Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Strewth
Striated
Stricken
Strict
Stricture
Stride
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word ছি from Bangla-English Dictionary
ছি: Bangla to English
অচ্ছিদ্র [acchidra] a having no hole or opening; free from defect or loophole; perfect, flaw less.
অচ্ছিন্ন [acchinna] a not torn or cut; not split up or divided, unsevered. ̃ত্বক a. uncircum cised.
অছি [achi] n a guardian, a custodian; a trustee; an administrator.
অছিয়তনামা [achiẏatanāmā] n written document by which a person makes arrangements for his effects on death, a will.
অছিলা [achilā] n a pretext or plea (usu. a false one); an excuse; a pretence.
অনবচ্ছিন্ন [anabacchinna] a without intermission or re spite, non-stop; incessant; continuous.
অনৈচ্ছিক [anaicchika] a involuntary, compulsory.
অপরিচ্ছিন্ন [aparicchinna] a undivided; entire; incessant, non-stop, uninterrupted; continuous.
অবচ্ছিন্ন [abacchinna] a possessing, full of (মেঘাবচ্ছিন্ন); separated, parted, having an interval (নিরবচ্ছিন্ন); mixed, adulterated (দুঃখাবচ্ছিন্ন সুখ); (phil.) limited by, bounded by (দেহাবচ্ছিন্ন প্রাণ).
অবিচ্ছিন্ন [abicchinna] a unseparated; unsevered, undi vided, whole; united; incessant, unin terrupted; continuous; not desultory or discursive. ̃তা n. inseparation; insepa rability; unsevered or undivided condi tion; ceaselessness; compactness.
অলি-অছি [ali-achi] n the guardian of a minor per son and the trustee of his or her prop erty (usu. the mother or an elder brother).
আছি [āchi] v (sing.) am; (pl.) are.
আছিনু [āchinu] v (poet.) 1st per. (sing.) was; (pl.) were.
আছিল [āchila] v (poet.) 3rd. per. (sing.) was; (pl.) were.
আছিলে [āchilē] v (poet.) 2nd. per. were.
উচ্ছিতি [ucchiti] n eradication, extirpation; eject ment, eviction; extermination; destruc tion, abolition.
উচ্ছিদ্যমান [ucchidyamāna] a in the state of being eradicated or extirpated or ejected or evicted or ex terminated or destroyed or abolished.
উচ্ছিন্ন [ucchinna] a eradicated, extirpated; ejected, evicted; exterminated; destroyed, abol ished. উচ্ছিন্ন করা v. to eradicate, to ex tirpate; to eject; to exterminate; to de stroy, to abolish.
উচ্ছিষ্ট [ucchiṣṭa] a (of food) left or remaining in the plate after eating; not washed after eating (উচ্ছিষ্ট মুখ); that which has come in con tact with cooked food (উচ্ছিষ্ট হাঁড়ি). ☐ n. orts; leavings of food in the plate after eating (also উচ্ছিষ্টান্ন); scraps of food. ̃ভোজন n. feeding of left-overs in another person's plate. ̃ভোজী a. one who eats the scraps of food left in another person's plate. ☐ n. a cringing dependant.
ঐচ্ছিক [aicchika] a optional; elective; voluntary; volitional; arbitrary.
কাছাকাছি [kāchākāchi] adv near, close to; nearly, ap proximately; about; almost. ☐ a. adja cent, situated or placed near.
কাছি [kāchi] n cable, hawser; thick rope or cord.
কাছিম [kāchima] n the tortoise, the turtle. কাছিমের খোলা n. tortoise-shell.
গচ্ছিত [gacchita] a placed in the custody of; en trusted; deposited. গচ্ছিত দেওয়া v. to place in the custody (of); entrust (with); to deposit. গচ্ছিত রাখা v. to place or receive in the custody (of); to en trust or be entrusted with; to give or re ceive as a deposit. গচ্ছিত নেওয়া v. to have in the custody (of); to be en trusted (with); to take as a deposit. গচ্ছিত ধন money deposited; trust money. গচ্ছিত সম্পত্তি a trust property. সম্পত্তি গচ্ছিত রাখার দলিল a. trust deed.
গুছি [guchi] n a device containing several straps of cloth tied at one end in a thick knot used in woman's hairdressing to give the bun a massive appearance, a chi gnon.
গো-মাছি [gō-māchi] n the gadfly.
ছি [chi] int fie. ছি-ছি n. reproach, upbraiding, abuse, condemnation. ছি-ছি করা v. to reproach, to upbraid, to look down upon, to condemn.
ছিঁচকাদুনে [chin̐cakādunē] a lachrymose, prone to be tear ful; maudlin. fem; ছিঁচকাদুনি ।
ছিট [chiṭa] n a drop, a blob (কালির ছিট); chintz; a faint sign (পাগলামির ছিট); slight mental derangement, eccentric ity, a fad or caprice.
ছিট [chiṭa] n a fragment, a piece or portion. ☐ a. detached, separate (ছিটমহল).
ছিটকানো [chiṭakānō] v to spatter (both t. & i.); to re bound, to fly off (only i). ☐ a. spat tered; rebounded, flown off.
ছিটকিনি [chiṭakini] n a bolt or cleat.
ছিটগ্রস্হ [chiṭagrasha] a capricious, eccentric; a bit touched.
ছিটমহল [chiṭamahala] n land or holding lying detached from the parent estate; an enclave.
ছিদ্যমান [chidyamāna] a in the process of being cut up or hewed.
ছিদ্র [chidra] n a hole; a slot; a pore; a perfora tion; an opening; a fault, a defect, a shortcoming (পরের ছিদ্র খোঁজা); a weak point. (শত্রুর ছিদ্রে ঘা দেওয়া). ̃দর্শী a. fault-finding. ☐ n. a fault-finder. ̃যুক্ত a. porous, perforated; leaky. ছিদ্রনুসন্ধান, ছিদ্রান্বেষণ n. act of looking for others' fault. ছিদ্রানুসন্ধায়ী, ছিদ্রান্বেষী a. fault-find ing. ছিদ্রিত a. holed; perforated; bored; pierced; having a hole or holes.
