Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Supposition
Suppository
Suppress
Suppurate
Suppuration
Supra
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word আয় from Bangla-English Dictionary
আয়: Bangla to English
আযুক্ত [āyukta] a in-charge. ̃ক n. an officer-in-charge. আযুক্ত মন্ত্রী minister-in-charge.
আয় [āẏa] v 2nd pers. imp. of আসা । আয়, খেলি come, let us play.
আয় [āẏa] n income; earnings; profit; rev enue. ̃কর n. income-tax. ☐ a. profit able. ̃ব্যয় n. income and expenditure; (accts.) debit and credit. ̃ব্যয় পরীক্ষা n. audit. ̃ব্যয় পরীক্ষক n. auditor. ̃ব্যয়ক n. budget. ̃ব্যয়ক শীর্ষ n. budget-head. ̃ব্যয়ক সত্র n. budget session. আয় বুঝে ব্যয় করা to live within one's means; (cp.) to cut one's coat according to one's cloth. আয়ের অধিক ব্যয় করা to spend beyond one's means or income. আয়ের ঘর (accts.) credit side.
আয়ত [āẏata] a extensive, wide; expanded; very large; (geom.) rectangular but having unequal sides, oblong. ̃ক্ষেত্র n. (geom.) an oblong, a rectangle. ̃চক্ষু, ̃লোচন a. wide-eyed or large-eyed. fem. ̃লোচনা ।
আয়তন [āẏatana] n area or its measure; volume or its measure; extension; breadth; width; a house, an abode; an institution (অচলায়তন); an altar. ̃স্হাপকতা n. bulk elasticity. আয়তনাঙ্ক n. bulk-modulus.
আয়তি [āẏati] n state of a married woman whose husband is alive; any of the symbols (usu. borne on the person of the wife) indicating this marital state.
আয়তি [āẏati] n length; width, breadth; exten sion; the future; time for bearing fruit.
আয়তী [āẏatī] n. fem a married woman whose husband is alive.
আয়ত্ত [āẏatta] a brought under control or taken possession of; controlled; subjugated; subject; dominated; mastered; tamed; seized. আয়ত্ত করা, আয়ত্তে আনা v. to bring under control; to control; to take pos session of; to subjugate; to dominate; to master; to tame; to seize. বন্য ঘোড়াকে আয়ত্তে আনা to break a wild horse. আয়ত্তের বাইরে out of control; beyond control, out of hand. আয়ত্তি n. control, hold; possession; subjugation; subjec tion; domination; mastery; seizure.
আয়ন বায়ু [āẏana bāẏu] n trade wind.
আয়না [āẏanā] n a mirror, a looking-glass, a speculum.
আয়মা [āẏamā] n a grant of rent-free land made by Muslim princes to religious preach ers and to learned people. ̃মহল n. an estate of land held under this grant.
আয়স [āẏasa] a of or made of or caused by iron; ferrous. ☐ n. iron. আয়সী n. fem. a coat mail made of iron, an iron armour.
আয়া [āẏā] n a nurse-maid or waiting-maid, an ayah.
আয়াম [āẏāma] n width, breadth; length.
আয়ম [āẏama] n season; suitable time; right time.
আয়াস [āẏāsa] n pain, trouble; exhaustion, fa tigue; an exertion of strength or power, labour, strain; an endeavour, an effort. ̃সাধ্য a. involving effort, strenuous, la borious, arduous, toilsome, uphill.
আয়ু [āẏu] n the span of one's life, longevity; lifetime; life. ̃প্রদ, ̃বর্ধক a. that which prolongs life; rejuvenating; that which bestows long life. ̃বর্ধন n. prolonging life; prolongation of life; rejuvenation. ̃বৃদ্ধি n. prolongation of life; rejuvena tion. ̃ষ্কর same as আয়ুপ্রদ । ̃ষ্কাল n. the span of one's life, lifetime. ̃ষ্মান a. long-lived. fem. আয়ুষ্মতী । আয়ুষ্য same as আয়ুপ্রদ ।
̃আয়ুধ [̃āẏudha] n weapon, arms.
