জয়: Bangla to English | অজয় [ajaẏa] n absence of victory; defeat. ☐ a. unconquerable. | অর্জয়িতা [arjaẏitā] n var. of অর্জক । | জগজ্জয়ী [jagajjaẏī] a world-conquering. ☐ n. a con queror of the whole world, a world conqueror. | জন্মজয়ন্তী [ janmajaẏantī] n birthday celebra tion. | জয় [jaẏa] n act of defeating or conquering; victory, triumph, win, conquest; ova tion, applause (জয়ধ্বনি). ☐ int. victory (জয় ভগবান). জয় করা v. to win; to de feat; to conquer; to succeed. জয় হওয়া v. to be won or conquered; to be crowned with victory or success (তোমার জয় হবে). ̃গান n. a song of praise; singing in praise. ̃জয়কার n. (popular) praise of a victorious person; huzza; (loos.) great or repeated victory. জয়জয়কার করা v. to receive with an ova tion, to huzza; জয়জয়কার হওয়া v. to be received with an ovation, to be ac claimed. ̃জয়ন্তী n. an Indian musical mode. ̃ঢাক n. a war-drum. ̃তু v. be victorious, let victory attend you (জয়তু শিবাজি); glory be. ̃দুর্গা n. a manifesta tion of Goddess Durga (দুর্গা). ̃ধ্বনি n. peals of victory; noise of ovation with which a triumphant or famous person is received, huzza. জয়ধ্বনি করা v. to re ceive with an ovation, to huzza. ̃ধ্বজ, ̃পতাকা n. a flag or standard of victory or triumph. ̃পত্র n. a written certifi cate or declaration of success or tri umph. ̃পরাজয় n. victory and defeat; success and failure. ̃ভেরি n. a war drum. ̃মাল্য n. a wreath or laurel of victory. ̃যুক্ত a. victorious, trium phant; successful. ̃লক্ষ্মী same as ̃শ্রী । ̃লাভ n. attainment of victory. ̃লেখ same as ̃পত্র । জয়শঙ্খ n. a conch that is blown by a person to announce his or her victory. ̃শ্রী n. the presiding goddess of victory. ̃সাধ্য a. conquerable, vincible. ̃স্তম্ভ n. a pillar or monument of victory. | জয়ত্রী [jaẏatrī] n the aril of the nutmeg, mace. | জয়ন্তী [jaẏantī] n a flag, a standard; a name of Goddess Durga (দুর্গা); a birthday cel ebration (রবীন্দ্রজয়ন্তী); an anniversary, a jubilee; a kind of tree. রৌপ্যজয়ন্তী n. the silver jubilee. সুবর্ণজয়ন্তী n. the golden jubilee. হীরকজয়ন্তী n. the dia mond jubilee. | জয়পাল [jaẏapāla] n the croton. | জয়া [jaẏā] n a name of Goddess Durga (দুর্গা) or one of her female attendants. | জয়ী [jaẏī] a victorious, triumphant, success ful. | জয়োত্সব [jaẏōtsaba] n victory celebration. | জয়োন্মত্ত [jaẏōnmatta] a flushed or beaming with vic tory, maddened by victory. | জয়োল্লাস [jaẏōllāsa] n rejoicings