Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Headstrong
Heady
Heal
Health
Healthy
Heap
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word জীবন from Bangla-English Dictionary
জীবন: Bangla to English
আজীবন [ājībana] adv & a. throughout the whole of one's life; for life; till death.
উজ্জীবন [ujjībana] n infusion of a new life, regen eration; bringing back or coming back to life or consciousness, resuscitation; act of being predominant again from a state of extinction, revival.
জীবন [jībana] n life; existence; lifetime (আ জীবন); duration of life (জীবন ফুরানো); a living or livelihood (চাষই তার জীবন); a person or thing as dear or valuable as (one's) life (ছেলেটি তার জীবন); water. জীবন দেওয়া v. to sacrifice or lay down one's life, to die for; to give life to. জীবন পাওয়া v. to come to life; to come back to life. জীবন যাওয়া, জীবন হারানো v. to lose one's life, to die. জীবন নেওয়া v. to take one's life, to kill. ̃কথা, ̃কাহিনি, ̃চরিত n. biography. ̃চরিতকার n. a bi ographer. ̃জিজ্ঞাসা n. quest or inquiry into life's meaning. ̃দর্শন n. philoso phy of life. ̃দান n. act of giving life to. জীবনদান করা same as জীবন দেওয়া । ̃দায়ক a. life-giving, life-saving. ̃ধারণ n. act of living; existence; act of lead ing one's life. জীবনধারণ করা v. to live; to exist; to lead one's life. ̃নাশ n. de struction of life; death. জীবননাশ করা v. to destroy the life (of); to kill. জীবননাশ হওয়া v. to have one's life destroyed; to lose one's life; to die. ̃প্রবাহ n. the cycle or flow of life. ̃বল্লভ n. hus band; a lover. ̃বিমা n. life insurance, life assurance. জীবনবিমা করা v. to insure one's life. ̃বিহীন same as ̃শূন্য । ̃বৃত্তান্ত n. biography. ̃বেদ n. the view of life, philosophy of life, Weltans-chauung. ̃ভোর, ̃ভর adv. throughout one's life. ̃মরণ n. life and death ☐ a. life-and-death (জীবনমরণ সমস্যা) ̃যাত্রা n. liveli hood. ̃যাপন n. leading one's life; liv ing. জীবনযাপন করা v. to lead one's life; to live. ̃শূন্য a. lifeless; dead; inani mate. ̃সংগ্রাম n. the stru-ggle for exist ence. ̃সংশয় n. a critical or precarious condition. ̃সঙ্গিনী n. a wife; a female life-companion. masc. ̃সঙ্গী a male life-companion; a husband. ̃সঞ্চার n. infusion of life, resuscitation. ̃সর্বস্ব n. everything in or of one's life; all that one lives for. ̃হীন same as ̃শূন্য । ̃স্মৃতি n. an autobiographical memoir.
জীবনাধিক [jībanādhika] a more important or valuable or dearer than (one's) life.
জীবনান্ত [jībanānta] n end or termination of life; death. জীবনান্তে adv. after death.
জীবনাবসান [ jībanābasāna] n end or termination of life; death. জীবনান্তে adv. after death.
জীবনী [jībanī] a life-giving. ☐ n. a biography. ̃কার n. a biographer. ̃শক্তি n. vitality.
জীবনীয় [jībanīẏa] a necessary for the protection or sustenance of life. ☐ n. water.
জীবনোত্সর্গ [jībanōtsarga] n sacrifice of one's life.
জীবনোপায় [jībanōpāẏa] n means of livelihood or sub sistence.
জীবন্ত [jībanta] a living alive; full of life, viva cious; obvious or vivid (জীবন্ত সত্য); active (জীবন্ত আগ্নেয়গিরি).
জীবন্মুক্ত [jībanmukta] a freed from earthly attachment even whilst living in this world; one who has attained salvation even whilst living in this world; freed in the living state. জীবন্মুক্তি n. freedom from earthly attachment or attainment of salvation even whilst living in this world; freedom (of the spirit) in the living state.
জীবন্মৃত [jībanmṛta] a almost dead although living; more dead than alive.
