Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Market
Marl
Marlinespike
Marmalade
Marmoreal
Marmoset
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word from Bangla-English Dictionary
ও: Bangla to English
অক্কা পাওয়া [akkā pāōẏā] v (sl.) to die.
আউওল [āuōla] a first; chief; best.
আওড় [āōḍ়] n a whirlpool.
আওড়ানো [āōḍ়ānō] v (chiefly facet.) to pronounce or recite (usu. repeatedly). ☐ n. (re peated) pronouncement or recitation.
আওতা [āōtā] n (rare) shade, sunshade; care; guardianship, custody; control; reach; jurisdiction; purview. (কারও) আওতায় under one's power or tutelage or guard ianship.
আওয়াজ [āōẏāja] n sound; noise; voice.
আওয়াজি [āōẏāji] n a small window in the upper part of the wall, (cp.) a bay-window, (cp.) a skylight.
আওরত [āōrata] n a woman; one's wife.
আওরানো [āōrānō] v (of boils etc.) to swell and be come painful, to inflame.
আওলাত [āōlāta] n fruit-trees and other immovable property; offspring, prog eny.
আওলাদ [ āōlāda] n fruit-trees and other immovable property; offspring, prog eny.
আওসত [āōsata] n a large holding of land held in fee under a landowner, (cp.) a fief.
আপকাওয়াস্তে [āpakāōẏāstē] adv for one's own self. ☐ a. self-seeking, selfish.
আবওয়াব [ābōẏāba] n any of the conventional and usually illegal payments exacted by landowners from tenants.
আবহাওয়া [ābahāōẏā] n climate; weather.
আসশেওড়া [āsaśēōḍ়ā] n a kind of wild herb, Glycomis pentaphylla.
উত্কর্ণ হওয়া [utkarṇa hōẏā] v to be all ears.
উধাও [udhāō] n act of flying through the air, flight. ☐ a. vanished; missing; passed out of sight ('উধাও উধাও সুদূর আকাশে পক্ষিরাজ'). উধাও হওয়া v. to disappear, to vanish; to be missing; to pass out of sight.
এওজ [ēōja] a exchange, barter. এওজি, এওয়াজি, এউজি a. obtained by exchange or barter (এওজি জমি).
এওয়াজ [ ēōẏāja] a exchange, barter. এওজি, এওয়াজি, এউজি a. obtained by exchange or barter (এওজি জমি).
একুল-ওকুল [ēkula-ōkula] n (both.) the house of the husband and the house of the father (of a married woman); (both) the mortal world of life and world or life after death; this world and the next; both the courses; both the alternatives.
এগিয়ে দেওয়া [ēgiẏē dēōẏā] v to go along with some body; to accompany up to a distance; to see off; push somebody forward (সামনে এগিয়ে দেওয়া).
এলিয়ে দেওয়া [ēliẏē dēōẏā] v to make dishevelled or disorderly.
এসপার-ওসপার [ēsapāra-ōsapāra] n a final decision or settlement (usu. ending in some loss); either good or bad consequence; either (complete) success or (utter) failure; either this or that.
এসে যাওয়া [ēsē yāōẏā] v to matter (much or little).
[ō] n the tenth vowel of the Bengali al phabet.
[ō] pro that or yonder person or crea ture or thing, a person or creature or thing in question, he, she, it. ☐ a. that immediately preceding, last (ও মাসে). ☐ adv. too, also, moreover (সে খাবেও); even (নামও শুনিনি). ☐ con. and. ☐ int. expressing; a call, recol lection, amazement, pity etc.; holla, ho; ah, oh.
ওই [ōi] a that; yonder. ☐ adv. there. ☐ int. expressing mild regret for negligence, lapse of memory etc.; ah, ah me (ওই যা).
ওঁ [ō] n the mystic sound denoting the Hindu trinity; the origin or root of all sounds; the symbol representing the Supreme Being. ওঁকার, ওঙ্কার, ওংকার n. the sound ওঁ (cp. chest-note).
ওঁচলা [ōn̐calā] n skin of fruits and vegetables; refuse. ̃কুড় n. a dustbin, place where garbage is deposited. Same as আঁস্তাকুড় ।
ওঁচা [ōn̐cā] a (chiefly coll.) worthless or bad; inferior; contemptible; base, mean; good-for-nothing.
ওঁছা [ ōn̐chā] a (chiefly coll.) worthless or bad; inferior; contemptible; base, mean; good-for-nothing.
ওঁরা [ōm̐rā] pro (hon.) they.
ওকড়া [ōkaḍ়ā] n a variety of herb or its fruit or leaf (when this is rubbed on the skin one gets a terrible itching sensation).
ওকার [ōkāra] n the post-consonantal symbol 'ো' affixed to a consonant whilst adding the ও--sound to it. ওকারাদি a. (of words) beginning with or ও--sound. ওকারান্ত a. (of words) ending in or ও--sound.
ওকালতনামা [ōkālatanāmā] n power of attorney.
ওকালতি [ōkālati] n the profession of a pleader, le gal profession or practice, pleadership; pleading, advocacy, defence. ☐ a. per taining to pleaders or pleadership or pleading. ওকালতি করা v. to practise as a pleader; to plead for.
ওকি [ōki] int expressing: inquisitive ness, amazement, fright etc., what's that.
ওকী [ ōkī] int expressing: inquisitive ness, amazement, fright etc., what's that.
ওকে [ōkē] pro to him, him.
ও কে [ō kē] pro who is he or she.
ওখান [ōkhāna] n that or yonder place or region.
ওখানকার [ōkhānakāra] a of that place or region. ওখানে adv. there.
ওগরা [ōgarā] n a variety of food cooked by boil ing rice and pulse together, hotchpotch.
ওগো [ōgō] int used in affectionate or respect ful addressing or apostrophizing (chiefly applied by husband and wife to each other); a form of address ap plied also to God or a deity.
ওচলানো [ōcalānō] v to winnow, to fan (grain etc.) free of husks and chaff.
ওজঃ [ōjḥ] n vigour, strength; lustre; (rhet.) ornateness and vigour of style.
ওজন [ōjana] n act of weighing; weight; a unit of weight, a measure; importance, im pressiveness; power, strength (নিজের ওজন বুঝে কাজ করা). ওজন করা v. to weigh. ̃-করা a. measured (ওজন-করা কথা). ̃দর n. price according to or de termined by weight (and not according to or determined by number). ̃দার n. a weighman, a measurer.
ওজর [ōjara] n a plea, an excuse; a pretext. বাজে ওজর a lame excuse. মিথ্যা ওজর a false plea.
ওজস্বল [ōjasbala] a vigorous, full of strength.
ওজস্বী [ōjasbī] a strong; vigorous; (rhet.) ornate and vigorous. fem. ওজস্বিনী । ওজস্বিতা n. strength; vigour; (rhet.) ornateness and vigour of style.
ওজোগুণ [ōjōguṇa] n (rhet.) ornateness and vigour of style.
ওজোন [ōjōna] n ozone.
ওঝা [ōjhā] n a quack professing to have (su pernatural) power of curing snakebites and other morbidities; an exorcist.
ওটকানো [ōṭakānō] v search clumsily and hastily; look for something hurriedly; rummage.
ওটকিশতি [ōṭakiśati] n (in chess) a position in which if a particular piece or chess man is moved, the player in question gets a check, and if not moved, that piece or chessman is taken by the ad versary.
ওটকিস্তি [ ōṭakisti] n (in chess) a position in which if a particular piece or chess man is moved, the player in question gets a check, and if not moved, that piece or chessman is taken by the ad versary.
ওটা [ōṭā] pro (coll. & dero.) that, it, he, she.
ওঠবস [ōṭhabasa] n act of sitting down and standing up alternately and repeatedly (as a punishment or physical exercise).
ওঠবোস [ ōṭhabōsa] n act of sitting down and standing up alternately and repeatedly (as a punishment or physical exercise).
ওঠা [ōṭhā] v to rise; to get up; to climb or ascend (গাছে ওঠা, পাহাড়ে ওঠা); to get in (গাড়িতে ওঠা). See also the older form উঠা ।
ওডিকোলন [ōḍikōlana] n eau-de-cologne, a perfume made from water and alcohol.
ওড্র [ōḍra] n old name of Orissa.
ওড়না [ōḍ়nā] n a piece of thin cloth worn usu ally as a modesty scarf by women.
ওড়ব [ōḍ়ba] n an Indian musical mode which is expressed by five principal notes.
ওড়ম্বা [ōḍ়mbā] n a spendthrift.
ওড়া [ōḍ়ā] v to fly, to move through or in the air; to flutter; to go up in the air. For other uses see উড়া ।
ওড়িয়া [ōḍ়iẏā] n a native of Orissa; the language of Orissa. ☐ a. of Orissa or its people.
ওড়িশা [ōḍ়iśā] n Orissa. ওড়িশি a. of or pertaining to Orissa. ☐ n. an Indian style of clas sical dance that originated in Orissa.
ওত [ōta] n lying in wait to attack by surprise, an ambush, an ambuscade. ওত পাতা, ওত পেতে থাকা v. to lie in wait, to am bush, to ambuscade.
ওতপ্রোত [ōtaprōta] a diffused, pervading; insepara bly mixed up; thorough. ̃ভাবে adv. in separably, inextricably.
ওদন [ōdana] n food; meal; rice; boiled rice.
ওধার [ōdhāra] n that side or extremity or region.
ওপার [ōpāra] n the other side or bank (of a river, etc.).
ওফ [ōpha] int expressing amazement, anger, regret, pain, disgust etc.; oh.
ওমা [ōmā] int expressing: surprise; fear etc.
ওয়াক [ōẏāka] int expressing an involuntary sound made whilst vomiting. ওয়াক তোলা v. to make this sound; to expecto rate; to hiccup, to retch.
ওয়াকফ [ōẏākapha] n charitable grant for Muslim re ligious purpose or in service of God. ̃নামা n. a grant providing for this gift. ওয়াকিফ, ওয়াকিব a. conversant, familiar, acquainted, knowing; informed; expe rienced. ওয়াকিফহাল, ওয়াকিবহাল a. con versant with the situation; well-informed of the situation.
ওয়াজিব [ōẏājiba] a just, proper, right; necessary, essential.
ওয়াদা [ōẏādā] n a point of time by or within which something is promised to be paid or given or done; promise. ওয়াদা দেওয়া v. to set a time-limit.
ওয়াপস [ōẏāpasa] n act of giving back, return. ওয়াপস করা v. to give back, to return.
ওয়ারিশ [ōẏāriśa] n an heir or heiress. ওয়ারিশান n. pl. heirs or heiresses.
ওয়ারেন্ট [ōẏārēnṭa] n warrant, a written order giving official authority for arrest etc.
-ওয়ালা [-ōẏālā] sfx denoting: a trader, a seller, a practitioner, an owner, one in posses sion of or endowed with etc., -er, -or, ist. fem. ওয়ালি, উলি ।
ওয়াস্তা [ōẏāstā] n act of attaching importance; se rious attention, heed, care; depen dence; sake (কীসের ওয়াস্তে). ওয়াস্তা করা, ওয়াস্তা রাখা v. to care (for), to heed, to pay attention (to); to attach importance (to); to depend (upon).
ওয়াহাবি [ōẏāhābi] n a follower of Abdul Wahab; a Muslim religious reformer; a group of Muslim socio-religious reformers.
ওর [ōra] n end, limit (' দুঃখের নাহি ওর ').
ওর [ōra] pro. a his; its.
ওরফে [ōraphē] adv. & n called otherwise, alias.
ওরসা [ōrasā] a wet, moist.
ওরাং ওটাং [ōrā ṃōṭā] n orang-utan (orang-outang), an ape originally of Sumatra and Borneo.
ওরাং উটাং [ ṃōrā ṃuṭā] n orang-utan (orang-outang), an ape originally of Sumatra and Borneo.
ওরে [ōrē] pro coll. & poet. form of ওকে । int. used in addressing or apostrophizing.
ওল [ōla] n an edible bulbous plant akin to arum or turnip. যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল (fig.) measure for measure.
ওলকপি [ōlakapi] n a kohlrabi; (loos.) a turnip.
ওলন [ōlana] n a coming down, descent.
ওলন [ōlana] n a plumb-line, a plummet (also ওলনদড়ি). ☐ a. vertical.
ওলন্দাজ [ōlandāja] a Dutch. ☐ a. a Hollander, a Dutch; the Dutch language.
ওলা [ōlā] v (dial.) to take down, to bring down.
ওলাইচণ্ডী [ōlāicaṇḍī] n the goddess of cholera.
ওলাইবিবি [ōlāibibi] n the name given by the Mus lims to ওলাইচণ্ডী ।
ওলাওঠা [ōlāōṭhā] n cholera.
ওলান [ōlāna] n udder (of cattle etc.)
ওলো [ōlō] int used by (usu. village) women in addressing one another, hullo.
ওষধি [ōṣadhi] n a plant that dies after bear ing fruit but for once.
ওষধী [ ōṣadhī] n a plant that dies after bear ing fruit but for once.
ওষধিনাথ [ōṣadhinātha] n the moon.
ওষধিপতি [ ōṣadhipati] n the moon.
ওষধিশালা [ōṣadhiśālā] n herbarium.
ওষ্ঠ [ōṣṭha] n (lit.) the upper lip; any of the lips. ̃পল্লব n. lips as attractive and soft as young shoots. ̃পুট n. a cavity formed by contracting both the lips. ̃ব্রণ n. a boil on the lip. ওষ্ঠাকার a. shaped like lips; (bot.) labiate. ওষ্ঠাগত a. that which has neared the lips in order to come out. ওষ্ঠাগতপ্রাণ a. about to die; ex tremely embarrassed or peeved or irri tated. ওষ্ঠাধর n. pl. the two lips-upper and lower. ওষ্ঠ্য a. (gr.) pronounced by the lips, labial. ☐ n. (gr.) a labial letter.
ওস [ōsa] n dew.
ওসার [ōsāra] n breadth, width; also dial. variant of ওয়াড় ।
ওস্তাগর [ōstāgara] n a very efficient or chief artisan or tailor, a master artisan or tailor.
ওস্তাদ [ōstāda] n a trainer, a music-master or music-teacher; a master artist or artisan. ☐ a. skilled, expert. ওস্তাদি n. efficiency, skill, mastery; cleverness; an attempt to parade one's skill or mastery, bravado; uncalled-for act of coming forward to help; officiousness. ☐ a. pertaining to a trainer or music-master or master artist or master artisan. ওস্তাদি করা v. to try to parade one's skill or mastery; to come forward uncalled-for to help; to be offi cious.
ওহে [ōhē] int used in addressing or apostro phizing, hullo, hey.
ওহো [ōhō] int expressing: recollection, amazement, regret etc., ah.
কাওয়াজ [kāōẏāja] n training in the use of guns; pa rade.
কাওয়ালি [kāōẏāli] n an Indian light musical mode or measure.
কাওরা [kāōrā] n one of a very low social caste amongst Hindus.
কু গাওয়া [ku gāōẏā] n foreboding, presaging an omen or a portent. ☐ v. to forebode an evil omen or a portent.
কেওট [kēōṭa] n one of the lowest castes amongst the Hindus (their original pro fession was fishing). fem. কেওটনি ।
কেওড়া [kēōḍ়ā] n the screwpine flower or its plant; the essence of the screwpine flower. কেওড়া-দেওয়া জল drinking water perfumed with the essence of the screwpine flower.
কোচওয়ান [kōcōẏāna] n a coachman.
কোনও [ kōnō] pro. & a any; a certain, some (কোনো লোক বলেছিল); anyone (কোনোটি চাই না). কোনো এক someone, somebody; a certain. কোনোকালে adv. at one time; long ago; at any time. কোনো কালে নয় at no time, never. কোনো কোনো pro. pl. some, a certain. কোনোই em phatic form of কোনো । কোনোক্রমে adv. anyhow, somehow, by any means. কোনোক্রমে নয় by no means. কোনোমতে adv. same as কোনোক্রমে । কোনোরূপে adv. somehow, any how, by some means.
খওয়া [khōẏā] v to wear away or out, to be eaten away or in. ☐ a. worn away or out, eaten away or in. ̃নো v. to cause to wear away or wear out or eaten away or eaten in; to eat away or in. ☐ a. worn away or out, eaten away or in.
খাওন [khāōna] n act or manner of eating.
