন্য লেখকের রচনার অংশ সংস্হাপন বা প্রক্ষেপ, interpolation. ̃ শত্রু বি. 1 দেহের ভিতরে কামাদি ষড়্রিপু; 2 দেশের ভিতরেই দেশের যে শত্রু রয়েছে, গৃহবৈরী। ̃ শীল বিণ. অন্তরে নিহিত বা অবস্হিত; অপ্রকাশিত, গুপ্ত ('অন্তঃশীল যে রহস্য': রবীন্দ্র)। স্ত্রী. ̃ শীলা। ̃ শুল্ক বি. দেশি পণ্যদ্রব্যের, বিশেষত মাদকদ্রব্যের উপর ধার্য কর, excise, ̃ সংজ্ঞ, ̃ সংজ্ঞা বিণ. (বাইরে চেতনাহীন মনে হলেও) ভিতরে ভিতরে বোধশক্তিসম্পন্ন। ̃ সত্ত্বা বিণ. গর্ভিণী, গর্ভবতী। ̃ সলিল বিণ. ভিতরে জলযুক্ত। স্ত্রী. ̃ সলিলাঅন্তঃসলিলা নদী যে নদীর জল মাটির নীচে লোকচক্ষুর আড়ালে বয়ে যায়। ̃ সার বি. ভিতরের সার পদার্থ। ̃ সার-শূন্য বিণ. ভিতরে সারবস্তু কিছুই নেই এমন; ফাঁপা। ̃ স্হ বিণ. মধ্যবর্তী। অন্তঃস্হ বর্ণ স্পর্শবর্ণ ও উষ্মবর্ণের মধ্যবর্তী য র ল ব এই চারটি বর্ণ। অন্তঃস্হয়-শ্রুতি পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় মাঝথানে যে শ্রুতিধ্বনি এসে পড়ে। যেমন পা + এর = পায়ের।
অন্তর [antara] বি. 1 হৃদয়, মন ('অন্তর মম বিকশিত করো': রবীন্দ্র); 2 তফাত, ব্যবধান (তিন দিন অন্তর, নিরন্তর); 3 ভিতর, মধ্য (দুইয়ের অন্তরে); 4 পার্থক্য, তারতম্য; 5 ভেদ (মতান্তর); 6 পরিধান (অন্তরীয়)। ☐ বিণ. 1 (সমাসের উত্তরপদে) ভিন্ন, অপর (গত্যন্তর, দেশান্তর); 2 আত্মীয় (অন্তরতম)। [সং. অন্ত + √ রা + অ]। ̃ জ্ঞ বিণ. অন্তর্যামী; বিশেষজ্ঞ। ̃ টিপুনি বি. অন্যের অজ্ঞাতে কারও মনে গোপনে আঘাত। ̃ স্হ বিণ. মনোগত।
অন্তরঙ্গ [antaraṅga] বিণ. আত্মীয়, আত্মীয়তাপূর্ণ; অন্তরের সঙ্গে সম্পর্কযুক্ত (বিষয়টাকে তিনি অন্তরঙ্গভাবে জানেন); গভীর বন্ধুত্বপূর্ণ (অন্তরঙ্গ বন্ধু)। ☐ বি. ভিতরের বা অভ্যন্তরের অঙ্গ। [সং. অন্তর + √ গম্ + অ]। ̃ তা বি. আত্মীয়তা; ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
অন্তরটিপুনি [ antaraṭipuni] দ্র অন্তর
অন্তরস্হ [ antarasha] দ্র অন্তর
অন্তরা [antarā] বি. গানের স্হায়ী ও সঞ্চারীর মাঝের অংশ, গানের দ্বিতীয় তুক। [সং. অন্তর্ + আ]।
অন্তরাত্মা [antarātmā] (-ত্মন্) বি. 1 (শরীরমধ্যস্হ) জীবাত্মা; 2 মন, অন্তঃকরণ, হৃদয় (কথাটা শোনামাত্রই তার অন্তরাত্মা কেঁপে উঠল)। [সং. অন্তর্ + আত্মন্]।
অন্তরায় [antarāẏa] বি. বাধা, বিঘ্ন; কাজে বা সিন্ধান্তে যা বাধা হয়ে দাঁড়ায় (উন্নতির পথে কুসংস্কার প্রধান অন্তরায়)। [সং. অন্তর্ + √ ই + অ]।