ছিনতাই [chinatāi] n theft or appropriation by snatching.
ছিনানো [chinānō] v to snatch; to seize; to wrest. ☐ a. appropriated by snatching or sei zure.
ছিনাল [chināla] n an unchaste or lewd woman, an adulteress; a strumpet, a whore; a co quette, a flirt. ছিনালি n. coquetry, flirta tion. ছিনালি করা v. to coquette, to flirt.
ছিনিমিনি [chinimini] n act of playing ducks and drakes; (fig.) reckless use or expendi ture, squandering. ছিনিমিনি খেলা v. to play ducks and drakes; (fig.) to use or spend recklessly, to squander, to fritter away.
ছিন্ন [chinna] a torn, rent; split, cloven; cut down (ছিন্ন বৃক্ষ); uprooted; detached, sepa rated; removed (ছিন্নসংশয়). ছিন্না a. fem. of ছিন্ন । n. a prostitute, a harlot. ̃দ্বৈধ a. freed from hesitation. ̃নাস a. one whose nose has been cut off or ampu tated. ̃পক্ষ a. one whose wings have been clipped off; (fig.) rendered pow erless, frustrated. ̃পত্র n. a fragment of a letter. ̃বাস a. one whose clothes are torn; wearing ragged clothes, in tatters, out at elbows. ☐ n. torn or tattered clothes. ̃বিচ্ছিন্ন, ̃ভিন্ন a. torn or cut or broken to pieces; fragmented; torn asunder; ruined by dissensions or fac tions. ̃মস্তক, ̃শির, ̃শীর্ষ a. truncated; decapitated; lopped. ̃মস্তা n. a trun cated manifestation of Goddess Durga (দুর্গা). ̃মূল a. uprooted, weeded out. ছিন্নমূল জনগণ uprooted or homeless people; refugees, displaced persons. ̃মুষ্ক, ছিন্নাণ্ড a. castrated.
ছিপ [chipa] n a very fast-moving lightweight and long boat.
ছিপ [chipa] n a fishing-rod, an angle, ছিপে মাছ ধরা v. to angle.
ছিপছিপে [chipachipē] a slim; slender; lean.
ছিপানো [chipānō] v to slip, to give (one) the slip, to hide; to keep in hiding, to lie con cealed. ☐ a. slipped away, hidden; concealed.
ছিপি [chipi] n a cork, a stopper. ছিপি আঁটা v. to cork, to stopple.
ছিমছাম [chimachāma] a smart and tidy, spruce, spick and span.
ছিয়াত্তর [chiẏāttara] a. & n seventy-six. ছিয়াত্তরের মন্বন্তর the famine that occurred in Ben gal and also in several other provinces of India in the Bengali era 1176 (1769 A.D.).
ছিয়াশি [chiẏāśi] n. & a eighty-six.
ছিয়ে [chiẏē] int (obs. & poet.) fie.
ছিল [chila] p of the verb-root আছ or থাকা ।
ছিলমচি [chilamaci] n the rod of the hookah on which the chillum is placed, the chillum holder.
ছিলা [chilā] n a bowstring; fringe of a piece of cloth, fringe of the sari worn by the In dian women.
ছিলিম [chilima] n the bowl of a hookah, a chillum; a quantity of tobacco that may be smoked in a chillum at one time, chillumful (এক ছিলিম তামাক).
জন্মাবচ্ছিন্ন [janmābacchinna] a lifelong.
নিচ্ছিদ্র [nicchidra] a having no holes; compact; flawless.
নিরবচ্ছিন্ন [nirabacchinna] a having no space between, dense, thick (নিরবচ্ছিন্ন তরুশ্রেণি); inces sant, ceaseless, continuous (নিরবচ্ছিন্ন সুখ); uninterrupted (নিরবচ্ছিন্ন বৃষ্টি). নিরবচ্ছিন্নতা n. continuity.
নিশ্ছিদ্র [niśchidra] a free from holes, having no hole; compact; flawless.
পরচ্ছিদ্র [paracchidra] n another's fault or weak point. পরচ্ছিদ্রান্বেষণ n. fault-finding; captious ness. পরচ্ছিদ্রান্বেষণ করা v. to find fault with others, to seek a hole in another's coat. পরচ্ছিদ্রান্বেষী a. fault-finding; cap tious. fem. পরচ্ছিদ্রান্বেষিণী ।
পরিচ্ছিন্ন [paricchinna] a divided, parted; separated; severed; detached; limited, bounded; individualized; moderate.
পিচ্ছিল [picchila] a slippery; slabbery.
পিছিলা [pichilā] a (poet. & obs.) postern ('পিছিলা ঘাটে সে নায়').
বাঞ্ছিত [bāñchita] a desired, longed-for, wished-for. fem. বাঞ্ছিতা ।
বিচিকিচ্ছি [bicikicchi] a extremely ugly; odd-looking; very unpleasant (বিচিকিচ্ছি ব্যাপার); very troublesome (বিচিকিচ্ছি কাজ বা অঙ্ক). বিচিকিচ্ছি অবস্হায় ফেলা v. to put (one) in a false position or embarrass ing situation.
বিচ্ছিন্ন [bicchinna] a separated; torn or broken away; detached; isolated; estranged; stray or sporadic. fem. বিচ্ছিন্না । বিচ্ছিন্ন করা v. to separate; to tear or break away; to de tach; to isolate; to estrange; to alienate. বিচ্ছিন্নতা n. separation; detachment; iso lation; secession; estrangement; alien ation; lack of compactness, strayness. বিচ্ছিন্নতাবাদ n. separatism; disintegra tion. বিচ্ছিন্নতাবাদী n. & a. separatist; a separatist.