খাওয়া [khāōẏā] v to eat; to drink (জল খাওয়া); to take or enjoy (চা খাওয়া, ওষুধ খাওয়া, হাওয়া খাওয়া); to smoke (সিগারেট খাওয়া); to chew (পান খাওয়া); to accept or take (ঘুষ খাওয়া); to take or receive, to suffer (মার খাওয়া, কিল খাওয়া); to cause to lose, to cause to be dismissed from (চাকরি খাওয়া); to spoil or ruin (মাথা খাওয়া); to consume or absorb (লণ্ঠনটা খুব তেল খায়); to eat away, to wear away, to corrode. ☐ a. eaten or drunk or taken or smoked or chewed completely or incompletely (পাখিতে খাওয়া ফল); used by one whilst eating or drinking and yet unwashed (খাওয়া থালা); partly eaten away or worn away or corroded. কিল খাওয়া v. to receive a blow; to be buffeted. কুরে খাওয়া v. to scrape or gnaw away, to eat away. গালি খাওয়া v. to be rebuked or rated. চরিত্র খাওয়া n. character-assassination. বকুনি খাওয়া v. to be rebuked or abused or reprimanded, to be taken to task. খাওয়া খাওয়ি n. mutual entertainment at tables; mutual feasting; (idiom.) mutual quar relling (খাওয়া-খাওয়ি করা). খাওয়া-দাওয়া n. eating and drinking. খাওয়া-দাওয়া করা v. to eat and drink. খাওয়ানো v. to feed; to cause to eat or drink or take or smoke or chew; to cause to accept (ঘুষ খাওয়ানো); to cause to receive or suffer (মার খাওয়ানো); to cause to spoil or ruin (মাথা খাওয়ানো); to cause to consume or absorb (তেল খাওয়ানো); to cause to be eaten or worn away; to cause to be cor roded.
গন্ডেপিন়্ডে খাওয়া [ganḍēpin়ḍē khāōẏā] v to stuff or gorge one self with food to the full; to gorman dize.
গাওন [gāōna] n act of singing. গাওনা n. the sing ing or a call for singing of a profes sional singer; a demonstration of sing ing by a professional singer. গাওনা দেওয়া v. to arrange for demonstration of a professional singer's singing.
গাওয়া [gāōẏā] n a witness.
গাওয়া [gāōẏā] a made of cowmilk (গাওয়া ঘি).
গাওয়া [gāōẏā] v to sing; to chant; to sing in praise; to praise. ☐ a. that has been sung (গাওয়া গান). ̃নো v. to cause to sing.
ঘেরাও [ghērāō] n act of enclosing or shutting in or surrounding; gherao, encircling em ployers or authorities to coerce them to accept demands; besiegement. ☐ a. en closed; shut in; surrounded; gheraoed; besieged.
ঘোড়সওয়ার [ghōḍ়sōẏāra] n a horseman; a horse-sol dier, a cavalryman.
চওড়া [cōḍ়ā] a broad, wide. ☐ n. breadth, width (চওড়ায় দু-মিটার). চওড়াই n. measure of breadth or width, breadth or width. চওড়া বুক a large or wide chest; (fig.) a courageous or generous or liberal heart.
চড়াও [caḍ়āō] n an attack, a raid, an assault. ☐ a. one who has attacked or fallen upon; attacked. চড়াও হওয়া v. to fall upon, to attack, to raid, to assault, to assail.
চাও [ cāō] v (pr. t.) forms of চাওয়া1 & চাওয়া2 । কী চাই, কী চাও what do you want? চাই-কি adv. even; probably. চাইলেই for the asking.
চাওয়া [cāōẏā] v to want; to ask for, to request for (ভিক্ষা চাওয়া, সময় চাওয়া); to desire (মরতে চাওয়া); to be ready to. চাওয়া চাওয়ি n. act of wanting or asking for or desiring repeatedly. ̃নো v. to cause to want; to cause to ask for or request for; to cause to desire; to cause to consent. ̃মাত্র adv. for the asking.
চাওয়া [cāōẏā] v to look at; to open (চোখ চাওয়া); to cast an evil eye (on or at). চাওয়া চাওয়ি n. act of looking at one another; act of coming to an agreement by favouring one another. ̃নো v. to cause to look at; to cause to open. মুখ তুলে চাওয়া v. to look favourably on; to be favourably inclined towards.
চোপরও [cōparō] int hush! silence! keep quiet! shut up!
ছাওয়া [chāōẏā] v to cover; to roof, to thatch; to spread; to overcast; to pervade; to be set. ☐ a. covered; roofed, thatched; spread; overcast; shaded; shady; per vaded; beset. ☐ n. act of covering or roofing or thatching; shade, a shaded place. ছাওয়ানো v. to cause to cover or roof or thatch.
ছওয়াল [chōẏāla] n (dial.) a son, a child, offspring.
জওয়ান [jōẏāna] n a soldier, an armyman.
জিওল [jiōla] a (of fish) that which, if kept in a vessel full of water, can be kept alive for a long time; (of trees etc.) long-lived. ☐ n. such a fish or tree. ̃গাছ n. a kind of tree that lives long, Odina wadier. ̃মাছ n. the anabas, the barbed fish, the catfish etc.
ঝেঁপে দেওয়া [jhēm̐pē dēōẏā] v (coll. & sl.) to cheat, to grab unfairly.
টেঁসে যাওয়া [ ṭēm̐sē yāōẏā] v (sl.) to die.
ডেও [ ḍēō] n the coral tree or its fruit.
ডেও [ḍēō] n a large and black species of ant.
ঢালাও [ḍhālāō] a extensively outspread, spacious (ঢালাও ফরাশ, ঢালাও জায়গা); distributed lavishly (ঢালাও খাবার); permanent, standing (ঢালাও হুকুম).
তবুও [ tabuō] adv. & con still then, in spite of that, nonetheless, nevertheless, not withstanding, withal.
তলাও [talāō] n a pond, a tank.
তাওয়া [tāōẏā] n a metal baking pan (রুটি সেঁকার তাওয়া); an earthen vessel to hold burning husk or chaff or charcoal etc.; a metal plate with which the bowl of a hookah is covered.
তাওয়ানো [tāōẏānō] v to heat; to make red-hot by burning; (fig.) to enrage or agitate; (fig.) to incite.
তেওড় [tēōḍ়] n the pod of a variety of pigeon pea.
তেওড় [tēōḍ়] a crooked, curved. তেওড়ানো v. to make or become crooked, to curve.
তেওর [tēōra] n a Hindu caste (engaged in fish ing); a member of this caste.
থোওয়া [thōōẏā] v (dial.) to place, to put, to keep; to lay down; to deposit. ☐ a. placed, put, kept; laid down; deposited. থোওয়ানো, থোয়ানো v. to cause to place or put or keep or lay down or deposit.
দফাওয়ারি [daphāōẏāri] a counted or given or arranged instalment by instalment or item by item; (inc.) piecemeal.
দাওয়া [dāōẏā] n a verandah, a gallery; a terrace.
দাওয়া [dāōẏā] n (correl. of দাবি) title, right, dues (দাবিদাওয়া).
̃দাওয়াই [̃dāōẏāi] n medicine; remedy. ̃খানা n. a drug-store; a dispensary; a chemist's shop, a pharmacy. দাওয়াই দেওয়া v. to give or administer a medi cine; (fig.) to take action for correction or to remedy a wrong.
দাওয়া [ dāōẏā] n medicine; remedy. ̃খানা n. a drug-store; a dispensary; a chemist's shop, a pharmacy. দাওয়াই দেওয়া v. to give or administer a medi cine; (fig.) to take action for correction or to remedy a wrong.
দাওয়াত [dāōẏāta] n an invitation; a feast. দাওয়াত দেওয়া v. to invite.
দাঁও [dām̐ō] n an opportunity, a chance (দাঁও পাওয়া); a fluke; a fat bargain made in a fluke (দাঁও মারা). দাঁও মারা v. to make a fat bargain in a fluke.
দেওয়া [dēōẏā] v to give; to confer (on), to be stow (খেতাব দেওয়া); to award (পুরস্কার দেওয়া); to distribute (বেঁটে দেওয়া); to give out of charity (ভিক্ষা বা বর দেওয়া); to donate (চাঁদা দেওয়া); to provide (ভাতকাপড় দেওয়া); to give in marriage, to marry (to), to wed (বড় বংশে মেয়ে দেওয়া); to impart (উপদেশ দেওয়া); to sacrifice (পরার্থে জীবন দেওয়া); to sprinkle (গাছে জল দেওয়া); to spray (গায়ে রং দেওয়া); to add or mix (দুধে জল দেওয়া); to administer (রোগে ওষুধ দেওয়া); to sell (for) or give in ex change (দশ টাকায় একখানা কাপড় দেওয়া); to ascribe (নাম দেওয়া); to impute (দোষ দেওয়া); to render or extend (ধন্যবাদ দেওয়া); to pay (পরীক্ষার ফি দেওয়া); to repay (শোধ দেওয়া); to spare (সময় দেওয়া); to allow (ভাবতে সময় দাও); to furnish with (ঠেকনো দেওয়া); to lean (ভর বা ঠেস দেওয়া); to place (রোদে দেওয়া); to build or construct (বেড়া দেওয়া); to put on (গায়ে দেওয়া, পায়ে মোজা দেওয়া); to hold over (মাথায় ছাতা দেওয়া); to offer or dedicate (দেবতাকে নৈবেদ্য দেওয়া); to yield or produce (গোরু দুধ দেয়, গাছ ফল দেয়); to deal or inflict (ঘা দেওয়া, মার দেওয়া); to set (কাজে হাত দেওয়া, বলে পা দেওয়া); to shut or close or bolt (ঘরের দরজা দেওয়া); to fasten (খিল দেওয়া); to give in or arrange for (বিয়ে দেওয়া); to execute (ফাঁসি দেওয়া); to entrust (ভার দেওয়া), to employ in, to put to (চাকরি দেওয়া, লজ্জা দেওয়া); to write (চিঠিতে তারিখ দেওয়া); to paint (ফোঁটা দেওয়া); to sew or stitch (কাপড়ে তালি দেওয়া); to affix (চিঠিতে টিকিট দেওয়া) to post (ডাকে চিঠি দেওয়া); to cast (দৃষ্টি দেওয়া); to send (ছেলেকে স্কুলে দেওয়া); to intimate, to inform, to ap prise (সংবাদ দেওয়া); to grant or sanc tion (ছুটি দেওয়া); to permit, to allow, to let (যেতে দেওয়া); to accord (অনুমোদন দেওয়া); to sow or scatter (জমিতে বীজ দেওয়া); to thrust into (গলায় আঙুল দেওয়া); to pierce with (বুকে ছুরি দেওয়া); to keep out (বাদ দেওয়া); to strike in unison, to keep time (তাল দেওয়া); to set (গানে সুর দেওয়া); to pronounce (রায় দেওয়া); to pass (মতামত দেওয়া); to im pose or inflict (শাস্তি দেওয়া); to lend (ঋণ বা ধার দেওয়া); to sharpen, to whet (ধার দেওয়া); to serve (টেবিলে খাবার দেওয়া); to supply (হাসপাতালে খাবার দেওয়া); to complete as an action (ফেলে দেওয়া). ☐ a. given (দেওয়া জিনিস); con ferred, bestowed; awarded; distributed; offered; dedicated.
দেওয়ান [dēōẏāna] n a finance minister; a financial steward (as of a business concern) or of a landowner; a steward; a dewan. দেওয়ান-ই-আম a sovereign's court, a royal court, a durbar; a legislative as sembly. দেওয়ান-ই-খাস n. the private council of a sovereign, a privy-council. দেওয়ানি n. office of a finance minister; stewardship; dewani, diwani. ☐ a. (law) civil. দেওয়ানি আদালত civil court. দেওয়ানি মামলা a. civil suit.
দেওয়ানা [dēōẏānā] n one who has renounced the world for the sake of some particular object; one who is mentally obsessed or deranged. ☐ a. renouncing the world; mentally obsessed or deranged.
দেওয়ানো [dēōẏānō] v to cause to give or confer or bestow or award or distribute or pro vide or impart or sprinkle or add or ad minister or ascribe or impute or render or extend or pay or repay or furnish or put or place or set up or build or con struct or put on or offer or dedicate or yield or produce or deal or inflict or employ or apply or shut or bolt or fas ten or accomplish or execute or entrust or write or paint or sew or stitch or af fix or put in or cast or send or intimate or inform or grant or sanction or per mit or sow or scatter or thrust into or pierce or rub or keep or strike or set or impose upon or take to or pronounce or pass or impose or lend or sharpen or whet or serve or supply or complete.
দেওয়াল [dēōẏāla] n a wall. দেওয়ান তোলা, দেওয়াল দেওয়া v. to raise or build a wall. দেওয়াল দিয়ে ঘেরা বা বন্ধ করা v. to wall up. দেওয়াল ঘড়ি n. a wall-clock. দেওয়াল-পঞ্জি n. a wall-calendar. দেওয়াল-লিখন n. writ ing on the wall.
দেওয়ালি [dēōẏāli] n the day of the new-moon in the month of Kartik (কার্তিক) when Goddess Kali (কালী) is worshipped and the dwelling house of Hindus are illu minated with rows of lighted lamps. দেওয়ালী-পোকা n. a variety of Lepidopt era that are found in late autumn nights when they scorch themselves by flut tering about a burning substance.
দেওর [dēōra] n a younger brother of one's hus band, a brother-in-law. ̃ঝি n. a daugh ter of one's husband's younger brother. ̃পো n. a son of one's husband's younger brother.
ধাওড়া [dhāōḍ়ā] n an accommodation or mud-built quarters usually for labourers.
ধাওয়া [dhāōẏā] v to run; to run after, to chase hotly. ধাওয়া করা same as ধাওয়া । ধাওয়ানো v. to cause to run or chase; to chase away; to give a hot chase.
নওজোয়ান [nōjōẏāna] n a young hero; a young man; (collect.) youths of a country.
নওবত [nōbata] n an orchestra in which the sanai (সানাই) is the chief instrument. ̃খানা n. a room or platform where the aforesaid orchestra is played.
নওরোজ [nōrōja] n the Persian New Year's day; a feast held on this day.
নওল [nōla] a (poet. & obs.) young or tenderaged (নওলকিশোর).
নাওয়া [nāōẏā] v to bathe, to have a bath or wash ing. ☐ n. bathing, washing, bath, ablu tion. নওয়ানো v. to cause to bathe, to bath, to wash; to dip (idol etc:) in water.
নেওটা [nēōṭā] a (of a child etc.) ex tremely fond of or attached to or brought under perfect control by means of affectionate treatment.
ন্যাওটা [ nyāōṭā] a (of a child etc.) ex tremely fond of or attached to or brought under perfect control by means of affectionate treatment.
নেওয়া [nēōẏā] v to take; to carry (ছাতা নিয়ে বেড়ানো); to bear; to place; to put; to wear; to assume; to follow (উপদেশ নেওয়া); to accept (নিমন্ত্রণ নেওয়া); to test (পড়া নেওয়া); to borrow (ধার নেওয়া); to inquire (খবর নেওয়া). ̃নো v. to cause to take or carry or accept or follow; to cause to wear or test; to make one to carry or take or accept or follow.
পরওয়ানা [parōẏānā] n a warrant, a writ; a summons. পরওয়ানা জারি করা to serve or issue a process or writ.
পাওনা [pāōnā] a that which ought to be paid or done to one, due. ☐ n. due; money due to one; earnings, income (উপরি পাওনা); assets or outstanding bills (দেনা-পাওনা). পাওনা আদায় করা v. to real ize what is due; to realize a bill or claim. পাওনা দেওয়া, পাওনা মেটানো v. to pay what is due; to foot the bill. ̃গন্ডা, ̃থোওনা n. due; earnings, income. ̃দার n. a creditor.
পাওয়া [pāōẏā] v to get; to receive চিঠি পাওয়া; to obtain (মুক্তি পাওয়া); to find (চাকরি পাওয়া); to earn or gain (টাকা পাওয়া); to attain, to realize (সিদ্ধি পাওয়া): to come or happen (দেখতে পাওয়া); to have (দেখা পাওয়া); to be able (শুনতে পাওয়া); to inherit (বাপের স্বভাব পাওয়া); to feel or to be stricken with (খিদে পাওয়া); to feel like (কান্না পাওয়া); to enjoy (আরাম পাওয়া); to sense, to be aware of (টের পাওয়া); to be possessed by (ভূতে পাওয়া). ☐ a. obtained, earned (পাওয়া জিনিস); possessed by (ভূতে পাওয়া লোক). পড়ে পাওয়া to get by chance. জো পাওয়া to get an opportunity (for gain etc.) পাওয়ানো v. to cause to get or obtain or find or earn or gain or attain or inherit or be stricken with or feel like or feel or be possessed by.
পাখাওয়ালা [pākhāōẏālā] a winged; feathered; (rare) finned; having a propeller or vane or sail. ☐ n. a punkah-puller; a dealer in or pedlar of hand-fans; a repairer of electric fans; one who lets out electric fans on hire.
পুলিপোলাও [pulipōlāō] n deportation to Port Blair; (loos.) deportation, transportation.
পোলাও [pōlāō] n a highly spiced dish of rice and meat boiled in clarified butter, pilau.
