Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Puke
Pukka
Pulchritude
Pull
Pullet
Pulley
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word ঝাল from Bangla-English Dictionary
ঝাল: Bangla to English
আঝালা [ājhālā] a not pungent, not mixed with capsicums or chillies.
ঝাঁঝালো [ jhān̐jhālō] a very hot; pungently aromatic; severe, harsh.
ঝাল [jhāla] n solder. ঝাল দেওয়া v. to solder.
ঝাল [jhāla] a acrid, biting; pungent, hot. ☐ n. an acrimony or grudge (গায়ের ঝাল); pungency, hotness (লংকার ঝাল); chilli (তরকারিতে ঝাল দেওয়া); a variety of hot curry or gravy (মাছের ঝাল). ঝাল ঝাড়া, ঝাল মেটানো v. (coll.) to feed one's grudge (esp. by flogging or scolding severely). ঝালে-ঝোলে-অম্বলে adv. in all affairs or places.
ঝালর [jhālara] n a fringe, a valance; tatting. ̃ওয়ালা a. fringed, valanced.
ঝালা [jhālā] v (mus.) to twist up a sharp and loud sound on string instruments, to blaze up. ☐ n. a spell or act of blazing up.
ঝালা [jhālā] v to solder; to dredge (পুকুর ঝালা).
ঝালানো [jhālānō] v to cause to solder; to dredge (পুকুর ঝালানো); (fig.) to refresh (বন্ধুত্ব ঝালানো, স্মৃতি ঝালানো); to recapitulate or revise (পড়া ঝালানো). ☐ a. soldered; dredged; (fig.) refreshed or recapitu lated or revised.
ঝালাপালা [jhālāpālā] a almost deafened or stunned or extremely vexed with a loud and un bearable noise (কান ঝালাপালা হওয়া); extremely afflicted (রোদে শরীর ঝালাপালা হওয়া).
ঝালি [jhāli] n the festival of ঝুলন or swinging; a pit dug at the mouth of a gutter; a bag; a basket; a wicker-basket.
রাংঝাল [rāñjhāla] n soldering with tin and lead, sol der. রাংঝাল করা v. to solder with tin and lead, to solder.
ঝাল: Bangla to Bangla
আঝালা [ājhālā] বিণ. ঝাল দেওয়া হয়নি এমন, লঙ্কা মেশানো হয়নি এমন। [বাং. আ + ঝাল + আ, ই]।
আঝালা [ājhālā] বিণ. ঝাল বা ধাতু জুড়বার পান দিয়ে জোড়া হয়নি এমন, unsoldered. [বাং. আ + হি. ঝাল + বাং. আ]।
ঝাল [jhāla] বি. ধাতুনির্মিত বাসন ইত্যাদি জুড়বার পান (রাংঝাল, কলসিতে ঝাল দেওয়া)। [হি. ঝাল < সং. জ্বাল]।
ঝাল [jhāla] বিণ. অত্যন্ত কটু বা তীক্ষ্ণ; লংকার মতো কটু রসযুক্ত। ☐ বি. 1 কটু রস; 2 কটু রসযুক্ত মশলা, লংকা (রান্নায় বেশি ঝাল দিয়ো না); 3 প্রসূতিদের পথ্যবিশেষ; 4 কটু রসযুক্ত মশলায় প্রস্তুত ব্যঞ্জনবিশেষ (মাছের ঝাল); 5 (আল.) আক্রোশ, ক্রোধ, জ্বালা (গায়ের ঝাল মেটানো)। [সং. জ্বালা]। ঝাল ঝাড়া ক্রি. বি. কটুক্তি করে নিজের ক্রোধ বা আক্রোশ মেটানো। ঝাল মেটানো ক্রি. বি. আক্রোশ মেটানো। পরের মুখে ঝাল খাওয়া ক্রি. নিজে না জেনে অন্যের কথা নির্বিচারে মেনে নেওয়া। ঝালে ঝোলে অম্বলে ক্রি-বিণ. সমস্ত ব্যাপারে বা জায়গায় (অত ঝালে ঝোলে অম্বলে থাকার দরকার কী? একটু নিজের মনে, থাকাই তো ভালো)।
ঝালর [jhālara] বি. 1 কাপড়ের তৈরি পোশাকে শয্যা চাঁদোয়া প্রভৃতির কারুকার্যময় ও কুঞ্চিত প্রান্তদেশ (চাঁদোয়ার ঝালর); 2 অলংকারাদির কারুকার্যময় ঝুলন্ত ও দোদুল্যমান অংশ। [সং. ঝল্লরী]।
ঝালস [jhālasa] বি. (আঞ্চ.) রোদের তাপ; গ্রীষ্মের খরতাপ (এই ঝালসে পথে বেরোনো দায়)। [ঝলসা দ্র]।
ঝালা [jhālā] ক্রি. সেতার সরোদ প্রভৃতি তারযন্ত্রে দ্রুত ঝংকার তোলা। ☐ বি. ঝালার কাজ (সেতারের ঝালা)। [তু. হি. জলদ (দ্রুত)]।
ঝালা [jhālā] বি. 1 পান দিয়ে ধাতুদ্রব্য জোড়া; 2 ভিতরের আবর্জনা তুলে ফেলা, পঙ্কোদ্ধার করা (বহুদিন পুকুর ঝালা হয়নি)। [হি. √ ঝাড়]। ̃ নো ক্রি. বি. পান দিয়ে জোড়ানো; পঙ্কোদ্ধার করানো; (আল.) মকশো করা, নতুন করে প্রয়োগ করা বা সাধা (পরিচয়টা ঝালানো দরকার)।
ঝালা-পালা [jhālā-pālā] বিণ 1 তীব্র শব্দে প্রায় বধির হয়ে গেছে এমন (কান ঝালাপালা হয়ে গেছে); 2 অতি বিরক্ত ('করিলেক ঝালাপালা তনুপ্রাণ রহে না': ভা. চ.)। ☐ বি. 1 কানকে পীড়িত বা বধির করে এমন শব্দ; 2 উত্পাত, উপদ্রব। [বাং. ঝালা2 + পারা (মতো, সদৃশ)-তু. জ্বালা + পালা (সহচর শব্দ)]।
ঝালি [jhāli] বি. 1 ঝুলন খেলা; 2 নালা নর্দমা প্রভৃতির মুখের গর্ত; 3 জমিতে সেচনের জল ধরে রাখার জন্য খোঁড়া গর্ত; 4 ঝুলি, পেটিকা। [দেশি]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org