ব্যবিচ্ছিন্ন [byabicchinna] a dissected.
মাছি [māchi] n the fly; the sight-hole of a gun. ̃মারা a. fly-killing (মাছিমারা ওষুধ); (contemp.) blindly copying or tran scribing without exercising discretion (মাছিমারা কেরানি). মাছিমারা ওষুধ a fly bane.
মিছিমিছি [michimichi] adv (coll.) for nothing, in vain, meaninglessly, uselessly. ☐ a. false; useless, meaningless.
মিছিল [michila] n a procession.
মূর্ছিত [mūrchita] a fainted, swooned. মূর্ছিত হওয়া v. to faint, to swoon.
মৌমাছি [maumāchi] n the bee. ̃পালন n. bee-keeping, apiculture.
লাঞ্ছিত [lāñchita] a reproached, reprimanded; dis graced; insulted; persecuted; harassed; stained, spotted, bearing a particular sign or emblem or flag; painted.
সচ্ছিদ্র [sacchidra] a containing a hole or holes, porose, porous; perforated.
ছি: Bangla to Bangla
অচ্ছিদ্র [acchidra] বিণ. 1 ছিদ্র নেই এমন; 2 ত্রুটিহীন। [সং. ন+ছিদ্র]।
অচ্ছিন্ন [acchinna] বিণ. ছিন্ন নয় বা খণ্ডিত নয় এমন; অবিভক্ত। [সং. ন+চ্ছিন্ন]। ̃ ত্বক (-ত্বচ্) বি. খত্না হয়নি বা লিঙ্গমুণ্ডের ত্বক ছেদন-সংস্কার অর্থাত্ সুন্নত হয়নি এমন, মুসলমানি হয়নি এমন।
অছি [achi] বিণ. অভিভাবক; সম্পত্তি ইত্যাদির তত্ত্বাবধায়ক, guardian, administrator, executor, trustee [আ. বসী]। ̃ পরিষদ রাষ্ট্রপুঞ্জের (United Nations Organisation) সংস্হাবিশেষ, Trusteeship Council.
অছিয়ত-নামা [achiẏata-nāmā] বি. ইচ্ছাপত্র, উইল (will); অছির মনোনয়নপত্র বা ইচ্ছাপত্র। [আ. বসীয়ত্+ফা. নামহ]।
অছিলা [achilā] বি. ছল, ছুতো, অজুহাত (কাজের অছিলায় সে দ্রুত স্হান ত্যাগ করল)। [ফা. বসীলা]।
অনবচ্ছিন্ন [anabacchinna] বিণ. বিরামহীন, একটানা। [সং. ন+অবচ্ছিন্ন]।
অনাছিষ্টি [anāchiṣṭi] র কথ্য রূপ।
অনাচ্ছিষ্ঠি-অনাসৃষ্টি [ anācchiṣṭhi-anāsṛṣṭi] র কথ্য রূপ।
অনৈচ্ছিক [anaicchika] বিণ. স্বেচ্ছায় চালিত বা কৃত নয় এমন; ইচ্ছাশক্তির দ্বারা চালিত নয় এমন, involuntary (বি. প.)। [সং. ন + ঐচ্ছিক]।
অপরিচ্ছিন্ন [aparicchinna] বিণ. 1 ছিন্ন বা বিভক্ত নয় এমন; 2 একটানা; 3 অনিয়মিত; 4 অনির্ণীত; 5 সীমাবদ্ধ নয় এমন। [সং. ন (অ) + পরিচ্ছিন্ন]।
অবচ্ছিন্ন [abacchinna] বিণ. 1 বিশিষ্ট, যুক্ত (মেঘাবচ্ছিন্ন, দুঃখাবচ্ছিন্ন); 2 বিভক্ত, বিচ্ছিন্ন (নিরবচ্ছিন্ন); খণ্ডিত; 3 সীমাবদ্ধ, limited (দেহাবচ্ছিন্ন প্রাণ)। [সং. অব + ছিন্ন]।
অবাঞ্ছিত [abāñchita] বিণ. চাওয়া হয়নি এমন; অকাম্য, অনভিপ্রেত (অবাঞ্ছিত অতিথি)। [সং. ন + বাঞ্ছিত]।
অবিচ্ছিন্ন [abicchinna] বিণ. 1 বিচ্ছেদ বা বিরাম নেই এমন; 2 খণ্ডিত নয় এণন; 3 ক্রমাগত, একটানা, বিরতি বা ফাঁক নেই এমন। [সং. ন + বিচ্ছিন্ন]। বি. অবিচ্ছিন্নতা
অলি-অছি [ali-achi] বি. নাবালকের অভিভাবক ও সম্পত্তিরক্ষক। [আ. বলি + বসি]।
আচ্ছিন্ন [ācchinna] বিণ. ছিন্ন করা বা ছেঁড়া হয়েছে এমন (আচ্ছিন্ন বস্ত্র)। [সং. আ + √ ছিদ্ + ত]।
উচ্ছিত্তি [ucchitti] বি. উচ্ছেদ; বিনাশ; উত্সাদন; নির্মূল হওয়া। [সং. উত্ + √ ছিদ্ + তি]।