ফলাও [phalāō] a extensive (ফলাও কারবার); pro fuse (ফলাও ভোজ); exaggerated or magnified (ফলাও বর্ণনা). ফলাও করা v. to exaggerate or magnify. ফলাও করে adv. exaggeratingly magnifying; glibly.
ফুঁয়ে ওড়ানো [phum̐ẏē ōḍ়ānō] v (fig.) to treat with utter ne glect or contempt; to pooh-pooh; to give no importance; not to care a straw.
ফুলে ফেঁপে ওঠা [phulē phēm̐pē ōṭhā] v to become inflated or distended; to become puffed up; to swell up; to become exceedingly rich.
বলা-কওয়া [balā-kōẏā] n earnest solicitation or re quest (অনেক বলা-কওয়ার পর রাজি হওয়া); without any mention even (বলা-কওয়া নেই, একটা কাজ করে বসল).
বাওয়া [bāōẏā] v to row; to steer, to propel; to paddle; to pass over; to cover; to go or ply or move along (পথ বেয়ে যাওয়া); to climb up or down (সিঁড়ি বেয়ে নামা).
বাওয়া [bāōẏā] a not containing any embryo, barren, addle (বাওয়া ডিম = an addle egg, a wind-bag).
বাঁও [bām̐ō] n a fathom.
বাঁওড় [bām̐ōḍ়] n the bend of a river where the current is obstructed, (cp.) an eddy, a whirlpool.
বাঁওয়া [bām̐ōẏā] a (dial.) left-handed.
বেওক্ত [bēōkta] a untimely.
বেওজর [bēōjara] a admitting no excuse or protest (বেওজর হুকুম). ☐ adv. without excuse or protest (বেওজর খাটা).
বেওয়া [bēōẏā] n a childless widow.
বেওয়ারিশ [bēōẏāriśa] a ownerless; unclaimed; heir less; derelict.
ভাও [bhāō] n geneal condition or tendency, trend; price; rate.
ভাঁওতা [bhām̐ōtā] n a hoax; a bluff; deception. ভাঁওতা দেওয়া v. to hoax; to bluff; to deceive. ̃বাজ n. a hoaxer; a bluffer; a deceiver. ̃বাজি n. hoaxing; bluffing; deceiving.
মন-দেওয়া-নেওয়া [mana-dēōẏā-nēōẏā] n mutual love-making; courtship.
মাওবাদ [māōbāda] n the doctrine or theory of Mao ze-dong, Maoism.
মূর্ত হওয়া [mūrta hōẏā] v to assume a form; to be in carnated; to become palpable or tan gible or visible or manifest.
মেওয়া [mēōẏā] n a collective name of several nu tritious fruits namely pomegranates, grapes, raisins, almonds etc.; any nutri tious fruit. ̃ওয়ালা n. a fruit-seller, a fruiteret. fem. ̃ওয়ালি a fruiteress.
যাওয়া [yāōẏā] v to go; to move (স্হানান্তরে যাওয়া); to proceed or advance (তুমি যাও, আমি আসছি); to walk; to start ('গো' বললেই যাবে); to leave or depart (ট্রেন এখনি যাবে); to come to an end, to end, to terminate or be terminated (চাকরি যাওয়া); to elapse, to pass (দিন যাওয়া); to be destroyed, to perish, to be lost (জীবন যাওয়া, চোখের নজর যাওয়া, রাজ্য যাওয়া); to be spent (টাকা যাওয়া); to work (শরীর বা ঘড়ি ঠিক যাচ্ছে না); to last (জামাটা এক বছর যাবে); to suffice for (এ টাকায় দু-মাস যাবে); to stay or stop by (এদিকটা একবার দেখে যেয়ো); to accom plish an action (মরে যাওয়া); to be ac complished or to take place (চুরি যাওয়া); to go on, to continue (থেমো না, বলে যাও); to pass off (জ্বর যাওয়া); to be directed (তার দিকে দৃষ্টি যাওয়া); to be inclined (মন যাওয়া). অস্ত যাওয়া v. (of the sun, moon, stars etc.) to set. এসে যাওয়া v. to be of consequence, to mat ter. নেমে যাওয়া v. to get down, to de scend; to be demoted or degraded; to be abated or decreased. পড়ে যাওয়া v. to fall down, to drop; to go on reading. বেড়াতে যাওয়া v. to go for a walk or stroll; to go to visit (a place); to make a pleasure-trip to. যাওয়া-আসা n. come and-go; frequenting; intercourse. যেতে বসা v. to be on the point of being ru ined or destroyed or lost.
রওনা [rōnā] n setting out, setting out on a jour ney; departure; despatch (ডাক রওনা করে দেওয়া). রওনা হওয়া v. to set out, to set out on a journey; to depart. রওনা করানো v. to see off, to despatch; to arrange for one's journey.
রিষ্টওয়াচ [riṣṭōẏāca] n a wrist-watch.
রেওয়া [rēōẏā] n an annual balance-sheet.
রেওয়াজ [rēōẏāja] n custom, usage; practice; fash ion; vogue; practice of music. রেওয়াজ করা v. to practise; to practise music. রেওয়াজ থাকা v. to be in vogue or fash ion; to be the practice of; to be in prac tice. রেওয়াজ হওয়া v. to come into fash ion or vogue.
লাগাও [lāgāō] a adjoining, lying side by side, contiguous.
শেওড়া [śēōḍ়ā] n a kind of wild tree.
শ্যাওড়া [ śyāōḍ়ā] n a kind of wild tree.
শেরওয়ানি [śērōẏāni] n a kind of long coat worn by men.
শ্যাওলা [śyāōlā] n lichen, moss; alga.
সওগাত [sōgāta] n a present, a gift.
সওদা [sōdā] n purchase; trade; merchandise, wares; articles pruchased. সওদা করা v. to purchase, to buy, ̃গর n. a mer chant; a merchant prince. ̃গরি n. the profession of a merchant, trading, commerce. ☐ a. mercantile, commer cial. ̃গরি করা v. to work as a mer chant, to follow the occupation of a trader; to trade. ̃গরি আপিস a mercan tile firm, a merchant office. ̃পত্র n. purchases.
সওয়া [sōẏā] n. & a one and one-fourth, one and a quarter. সওয়া ঘন্টা an hour and a quarter. সওয়া তিন three and a quarter. সওয়া তিনটে বাজে it is a quarter past three o'clock.
সওয়ার [sōẏāra] n a rider, (cp.) a sowar. ☐ a. riding, mounted. সওয়ারি n. a vehicle, a carriage; a mount; a passenger. সওয়ারি হওয়া v. to ride, to mount; to board a ve hicle.
সওয়াল [sōẏāla] n a question, an inquiry; (in law—loos.) pleading on behalf of the plaintiff, argument. সওয়াল করা v. to question, to inquire; to plead or argue on behalf of the plaintiff. সওয়াল জবাব n. questions and answers; (in law) ar gument and counter-argument, plead ing and replication.
সাঁওতাল [sām̐ōtāla] n an aboriginal tribe of India, Santals; a Santal.
সেঁওতি [sēm̐ōti] n a kind of indigenous white rose.
হওয়া [hōẏā] n being; happening, occurrence; birth; growth; production; collection, formation; accomplishment; perfor mance; procurement; rendering; be coming; setting in; sufficing; the state of being in particular relation with; act of becoming one's own or one's prop erty; fitting. ☐ v. to be; to come into ex istence, to be created; to happen, to oc cur, to take place (যুদ্ধ হওয়া); to be born; to grow (ধান হওয়া); to be pro duced or manufactured; to gather or collect; to form; to be earned or gained; to be acquired (তার টাকা হয়েছে = he has made money); to advance (বেলা হওয়া); to increase, to grow, to add to; to be finished or accomplished or performed; to be procured or obtained; to be ren dered or turned into, to be reduced to; to become (রাজা হওয়া); to arrive (সময় হওয়া); to set in (সন্ধ্যা হওয়া); to extend over, to cover (দুদিন হল সে গেছে = it is two days since he went); to be seized or attacked with (ভয় বা জ্বর হওয়া); to fall বৃষ্টি হওয়া; to be sufficient or ad equate for, to suffice (এ টাকাতেই হবে); to bear a particular relation to (সে আমার কুটুম হয় = he is my relation); to become one's own or one's property (জমিটা তার হল); to fit (জামাটা গায়ে হবে না); to be likely to happen (তা হবে = it may be so, it may happen so). ☐ a. completed, fin ished; done; performed (হওয়া কাজ). হয়ে আসা v. to drop in temporarily (আসার পথে বাজারটা হয়ে এসো); to be about to terminate or end, to come near the close; to be in the last gasp, to be dying (তার হয়ে এসেছে).
হাওড় [hāōḍ়] n an extensive marsh or quagmire or fen.
হাওদা [hāōdā] n a seat fixed on an elephant's back, a howdah, a haudah.
হাওয়া [hāōẏā] n air; wind; breeze; climate; (fig.) contact or influence (দুষ্টের হাওয়া); (fig.) general tendency, trend (যুগের হাওয়া). হাওয়া করা v. to fan. হাওয়া খাওয়া v. to enjoy fanning; to have an airing; to air oneself; (sl.) to fast, to eat Barmecide's feast. হাওয়া দেওয়া v. to fan; (facet.) to decamp. হাওয়া পাওয়া v. to get air; (fig.) to get stimulus; (fig.) to come in contact (of) or to be influenced (by); (fig.) to sense. হাওয়া বদল n. a change of air; (lit. & fig.) a change of climate. হাওয়া-বন্দুক n. an air-gun. হাওয়া লাগা same as হাওয়া পাওয়া except the last meaning. হাওয়া হওয়া v. (facet.) to disappear, to vanish (into thin air); to decamp, to flee. হাওয়া লাগানো v. to air. ̃অফিস n. me teorological office. ̃গাড়ি n. a motor car, a car.
হাওলা [hāōlā] n custody; charge. হাওলা করা v. to commit to the custody or charge of. ̃ জমি n. a piece of land held under fixed terms and conditions. ̃দার n. one who holds an aforesaid piece of land.
হাওলাত [hāōlāta] n borrowing; a debt; a loan. হাওলাত করা v. to borrow. হাওলাতা দেওয়া v. to lend. হাওলাত-বরাদ্দ n. borrowing and fixing a future point of time for payment. হাওলাতি a. borrowed, taken on loan.
ও: Bangla to Bangla
ওজু [ ōju] বি. মুসলমানদের নমাজ পড়বার আগে আচমন বা হাত-পা-মুখ ধোয়া (অজু করার জল)। [আ. বজু]।
অবনি-বনাও [ abani-banāō] বি. (মতের) অমিল, অনৈক্য; অসস্প্রীতি, সদ্ভাব বা মিলমিশের অভাব। [বাং. অ + হি. বনিবনাও]।
আউ-ওল [āu-ōla] বিণ. অতি উত্কৃষ্ট; প্রথম শ্রেণীর। [আ. আওয়ল]। আউওল জমি বি. সবরকমের শস্যই পুরো ও ভালো উত্পন্ন হয় এমন জমি; ভালো জমি।
আওজানো [āōjānō] ক্রি. বি. ভেজানো, আলতো করে বন্ধ করা (দরজা আওজানো)। ☐ বিণ. ভেজিয়ে দেওয়া হয়েছে এমন (আওজানো দরজা খুলে ঢুকল)। [< সং. আ + √ বৃজ্]।