অন্তরাল [antarāla] বি. আড়াল, দৃষ্টির বাইরে থাকা (অন্তরালে থেকে কলকাঠি নাড়ছে)। [সং. অন্তর্ + √লা + অ]। ̃ .বর্তী (-র্তিন্) বিণ. আড়ালে বা দৃষ্টির বাইরে রয়েছে এমন। স্ত্রী. ̃ বর্তিনী
অন্তরিক্ষ [antarikṣa] বি. আকাশ। [সং. অন্তঃ + ঋক্ষ, অন্তর্ + √ঈক্ষ্ + অ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বা শূন্যপথে বিচরণ করে এমন, গগনচারী। ̃ চারিণী। ̃ বাসী (-সিন্) বিণ. আকাশে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ মণ্ডল বি. সমগ্র আকাশ, নভোমণ্ডল।
অন্তরীক্ষ [ antarīkṣa] বি. আকাশ। [সং. অন্তঃ + ঋক্ষ, অন্তর্ + √ঈক্ষ্ + অ]। ̃ চারী (-রিন্) বিণ. আকাশে বা শূন্যপথে বিচরণ করে এমন, গগনচারী। ̃ চারিণী। ̃ বাসী (-সিন্) বিণ. আকাশে বাস করে এমন। স্ত্রী. ̃ বাসিনী। ̃ মণ্ডল বি. সমগ্র আকাশ, নভোমণ্ডল।
অন্তরিত [antarita] বিণ. 1 অন্তর্হিত, অদৃশ্য বা দূর হয়েছে এমন (ব্যথা অন্তরিত); 2 আচ্ছন্ন, আবৃত; 3 সরকারি আদেশে কারাগারের বাইরে নির্দিষ্ট কোনো জায়গায় নিঃসঙ্গ অবস্হায় আবদ্ধ, গৃহবন্দি, interned. [সং. অন্তর + ইত]। অন্তরণ বি. অন্তরিত করা, internment. অন্তরিন বিণ. গৃহবন্দি, interned. ☐ বি. internee.
অন্তরিন্দ্রিয় [antarindriẏa] বি. মন। [সং. অন্তর্ + ইন্দ্রিয়]।
অন্তরীপ [antarīpa] বি. যে ভূখণ্ড ক্রমশ সরু হয়ে সমুদ্রে এসে মিশেছে, cape. [সং. অন্তর্ + √ অপ্ + অ]।
অন্তরীয় [antarīẏa] বি. ধুতি পাজামা শায়া ইত্যাদি পরিচ্ছদ যা দেহের নিম্নাঙ্গে পরিধান করা হয়, অধোবাস। [সং. অন্তর্ + ঈয়]। ̃ তু. উত্তরীয়
অন্তর্গত [antargata] বিণ. মধ্যে বা অভ্যন্তরে আছে এমন, মধ্যবর্তী, ভিতরস্হ (দেহের অন্তর্গত মন, দেশের অন্তর্গত রাজ্য)। [সং. অন্তর্ + গত]।
অন্তর্গূঢ় [antargūḍh়] বিণ. ভিতরে বা মনের মধ্যে গুপ্ত (অন্তর্গূঢ় রহস্য); অপ্রকাশিত (অন্তর্গূঢ় বেদনা)। [সং. অন্তর্ + গূঢ়]।
অন্তর্গৃহ [antargṛha] বি. বড়ো ঘরের মধ্যে অবস্হিত ঘর; ঘরের মধ্যে ঘর। [সং. অন্তর + গৃহ]।
অন্তর্গ্লানি [antarglāni] বি. মনের মধ্যে গুপ্ত বেদনা। [সং. অন্তর্ + গ্লানি]।
অন্তর্ঘাত [antarghāta] বি. ভিতরে থেকে গোপনে ক্ষতিসাধন (দলের লোকই অন্তর্ঘাত করেছে), sabotage. [সং. অন্তর্ + ঘাত]। ̃ বি. অন্তর্ঘাতকারী; saboteur. ̃ মূলক বিণ. অন্তর্ঘাতসম্বন্ধীয় (অন্তর্ঘাতমূলক কোনো কাজ বরদাস্ত করা হবে না)। অন্তর্ঘাতী (-তিন্) বিণ. অন্তর্ঘাতমূলক (অন্তর্ঘাতী কাজ)।
অন্তর্জগত্ [antarjagat] বি. মনোজগত্ ভাবলোক, মানুষের চিন্তারাজ্য। [সং. অন্তর্ + জগত্]।
