তা: Bangla to Bangla |
অংশাব-তার [aṃśāba-tāra] বি. দেবতাকর্তৃক আংশিকভাবে জীবদেহ ধারণ; দেবতার অংশরূপে জন্মগ্রহণ (অবতার দ্র)। অংশিত বিণ. বিভিন্ন অংশে বিভক্ত, বিভক্ত বিভাজিত। |
অকর্তা (-র্তৃ) [akartā (-rtṛ)] বি. যে কর্তা নয় (কে কর্তা কে অকর্তা বুঝি না) ☐ বিণ. 1 কর্তৃত্বহীন; 2 নিষ্ক্রিয়, ক্রিয়াহীন। [সং. ন+কর্তা]। অকর্তৃত্ব বি. কর্তৃত্বহীনতা; প্রাধান্যহীনতা। |
অকৃতাপ-রাধ [akṛtāpa-rādha] বিণ. অপরাধ করেনি এমন, নিরপরাধ। [সং. ন +কৃত+অপারাধ]। |
অকৃতার্থ [akṛtārtha] বিণ. বিফলমনোরথ, অসফল। [সং. ন+কৃতার্থ]। |
অঙ্গুস্তানা [ aṅgustānā] বি. 1 অঙ্গুলিত্র, অঙ্গুলিত্রাণ; 2 চামটি; 3 মেজরাপ। [ফা. অঙ্গুস্তানা-তু সং. অঙ্গুষ্ঠত্রাণ]। |
অচরিতার্থ [acaritārtha] বিণ. 1 ব্যর্থ, অসফল, অকৃতকার্য; 2 অতুষ্ট। [সং. ন+চরিতার্থ]। |
অজন্তা [ajantā] বি. পশ্চিম ভারতের প্রাচীন গুহা যার দেওয়ালচিত্র ও ভাস্কর্য জগদ্বিখ্যাত। |
অদাতা [adātā] (-তৃ) বি. যে দান করে না, কৃপণ। [সং. ন+দাতা]। |
অধি.কর্তা [adhi.kartā] (-র্তৃ) বি. যার অধিকারে কোনো সরকারি বিভাগ বা দপ্তর থাকে, কোনো সরকারি বিভাগের পরিচালক, director (স. প.)। [সং. অধি+কর্তা]। |
অধি-গম্যতা [adhi-gamyatā] বি. 1 প্রাপ্যতা; 2 শিক্ষণীয়তা। |
অধি-দেবতা [ adhi-dēbatā] বি. 1 অধিষ্ঠিত দেবতা; 2 অন্তর্যামী; পরমেশ। [সং. অধি+দেব, দেবতা, দৈবত]। |
অধি-বক্তা [adhi-baktā] (-ক্তৃ) বি. ব্যবহারজীবিবিশেষ; advocate (স. প.)। [সং. অধি+বক্তা]। |
অধিষ্ঠাতা [adhiṣṭhātā] (-তৃ) বি. 1 অবস্হানকারী, অধিষ্ঠান করে এমন ব্যক্তি; 2 অধ্যক্ষ। [সং. অধি+ √ স্হা+তৃ]। স্ত্রী. অধিষ্ঠাত্রী (অধিষ্ঠাত্রী দেবী)। |
অধ্যাপয়িতা [ adhyāpaẏitā] (-তৃ) বি. 1 বিশেষ জ্ঞানসম্পন্ন শিক্ষক, আচার্য; 2 কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; 3 বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। [সং. অধি+√ ই+ণিচ্+অক]। স্ত্রী অধ্যাপিকা, অধ্যাপয়িত্রী। |
অধ্যেতা [adhyētā] (-তৃ) বি. বিণ. 1 অধ্যয়নকারী, পাঠক, বিদ্যার্থী; 2 ছাত্র। [সং. অধি+ √ ই+তৃ]। |
অনু-চিন্তা [ anu-cintā] বি. 1 নিয়ত বা সর্বদা চিন্তা; 2 পরে চিন্তা; 3 গভীর চিন্তা, অনুধ্যান। [সং. অনু + চিন্তন, চিন্তা]। |
অনু-তাপ [anu-tāpa] বি. কৃতকর্মের জন্য দুঃখ বা অনুশোচনা, আপশোস। [সং. অনু + তাপ]। অনু-তাপী (-পিন্) বিণ. অনুশোচনাকারী, কৃতকর্মের জন্য দুঃখিত এমন। |
অনুপ-যোগিতা [anupa-yōgitā] বি. অযোগ্যতা, প্রয়োজনের সঙ্গে, সংগতির অভাব। [সং. ন + উপযোগিতা, উপযোগ]। অনুপ-যোগী (-গিন্) বিণ. অনুপযুক্ত; যথেষ্ট বা যথার্থ নয় এমন। |
অনুযোক্তা [ anuyōktā] দ্র অনুযোগ। |
অনুষ্ঠাতা [anuṣṭhātā] (-তৃ) বি. বিণ. অনুষ্ঠানকারী, উদ্যোক্তা; সম্পাদক। [সং. অনু + √ স্হা + তৃ]। স্ত্রী. অনুষ্ঠাত্রী বি. বিণ. অনুষ্ঠানকারিণী। |
অন্তর্মুখিতা [antarmukhitā] বি. 1 ভিতরের দিকে যাবার প্রবণতা বা অভ্যাস; 2 অর্ন্তদৃষ্টি; 3 আপনমনে থাকার প্রবণতা। [সং. অন্তর্ + মুখিতা]। |
অপ-দেবতা [apa-dēbatā] বি. অপকৃষ্ট দেবতা; দেবতা থেকে হীন এমন দেবযোনি, যক্ষ, গন্ধর্ব, অপ্সরা ইত্যাদি; ভূতপ্রেত ইত্যাদি। [সং. অপ + দেবতা]। |
অব-তার [aba-tāra] বি. 1 জীবদেহ ধারণ করে দেবতার পৃথিবীতে আবির্ভাব incarnation; 2 জীবদেহধারী দেবতা (কূর্ম অবতার, বামন অবতার); 3 মূর্ত রূপ (ধর্মাবতার, করুণার অবতার); 4 অবতরণ, নীচে নামা; 5 (ব্যঙ্গাত্মক) কিম্ভূত বা অদ্ভুত মূর্তি। [সং. অব √ তৃ + অ]। |