আওড় [āōḍ়] বি. নদীর ঘূর্ণি; নদীর জলের আবর্ত বা ঘূর্ণি, whirlpool. [সং. আবর্ত]।
আওড়ানো [āōḍ়ānō] ক্রি. আবৃত্তি করা, মুখস্হ বলা (শ্লোক আওড়ায়, মন্ত্র আওড়ায়)। ☐ বিণ. আবৃত্তি করা হয়েছে এমন (বহুবার আওড়ানো কথা)। ☐ বি. আবৃত্তি করা (সাপের মন্ত্র আওড়ানোই শেষ পর্যন্ত তার কাল হয়েছে)। [সং. আবৃত্তি > বাং. √ আওড়া]।
আওতা [āōtā] বি. 1 রোদের আড়াল, রৌদ্রনিবারক আচ্ছাদন; 2 ছায়া; 3 আশ্রয়; 4 প্রভাব। [সং. আবৃত? বাং. আড় (আড়াল, আবরণ অর্থে) + তা ?]। আওতায় আসা, আওতায় পড়া ক্রি. বি. এলাকাভুক্ত হওয়া; প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আসা; কবলে পড়া।
আওয়াজ [āōẏāja] বি. শব্দ, ধ্বনি; (রাজ.) আন্দোলনের সময় দাবিজ্ঞাপক ধ্বনি, জিগির, slogan. [ফা. আওয়াজ]। আওয়াজ তোলা ক্রি. বি. কোনো ধ্বনি বা স্লোগান দেওয়া। আওয়াজ দেওয়া ক্রি. বি. 1 ধ্বনি বা স্লোগান উচ্চারণ করা; 2 বিদ্রুপাত্মক ধ্বনি উচ্চারণ করা; 3 সাড়া দেওয়া (এত ডাকছি, তবু আওয়াজ দাও না কেন?)।
আওয়াজি [āōẏāji] বি. দেওয়ালের উপরের দিকের ছোট জানালা; ঘুলঘুলির মতো ছোট জানালা। [ফা.]।
আওয়ারি [āōẏāri] বি. বাড়ি, ঘর; বাড়িঘর। [সং. আবারি]।
আওয়াস [āōẏāsa] বি. আবাস, বাসস্হান, থাকবার জায়গা। [সং. আবাস]।
আওরত [āōrata] (বর্জি.) আওরত্ বি. 1 নারী, স্ত্রীলোক; 2 স্ত্রী, পত্নী (সাধারণত মুসলিম সমাজে ও হিন্দিপ্রভাবিত লোকের মধ্যে ব্যবহৃত)। [আ. আওরত্]।
আওরানো [āōrānō] ক্রি. 1 ফুলে ওঠা; 2 টাটানো, টনটনে ব্যথা করা (ফোঁড়াটা খুব আওরাচ্ছে); 3 রোদে শুকিয়ে যাওয়া। ☐ বিণ. ফুলে উঠেছে এমন; টনটন করছে এমন। ☐ বি. ফোলা; টনটনে ব্যথা। [বাং. √ আওরা + আনো]।
আওল [āōla] ক্রি. (প্রা. কাব্যে) আসিল, এল ('আওল ঋতুপতি': বিদ্যা)।
আওলাত [āōlāta] বি. 1 সন্তান, সন্তানসন্ততি; 2 গাছপালা প্রভৃতি স্হাবর সম্পত্তি। [আ. আওলাদ্]। আওলাদ বুনিয়াদ বি. গোষ্ঠীভুক্ত লোকজন।
আওলাদ [ āōlāda] বি. 1 সন্তান, সন্তানসন্ততি; 2 গাছপালা প্রভৃতি স্হাবর সম্পত্তি। [আ. আওলাদ্]। আওলাদ বুনিয়াদ বি. গোষ্ঠীভুক্ত লোকজন।
আওসত [āōsata] বি. বড় জমিদারির অধীন খাজনা-করা ছোট তালুক বা ভূসম্পত্তি; ছোট তালুক বা জোতজমি। [আ. আওসত্, অওসত্]। ̃ হাওয়ালা বি. হাওয়ালা বা হাওলা-করা অর্থাত্ নির্দিষ্ট শর্তে দেওয়া প্রজাস্বত্ব বা চাষের অধিকার।
আওসা [āōsā] বি. (আঞ্চ.) গোরুর এবং অন্যান্য গবাদি পশুর রোগবিশেষ; গোরুর খুরের রোগবিশেষ। [দেশি?]।
আওহাল [āōhāla] বি. 1 অবস্হা, হাল; 2 দুরবস্হা, দুর্দশা (কী আওহালেই যা আছি)। [আ. আহ্'য়াল]।
আড্ডা দেওয়া [āḍḍā dēōẏā] ক্রি. বি. দল বেঁধে গল্পগুজব করা, গল্পগুজব করে সময় কাটানো। ̃ ধারী বি. আড্ডার প্রধান ব্যক্তি; যে ব্যক্তি নিয়মিত আড্ডা দেয় ̃ বাজ বিণ. নিয়মিত আড্ডা দিয়ে বা গল্পগুজব করে সময় কাটাতে ভালোবাসে এমন; আড্ডা দিয়ে সময় নষ্ট করে এমন।
আপকা-ওয়াস্তে [āpakā-ōẏāstē] অব্য. 1 আপনার জন্য; 2 নিজের জন্য। ☐ বিণ. স্বার্থান্বেষী; তোষামোদকারী। [হি. আপ্কা ওয়াস্তে]।
আব-ওয়াব [āba-ōẏāba] বি. নির্ধারিত বা বৈধ করের অতিরিক্ত কর বা খাজনা। [ফা. ওয়াব শব্দের বহুবচন]।
আবজানো-আওজানো [ābajānō-āōjānō] এর রুপভেদ।
আবহাওয়া [ābahāōẏā] বি. 1 জলবায়ু, climate; Weather; 2 (আল.) পরিবেশ, পরিস্হিতি (ঘরে ঢুকেই বুঝলাম ঘরের আবহাওয়া ভালো নয়)। [ফা. আব্ + হাওয়া]।
আরও [ārō] দ্র আর
আস-শেওড়া [āsa-śēōḍ়ā] বি. ছোট বন্য গাছবিশেষ যার ডাল দিয়ে দাঁত মাজা হয়। [সং. আস্যশাখোট]।
ওঠা [ ōṭhā] ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ (< সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)।
ওড়া [ ōḍ়ā] ক্রি. 1 শূন্যে বিচরণ করা; 2 (আল.) অতি দ্রুত ছুটে যাওয়া; 3 লোকের মুখে মুখে প্রচারিত হওয়া (খবর উড়ছে)। ☐ বি. ওড়া, আকাশে বিচরণ। ☐ বিণ. উড়ন্ত, উড়ো (ওড়া খই)। [বাং. √ উড়্ (< সং. উত্ + √ ডী) + আ]। ̃ নো ক্রি. বি. 1 উড্ডীন করা, শূন্যে ভাসানো; অপব্যয় করা (টাকা ওড়ানো)। উড়িয়ে দেওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত করা (পাখিটাকে উড়িয়ে দিল); 2 একেবারে নস্যাত্ করা বা পর্যুদস্ত করা (কালকের খেলায় আমরা ওদের উড়িয়ে দেব); 3 অগ্রাহ্য বা উপেক্ষা করা (কথাটা উড়িয়ে দেওয়া যাবে না)। উড়ে যাওয়া ক্রি. বি. 1 বন্ধনমুক্ত হওয়া; 2 অদৃশ্য হওয়া (ঘাড়িটা উড়ে গেল নাকি?); 3 মারা যাবার উপক্রম হওয়া (ভয়ে প্রাণ উড়ে গেল); 4 হাওয়ায় ভেসে দূরে চলে যাওয়া (বাতাসে মেঘ উড়ে গেল)। উড়ে এসে জুড়ে বসা অপ্রত্যাশিতভাবে বাইরে থেকে এসে কায়েম হয়ে বসা।
ও উদ্ঘাটনষ [ ō udghāṭanaṣa] দ্র।
ওলা [ ōlā] ক্রি. নামানো; উনুন থেকে নামিয়ে রাখা ('বেহুলা উলাইল ভাত'); নেমে যাওয়া। [বাং. √ উল + আ]।
এও [ēō] এয়ো -র বানানভেদ।
এওজ [ēōja] বি. বদল, বিনিময়; পরিবর্ত (তার সঙ্গে আমি ডিউটি এয়জ করেছি)। [আ. এওয়জ]। ̃ তরাজ, ̃ দরাজ বি. পরম্পর বদল বা বিনিময়। এওজি, এউজি, এয়োজি বিণ. বিনিময়ে প্রাপ্ত (এওজি জমি)। এওজে ক্রি-বিণ. বিনিময়ে, বদলে।
একুল-ওকুল [ēkula-ōkula] বি. শ্বশুরকুল ও পিতৃকুল (মেয়েটির একুল-ওকুল দুই-ই গেছে)। [বাং. এই + সং. কুল + বাং. ওই + সং. কুল]।
একূল-ওকূল [ēkūla-ōkūla] বি. এপার-ওপার; নদীর দুই দিক (নদী বন্যায় একূল-ওকূল ছাপিয়ে গেছে)। [বাং. এ + সং. কূল + বাং. ও + সং. কূল]।
এফোঁড়-ওফোঁড় [ēphōn̐ḍ়-ōphōn̐ḍ়] দ্র ফোঁড়
এমুড়ো-ওমুড়ো [ēmuḍ়ō-ōmuḍ়ō] বি. ক্রি-বিণ. এদিক থেকে ওদিক; এদিক থেকে ওদিক পর্যন্ত, আগাপাস্তলা (রাস্তার এমুড়ো-ওমুড়ো তাকে খুঁজে বেড়াচ্ছি)। [বাং. এ + মুড়া (=মাথা) + ও (ওই) + মুড়া; 'মুড়ো' কথ্য]।
এমুড়া-ওমুড়া [ ēmuḍ়ā-ōmuḍ়ā] বি. ক্রি-বিণ. এদিক থেকে ওদিক; এদিক থেকে ওদিক পর্যন্ত, আগাপাস্তলা (রাস্তার এমুড়ো-ওমুড়ো তাকে খুঁজে বেড়াচ্ছি)। [বাং. এ + মুড়া (=মাথা) + ও (ওই) + মুড়া; 'মুড়ো' কথ্য]।
এসপার-ওসপার [ēsapāra-ōsapāra] অব্য. বি. যা হয় একটা চরম নিষ্পত্তি; হয় ভালো নয় মন্দ কিছু একটা, হেস্তনেস্ত (আর দেরি ভালো লাগে না, একটা এসপার-ওসপার হয়ে গেলে বাঁচি; এবারে একটা এসপার-ওসপার করে তবে ছাড়ব)। [হি. ইস্পার-উস্পার]।
[ō] বাংলা বর্ণমালার দ্বাদশ, এবং আধুনিকমতে দশম বর্ণ উচ্চমধ্য অর্ধসংবৃত 'ও' ধ্বনির দ্যোতক বর্ণ।
[ō] সর্ব. অদূরের বস্তু বা ব্যক্তি বা বিষয় (ও পারবে, ও নিয়ে পরে কথা হবে)। ☐ বিণ. 1 ওই (ওকথা, ওবিষয়); 2 গত (ওমাসে); 3 অপর, ওপার (ওপার বাংলা)। ☐ অব্য. সম্বোধন, স্মরণ, বিস্ময় অনুকম্পা প্রভৃতির সূচক ধ্বনি (ও রাম, ও ভুলে গেছি ও তাই নাকি)।
[ō] অব্য. 1 আর, এবং (রাম ও শ্যাম, সুখ ও দুঃখ); 2 অধিকন্তু, আরও, আবার (সেও আসবে, এটিও ভালো ওটিও ভালো); 3 মাত্র, পর্যন্ত, এমনকী, মোটেও (তার নামও শুনিনি, আমি সেখানে যাইওনি)। [ফা. ঊঅ]।
ওআটার পোলো [ōāṭāra pōlō] বি. জলে ভাসন্ত বা সন্তরণরত অবস্হায় বল খেলাবিশেষ। [ইং. water polo]।
ওয়াটার পোলো [ ōẏāṭāra pōlō] বি. জলে ভাসন্ত বা সন্তরণরত অবস্হায় বল খেলাবিশেষ। [ইং. water polo]।
ওঃ [ōḥ] অব্য. বিস্ময় বিরক্তি খেদ যন্ত্রণা অবজ্ঞা ইত্যাদি সূচক ধ্বনি (ওঃ কী যন্ত্রণা, ওঃ আবার এসেছে)।
ওঁ [ō] বি. প্রণব বা সকল মন্ত্রের আদ্যবীজ; সকল মন্ত্রের ভিত্তিভূমি; ঈশ্বরবাচক ধ্বনি বা চিহ্ন; ব্রহ্মের শব্দপ্রতীক। [সং. অ + উ +ম্]। ওঁকার, ওঙ্কার, ওংকার বি. ওঁ ধ্বনি।
ওম্ [ m̐ōm] বি. প্রণব বা সকল মন্ত্রের আদ্যবীজ; সকল মন্ত্রের ভিত্তিভূমি; ঈশ্বরবাচক ধ্বনি বা চিহ্ন; ব্রহ্মের শব্দপ্রতীক। [সং. অ + উ +ম্]। ওঁকার, ওঙ্কার, ওংকার বি. ওঁ ধ্বনি।
ওঁচলা [ōn̐calā] বি. 1 খোসা; শস্যের ঝেড়ে-ফেলা অসার অংশ; 2 জঞ্জাল, আবর্জনা। [সং. উঞ্ছ > ওঁচ + বাং. লা]।
ওঁচা [ōn̐cā] বিণ. অত্যন্ত নিকৃষ্ট বা বাজে, হীন, খেলো (বাজার থেকে পয়সা দিয়ে যত ওঁচা জিনিস নিয়ে এসেছে)। [সং. উঞ্চ]।
ওঁছা [ ōn̐chā] বিণ. অত্যন্ত নিকৃষ্ট বা বাজে, হীন, খেলো (বাজার থেকে পয়সা দিয়ে যত ওঁচা জিনিস নিয়ে এসেছে)। [সং. উঞ্চ]।
ওকড়া [ōkaḍ়ā] বি. লতাগাছবিশেষ; তার ফল বা পাতা [দেশি]।
ওকার [ōkāra] বি. ব্যঞ্জনবর্ণের সঙ্গে 'ও' অক্ষর বা ধ্বনির যোগ।
ওকালতনামা [ōkālatanāmā] বি. আমমোক্তারনামা, উকিল হিসাবে নিয়োগের পত্র, power of attorney. [আ. ওকালত্ + ফা. নামহ্]।
ওকালতি [ōkālati] বি. উকিলের কাজ বা পেশা (মহকুমা আদালতে ওকালতি করে সে আজকাল বেশ রোজগার করছে); 2 পক্ষ-সমর্থন (বন্ধুর হয়ে তোমাকে আর ওকালাতি করতে হবে না)। [আ. ওকালত্]। ☐ বিণ. উকিলের, উকিলসম্বন্ধীয় (ওকালতি বুদ্ধি)।
ওকি [ōki] অব্য. প্রশ্ন বিস্ময় ভয় ইত্যাদি সূচক ধ্বনি। [বাং. ও2 + কি (কী)]।
ও কী [ō kī] সর্ব. বিণ. ও কেমন (ও কী কথা?) [ওকি দ্র]।
ওক্ত [ōkta] বি. সময়; বার বা দফা (পাঁচ ওক্ত নমাজ)। [আ. ওঅখ্ত]।
ওক্ত [ ōkta] বি. সময়; বার বা দফা (পাঁচ ওক্ত নমাজ)। [আ. ওঅখ্ত]।
ওখান [ōkhāna] বি. ওই স্হান, ওই জায়গা; অদূরবর্তী বা উল্লিখিত স্হান; সেখান। [বাং. ও (=ঐ) + খান (সং. স্হান]। ̃ কার বিণ. সেই জায়গায়, সেখানকার।
ওগয়রহ [ōgaẏaraha] অব্য. ইত্যাদি; অপরাপর, অন্য সব। [আ. ওগয়রহ্]।
ওগরা [ōgarā] বি. চাল-ডাল একসঙ্গে সিদ্ধ করে প্রস্তুত রোগীর পথ্যবিশেষ। [দেশি]।
ওগো [ōgō] অব্য. আবেগ উচ্ছ্বাস ইত্যাদি ভাবের প্রকাশক সম্বোধনসূচক ধ্বনি ('ওগো আমার চির অচেনা পরদেশী': রবীন্দ্র; ওগো কে আছ)। [দেশি]।
ওঙ্কার [ōṅkāra] দ্র ওঁ
ওছি. ওছিয়তনামা [ōchi. ōchiẏatanāmā] যথাক্রমে অছি ও অছিয়তনামা -র রূপভেদ।
ওজঃ [ōjḥ] (-জস্) বি. 1 তেজ, বল; 2 সাহিত্যের গাম্ভীর্য সৃষ্টিকারী গুণবিশেষ; 3 দীপ্তি। [সং. ওজস্]।
ওজন [ōjana] বি. 1 তৌল ভার, ভরের পরিমাণ বা পরিমাপ (এক কেজি ওজন); 2 গুরুত্ব, ক্ষমতা, মর্যাদা (নিজের ওজন বুঝে চলা)। [আ. ওজ্ন্]। ̃ দর বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাত্ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)। ̃ দার বিণ. 1 ভারী; 2 গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।
ওজর [ōjara] বি. 1 আপত্তি; 2 অজুহাত, ছল। [আ. উজর্]।
ওজস্বল [ōjasbala] বিণ. 1 তেজস্বী, দৃপ্ত; 2 বলশালী, বলিষ্ঠ। [সং. ওজস্ + বল]।
ওজস্বী [ōjasbī] (-স্বিন্) বিণ. 1 তেজস্বী, দৃপ্ত; 2 বলবান; 3 ওজোগুণবিশিষ্ট, উদ্দীপক (ওজস্বী বক্তৃতা); 4 দীপ্তিমান। [সং. ওজস্ + বিন্]। স্ত্রী. ওজস্বিনী। বি. ওজস্বিতা
ওজু [ōju] যথাক্রমে অজু ও অজুহাত -এর রূপভেদ।
