চন্দ্র: Bangla to English | গবচন্দ্র [gabacandra] n the name of a ludicrously stupid minister of folk tales; an utter fool. | চন্দ্র [candra] n the moon; (in comp.—used as a sfx.) a superior member or specimen (কুলচন্দ্র). ̃ক n. the crescent spot on the peacock's tail. ̃কর n. moonlight, ̃করোজ্জ্বল a. brightened by moonlight, moonlit. ̃কলা n. 1/16th part of the moon's orb, a digit or phase of the moon. ̃কলাশৃঙ্গ n. (geog.) the horns of the moon. ̃কান্ত n. the moonstone (also চন্দ্রকান্তমণি); ☐ a. as beautiful as the moon. ̃কান্তি a. as beautiful as the moon. ☐ n. silver. ̃কিরণ n. moon beam, moonlight. ̃কিরণোদ্ভাসিত a. same as ̃করোজ্জ্বল ।̃গ্রহণ n. a lunar eclipse. ̃চূড় n. one who wears the moon as his crown; an appellation of Shiva. (শিব). ̃নিভ a. resembling the moon; as bright as the moon. ̃পুলি n. a sweet pastry made of coconut-kernel and sugar. ̃প্রভ a. as shining or bright as the moon; of pleasing appearance. ̃প্রভা n. moonlight, moonbeam. ☐ a. fem. as shining or beautiful as the moon. ̃বংশ n. a family originating from the moon or from a sage named Chandra (চন্দ্র). ̃বংশীয় a. of this family. ̃বদন a. having a face as shining or beautiful as the moon, moon-faced; (sarcas.) ugly-faced; (sarcas.) having a round and stupid face. fem. ̃বদনা । ̃বিন্দু n. this nasal sign in the Bengali alphabet. ̃বোড়া n. the Russell's viper. ̃ভাগা n. the Chenab in the Punjab. ̃মণি n. the moonstone. ̃মণ্ডল n. the orb or disc of the moon; the halo round the moon; the lunar region. ̃মল্লিকা n. the Chrysanthemum. ̃মা n. the moon. ̃মুখ same as ̃বদন । fem. ̃মুখী । ̃মৌলি same as ̃চূড় । ̃রশ্মি n. moonlight. ̃রেখা, ̃লেখা n. 1/16th part of the moon's orb, a digit of the moon; a metre used in Sanskrit poetry. ̃রেণু n. a plagiarist. ̃লোক n. the region of the moon, the lunar region or heaven. ̃শালা, ̃শালিকা n. an attic. ̃শেখর same as ̃চূড় । ̃সম্ভব n. a son of the moon; (astr.) Mercury. ̃সুধা n. moonlight. ̃হার n. a kind of ornamental girdle or necklace. ̃হাস n. a bright or shining falchion. | চন্দ্রাংশু [candrāṃśu] n a ray of the moon. | চন্দ্রাতপ [candrātapa] n a canopy, an awning; moon light. | চন্দ্রানন [candrānana] a having a face as shining or beautiful as the moon, moon-faced. fem. চন্দ্রাননা, চন্দ্রাননী । | চন্দ্রাপীড় [candrāpīḍ়] n an