অব-তারণ [aba-tāraṇa] বি. 1 উপর থেকে বা উঁচু জায়গা থেকে নীচে নামানো, অবরোহণ; 2 প্রসঙ্গ উত্থাপন। [সং. অব + √ তৃ + ণিচ্ + অন]। অব-তারণা বি. আলোচনার সূত্রপাত; ভূমিকা; প্রসঙ্গ উত্থাপন। অব-তারণী বি. সিঁড়ি; যে নীচে নামায়। |
অব-মন্তা [aba-mantā] (-ন্তৃ) বিণ. অবমানকারী, অবজ্ঞাকারী। [সং. অব + √ মন্ + তৃ]। |
অভিনেতা [abhinētā] দ্র অভিনয়। |
অভি-সন্তাপ [abhi-santāpa] বি. গভীর মনস্তাপ, গভীর দুঃখ। [সং. অভি + সন্তাপ]। |
অমরতা [amaratā] দ্র অমর। |
অমিতাভ [amitābha] বি. যাঁর আভা বা জ্যোতি অমিত অর্থাত্ অত্যধিক; বুদ্ধদেব। [সং. অমিত + আভা]। |
অলং-কর্তা [ala-ṅkartā] (-র্তৃ) বি. বিণ. অলংকার দিয়ে সাজায় এমন (ব্যাক্তি); প্রসাধক। স্ত্রী. অলং-কর্ত্রী। অলং-কৃত বিণ. সজ্জিত; ভূষিত। |
অলঙ্কর্তা [ alaṅkartā] দ্র অলঙ্কার। |
অসততা [asatatā] বি. সততা বা সাধুতার অভাব; অসত্ কাজ বা চিন্তা। [বাং. অ + সততা]। |
অসত্তা [asattā] দ্র অসত্। |
অসমতা [asamatā] দ্র অসম। |
অসহ-যোগিতা [ asaha-yōgitā] বি. 1 সহযোগ না করা; অন্যের কাজে সাহায্য না করা; 2 অনাদর; 3 উপেক্ষা। [সং. ন + সহযোগ, সহযোগিতা]। অসহযোগ আন্দোলন বি. রাজ্যশাসনের কাজে ব্রিটিশ সরকারের সঙ্গে ভারতীয় জনগণের সহযোগিতা না করার জন্য গান্ধিজির নেতৃত্বে আন্দোলন, non-cooperation movement. অসহ-যোগী (-গিন্) বিণ. সহযোগ বা সহযোগিতা করে না এমন। |
অস্তাচল [astācala] দ্র অস্ত। |
অস্তায়মান [astāẏamāna] দ্র অস্ত। |
অস্হায়িতা [ashāẏitā] দ্র অস্হায়ী। |
অস্মিতা [asmitā] বি. 1 অহংকার; নিজের সম্পর্কে গর্ব ('এ-কখানা জীর্ণ কাঠে অস্মিতার দাবি অসম্বভ': সু. দ.); 2 আমিত্ব; 3 ব্যক্তিত্ব, personality (বি.প.)। [সং. অস্মি (=আমি) + তা]। |
আওতা [āōtā] বি. 1 রোদের আড়াল, রৌদ্রনিবারক আচ্ছাদন; 2 ছায়া; 3 আশ্রয়; 4 প্রভাব। [সং. আবৃত? বাং. আড় (আড়াল, আবরণ অর্থে) + তা ?]। আওতায় আসা, আওতায় পড়া ক্রি. বি. এলাকাভুক্ত হওয়া; প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আসা; কবলে পড়া। |
আঁতাঁত [ān̐tān̐ta] বি. বিভিন্ন ব্যক্তি বা রাষ্ট্রের মধ্যে সদ্ভাব ও সহযোগিতা; মৈত্রী (অশুভ আঁতাঁত)। [ফ. entente]। |
আঁস্তা-কুড় [ām̐stā-kuḍ়] বি. উচ্ছিষ্ট বা আবর্জনা ফেলবার স্হান। [দেশি]। আঁস্তাকুড়ের পাতা 1 যে পাতা খাওয়ার শেষে আঁস্তাকুড়ে ফেলা হয়; 2 আবর্জনা; 3 (আল.) হেয় ব্যক্তি। আঁস্তাকুড়ের পাতা স্বর্গে যায় না হেয় ও নীচ ব্যক্তির দ্বারা কোনো ভালো কাজ হয় না; নীচ লোক ভদ্রসমাজে মিশতে পারে না। |
আঁস্তা-কুঁড় [ ām̐stā-kun̐ḍ়] বি. উচ্ছিষ্ট বা আবর্জনা ফেলবার স্হান। [দেশি]। আঁস্তাকুড়ের পাতা 1 যে পাতা খাওয়ার শেষে আঁস্তাকুড়ে ফেলা হয়; 2 আবর্জনা; 3 (আল.) হেয় ব্যক্তি। আঁস্তাকুড়ের পাতা স্বর্গে যায় না হেয় ও নীচ ব্যক্তির দ্বারা কোনো ভালো কাজ হয় না; নীচ লোক ভদ্রসমাজে মিশতে পারে না। |
আকতা [ākatā] বিণ. খাসি করা হয়েছে এমন (আকতা ষাঁড়)। [আ. আখ্তা] |
আখতা [ ākhatā] বিণ. খাসি করা হয়েছে এমন (আকতা ষাঁড়)। [আ. আখ্তা] |
আততায়ী [ātatāẏī] (য়িন্) বিণ. বি. হিংস্র আক্রমণকারী বা আঘাতকারী; বধ করতে উদ্যত; প্রাণনাশ করতে উদ্যত শত্রু। [সং. আতত + √ ই + ইন্]। বি. আততায়িতা। |