অন্তর্জলি [antarjali] বি. মুমূর্ষূ ব্যক্তির পারলৌকিক মঙ্গলের জন্য তার নিম্নাঙ্গ গঙ্গাজলে ডুবিয়ে রাখার শাস্ত্রীয় অনুষ্ঠানবিশেষ, নাভিস্নান। [সং. অন্তর্জল + বাং. ই]। ̃ যাত্রা বি. অন্তর্জলির অনুষ্ঠানের জন্য যাত্রা; (আল.) অন্তিমকাল।
অন্তর্জাতীয় [antarjātīẏa] বিণ. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের মধ্যে ঘটে বা থাকে এমন (অন্তর্জাতীয় বিরোধ)। [সং. অন্তর্জাতি + ঈয়]। দ্র আন্তর্জাতিক
অন্তর্দশা [antardaśā] বি. (জ্যোতিষ.) কোনো গ্রহের দশার অন্তর্গত রবিচন্দ্রাদি গ্রহের আধিপত্যকাল। [সং. অন্তর্ + দশা]।
অন্তর্দশন [antardaśana] বি. নিজের মনকে দেখা বা পরীক্ষা করা, নিজের মনকে সূক্ষ্মভাবে বোঝা, introspection. [সং. অন্তর্ + দর্শন]।
অন্তর্দাহ [antardāha] বি. নিদারুণ মনঃকষ্ট; মনের জ্বালা। [সং. অন্তর্ + দাহ্]।
অন্তর্দীপন [antardīpana] বি. মনের মধ্যে জ্ঞানের আলো জ্বালানো; মানসিক গুণাবলির উত্কর্ষসাধন। [সং. অন্তর্ + দীপন]।
অন্তর্দৃষ্টি [antardṛṣṭi] বি. 1 ভিতরের দিকে বা মনের ভিতরের দিকে দৃষ্টি; 2 সূক্ষ্মভাবে দেখবার শক্তি; 3 নিজের মনকে সূক্ষ্মভাবে দেখা বা পরীক্ষা, অন্তর্দশন। [সং. অন্তর্ + দৃষ্টি]।
অন্তর্দেশ [antardēśa] বি. 1 ভিতরের অংশ; মধ্যবর্তী স্হান; 2 দেশের মধ্যভাগ; 3 হৃদয়। [সং. অন্তর্ + দেশ]। অন্তর্দেশীয় বিণ. দেশের ভিতরে ঘটে বা রয়েছে এমন, inland.
অন্তর্ধান [antardhāna] বি. তিরোধান; অদৃশ্য হওয়া। [সং. অন্তর্ + √ ধা + অন]। বিণ. অন্তর্হিত
অন্তর্নিবিষ্ট [antarnibiṣṭa] বিণ. 1 হৃদয়ে বা ভিতরে স্হাপিত, অন্তর্নিহিত; 2 বদ্ধমূল; 3 সহজাত (অন্তর্নিবিষ্ট শক্তি)। [সং. অন্তর্ + নিহিত]।
অন্তর্নিহিত [antarnihita] বিণ. ভিতরে স্হাপিত (অন্তর্নিহিত শক্তি)। [সং. অন্তর্ + নিহিত]।
অন্তর্বত্নী [antarbatnī] বিণ. গর্ভবতী। [সং. অন্তর্ + বত্ + ঈ]।
অন্তর্বতী [antarbatī] (-র্তিন্) বিণ. 1 অন্তর্গত, ভিতরের; 2 মধ্যবর্তী, মধ্যকালীন, interim (স. প.)। [সং. অন্তর্ + √ বৃত্ + ইন্]।
অন্তর্বাণিজ্য [antarbāṇijya] বি. দেশের বা সীমার মধ্যে অর্থাত্ ভিতরে বাণিজ্য, inland trade (বি. প.)। [সং. অন্তর্ + বাণিজ্য]। (তু. বিপ. বহির্বাণিজ্য)।
অন্তর্বাষ্প [antarbāṣpa] বি. চেপে রাখা চোখের জল, অবরুদ্ধ অশ্রু। [সং. অন্তর্ + বাষ্প]।
অন্তর্বাস [antarbāsa] বি. ভিতরে পরবার বস্ত্রাদি, গেঞ্জি, ফতুয়া শেমিজ বক্ষবাস, কৌপীন ইত্যাদি। (তু. বিপ. বহির্বাস)। [সং. অন্তর্ + বাস]।