appellation of Shiva (শিব). | চন্দ্রাবলী [candrābalī] n moonlight. | চন্দ্রালোক [candrālōka] n moonlight. চন্দ্রালোকিত a. moonlit. | চন্দ্রিকা [candrikā] n moonlight; the pupil of the eye; a round-shaped silvery white river fish, the moon-fish, the opah; a metre used in Sanskrit poetry. | চন্দ্রিমা [candrimā] n (inc.) moonlight. | চন্দ্রোদয় [candrōdaẏa] n moonrise, the rising of the moon. | যাবচ্চন্দ্রদিবাকর [yābaccandradibākara] adv as long as the sun and the moon will exist; eternally, perpetu ally, for ever. | শরচ্চন্দ্র [śaraccandra] n the autumnal moon. | হবচন্দ্র [habacandra] n an utterly stupid king of folk tales. হবচন্দ্র রাজার গবচন্দ্র মন্ত্রী a king and his minister, both utterly stupid; (fig.) a stupid person and his equally stupid counsellor. |
| চন্দ্র: Bangla to Bangla | গব-চন্দ্র [gaba-candra] বি. বিণ. নিরেট বোকা; গোরুর মতো বোধশক্তিহীন (কী হবে তোমার মতো গবচন্দ্রকে দিয়ে?)। [গবা দ্র]। | চন্দ্র [candra] বি. 1 চাঁদ; 2 (তত্পুরুষ সমাসে শব্দের পরে) শ্রেষ্ঠ বা সুন্দর ও আনন্দজনক ব্যক্তি (কুলচন্দ্র)। [সং. √চন্দ্ + র]। ̃ ক বি. ময়ূরপুচ্ছের অর্ধচন্দ্রকার চিহ্ন। ̃ কর বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। ̃ কলা বি. চন্দ্রমণ্ডলের 1/16 অংশ, চাঁদের ষোলো ভাগের এক ভাগ। ̃ কান্ত বি. মণিবিশেষ, চন্দ্রকিরণের স্পর্শে সমধিক দীপ্তিশালী মণি। ̃ কান্তা বি. (স্ত্রী.) 1 চন্দ্রপত্নী; 2 তারকা; 3 জ্যোত্স্না; 4 রাত্রি। ̃ কান্তি বিণ. চাঁদের মতো কান্তিবিশিষ্ট ☐ বি. রুপো। ̃ কিরণ বি. জ্যোত্স্না। ̃ কোষ বি. সংগীতের রাগবিশেষ। ̃ গ্রহণ বি. পৃথিবীর ছায়াপাতে চন্দ্রের আচ্ছাদিত হওয়া। ̃ চূড় বি. শিব। ̃ ধর বি. শিব। ̃ পুলি বি. অর্ধচন্দ্রাকৃতি মিঠাইবিশেষ। ̃ প্রভ বিণ. 1 চাঁদের মতো প্রভাবিশিষ্ট; 2 সৌম্যমূর্তি। ̃ প্রভা বি. জ্যোত্স্না। ☐ বিণ. (স্ত্রী.) চাঁদের মতো প্রভাবিশিষ্টা। ̃ বংশ বি. চন্দ্র থেকে উত্পন্ন পৌরাণিক রাজবংশ (কৌরব যাদব ইত্যাদি বংশ)। ̃ বদন বিণ. বি. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট, চাঁদমুখ। স্ত্রী. ̃ বদনা। ̃ বিন্দু বি. বিন্দুযুক্ত অর্ধচন্দ্রাকৃতি চিহ্ন; 3 -এই ধ্বনি বা চিহ্ন। ̃ বোড়া বি. ফণাহীন বিষধর সাপবিশেষ। ̃ ভাগা বি. পঞ্জাবের নদীবিশেষ, সিন্ধুর শাখানদী চেনাব। ̃ মণি বি. চন্দ্রকান্তমণি। ̃ মল্লিকা বি. সুপরিচিত ফুলবিশেষ। ̃ মা বি. চাঁদ। ̃ মুখ বি. বিণ. চাঁদের মতো (সুন্দর) মুখ বা মুখবিশিষ্ট। স্ত্রী. ̃ মুখী। ̃ মৌলি বি. শিব। ̃ রেখা, ̃ লেখা বি. 1 চন্দ্রকলা; 2 অপ্সরাবিশেষ; 3 সংস্কৃত ছন্দবিশেষ। ̃ রেণু বি. কাব্যচোর, কুম্ভীলক, plagiarist. ̃ লেখা দ্র চন্দ্ররেখা। ̃ লোক বি. 