আতা [ātā] বি. বুটিদার খোসাযুক্ত ফলবিশেষ। [লা. ata]। |
আতান্তর [ātāntara] বি. দুরবস্হা; সংকট। [সং. অবস্হান্তর > অথান্তর]। |
আতাম্র [ātāmra] বিণ. ঈষত্ তাম্রবর্ণ, তামাটে; লোহিতাভ। [বাং. আ + তাম্র]। |
আতালি [ātāli] বি. মাচা; ভারা। [দেশি]। |
আতালিপাতালি [ātālipātāli] ক্রি-বিণ. 1 সর্বত্র, চারদিকে; 2 ব্যাকুল ও ব্যস্ত হয়ে; 3 এদিক-ওদিক চাইতে চাইতে। [প্রকৃ. উথল্ল-পথল্ল]। |
আথান্তর-আতান্তর [āthāntara-ātāntara] এর রুপভেদ। |
আথালি.পাথালি-আতালি.পাতালি [ āthāli.pāthāli-ātāli.pātāli] র রুপভেদ। |
আদিখ্যেতা [ādikhyētā] বি. বাড়াবাড়ি; ভান; ন্যাকামি (ছেলেকে নিয়ে এত আদিখ্যেতা সহ্য করা যায় না)। [সং. আধিক্য]। |
আধিখ্যেতা [ ādhikhyētā] বি. বাড়াবাড়ি; ভান; ন্যাকামি (ছেলেকে নিয়ে এত আদিখ্যেতা সহ্য করা যায় না)। [সং. আধিক্য]। |
আধিক্যেতা [ādhikyētā] র রূপভেদ। |
আধিখ্যেতা-আদিখ্যেতা [ ādhikhyētā-ādikhyētā] র রূপভেদ। |
আন-তাবড়ি [āna-tābaḍ়i] বিণ. ক্রি-বিণ. 1 এলোমেলো, এলোপাথাড়ি; 2 আন্দাজে (আনতাবড়ি ঢিল ছোড়া)। [দেশি]। |
আনেতা [ānētā] (-তৃ) বিণ. আনয়নকারী, নিয়ে আসে এমন। [সং. আ + √ নী + তৃ]। |
আফতাব [āphatāba] বি. সূর্য। [ফা. আফ্তাব]। |
আবাল-বৃদ্ধ-বনিতা [ābāla-bṛddha-banitā] ক্রি-বিণ. বি. বালক-বৃদ্ধ-স্ত্রীলোক পর্যন্ত সকলেই। [সং. আ + বাল (ক) + বৃদ্ধ + বনিতা]। |
আবোল-তাবোল [ābōla-tābōla] বি অসংবদ্ধ কথা; মানে হয় না এমন বা বা়জে ছড়া। ☐ বিণ. অসংবদ্ধ; আজেবাজে ('কী বললি তুই, এ-সব কেবল আবোল-তাবোল বকুনি ?': সু.রা.)। [তু. হি. আন্বোল্-ভব্বোল্।] |
আমতা [āmatā] অব্য. অস্পষ্টভাবে স্বীকার বা অস্বীকার; হ্যাঁ বা না কোনোটাই স্পষ্টভাবে না বলা। [দেশি]। |
আমতা-আমতা [ āmatā-āmatā] অব্য. অস্পষ্টভাবে স্বীকার বা অস্বীকার; হ্যাঁ বা না কোনোটাই স্পষ্টভাবে না বলা। [দেশি]। |
আম-মোক্তার [āma-mōktāra] বি. বিষয়কর্ম নির্বাহের জন্য আইনত নিযুক্ত প্রতিনিধি। [আ. আম্ + ফা. মুখ্তার]। ̃ নামা বি. আমমোক্তার নিয়োগের দলিল, power of attorney. |
আলতা [ālatā] বি. মেয়েদের পায়ের পাতার চার দিকে প্রলেপনীয় লাল রঙের তরল; লাক্ষারস। [সং. অলক্ত]। |
আল-তারাফ [āla-tārāpha] বি. সিন্দুক আলমারি প্রভৃতির কপাট বন্ধ করার খিলবিশেষ। [আ. আলতর্ফ]। |
আল-তারাপ [ āla-tārāpa] বি. সিন্দুক আলমারি প্রভৃতির কপাট বন্ধ করার খিলবিশেষ। [আ. আলতর্ফ]। |
আস্তানা [āstānā] বি. 1 আড্ডা (সাপের আস্তানা); 2 বাসস্হান (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি); 3 আখড়া, আশ্রম (কোনোক্রমে এখানে একটা আস্তানা করেছি) 3 আখড়া, আশ্রম (ফকিরের অস্তানা)। [ফা. আস্তানা]। আস্তানা গাড়া ক্রি. বি. (অস্হায়ী) বাসস্হান স্হাপন করা। আস্তানা গুটানো ক্রি. বি. আড্ডা তুলে দেওয়া। তু. পাততাড়ি গুটানো। |
আস্তা-বল [āstā-bala] বি. 1 ঘোড়ার আড্ডা, ঘোড়াশাল; 2 ঘোড়া বা হাতির থাকবার জায়গা। [আ. ইন্তবল্]। |
ইন্তাকাল [intākāla] বি. ম়ৃত্যু, দেহাবসান। [আ. ইন্তকাল]। |
ইন্তাজার [intājāra] বি. প্রতীক্ষা, অপেক্ষা। [আ. ইনতিজার]। |
ইফ-তার [ipha-tāra] বি. (মুস.) সারাদিন রোজা করার পর প্রথম যে খাদ্য গ্রহণ করা হয়। [আ. ইফ্তার]। |
ইয়ত্তা [iẏattā] বি. 1 পরিমাণ বা সংখ্যা; 2 হিসাব; 3 সীমা। [সং. ইয়ত্ + তা]। |
