Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Ratify
Rating
Ratio
Ratiocination
Ration
Rational
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word করা from Bangla-English Dictionary
করা: Bangla to English
আলটাকরা [ālaṭākarā] n the uvula, the epiglottis.
একরার [ēkarāra] n confession; promise; agree ment; statement. ̃নামা n. written promise or statement; bond; deed of agreement.
করা [karā] v to do, to perform, to accomplish, to execute (কাজ করা); to build (বাড়ি করা); to make; to earn, to come into possession of, to save (টাকা করা); to invent, to devise (বুদ্ধি করা, কৌশল করা); to apply (জোর করা); to shoot (গুলি করা); to be stricken with (রাগ করা, স্নেহ করা, দ্বিধা করা); to visit (তীর্থ করা); to hire or rent (গাড়ি ভাড়া করা); to attend (আপিস করা); to manage (সংসার করা); to found, to establish (স্কুল করা); to cook, bake, roast, etc. (তরকারি করা, রুটি করা); to reduce to (সরল করা); to ren der into (গদ্য করা); to translate (ইংরেজি করা); to work out (অঙ্ক করা); to lay (বিছানা করা, আসন করা); to practise (ওকালতি করা); to accumulate (মেঘ করা); to take (হাতে করা, ভাড়া করা). ☐ a. that which makes (বাড়ি-আলো-করা ছেলে); that which is done (করা কাজ).
করাঘাত [karāghāta] n a blow with the palm or hand, a slap, a cuff. করাঘাত করা v. to strike with the palm or hand, to slap, to cuff.
করাত [karāta] n a saw. করাত দিয়ে কাটা বা চেরা v. to saw. ̃কল n. a saw-mill. করাতি n. a sawyer.
করাধান [karādhāna] n imposition of a tax or taxes, taxation.
করানো [karānō] v to cause to do or perform or ac complish or execute or build or make or earn or invent or devise or apply or shoot or be stricken with or move or visit or hire or rent or attend or manage or found or establish or cook or bake or roast or reduce to or render into or. translate or work out or lay or practise or accumulate or take.
করায়ত্ত [karāẏatta] a gripped, grasped; taken firm hold or possession of; brought under one's control or power; usurped; learned thoroughly.
করাল [karāla] a having large teeth; rodent; hav ing a frightful appearance; terrible, aw ful; very high or turbulent (করাল ঢেউ, করাল সমুদ্র); extremely severe and cruel. ̃বদনা a. fem. having a frightful aspect. ☐ n. an appellation of Goddess Kali (কালী). masc. a. করালবদন । করালী n. an appellation of Goddess Kali (কালী).
খেঁচাখেঁচি করা [khēn̐cākhēn̐ci karā] v to fall out or quarrel (usu. noisily and frequently).
চাকরান [cākarāna] n a grant of land to a servant in lieu of salary. ☐ a. thus granted (চাকরান জমি).
ছোকরা [chōkarā] n (usu. dero.) a young man; a lad; a boy; a greenhorn; a boy servant; a serving-boy; a page; an underage em ployee. ☐ a. tender-aged, young; young and inexperienced.
জীর্ণোদ্বার করা [jīrṇōdbāra karā] v to repair; to reclaim.
জুলুম করা [juluma karā] v to force, to practise violence upon, to oppress, to resort to force or coercion. ̃বাজ a. given to practising violence, outrageous, oppressive. ̃বাজি n. practice of violence, oppression.
টাকরা [ṭākarā] n the palate.
ঠিকরা [ṭhikarā] n a small (and usu. globular) ball of stone or clay used in the bowl of a hookah; an inferior species of pigeon pea.
ঠিকরানো [ṭhikarānō] v to rebound; to scatter or dis perse (মালা থেকে মুক্তোগুলো ঠিকরে পড়ল); to issue in rays, to radiate (আলো ঠিকরানো); to shine or dazzle (হিরেখানা আলোতে ঠিকরাচ্ছে); to be dazed (চোখ ঠিকরানো).
ঠুকরানো [ṭhukarānō] v to peck, to nibble; to nibble at a bait. ☐ a. pecked; nibbled at.
ডুকরানো [ḍukarānō] v to weep or wail aloud. ডুকরে ওঠা, ডুকরে কাঁদা same as ডুকরানো ।
ডেকরা [ḍēkarā] n (dial.) a knave, a rascal; a sly fellow; a cheat; a saucy fellow; a dis courteous fellow; a lewd fellow. ☐ a. knavish, rascally; sly; given to cheat ing; saucy; discourteous; lewd. রামি, ডেকরামো n. knavishness, rascality, sauciness.