আয়ুধশালা [āẏudhaśālā] n armoury, arsenal.
আয়ুর্বেদ [āẏurbēda] n the traditional Hindu science of medicine as taught in the Atharva Veda. আয়ুর্বেদীয় a. relating or pertain ing to this science; according to this science.
আয়েন্দা [āẏēndā] a coming; ensuing, next; future, later.
আয়েশ [āẏēśa] n ease; comfort; luxury. আয়েশ করা v. to take one's ease; to re lax; to take rest. আয়েশি, আয়েসি a. ease loving; easy-going; brought up amidst ease and luxury; easy.
আয়েস [ āẏēsa] n ease; comfort; luxury. আয়েশ করা v. to take one's ease; to re lax; to take rest. আয়েশি, আয়েসি a. ease loving; easy-going; brought up amidst ease and luxury; easy.
আয়োগ [āẏōga] n a committee (esp. a public one) set up for investigation etc., a commis sion.
আয়োজক [āẏōjaka] a. & n one who makes prepara tion for or collects the things necessary for a purpose; one who organises or makes preparation for a function.
আয়োজন [āẏōjana] n preparation; collection of things necessary to serve a purpose; things so collected; making or becom ing ready. আয়োজন করা v. to make preparations (for).
আয়োজিত [āẏōjita] a that for which necessary things have been collected or prepara tion has been made; that which has been made ready.
আয়: Bangla to Bangla
আযুক্ত [āyukta] বিণ. নিযুক্ত; ভারপ্রাপ্ত, in charge (স. প.)। [সং. আ + যুক্ত]।
আয় [āẏa] বি. 1 রোজগার, উপার্জন, কোনো কাজের বা শ্রমের বিনিময়ে অর্থাগম; 2 উপস্বত্ব। [সং. আ + √অয়্ + অ]। ̃ কর বি. আয়ের উপর ধার্য কর, income tax. ☐ বিণ. আয়জনক; লাভজনক। ̃ ব্যয় বি. রোজগার ও খরচ; জমাখরচ।
আয়ত [āẏata] বিণ. 1 বিস্তৃত, চওড়া, টানা টানা (আয়তনেত্র); 2 (সমচতুষ্কোণ সম্বন্ধে) বিষমবাহুবিশিষ্ট (আয়তক্ষেত্র)। [সং. আ + √যম্ + ত]।
আয়ত [āẏata] বি. এয়োতি। [আয়তি1 দ্র]।
আয়তন [āẏatana] বি. 1 ক্ষেত্রমান, area; 2 ঘনমান, volume; 3 প্রস্হ, পরিসর, বিস্তার; 3 মন্দির, গৃহ, প্রতিষ্ঠান (অচলায়তন); 4 যজ্ঞবেদি; 5 (বৌ. শা.) চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়। [সং. আ + √ যত + অন]।
