Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Caricature
Caries
Carillon
Carious
Carmelite
Carmine
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word from Bangla-English Dictionary
ঋ: Bangla to English
অঋণী [aṛṇī] a without any debts; not indebted.
[ṛ] n the seventh vowel of the Bengali alphabet. ঋকার n. the symbol affixed to a consonant whilst adding the -sound to it. ঋকারাদি a. (of words) beginning with or -sound. ঋকারান্ত a. (of words) ending in or -sound.
ঋক্ [ṛk] n the Rig Veda; a Vedic hymn in verse; the esoteric prayer that one says to oneself whilst telling beads.
ঋক্থ [ṛktha] n (for.) wealth; inherited wealth and property, heritage; property left by a person at death, assets of a de ceased person. ̃ভাগ n. a share in wealth or property. ̃হীন a. poor; impe cunious.
ঋক্ষ [ṛkṣa] n (for. the bear; a star; a constella tion. ̃মণ্ডল n. (astr.) The Saptarshi, the Great Bear. ̃রাজ, ঋক্ষেশ n. the moon (when personified).
ঋক্সংহিতা [ṛksaṃhitā] n the collection of hymns and prayers of the Rig Veda.
ঋগ্বেদ [ṛgbēda] n the Rig Veda. ̃-সংহিতা same as ঋক্সংহিতা । ঋগ্বেদী a. versed in or obedi ent to the Rig Veda.
ঋজু [ṛju] a straight; erect; upright; uncurved, unbent; unyielding; candid, frank; sin cere; easy; easy to understand or learn or read. ̃কায় a. erect-bodied, upright. ̃তা n. straightness, erectness; uprightness; honesty; sincerity; simplicity. ̃প্রকৃতি same as ঋজুস্বভাব । ̃রেখ a. (geom.) recti linear. ̃রেখ ক্ষেত্র (geom.) a rectilinear figure. ̃রেখা n. a straight line. ̃স্বভাব a. frank or sincere by nature.
ঋণ [ṛṇa] n a debt; a loan; liability, (math.) the minus sign. ঋণ করা, ঋণ নেওয়া v. to bor row. ঋণ দেওয়া v. to lend. ̃গ্রস্ত a. steeped in or run into debt; indebted. ̃গ্রস্ত থাকা v. to be indebted (to), to owe. ̃গ্রস্ত হওয়া v. to run into debt, to incur debt. ̃গ্রহণ n. act of borrowing (esp. money). ̃গ্রহণ করা v. to borrow (esp. money). ̃গ্রাহী, ̃গ্রহীতা n. a borrower, a debtor. ̃চিহ্ন n. (math.) the minus sign (—). ̃জাল n. the meshes of debt. ̃জালে জড়ানো v. to enmesh or be enmeshed in debt, to involve or be involved in debt. ̃দাতা n. a lender; a money-lender; creditor. ̃দান n. act of lending (esp. money). ঋণদান করা v. to lend (esp. money). ̃দায় n. burden of debt; liabil ity, indebtedness. ̃দাস n. one who serves as a slave to repay a debt, a bondsman. ̃পত্র n. a written bond of debt; a note of hand; a debenture. ̃পরিশোধ same as ঋণশোধ । ̃ভার n. the burden of debt. ̃ভারে পীড়িত a. encum bered with debt. ̃মুক্ত a. relieved of debt, free from debts. ̃মুক্ত করা v. to free from a debt or debts. ̃মুক্তি n. re lease from a debt or debts; freedom from debts. ̃শোধ n. act of paying off a debt; repayment. ̃শোধ করা v. to pay off a debt; to repay.
ঋণাত্মক [ṛṇātmaka] a (alg.) negative.
ঋণিতা [ṛṇitā] n indebtedness.
ঋণী [ṛṇī] a involved in debts, indebted. ঋণী থাকা v. to be indebted; to owe. ঋণী হওয়া v. to be indebted; to run into a debt.
ঋত [ṛta] n the Supreme Being, God; (the) truth. ☐ a. worshipped; adored; ailing, sick (শীতার্ত); true; shining, luminous. ঋতানৃত a. true and false. ☐ n. truth and falsehood.