ডোকরা [ḍōkarā] a naughty, wicked; depraved; un fortunate.
তকরার [takarāra] n an argument, a debate; an alter cation.
নৌকতা করা [naukatā karā] v to observe social formality esp. by giving a present or gift.
পিল করা [pila karā] v (in certain games) to send (a ball or marble) into the pocket; to pocket (গাব্বু পিল করা).
ফুকরানো [phukarānō] v to call or proclaim aloud ('নকীব ফুকরায়'); to shout; to weep or lament aloud, to wail. ফুকরে কাঁদা v. to cry in a loud voice, to wail, to lament. see also ডুকরানো ।
বকরা [bakarā] n the he-goat, the billy-goat; the goat.
বোঝাপড়া করা [bōjhāpaḍ়ā karā] v to come to terms, to come to or arrive at an understanding.
মশকরা [maśakarā] n banter; joke, fun; buffoonery. মশকরা করা v. to joke, to cut a joke, to poke fun (at), to make fun (of); to play the buffoon.
মূলোচ্ছেদ করা [mūlōcchēda karā] n extirpation, eradi cation; (fig.) complete destruction. মূলোচ্ছেদ করা, মূলোত্পাটন করা v. to up root, to root out, to extirpate, to eradi cate; (fig.) to pay for; to destroy com pletely or thoroughly.
শর্করা [śarkarā] n sugar; gravel, grit, rubble; (med.) concretion, calculus. ̃বত্ a. granular; gravelly, gritty; sugary. ̃মিশ্রিত a. sugared.
সংকেত করা [saṅkēta karā] v to beckon, to sign, to ges ticulate. সংকেত দেওয়া v. to give a hint, to hint (at); to presage. সংকেতে adv. by means of gesticulation, by a sign; by hints or by suggestions; briefly.
স্যাকরা [syākarā] n a Hindu community of gold smiths and silversmiths; a goldsmith or a silversmith. fem. স্যাকরানি ।
হম্বিতম্বি করা [hambitambi karā] n bluster, bullying; intimidation. হম্বিতম্বি করা v. to bully, to bluster; to in timidate; to breathe fire.
হরকরা [harakarā] n a messenger; a courier; a postal messenger, a runner; a postman.
করা: Bangla to Bangla
আঁতুআঁতু করা [ān̐tuān̐tu karā] ক্রি. বি. আদরের বস্তুকে নিয়ে বাড়াবাড়িরকমের সাবধানতা অবলম্বন করা (ছেলেকে নিয়ে ওরা বড় আঁতুপুঁতু করে)।
আঁতুতুপুঁতু করা [ ān̐tutupun̐tu karā] ক্রি. বি. আদরের বস্তুকে নিয়ে বাড়াবাড়িরকমের সাবধানতা অবলম্বন করা (ছেলেকে নিয়ে ওরা বড় আঁতুপুঁতু করে)।
আল-টাকরা [āla-ṭākarā] বি. গলনালির উপরে টাকরার পশ্চাদ্ভাগ, soft palate. [বাং. আল2 + টাকরা]।
একরার [ēkarāra] বি. স্বীকার, কবুল। [আ. এক্বার]। ̃ নামা বি. স্বীকারপত্র, প্রতিজ্ঞাপত্র।
একরাশ [ēkarāśa] দ্র এক