ওজুহাত [ ōjuhāta] যথাক্রমে অজু ও অজুহাত -এর রূপভেদ।
ওজো-গুণ [ōjō-guṇa] বি. সাহিত্যিক রচনার গাম্ভীর্য আনে এমন বৈশিষ্ট্য বা উদ্দীপক গুণবিশেষ। [সং. ওজ্স্ + গুণ]।
ওজোন [ōjōna] বি. অম্লজান সার। [ই. ozone]।
ওঝা [ōjhā] বি. 1 মন্ত্রতন্ত্রের দ্বারা যে সাপের বিষের চিকিত্সা করে; 2 মন্ত্রতন্ত্রের সাহায্যে যে ভূত নামায়; রোজা; 3 ব্রাহ্মণদের উপাধিবিশেষ। [সং. উপাধ্যায় > প্রাকৃ. উঅজঝাঅ]।
ওটা [ōṭā] সর্ব. (অবজ্ঞাসূচক) ব্যক্তি বা বস্তুর নির্দেশক (ওটা আবার কী. ওটা ফেলে দাও)। [বাং. ও2 + টা]।
ওঠ-বস [ōṭha-basa] বি. 1 ক্রমাগত ওঠা আর বসা; 2 একই সঙ্গে চলাফেরা (সারাদিন তোমার সঙ্গে ওঠবস করি, আর আমিই এটা জানতে পারলাম না!)। [বাং. ওঠা + বসা]।
ওডি-কোলন [ōḍi-kōlana] বি. জার্মানির্ কলন্ শহরে (ফরাসি নাম কলঞ্) প্রস্তুত সুগন্ধ সুরাসারবিশেষ। [ফ. eau-de-cologne, মূল ফ. উচ্চারণ য়্য-দ্য-কলঞ্]।
ওড্র [ōḍra] বি. উত্কলদেশ, উড়িষ্যা, ওড়িশা। [সং. আ + √ উন্দ্ + র]।
ওড়ন-পাড়ন [ōḍ়na-pāḍ়na] বি. 1 পেতে শোয়ার ও গায়ে দেবার চাদর; 2 উঠানো ও পেতে দেওয়া। [হি. ওঢ়না + বাং. পাড়ন]।
ওড়না [ōḍ়nā] বি. স্ত্রীলোকের পাতলা চাদর বা উত্তরীয়। [সং. অববেষ্টন; তি. হি. ওঢ়না]।
ওড়-পুষ্প [ōḍ়-puṣpa] বি. জবাফুল। [সং. ওড্র, ওড্রপুষ্পম্]।
ওড় [ ōḍ়] বি. জবাফুল। [সং. ওড্র, ওড্রপুষ্পম্]।
ওড়ব [ōḍ়ba] বি. মার্গসংগীতের রাগের জাতিবিশেষ যাতে মাত্র পাঁচটি স্বর ব্যবহৃত হয় যেমন ভূপালি হিন্দোল প্রভৃতি। [সং. ওড়ব, ওড়ব + অ]।
ওড়িয়া [ōḍ়iẏā] বি. উড়িষ্যা বা ওড়িশা প্রদেশের লোক বা ভাষা (ওড়িয়ার সঙ্গে বাংলার বেশ মিল আছে)। ☐ বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িয়া সংস্কৃতি)। [সং. ওড্র]।
ওড়িশা বি উড়িষ্যা [ōḍ়iśā bi uḍ়iṣyā] র বর্ত. অধিকতর চলিত রূপ। ওড়িশি বি. ওড়িশার নৃত্য। ☐ বিণ. ওড়িশাসম্বন্ধীয় (ওড়িশি সংস্কৃতি)। [ওড়িশা + বাং. ই]।
ওত [ōta] বি. শিকারের বা আক্রমণের উদ্দেশ্যে আত্মগোপন করে অপেক্ষা। [দেশি]। ̃ আত বি. অন্ধিসন্ধি, ঘাঁতঘোঁত। ওত পাতা ক্রি. বি. শিকারের অপেক্ষায় থাকা; (হেঁট হয়ে)। শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি থাকা।
ওত-প্রোত [ōta-prōta] বিণ. সর্বত্র পরিব্যাপ্ত; পরস্পর সম্পূর্ণ জড়িত (এই ব্যাপারটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে আছি; 'সময় দিয়ে ওতপ্রোত বাঁধে আমার ভিটে': শ. ঘো.)। [সং. অত (=অন্তর্ব্যাপ্ত) + (প্রোত) (=প্রোথিত)]।
ওতরা [ōtarā] যথাক্রমে উতরা ও উতলা -র চলিত রূপ।
ওতলা [ ōtalā] যথাক্রমে উতরা ও উতলা -র চলিত রূপ।
ওথা [ōthā] ক্রি-বিণ. (প্রা. বাং/আঞ্চ.) ওখানে, কিছু দূরে। [বাং. ও2 + থা (সং. স্হান)]।
ওদন [ōdana] বি. অন্ন, ভাত, সিদ্ধ তণ্ডুল ('শিশু কাঁদে ওদনের তরে': ক.ক)। [সং. √ উন্দ্ + অন]।
ওদিক [ōdika] বি. ওই দিক; ওই পক্ষ (ওদিকে গেছে; একবার এদিক একবার ওদিক)। [বাং. ও2 + সং. দিক্]।
ওধার [ōdhāra] বি. ওদিক, ওই দিক। [বাং. ও (ওই) + ধার, তু. হি. উধর্]।
ওনাকে [ōnākē] সর্ব. (আঞ্চ.) তাঁকে, ওঁকে। [বাং. উনি + কে >]। ওনাদের সর্ব. ওঁদের, তাঁদের।
ওপড়া [ōpaḍ়ā] যথাক্রমে উপড়া ও উপড়ানো -র চলিত রূপ।
ওপাড়ানো [ ōpāḍ়ānō] যথাক্রমে উপড়া ও উপড়ানো -র চলিত রূপ।
>ওপার [>ōpāra] বি. 1 অন্য পার; ওই পার; 2 ওই দিক; 3 পরলোক। [বাং. ও (ওই) + সং. পার]।
>ওভার-টাইম [>ōbhāra-ṭāima] বি. 1 নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজের জন্য মজুরি; 2 নির্দিষ্ট সময়ের অতিরিক্ত কাজ। [ইং. overtime]।
ওভার-ব্রিজ [ōbhāra-brija] বি. রেল স্টেশনে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য নির্মিত উঁচু সেতুবিশেষ। [ইং. overbridge]।
ওম্ [ōm] দ্র ওঁ
ওয়াক [ōẏāka] অব্য. বমির অনুকারধ্বনি। ওক তোলা. ওয়াক তোলা ক্রি. বি বমির উদ্রেক হয়েছে এমন শব্দ করা (বাচ্চাটা দুধ খেয়েই ওক তুলতে শুরু করেছে)।
ওক [ ōka] অব্য. বমির অনুকারধ্বনি। ওক তোলা. ওয়াক তোলা ক্রি. বি বমির উদ্রেক হয়েছে এমন শব্দ করা (বাচ্চাটা দুধ খেয়েই ওক তুলতে শুরু করেছে)।
ওয়াক-ওভাব [ōẏāka-ōbhāba] বি. (খেলায়) বিপক্ষ দলের অনুপস্হিতিতে না খেলেই জয়লাভ। [ইং. walk over]।
ওয়াকফ-নামা [ōẏākapha-nāmā] বি. ধর্মের জন্য বা জনহিতে ঈশ্বরের নামে দানপত্র। [আ. বাকিফ্ + ফা. নামহ্]।
ওয়াকিফ [ōẏākipha] বিণ. অভিজ্ঞ; কোনো বিষয়ে ধারণা আছে এমন। ওয়াকিবহাল বিণ. অবস্হা সম্পর্কে অভিজ্ঞ। [আ. ওয়াকিফ্ + হাল্]।
ওয়াকেফ [ ōẏākēpha] বিণ. অভিজ্ঞ; কোনো বিষয়ে ধারণা আছে এমন। ওয়াকিবহাল বিণ. অবস্হা সম্পর্কে অভিজ্ঞ। [আ. ওয়াকিফ্ + হাল্]।
ওয়াকিব [ ōẏākiba] বিণ. অভিজ্ঞ; কোনো বিষয়ে ধারণা আছে এমন। ওয়াকিবহাল বিণ. অবস্হা সম্পর্কে অভিজ্ঞ। [আ. ওয়াকিফ্ + হাল্]।
ওয়াকেব [ ōẏākēba] বিণ. অভিজ্ঞ; কোনো বিষয়ে ধারণা আছে এমন। ওয়াকিবহাল বিণ. অবস্হা সম্পর্কে অভিজ্ঞ। [আ. ওয়াকিফ্ + হাল্]।
ওয়াক্ত [ōẏākta] দ্র ওক্ত
ওয়াজিব [ōẏājiba] বিণ. 1 সঠিক; 2 ন্যায়সংগত; 3 প্রয়োজনীয়। [আ. ওয়াজীব্]।
ওয়াজেব [ ōẏājēba] বিণ. 1 সঠিক; 2 ন্যায়সংগত; 3 প্রয়োজনীয়। [আ. ওয়াজীব্]।
ওয়াটারপোলো [ōẏāṭārapōlō] দ্র ওআটারপোলো
ওয়াড় [ōẏāḍ়] বি. বালিশ লেপ ইত্যাদির ঢাকনা খোল বা আবরণ। [সং. অববেষ্ট-তু. হি. মরা. ওঢ়ণী]।
ওড় [ ōḍ়] বি. বালিশ লেপ ইত্যাদির ঢাকনা খোল বা আবরণ। [সং. অববেষ্ট-তু. হি. মরা. ওঢ়ণী]।
ওয়াদা [ōẏādā] বি. 1 মেয়াদ, নির্দিষ্ট সময় (তোমার ওয়াদা শেষ); 2 প্রতিশ্রুতি, ভবিষ্যতে কাউকে কিছু দেবার প্রতিশ্রুতি (আমি তাকে টাকা দেব বলে ওয়াদা করেছিলাম; তাকে ওয়াদা দিয়েছিলাম যে টাকা দেব)। [আ. ওয়াদাহ্]। ওয়াদা খেলাপ করা ক্রি-বি. কথার খেলাপ করা, কথা দিয়ে কথা না রাখা।
ওয়াপস [ōẏāpasa] বি. ফেরত (বইটা ওয়াপস দাও)। [ফা. ওয়াপস্]।
ওয়ারিস [ōẏārisa] বি. উত্তরাধিকারী। [আ. ওয়ারিস্]। ওয়ারিসান, ওয়ারিশান বি. 1 উত্তরাধিকারিগণ; 2 (বাংলায়) উত্তরাধিকারী ('তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকারস্বত্বে': সু.রা.)।
ওয়ারিশ [ ōẏāriśa] বি. উত্তরাধিকারী। [আ. ওয়ারিস্]। ওয়ারিসান, ওয়ারিশান বি. 1 উত্তরাধিকারিগণ; 2 (বাংলায়) উত্তরাধিকারী ('তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকারস্বত্বে': সু.রা.)।
ওয়ারেণ্ট [ōẏārēṇṭa] বি. গ্রেপ্তারি পরোয়ানা। [ইং. warrant]।
ওআরেণ্ট [ ōārēṇṭa] বি. গ্রেপ্তারি পরোয়ানা। [ইং. warrant]।
ওয়ালা [ōẏālā] (তদ্ধিত প্রত্যয়বিশেষ); 2 ব্যবসায়ী, বিক্রেতা (ফলওয়ালা); 2 পেশাধারী (ফেরিওয়ালা, পাহারাওয়ালা); 3 অধিকারী, মালিক (বাড়িওয়ালা, টাকাওয়ালা লোক)। [হি. ওয়ালা]। স্ত্রী. ওয়ালি, উলি
ওয়ালা [ōẏālā] র রূপভেদ।
ওয়াসিল [ōẏāsila] বি. পাওনা-আদায়, উসুল। [আ. ওয়াসিল্]।
ওয়াশিল [ ōẏāśila] বি. পাওনা-আদায়, উসুল। [আ. ওয়াসিল্]।
ওয়াস্তা [ōẏāstā] বি. 1 অপেক্ষা; 2 তোয়াক্কা, ভরসা (সে কারও ওয়াস্তা করে না); 3 উপায় (শত্রুসৈন্য টুকে পড়লে আর ওয়াস্তা থাকবে না); 4 হেতু, জন্য, দরুন (কারও ওয়াস্তে কিছু করা)। [আ. ওয়াস্তা]।
ওয়াহাবি (বর্জি.) ওয়াহাবী [ōẏāhābi (barji.) ōẏāhābī] বিণ. বি. মুসলমান ধর্মসংস্কারক আবদুল ওয়াহাব-এর অনুগামী। [আ. ওয়হাবী]।
ওহাবি [ ōhābi] বিণ. বি. মুসলমান ধর্মসংস্কারক আবদুল ওয়াহাব-এর অনুগামী। [আ. ওয়হাবী]।
ওয়েটিং-রুম [ōẏēṭi-ṃruma] বি. রেল স্টেশনে যাত্রীদের বিশ্রামঘর। [ইং. waiting room]।
ওয়েস্ট-কোট [ōẏēsṭa-kōṭa] বি. ফতুয়াজাতীয় একরকম জামা। [ইং. waistcoat]।
ওর [ōra] বি. (বৈ. সা.) অন্ত, পার, সীমা ('রূপের নাহিক ওর': চণ্ডী)। [হি. ওর]।
ওর [ōra] সর্ব. তার, ওই ব্যক্তির। [সং. অদস্]।
ওরফে [ōraphē] অব্য. বি. 1 বনাম, নামান্তরে (এই লোকটিই রতন ওরফে বাবু); 2 উপনাম, ডাকনাম। [আ. উর্ফ্]।
ওরম্বা [ōrambā] বি. 1 অকর্মা লোক; যে কেবল ঘুরে ফিরে বেড়ায়; 2 লম্পট ব্যক্তি। [প্রাকৃ. √ উরুম্বা]।
ওড়ম্বা [ ōḍ়mbā] বি. 1 অকর্মা লোক; যে কেবল ঘুরে ফিরে বেড়ায়; 2 লম্পট ব্যক্তি। [প্রাকৃ. √ উরুম্বা]।
ওরসা [ōrasā] বিণ. ভিজে, আর্দ্র; স্যাঁতসেঁতে। [দেশি]।
ওরাং-ওটাং [ōrā-ṃōṭā] বি. মনুষ্যাকৃতি দীর্ঘবাহু বৃক্ষবাসী বানরজাতীয় প্রাণী, যাদের প্রধানত সুমাত্রা ও বোর্নিয়ো-র বনাঞ্চলে দেখা যায়। [ইং. orange-outang. মালয়ি ভাষায় মূল অর্থ বনের মানুষ বা বনমানুষ]।
ওরে [ōrē] সর্ব. (কাব্যে ও আঞ্চ.) ওকে, তাকে ('ওকে জাগায়ো না': রবীন্দ্র)। [বাং. 'সে' শব্দের দ্বিতীয়ার একবচন]।
ওরে [ōrē] অব্য. তুচ্ছার্থে বা আদরে ব্যবহৃত ধ্বনি (ওরে ছাড়্ রে, ওরে বাবারে, ওরে আমার সাত সাগরের মানিক)।
ওল [ōla] বি. তরকারিরূপে ব্যবহৃত কন্দবিশেষ। [সং. ওল্ল, প্রাকৃ. ওল্ল]। বুনো ওল বি. বনে জঙ্গলে অযত্নে বেড়ে-ওঠা একজাতীয় তীব্র ওল যা খেলে গলা ধরে বা কুটকুট করে। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল যেমন দৃষ্ট প্রকৃতির লোক তেমনি তাকে শায়েস্তা করবার মতো কঠোর শাসন।
ওল-কপি [ōla-kapi] বি. মানুষের আহার্য শালগমজাতীয় তরকারি বা আনাজবিশেষ। [ইং. kohlrabi]।
ওলন [ōlana] বি. অবতরণ, অবরোহণ; নামা। [বাং. √ ওল্ + অন]।
ওলন [ōlana] বি. লম্বরেখা বা খাড়াই নির্ণয়ের জন্য নীচে তার-বাঁধা সুতো, খাড়াই পরীক্ষার জন্য রাজমিস্ত্রিদের ব্যবহৃত ওলনদাড়ি। ☐ বিণ. উল্লম্ব, vertical. [সং. অবলম্বন]।
ওলন্দাজ [ōlandāja] বি. হল্যাণ্ডের অধিবাসী. ডাচ। [ফ. Hollandaise, মূল ফ. উচ্চারণ অলাঁদেজ্; Holandes, মূল পো. উচ্চারণ ওলাঁদেশ]।
ওলা [ōlā] বি. সাদা চিনির নাড়ু। [দেশি]।
ওলা [ōlā] ক্রি. (আঞ্চ.) নামা বা নামানো (ওলা-ওঠা, গলা দিয়ে ভাত ওলে না)। [বাং. √ ওল্ + আ]। ̃ নো বিণ. বি. নামানো।
ওলাই-চণ্ডী [ōlāi-caṇḍī] বি. ওলাওঠা বা কলেরা রোগের অধিষ্ঠাত্রী গ্রাম্য বা লৌকিক দেবীবিশেষ। [বাং. ওলা3 + সং. চণ্ডী]।
ওলা-উঠা [ōlā-uṭhā] বি. ভেদবমি, কলেরা, বিসূচিকারোগ। [বাং. ওলা3 + উঠা]।
ওলা-ওঠা [ ōlā-ōṭhā] বি. ভেদবমি, কলেরা, বিসূচিকারোগ। [বাং. ওলা3 + উঠা]।
ওলানো [ōlānō] দ্র ওলা3
ওলা-বিবি [ōlā-bibi] বি. ওলাইচণ্ডীকে মুসলমানদের দেওয়া নাম। [বাং. ওলা + তুর্. বিবি]।
ওলিম-পিক [ōlima-pika] বি. চার বত্সর অন্তর অন্তর ভিন্ন ভিন্ন দেশে মহাসমারোহে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। [ইং. Olympic]।