ঋতি [ṛti] n act of going or moving; gait; mo tion.
ঋতু [ṛtu] n season, a tide or time; menstrua tion, the menses. ̃কাল n. the period or time of a season, a tide; the period of menstruation, the menstrual period. ̃নাথ, ̃পতি n. the king of seasons; the spring. ̃পরিবর্তন n. change of season. ̃পর্যায় n. succession or revolution of the seasons. ̃মতী a. (of a woman) menstruating, in the menses. ̃মতী হওয়া v. to menstruate, to be in the menses; to menstruate for the first time. ̃রক্ষা n. act of copulating with a woman on the fourth day of her menstrual period ̃রক্ষা করা v. to copulate with a woman on the fourth day of her menstrual pe riod. ̃রাজ same as ঋতুনাথ । ̃স্নাতা a. fem. bathed on the fourth day of one's menstrual period. ̃স্নান n. act of bath ing on the fourth day of one's men strual period.
ঋত্বিক [ṛtbika] n a family priest; an assistant priest; a priest.
ঋদ্ধ [ṛddha] a prosperous, flourishing; affluent, well-to-do; fortunate. ঋদ্ধি n. all-round prosperity; flourishing state; affluence; fortune; property, wealth. ঋদ্ধিমান same as ঋদ্ধ ; fem. ঋদ্ধিমতী । ঋদ্ধিলাভ a. attain ment of prosperity.
ঋভু [ṛbhu] n a god; one of a species of deified man; a superman.
ঋষভ [ṛṣabha] n the ox; a mythological mountain; (mus.) the second note in the natural scale; (as a sfx.) the best one (মনুষ্যর্ষভ).
ঋষি [ṛṣi] n a very wise ascetic, a sage; a saint; a composer of Vedic hymns. ̃কল্প, ̃তুল্য a. equal to or comparable with a saint; saint-like; saintly. ̃প্রোক্ত a. told by a saint; (gr.-of words etc.) used by a saint but not in accordance with grammatical rules (cp. archaic). ̃লোক n. the abode of the spirits of saints.
ঋষ্ট [ṛṣṭa] a (astrol.) under the evil influence of a star; inauspicious. ঋষ্টি n. (astrol.) evil influence of a star; an inauspicious thing, an evil.
ঋষ্য [ṛṣya] n a species of deer, white-footed or dappled antelope.
নৈর্ঋত [nairṛta ] n the south-west.
ষড়্ঋতু [ṣaḍ়ṛtu] n the six seasons, namely, sum mer, the rains, autumn, late autumn, winter and spring.