করা [karā] ক্রি. 1 কিছু সম্পাদন বা সাধন করা (কাজ করা, রান্না করা, ঝগড়া করা); 2 উত্পাদন বা সৃষ্টি করা (আগুন করা); 3 নির্মাণ করা, তৈরি করা (বাড়ি করা); 4 প্রয়োগ করা, খাটানো (জোর করা); 5 নিক্ষেপ করা, ছোড়া (গুলি করা); 6 যুক্ত হওয়া, অন্বিত হওয়া (রাগ করা, স্নেহ করা); 7 চালনা করা, সঞ্চালন করা (পাখা করা); 8 বিশেষ কোনো স্হানে যাওয়া বা তত্সংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা); 9 ভাড়া করা (গাড়ি করে যাওয়া); 1 নিয়মিতভাবে হাজির হওয়া বা যাতায়াত করা(আপিস করা); 11 নির্বাহ করা (সংসার করা); 12 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (হাসপাতাল করা, স্কুল করা); 13 উপার্জন বা সঞ্চয় করা (টাকা করা); 14 পরিণত বা রূপান্তরিত করা (ইংরেজি করা, গদা করা); 15 বিছানো, পেতে দেওয়া (বিছানা করা); 16 পেশা হিসাবে নেওয়া (ব্যাবসা করা, ডাক্তারি করা, ওকালতি করা); 17 ঘটা, হওয়া (অসুখ করা, পাশ করা, ফেল করা); 18 রাঁধা (ভাত করা, তরকারি করা); 19 সঞ্চারিত হওয়া, জমে ওঠা (মেঘ করা); 2 বিখ্যাত হওয়া (সে বেশ নাম করেছে); 21 উল্লেখ করা (তিনি প্রায়ই তোমার নাম করেন)। ☐ বিণ. করেছে এমন (ঘর আলো-করা ছেলে); কৃত, সম্পাদিত (করা অঙ্ক)। ☐ বি.ক্রিয়ার সমস্ত অর্থে, সম্পাদন, করণ ইত্যাদি। [বাং, √ কর্ (সং. √ কৃ) + আ]।
করাইত [karāita] বি. বিষধর সাপবিশেষ। [< সং. কিরাত = সর্প; তু. 'কিরাতাশিন্' অর্থাত্ সর্পভুক, গরুড়ের অন্যতম নাম]।
করাঘাত [karāghāta] বি. চড়, চপেটাঘাত, চাপড়; হাত বা করতল দিয়ে আঘাত (কপালে করাঘাত)। [সং. কর3 + আঘাত]।
করাত [karāta] বি. লোহার পাত দিয়ে তৈরি একদিকে দাঁত-কাটা কাঠ চেরাইয়ের বা অন্য দ্রব্য কাটবার যন্ত্রবিশেষ। [সং. করপত্র]। করাতি, (বর্জি.) করাতী বি. করাত দিয়ে কাঠ চেরা যার পেশা।
করানো [karānō] ক্রি. অপরকে দিয়ে করিয়ে নেওয়া। ☐ বি. উক্ত অর্থে (মাঝে মাঝে গোরুকে স্নান করানো ভালো)। ☐ বিণ. করিয়ে নেওয়া হয়েছে এমন (করানো অঙ্ক আবার করে কী লাভ?)। [বাং. √ কর্ + আনো]।
করায়ত্ত [karāẏatta] বিণ. হস্তগত; অধিগত (ক্ষমতা করায়ত্ত হয়েছে)। [সং. 3 + আয়ত্ত]।
করাল [karāla] বিণ. 1 বড় বড় দাঁতযুক্ত, দন্তুর; 2 ভয়ানক আকৃতিবিশিষ্ট; ভীতিজনক; 3 ভীষণ; 4 তুঙ্গ। [সং. কর + √ অল্ + অ]। ̃ বদনা বিণ. (স্ত্রী.) ভীষণ মুখবিশিষ্টা ☐ বি. মহাকালী। করালী বি. (স্ত্রী.) 1 চামুণ্ডা, চণ্ডী; 2 অগ্নিজিহ্বাবিশেষ।
চাকরান [cākarāna] বি. বেতনের পরিবর্তে ভৃত্যকে প্রদত্ত জমি। [ফা. চাক্রান্]।
চাকরানি [cākarāni] দ্র চাকর
ছোকরা [chōkarā] বি. 1 বালক; 2 নবযুবক; 3 কিশোর; 4 ছোঁড়া; 5 বালকভৃত্য। ☐ বিণ. অপরিণতবয়স্ক (একটা ছোকরা চাকর আছে)। [হি.]। স্ত্রী. ছুকরি
ঝাঁকরানি [jhān̐karāni] দ্র ঝাঁকা2
ঝাঁকরানো [ jhān̐karānō] দ্র ঝাঁকা2