অন্তর্বাহী [antarbāhī] (-হিন্) বিণ. ভিতরের দিকে যায় বা আকৃষ্ট হয় বা প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + বাহিন্]।
অন্তর্বিগ্রহ [antarbigraha] বি. আত্মকলহ; গৃহবিবাদ; কোনো দেশের অধিবাসীদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব, civil war. [সং. অন্তর্ + বিগ্রহ]।
অন্তর্বিপ্লব [antarbiplaba] বি. গৃহবিবাদ; গৃহযুদ্ধ, civil war. [সং. অন্তর্ + বিপ্লব]।
অন্তর্বিবাহ [antarbibāha] বি. একই গোত্রের বা কুলের মধ্যে বিবাহ। [সং. অন্তর + বিবাহ]।
অন্তর্বিরোধ [antarbirōdha] বি. নিজেদের মধ্যে অর্থাত্ একই দেশের বা দলের লোকদের মধ্যে বিবাদ। [সং. অন্তর্ + বিরোধ]।
অন্তর্বেদনা [antarbēdanā] বি. মনঃকষ্ট, অন্তরের দুঃখ। [সং. অন্তর + বেদনা]।
অন্তর্বেদি [antarbēdi] বি. 1 দুই নদীর মধ্যবর্তী ভূখণ্ড, দোআব; 2 প্রয়াগ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূভাগ; ব্রহ্মাবর্তদেশ। [সং. অন্তর্ + বেদি, বেদী]।
অন্তর্বেদী [ antarbēdī] বি. 1 দুই নদীর মধ্যবর্তী ভূখণ্ড, দোআব; 2 প্রয়াগ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা ও যমুনার মধ্যবর্তী ভূভাগ; ব্রহ্মাবর্তদেশ। [সং. অন্তর্ + বেদি, বেদী]।
অন্তর্ভুক্ত [antarbhukta] বিণ. অন্তর্গত; ভিতরে বা অভ্যন্তরে রয়েছে এমন, মধ্যস্হিত। [সং. অন্তর্ + ভূক্ত]।
অন্তর্ভূত [antarbhūta] বিণ. অন্তর্গত; মধ্যস্হিত। [সং. অন্তর্ + ভূত]। অন্তর্ভূত কোণ (জ্যামি.) দুই বাহুর মধ্যবর্তী কোণ, included angle (বি. প.)।
অন্তর্ভেদী [antarbhēdī] (-দিন্) বিণ. অন্তর ভেদ করে এমন; মনের গুপ্ত ভাব জানতে পারে এমন (অন্তর্ভেদী দৃষ্টি)। [সং. অন্তর্ + ভেদিন্]।
অন্তর্মাধুর্য [antarmādhurya] বি. অন্তরের বা মনের মাধুর্য; আভ্যন্তরিক সৌন্দর্য। [সং. অন্তর্ + মাধুর্য]।
অন্তর্মুখ [antarmukha] বিণ. 1 ভিতরের দিকে মুখ গতি বা লক্ষ্য আছে এমন; 2 আত্মবিষয়ে চিন্তাশীল, introspective; 3 বাহ্যবস্তুকে উপেক্ষা করে গভীর চিন্তায় মগ্ন; 4 ভিতরের দিকে প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + মুখ]। স্ত্রী. অন্তর্মুখী
অন্তর্মুখিতা [antarmukhitā] বি. 1 ভিতরের দিকে যাবার প্রবণতা বা অভ্যাস; 2 অর্ন্তদৃষ্টি; 3 আপনমনে থাকার প্রবণতা। [সং. অন্তর্ + মুখিতা]।
অন্তর্যামী [antaryāmī] (-মিন্) বিণ. অন্তরের কথা জানেন এমন। ☐ বি. যিনি অন্তরে অর্থাত্ মনে অবস্হান করেন এবং. মনের সমস্ত কথা জানেন; ঈশ্বর। [সং. অন্তর্ + √ যামি + ইন্]।
