Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Violet
Violin
Violincello
Viper
Virago
Virgin
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word ছড় from Bangla-English Dictionary
ছড়: Bangla to English
আছড়া [āchaḍ়ā] n a spell of sprinking. এক আছড়া বৃষ্টি a spell of light shower.
আ-ছড়া [ā-chaḍ়ā] a unflayed; unscratched.
আছড়া-আছড়ি [āchaḍ়ā-āchaḍ়i] n throwing continuously to the ground with force; mutual knock ing to the ground as in wrestling.
আছড়ানো [āchaḍ়ānō] v to throw or dash to the ground violently (esp. when washing clothes).
ছড় [chaḍ়] n hide, skin (হরিণের ছড়).
ছড় [chaḍ়] n a long slender bar of metal or other material, a rod; a stick; a bow of a musical instrument (বেহালার ছড়); a long scratching mark, a long scratch (গায়ে ছড় লাগা).
ছড়া [chaḍ়ā] v to get scratched or grazed or bruised or flayed; to strip the skin or bark from.
ছড়া [chaḍ়ā] n a rhyme (ছেলে-ভোলানো ছড়া = a nursery rhyme; গ্রাম্য-ছড়া = a folk rhyme); a set of things threaded to gether or arranged as if threaded, a string (গোটছড়া); a bunch, a cluster (একছড়া কলা); a spell of sprinkling or a solution for sprinkling (গোবর ছড়া). ছড়া কাটা v. to cap verses, to quote apt verses.
ছড়াছড়ি [chaḍ়āchaḍ়i] n scattering about negligently and profusely; state of being scattered about negligently and profusely; profu sion, abundance. ছড়াছড়ি যাওয়া v. to lie scattered about neglectedly and abun dantly; to go a-begging.
ছড়ানো [chaḍ়ānō] v to scatter about in a disorderly manner, to strew; to scatter (বীজ ছড়ানো); to sprinkle (জল ছড়ানো); to give out, to emit (গন্ধ ছড়ানো); to spread (রোগ ছড়ানো).
ছড়ি [chaḍ়i] n a slender stick; a stick; a bow of a musical instrument; a walking-stick; (bot.) a spike (খেজুর ছড়ি). ছড়ি ঘোরানো v. to brandish one's stick; (fig.) to lord it over (a person), domineer, command undesirably.
ছড়িদার [chaḍ়idāra] n a person who helps and leads pilgrims (usu.) on an uphill journey.
পাছড়া-পাছড়ি [pāchaḍ়ā-pāchaḍ়i] n scuffle, mutual grappling.
ছড়: Bangla to Bangla
আছড়ানো [āchaḍ়ānō] বি. ক্রি. আছাড় দেওয়া; (বস্ত্রাদি) তুলে নীচে বা ভূমিতে সজোরে ফেলা। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. √ আছ়ড়া + আনো]।
ছড় [chaḍ়] বি. 1 সরু লম্বা দণ্ড, শিক (বন্দুকের ছড়, লোহার ছড়); 2 ছোট ছড়ি, বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়ি; 3 লম্বা আঁচড় ('বাছার গায়ে কতই ছড় গিয়াছে': টেকচাঁদ ঠাকুর)। [বাং. ছড়ি]।
ছড় [chaḍ়] বি. চামড়া, ছাল ('অভাগী ফুল্লরা পরে হরিণের ছড়': ক. ক.)। [সং. ছল্লি]।
ছড়া [chaḍ়ā] ক্রি. ছড়ানো। [সং. ছটা]।
ছড়া [chaḍ়ā] ক্রি. ছড়ে যাওয়া, আঁচড় লাগা; ছাল উঠে যাওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [ছড়2 দ্র]।
ছড়া [chaḍ়ā] বি. 1 শিশু-ভোলানো বা মেয়েলি কবিতা; 2 গ্রাম্য কবিতাবিশেষ; 3 ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (গোটছড়া, হারছড়া); 4 গুচ্ছ, থোলো (কলার ছড়া); 5 ইতস্তত ছড়ানো তরল পদার্থ, ছিটা (জলছড়া, গোবরছড়া, ছড়া দেওয়া)। [সং. ছটা]। ছড়া কাটা ক্রি. বি. ছড়া আবৃত্তি করা; ছড়া তৈরি করে উত্তর-প্রত্যুত্তর করা। ছড়া-কার বি. ছড়া তৈরি করে এমন ব্যক্তি, ছড়া-রচয়িতা।
ছড়া-ছড়ি [chaḍ়ā-chaḍ়i] বি. 1 অযত্নে ইতস্তত নিক্ষেপ; 2 ওইভাবে অপচয় (জিনিসপত্রের ছড়াছড়ি); 3 চার দিকে ছড়িয়ে আছে এমন প্রাচুর্য (এ বছর এখানে আমের ছড়াছড়ি)। [ছড়া1 দ্র]।
ছড়ানো [chaḍ়ānō] ক্রি. 1 ইতস্তত নিক্ষেপ করা, বিক্ষিপ্ত করা (জিনিসপত্র এভাবে ছড়াল কে?); 2 বিস্তৃত হওয়া, বিস্তার লাভ করা, ব্যাপ্ত হওয়া (রোগ ছড়াচ্ছে, আগুন ছড়িয়ে পড়ছে); 3 ছিটানো (জল ছড়ানো, বীজ ছড়ানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ছড়া1 দ্র]।
ছড়ি [chaḍ়i] বি. 1 সরু লাঠি (ছড়ি হাতে বেড়ানো); 2 বেহালা এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের ছড়। [বাং.-তু. হি. ছড়ী < সং. যষ্টি?]। ̃ দার বি. 1 ছড়িধারী ব্যক্তি; 2 তীর্থস্হানে পাণ্ডার অনুচর। ̃ বরদার বি. সুসজ্জিত ভৃত্য, চোপদার।
পাছড়া [pāchaḍ়ā] বি. দোপাট্টা, গায়ের চাদর বিশেষ। [সং. প্রচ্ছদ]।
পাছড়া [pāchaḍ়ā] ক্রি. পাছড়ানো। [পাছাড় দ্র]।̃ নো ক্রি. বি. 1 আছাড় দিয়ে ভূপাতিত করা; 2 (ছাগাদি) বলিদানের আগে হাড়িকাঠে মাথা ঢুকিয়ে পিছন থেকে পা টেনে ধরা; 3 কুলো দিয়ে শস্যাদি ঝাড়া। ☐ বিণ. উক্ত সব অর্থে।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2024 © ovidhan.org