যাবজ্জীবন [yābajjībana] adv as long as one's life lasts, for life. ☐ a. life-long. যাবজ্জীবন কারাদণ্ড imprisonment for life, a life-term, a life sentence.
সঞ্জীবন [sañjībana] a infusion of life, animation; res toration of life, reanimation. ☐ a. re storing life, reanimating; infusing life, animating. সঞ্জীবনী a. fem. of সঞ্জীবন (a.). ☐ a. an elixir restoring the dead to life (সঞ্জীবনী সুধা). সঞ্জীবিত a. restored to life; reanimalted; animated.
জীবন: Bangla to Bangla
আজীবন [ājībana] ক্রি-বিণ. বিণ. সারা জীবন ধরে (আজীবন একথা মনে রাখব, আজীবন শত্রু)। [বাং. আ + সং. জীবন]।
উজ্জীবন [ujjībana] বি. 1 নবজীবনসঞ্চার; 2 মৃতের বা মৃতপ্রায়ের চেতনাসঞ্চার; 3 যা লুপ্তপ্রায় ছিল তার পুনরায় জেগে ওঠা বা প্রবল হওয়া (প্রাচীন সভ্যতার উজ্জীবন)। [সং. উত্ + √ জীব্ + অন]। উজ্জীবিত বিণ. নবজীবনপ্রাপ্ত; নতুনভাবে চেতনাপ্রাপ্ত; উদ্দীপিত, সঞ্জীবিত।
জীবন [jībana] বি. 1 প্রাণ; 2 প্রাণধারণ (জীবনকাল, জীবনযাত্রা); 3 জীবনকাল (আজীবন); 4 আয়ু (জীবন ফুরিয়ে এল); 5 প্রাণস্বরূপ অতি প্রিয়পাত্র ('জীবনস্বরূপা সে স্বামীর শিরোমণি': ভা. চ.); 6 জল। [সং. √ জীব্ + অন]। ̃ কাল বি. আয়ুষ্কাল, জীবদ্দশা। ̃ চরিত, ̃ বৃত্তান্ত বি. (কারও) জীবনের ঘটনাবলি ও চরিত্রের বিবরণ, জীবনী। ̃ জিজ্ঞাসা বি. জীবন বা জগত্ সম্পর্কে প্রশ্ন কৌতূহল বা অনুসন্ধান। ̃ দর্শন বি. জীবনের স্বরূপ ও উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা; জীবনের স্বরূপ অবধারণ। ̃ প্রবাহ বি. সংসারস্রোত, জীবনযাপন, বহমান শ্রোতোরূপ জীবন ('জীবনপ্রবাহ বহি কালসিন্ধু পানে ধায়': মধু)। ̃ বিজ্ঞান জীববিজ্ঞান -এর অনুরূপ। ̃ বিমা বি. যে বিমা-চুক্তিতে নির্দিষ্ট মেয়াদের শেষে বিমাকারী বা তার মৃত্যু ঘটলে তার উত্তরাধিকারী টাকা পায়। ̃ বেদ বি. জীবনের মূলমন্ত্র ও নিয়ন্ত্রক নীতি। ̃ যাত্রা বি. জীবিকানির্বাহ, সংসার চালানো। ̃ যাপন বি. জীবন কাটানো। ̃ যৌবন বি. জীবন ও যৌবন; প্রাণ ও তারুণ্য। ̃ সঙ্গী বি. 1 সারা জীবনের সঙ্গী, চিরসহচর; 2 স্বামী। স্ত্রী. ̃ সঙ্গিনী। ̃ স্মৃতি বি. আত্মচরিত, নিজের জীবনের স্মৃতিচারণা।
জীবনাধিক [jībanādhika] বিণ. প্রাণের চেয়ে বেশি প্রিয়, প্রাণাধিক। [সং. জীবন + অধিক]।
জীবনান্ত [jībanānta] বি. জীবনের শেষ, মৃত্যু। [সং. জীবন + অন্ত, অবসান]।