ইস্তামাল [istāmāla] বি. 1 ব্যবহার; 2 অভ্যাস; 3 অনুশীলন। [অ. ইস্তামাল]। |
ইস্তাহার [istāhāra] বি. বিজ্ঞপ্তি; প্রচারপত্র; বিজ্ঞাপন। [আ. ইশ্তিহার]। |
ঈশিতা [īśitā] বি. 1 ঈশ্বরত্ব; 2 ঈশ্বরের মহিমা; 3 ঐশ্চর্যবিশেষ; 4 প্রভুত্ব বা প্রভুত্ব করার ক্ষমতা। [সং. √ ঈশ্ + ইন্ + তা, ত্ব]। |
উচ্চতা [uccatā] দ্র উচ্চ। |
উচ্ছেত্তা [ucchēttā] (-ত্তৃ) বি. বিণ. উচ্ছেদক, যে উচ্ছেদ করে। [সং. উত্ +√ ছিদ্ + তৃ]। |
উত্-কেন্দ্রতা [ut-kēndratā] বি. (গণি.) পরাবৃত্ত বা অধিবৃত্তের নাভি থেকে তার পরিসীমার দূরত্ব, eccentricity (বি. প.)। [সং. উত্ + কেন্দ্র + তা]। |
উত্তান [uttāna] বিণ. ঊর্ধ্বমুখে অবস্হিত, চিত। [সং. উত্ + √ তন্ + অ]। ̃ পাণি বি. চিত-করা হাত। ̃ শয়ন বি. চিত হয়ে শোয়া। |
উত্তাপ [uttāpa] বি. 1 তাপ, গরমের ভাব বা অবস্হা; উষ্ণতা; 2 সন্তাপ। [সং. উত্ + তাপ]। উত্তাপন বি. তাপ দেওয়া। উত্তাপিত বিণ. গরম বা তপ্ত করা হয়েছে এমন, উষ্ণীকৃত, heated. |
উত্তাল [uttāla] বিণ. 1 অতি উঁচু (উত্তাল তরঙ্গ); 2 অতি তরঙ্গময়; 3 বিক্ষুব্ধ, আলোড়িত (উত্তাল সমুদ্র)। [সং. উত্ + √ তল্ + অ]। |
উদ্-গাতা [ud-gātā] বি. সামবেদগায়ক। ☐ বিণ. 1 উচ্চকণ্ঠে যে গান গায়; 2 (গৌণ অর্থে) কোনো উচ্চ আদর্শের প্রচারক (মুক্তিমন্ত্রের উদ্গাতা)। [সং. উত্ + √ গৈ + তৃ]। স্ত্রী. উত্-গাত্রী, উদ্গাত্রী। |
উদ্গাতা [ udgātā] বি. সামবেদগায়ক। ☐ বিণ. 1 উচ্চকণ্ঠে যে গান গায়; 2 (গৌণ অর্থে) কোনো উচ্চ আদর্শের প্রচারক (মুক্তিমন্ত্রের উদ্গাতা)। [সং. উত্ + √ গৈ + তৃ]। স্ত্রী. উত্-গাত্রী, উদ্গাত্রী। |
উদ্গাতা [ udgātā] দ্র। |
উদ্গাতা [ udgātā] দ্র। |
উদ্বায়িতা [udbāẏitā] দ্র উদ্বায়ী। |
উদ্বেজয়িতা [udbējaẏitā] (-তৃ) বিণ. উদ্বেগসৃষ্টিকারী। [সং. উত্ + √ বিজ্ + ণিচ্ + তৃ]। স্ত্রী. উদ্বেজয়িত্রী। |
উন্নেতা [unnētā] (-তৃ) বিণ. উন্নীত করে বা ঊর্ধ্বে নিয়ে যায় এমন; উন্নয়নকারী। [সং. উত্ + √ নী + তৃ]। |
উপ-কর্তা [upa-kartā] (র্তৃ) বি. বিণ. উপকারক, উপকার করে যে (ব্যক্তি)। [সং. উপ + √ কৃ + তৃ]। স্ত্রী. উপ-কর্ত্রী। |
উপ-ক্রন্তা [upa-krantā] (-ন্তৃ) বিণ. উপক্রম করছে এমন; আরম্ভ করছে এমন, উদ্যোক্তা। [সং. উপ + √ ক্রম্ + তৃ]। |
উপ-তারা [upa-tārā] বি. চোখের তারার চার দিকের রঞ্জিত মণ্ডল, কনীনিকা, iris. [সং. উপ + তারা]। |
উপ-দেবতা [upa-dēbatā] বি. 1 অপ্রধান দেবতা; 2 ভূত প্রেত ইত্যাদি দেবযোনি। [সং. উপ + দেবতা, দেব]। |
উপ-নেতা [upa-nētā] (-তৃ) বিণ. 1 উপনয়নদাতা; 2 উপনায়ক, সহনায়ক; 3 যে সামনে বা কাছে আনে এমন, আনয়নকর্তা। [সং. উপ + নেতৃ]। |
উপ-মাতা [upa-mātā] (-তৃ) বি. (স্ত্রী.) ধাত্রী পালয়িত্রী শিক্ষাদাত্রী পিসি মাসি শাশুড়ি প্রভৃতি মাতৃতুল্যা বা মাতৃস্হানীয়া নারী। [সং. উপ + মাতা]। |
উপমাতা [upamātā] বিণ. যে উপমা দেয় বা তুলনা করে। [সং. উপ + √ মা + তৃ]। |
উপ-স্হাপয়িতা [ upa-shāpaẏitā] (-তৃ) বিণ. উপস্হাপনকারী, প্রস্তাব-উত্থাপক। স্ত্রী. উপ-স্হাপিকা, উপ-স্হাপয়িত্রী। উপ-স্হাপিত বিণ. উপস্হাপন করা হয়েছে এমন। |
একতার [ēkatāra] এখতিয়ার -এর রূপভেদ। |
একাত্মতা [ēkātmatā] দ্র একাত্মা। |
এতালা [ ētālā] দ্র এতেলা। |
এতাদৃশ [ētādṛśa] (-দৃশ্) বিণ. এইরকম, এমন, ঈদৃশ। [সং. এতদ্ + √ দৃশ্ + অ, ক্বিপ্]। স্ত্রী. এতাদৃশী। |