আয়ত-নেত্র [āẏata-nētra] বিণ. বড় ও টানা টানা চোখবিশিষ্ট। [সং. আয়ত + নেত্র, লোচন]।
আয়ত-লোচন [ āẏata-lōcana] বিণ. বড় ও টানা টানা চোখবিশিষ্ট। [সং. আয়ত + নেত্র, লোচন]।
আয়তি [āẏati] বি. সধবার লক্ষণ বা অবস্হা; এয়োতি। [অবিধ্বত্ব > আয়ত + ই, তু. এয়োতি]।
আয়তি [āẏati] বি. দৈর্ঘ্য, লম্বার দিকে বিস্তার; আয়তন। [সং. আ + √ যম্ + তি]।
আয়তি [āẏati] বি. 1 ভবিষ্যত্ কাল, উত্তর কাল; 2 ফলদানকাল; 3 সন্তান; বংশধর। [সং. আ + √ যা + তি]।
আয়ত্ত [āẏatta] বিণ. 1 অধীন, অধিকৃত; 2 অধিগত ('সমস্ত ঘটনাই মানববুদ্ধির আয়ত্ত নহে': শরত্); 3 কবলিত (দৈবায়ত্ত, করায়ত্ত)। ☐ বি. অধিকার (আয়ত্তের বাইরে, আয়ত্তে আনা)। [সং. আ + যত + ত]। বি. আয়ত্তি, ̃ তাআয়ত্তাধীন (বাং. প্র.) বিণ. আয়ত্ত; অধীন; অধিগত।
আয়ত্তি [āẏatti] বি. 1 অধিকার, দখল; 2 নাগাল (আয়ত্তির বাইরে); 3 সংযম; 4 দক্ষতা। [সং. আ + √ যম্ + তি]। আয়ত্তী-কৃত বিণ. অধিকৃত; দখলীকৃত।
আয়না [āẏanā] বি. যাতে কোনো ব্যক্তি বা বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, দর্পণ, আরশি (আয়নায় মুখ দেখা)। [ফা. আঈনা]।
আয়ব্যয় [āẏabyaẏa] দ্র আয়
আয়মা [āẏamā] বি. ধর্মপ্রচারের বা পাণ্ডিত্যের পুরস্কারস্বরূপ মৌলবিরা মুসলমান শাসকদের কাছ থেকে যে নিষ্কর জমি পেতেন। [আ. আএমা]। ̃ দার বি. যে ব্যক্তি আয়মা জমি ভোগ করে।
আয়স [āẏasa] বি. লোহা। ☐ বিণ. লোহাসংক্রান্ত, লোহাঘাটিত, লোহানির্মিত। [সং. অয়স্ + অ]। আয়সী বি. (স্ত্রী.) লোহার তৈরি বর্ম।
আয়াত [āẏāta] বিণ. আগত (যাতায়াত)। [সং. আ + √যা + ত]।
আয়াত [āẏāta] বি. কোরানের ক্ষুদ্রতম বাক্য। [আ.]।
আয়াত [āẏāta] বি. এয়োত্ব, সধ্বার চিহু। [আয়তি 1 দ্র]।
আয়াম [āẏāma] বি. 1 বিস্তার, প্রসার; 2 দৈর্ঘ্য। [সং. আ + √যম্ + অ]।
আয়াম [āẏāma] বি. 1 ঋতু বা মরশুম; 2 উপযুক্ত কাল। [আ. আইয়াম্]।
আয়াস [āẏāsa] বি. 1 কষ্ট, ক্লেশ; 2 দুঃখ; 3 শ্রান্তি, ক্লান্তি; 4 বিশেষ চেষ্টা ও যত্ন; 5 পরিশ্রম (অনায়াস সাফল্য)। [সং. আ + √ যম্ + অ]। ̃ সাধ্য বিণ. বিশেষ যত্ন বা পরিশ্রমের দ্বারা সাধন করা যায় এমন।
আয়াসী [āẏāsī] (-সীন্) বিণ. পরিশ্রমী, যত্নশীল (উদ্দেশ্য সিদ্ধির জন্য সতত আয়াসী); উদ্যোগী। [সং. আ + √যম্ + ইন্]।
আয়ি-আই [āẏi-āi] র বানানভেদ।