ওলো [ōlō] অব্য. নারীদের পরস্পরকে সম্বোধনবিশেষ; সখীদের পরস্পর আহ্বানধ্বনি ('ওলো শেফালী, আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি': রবীন্দ্র; ওলো আয়, জল আনতে যাই)। [প্রাকৃ. হলা]।
ওষধি [ōṣadhi] বি. ধানগাছ কলাগাছ প্রভৃতি যেসব উদ্ভিদ একবার ফল দিয়েই মরে যায়। [সং. ওষ (=দীপ্তি) + √ ধা + ই]। ̃ নাথ, ̃ পতি বি. 1 চন্দ্র; 2 সোমলতা; 3 কর্পূর।
ওষধী [ ōṣadhī] বি. ধানগাছ কলাগাছ প্রভৃতি যেসব উদ্ভিদ একবার ফল দিয়েই মরে যায়। [সং. ওষ (=দীপ্তি) + √ ধা + ই]। ̃ নাথ, ̃ পতি বি. 1 চন্দ্র; 2 সোমলতা; 3 কর্পূর।
ওষ্ঠ [ōṣṭha] বি. উপরের ঠোঁট; (বাং.) নীচের বা উপরের ঠোঁট। [সং. √ উষ্ + থ]। ̃ পুট বি. মিলিত ওষ্ঠদ্বয়। ̃ ব্রণ বি. ঠোঁটের বিষফোঁড়াবিশেষ ওষ্ঠাগত বিণ. 1 প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে এমন, মুর্মূষু; 2 জ্বালাতনে অতিষ্ঠ; পরিশ্রম ইত্যাদিতে কাতর ও অতিষ্ঠ। ওষ্ঠাগত-প্রায় বিণ. মৃতপ্রায়। ওষ্ঠাধর বি. নীচের ও উপরের দুটি ঠোঁট। ওষ্ঠ্য বিণ. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বা উচ্চারিত (ওষ্ঠ্যবর্ণ)। ☐ বি. ওষ্ঠের দ্বারা উচ্চার্য বর্ণ, ওষ্ঠ্যবর্ণ। [সং. ওষ্ঠ + য]।
ওস [ōsa] বি. হিম, শিশির (এ বছর যেন একটু আগেই ওস পড়তে শুরু করেছে)। [প্রাকৃ. ওসাঅ]।
ওসা [ ōsā] বি. হিম, শিশির (এ বছর যেন একটু আগেই ওস পড়তে শুরু করেছে)। [প্রাকৃ. ওসাঅ]।
ওসার [ōsāra] বি. বিস্তার, প্রস্হ। [সং. প্রসার]।
ওস্তাগর [ōstāgara] বি. 1 নিপুণ কারিগর বা শিল্পী; 2 রাজমিস্ত্রী; 3 দরজি; 4 মুসলমানদের উপাধিবিশেষ। [ফা. উস্তাদ্গর]।
ওস্তাদ [ōstāda] বিণ. গুরু, শিক্ষক, সংগীতের গুরু (আমার ওস্তাদ রামদাসজি নিজে এখনও কঠোর অনুশীলন করেন)। ☐ বিণ. 1 দক্ষ, নিপুণ; 2 (মন্দার্যে) অতিরিক্ত চালাক (বেশি ওস্তাদ হয়েছ বুঝি?)। [ফা. উস্তাদ্]।
ওস্তাদি [ōstādi] বি. 1 গুরুগিরি, শিক্ষকতা; 2 দক্ষতা, কেরামতি (ছেলেটার ওস্তাদি মানতেই হবে); 3 চালবাজি, অতিরিক্ত চালাকি। ☐ বিণ. ওস্তাদসম্বন্ধীয়; ওস্তাদের কৃত; যাতে ওস্তাদি আছে এমন (ওস্তাদি গান)।
ওহাবি [ōhābi] দ্র ওয়াহাবি
ওহে [ōhē] অব্য. আহ্বানধ্বনি, সম্বোধনসূচক ধ্বনি (ওহে রাম, এদিকে এসো)। [সং. অহে]।
ওহো [ōhō] অব্য. স্মরণ বিস্ময় আক্ষেপ প্রভৃতিসূচক ধ্বনি। [সং. অহো]।
কওন [kōna] যথাক্রমে কহন ও কহা -র রূপভেদ।
কওয়া [ kōẏā] যথাক্রমে কহন ও কহা -র রূপভেদ।
কক্ষনও [kakṣanō] অব্য. ক্রি-বিণ. 1 কখনও, কখনো, কোনো সময়েই; 2 কোনো কারণেই, কোনো অবস্হাতেই। [বাং. 'কখনও' বা 'কখনো' শব্দের পরিবর্তিত এবং জোরসূচক রূপ]।
কক্খনও [ kakkhanō] অব্য. ক্রি-বিণ. 1 কখনও, কখনো, কোনো সময়েই; 2 কোনো কারণেই, কোনো অবস্হাতেই। [বাং. 'কখনও' বা 'কখনো' শব্দের পরিবর্তিত এবং জোরসূচক রূপ]।
কাওয়া [kāōẏā] বি. কফির মতো গন্ধ। [আ. কওয়া]।
কাওয়াজ [kāōẏāja] বি. 1 কৌশল, কসরত; 2 সৈন্যদের যুদ্ধকৌশল শিক্ষা বা ড্রিল। [আ. কবায়দ্]।
কাওয়ালি [kāōẏāli] বি. সংগীতের সুর ও তালবিশেষ; দরবেশি সুর। [আ. কওয়ালী]।
কাওরা [kāōrā] বি. অনুন্নত হিন্দু জাতিবিশেষ, কাহার। [দেশি]।
কার-রওয়াই [ kāra-rōẏāi] বি. 1 কর্মকৌশল; 2 কারসাজি; 3 আপত্তিকর কাজকর্ম। [ফা. কার্রবাঈ]।
কেওট [kēōṭa] বি. হিন্দুজাতিবিশেষ, জেলে। [সং. কৈবর্ত]। ̃. নি, ̃. নী বি. (স্ত্রী.) কেওটরমণী।
কেওড়া [kēōḍ়ā] বি. 1 কেয়াফুল বা তার গাছ; 2 কেয়াফুলের নির্যাস; 3 কেয়ার নির্যাস দিয়ে তৈরি সুবাসিত জল (কেওড়া দেওয়া সন্দেশ)।[তু. সং. কোতক, হি. কেবড়া]।
কোচ-ওয়ান [kōca-ōẏāna] বি. ঘোড়ার গাড়ির গাড়োয়ান। [ইং. coachman]।
কোনও [kōnō] সর্ব. বিণ. 1 অনির্দিষ্ট একটি বা একজন (কোনো বিষয়, কোনো লোক); 2 বহুর মধ্যে এক (কোনো বই-ই পড়েনি)। [তু. হি. কৌন < প্রাকৃ. কৌণকি]। কোনও কোনও, কোনো কোনো সর্ব. বিণ. 1 অনির্দিষ্ট একাধিক (কোনো কোনো লোক, কোনো কোনোটি বেশ ভালো); 2 মাঝে মাঝে এক-এক (কোনো কোনো দিন বৃষ্টি হয়)। ̃ মতে, ̃ রকমে ক্রি-বিণ. কোনো উপায়ে (কোনোমতে তাকে রাজি করিয়েছি)।
খওয়া [khōẏā] ক্রি. ক্ষয় হওয়া (পেনসিলটা খয়ে গেছে)। ☐ বিণ. ক্ষয়প্রাপ্ত (খওয়া দাঁত)। ☐ বি. ক্ষয়। [সং. ক্ষয় + বাং. আ]। ̃ নো ক্রি. ক্ষয় করে দেওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
খাওন [khāōna] বি. (আঞ্চ.) ভোজন, আহার (নেমন্তন্ন বাড়িতে খাওনটা মন্দ হয়নি)। [বাং. √খা + অন]।
খাওয়া [khāōẏā] ক্রি. 1 ভোজন করা, আহার করা; 2 পান করা (চা দুধ খাওয়া) ; 3 সেবন করা (হাওয়া খেতে বেরিয়েছি); 4 ভোগ করা, সহ্য করা (মার খাওয়া, গালি খাওয়া); 5 উত্কোচ বা ঘুষ নেওয়া (পয়সা খেয়েছে, ঘুষ খেয়েছে); 6 দংশন করা (সাপে খেয়েছে); 7 নষ্ট করা, কলঙ্কিত করা (চোখের মাথা খেয়েছ নাকি?) ছেলেটার মাথা খাচ্ছ কেন?); 8 গ্রাস করা (আমার সব সম্পত্তি মহাজনে খেয়েছে); 9 শেষ করা, বিনষ্ট করা (স্বামী-পুত্র খেয়ে এখন বাপের বাড়িতে এসে উঠেছে); 1 টেনে নেওয়া, শোষা (যন্ত্রটা বেশ তেল খায়) ; 11 (চুম্বন ইত্যাদি) দেওয়া (চুমু খাওয়া); 12 (আদর) পাওয়া (মায়ের আদর খাচ্ছে); 13 খাটা, উপযুক্ত হওয়া (খাপ খায় না)। ☐ বি. ভোজন। ☐ বিণ. খাওয়া হয়েছে এমন। [বাং. √খা + আ]। ̃ দাওয়া বি. পানভোজন ; আহারাদি। ̃ নো ক্রি. (অন্যকে) ভোজন বা পান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ̃ পরা বি. খাওয়াদাওয়া ও পোশাক-আশাক (আমি কারও খাওয়াপরার দায়িত্ব নিতে পারব না)। ̃ র জল. খাবার জল বি. পানীয় জল।
গাওনা [gāōnā] বি. গান; পেশাদারি গায়কের গান; মুজরো। [বাং. √গাহ্ + অনা]।
গাওয়া [gāōẏā] বি. সাক্ষী। [ফা. গবা]।
গাওয়া [gāōẏā] বিণ. গব্য, গোদুগ্ধে প্রস্তুত (গাওয়া ঘি)। [বাং. গাই + ওয়া]।
গাওয়া [gāōẏā] ক্রি. 1 গান করা; 2 কীর্তন করা, মহিমা বর্ণনা করা (গুণ গাওয়া) ; 3 প্রচার করা (গেয়ে বেড়ানো, আগে থেকেই তার অসুবিধার কথা গেয়ে রেখেছে)। ☐ বিণ. গীত, গাওয়া হয়েছে এমন (গাওয়া গান)। ☐ বি. গান (গাওয়া শেষ হল, গাওয়া শুনেই কার শিষ্য বলে দেওয়া যায়)। [বাং. √গাহ্ (সং. গৈ) + আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা গান করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
গেও [gēō] ক্রি. (ব্রজ.) গেল, গিয়েছে ('হরি গেও মধুপুর': বিদ্যা)।
গেদে দেওয়া [gēdē dēōẏā] ক্রি. বি. প্রচণ্ড তিরস্কার করা। [দেশি]।
ঘোড়-সওয়ার [ghōḍ়-sōẏāra] বিণ. বি. যে ঘোড়ার পিঠে চড়েছে। [বাং. ঘোড়া + ফা. সওয়ার]।
চওড়া [cōḍ়ā] বিণ. 1 প্রশস্ত, বিস্তৃত (চওড়া বুক); 2 প্রস্হবিশিষ্ট (পাঁচ হাত চওড়া থান)। ☐ বি. বিস্তার, প্রস্হ (চওড়ায় তিন হাত, চওড়ার দিক)। [সং. চর্পট (প্রসারিত, বিপুল)। ̃ বি. প্রস্হের পরিমাণ।
চড়াও [caḍ়āō] বি. আক্রমণ (বাড়ি চড়াও করা)। ☐ বিণ. আক্রমণকারী; আক্রমণের জন্য আপতিত, আক্রমণ করতে উদ্যত (চড়াও হওয়া)। [চড়া3 দ্র]।
চাওয়া [cāōẏā] ক্রি. 1 ইচ্ছা করা, কামনা করা (সুখ চাওয়া, মরতে চাওয়া); 2 প্রার্থনা বা ভিক্ষা করা (সময় চাওয়া, অনুগ্রহ চাওয়া); 3 রাজি হওয়া (কথা শুনতে চাও কি?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √চাহ্]। ̃ নো ক্রি. কামনা বা প্রার্থনা করানো; রাজি করানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। চাই কী অব্য. এমনকী, হয়তো (চাই কী, সেখানে তার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে)।
চাওয়া [cāōẏā] ক্রি. 1 দৃষ্টিপাত করা, দেখা, তাকানো (আমার দিকে চাও, আকাশের দিকে চেয়ে আছে); 2 উন্মীলন করা (চোখ চাওয়া)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. √চাহ্ < সং. √চক্ষ্]। ̃ চাওয়ি বি. পরস্পরের প্রতি দৃষ্টিপাত করা; তাকাতাকি। ̃ নো ক্রি. চোখ খোলানো, দৃষ্টিপাত করানো। ☐ বি. উক্ত অর্থে।
চোপ-রও [cōpa-rō] (অনুজ্ঞাসূচক) ক্রি. চুপ করো। [হি. চুপ্ রহ]।
চোপ-রাও [ cōpa-rāō] (অনুজ্ঞাসূচক) ক্রি. চুপ করো। [হি. চুপ্ রহ]।
ছাও [chāō] বি. (আঞ্চ.) শাবক, ছানা, ছা। [ছা দ্র]।
ছাওয়া [chāōẏā] বি. ক্রি. 1 আচ্ছাদন করা, আবৃত করা, ঢাকা (শুকনো পাতায় উঠোনটা ছেয়ে গেছে); 2 বিছানো, ছড়ানো, পরিব্যাপ্ত করা (মেঘে আকাশ ছেয়ে গেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ ছাহ্ (< সং. √ ছদ্) + আ]। ̃ নো ক্রি. বি. আচ্ছাদিত বা আবৃত করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
ছাওয়াল [chāōẏāla] বি. (আঞ্চ.) 1 ছেলে; 2 শিশু। [পা. ছাব]।
ছেঁটে দেওয়া [chēn̐ṭē dēōẏā] দ্র ছাঁটা
জওজে [jōjē] বি. স্বামী (দলিলের ভাষায়) পত্নী, যার স্বামী (জাহানারা খাতুন জওজে ইয়াকুব আলি)। [আ. যওজ]।
জওজ [ jōja] বি. স্বামী (দলিলের ভাষায়) পত্নী, যার স্বামী (জাহানারা খাতুন জওজে ইয়াকুব আলি)। [আ. যওজ]।
জওয়ান [jōẏāna] বি. 1 হৃষ্টপুষ্ট বা শক্তিশালী, ব্যক্তি (তিন জওয়ানে মিলে এটাকে তুলতে পারলে না?); 2 সেনাবাহিনীর যোদ্ধা। ☐ বিণ. হৃষ্টপুষ্ট, শক্তিশালী, জোয়ান। [ফা. জবান]। জোয়ান দ্র।
জওয়াব় [jōẏāb়] যথাক্রমে জবাব ও জসম -এর অপ্রচলিত রূপভেদ।
জওসম [ jōsama] যথাক্রমে জবাব ও জসম -এর অপ্রচলিত রূপভেদ।
জাওলা [jāōlā] বিণ. জল থেকে তুলেও যে মাছকে জিইয়ে বা বাঁচিয়ে রাখা যায়, জিত্তল। ☐ বি. জাওলা বা জিত্তল মাছ ধরার উপযুক্ত জাল বা যন্ত্র। [বাং. তু. জিত্তল, জিয়ল]।
ঝেঁপে দেওয়া [jhēm̐pē dēōẏā] ক্রি. (অশা.) চুরি করা; আত্মসাত্ করা, মেরে দেওয়া। [তু. বাং. ঝাঁপা (=ঢাকা, আচ্ছাদন করা)।
টিউব-ওয়েল [ṭiuba-ōẏēla] বি. নলকূপ। [ইং. tube + well]।
ঠাওর [ṭhāōra] যথাক্রমে ঠাহর ও ঠাওরানো -র কথ্য রূপ।
ঠাওরানো [ ṭhāōrānō] যথাক্রমে ঠাহর ও ঠাওরানো -র কথ্য রূপ।
ঠাওর [ ṭhāōra] বি. 1 নিরীক্ষণ, মনোযোগ দিয়ে নজর (ঠাহর করে দেখা, প্রথমটায় তাকে ঠাহরই করিনি); 2 উপলব্ধি (অন্ধকারে ঠিকমতো ঠাহর হচ্ছে না); 3 নির্ধারণ, নির্ণয়। [প্রাকৃ. ঠাবর < সং. স্হবর তু. হি. ঠহরা]। ঠাওরানো ক্রি. 1 চেয়ে দেখা; 2 ভালো করে দেখা; 3 নির্ধারণ করা, উপলব্ধি করা (আমাকে বোকা ঠাউরেছে)। ☐ বি. উক্ত সব অর্থে।
ডকে ওঠা [ḍakē ōṭhā] ক্রি. বি. (কথ্য) নষ্ট হওয়া; বাতিল হওয়া; উঠে যাওয়া (ব্যাবসা ডকে উঠেছে)। [দেশি]।
ডেও [ ḍēō] বি. মাদার গাছ বা তার ফল। [সং. ডহু]।
তবুও [ tabuō] অব্য. তথাপি, তা সত্ত্বেও, তা হলেও ('তবু মনে রেখো যদি যাই দূরে': রবীন্দ্র)। [তু. ম. বাং. তবহুঁ]।
তলাও [talāō] বি. পুকুর। [হি. তালাও]।
তাও [tāō] বি. 1 কাপড়চোপড়ের ভাঁজ; 2 উত্তাপ। [সং. তাপ]।
তাও [tāō] সর্ব. তাহাও, ওটিও, উহাও (সেই যে কলমটা? তাও চুরি হয়ে গেছে)। ☐অব্য. তবুও (অনেক অনুরোধ করেছি, তাও এল না)। [সং. তদ্ > বাং. তাহা + ও]।
