Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Inabsentia
Inaccessibility
Inaccessible
Inaccurate
Inaction
Inactivate
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word গুরু from Bangla-English Dictionary
গুরু: Bangla to English
অগুরু [aguru] n a kind of fragrant wood (mostly used as incense). ̃চন্দন n. a fragrant and cool paste of this wood used as an ointment.
উপগুরু [upaguru] n a venerable person (who is not a preceptor or teacher); one who depu tizes or assists a preceptor or teacher.
কালাগুরু [kālāguru] n dark-coloured sandal.
গুরু [guru] n a spiritual teacher or guide, a pre ceptor, a master, a guru; a priest; a teacher; an adviser; a venerable per son; Brihaspati (বৃহস্পতি) the priest of gods; (astrol.) the Jupiter. ☐ a. heavy, weighty (গুরুভার); very responsible or difficult or important or serious (গুরুরাজকার্য, গুরুদায়িত্ব, গুরুকর্তব্য); exces sive (গুরুভোজন); venerable (গুরুজন); great, glorious ('গুরু-কাছে লব গুরু দুখ'); (gr.—of vowels or vowel-sounds) long. ̃কল্প a. like a spiritual guide, like a preceptor or teacher; (of a person) conceived as a spiritual guide. ̃কৃপা n. kindness or benevolence or gracious behaviour such as one receives from one's teacher, spiritual guide or guru. ̃কুল n. the abode or the family of one's guru or teacher. ̃গম্ভীর a. serious and grave. ̃গিরি n. the profession of a guru or teacher or priest, priesthood or teachership. ̃গৃহ n. the abode of one's teacher or guru. ̃চণ্ডালী n. an instance of using undersirably Sanskrit and non-Sanskrit words or elegant and in elegant words side by side. ̃জন n. a venerable person; an elder. ̃ঠাকুর n. a spiritual teacher or guide, a preceptor, a guru. ̃তর a. heavier, weightier; more responsible or difficult or impor tant or serious; very serious (গুরুতর অপরাধ). ̃তা ̃ত্ব n. weight, heaviness; gravity (আপেক্ষিক গুরুত্ব = specific grav ity); importance; seriousness. গুরুত্বহীন a. divested of or wanting in weight or seriousness, unimportant; negligible. ̃দক্ষিণা n. a fee paid or payable to a guru or a teacher when teaching is completed or on completion of educa tion. ̃দণ্ড n. heavy punishment. লঘুপাপে গুরুদণ্ড heavy punishment for a light of fence. ̃দশা n. the period of mourning on the death of one's father or mother; (astrol.) the period of domination by the planet Jupiter. ̃দেব same as ̃ঠাকুর । ̃দ্বার n. a temple of the Sikhs, Gurudwara. ̃নিন্দা n. upbraiding of one's guru or teacher. ̃পত্নী n. the wife of one's guru or teacher. ̃পত্নী গমন n. sexual intercourse with the wife of one's guru or teacher. ̃পত্নী-হরণ n. act of abducting the wife of one's guru or teacher for immoral purpose. ̃পাক a. hard to digest. ̃পাপ a deadly sin, felony. ̃পূর্ণিমা n. the full-moon of the month of Ashara, the third month of the Bengali calendar. ̃বরণ n. the cer emony of appointing one as one's guru or of receiving a guru usually accom panied with offer of presents. ̃বল n. occult power conferred upon by one's benignant guru; grace of the guru. ̃বাক্য n. words or advices of a guru. ̃বার n. Thursday. ̃বৃত্ত n. a great circle. ̃ভক্ত a. devoted to one's guru or teacher. ̃ভক্তি n. devotion to one's guru or teacher. ̃ভাই n. a codisciple, a brother disciple. ̃ভার a. very heavy; unbearably heavy. ☐ n. heavy burden. ̃মণ্ডল n. (geog.) barysphere. ̃মহাশয়,, (coll.) ̃মশাই n. a teacher; a primary teacher. ̃মস্তিষ্ক n. (anat.) cerebrum. ̃মা n. the wife of a teacher or guru; a preceptress; a woman teacher, a lady teacher. ̃মারা-বিদ্যা n. art or learning in which the student excels the teacher in course of time; (ridi.) art or learning which the student uses against the teacher to discomfit him. ̃মুখি n. the script or (loos.) the language used by the Sikhs. ̃লঘুজ্ঞান n. due sense of re spect for superiors; sense of propor tion; capacity for making distinction between the high and the low. ̃শিষ্য সংবাদ n. a report of the conversation or discussion between a guru and his dis ciple or between a teacher and his stu dent. ̃সেবা n. attendance on a guru or a teacher. ̃স্ফীতি n. (astro.) springtide. ̃স্হানীয় a. as venerable as a guru or a teacher. ̃হত্যা n. murder of one's guru or teacher by oneself; parricide. ̃হন্তা n. one who murders one's guru or teacher, a parricide. fem. ̃হন্ত্রী । যেমন গুরু তেমনি চেলা like master like man.