এতাদৃক্ [ ētādṛk] (-দৃশ্) বিণ. এইরকম, এমন, ঈদৃশ। [সং. এতদ্ + √ দৃশ্ + অ, ক্বিপ্]। স্ত্রী. এতাদৃশী। |
এতাবত্ [ētābat] বিণ. 1 এত, এই; 2 এই পর্যন্ত (এতাবত্কাল)। [সং. এতদ্ + বত্]। |
এনতার [ēnatāra] বিণ. অজস্র, প্রচুর, দেদার; অবিরাম। [পো. entaro তু. ইং. entire]। |
এন্তার [ ēntāra] বিণ. অজস্র, প্রচুর, দেদার; অবিরাম। [পো. entaro তু. ইং. entire]। |
ইন্তা-কাল [ intā-kāla] বি. মৃত্যু। [আ. ইন্তিকাল]। |
এন্তা-কাল [ ēntā-kāla] বি. মৃত্যু। [আ. ইন্তিকাল]। |
ইন্তা-জার [ intā-jāra] বি. সাগ্রহ প্রতীক্ষা; পথ চেয়ে থাকা (তখন থেকে আপনার এন্তেজার করছি)। [আ. ইন্তিজার]। |
এন্তা-জার [ ēntā-jāra] বি. সাগ্রহ প্রতীক্ষা; পথ চেয়ে থাকা (তখন থেকে আপনার এন্তেজার করছি)। [আ. ইন্তিজার]। |
ঐক-তান (অশু.) ঐক্যতান [aika-tāna (aśu.) aikyatāna] বি. বিভিন্ন বাদ্যযন্ত্রের সমস্বর বাদ্য, কনসার্ট (concert); বিভিন্ন ও বিচিত্র সুরের মিলন। [সং. একতান + অ]। |
ওয়াস্তা [ōẏāstā] বি. 1 অপেক্ষা; 2 তোয়াক্কা, ভরসা (সে কারও ওয়াস্তা করে না); 3 উপায় (শত্রুসৈন্য টুকে পড়লে আর ওয়াস্তা থাকবে না); 4 হেতু, জন্য, দরুন (কারও ওয়াস্তে কিছু করা)। [আ. ওয়াস্তা]। |
ওস্তাগর [ōstāgara] বি. 1 নিপুণ কারিগর বা শিল্পী; 2 রাজমিস্ত্রী; 3 দরজি; 4 মুসলমানদের উপাধিবিশেষ। [ফা. উস্তাদ্গর]। |
ওস্তাদ [ōstāda] বিণ. গুরু, শিক্ষক, সংগীতের গুরু (আমার ওস্তাদ রামদাসজি নিজে এখনও কঠোর অনুশীলন করেন)। ☐ বিণ. 1 দক্ষ, নিপুণ; 2 (মন্দার্যে) অতিরিক্ত চালাক (বেশি ওস্তাদ হয়েছ বুঝি?)। [ফা. উস্তাদ্]। |
ওস্তাদি [ōstādi] বি. 1 গুরুগিরি, শিক্ষকতা; 2 দক্ষতা, কেরামতি (ছেলেটার ওস্তাদি মানতেই হবে); 3 চালবাজি, অতিরিক্ত চালাকি। ☐ বিণ. ওস্তাদসম্বন্ধীয়; ওস্তাদের কৃত; যাতে ওস্তাদি আছে এমন (ওস্তাদি গান)। |
কচি কলাপাতা রং [kaci kalāpātā ra] বি. কচি কলাপাতার রঙের মতো হালকা সবুজ রং। [বাং. কচি + কলাপাতা + রং]। |
কড়তা [kaḍ়tā] বি. জিনিসপত্র বিক্রয়ের সময় পাত্রের ওজন (তেলের বোতলের করতা বাদ দিয়েছ তো?), tare [দেশি]। |
করতা [ karatā] বি. জিনিসপত্র বিক্রয়ের সময় পাত্রের ওজন (তেলের বোতলের করতা বাদ দিয়েছ তো?), tare [দেশি]। |
কত্তা [kattā] বি. কর্তা -র কথ্য রূপবিশেষ। |
কপোতাক্ষ [kapōtākṣa] বি. যশোর জেলার নদীবিশেষ, যার তীরবর্তী সাগরদাঁড়ি গ্রামে কবি মধুসূদনের জন্ম হয়েছিল। [সং. কপোত (সদৃশ) + অক্ষি (যার)]। |
কবিতা [kabitā] বি. 1 ছন্দোবদ্ধ রচনা; পদ্য; কাব্য; 2 শ্লোক। [সং. কবি + তা]। |
কর-তাল [kara-tāla] বি. 1 হাততালি; 2 দুই করতলে ধরে বাজাবার যন্ত্রবিশেষ; 3 কাঁসার বাদ্যযন্ত্রবিশেষ, cymbal; মন্দিরা। [সং. কর3 + তাল]। |
কর-তালি [kara-tāli] বি. 1 দুই করতলের অভিঘাতজনিত ধ্বনি, হাততালি; 2 প্রশংসা, বাহবা (গান গেয়ে প্রচুর করতালি পেল)। [সং. কর3 বাং. তালি]। |
কর্তা [kartā] (-র্তৃ) বিণ. বি. 1 যিনি স্বাধীনভাবে কর্ম করেন; 2 প্রণেতা (গ্রন্হকর্তা); 3 নির্মাতা, স্রষ্টা (বিশ্বকর্তা); 4 গৃহস্বামী (কর্তা-গিন্নি দুজনেই বিচক্ষণ); 5 প্রভু, মনিব (এ বাড়ির ব়ড় কর্তা); 6 প্রধান ব্যক্তি (কর্তাব্যক্তি); 7 (ব্যাক.) ক্রিয়ার সম্পাদক, nominative. [সং. √ কৃ + তৃ]। কর্ত্রী বিণ. বি. (স্ত্রী.) 1 কর্মসম্পাদনকারিণী; 2 প্রণেত্রী; লেখিকা; 3 গৃহিণী; 4 প্রভুপত্নী; 5 অধ্যক্ষা। ̃ ভজা বি. 1 আউলচাঁদ কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধর্মসম্প্রদায়বিশেষ; 2 (ব্যঙ্গে) ক্ষমতাবান ব্যক্তির স্তাবক বা মোসাহেব। কর্তৃত্ব বি. কর্তার ভাব পদ বা অধিকার; প্রভুত্ব, আধিপত্য। |