ঋ: Bangla to Bangla
অঋণী [aṛṇī] (-ণিন্) বিণ. ঋণী নয় এমন, ঋণমুক্ত, দেনাশূন্য, কারও কাছে কিছু ধারে না এমন। [সং. ন+ঋণী = অনৃণী > অঋণী]।
[ṛ] বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ, স্বরবর্ণ হিসাবে গণ্য হলেও এর উচ্চারণ ব্যঞ্জনের মতো।
[ṛ] স্বরগ্রামের দ্বিতীয় স্বর ঋষভ এর সংক্ষিপ্ত রূপ।
ঋ-কার [ṛ-kāra] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে ঋ যোগ -কৃ খৃ গৃ ইত্যাদি।
ঋক [ṛka] (ঋক্) বি. 1 ঋগ্বেদ; 2 ছন্দোবদ্ধ বেদমন্ত্রবিশেষ; 3 গায়ত্রী। [সং. √ ঋচ্ + ক্বিপ্]।
ঋক্থ [ṛktha] বি. 1 ধন; 2 উত্তরাধিকারসূত্রে পাওয়া ধনসম্পত্তি; 3 মৃত ব্যক্তির পরিত্যক্ত বা ফেলে-যাওয়া সম্পত্তি। [সং. √ ঋচ্ + থ]।
ঋক্ষ [ṛkṣa] বি. 1 ভল্লুক; 2 নক্ষত্র; 3 প্রাচীনকালের পর্বতবিশেষ। [সং. √ ঋষ্ + স]। বি. ̃ মণ্ডল বি. সপ্তর্ষিমণ্ডল, the Great Bear. বি. ̃ রাজ বি. 1 ভল্লুকরাজ জাম্ববান; 2 চন্দ্র।
ঋগ্বেদ [ṛgbēda] বি. চারটি বেদের মধ্যে প্রাচীনতম ও প্রধান বেদ। [সং. ঋক্ + বেদ]। ঋগ্বেদী বিণ. 1 ঋগ্বেদজ্ঞ, যিনি ঋগ্বেদ প্রকৃষ্টরূপে জানেন; 2 ঋগ্বেদীয় পুরোহিত।
ঋগ্-বেদ [ ṛg-bēda] বি. চারটি বেদের মধ্যে প্রাচীনতম ও প্রধান বেদ। [সং. ঋক্ + বেদ]। ঋগ্বেদী বিণ. 1 ঋগ্বেদজ্ঞ, যিনি ঋগ্বেদ প্রকৃষ্টরূপে জানেন; 2 ঋগ্বেদীয় পুরোহিত।
ঋজু [ṛju] বিণ. 1 সোজা, সরল, অবক্র (ঋজু রেখা); 2 অকপট (ঋজু মন); 3 সহজ, সহজবোধ্য (ঋজু পাঠ)। [সং. √ ঋজ্ (অর্জ্) + উ]। বি. ̃ তা। ̃ রেখ বিণ. সরলরেখা দিয়ে ঘেরা, সরলরেখাযুক্ত (ঋজুরেখ ক্ষেত্র)। ̃ রেখা বি. সরলরেখা।
ঋণ [ṛṇa] বি. ফেরত দেবার শর্তে অপরের কাছ থেকে সাময়িক ব্যবহারের জন্য কিছু নেওয়া, দেনা, ধার, কর্জ। [সং. √ঋ + ত]। ̃ গ্রস্ত, ঋণী বিণ. ধার করেছে এমন, দেনদার, খাতক (কারও কাছে ঋণী থাকতে চাই না)। ̃ চিহ্ন বি. বিয়োগচিহ্ন, minus. ̃ জাল বি. দেনার দায় (ঋণজালে জড়িয়ে পড়েছে)। ̃ দাস বি. যে ব্যক্তি দেনা শোধ না হওয়া পর্যন্ত, বা দেনার বিনিময়ে উত্তমর্ণের দাসত্ব করে। ̃ পত্র বি. দেনার দলিল, তমসুক, খত, debentureমুক্ত বিণ. দেনার দায় থেকে রেহাই পেয়েছে এমন, দেনা শোধ করেছে এমন। ̃ শোধ বি. দেনা মিটিয়ে দেওয়া। ঋণাত্মক বিণ. 1 বিয়োগসূচক; বিয়োজ্য; 2 নঞর্থক, না-বোধক।