আয়ু [āẏu] (-য়ুম্) বি. পরমায়ু; জীবনকাল (দীর্ঘায়ু ব্যক্তি, স্বল্পায়ু, আয়ুশেষ)। [সং. √ই + উস্]।
আয়ুঃপ্রদ [āẏuḥprada] বিণ. যাতে আয়ু বাড়ে, আয়ুবৃদ্ধিকর। [সং. আয়ুঃ + প্রদ]।
আয়ুধ [āẏudha] বি. অস্ত্র, অস্ত্রশস্ত্র, প্রহারের যন্ত্র, প্রহরণ। [সং. আ + √ যুধ্ + অ]।
আয়ুবৃদ্ধি [āẏubṛddhi] বি. আয়ু বাড়া, পরমায়ুর বৃদ্ধি (পরিমিত আহার ও নিয়মিত শরীরচর্চায় আয়ুবৃদ্ধি হয়)। [সং. আয়ুঃ + বৃদ্ধি]। ̃ কর বিণ. আয়ু বাড়ায় এমন।
আয়ুর্বেদ [āẏurbēda] বি. ধন্বন্তরির উদ্ভাবিত চিকিত্সাবিদ্যা; কবিরাজি চিকিত্সাবিদ্যা। [সং. আয়ুঃ + বেদ]। আয়ুর্বেদীয় বিণ. আয়ুর্বেদসম্বন্ধীয়; আয়ুর্বেদসম্মত।
আয়ুষ্কর [āẏuṣkara] বিণ. পরমায়ু বাড়ায় এমন, আয়ুর্বৃদ্ধিকর। [সং. আয়ুঃ + √কৃ + অ]।
আয়ুষ্কাল [āẏuṣkāla] বি. জীবিতকাল, জীবনকাল, পরমায়ু। [সং. আয়ুঃ + কাল]।
আয়ুষ্টোম [āẏuṣṭōma] বি. দীর্ঘায়ু লাভের জন্য অনুষ্ঠিত যজ্ঞ। [সং. আয়ুঃ + স্তোম]।
আয়ুষ্মতী [āẏuṣmatī] দ্র আয়ুষ্মান
আয়ুষ্মান [āẏuṣmāna] (-ষ্মত্) বিণ. দীর্ঘজীবি, দীর্ঘ পরমায়ুযুক্ত। [সং. আয়ুঃ + মত্]। স্ত্রী. আয়ুষ্মতী
আয়েন্দা [āẏēndā] বি. আগামী সময়, ভবিষ্যত্। ☐ ক্রি-বিণ. এখন থেকে, এর পর থেকে। [ফা. আইন্দা]।
আয়েশ [āẏēśa] বি. 1 সুখ (একটু আয়েশ করে নিই); 2 বিলাসিতা, বিলাস। [আ. আএশ]। আয়েশি, আয়েসি বিণ. আরামে অভ্যস্ত; বিলাসপ্রিয় (আয়েশি জীবন)।
আয়েস [ āẏēsa] বি. 1 সুখ (একটু আয়েশ করে নিই); 2 বিলাসিতা, বিলাস। [আ. আএশ]। আয়েশি, আয়েসি বিণ. আরামে অভ্যস্ত; বিলাসপ্রিয় (আয়েশি জীবন)।
আয়োগ [āẏōga] বি. 1 তদন্তের জন্য নিযুক্ত কমিশন বা সমিতি; 2 নিযুক্তি। [সং. আ + √যুজ্ + অ]।
আয়োজক [āẏōjaka] বিণ. বি. আয়োজনকারী, ব্যবস্হা বা ব্যবস্হাপনা করে এমন; উদ্যোগী। [সং. আ + √যুজ্ + অক]। আয়োজন বি. 1 জোগাড়, ব্যবস্হা; 2 উদ্যোগ; 3 কোনো অনুষ্ঠানের জন্য সংগৃহীত দ্রব্যসামগ্রী (ভোজের আয়োজন)। আয়োজিত বিণ. আয়োজন করা বা সংগৃহীত করা বা উদ্যোগ নেওয়া হয়েছে এমন।
আয়িডিন-আইয়োডিন [āẏiḍina-āiẏōḍina] এর প্রচলিত বাংলা রূপ।
টিনচার আয়োডিন [ṭinacāra āẏōḍina] বি. ক্ষতাদির পচনরোধক ওষুধবিশেষ। [ইং. tincture iodine]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org