ঝিঁকরা [jhin̐karā] বি. ঝাড়বিশিষ্ট ছোট ছোট বুনো গাছ। ☐ বিণ. ওইরকম গাছযুক্ত (ঝিঁকরা বাগান)। [দেশি]।
টাকরা [ṭākarā] বি. তালু, জিহ্বার ঊর্ধ্বদেশ, palate. [দেশি]।
টুকরা [ṭukarā] বি. কাঁটা বা ছেঁড়া অংশ (রুটির টুকরো, কাপড়ের টুকরো)। ☐ বিণ. 1 খণ্ড, ছোট ছোট অংশে বিভক্ত (টুকরো কাগজ, টুকরো জমি); 2 বিচ্ছিন্ন, সম্বন্ধহীন (টুকরো কথা, টুকরো হাসি)। [দেশি]।
টোকরা [ṭōkarā] বি. ঝুড়ি, বড় টুকরি। [হি. টোকরী]।
ঠিকরা [ṭhikarā] বি. তামাকের কলিকায় ছিদ্র বন্ধ করার ছোট ঢিল। [হি. টিকরা]।
ঠিকরানো [ṭhikarānō] ক্রি. বি. 1 ছড়িয়ে পড়া (আলো ঠিকরে পড়ছে, মুক্তোগুলো চার দিকে ঠিকরে পড়ল); 2 বিচ্ছুরিত হওয়া, বিকীর্ণ হওয়া (আলো ঠিকরানো); 3 তীব্র আলোক সহ্য করতে না পারা (আলোয় চোখ ঠিকরে আসছে); 4 বেরিয়ে আসা (চোখ যেন ঠিকরে আসছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [হি. ঠক্কর? ঠীকরা?]।
ঠোকরা [ ṭhōkarā] যথাক্রমে ঠুকর, ঠুকরা, ঠুকরানো, ঠুকা ও ঠুকাঠুকি -র চলিত রূপ।
ঠোকরানো [ ṭhōkarānō] যথাক্রমে ঠুকর, ঠুকরা, ঠুকরানো, ঠুকা ও ঠুকাঠুকি -র চলিত রূপ।
ডুকরা [ḍukarā] ক্রি. ডুকরানো, ডাক ছেড়ে কাঁদা। [তু. হি. √ ডকরা=ষাঁড় ডাকা]। ̃ নো ক্রি. ডাক ছেডে কাঁদা, হঠাত্ ফুঁপিয়ে কেঁদে ওঠা। ☐ বি. উক্ত অর্থে।
ডেকরা [ḍēkarā] বি. বিণ. 1 ধূর্ত, শঠ; 2 ধৃষ্ট; 3 অভদ্র। [< সং. ডিঙ্গর]।
ডোকরা [ḍōkarā] বিণ. (গালিবিশেষ) 1 বুড়োহাবড়া; 2 লক্ষ্মীছাড়া, দুষ্ট। [প্রাকৃ. ডুক্কর]।
ঢোকরা [ḍhōkarā] বি. কারুকার্যময় কাঁসার শিল্পবিশেষ। [দেশি]।
নেকরা [nēkarā] বি. 1 রঙ্গতামাশা, কৌতুক; 2 ছলাকলা; 3 ন্যাকামি। [ফা. নখ্রা]।
প্যাক করা [pyāka karā] ক্রি. বি. বাক্সো বা অন্য কোনো আধারে আবদ্ধ করা। [ইং. pack]। প্যাক-বন্দি বিণ. বাক্সো বা প্যাকেটে আবদ্ধ। প্যাকেট বি. কাগজ বা অন্য কোনো জিনিসের মোড়ক। প্যাকিং বি. মোড়ক; আবদ্ধকরণ।
ফুকরা [phukarā] ক্রি. ফুকরানো। [হি. √ পুকার]। ফুকারা, ̃ নো ক্রি. বি. 1 উচ্চস্বরে ডাকা ('মাসি বলি ফুকারিয়া মিলালো বালক': রবীন্দ্র); 2 চিত্কার করা ('চোরের জননী ফুকারি কাঁদিতে নাহি পারে', ফুকরে কাঁদে)। ফুকার বি. উচ্চ চিত্কার বা ডাক।
বকরা [bakarā] বি. ছাগ। [আ. বক্র-তু. সং. বর্কর]। বকরি বি. (স্ত্রী.) ছাগী।
বিকরাল [bikarāla] বিণ. অতি ভয়ংকর, অত্যন্ত ভয়াল। [সং. বি + করাল]।