উচ্ছিদ্য-মান [ucchidya-māna] বিণ. যার বিনাশ ঘটছে; যার উচ্ছেদ হচ্ছে (উচ্ছিদ্যমান অরণ্য)। [সং. উত্ + √ ছিদ্ + মান (শানচ্)]।
উচ্ছিন্ন [ucchinna] বিণ. উচ্ছেদ হয়েছে এমন, উত্পাটিত; উন্মূলিত; বিনাশপ্রাপ্ত, বিনষ্ট। [সং. উত্ + √ ছিদ্ + ত]।
উচ্ছিষ্ট [ucchiṣṭa] বি. বিণ. 1 ভুক্তাবশেষ, এঁটো, খাওয়ার পর পাতে যা অবশিষ্ট থাকে; 2 (মূলত ভাত) খাওয়ার পর মূখ ধোয়া হয়নি এমন (উচ্ছিষ্ট মুখ)। [সং. উত্ + √ শিষ্ + ত]। ̃ ভোজী (-জিন্) বিণ. অন্যের ভুক্তাবশেষ খায় এমন; পরমুখাপেক্ষী। উচ্ছিষ্টান্ন বি. ভাত বা রাঁধা অন্য খাদ্যের ভুক্তাবশেষ; কেউ খেয়ে চলে যাবার পর পাতে যে খাবার পড়ে থাকে।
ঐচ্ছিক [aicchika] বিণ. 1 ইচ্ছানুযায়ী; 2 ইচ্ছাধীন (ঐচ্ছিক পাঠ্যবিষয়). optional (তু. বিপ আবশ্যিক; 3 ইচ্ছাসম্পর্কিত। [সং. ইচ্ছা + ইক]।
ওছি. ওছিয়তনামা [ōchi. ōchiẏatanāmā] যথাক্রমে অছি ও অছিয়তনামা -র রূপভেদ।
কাছা-কাছি [kāchā-kāchi] ক্রি-বিণ. 1 নিকটে, কাছে (ওর কাছাকাছি যেয়ো না, কাছাকাছি কোনো বসতি নেই); 2 প্রায় সমান, প্রায় (একশো টাকার কাছাকাছি)। ☐ বিণ. নিকটবর্তী (কাছাকাছি বাড়িগুলো)। [বাং. কাছ + আ + কাছ + ই]।
কাছি [kāchi] বি. বড় ও মোটা দড়ি। [সং. কক্ষা]।
কাছিম [kāchima] বি. কড় কচ্ছপ; কচ্ছপ। [তু. ওড়ি. কাছম]।
কানামাছি [kānāmāchi] দ্র কানা2
কুচ্ছিত [ kucchita] যথাক্রমে কুত্সা ও কুত্সিত -এর কথ্যা রূপ।
কুরছি-নামা [ kurachi-nāmā] বি. বংশতালিকা, কুলপঞ্জি। [আ. কুরসি + ফা. নামহ্]।
গচ্ছিত [gacchita] বিণ. রক্ষিত, ন্যস্ত; জমা রাখা হয়েছে এমন (ওর জিনিসগুলো আমার কাছে গচ্ছিত রেখে গেছে, অপরের গচ্ছিত ধন)। [দেশি]।
গুছি [guchi] বি. 1 ছোট গুচ্ছ; 2 চুলের বিনুনি বা খোঁপা বড় করার জন্য ব্যবহৃত পরচুলজাতীয় উপকরণবিশেষ। [সং. গুচ্ছ]।
চাঁছি [ cān̐chi] বি. জ্বাল-দেওয়া দুধের যে গাঢ় অংশ পাত্র থেকে চেঁচে তোলা হয়। [চাঁচা দ্র]।
ছি [chi] অব্য. বি. ঘৃণা নিন্দা লজ্জা প্রভৃতি প্রকাশক শব্দ। [প্রাকৃ. ছি]। ছি ছি, ছ্যা ছ্যা বি. ধিক্কার, নিন্দা। ছি ছি করা ক্রি. বি. ধিক্কার দেওয়া, নিন্দা করা, ঘৃণা করা। ছিছিক্কার বি. নিন্দা, অপবাদ (এ নিয়ে চার দিকে একেবারে ছিছিক্কার পড়ে গেছে)।
ছিঁচকা [chin̐cakā] বি. হুঁকোর নলচে ইত্যাদি সাফ করার জন্য লোহার সরু শিক বা শলাকা। [ফা. শিকচা]।
ছিঁচকা [chin̐cakā] বিণ. সামান্য জিনিস চুরি করে এমন, হাতের কাছে যা পায় তাই চুরি করে এমন (ছিঁচকে চোর)। [দেশি-তু. হি. উচক্কা]।
ছিঁচ-কাঁদুনে [chin̐ca-kān̐dunē] বিণ. ছুঁলেই কাঁদে অর্থাত্ অল্পেই কাঁদে এমন। [দেশি]। স্ত্রী. ছিঁচকাঁদুনি
ছিঁড়া [chin̐ḍ়ā] ক্রি. 1 ছিন্ন করা বা হওয়া, বিদীর্ণ করা বা হওয়া (কাপড়টা ছিঁড়ে গেল); 2 তোলা বা উপড়ানো (ফুল ছেঁড়া, চুল ছেঁড়া); 3 ছানা কাটা (দুধটা ছিঁড়ে গেছে); 4 যন্ত্রণায় দীর্ণ হওয়া (মাথাটা ছিঁড়ে যাচ্ছে)। ☐ বিণ. 1 বাজে, তুচ্ছ (ছেঁড়া কাজ, ছেঁড়া কথা); 2 ছিন্ন, বিদীর্ণ (ছেঁড়া কাপড়); 3 উত্পাটিত (ছেঁড়া ফুল); 4 ছানা-কাটা (ছেঁড়া দুধ)। [সং. √ ছিদ্ + বাং. আ]। ̃ খোঁড়া বিণ. ছিন্নবিচ্ছিন্ন (যাহোক একটা ছেঁড়াখোঁড়া কাপড় দিলেও চলবে)। ̃ ছিঁড়ি বি. 1 বারবার ছেঁড়া (এটাকে কতবার আর ছেঁড়াছিঁড়ি করবে?); 2 পরস্পর আঁচড়ানো-কামড়ানো এবং ক্ষতবিক্ষত করা; 3 উত্কট বিপদ। ̃ নো ক্রি. অন্যের দ্বারা ছিন্ন বা বিদীর্ণ করানো; অন্যের দ্বারা উপড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ছিচকা [chicakā] যথাক্রমে ছিঁচকা1, 2 ও ছিঁচকে1, 2 -এর রূপভেদ।