অন্তর্লীন [antarlīna] বিণ. অন্তরে বা ভিতরে গুপ্ত; গুঢ়। [সং. অন্তর্ + লীন]।
অন্তর্হিত [antarhita] বিণ. তিরোধান করেছে এমন; অদৃশ্য হয়ে গেছে বা দৃষ্টির অগোচরে চলে গেছে এমন। [সং. অন্তর্ + √ ধা + ত]। বি. অন্তর্ধান
অন্তস্তল [antastala] বি. অভ্যন্তর, ভিতর; হৃদয়, মন (অন্তরের অন্তস্তলে). [সং. অন্তর্ + তল]।
অন্তস্হ [antasha] বিণ. শেষে অবস্হিত, শেষে রয়েছে এমন। [সং. অন্ত + √ স্হা + অ]।
অন্ত-হীন [anta-hīna] বিণ. অসীম; অন্ত বা শেষ নেই এমন (অন্তহীন নীলাকাশ)। [সং. অন্ত + হীন]।
অন্তিক [antika] বিণ. সন্নিহিত; নিকটস্হ। ☐ বি. নৈকট্য; সান্নিধ্য। [সং. অন্ত + ইক]।
অন্তিম [antima] বিণ. 1 শেষ; 2 মৃত্যুকালীন (বৃদ্ধের অন্তিম ইচ্ছা)। ☐ বি. পরিণতি (অন্তিমে অক্ষয় স্বর্গলাভ). [সং. অন্ত + ইম ('ভব' অর্থে)]। ̃ কাল, ̃ সময় বি. মরণকাল। ̃ দশা বি. শেষ অবস্হা; মুমূর্ষু অবস্হা। ̃ শয্যা বি. যে শয্যায় শায়িত অবস্হায় মৃত্যু ঘটে।
অন্তে-বাসী [antē-bāsī] (-সিন্) বি. 1 গুরুগৃহবাসী শিষ্য, ছাত্র; 2 গ্রামের প্রান্তে বসবাসকারী চণ্ডাল। ☐ বিণ. নিকটবর্তী; নিকটে বাস করে এমন। [সং. অন্তে (=গুরুর নিকটে) + √ বস্ + ইন]।
অন্ত্য [antya] বিণ. 1 অন্তিম, শেষ (অন্ত্য বর্ণ, অন্যেষ্টি); চরম; 2 অবশিষ্ট; 3 শূদ্রবংশজাত। [সং. অন্ত + য]। ̃ বিণ. নীচবংশজাত; নীচ। ☐ বি. নীচজাতি; শূদ্র; চণ্ডাল। ̃ বর্ণ বি. (শব্দাদির) শেষ বর্ণ।
অন্ত্যাক্ষরি [antyākṣari] বি. কবিতা বা গানের প্রতি চরণের শেষ বর্ণ দিয়ে অন্য কবিতা বা গানের প্রথম চরণ শুরু করার প্রতিযোগিতা বা খেলা। [সং. অন্ত্য + অক্ষর (বর্ণ) + বাং. ই]।
অন্ত্যানু-প্রাস [antyānu-prāsa] বি. (কাব্যে) এক প্রঙ্ক্তির শেষ শব্দ বর্ণ ধ্বনি ইত্যাদির সঙ্গে পরবর্তী পঙ্ক্তির শেষ শব্দ বর্ণ ধ্বনি ইত্যাদির মিল; অন্ত্যমিল, end rhyme. [সং. অন্ত্য + অনুপ্রাস]।
অন্ত্যেষ্টি [antyēṣṭi] বি. মৃতের সত্কার; মৃতের সত্কার ও পারলৌকিক ক্রিয়া। [সং. অন্ত্য (অন্তিম) + ইষ্টি (যজ্ঞ)]। ̃ ক্রিয়া বি. মৃতের সত্কার।
অন্ত্র [antra] বি. 1 নাড়িভুঁড়ি, bowels; 2 পাকস্হলীর নিম্নভাগ থেকে মলদ্বার পর্যন্ত দেহযন্ত্র, intestines. [সং. অম্ + ত্র]। ̃ ক্ষত বি. অন্ত্রে ক্ষত বা ঘা, intestinal ulcer. ̃ বৃদ্ধি বি. অন্ত্রের বা নাড়ির রোগবিশেষ, hernia.
রাজ-অন্তঃ-পুর [ rāja-antḥ-pura] বি. রাজবাড়ির অন্দরমহল। [সং. রাজ4 + অন্তঃপুর]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org