কলকাতাই [kalakātāi] বিণ. কলকাতা শহরে ঘটে বা পাওয়া যায় এমন; কলকাতাসম্বন্ধীয় (কলকাত্তাই চালচলন)। [বাং. কলকাতা + আই]। |
কলকাত্তাই [ kalakāttāi] বিণ. কলকাতা শহরে ঘটে বা পাওয়া যায় এমন; কলকাতাসম্বন্ধীয় (কলকাত্তাই চালচলন)। [বাং. কলকাতা + আই]। |
কলতান [kalatāna] দ্র কল3। |
কল-তানি [kala-tāni] বি. ক্ষতস্হান থেকে নিঃসৃত রস; লালা, পূঁজ প্রভৃতি ক্লেদ। [দেশি]। |
কস্তা [kastā] বিণ. টকটকে লাল, ঘোর লাল রঙের। [সং. কষায়িত?]। কস্তা-পেড়ে বিণ. চওড়া লাল পাড়যুক্ত (কস্তা-পেড়ে শাড়ি)। |
কস্তা-কস্তি [kastā-kasti] বি. 1 ধস্তাধস্তি; 2 কুস্তি। [বাং. কুস্তি + কুস্তি < হিং. কুস্তমকুস্তা]। |
কোস্তা-কুস্তি [ kōstā-kusti] বি. 1 ধস্তাধস্তি; 2 কুস্তি। [বাং. কুস্তি + কুস্তি < হিং. কুস্তমকুস্তা]। |
কাতা [kātā] বি. 1 নারকেল-ছোবড়ার দড়ি (কাতা দিয়ে বাঁধা); 2 নাপিতের বাক্স। [প্রাকৃ. কট্টঅ > বাং. কাটা > কাতা]। |
কাতান [kātāna] বি. কর্তনকারী অস্ত্র, দা, কাটারি। [পো. catane; তু. সং. কর্তনী; তু. হি. কত্তান]। |
কাতান বেনারসি [kātāna bēnārasi] বি. বেনারসি শাড়িবিশেষ। [দেশি কাতান + বাং.বেনারস + ই]। |
কাতার [kātāra] বি. 1 শ্রেণি, পঙ্ক্তি ('দুই দুই কিতারে কিতারে': বিষ্ণু); 2 বড় দল (কাতারে কাতারে লোক)। [আ. ক'তার, কিতার]। |
কিতার [ kitāra] বি. 1 শ্রেণি, পঙ্ক্তি ('দুই দুই কিতারে কিতারে': বিষ্ণু); 2 বড় দল (কাতারে কাতারে লোক)। [আ. ক'তার, কিতার]। |
কানেস্তারা [kānēstārā] বি. টিনের তৈরি বড় পাত্রবিশেষ। [ইং. canister]। |
কান্তার [kāntāra] বি. 1 নিবিড় অরণ্য, ঘন বন; 2 দুর্গম পথ। [সং. ক(জল) + অন্ত (নিকট) + √ ঋ + অ]। |
কাপ্তান [kāptāna] বি. 1 জাহাজের অধ্যক্ষ; 2 সেনাপতি; 3 খোলায়াড়দের প্রধান বা দলপতি; 4 (অশি.) হীন আমোদপ্রমোদরত ও ইয়ারদের পৃষ্ঠপোষক ধনী ব্যক্তি। [ইং. captain]। |
কাপ্তান [kāptāna] বি. মেয়েদের লম্বা ঝুলের ঢোলা ফ্রকজাতীয় জামাবিশেষ। [তুর. কাফ্তান্]। |
কারয়িতা [kāraẏitā] (-তৃ) বিণ. অন্যের দ্বারা কাজ করিয়ে নেয় এমন। [সং.√ কৃ + ণিচ্ + তৃ]। স্ত্রী. কারয়িত্রী। |
কিতা [kitā] বি. 1 খণ্ড, গোছা; সারি (দুই কিতা জমি, দশ কিতা নোট); 2 কায়দা, ফ্যাশান, ধরন; 3 দফা। [আ. ক'তা]। ̃ দুরস্ত বিণ. রুচিসম্মত, ফ্যাশনসম্মত; ফিটফাট (কেতাদুরস্ত পোশাক)। |
কেতা [ kētā] বি. 1 খণ্ড, গোছা; সারি (দুই কিতা জমি, দশ কিতা নোট); 2 কায়দা, ফ্যাশান, ধরন; 3 দফা। [আ. ক'তা]। ̃ দুরস্ত বিণ. রুচিসম্মত, ফ্যাশনসম্মত; ফিটফাট (কেতাদুরস্ত পোশাক)। |
কিতাব [kitāba] দ্র কেতাব। |
কিতাবতী [ kitābatī] দ্র কেতাব। |
কিতার [kitāra] দ্র কাতার। |
কুঁতা [kun̐tā] ক্রি. 1 মলত্যাগের জন্য বেগ দেওয়া; 2 কষ্টকর কাজ করার সময় বা শারীরিক কষ্ট পেলে একটু একটু করে দম ফেলার ধ্বনি করা। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ কুন্থ্ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 কোঁতা, কোঁত পাড়া; কোঁতাতে বাধ্য করা; 2 (আল.) কষ্ট বা বেগ দেওয়া। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। |
