Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Poster
Posterior
Posterity
Postern
Postgraduate
Posthumous
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word ঘাট from Bangla-English Dictionary
ঘাট: Bangla to English
অঘাট [aghāṭa] n a sea-coast or a riverbank unfit for disembarkment; a bad place.
আঘাট [ āghāṭa] n a sea-coast or a riverbank unfit for disembarkment; a bad place.
অনুদ্ঘাটিত [anudghāṭita] a unopened (as a door, lid etc.) unrevealed or undiscovered (অনুদ্ঘাটিত রহস্য).
আঘাট [āghāṭa] n an unused or improper place (usu. on a river-bank) for landing, mooring, bathing etc.
আঘাটা [ āghāṭā] n an unused or improper place (usu. on a river-bank) for landing, mooring, bathing etc.
আটঘাট [āṭaghāṭa] n all sides; ins and outs. আটঘাট বাঁধা v. to arrange for safeguarding all sides.
উদ্ঘাটক [udghāṭaka] a one who or that which uncov ers or opens or unbolts or unlocks or reveals or discovers.
উদ্ঘাটন [udghāṭana] n uncovering or opening or un bolting or unlocking; revelation; dis covery. উদ্ঘাটন করা v. to uncover; to open; to unbolt, to unlock; to reveal; to discover; to bring to light.
উদ্ঘাটিত [udghāṭita] a uncovered; laid bare; opened; unbolted, unlocked; revealed; discov ered; brought to light.
ঘাট [ghāṭa] n a fault, a slight offence, a failing, a shortcoming; shortage, want (গুণে ঘাট নেই). ঘাট মানা v. to own or acknowl edge a fault or failing; to apologize for a fault or failing. ঘাট হওয়া v. to be in fault.
ঘাট [ghāṭa] n a landing-stage (as on the bank of a river, pond etc.) a ghat, a quay, a wharf, a moorage, a mooring; (of a harmonium) a reed, (of a stringed mu sical instrument) a bridge; a mountain or mountain range (পূর্বঘাট, পশ্চিমঘাট); a mountain-pass, a gorge, a ghat. ̃ওয়াল var. of ঘাটোয়াল । ̃লা n. a brick-built or stone-built landing-stair (as on the bank of a pond). ̃কামান n. the practice (among Hindus) of shaving head, chin etc. of sons when their period of mourning is over. ঘাটের মড়া (lit.) a corpse for cremation or burial; a per son having one-foot in the grave; (as an abuse) a haggard and ghostly-look ing person. সাত ঘাটের জল খাওয়া (fig.) to knock at every door only to be dis appointed or harassed.
ঘাট খরচ [ghāṭa kharaca] n funeral expenses.
ঘাটতি [ghāṭati] n shortage, shortfall, deficit; fault, flaw, defect (কাজের ঘাটতি).
ঘাটমাঝি [ghāṭamājhi] n a ferryman.
ঘাটা [ghāṭā] n (used as a sfx.) a quay, a wharf, a moorage (জাহাজঘাটা).
ঘাটোয়াল [ghāṭōẏāla] n a wharfinger; a guard of an outpost; a collector of toll from pil grims. fem. ঘাটোয়ালি1 । ঘাটোয়ালি2 n. the profession or post of a wharfinger; land held on condition of service as a wharfinger; fem. of ঘাটোয়াল ।
দ্বারোদ্ঘাটন [dbārōdghāṭana] n ceremony of opening the gate or door; the inaugural or opening ceremony of an establishment; inaugu ration.
পথেঘাটে [pathēghāṭē] adv anywhere and everywhere, at all places, in all parts; everywhere; here and there.
মর্মোদ্ঘাটন [marmōdghāṭana] n elicitation or exposition of the underlying truth or (inner) significance or mystery. মর্মোদ্ঘাটন করা v. to elicit or bring out the underlying truth or (inner) signifi cance or mystery (of); to find the sense or meaning of; to reveal the secret of, to puzzle out.