ছিচকে [ chicakē] যথাক্রমে ছিঁচকা1, 2 ও ছিঁচকে1, 2 -এর রূপভেদ।
ছিছিক্কার [chichikkāra] দ্র ছি
ছিট [chiṭa] বি. 1 ফোঁটা, বিন্দু, ছিটা (কালির ছিট, জলের ছিট); 2 ছাপযুক্ত রঙিন কাপড় (ছিটের কাপড়, বিলিতি ছিট); 3 অস্পষ্ট লক্ষণ, আভাস (পাগলামির ছিট দেখা দিয়েছে); 4 ঈষত্ পাগলামি (মাথায় ছিট আছে)। [হি. ছিট]।
ছিট [chiṭa] বি. খণ্ড, টুকরা। ☐ বিণ. বিচ্ছিন্ন (ছিট জমি, ছিটমহল)। [তু. ছিট1]। ছিট জমি বি. ভিন্ন মৌজার জমি।
ছিটকা [chiṭakā] ক্রি. নিক্ষিপ্ত হওয়া (ছিটকে পড়ল)। [তু. হি. √ ছীট]। ̃ নো ক্রি. 1 ছিটানো (কালি ছিটকানো); 2 বেগে বহির্গত বা নিক্ষিপ্ত হওয়া (ছিটকে গেল, ছিটকে ঘর থেকে বেরিয়ে গেল)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ছিটকানি [chiṭakāni] বি. ছিটকে-পড়া তরল পদার্থ। [ছিটকা দ্র]।
ছিট-কানি [chiṭa-kāni] বি. দরজা-জানলা ইত্যাদি বন্ধ করার ছোট হুক বা হুড়কোবিশেষ। [হি. সিটকিনী]।
ছিটা [chiṭā] বি. 1 নিক্ষিপ্ত কণা; 2 ছাট (জলের ছিটে); 3 বিন্দু, ফোঁটা (একছিটে চিনি); 4 বন্দুকের ছটরা; 5 আফিম-গুলিতে প্রস্তুত মাদক। ☐ ক্রি. বি. ছিটানো; ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে পড়া বা ঝরা (কলম থেকে কালি ছিটছে)। [তু. হি. √ ছীট্]। ̃ ছিটি বি. পরস্পরের প্রতি ছিটানো। ̃ নো ক্রি. 1 ছড়া দেওয়া; 2 বিন্দু বিন্দু করে ছড়িয়ে দেওয়া বা নিক্ষেপ করা; 3 সিঞ্চন করা; 4 ছড়ানো (জল ছিটানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ ফোঁটা বিণ. সামান্য (ছিটেফোঁটা বৃষ্টি)। ☐ বি. কণা-পরিমাণ দ্রব্য (ঘি-মাখনের ছিটেফোঁটাও পাতে পড়ে না)। ̃ বেড়া বি. মাটির প্রলেপযুক্ত বাঁখারির বেড়া। ̃ বোনা ক্রি. পলি-পড়া বা চর জমিতে চাষ না করে কেবল বীজ ছড়িয়ে দেওয়া। কাটা ঘায়ে নুনের ছিটে (আল.) আহতকে আরও কষ্ট দেওয়া বা অপমান করা।
(কথ্য) ছিটে [ (kathya) chiṭē] বি. 1 নিক্ষিপ্ত কণা; 2 ছাট (জলের ছিটে); 3 বিন্দু, ফোঁটা (একছিটে চিনি); 4 বন্দুকের ছটরা; 5 আফিম-গুলিতে প্রস্তুত মাদক। ☐ ক্রি. বি. ছিটানো; ফোঁটায় ফোঁটায় ছড়িয়ে পড়া বা ঝরা (কলম থেকে কালি ছিটছে)। [তু. হি. √ ছীট্]। ̃ ছিটি বি. পরস্পরের প্রতি ছিটানো। ̃ নো ক্রি. 1 ছড়া দেওয়া; 2 বিন্দু বিন্দু করে ছড়িয়ে দেওয়া বা নিক্ষেপ করা; 3 সিঞ্চন করা; 4 ছড়ানো (জল ছিটানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। ̃ ফোঁটা বিণ. সামান্য (ছিটেফোঁটা বৃষ্টি)। ☐ বি. কণা-পরিমাণ দ্রব্য (ঘি-মাখনের ছিটেফোঁটাও পাতে পড়ে না)। ̃ বেড়া বি. মাটির প্রলেপযুক্ত বাঁখারির বেড়া। ̃ বোনা ক্রি. পলি-পড়া বা চর জমিতে চাষ না করে কেবল বীজ ছড়িয়ে দেওয়া। কাটা ঘায়ে নুনের ছিটে (আল.) আহতকে আরও কষ্ট দেওয়া বা অপমান করা।
ছিতরা [chitarā] যথাক্রমে ছাতরা ও ছাতরানো -র রূপভেদ।
ছিতরানো [ chitarānō] যথাক্রমে ছাতরা ও ছাতরানো -র রূপভেদ।
ছিদাম [chidāma] কৃষ্ণসখা শ্রীদাম -এর নামের বিকৃত রূপ।