ঋত [ṛta] বি. 1 সত্য, পরম সত্য (ঋতব্রত); 2 পরব্রহ্ম। ☐ বিণ. 1 সত্য, যথার্থ; 2 পূজিত; 3 দীপ্ত; 4 পীড়িত। [সং. √ ঋ + ত]। ̃ ব্রত বিণ. সত্যই যার ব্রত। ̃ ম্ভর বিণ. বি. সত্যপালক, সত্যনিষ্ঠ। ̃ ম্ভরা বি. 1 সত্যনিষ্ঠা; 2 সত্যজ্ঞানরূপ চিত্তবৃত্তি।
ঋতি [ṛti] বি. 1 গমন, গতি; 2 পথ; 3 সৌভাগ্য। [সং. √ ঋ + তি]।
ঋতু [ṛtu] বি. 1 প্রাকৃতিক অবস্হা অনুযায়ী বছরের বিভাগ, যথা গ্রীষ্ম বর্ষা শীত ইত্যাদি; 2 মেয়েদের মাসিক রজস্রাব, স্ত্রীরজ। [সং. √ ঋ + তু]। ̃ কাল বি. মাসের যে কয়দিন মেয়েদের ঋতুস্রাব চলে। ̃ পতি, ̃ রাজ বি. ঋতুশ্রেষ্ঠ বসন্ত। ̃ পরিবর্তন বি. এক ঋতুর পরে আর এক ঋতুর আগমন, ঋতু বদলে যাওয়া। ̃ মতী বিণ. রজস্বলা, যার ঋতুস্রাব হয় এমন। ̃ স্নান বি. ঋতুমতী হওয়ার পর চতুর্থ দিন স্নান করার সংস্কার।
ঋত্বিক [ṛtbika] (-ত্বিজ্) বি. বৈদিক যজ্ঞের পুরোহিত, যাজক। [সং. ঋতু +√ যজ্ + ক্বিপ্]।
ঋদ্ধ [ṛddha] বিণ. সমৃদ্ধিযুক্ত, ঐশ্চর্যশালী, গুণশালী ('ঋদ্ধ, বিধিবদ্ধ জগত্': বুদ্ধ)। [সং. √ ঋধ্ + ত]। ঋদ্ধি বি. সমৃদ্ধি, ঐশ্চর্যশালিতা; সর্বাঙ্গীণ উন্নতি, শ্রীবৃদ্ধি; সৌভাগ্য। ঋদ্ধি-মান বিণ. সমৃদ্ধ; সৌভাগ্যশালী; শ্রীবৃদ্ধিযুক্ত।
ঋভু [ṛbhu] বি. 1 দেবতা; 2 দেবত্বপ্রাপ্ত মানুষ, দেবতার গুণ বা ক্ষমতা পেয়েছে এমন মানুষ। [সং. ঋ + √ ভূ + উ]।
ঋষভ [ṛṣabha] বি. 1 ষাঁড়; 2 (সমাসের উত্তরপদে) শ্রেষ্ঠ জন (পুরুষর্ষভ); 3 পৌরাণিক পর্বতবিশেষ; 4 সংগীতে স্বরগ্রামের দ্বিতীয় স্বর বা রে। [সং. √ ঋষ্ + অভ]।
ঋষি [ṛṣi] বি. 1 মন্ত্রদ্রষ্টা মুনি, তপস্যাকারী মুনি; 2 শাস্ত্রজ্ঞ তপস্বী; 3 বেদ মন্ত্রের সংকলয়িতা যোগী। [সং.√ ঋষ্ + ই]। ̃ কল্প বিণ. ঋষির তুল্য। ̃ তা বি ঋষির গুণ। ̃ প্রোক্ত বিণ. ঋষির দ্বারা উক্ত, ঋষি বলেছেন এমন, আর্ষ (ঋষিপ্রোক্ত বাণী)। ̃ শ্রাদ্ধ বি. মৃত ঋষির শ্রাদ্ধকার্য এতে কেবল কলাপাতাই কাটা হয়, কাউকে খাওয়ানো হয় না।
ঋষি [ṛṣi] বি. বাঙালি চর্মকার জাতিবিশেষ। [হি. রৈসি]।
ঋষ্টি [ṛṣṭi] বি. 1 রিষ্টি, কল্যাণ, শুভ; 2 অকল্যাণ, অশুভ। [সং. √ ঋষ্ + তি]।
ঋষ্য [ṛṣya] বি. 1 কৃষ্ণসার মৃগ; 2 মৃগ। [সং. √ঋষ্ + য]।
নির্ঋতি [nirṛti ] বি. অলক্ষ্মী। [সং. নির্ + ঋতি (=শুভ)]।
নৈর্ঋত [nairṛta] বি. 1 দক্ষিণ-পশ্চিম কোণ; 2 দৈত্যদানব। [সং. নির্ঋতি + অ]।
ষড়্-ঋতু [ṣaḍ়-ṛtu] বি. গ্রীষ্ম বর্ষাদি ছয় ঋতু। [সং. ষট্ + ঋতু]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org