ঘাট: Bangla to Bangla
অঘাট [aghāṭa] বি. নদী খাল প্রভৃতির তীরের যে অংশ নৌকা ইত্যাদি থেকে নামার পক্ষে অনুপযুক্ত; আঘাটা; অস্হান। [সং. ন (অপ্রশস্ত অর্থে)+বাং. ঘাট]।
অর্থোদ্-ঘাটন [arthōd-ghāṭana] বি. অর্থের প্রকাশ; অর্থের বোধ; অর্থের ব্যাখ্যা [সং. অর্থ2 + উদঘাটন]।
আঘাট [āghāṭa] বি. ব্যবহার করা হয় না বা ব্যবহার করা যায় না এমন ঘাট; যে ঘাট ঠিক ঘাট নয়। [বাং. আ + ঘাট, + আ]।
আঘাটা [ āghāṭā] বি. ব্যবহার করা হয় না বা ব্যবহার করা যায় না এমন ঘাট; যে ঘাট ঠিক ঘাট নয়। [বাং. আ + ঘাট, + আ]।
আটঘাট [ āṭaghāṭa] দ্র আট
উদ্-ঘাটন [ud-ghāṭana] বি. 1 উন্মোচন, অনাবৃত করা; 2 উন্মুক্ত করা, প্রকাশ করা (দ্বারোদ্ঘাটন)। [সং. উত্ + √ ঘট্ + ণিচ্ + অন[। উদ্-ঘাটক বিণ. বি. উদ্শ্রঘাটনকারী; উন্মোচক; প্রকাশক। উদ্-ঘাটিত বিণ. উন্মোচিত; প্রকাশিত (সত্য অবশেষে উদ্ঘাটিত হল)।
উদ্ঘাটন [ udghāṭana] বি. 1 উন্মোচন, অনাবৃত করা; 2 উন্মুক্ত করা, প্রকাশ করা (দ্বারোদ্ঘাটন)। [সং. উত্ + √ ঘট্ + ণিচ্ + অন[। উদ্-ঘাটক বিণ. বি. উদ্শ্রঘাটনকারী; উন্মোচক; প্রকাশক। উদ্-ঘাটিত বিণ. উন্মোচিত; প্রকাশিত (সত্য অবশেষে উদ্ঘাটিত হল)।
উদ্ঘাটন যথাক্রমে উদ্গত [ udghāṭana yathākramē udgata] দ্র।
ও উদ্ঘাটনষ [ ō udghāṭanaṣa] দ্র।
ঘাট [ghāṭa] বি. 1 ত্রুটি, অপরাধ (আমার ঘাট হয়েছে, ঘাট স্বীকার করছি) ; 2 ন্যূনতা, ঘাটতি, কমতি (গুণের ঘাট নেই)। [হি. ঘাটি]। ̃ তি বি. 1 কমতি, অভাব (টাকার ঘাটতি নেই); 2 লোকসান (ব্যাবসায় ঘাটতি)। ঘাট মানা ক্রি. ত্রুটি স্বীকার করা; ত্রুটি স্বীকার করে নত হওয়া। ঘাটতি-বাড়তি বি. অল্পাধিক্য, কম-বেশি।
ঘাট [ghāṭa] বি. 1 পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান; 2 নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট); 3 সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা; 4 পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট); 5 গিরিসংকট। [সং. ঘট্ট]। ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি। ̃ খরচ, ̃ খরচা বি. মড়া পোড়াবার খরচ। ̃ লা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট। ঘাটে ঘাটে ক্রি-বিণ. 1 প্রতি ঘাটে; 2 সর্বত্র ('ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)। ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক।
ঘাটা [ghāṭā] বি. নদী খাল প্রভৃতির তীরে নৌকা স্টিমার ইত্যাদি ভিড়াবার স্হান (জাহাজঘাটা, স্টিমারঘাটা)। [বাং. ঘাট2 + আ]।
ঘাটিয়াল [ghāṭiẏāla] বি. 1 খেয়াঘাট বা পারাপারের ঘাটের তত্ত্বাবধায়ক, পাটনি; 2 ঘাঁটিরক্ষক; 3 তীর্থস্হানে যাত্রীদের কাছ থেকে যে কর সংগ্রহ করে। [বাং. ঘাটি (ঘাঁটি) + আল ; ঘাট2 + ওয়াল]। ঘাটোয়ালি বি. 1 ঘাটিয়াল বা ঘাটোয়ালের পদ বা কাজ (তিরিশ বছর ঘাটোয়ালি করছি) ; 2 ঘাটোয়াল-এর স্ত্রীলিঙ্গ; 3 ঘাটোয়ালকে প্রদত্ত জমি।
ঘাটোয়াল [ ghāṭōẏāla] বি. 1 খেয়াঘাট বা পারাপারের ঘাটের তত্ত্বাবধায়ক, পাটনি; 2 ঘাঁটিরক্ষক; 3 তীর্থস্হানে যাত্রীদের কাছ থেকে যে কর সংগ্রহ করে। [বাং. ঘাটি (ঘাঁটি) + আল ; ঘাট2 + ওয়াল]। ঘাটোয়ালি বি. 1 ঘাটিয়াল বা ঘাটোয়ালের পদ বা কাজ (তিরিশ বছর ঘাটোয়ালি করছি) ; 2 ঘাটোয়াল-এর স্ত্রীলিঙ্গ; 3 ঘাটোয়ালকে প্রদত্ত জমি।
তর-ঘাট [tara-ghāṭa] বি. নৌকা স্টিমার ইত্যাদি থেকে নামার ঘাট, খেয়াঘাট। [সং. তর5 + বাং. ঘাট]।
দ্বারোদ্-ঘাটন [dbārōd-ghāṭana] বি. উদ্বোধন, কোনো উত্সবপ্রাঙ্গণ বা নবপ্রতিষ্ঠিত গৃহাদির আনুষ্ঠানিক উদ্বোধন। [সং. দ্বার + উদ্ঘাটন]।
দ্বারোদ্ঘাটন [ dbārōdghāṭana] বি. উদ্বোধন, কোনো উত্সবপ্রাঙ্গণ বা নবপ্রতিষ্ঠিত গৃহাদির আনুষ্ঠানিক উদ্বোধন। [সং. দ্বার + উদ্ঘাটন]।
পথে-ঘাটে [pathē-ghāṭē] ক্রি-বিণ. সর্বত্র; যেখানে-সেখানে (সে পথেঘাটে এই কথা বলে বেড়াচ্ছে)। [বাং. পথ + এ + ঘাট + এ]।
পারঘাট [ pāraghāṭa] দ্র পার
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2024 © ovidhan.org