তাওয়া [tāōẏā] বি. 1 রুটি প্রভৃতি আগুনে সেঁকার জন্য ধাতুপাত্রবিশেষ, চাটু; 2 তুষের আগুন জ্বেলে রাখার জন্য মাটির পাত্রবিশেষ; 3 ধূমপানের কলকের তামাকের উপর বসাবার চাকতিবিশেষ। [ফা. তাব]।
তাওয়া [tāōẏā] ক্রি. সেঁকা; তপ্ত বা গরম করা (রুটি তাওয়া হচ্ছে)। [ফা. তাওয়া]। ̃ নো ক্রি. 1 তাতানো, তপ্ত করা, গরম করা; 2 হাপরে পুড়িয়ে লাল করা; 3 (আল.) চটানো, উত্তেজিত করা (তোমরাই তো ওকে অকারণে তাওয়ালে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
তেওড়1 [tēōḍ়1] বি. খেসারি; কলাই। [সং. ত্রিপুট]।
তেওড় [tēōḍ়] বিণ. 1 বাঁকা, তেরচা; 2 তোবড়া। ☐ বি. বক্রতা। [< সং. ত্রি + √ বৃত্]।
তেওড়া [tēōḍ়ā] বিণ. বাঁকা। ☐ বি. বক্রতা। ☐ক্রি. বাঁকানো। [তেওড়2 দ্র]। ̃ নো ক্রি. বাঁকা করা বা হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
তেওড়া [tēōḍ়ā] বি. সংগীতের সাত মাত্রার তালবিশেষ।[দেশি]।
তেওর [tēōra] বি. মত্সব্যবসায়ী জাতি, জেলে। [সং. তীবর]।
তওবা [ tōbā] অব্য. (প্রধানত মুসলমানদের) অনুতাপসূচক বা অন্যায়মূলক কাজের প্রতি ঘৃণাসূচক খেদোক্তি বা কোনো কাজ ভবিষ্যতে আর না করার প্রতিজ্ঞাসূচক উক্তি (তোবা তোবা, এমন কাজ আর করব না)। [আ. তৌবহ্]।
দরওয়ান [ darōẏāna] বি. দরজার প্রহরী, দ্বারপাল। [ফা. দরবান]। দরোয়ানি বি. 1 দরোয়ানের কাজ; 2 পাহারা দেবার কাজ (কাঁহাতক আর তাদের পিছনে দরোয়ানি করা যায়?)।
দাও [dāō] বি. (আঞ্চ.) কাটারি। [সং. দাত্র]।
দাওয়া [dāōẏā] বি. 1 স্বত্ব, অধিকার; 2 পাওনা (দাবিদাওয়া)। [আ. দাওয়া-তু. হি. দাবা]।
দাওয়া [dāōẏā] বি. বারান্দা, রোয়াক (দাওয়ায় বসে হাওয়া খায়)। [দেশি-তু. হি. ঢাবা, সং. দার্বট]।
দাওয়া [dāōẏā] বি. ওষুধ। [আ. দওয়া]। ̃ খানা বি. ওষুধের দোকান, ডাক্তারখানা।
দাওয়াত [dāōẏāta] বি. নিমন্ত্রণ; আমন্ত্রণ। [আ. দাওয়াত্]।
দাওয়াদ [ dāōẏāda] বি. নিমন্ত্রণ; আমন্ত্রণ। [আ. দাওয়াত্]।
দাঁও [dām̐ō] বি. সুযোগ, মওকা (দাঁও ফসকে গেল)। [হি দাঁও]। দাঁও মারা ক্রি. 1 সুযোগ পেয়ে নিজের কাজ হাসিল করা; 2 সহজে মোটা লাভ করা। ☐ বি. উক্ত অর্থে।
দিওয়ানা [diōẏānā] বিণ. বি. বিবাগি, উদাসী, পাগল। [ফা. দিওয়ানা > হি. দীওয়ানা]।
(চলিত ও কথ্য) দিয়ে [ (calita ō kathya) diẏē] অব্য. অনু. 1 দ্বারা, সাহায্যে (কাটারি দিয়ে কাটা); 2 মারফত (তার হাত দিয়ে পাঠিয়েছি); 3 সংযোগে, সহযোগে (চিনি না দিয়ে চা); 4 ধরে, বেয়ে (এই পথ দিয়ে যাও, সিঁড়ি দিয়ে ওঠো); 5 সঙ্গে, সহিত (মনোযোগ দিয়ে পড়ো)। [বাং. অনুসর্গ]।
দিয়ে দেওয়া [diẏē dēōẏā] দ্র দেওয়া
দেও-দার [dēō-dāra] বি. দেবদারু গাছ ('কাঁপে দেওদার, বট': সু. দ.)। [সং. দেবদারু]।
দেওয়া [dēōẏā] ক্রি. 1 প্রদান করা (টাকা দেওয়া, ভাত দাও, জল দাও); 2 দান বা বিতরণ করা (ভিক্ষা দেওয়া); 3 জোগানো (ভাত-কাপড় দেওয়া); 4 বিবাহাদিতে সম্প্রদান করা (মেয়ে দেওয়া); 5 বিসর্জন করা (দেশের জন্য প্রাণ দিয়েছেন); 6 সিঞ্চন করা (গাছে জল দেওয়া); 7 মিশ্রিত করা, মিশানো (দুধে জল দেওয়া); 8 আরোপ করা (বদনাম দেওয়া); 9 স্হাপন করা, প্রতিষ্ঠিত করা, গড়ে তোলা (দালান দেওয়া); 1 মেলে দেওয়া (জামাকাপড় রোদে দেওয়া); 11 নির্মাণ করা (বেড়া দেওয়া, পাঁচিল দেওয়া); 12 অঙ্গে ধারণ করা, পরিধান করা (জামা গায়ে দেওয়া, চোখে চশমা দেওয়া); 13 উত্সর্গ করা (পূজা দেওয়া, বলি দেওয়া, ডালি দেওয়া); 14 উত্পাদন করা (গাছের ফল দেওয়া, ছাগলটা দুটো বাচ্চা দিয়েছে); 15 প্রয়োগ করা (গানে সুর দেওয়া, ছবিতে রং দেওয়া); 16 নিক্ষেপ করা (দৃষ্টি দেওয়া, টাকাগুলো জলে দিলে); 17 সংলগ্ন বা স্পৃষ্ট করা (এখানে পা দিয়ো না, জিনিসে হাত দিয়ো না); 18 আটকানো, বন্ধ করা (দুয়ার দাও, খিল দেওয়া হয়নি); 19 ন্যস্ত করা (দায়িত্ব দেওয়া, কাজের ভার দেওয়া); 2 লেখা বা আঁকা (চিঠিতে তারিখ দেওয়া, কপালে ফোঁটা দেওয়া, এখানে একটা কমা দাও); 21 প্রেরণ করা (চিঠি ডাকে দাও, ছেলেকে স্কুলে দিয়ে আসি); 22 ভরতি করা (ছেলেকে কোন স্কুলে দিলে?); 23 নিযুক্ত করা (আমাকে একটা কাজ দিন); 24 জ্ঞাপন করা (তাকে একটা খবর দাও, ধন্যবাদ দাও, তার কাছে গিয়ে নিজের পরিচয় দিয়ো); 25 মঞ্জুর করা (ছুটি দেওয়া); 26 অনুমতি দেওয়া, বাধা না দেওয়া (একটু শুনতে দাও, পালাতে দিয়ো না, ঘুমোতে দাও); 27 বপন করা (জমিতে বীজ দেওয়া); 28 ঢোকানো (গলায় আঙুল দিয়ে বমি); 29 রাখা (ও কথা বাদ দাও, এখানে ফাঁক দাও); 3 ক্ষমতা বা যোগ্যতা দেখানো (তোমাকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে); 31 মিশানো (তালে তাল দেওয়া); 32 অনুষ্ঠান করা বা নির্বাহ করা (ছেলের ভাত দেওয়া, বিয়ে দেওয়া); 33 সঞ্চার করা ('বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি': রবীন্দ্র); 34 মারা, জোরে লাগানো, জোরে ঘর্ষণ করা (ঝাড়ু দেওয়া, থাপ্পড় দেওয়া)। ☐ বিণ. উক্ত সব অর্থে ('মায়ের দেওয়া মোটা কাপড়': জল-দেওয়া দুধ; দুয়ার-দেওয়া ঘর)। ☐ বি. উক্ত সব অর্থে (দেওয়া-থোওয়া; পরীক্ষা দেওয়া আর শেষ হবে না)। [সং. √ দা]। ̃ নো ক্রি. অপরের দ্বারা প্রদান করানো (গাছে জল দেওয়ানো হয়েছে; উনুনে আগুন দেওয়ানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। দিয়ে দেওয়া ক্রি. পুরোপুরি দেওয়া (এমন জিনিসটা ওকে দিয়ে দিলে?)।
দেওয়ান [dēōẏāna] বি. 1 রাজস্বমন্ত্রী, খাজাঞ্চি; 2 রাজসভা, মন্ত্রণাসভা, মন্ত্রিপরিষদ। [ফা. দীবান্]। দেওয়ান-ই-আম বি. সাধারণ রাজদরবার; লোকসভা। দেওয়ান-ই-খাস বি. মন্ত্রিসভা। দেওয়ানি বি. 1 বৃত্তি, অধিকার, কর্তব্যকর্ম; 2 রাজস্বসংক্রান্ত অধিকার বা কর্ম। ☐ বিণ. 1 দেওয়ানের কার্যাদিবিষয়ক; 2 রাজস্ববিষয়ক; 3 দাবি বা অধিকারসম্বন্ধীয়; অপরাধমূলক বা ফৌজদারি নয় এমন, civil (দেওয়ানি মোকদ্দমা)।
দেওয়ানি [dēōẏāni] দ্র দেওয়ান
দেওয়াল [dēōẏāla] বি. প্রাচীরগাত্র, পাঁচিল (ঘরের দেওয়ালে ছবি টাঙানো)। [ফা. দীবার]। ̃ গিরি বি. যে প্রদীপ দেওয়ালের গায়ে লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়। ̃ ঘড়ি বি. দেওয়ালে সংলগ্ন বড় ঘড়ি, wall clock. ̃ পঞ্জি বি. দেওয়ালে ঝোলানো ক্যালেণ্ডার।
দেওয়ালি [dēōẏāli] বি. দীপালি, দীপান্বিতা, কালীপূজার রাত্রে দীপ জ্বেলে সাজানোর উত্সব। [সং. দীপালি, দীপাবলি]। দেওয়ালি পোকা দেওয়ালির সময় আলোয় পড়ে পুড়ে মরে এমন পতঙ্গবিশেষ, শ্যামাপোকা।
দেওর [dēōra] বি. দেবর, স্বামীর ছোট ভাই। [সং. দেবর]। ̃ ঝি বি. দেওরের কন্যা। ̃ পো বি. দেওরের পুত্র।
ধাওড়া [dhāōḍ়ā] বি. (প্রধানত সাঁওতাল) কুলিদের কুঁড়েঘর বা বস্তি। [তু. মুণ্ডারি ওড়া (=গৃহ)]।
ধাওয়া [dhāōẏā] ক্রি. ধেয়ে যাওয়া, বেগে যাওয়া, দৌড়ানো (তার দিকে ধেয়ে গেল, 'ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু': রবীন্দ্র)। ☐ বি. ধাবন, তাড়া (ধাওয়া খেয়ে কুকুরটা পালিয়েছে)। [সং. √ ধাব্ + বাং. আ]। ̃ নো ক্রি. দৌড় করানো; তাড়ানো। ☐ বি. উক্ত উভয় অর্থে।
ধেবড়ে যাওয়া [dhēbaḍ়ē yāōẏā] দ্র ধাবড়া
নও [nō] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]।
নও-জোয়ান [nō-jōẏāna] বি. বিণ. 1 তরুণ সৈনিক; 2 যুবকবীর; 3 নবযুবক ('চলবে নওজোয়ান': নজরুল)। [হি. নও < ফা. নও + ফা. জওয়ান্]।
নওবত [nōbata] বি. 1 সানাই ইত্যাদির ঐকতান বাদ্য; 2 মূলত বিবাহাদি আনন্দোত্সব উপলক্ষ্যে সানাই ইত্যাদির ঐকতান বাদ্য। [ফা. নওবত্]। ̃ খানা বি. যে জায়গায় বসে নওবত বাজানো হয়।
নও-রোজ [nō-rōja] বি. পারসিক মতে বছরের প্রথম দিন, পারস্যের নববর্ষ। [ফা. নওরোজ]।
নওল [nōla] বিণ. (ব্রজ.) নবন (নওলকিশোর)। [সং. নব > নও + ল (স্বার্থে)]।
নাও [nāō] এর আঞ্চ. রুপভেদ।
নাওয়া [nāōẏā] ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। ☐ বিণ. স্নাত (নাওয়া গা)। বাং. √ নাহ্ (< সং √স্না) + আ]। ̃ নো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
নেও [nēō] ক্রি. (বর্ত. অপ্র.) লও, গ্রহণ করো, নাও। ☐ অব্য. বন্ধ করা, থামা, বাদ দেওয়া প্রভৃতির অনুরোধসূচক (নেও, এখন থামো); বিস্ময় বা অবিশ্বাসসূচক (নেও ঠেলা)। [নেওয়া দ্র]।
নেওটা [nēōṭā] বিণ. অত্যন্ত অনুরক্ত, স্নেহ দিয়ে বশীভূত (এ ছেলেটা মায়ের খুবই নেওটা)। [সং. স্নেহ > নেহ > নেঅ + টা]।
নেওয়া [nēōẏā] ক্রি. গ্রহণ করা, লওয়া (নেয়, নিয়েছে)। ☐ বি. উক্ত অর্থে (এটা নেওয়া ভালো হল না)। [সং. √ নী + বাং. আ]।
নেচে ওঠা [nēcē ōṭhā] দ্র নাচা
পরওয়ানা [parōẏānā] বি. 1 লিখিত আদেশ; 2 আদেশপত্র। [ফা. পর্বানা]।
পাওনা [pāōnā] বিণ. প্রাপ্য (পাওনা টাকা)। ☐ বি. 1 প্রাপ্য অর্থ (আমার পাওনা মিটিয়ে দাও); 2 প্রাপ্তি, লাভ (পাওনা থোওনা)। [পাওনা দ্র]। ̃ গণ্ডা বি. প্রাপ্য অর্থাদি। ̃ দার বি. যে টাকা পাবে, মহাজন।
পাওয়া [pāōẏā] ক্রি. 1 হস্তগত হওয়া, লাভ করা (চিঠি পাওয়া, চাকরি পাওয়া, মাইনে পাওয়া); 2 মেলা বা জোটা (সাড়া পাওয়া, জবাব পাওয়া); 3 সমর্থ হওয়া (শুনতে পায় না, চোখে দেখতে পায় না); 4 উদ্রিক্ত হওয়া (খিদে পায়, কান্না পেল); 5 ভোগ বোধ বা অনুভব করা (ব্যথা পাওয়া, দুঃখ পাওয়া, আরাম পাওয়া); 6 ঠাওরানো, গণ্য করা (আমাকে কি পাগল পেয়েছে?); 7 আক্রান্ত হওয়া (ভূতে পেয়েছে); 8 উপায় উদ্ভাবন করা (আমি ভেবে পাচ্ছি না)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. প্রাপ্ত, লব্ধ (লটারিতে পাওয়া টাকা)। [< সং. প্র + √ আপ্]। ̃ নো ক্রি. বি. 1 পাইয়ে দেওয়া, লাভ করানো; 2 সমর্থ করানো; 3 উদ্রিক্ত করানো; 4 বোধ করানো; 5 ভোগ করানো। ☐ বিণ. উক্ত সব অর্থে।
পাল-ওয়ান [pāla-ōẏāna] দ্র পালোয়ান
পুঁয়ে-পাওয়া [pum̐ẏē-pāōẏā] দ্র পুঁই
পুল-ওভার [pula-ōbhāra] বি. মাথা গলিয়ে পরতে হয় এমন ফুলহাতা সোয়েটার। [ইং. pullover]।
পুলিপোলাও [pulipōlāō] বি. নির্বাসন; দ্বীপান্তর ('কত লোক যাবজ্জীবন পুলিপোলাও চলে যাচ্ছে': শরদিন্দু)। [< মাল. Pulo Penang]।
পুষিয়ে দেওয়া [puṣiẏē dēōẏā] দ্র পোষানো
পুষিয়ে যাওয়া [ puṣiẏē yāōẏā] দ্র পোষানো
পোলাও [pōlāō] বি. ঘি মশলা ইত্যাদি এবং মাছ মাংস সহযোগে রাঁধা সুগন্ধযুক্ত অন্ন। [ফা. পলাও-তু. সং. পলান্ন]।
ফলাও [phalāō] বিণ. 1 ব্যাপক, ঢালাও (ফলাও কারবার); 2 প্রচুর, মেলা (ফলাও ভোজ); 3 বিস্তারিত, বিশদ (ফলাও বর্ণনা)। [আ. ফলাহ্]। ফলাও করা ক্রি. বি. উন্নতিসাধন করা; অতিরঞ্জিত করা (ফলাও করে বর্ণনা করা)।