কোঁতা [ kōn̐tā] ক্রি. 1 মলত্যাগের জন্য বেগ দেওয়া; 2 কষ্টকর কাজ করার সময় বা শারীরিক কষ্ট পেলে একটু একটু করে দম ফেলার ধ্বনি করা। ☐ বি. উক্ত সব অর্থে। [সং. √ কুন্থ্ + বাং. আ]। ̃ নো ক্রি. 1 কোঁতা, কোঁত পাড়া; কোঁতাতে বাধ্য করা; 2 (আল.) কষ্ট বা বেগ দেওয়া। ☐ বি. উক্ত সমস্ত অর্থে। |
কুচিন্তা [kucintā] বি. 1 অসত্ চিন্তা; 2 অশুভ চিন্তা; 3 দুশ্চিন্তা, দুর্ভাবনা। [সং. কু + চিন্তা]। |
কুত্তা [kuttā] বি. কুকুর (ডালকুত্তা, খেঁকিকুত্তা, নেড়িকুত্তা)। [হি.কুত্তা]। বি. (স্ত্রী.) কুত্তি। |
কুদেতা [kudētā] বি. আকস্মিক সামরিক বা রাজনৈতিক অভ্যুত্থান, যার ফলে প্রায়ই সরকারবদল ঘটে। [ফ. coup d'e'tat]। |
কুবক্তা [kubaktā] (-ক্তৃ) বি. ভালো বক্তৃতা করতে পারে না বা সুন্দর কথা বলতে পারে না এমন ব্যক্তি। [সং. কু + বক্তৃ]। |
কুমাতা [kumātā] (-তৃ) বি. 1 যে মাতা প্রকৃষ্টরূপে সন্তানপালনে অক্ষম; 2 সন্তানবাত্সল্যহীনা মাতা। [সং. কু + মাতৃ]। |
কুর্তা [kurtā] বি. পুরুষের ছোট জামা বা কোট। [তুর. > হি. কুর্তা]। লাল কুর্তা বি. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে খান আবদুল গফ্ফর খান কর্তৃক গঠিত লাল কুর্তাপরিহিত স্বাধীনতাসংগ্রামী দল। কুর্তি বি. ছোট কুর্তা। |
কোর্তা [ kōrtā] বি. পুরুষের ছোট জামা বা কোট। [তুর. > হি. কুর্তা]। লাল কুর্তা বি. ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে খান আবদুল গফ্ফর খান কর্তৃক গঠিত লাল কুর্তাপরিহিত স্বাধীনতাসংগ্রামী দল। কুর্তি বি. ছোট কুর্তা। |
কুসন্তান [kusantāna] বি. অযোগ্য এবং পিতামাতার প্রতি ভক্তি নেই এবং তাঁদের প্রতি দায়িত্ব পালন করে না এমন সন্তান। [সং. কু + সন্তান]। |
কৃতাঞ্জলি [kṛtāñjali] বিণ. দুই হাত জোড় করেছে এমন, যুক্তকর (কৃতাঞ্জলি হয়ে বললেন) [সং. কৃত + অঞ্জলি] ̃. পুটে ক্রি-বিণ. দুই হাত জোড় করে; দুই করতলকে পুট বা ঠোঙ্গার মতো জোড় করে। |
কৃতাত্মা [kṛtātmā] (-ত্মন্) বিণ. শুদ্ধিচিত্ত; শুদ্ধান্তঃকরণ; শিক্ষিতচিত্ত।[সং. কৃত + আত্মন]। |
কৃতান্ত [kṛtānta] বি. যম, শমন। ☐ 1 সিদ্ধান্ত; 2 সম্পাদিত। [সং. কৃত + আন্ত]। ̃. দলনী বি. (স্ত্রী.) কালিকাদেবী, কালী। |
কৃতাপ-রাধ [kṛtāpa-rādha] বিণ. অপরাধ করেছে এমন, অপরাধী। [সং. কৃত + অপরাধ]। |
কৃতাভি-ষেক [kṛtābhi-ṣēka] বিণ. অভিষিক্ত হয়েছে এমন (রাম তখন যৌবরাজ্যে কৃতাভিষিক্ত হলেন)।[সং. কৃত + অভিষেক]। |
কৃতার্থ [kṛtārtha] বিণ. A 1 সিদ্ধমনোরথ, কৃতকার্য; 2 চরিতার্থ, ধন্য (আপনার উপকার পেয়ে কৃতার্থ হলাম) [সং. কৃত + অর্থ]। ̃ স্মন্য বিণ. নিজেকে কৃতার্থ মনে করে এমন। |
কৃতাস্ত্র [kṛtāstra] বিণ. অস্ত্রচালনা শিখেছে এমন।[সং. কৃত (=শিক্ষিত) + অস্ত্র]। |
কৃতাহ্নিক [kṛtāhnika] বিণ. (সন্ধ্যাবন্দনাদি) নিত্যকর্ম সম্পন্ন করেছে এমন।[সং. কৃত + আহ্নিক]। |
কেতা [kētā] বি. কায়দা; ফ্যাশন (পোশাকের কেতা)। [দ্র কিতা]। ̃ দুরস্ত বিণ. ফিটফাট; ফ্যাশনদুরস্ত। |
কেতাব [kētāba] বি. পুস্তক, গ্রন্হ, বই (তিনি একখানি জবরদস্ত কেতাব লিখেছেন)। [আ. কিতাব]। কেতাবি, কিতাবি বিণ. 1 পুঁথিগত; 2 বইসম্বন্ধীয়। কেতাব-কীট বি. 1 বইয়ের পোকা; 2 (আল.) যে সর্বদা বই পড়ে (এবং বইয়ের জগতের বাইরের কিছু জানে না), গ্রন্হকীট। |
কিতাব [ kitāba] বি. পুস্তক, গ্রন্হ, বই (তিনি একখানি জবরদস্ত কেতাব লিখেছেন)। [আ. কিতাব]। কেতাবি, কিতাবি বিণ. 1 পুঁথিগত; 2 বইসম্বন্ধীয়। কেতাব-কীট বি. 1 বইয়ের পোকা; 2 (আল.) যে সর্বদা বই পড়ে (এবং বইয়ের জগতের বাইরের কিছু জানে না), গ্রন্হকীট। |