ছিদ্য-মান [chidya-māna] বিণ. ছেদিত হচ্ছে এমন, ছিন্ন করা বা ছেঁড়া হচ্ছে এমন। [সং. √ ছিদ্ + মান (শানচ্)]।
ছিদ্র [chidra] বি. 1 ছেঁদা, ফুটো (ছিদ্র দিয়ে জল ঢুকছে); 2 দোষত্রুটি (পরের ছিদ্র খোঁজা); 3 চক্ষু-কর্ণ-নাসিকা ইত্যাদি দেহস্হ বিবর (নবচ্ছিদ্র দেহ)। [সং. √ ছিদ্ + র]। ̃ দর্শী (-র্শিন্) বিণ. কেবল পরের দোষ দেখে এমন। ছিদ্রানু-সন্ধান, ছিদ্রান্বেষণ বি. পরের দোষত্রুটি খুঁজে বেড়ানো, অন্যের দোষের খোঁজখবর। ছিদ্রানু-সন্ধায়ী (-য়িন্), ছিদ্রান্বেষী (-ষিন্) বিণ. পরের দোষ-ত্রুটি অনুসন্ধানে অভ্যস্ত। ছিদ্রিত বিণ. 1 ছিদ্রযুক্ত; 2 বিদ্ধ; 3 ছিদ্র করা হয়েছে এমন।
ছিনতাই [chinatāi] দ্র ছিনা3
ছিনা [chinā] (কথ্য) ছিনে বিণ. শীর্ণ (ছিনা গড়ন)। [সং. ক্ষীণ]। ̃ জোঁক বি. 1 সরু জোঁকবিশেষ যা ধরলে সহজে ছাড়ে না; 2 (আল.) নাছোড়বান্দা লোক।
ছিনা [chinā] বি. 1 বুক, বক্ষঃস্হল; 2 বুকের পাটা বা বিস্তার, ছাতি। [ফা. সীনা]।
ছিনা [chinā] ক্রি. ছিনিয়ে বা কেড়ে নেওয়া (টাকা ছিনিয়ে নিয়েছে)। [বাং. √ ছিনা-তু. হি. ছীন্]। ছিন-তাই, ছিন্তাই বি. ছিনিয়ে নেওয়া বা বলপ্রয়োগ করে কিছু কেড়ে নেওয়া (আজকাল এই রাস্তায় ছিনতাই খুব বেড়েছে)।
ছিনাল [chināla] বি. ভ্রষ্টা নারী, কুলটা; ব্যভিচারিণী স্ত্রীলোক। [প্রাকৃ. ছিন্নাল]। ছিনালি বি. ভ্রষ্টা নারীর চাতুরী হাবভাব বা মিথ্যা প্রণয়, মান-অভিমানের ভান।
ছিনি-মিনি [chini-mini] বি. 1 জলে খোলামকুচি ভাসিয়ে খেলাবিশেষ; 2 (আল.) অত্যন্ত বেহিসাবি খরচ; 3 (আল.) চূড়ান্ত অপচয় (টাকা নিয়ে ছিনিমিনি খেলা); 4 ইচ্ছামতো ব্যবহার করা (মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়)। [দেশি]।
ছিন্ন [chinna] বিণ. 1 ছিঁড়েছে বা ছেঁড়া হয়েছে এমন (ছিন্ন বস্ত্র); 2 ছেদিত, কর্তিত (ছিন্ন বৃক্ষ); 3 উত্পাটিত (ছিন্নমূল); 4 সংযোগভ্রষ্ট, বিচ্যুত, দূরীকৃত, নিরাকৃত (ছিন্নসংশয়)। [সং. √ ছিদ্ + ত]। ছিন্না বিণ. (স্ত্রী.) ছিন্ন -র সব অর্থে। ☐ বি. বেশ্যা। ̃ দ্বৈধ বিণ. দ্বিধামুক্ত, দ্বিধাহীন। ̃ পক্ষ বিণ. ডানা কাটা গেছে বা কাটা হয়েছে এমন। ̃ বিচ্ছিন্ন, ̃ ভিন্ন বিণ. ছিঁড়েখুঁড়ে একাকার করা হয়েছে এমন; লণ্ডভণ্ড। ̃ মস্তক বিণ. মস্তকহীন, স্কন্ধকাটা। ̃ মস্তা বি. (স্ত্রী.) মহাবিদ্যার রূপবিশেষ। ̃ মূষ্ক বিণ. অণ্ডহীন, অণ্ড কাটা হয়েছে এমন, খাসি। ̃ মূল বিণ. মূল ছিন্ন বা উত্পাটিত হয়েছে এমন (ছিন্নমূল বৃক্ষ)।
ছিপ [chipa] বি. দ্রুতগামী সরু ও লম্বাটে নৌকাবিশেষ। [সং. ক্ষিপ্র]।
ছিপ [chipa] বি. বাঁশের কঞ্চি থেকে প্রস্তুত মাছ ধরার লম্বা সরু দণ্ডবিশেষ (ছিপ ফেলে মাছ ধরা)। [দেশি]।
ছিপ-ছিপে [chipa-chipē] বিণ. কৃশ ও লম্বা (ছিপছিপে গড়নের)। [বাং. ছিপ 2 + ছিপ2 + আ]।
ছিপা [chipā] ক্রি. লুকানো, গোপন করা। [হি. ছিপ্না]। ̃ নো ক্রি. লুকানো, গোপন করা, ছিপা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ছিপি [chipi] বি. শোলা কাচ প্রভৃতির তৈরি গোঁজবিশেষ যা দিয়ে শিশি-বোতলের মুখ বন্ধ করা হয়, cork. [তু. হি. ছিপ্পা (=ঢেকে রাখা)]।
ছিবড়া [chibaḍ়ā] বি. পদার্থের রস বার করে নেওয়ার পর যা অবশিষ্ট থাকে, শিটা। [দেশি]।
(কথ্য) ছিবড়ে [ (kathya) chibaḍ়ē] বি. পদার্থের রস বার করে নেওয়ার পর যা অবশিষ্ট থাকে, শিটা। [দেশি]।