ফলাওকাঙ্ক্ষা [phalāōkāṅkṣā] বি. কাজ করে তার ফলের আশা। [সং. ফল + আকাঙ্ক্ষা]।
বওয়া [bōẏā] যথাক্রমে বখা ও বখাটে -র কথ্য রূপ।
বাওয়া [bāōẏā] ক্রি. বি. চালানো ('কোন দিকে যে বাইব তরী': রবীন্দ্র; নৌকা বেয়ে যায়, নৌকা বাওয়া শেষ হল)। [বাহা2 দ্র]। বেয়ে অস-ক্রি. অতিক্রম করে, বাহিয়া (গাল বেয়ে ঘাম পড়ে, সিঁড়ি বেয়ে ওঠা, মই বেয়ে ওঠা)।
বাওয়া [bāōẏā] বিণ. ভ্রূণহীন অর্থাত্ শাবক উত্পাদন অক্ষম (বাওয়া ডিম)। [দেশি]।
(আঞ্চ.) বাঁও [ (m̐āñca.) bām̐ō] বি. বিণ. বাম, দক্ষিণের বিপরীত (বাঁদিক)। [সং.বাম]। বাঁ-হাতের ব্যাপার বি. 1 ঘুসগ্রহণ; 2 ঘুষ, উত্কোচ।
বাঁও [bām̐ō] দ্র বাঁ
বাঁও [bām̐ō] বি. সাড়ে তিন বা চার হাত পরিমিত গভীরতা।☐ বিণ. উক্ত পরিমাণবিশিষ্ট (বিশ বাঁও জলের নীচে)। [সং. ব্যাম]।
বাঁওড় [bām̐ōḍ়] বি. নদীর যে বাঁকে স্রোত বদ্ধ বা অবরুদ্ধ হয়েছে। [দেশি-তু.বাং. বাঁকমোড়]।
বাঁওয়া [bām̐ōẏā] বি. (আঞ্চ.) প্রধানত বাঁ-হাত দিয়ে কাজ করে এমন, ন্যাটা। [বাং. বাঁ + উয়া]। কথ্য বেঁয়ো
বিলাওল [bilāōla] বি. সংগীতের প্রাতঃকালীন রাগবিশেষ। [সং. বেলাবলী]।
বেওকুফ [ bēōkupha] বিণ. অজ্ঞাত; বোকা, বেআক্বেল। [ফা. বে + আ. অকুফ]। বেঅকুফি, বেঅকুবি, বেওকুফি বি. 1 বোকামি, বেআক্কেলের মতো কাজ বা আচরণ; 2 ধৃষ্টতা (আমার বেঅকুফি মাফ করবেন)।
বেওজর [bēōjara] বিণ. ওজরশূন্য; আপত্তিহীন। ☐ ক্রি-বিণ. বিনা ওজরে বা আপত্তিতে। [ফা. বে + আ. উজর্]।
বেওনা [bēōnā] বি. সন্তানহীনা এবং (সচ. অসহায়া) বিধবা নারী। [ফা.]।
বেওয়ারিশ [bēōẏāriśa] বিণ. 1 মালিকহীন; 2 দাবিদার বা উত্তরাধিকারী নেই এমন (বেওয়ারিশ মাল, বেওয়ারিশ সম্পত্তি)। [ফা. বে + আ. বারিস]।
বেঁওতিজাল [ bēm̐ōtijāla] বি. মাছ ধরার জন্য মোটা সুতোয় বোনা জালবিশেষ যা সচ. নদীতে স্রোতের প্রতিকূলে পাতা থাকে। [দেশি]।
বেঁটে দেওয়া [bēn̐ṭē dēōẏā] ক্রি. বি. বণ্টন করা; বিতরণ করা (ফলগুলো ছেলেদের মধ্যে বেঁটে দেওয়া হল)। [বাঁটা2 দ্র]।
বোমকে যাওয়া [bōmakē yāōẏā] ক্রি. বি. (অশোভন) ঘাবড়ে যাওয়া, হতচকিত হওয়া। [দেশি]।
ভাও [bhāō] বি. 1 দাম, দর (ভাও কত?); 2 ভাব, হালচাল। [হি. < সং. ভাব]।
ভাওয়াইয়া [bhāōẏāiẏā] বি. উত্তরবঙ্গের (বিশেষত) মালদহ অঞ্চলে প্রচলিত লোকসংগীতবিশেষ। [দেশি]।
ভওলি [bhōli] বি. জমিদারকে খাজনার বদলে দেয় শস্য। [দেশি]।
ভাঁওতা [bhām̐ōtā] বি. ধাপ্পা, প্রতারণা (ভাঁওতা দিয়ে কতগুলো টাকা নিয়ে গেল)। [দেশি]। ̃ .বাজ বিণ. প্রতারক, ঠক। বি. ̃ .বাজি
মওকা [mōkā] বি. 1 বিশেষ সুযোগ-সুবিধা; 2 সুযোগ, কাজ হাসিল করার উপযুক্ত সুযোগ বা সময় (মওকা পেয়ে গেছে); 3 উত্তম উপায়। [আ. মওকা]।
মওয়া [mōẏā] ক্রি. বি. মন্হন করা। [সং √ মথ্ + বাং. আ]।
মাও-বাদ [māō-bāda] বি. চীনের প্রাক্তন বিপ্লবী ও রাজনীতিবিদ মাও জো-দঙের রাজনীতিক মতাদর্শ ও ঈষত্ পরিবর্তিত মার্কসবাদ। [চৈ. মাও + সং. বাদ]।
মাওরা [māōrā] বিণ. আঞ্চ মা-হারা, মা-মরা (মাওরা ছেলে)। [বাং. মা-হারা]।
মাওড়া [ māōḍ়ā] বিণ. আঞ্চ মা-হারা, মা-মরা (মাওরা ছেলে)। [বাং. মা-হারা]।
মাড়-ওয়ারি [māḍ়-ōẏāri] বিণ. মাড়ওয়ার-দেশীয়। ☐ বি. 1 মাড়ওয়ারের অধিবাসী; 2 মাড়ওয়ারের ভাষা। [মাড়বার + বাং. ই]।
মার্কেণ্ডেও [ mārkēṇḍēō] বি. মুনিবিশেষ বা তত্প্রণীত পুরাণবিশেষ। [সং. মৃকণ্ডু + অ, এয়]। মার্কণ্ডেয় চণ্ডী মার্কণ্ড-পুরাণের অন্তর্গত দেবীমাহাত্ম্য বর্ণনা, চণ্ডীকাব্য।
মিইয়ে যাওয়া [miiẏē yāōẏā] দ্র মিয়নো
মেও [mēō] বি. বিড়ালের ডাক। ম্যাও ধরা ক্রি. বি. ঝুঁকি নেওয়া; আর্থিক দায়িত্ব কাঁধে নেওয়া।
ম্যাও [ myāō] বি. বিড়ালের ডাক। ম্যাও ধরা ক্রি. বি. ঝুঁকি নেওয়া; আর্থিক দায়িত্ব কাঁধে নেওয়া।
মেওয়া [mēōẏā] বি. 1 বেদানা, ডালিম, আঙ্গুর প্রভৃতি শুকনো ও পুষ্টিকর ফল; 2 আখরোট, পেস্তা, বাদাম প্রভৃতি শুকনো ফলের শাঁস। [ফা. মেওয়াহ্]।
যাওন [yāōna] বি. (আঞ্চ.) যাওয়া, গমন। [যাওয়া দ্র]।
যাওয়া [yāōẏā] ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্হায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ̃ আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায় যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায় যায় অবস্হা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা।
রওনা [rōnā] বি. 1 যাত্রা (ট্রেনে চড়ে রওনা দেওয়া, রওনার তারিখ); 2 পাঠানো (মাল রওনা করা)। ☐ বিণ. যাত্রার জন্য বেরিয়েছে এমন (রওনা হয়েছে)। [ফা. রওয়ানা]।
রওয়া [rōẏā] ক্রি. 1 থাকা (মনে রয়ে গেল); 2 বাকি থাকা (পাওনা রয়েছে); 3 বাস করা, অবস্হান করা ('বসে রয় রাত-প্রভাতের পথের ধারে': রবীন্দ্র); 4 সবুর করা (রও, সে আগে আসুক); 5 বিরতি দেওয়া (রয়ে বসে কাজ করা)। [হি. রহ্না > রহা > রওয়া]। ̃ নো ক্রি. থাকানো; অপেক্ষা করানো; থামানো। ☐ উক্ত সব অর্থে।
রাও [rāō] বি. রা2 -এর আঞ্চ. রূপ (রাও করে না)।
রিস্ট-ওয়াচ [risṭa-ōẏāca] বি. হাতঘড়ি, যে ঘড়ি মণিবন্ধে বেঁধে রাখা যায়। [ইং. wristwatch]।
রেওয়া [rēōẏā] বি. বাত্সরিক আয়ব্যয়ের সংক্ষিপ্ত হিসাবের কাগজ বা খাতা। [ফা.]।
রেওয়াজ [rēōẏāja] বি. রীতি, 1 প্রথা (এটাই এখানকার রেওয়াজ); 2 প্রচলন; 3 অনুশীলন, চর্চা, অভ্যাস (সংগীতের রেওয়াজ, ভোরবেলা উঠে রেওয়াজ করে)। [আ. রেওয়াজ, ফা. রিওআজ্। রেওয়াজি বিণ. নিয়মিত ও দীর্ঘদিন রেওয়াজ করার ফলে তৈরি (রেওয়াজি গলা)।
রেডিও [ rēḍiō] বি. 1 বেতারে বার্তাদি প্রেরণের যন্ত্র বা ব্যবস্হা; 2 বেতারে সংগীতাদি অনুষ্ঠান যে-যন্ত্রে শোনা যায়। [ইং. radio]।
রেডিও-গ্রাম [rēḍiō-grāma] বি. বেতারযোগে প্রেরিত বার্তা। [ইং. radiogram]।
লাগাও [lāgāō] বিণ. সংলগ্ন, সন্নিহিত, পাশাপাশি (লাগাও ঘরবাড়ি)। [লাগা দ্র]।
লেগে যাওয়া [lēgē yāōẏā] ক্রি. বি. 1 হঠাত্ ব্যাথা লাগা; 2 খেটে যাওয়া (তাঁর কথাটা লেগে যাবে ভাবিনি)। [লাগা দ্র]।
শাওন [ śāōna] বি. শ্রাবণ এর কোমল রূপ ('শাঙন গগনে ঘোর ঘনঘটা': রবীন্দ্র)। [< শ্রাবণ]।
(কথ্য ও কাব্যে) শিকলি [ (kathya ō kābyē) śikali] বি. শৃঙ্খল; নিগড় (শিকলে বাঁধা)। [সং. শৃঙ্খল]।
শেওড়া [śēōḍ়ā] বি. বুনো গুল্মজাতীয় গাছবিশেষ। [সং. শাখোটক]।
শ্যাওড়া [ śyāōḍ়ā] বি. বুনো গুল্মজাতীয় গাছবিশেষ। [সং. শাখোটক]।
শেওলা [śēōlā] বি. 1 শৈবাল, moss; 2 পানা, জলজ তৃণবিশেষ। [সং. শৈবাল]।
শের-ওয়ানি [śēra-ōẏāni] বি. লম্বা কুর্তা বা জামাবিশেষ। [হি.]।
শ্যাওড়া [śyāōḍ়ā] যথাক্রক্ শেওড়া ও শেওলা-র বানানভেদ।
শ্যাওলা [ śyāōlā] যথাক্রক্ শেওড়া ও শেওলা-র বানানভেদ।
সও-গাত [sō-gāta] বি. উপঢৌকন, ভেট। [তুর. সওগত্]।
সওদা [sōdā] বি. 1 ক্রয়, খরিদ, কেনাকাটা; 2 পণ্যদ্রব্য। [ফা. সওদা]।
সওদা-গর [sōdā-gara] বি. বণিক, বড়ো ব্যবসায়ী। [ফা.]। সওদা-গরি বিণ. বণিক বা বাণিজ্য-সম্বন্ধীয় (সওদাগরি অফিস)। ☐ বি. সওদাগরের কাজ, বাণিজ্য।
সওয়া [sōẏā] বি. বিণ. এক ও একচতুর্থাংশ, 1 1/4 (সওয়া চারটে বেজেছে)। [সং. সপাদ]। ̃ ইয়া বি. (গণি.) সওয়ার হিসাবের তালিকা।
সওয়া [sōẏā] ক্রি. বি. সহ্য করা (আঘাত সওয়া, আর সইতে পারছে না, 'ব্যথা যারা সয়ে গেছে রাতি-দিন': জী. দা)। [সহা দ্র]।
সওয়ার [sōẏāra] বি. 1 আরোহী (ঘোড়সওয়ার); 2 অশ্বারোহী। ☐ বিণ. আরূঢ় (সওয়ার হওয়া)। [ফা. সওয়ার]। সওয়ারি বিণ. বি. যানবাহনে আরোহী (টাঙার সওয়ারি)। ☐ বি. যানবাহন।
সওয়াল [sōẏāla] বি. 1 প্রশ্ন (সওয়ালজবাব); 2 জেরা। [আ. সওয়াল]। ̃ জবাব বি. 1 প্রশ্নোত্তর; 2 মোকদ্দমায় উকিলের বাদপ্রতিবাদ।
সফট-ওয়্যার [saphaṭa-ōẏyāra] বি. কম্পিউটারের প্রোগ্রাম ও প্রয়োগ এবং তত্সংক্রান্ত নিয়ম তত্ত্ব প্রণালী ও ব্যবস্হাবলি। [ইং. software]।
(কথ্য) সওয়া [ (kathya) sōẏā] ক্রি. 1 সহ্য করা (কষ্ট সহা); 2 সহ্য হওয়া (হাতে গরম সওয়া, লোকসান সইবে না); 3 ক্ষমা বা বরদাস্ত করা (অপরাধ সহা)। ☐ বি. উক্ত সমস্ত অর্থে (কষ্ট সওয়া আমার অভ্যাস)। ☐ বিণ. সহ্য হয় বা হয়ে গেছে এমন (গা-সওয়া)। [সং. √ সহ্ + বাং. আ]। ̃ নো ক্রি. সহ্য করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
সাঁও-তাল [sām̐ō-tāla] বি. ভারতের আদিবাসী জাতিবিশেষ। [সং. সামন্তপাল]। বি. স্ত্রী. ̃ নিসাঁওতালি বিণ. 1 সাঁতালসম্বন্ধীয়; 2 সাঁওতালসুলভ; 3 সাঁওতালদের মধ্যে প্রচলিত। ☐ বি. সাঁওতালদের ভাষা।
সেও [sēō] বি. আপেল ফল। [হি. সেব্]।
সেঁওতি [sēm̐ōti] বি. একরকম দেশি সাদা গোলাপফুল। [সং. সেবন্তী]।
হওন [hōna] বি. (আঞ্চ.) হওয়া; সংঘটন। [হওয়া দ্র]।
হওয়া [hōẏā] ক্রি. 1 বর্তমান বা বিদ্যমান থাকা; 2 ঘটা (যুদ্ধ হওয়া, বিপদ হওয়া); 3 জন্মানো, প্রকাশ পাওয়া, উত্পন্ন হওয়া (ছেলে হওয়া, মেঘ হওয়া, ধান হওয়া); 4 প্রচুর আয় হওয়া (ব্যবসায় টাকা হওয়া); 5 বাড়া, অধিক হওয়া (বেলা হওয়া, বয়স হওয়া); 6 সমাপ্ত হওয়া (এ কাজ দুঘণ্টায় হয়); 7 অবস্হাস্তর হওয়া (রক্ত জল হওয়া, দেউলিয়া হওয়া, স্বাধীন হওয়া); 8 উপস্হিত হওয়া (যাবার সময় হওয়া); 9 ঘটা বা উদয় হওয়া (অসুখ হওয়া, ভোর হওয়া, ভয় হওয়া); 1 আয়ু ফুরানো (আমার হয়ে এসেছে); 11 মেলা, জোটা (চাকরি হওয়া, সুখ হওয়া); 12 কুলানো (এতেই হবে); 13 পড়া, পতিত হওয়া (শিলাবৃষ্টি হওয়া); 14 সম্বন্ধযুক্ত থাকা (সে আমার কুটুম্ব হয়); 15 নিজস্ব বা আপন হওয়া, অধিকারে আসা (সে কি আর আমার হবে? জমিটা কি আমার হবে?) 16 উপযুক্ত বা মাপসই হওয়া (এ জুতে তোমার পায়ে হবে না); 17 সম্ভাবনা হওয়া (তা হবে)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. হয়েছে বা প্রায় হয়েছে এমন (হওয়া চাকরি)। [< সং. √ ভূ বা √ অস্]।
হাওড় [hāōḍ়] বি. জলময় বিস্তীর্ণ প্রান্তর, বিল। [দেশি]।
হাওদা [hāōdā] বি. হাতির পিঠে আরোহীদের বসবার আসন। [আ.]।
হাওয়া [hāōẏā] বি. 1 বাতাস (ভোরের হাওয়া); 2 জলবায়ু, climate (হাওয়াবদল); 3 (আল.) সংসর্গ, প্রভাব (কারও হাওয়া গায়ে লাগা); 4 গতি, অবস্হা (কালের হাওয়া, দেশের হাওয়া)। [আ. হবা]। ̃ গাড়ি বি. মোটরগাড়ি। হাওয়া দেওয়া, হাওয়া হওয়া ক্রি. বি. (কৌতু.) চম্পট দেওয়া; পালিয়ে যাওয়া।
হাওলা [hāōlā] বি. জিম্মা, তত্ত্বাবধান। [আ. হওয়ালা]। ̃ জমি বি. নির্দিষ্ট শর্তে প্রদত্ত নিষ্কর জমি। ̃ দার বি. হাওলা জমির মালিক।
হাও-লাত [hāō-lāta] বি. 1 ঋণ, কর্জ; 2 আমানত। [আ.হওয়ালাত্]। হাও-লাত-বরাত বি. কর্জ; ঋণ শোধ করার শপথ। হাও-লাতি বিণ. 1 ঋণরূপে গৃহীত; 2 ঋণসম্পর্কীয়।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org