ভাব করা [bhāba karā] ক্রি. বি. বন্ধুত্ব স্হাপন করা, সুসম্পর্ক গড়ে তোলা। ̃ .গত বিণ. নিগূঢ় অর্থ বা মর্মসম্বন্ধীয়। ̃ .গতিক, ̃ .ভঙ্গি বি. চালচলন, আচরণ, অভিপ্রায় (ওর ভাবগতিক তো ভালো ঠেকছে না)। ̃ .গম্ভীর বিণ. গভীর ভাবযুক্ত (ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হল)। ̃ .গর্ভ বিণ. গভীর ভাবপূর্ণ তাত্পর্যপূর্ণ (ভাবগর্ভ রচনা, ভাবগর্ভ প্রবন্ধ)। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. মর্ম বা ভাব বা নিগূঢ় অর্থ বুধতে পারে এমন, মর্মগ্রাহী, তাত্পর্য বুঝতে পারে এমন (ভাবগ্রাহী পাঠক) । ̃ .তরঙ্গ বি. ভাবের উচ্ছ্বাস, মনের আবেগের আধিক্য। ̃ .ধারা বি. চিন্তাভাবনার রীতি, চিন্তাধারা, প্রচলিত মতামত ও রীতি (স্বামীজির ভাবধারায় অনুপ্রাণিত)। ̃ .প্রবণ বিণ. অনুভূতির আধিক্যযুক্ত, আবেগপরায়ণ; ভাবুক। বি. ̃ .প্রবণতা। ̃ .বিলাসী বিণ. কল্পনাপ্রিয়, ভাবুক। ̃ .ভঙ্গি দ্র ভাবগতিক। ̃ .ব্যঞ্জক, ̃ .সূচক বিণ. ভাব বা মনোভাবপ্রকাশক, অর্থপ্রকাশক। ̃ .মূর্তি বি. ধ্যন বা কল্পনার দ্বারা রচিত মূর্তি, image. ভাবাত্মক বিণ. ভাবপূর্ণ, ভাবময়; ভাবপ্রকাশক। ভাবানুগ বিণ. ভাব-অনুযায়ী, স্বভাবানুয়ায়ী স্বাভাবিক। ভাবানু-ষঙ্গ বি. কোনো এক বিষয় চিন্তার সময় সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের চিন্তা বা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে চিন্তার উদয়, association of ideas. ভাবান্তর বি. মানসিক অবস্হার পরিবর্তন (তার কোনো ভাবান্তর দেখলাম না)। ভবাপন্ন বিণ. ভাবযুক্ত, ভাবযুক্ত (পাশ্চাত্য ভাবাপন্ন)। ভবাবেগ, ভাবাবেশ বি. হৃদয়াবেগজনিত বিহ্বলতা, ভাবের উদ্রেক বা সঞ্চার, মুগ্ধতা। ভাবার্থ বি. নিগূঢ় অর্থ, মর্ম, মূল অর্থ; তাত্পর্য (কবিতার ভাবার্থ)। ভাবালু বিণ. ভাবুক, ভাবপ্রবণ, কল্পনাপ্রবণ (কবিরা স্বভাবতই একটু ভাবালু হন)। বি. ভাবালুতা। ভাবোচ্ছ্বাস বি. প্রবল আবেগ বা ভাবের প্রকাশ। ভাবোদয়, ভাবোন্মেষ বি. ভাবের সঞ্চার (মনে নতূন ভাবোদয় হওয়া)। ভাবোদ্দীপক বিণ. ভাব সঞ্চারকারী, ভাবের প্রেরণাদায়ক। ভাবোদ্দীপন বি. ভাবের সঞ্চার। ভাবোন্মত্ত বিণ. ভাবে বিভোর, ভাবে অভিভূত। ভাবোন্মাদ বি. ভাবজনিত বিহ্বলতা বা মত্ততা।
মশ-করা [maśa-karā] বি. পরিহাস, ঠাট্টা-তামাসা, রঙ্গ-কৌতুক (তার সঙ্গে একটু মশকরা করছিলাম)। [আ. মস্খরহ্]।
ম্যানেজ করা [myānēja karā] ক্রি. বি. 1 সুনিয়ন্ত্রিত ও সুপরিচালিত করা (সে একাই সব ম্যানেজ করে ফেলল); 2 কৌশলে কাজ হাসিল করা বা বাগানো (কলমটা কার কাছ থেকে ম্যানেজ করলে?)। [ইং. manage]।
শংকরা [śaṅkarā] বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। [সং. শংকর]। শংকরাভরণ বি. রাত্রিকালীন রাগবিশেষ। [সং. শংকর + আভরণ]।
শর্করা [śarkarā] বি. 1 চিনি (দেহে শর্করার আধিক্য); 2 (সং.) কাঁকর; 3 দানা; 4 পাথরি। [সং. শর্কর + আ]। ̃ বত্ বিণ. দানাওয়ালা।
স্যাকরা [syākarā] বি. যে সোনারুপার অলংকার নির্মাণ করে, স্বর্ণকার। [< প্রা. পারসিক]। স্ত্রী. ̃ নি
হর-করা [hara-karā] বি. সংবাদ চিঠি প্রভৃতির বাহক, ডাক-পিয়ন। [ফা.]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org