(আঞ্চ.) ছিবে [ (āñca.) chibē] বি. পদার্থের রস বার করে নেওয়ার পর যা অবশিষ্ট থাকে, শিটা। [দেশি]।
ছিম-ছাম [chima-chāma] বিণ. 1 পরিপাটি, শোভন; 2 আতিশয্যবর্জিত কিন্তু শোভন ও সুচারু (ছিমছাম ঘর, ছিমছাম পোশাক)। [দেশি]।
ছিয়াত্তর [chiẏāttara] বি. বিণ. 76 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছাহত্তরি-তু. হি. ছিহত্তর]। ছিয়াত্তরের মন্বন্তর 1176 বঙ্গাব্দে বাংলাদেশে সংঘটিত ভয়ানক দূর্ভিক্ষ।
ছিয়া-নব্বই [chiẏā-nabbi] বি. বিণ. 96 সংখ্যা বা সংখ্যক। [সং. ষণ্ণবতি-তু. প্রাকৃ. ছনবই-তু. হি. ছানবে]।
(কথ্য) ছিয়া-নব্বুই [ (kathya) chiẏā-nabbui] বি. বিণ. 96 সংখ্যা বা সংখ্যক। [সং. ষণ্ণবতি-তু. প্রাকৃ. ছনবই-তু. হি. ছানবে]।
ছিয়াশি [chiẏāśi] বি. বিণ. 86 সংখ্যা বা সংখ্যক। [প্রাকৃ. ছাসীই]।
ছিয়ে [chiẏē] অব্য. (ব্রজ.) ধিক ('ছিয়ে ছিয়ে রাধা': রবীন্দ্র)। [বাং. ছি]।
ছিরি [chiri] বি. (মূলত কথা) 1 শ্রী, কান্তি, রূপ (ছিরি তো খুব খুলেছে); 2 ধরন (কথার ছিরি দেখ); 3 বিবাহাদি শুভকার্যের জন্য রঙিন পিঠালি দিয়ে গড়া চূড়ার মতো মাঙ্গলিক দ্রব্যবিশেষ। [সং. শ্রী]। ̃ ছাঁদ বি. লাবণ্য ও গঠন; সৌকর্য (কথাবার্তার কোনো ছিরিছাঁদ নেই)।
ছিলকা [chilakā] বি. গাছের ছালের টুকরো; বল্কল, ত্বক, খোসা। [সং. ছল্লি]।
(কথ্য) ছিলকে [ (kathya) chilakē] বি. গাছের ছালের টুকরো; বল্কল, ত্বক, খোসা। [সং. ছল্লি]।
ছিলা [chilā] ক্রি. বাং. আছ্ ধাতুর অতীত কালের মধ্যম পুরুষে ছিলে -র আঞ্চ. রূপ।
ছিলা [chilā] বি. 1 ধনুকের গুণ, জ্যা; 2 বস্ত্রাদির প্রান্তভাগের ঝালরের মতো সুতো। [সং. ছল্লি]।
ছিলিম [chilima] বি. 1 তামাকের কলকে; 2 এক কলকে তামাক (এক ছিলিম খাবে না কি?)। [ফা. চিলম্]। ̃ চি বি. 1 হুঁকার যে অংশে কলকে বসানো হয়; 2 হাত ধোরার ধাতুনির্মিত পাত্র।
ছিষ্টি [chiṣṭi] যথাক্রমে সৃষ্টি ও সুচ -এর কথ্য রূপ।
ছেঁড়াছিঁড়ি [ chēn̐ḍ়āchin̐ḍ়i] যথাক্রমে ছিঁড়া ও ছিঁড়াছিঁড়ি -র চলিত রূপ।
জন্মাবচ্ছিন্ন [janmābacchinna] বিণ. চিরজীবনব্যাপী; জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকে বা ঘটে এমন। [সং. জন্ম + অবচ্ছিন্ন]।
তলা-গুছি [talā-guchi] বি. (আঞ্চ.) সাহায্য, সহায়তা (পিছনে থেকে তলাগুছি দেওয়া)। [বাং. তলা (নীচে, তলায়) + গুছি (মদত, সাহায্য)]।
তাচ্ছিল্য [tācchilya] বি. তুচ্ছজ্ঞান, অবজ্ঞা; অবহেলা (শত্রুকে তাচ্ছিল্য করা উচিত নয়)। [বাং. < সং. তুচ্ছ]।
নাছি [ nāchi] বি. ধাতুপাত প্রভৃতি জুড়বার জন্য পেরেকবিশেষ, বড় পেরেকবিশেষ, rivet. [দেশি]।
নিচ্ছিদ্র [nicchidra] বিণ. 1 ছিদ্রহীন; 2 নিখুঁত। [বাং. নি + সং. ছিদ্র, তু. সং. নিশ্ছিদ্র]।
নিরবচ্ছিন্ন [nirabacchinna] বিণ. 1 ছেদহীন, একটানা (নিরবচ্ছিন্ন কষ্টভোগ, নিরবচ্ছিন্ন পরিশ্রম); 2 অবিরাম, নিরন্তর (নিরবচ্ছিন্ন চর্চা)। [সং. নির্ + অবচ্ছিন্ন]। বি. ̃ তা
নিশ্ছিদ্র [niśchidra] বিণ. 1 ছিদ্রহীন (নিশ্ছিদ্র অন্ধকার, নিশ্ছিদ্র ব্যূহ); 2 ত্রুটিহীন (নিশ্ছিদ্র কর্মধারা)। [সং. নির্ + ছিদ্র]।
পঁইছি [ pam̐ichi] বি. স্ত্রীলোকের মণিবন্ধের অলংকারবিশেষ। [হি. পোহ্নংচী]।
পৈঁছি [ pain̐chi] বি. স্ত্রীলোকের মণিবন্ধের অলংকারবিশেষ। [হি. পোহ্নংচী]।