গুরু গুরু [guru guru] int expressing rumbling sound. ☐ adv. with a rumbling sound ('গুরু গুরু দেয়া ডাকে')
গুরুপদেশ [gurupadēśa] n teachings or advice of a guru.
জগদ্গুরু [jagadguru] n the teacher of the world; God.
সদ্গুরু [sadguru] n a good teacher, preceptor or in structor; a good religious preceptor.
গুরু: Bangla to Bangla
অগুরু [aguru] বি. 1 গন্ধ কাষ্ঠবিশেষ; 2 কৃষ্ণ চন্দন। (অগুরুচন্দন) ☐ বিণ. লঘু; হালকা। [সং. ন+গুরু]।
উপ-গুরু [upa-guru] বি. গুরুস্হানীয় ব্যক্তি; গুরুর প্রতিনিধি। [সং. উপ + গুরু]।
কালাগুরু [kālāguru] বি. কৃষ্ণচন্দন। [সং. কাল3 + অগুরু]।
গুরু [guru] বি. 1 ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; 2 আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; 3 গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; 4 দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; 5 (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)। ☐ বিণ. 1 ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); 2 দুর্বহ (গুরুভার) ; 3 দায়িত্বপূর্ণ; 4 কঠিন (গুরুদণ্ড); 5 মহান (গুরু দায়িত্ব) ; 6 অলঘু (গুরুপাক খাদ্য); 7 অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; 8 (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত। [সং. √গৃ + উ]। ̃ কুল বি. 1 গুরুর গৃহ বা আশ্রম; 2 পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; 3 হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র। ̃ গম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)। ̃ গিরি বি. গুরুর বৃত্তি বা পেশা। ̃ গৃহ বি. গুরুর বাড়ি। ̃ চণ্ডালী বি. 1 সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; 2 সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; 3 গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)। ̃ জন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ̃ ঠাকুর বি. পারিবারিক ও বংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ̃ তর বিণ. 1 দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; 2 সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)। ̃ তা, ̃ ত্ব বি. 1 গুরুগিরি; 2 মহত্ত্ব, মূল্য; 3 মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); 4 ভার, ওজন (gravity); 5 আধিক্য (অপরাধের গুরুত্ব) ; 6 গাম্ভীর্য (পরিস্হিতির গুরুত্ব)। ̃ দক্ষিণা বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়। ̃ দশা বি. 1 পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্হা; 2 (জ্যোতিষ) বৃহস্পতির দশা। ̃ পাক বিণ. সহজে হজম হয় না এমন। ̃ বরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা। ̃ বল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ। ̃ বার বি. বৃহস্পতিবার। ̃ ভাই বি. একই গুরুর শিষ্য। ̃ মহাশয়, ̃ মশাই বি. 1 (প্রধানত পাঠশালার) শিক্ষক ('পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে': স. দ.); 2 (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে। ̃ মা বি. 1 ধর্মোপদেশদাত্রী; 2 গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়। গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)। ̃ মুখী, গুর-মুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ। ̃ য়া বিণ. তীব্র, দুঃসহ ('গুরুয়া দুখভার': বিদ্যা); 2 বিপুল ('গিরিবর গুরুয়া': বিদ্যা) ; 3 দুর্ভর ('গুরুয়া কবরীভার': শ্রীকৃষ্ণমঙ্গল); 4 গভীর, উত্কৃষ্ট ('আমোদ গুরুয়া': শ্রীকৃষ্ণমঙ্গল)। ̃ লঘু-জ্ঞান বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)। ̃ লাঘব বি. আপেক্ষিক গুরুত্ব ও লঘুত্ব। ̃ সেবা বি. গুরুর পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. গুরুতুল্য। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ।
গুরু গুরু [guru guru] অব্য. গম্ভীর ও মৃদু মেঘগর্জন ধ্বনি ('গুরু গুরু গরজনে কাঁপি': রবীন্দ্র)। [ধ্বন্যা.]।
জগদ্-গুরু [jagad-guru] বি. 1 পৃথিবীর গুরু; 2 পরমেশ্বর। [সং. জগত্ + গুরু]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org