and celebrations af ter victory or signal success. | জয়োস্তু [jaẏōstu] v be victorious, let victory attend you. | দিগ্বিজয় [digbijaẏa] n conquest of (all the quarters of) the world (by armed invasion or by any good quality such as learning, lit erary talent etc.), world-conquest. দিগ্বিজয় করা v. to conquer the whole world. দিগ্বিজয়ী a. world conquering. ☐ n. a world-conquerer. | দুর্জয় [durjaẏa] a difficult to conquer or subdue; invincible; turbulent. | নিয়োজয়িত্রী [niẏōjaẏitrī] fem of নিয়োজয়িতা । | পরাজয় [parājaẏa] n defeat. পরাজয় বরণ করা v. to court defeat. পরাজয় স্বীকার করা v. to ac knowledge or own defeat; to give in, to yield. পরাজয়ের গ্লানি disgrace or igno miny or distress or anguish of defeat. | বিজয় [bijaẏa] n victory, triumph; conquest (ভারতবিজয়); subdual or vanquishment (দানববিজয়); success (কর্মে বিজয়লাভ); (obs.) act of going. ̃অভিযান n. a march for victory, a march for con quests; a victory march. ̃কেতন n. the banner of victory. ̃গর্ব n. pride of vic tory. ̃দৃপ্ত a. proud of victory, flushed with victory; triumphant. ̃লক্ষী n. the goddess of victory (cp. Minerva). বিজয়লাভ করা v. to be victorious or suc cessful. ̃স্তম্ভ n. monument com memorating a victory, a victory pillar or column. বিজয়া n. Goddess Durga (দুর্গা); a female companion of Durga; the day on which the image of Durga is immersed (usu. বিজয়াদশমী). বিজয়া সংগীত n. any one of the songs about Durga's going to her husband's house leaving her paternal home. বিজয়ী a. victorious, triumphant; conquering; vanquishing. ☐ n. a victor; a con queror; a vanquisher. fem. বিজয়িনী । বিজয়োত্সব n. celebration of victory; ex ultation for victory or success, tri umph. বিজয়োত্সব করা v. to celebrate a victory. বিজয়োন্মত্ত a. beside oneself with joy for victory or success, madly rejoicing on account of victory or suc cess. বিজয়োল্লসিত a. triumphant, exult ant. বিজয়োল্লাস n. exultation for victory or success, triumph. | বৈজয়ন্ত [baijaẏanta] n the capital or the palace or the flag of Indra (ইন্দ্র) the king of gods. বৈজয়ন্তী n. fem. a flag, a banner, a multi-coloured garland. | ভোজয়িতা [bhōjaẏitā] a. & n one who feeds. fem. ভোজয়িত্রী । | হজযাত্রী [hajayātrī] n a Muslim pilgrim to Mecca and Medina. |