পছিয়াঁ [pachiẏā] বিণ. 1 পশ্চিমা; 2 পশ্চিম দিক থেকে আগত (পছিয়াঁ বাতাস)। [বাং. পশ্চিমা-তু. ফা. পসীন্ + বাং. আ]।
পরচ্ছিদ্র [paracchidra] বি. পরের দোষ বা ত্রুটি (পরচ্ছিদ্র খোঁজা)। সং. পর3 + ছিদ্র। পরচ্ছিদ্রান্বেষণ বি. পরের দোষ সন্ধান করা। পরচ্ছিদ্রান্বেষী (-ষিন্) বিণ. পরের দোষ খোঁজে এমন।
পরিচ্ছিন্ন [paricchinna] বিণ. 1 বিভক্ত; 2 বিছিন্ন; 3 সীমাবদ্ধ; 4 পরিচিত। [সং. পরি + জ্ঞাত]।
পিচ্ছিল [picchila] বিণ. 1 পিছল; 2 পা হড়কে যায় এমন মসৃণ; 3 হড়হড়ে, লালাময়। [সং. √ পিচ্ছ্ + ইল]।
পিছিলা [pichilā] বিণ. (কাব্যে) পিছল। [সং. পিচ্ছিল]।
পিছিলা [pichilā] বিণ. (কাব্যে) পিছনদিকের; পশ্চাত্দিকস্হ ('পিছিলা ঘাটে': চণ্ডী)। [পিছ দ্র]।
বাছাবাছি [ bāchābāchi] দ্র বাছা2
বিচি-কিচ্ছি [bici-kicchi] বিণ. অত্যন্ত কুত্সিত বা বিকট, কিম্ভূতকিমাকার, বিশ্রী। [দেশি-তু. সং. বিচিকিত্সা]।
বিচ্ছিত্তি [bicchitti] বি. 1 বিচ্ছেদ; 2 বিনাশ, নাশ; 3 নারীর বেশবিন্যাস; 4 নারীর অঙ্গরাগ; 5 বৈচিত্র্য। [সং. বি + √ ছিদ্ + তি]।
বিচ্ছিন্ন [bicchinna] বিণ. 1 সম্পূর্ণ পৃথক বা ভিন্ন (দু-তিনটি বিচ্ছিন্ন ঘটনা); 2 সম্পর্কশূন্য (সংসার থেকে বিচ্ছিন্ন, দল থেকে বিচ্ছিন্ন); 3 বিযুক্ত, বিভক্ত (বিচ্ছিন্ন অংশদুটিকে জোড়া হল)। [সং. বি + ছিন্ন]। বি. ̃ তা। স্ত্রী. বিচ্ছিন্নাবিচ্ছিন্নতা-বাদ বি. বিভেদপন্হা, ঐক্য বা সংহতি বিনষ্টকারী পন্থা বা মতবাদ। বিচ্ছিন্নতাবাদী বি. বিণ. উক্ত মত বাদে বিশ্বাসী কিংবা উক্ত ধরনের কার্যকলাপে লিপ্ত।
বচ্ছিরি [bacchiri] বিণ. বিশ্রী -র কথ্য রূপকদর্য, অশোভন, অবাঞ্ছিত। [< সং. বিশ্রী]।
বিতি-কিচ্ছি [biti-kicchi] বিণ. বিচিকিচ্ছি -র রূপভেদ: বিশ্রী, বিকটাকার, উত্কট আকারবিশিষ্ট; অস্বস্তিকর। [বিচিকিচ্ছি দ্র]।
বিতি-কিচ্ছিরি [ biti-kicchiri] বিণ. বিচিকিচ্ছি -র রূপভেদ: বিশ্রী, বিকটাকার, উত্কট আকারবিশিষ্ট; অস্বস্তিকর। [বিচিকিচ্ছি দ্র]।
মাছি [māchi] বি. 1 ভনভন শব্দে ওড়ে এমন দুই ডানাযুক্ত ক্ষুদ্র পতঙ্গবিশেষ, মক্ষিকা; 2 নিশানার কাজে সাহায্য করার জন্য বন্দুকের সঙ্গে সংলগ্ন চিহ্নবিশেষ। [প্রাকৃ. মচ্ছিআ < সং. মক্ষিকা]। ̃ .মারা বিণ. (আল.) ভালোমন্দ শুদ্ধাশুদ্ধ বিচার না করে অন্ধের মতো নকল করে এমন (মাছিমারা কেরানি)।
মিছি-মিছি [michi-michi] বি. ক্রি-বিণ. অনর্থক, অকারণে। [মিছা দ্র]।
মিছিল [michila] বি. 1 শোভাযাত্রা, কোনো উদ্দেশ্যে বহু লোকের পঙ্ক্তিবদ্ধভাবে কোনো দিকে যাওয়া; 2 (আদা. মোকদ্দমা বা তত্সংক্রান্ত নথিপত্র) [আ. মিস্ল]।
মৌমাছি [maumāchi] বি. মধু সংগ্রহকারী হুলযুক্ত পতঙ্গবিশেষ। [বাং. মৌ + মাছি]।
লাছি [lāchi] বি. সুতোর গুটি বা কাটিমে জড়ানো সুতো (এক লাছি সুতো)।[দেশি.]।
লাঞ্ছিত [lāñchita] বিণ. 1 ভর্ত্সিত , তিরস্কার; 2 নিন্দিত, অপমানিত, অপদস্হ; 3 উত্পীড়িত; 4 কলঙ্কিত; 5 চিহ্নিত, অঙ্কিত (চন্দনলা়ঞ্ছিত দেহ); 6 ধ্বজযুক্ত; 7 নামযুক্ত, নামাঙ্কিত। [সং. √ লাঞ্ছ্ + ত]।
সচ্ছিদ্র [sacchidra] বিণ. ছিদ্রযুক্ত। [সং. স (সহ) + ছিদ্র]।
সছিদ্র [ sachidra] বিণ. ছিদ্রযুক্ত। [সং. স (সহ) + ছিদ্র]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org