Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Equinox
Equip
Equipoise
Equitable
Equity
Equivalent
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word কথা from Bangla-English Dictionary
কথা: Bangla to English
অকথা [akathā] n abusive or filthy or obscene lan guage (also অকথা-কুকথা).
ইতিকথা [itikathā] n a tale; a legend; a chronicle; history. ইতিকাহিনী n. same as ইতিকথা ।
উপকথা [upakathā] n a tale; a legend; a folk tale.
কথা [kathā] n a word or words spoken; a say ing; an utterance; a statement; mode of speaking, pronunciation (তার কথা আড়ষ্ঠ); voice (তার কথা শুনতে পেলাম); a dialect (বর্ধমানের কথা); a tale, a story; a chronicle or history (ভারত-কথা); news (গ্রামের কথা); a word (সে নিজের কথা রাখে); an opinion (এ বিষয়ে আমার কথা হল যে); professional narration of scriptural and mythological stories (জমিদার বাড়িতে কথা হবে); a topic, a dis course (এ কথার অবতারণা); conversa tion; speaking terms (তার সঙ্গে আমার কথা নেই); consultation, discussion (ডাক্তারের সঙ্গে কথা হয়েছে); counsel, ad vice; instigation; comparison (তার সঙ্গে কার কথা); an incident, an affair (যে সে কথা নয়); a request (সে আমার কথা রেখেছে); order, direction (ছেলেটা কথা শোনে না); necessity, need, compulsion (এ কাজ করতেই হবে, এমন কথা আছে?); plea (ভুল হলে কোনো কথা শুনব না); a proverb (কথায় বলে). কথা কওয়া v. to speak; to talk. কথা কাটা v. to refute; to protest. কথা দেওয়া v. to give one's word, to promise. কথা চালা v. to tell one's secrets to another; to indulge in scandal-mongering, to talk scandal, to gossip. কথা পাড়া v. to raise a topic; to propose. কথা না থাকা not to be on speaking terms with; not to be prom ised or decided beforehand. কথা রাখা to keep a promise; to be true to one's word. কথায় কথায় in course of conver sation; incidentally during conversa tion, by the by, by the way; whilst talk ing (কথায় কথায় রাত হল). কথায় থাকা to involve oneself in. কথায় না থাকা to have nothing to do with. কথার কথা a word for word's sake; worth serious consideration (এ কি একটা কথার কথা হল ?). কথার খেলাপ breaking a promise. কথার ঝুড়ি (of a person) a chatterbox. কথার ধার sting of words. কথার নড়চড় deviation from one's promise. কথার ফের, কথার মারপ্যাঁচ a sly turn of speech; verbal trickery; jugglery of words; quibble. কথার শ্রাদ্ধ too much or unnec essary talking, words and words. ̃কলি n. Indian dance depicting ancient war tales. কথা কাটাকাটি n. arguments and counter-arguments; bandying of words; altercation; hot exchange. কথা কাটাকাটি করা v. to advance arguments and counter-arguments; to bandy words; to altercate; to be engaged in a hot exchange. কথা চালাচালি n. act of telling one's secrets to another; scan dal-mongering; gossiping. কথা চালাচালি করা same as কথা চালা । ̃চ্ছলে same as কথাপ্রসঙ্গে । ̃ন্তর n. altercation; bandy ing of words; another topic; interval in course of conversation; a breach of promise. ̃প্রসঙ্গ n. conversation, talk; act of raising a topic; a topic; a context. ̃প্রসঙ্গে adv. in course of conversation; incidentally during conversation, by the way. ̃বার্তা n. conversation; a talk; a chat. ̃বার্তা বলা v. to talk; to chat. ̃মতো adv. in keeping with one's words or promise; in obedience to one's order or direction. ̃মাত্র n. mere words (having no genuine worth). ̃মাত্র সার mere words having no genuine worth, words or promises ending in smoke; false promise. ̃মুখ n. a pref ace. ̃রম্ভ n. the beginning of a story or conversation. ̃শিল্প n. creative literary works written in prose such as novels, stories etc. ̃শিল্পী n. an author of prose fiction, stories etc. ̃শেষ n. the end of a story or conversation. ̃সাহিত্য same as কথাশিল্প । ̃সাহিত্যিক same as কথাশিল্পী ।
কুকথা [kukathā] n foul or abusive words, indecent or filthy language, obscene talk, rib aldry; (rare) philosophical truths or discussion about the earth; (rare) ex position or explanation of scriptures esp. of the esoteric text of the scrip tures.
কথা: Bangla to Bangla
অকথা [akathā] বি. অনুচিত কথা, অশ্লীল কথা [সং ন. (অপ্রশস্ত অর্থে)+কথা]।
উপ-কথা [upa-kathā] বি. রূপকথা, উপাখ্যান, গল্প। [সং. উপ + কথা]।
কথা [kathā] বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা।
কথা-সরিত্-সাগর [kathā-sarit-sāgara] বি. সোমদেব ভট্ট রচিত বিখ্যাত সংস্কৃত কাহিনিগ্রন্হবিশেষ। [সং. কথা (গল্প) + সরিত্ + সাগর]।
কুকথা [kukathā] বি. 1 কুত্সিত কথা; দুর্বাক্য; অশ্লীল কথা; 2 (বিরল) 'কু' অর্থাত্ পৃথিবী সম্বন্ধে কথা বা তত্ত্ব অথবা আগম-নিগমাদি বেদাঙ্গের ব্যাখ্যা ('কুকথায় পঞ্চমুখ': ভা. চ.)। [সং. কু + কথা]।
দুকথা [dukathā] দ্র দু
ফলকথা [phalakathā] দ্র ফল
রূপ-কথা [rūpa-kathā] বি. 1 ছেলে-ভুলানো অবাস্তব কল্পনামূলক কাহিনি; 2 অবাস্তব কাল্পনিক কাহিনি। [সং. উপকথা]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org