1 চন্দ্রের উপরিস্হ ভূমি; 2 চন্দ্র-অধিষ্ঠিত পৌরাণিক স্হান। ̃ শালা, ̃ শালিকা বি. চিলেকোঠা। ̃ শেখর বি. শিব। ̃ সম্ভব বি. চন্দ্রের পুত্র, বুধ। ̃ সুধা বি. জ্যোত্স্না। ̃ হার বি. 1 মেখলাবিশেষ; 2 গলার হারবিশেষ। ̃ হাস বি. খড়্গ বা তরবারিবিশেষ। | চন্দ্রাংশু [candrāṃśu] বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। [সং. চন্দ্র + অংশু]। | চন্দ্রাতপ [candrātapa] বি. 1 চাঁদোয়া, শামিয়ানা; 2 জ্যোত্স্না। [সং. চন্দ্র + আতপ]। | চন্দ্রানন [candrānana] বি. বিণ. চাঁদবদন, চাঁদের মতো সুন্দর মুখ, বা মুখবিশিষ্ট। [সং. চন্দ্র + আনন]। স্ত্রী. চন্দ্রাননা, চন্দ্রাননী। | চন্দ্রাপীড় [candrāpīḍ়] বি. 1 চন্দ্রচূড়, শিব; 2 বাণভট্টরচিত 'কাদম্বরী' গ্রন্হের নায়ক। [সং. চন্দ্র + আপীড় (কিরীট শিরোভূষণ)]। | চন্দ্রাবলী [candrābalī] বি. 1 শ্রীরাধার প্রিয় সখী ('শ্রীরাধিকা চন্দ্রাবলী, কারে থুয়ে কারে বলি'); 2 কানের গহনাবিশেষ; 3 রাধিকা; 4 চন্দ্রকিরণ। | চন্দ্রালোক [candrālōka] বি. চাঁদের আলো, জ্যোত্স্না।[সং. চন্দ্র + আলোক]। চন্দ্রালোকিত বিণ. চাঁদের আলোয় উদ্ভাসিত, চাঁদের আলোয় আলোকিত (চন্দ্রালোকিত রাত্রি)। | চন্দ্রাহত [candrāhata] বিণ. পাগল। [সং. চন্দ্র + আহত, moonstruck শব্দের অনুকরণে]। | চন্দ্রিকা [candrikā] বি. 1 জ্যোত্স্না; 2 আলোকদায়িনী ব্যাখ্যা (বেদান্তচন্দ্রিকা, অলংকারচন্দ্রিকা); 3 চাঁদামাছ; 4 সংস্কৃত ছন্দবিশেষ। [সং. চন্দ্র + ইক + আ (স্ত্রী.)]। | চন্দ্রিমা [candrimā] বি. 1 চাঁদ; 2 জ্যোত্স্না। [সং. চন্দ্রমা ও চন্দ্রিকার মিশ্রণজাত]। | চন্দ্রোদয় [candrōdaẏa] বি. চাঁদের উদয় (চন্দ্রোদয়ে অন্ধকার দূর হয়)। [সং. চন্দ্র + উদয়]। | যাবচ্চন্দ্র-দিবাকর [yābaccandra-dibākara] ক্রি-বিণ. যতকাল চন্দ্র ও সূর্য থাকবে ততকাল, চিরকাল। [সং. যাবত্ + চন্দ্র + দিবাকর]। | শরচ্চন্দ্র [śaraccandra] বি. শরত্কালের চাঁদ। [সং. শরদ্ + চন্দ্র]. | (বাং. রূপ) শরত্-চন্দ্র [ (bā. ṃrūpa) śarat-candra] বি. শরত্কালের চাঁদ। [সং. শরদ্ + চন্দ্র]. | হব-চন্দ্র [haba-candra] বি. গল্পে বর্ণিত নিরেট মূর্খ নৃপতিবিশেষ। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী যেমন মূর্খ রাজা তেমনই তার মূর্খ মন্ত্রী। | হবু-চন্দ্র [ habu-candra] বি. গল্পে বর্ণিত নিরেট মূর্খ নৃপতিবিশেষ। হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী যেমন মূর্খ রাজা তেমনই তার মূর্খ মন্ত্রী। | হবুচন্দ্র [habucandra] দ্র হবচন্দ্র। | হরিশ্চন্দ্র [hariścandra] বি. সূর্যবংশীয় রাজা যিনি বিশ্বামিত্র মুনিকে সর্বস্ব দান করেছিলেন। [সং. হরি + চন্দ্র]। |
|