| জয়: Bangla to Bangla | অজয় [ajaẏa] বি. 1 জয়ের অভাব, পরাজয়; 2 পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ নদী। ☐ বিণ. অজেয়, পরাজিত করা যায় না এমন। [সং. ন+জয়]। অজয়া বি. (স্ত্রী.) সিদ্ধি, ভাং। | উদ্বেজয়িতা [udbējaẏitā] (-তৃ) বিণ. উদ্বেগসৃষ্টিকারী। [সং. উত্ + √ বিজ্ + ণিচ্ + তৃ]। স্ত্রী. উদ্বেজয়িত্রী। | জগজ্জয়ী [jagajjaẏī] বিণ. পৃথিবী জয়কারী, বিশ্বজয়ী, দিগ্বিজয়ী। [সং. জগত্ + জয়ী]। | জয় [jaẏa] বি. 1 পরাভুত বা দমন করা (শত্রু জয়, যুদ্ধ জয়); 2 যুদ্ধ ইত্যাদির দ্বারা অধিকার করা (দেশ জয়); 3 কার্যসিদ্ধি, সাফল্য (জীবনে জয়লাভ করা, মহারাজের জয় হোক)। [সং. √ জি + অ]। ̃ কেতু বি. জয়পতাকা। ̃ জয়-কার বি. জয়ধ্বনি; বিজয়ের পরাকাষ্ঠা; জয়োল্লাসের ধ্বনি। ̃ জয়ন্তী বি. 1 সংগীতের রাগবিশেষ; 2 বিজয়নিশান। ̃ ঢাক বি. রণবাদ্যরূপে ব্যবহৃত বিরাট ঢাক; বড় ঢাক। ̃ তি ক্রি. জয় হয়। ̃ তু ক্রি. জয় হোক। ̃ দুর্গা বি. দুর্গাদেবীর রূপবিশেষ। ̃ ধ্বজ বি. জয়পতাকা। ̃ ধ্বনি বি. 1 জয়োল্লাসের ধ্বনি; 2 গৌরবকীর্তন বা বিজয়ঘোষণা ('তোরা সব জয়ধ্বনি কর': নজরুল)। ̃ নাদ বি. জয়ধ্বনি; আনন্দধ্বনি। ̃ পতাকা বি. বিজয়নিশান। ̃ পত্র বি. বিজয় বা সাফল্যের নিদর্শনসূচক পত্র বা লেখন। ̃ ভেরী বি. জয়ঢাক। ̃ মঙ্গল বি. 1 মঙ্গলচণ্ডী; 2 জ্বরনাশক কবিরাজি ওষুধবিশেষ; 3 রাজহস্তী। ̃ মাল্য বি. জয়ের নিদর্শনরূপে প্রাপ্ত মালা। ̃ যুক্ত বিণ. জয়ী; জয় বা সাফল্য অর্জন করেছে এমন (জয়যুক্ত হও)। ̃ লক্ষ্মী বি. সাফল্যরূপ লক্ষ্মী; জয়শ্রী; বিজয়। ̃ লেখ বি. বিজয়ীর ললাটে জয়ের যে বিবরণপত্র এঁটে দেওয়া হয় বা হত ('ললাটে দিয়াছে জয়লেখ': রবীন্দ্র); (আল.) বিজয় নিদর্শন; সাফল্যের নিদর্শন। ̃ শঙ্খ বি. যে শঙ্খ বাজিয়ে যোদ্ধা নিজের জয় ঘোষণা করে। ̃ শ্রী বি. 1 জয়লক্ষ্মী, বিজয়ের অধিষ্ঠাত্রী দেবী; 2 সংগীতের রাগবিশেষ। ̃ স্তম্ভ বি. বিজয়লাভের নিদর্শন বা স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ। জয়োন্মত্ত বিণ. জয়লাভের ফলে উন্মত্ত বা উদ্দাম। জয়োত্সব বি. বিজয়লাভের উপলক্ষ্যে উত্সব। জয়োল্লাস বি. জয়ের আনন্দ। | জয়ত্রি [jaẏatri] বি. জায়ফল গাছের ফুল বা ছাল। [সং. জাতিপত্রী]। | জয়ন্ত [jaẏanta] বি. 1 ইন্দ্রপুত্র; 2 শিব; মহাদেব; 3 ভীমের ছদ্মনাম। [সং. √ জি + অন্ত]। | জয়ন্তী [jaẏantī] বি. 1 পতাকা, নিশান; 2 দুর্গা; 3 ইন্দ্রকন্যা; 4 শ্রীকৃষ্ণের জন্মতিথি বা জন্মরাত্রি; 5 বরণীয় ব্যক্তির সম্মানে অনুষ্ঠিত উত্সব (রবীন্দ্রজয়ন্তী); 6 বৃক্ষবিশেষ জয়ন্তীপত্র)। [সং. √ জি + অত্ (শতৃ) + ঈ]। রৌপ্য জয়ন্তী বি. পঁচিশ বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব। সুবর্ণ জয়ন্তী বি. পঞ্চাশ বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে উত্সব। হীরক জয়ন্তী বি. ষাট বত্সর পূর্ণ হওয়া উপলক্ষ্যে অনুষ্ঠিত উত্সব। | জয়-পাল [jaẏa-pāla] বি. 1 ব্রহ্মা; 2 বিষ্ণু; 3 বৃক্ষবিশেষ যার বীজ থেকে croton oil নামে পরিচিত উগ্র বিরেচক তেল উত্পন্ন হয়। [সং. জয় + √ পালি + অ]। | জয়া [jaẏā] বি. 