জীবনাব-সান [ jībanāba-sāna] বি. জীবনের শেষ, মৃত্যু। [সং. জীবন + অন্ত, অবসান]।
জীবনাশঙ্কা [jībanāśaṅkā] বি. প্রাণের ভয়, মৃত্যুভয়, মারা যাবার ভয় (এই রোগে জীবনাশঙ্কা নেই)। [সং. জীবন + আশঙ্কা]।
জীবনী [jībanī] বিণ. (স্ত্রী.) জীবন বা প্রাণ দান করে এমন, প্রাণদায়িনী; প্রাণের প্রাচুর্যদায়িনী (জীবনীশক্তি)। ☐ বি. জীবনচরিত, জীবনবৃত্তান্ত। [সং. জীবন + ঈ]। ̃ কার বি. জীবনচরিত রচয়িতা।
জীবনীয় [jībanīẏa] বিণ. প্রাণধারণের জন্য আবশ্যক। ☐ বি. জল। [সং. জীবন + ঈয়]।
জীবনী শক্তি [jībanī śakti] বি. প্রাণপ্রাচুর্য, প্রাণচাঞ্চল্য (জীবনীশক্তিতে ভরপুর) সজীবতা; প্রাণবন্ত ভাব।[সং. জীবনী + শক্তি]।
জীবনোপায় [jībanōpāẏa] বি. জীবিকা। [সং. জীবন + উপায়]।
জীবন্ত [jībanta] বিণ. 1 বেঁচে আছে এমন, সজীব, জীবিত (জীবন্ত দগ্ধ); 2 অত্যন্ত স্পষ্ট (জীবন্ত সত্য)। [সং. √ জীব্ + বাং. অন্ত]।
জীবন্মুক্ত [jībanmukta] বিণ. জীবিতাবস্হাতেই পার্থিব মায়া-বন্ধন থেকে মুক্ত, কিন্তু তবু প্রারব্ধ কর্ম সম্পন্ন করার জন্য নিরাসক্তভাবে দেহধারণ করে আছেন এমন। [সং. জীবত্ + মুক্ত]। জীবন্মুক্তি বি. জীবন্মুক্ত অবস্হা; জীবন্মুক্ত হওয়া।
জীবন্মৃত [jībanmṛta] বিণ. জীবিত অবস্থাতেই মৃতবত্, নির্জীব; অত্যন্ত কষ্টে জীবনধারণের গ্লানি বহন করছে এমন। [সং. জীবত্ + মৃত]।
পুনরুজ্জীবন [punarujjībana] বি. নতুন বা আবার জীবনলাভ; নতুন চেতনা-সঞ্চার; পুনরায় সজীবতা বা সক্রিয়তালাভ। [সং. পুনঃ + উজ্জীবন]। পুনরুজ্জীবিত বিণ. নতুন জীবন বা উদ্দীপনা লাভ করেছে এমন, নতুন চেতনা লাভ করেছে এমন।
পুনর্জীবন [ punarjībana] বি. পুনরায় জন্ম ও উত্পত্তি; মরে গিয়ে আবার জন্মলাভ। [সং. পুনঃ + উত্পত্তি, উদ্ভব, জন্ম, জীবন]। বিণ. পুনরুত্পন্ন, পুনরুদ্ভত পুনর্জাত, পুনর্জীবিত
যাবজ্জীবন [yābajjībana] ক্রি-বিণ. যতদিন জীবন থাকবে ততদিন, চিরজীবন, আমরণ (যাবজ্জীবন কারাদণ্ড)। [সং. যাবত্ + জীবন]।
সঞ্জীবন [sañjībana] বি. জীবনধারণ, প্রাণধারণ। [সং. সম্ + √ জীব্ + অন]।
সঞ্জীবন [sañjībana] বি. জীবনসঞ্চার, জীবন্ত করা (পল্লিসঞ্জীবন)। ☐ বিণ. জীবনদায়ী, প্রাণসঞ্চারক। [সং. সম্ + √ জীব্ + ণিচ্ + অন]। সঞ্জীবনী বিণ. (স্ত্রী.) প্রাণসঞ্চার কারিণী, জীবনদায়িনী। ☐ বি. জীবনদায়ী ওষুধবিশেষ (মৃতসঞ্জীবনী)।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org