1 পার্বতী, শিবপত্নী; 2 পার্বতীর সখীবিশেষ; 3 জয়ন্তীবৃক্ষ; 4 হরীতকী; 5 ভাং, সিদ্ধি। [সং. √ জি + অ + আ]। | জয়ী [jaẏī] (-য়িন্) বিণ. জয়লাভকারী, জয়যুক্ত, জয়শীল। [সং. √ জি + ইন্]। | জয়োল্লাস [jaẏōllāsa] দ্র জয়। | জয়োস্তু [jaẏōstu] ক্রি. জয় হোক, জয়তু। [< সং. জয়ঃ + অস্তু]। | দিগ্বিজয় [ digbijaẏa] যথাক্রমে দিগ্বধূ, দিগ্বলয়, দিগ্বালিকা, দিগ্বিজয় ও দিগ্বিদিক -এর বানানভেদ। | দিগ্বি়জয় [digbi়jaẏa] বি. (যুদ্ধ, পাণ়্ডিত্য প্রভৃতির দ্বারা) চতুর্দিক জয় করা। [সং. দিক্ + বিজয়]। দিগ্বিজয়ী (-য়িন্) বিণ. দিগ্বিজয়কারী। | দিগ্-বিজয় [ dig-bijaẏa] বি. (যুদ্ধ, পাণ়্ডিত্য প্রভৃতির দ্বারা) চতুর্দিক জয় করা। [সং. দিক্ + বিজয়]। দিগ্বিজয়ী (-য়িন্) বিণ. দিগ্বিজয়কারী। | দুর্জয় [durjaẏa] বিণ. 1 জয় করা শক্ত এমন, অজেয় (দুর্জয় শত্রু); 2 অদম্য (দুর্জয় সাহস)। [সং. দুর্ + √ জি + অ]। | পরঞ্জয় [parañjaẏa] বিণ. শত্রুজয়কারী। [সং. পর + √জি + অ (খচ্)]। | পরা-জয় [parā-jaẏa] বি. হার, পরাভব। [সং. পরা2 + √জি + অ]। পরা-জিত বিণ. পরাভূত, হেরে গেছে এমন। স্ত্রী পরা-জিত। পরা-জেয় বিণ. যাকে হারানো যায়। | বিজয় [bijaẏa] বি. 1 জয়, জিত, প্রতিপক্ষকে পরাজিত বা দমিত করা; 2 সাফল্য; 3 (প্রা. বাং.) গমন, প্রস্হান ('গঙ্গাতীরে দেবী করিলা বিজয়': চৈ. ভা.)। [সং. বি + জয়]। ̃ কেতন বি. জয়পতাকা। ̃ গর্ব বি. জয়লাভের জন্য গর্ব। ̃ দৃপ্ত বিণ. জয়লাভের ফলে গর্বিত। ̃ লক্ষ্মী বি. জয়ের অধিষ্ঠাত্রী দেবী। ̃ স্তম্ভ বি. বিজয় বা জয়লাভের স্মারক হিসাবে নির্মিত স্তম্ভ বা মিনার। বিজয়ী (-য়িন্), বিজেতা (-তৃ) বিণ. জয়লাভকারী। স্ত্রী. বিজয়িনী, বিজেত্রী। বিজয়োত্-সব বি. 1 জয়লাভ উপলক্ষ্যে উত্সব [বিজয় + উত্সব]; 2 বিজয়াদশমীর উত্সব [বিজয়া + উত্সব]। বিজয়োন্মত্ত বিণ. জয়ের আনন্দে পাগলপ্রায়। বিজিত বিণ. 1 পরাজিত (বিজিত শত্রু); 2 জয় করে নেওয়া হয়েছে এমন (বিজিত রাজ্য, বিজিত দেশ)। স্ত্রী. বিজিতা। বিজেয় বিণ. জয় করা যায় বা উচিত এমন, জয়সাধ্য বা জয়যোগ্য। | বিজয়া [bijaẏā] বি. 1 দুর্গাদেবী; 2 দুর্গার জনৈকা সখী (মতান্তরে কন্যা); 3 বিজয়াদশমী; 4 দুর্গার গান (বিজয়া গাওয়ার দল); 5 সিদ্ধি বা ভাং। [সং. বি + জয় + আ (স্ত্রী)]। ̃ দশমী বি. যে তিথিতে দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হয়। ̃ সংগীত বি. পার্বতী বা উমার আশ্বিন মাসে পিতৃগৃহে যাওয়ার বেদনা অবলম্বনে রচিত গান। | বিজয়িনী [bijaẏinī] দ্র বিজয়। | বিজয়ী [ bijaẏī] দ্র বিজয়। | বিজয়োত্সব [ bijaẏōtsaba] দ্র বিজয়। | বৈজয়ন্ত [baijaẏanta] বি. 1 ইন্দ্রপুরী; 2 ইন্দ্রের ধ্বজ বা পতাকা। [সং. বি + √ জী + অন্ত]। বৈজয়ন্তী বি. স্ত্রী. 1 পতাকা, ধ্বজা (বিজয়বৈজয়ন্তী); 2 মালা। | বৈজয়িক [baijaẏika] বিণ. বিজয়-সম্বন্ধীয়, জয়সূচক (বৈজয়িক উল্লাস)। [সং. বিজয় + ইক]। |
|