কোঁতা [kōn̐tā] যথাক্রমে কুঁতা, কুঁথা, কুঁতানো ও কুঁথানো -র চলিত রূপ। |
কোঁতানো [ kōn̐tānō] যথাক্রমে কুঁতা, কুঁথা, কুঁতানো ও কুঁথানো -র চলিত রূপ। |
কোপ্তা [kōptā] বি. পেষা মাছ বা মাংসের বড়া দিয়ে তৈরি ঝোলবিশেষ। [ফা. কোফ্তা]। |
কোফতা [ kōphatā] বি. পেষা মাছ বা মাংসের বড়া দিয়ে তৈরি ঝোলবিশেষ। [ফা. কোফ্তা]। |
ক্রেতা [krētā] (-তৃ) বিণ. বি. ক্রয়কারী, খরিদ্দার, যে কেনে (ক্রেতাসাধারণ, জিনিস ভালো হলে ক্রেতার অভাব হয় না)। [সং. √ ক্রী + তৃ]। স্ত্রী. ক্রেত্রী। |
ক্ষত্তা [kṣattā] (-ত্তৃ) বি. 1 ক্ষত্রিয়া বা বৈশ্যা নারীর গর্ভে শুদ্রের ঔরসজাত সন্তান; 2 সারথি; 3 দাসীপুত্র; 4 বিদুর। [সং. √ ক্ষদ্ + তৃ + আ]। |
ক্ষন্তা [kṣantā] (-ন্তৃন্) বি. যে ক্ষমা করা। [সং. √ ক্ষম্ + তৃন্]। |
ক্ষমতা [kṣamatā] বি. 1 শক্তি, সামর্থ্য (শারীরিক ক্ষমতা, ওজন তোলার ক্ষমতা); 2 যোগ্যতা; 3 পটুতা, কর্মদক্ষতা, নৈপুণ্য; 4 প্রভাব, আধিপত্য (রাজকীয় ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা)। [সং. ক্ষম + তা]। ̃ চ্যুত বিণ. ক্ষমতা চলে গেছে এমন। ̃ বান (-বান্) বিণ. ক্ষমতাশালী, যার ক্ষমতা আছে। স্ত্রী. ̃ বতী। ̃ শালী (-লিন্) বিণ. ক্ষমতা আছে এমন। স্ত্রী. ̃ শালিনী। ̃ সীন বিণ. শাসনক্ষমতায় অধিষ্ঠিত, (যার) হাতে শাসনক্ষমতা রয়েছে এমন। |
ক্ষেপ্তা [kṣēptā] (-প্তৃ) বিণ. ক্ষেপণকারী, ক্ষেপণ করে এমন। [সং. √ ক্ষিপ্ + তৃ]। |
খতা [khatā] ক্রি. 1 হিসাবনিকাশ করা (আমার হিসাবটা একটু খতিয়ে দেখো); 2 (আল.) বিবেচনা করা (সে কোনো ব্যাপারই খতিয়ে দেখে না)। [খত দ্র]। ☐ বি. হিসাবনিকাশ; বিবেচনা। ☐ বিণ. হিসাবনিকাশ করা হয়েছে এমন; বিবেচিত। |
খতানো [ khatānō] ক্রি. 1 হিসাবনিকাশ করা (আমার হিসাবটা একটু খতিয়ে দেখো); 2 (আল.) বিবেচনা করা (সে কোনো ব্যাপারই খতিয়ে দেখে না)। [খত দ্র]। ☐ বি. হিসাবনিকাশ; বিবেচনা। ☐ বিণ. হিসাবনিকাশ করা হয়েছে এমন; বিবেচিত। |
খত্তাল [khattāla] বি. কাঁসার তৈরি বাদ্যযন্ত্রবিশেষ। [সং. করতাল]। |
খন্তা [khantā] বি. মাটি খোঁড়বার অস্ত্রবিশেষ, শাবল। [সং. খনিত্র]। |
খোন্তা [ khōntā] বি. মাটি খোঁড়বার অস্ত্রবিশেষ, শাবল। [সং. খনিত্র]। |
খাতা [khātā] বি. লেখার বা হিসাবের পুস্তকবিশেষ; লেখার জন্য একত্র বাঁধা কাগজ। [ফা. খত্]। খাতা খোলা ক্রি. বি. হিসাব আরম্ভ করা। ̃ পত্র বি. নানান বিষয়ের বা নানাবিধ খাতা। ̃ বন্দি বি. বিণ. হিসাব নির্ধারণ; হিসাবের বইয়ের অন্তর্ভুক্ত। খাতা লেখা ক্রি. বি. দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের জমা-খরচ খাতায় লেখা। |
খাস্তা [ khāstā] বিণ. নষ্ট, বিকৃত। [ফা. খস্তা]। সাত নকলে আসল খাস্তা বারবার বা ক্রমাগত নকল হতে হতে আসল বা মূলই হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। |
খাস্তা [khāstā] বিণ. 1 প্রচুর ঘিয়ের ময়ান-দেওয়া, মুচমুচে (খাস্তা কচুরি, খাস্তা বিস্কুট) ; 2 উত্কৃষ্ট। [ফা. খস্ত]। |
খুল্ল-তাত [khulla-tāta] বি. কাকা, খুড়ো। [সং. ক্ষুল্ল>খুল্ল + তাত (√ তন + ত)]। |
খেতাব [khētāba] বি. সম্মানসূচক উপাধি; শিরোপা। [আ. খিতাব্]। ̃ ধারী (-রিন্) বিণ. খেতাবপ্রাপ্ত, যার খেতাব আছে (খেতাবধারী পণ্ডিত)। |
খোন্তা [khōntā] যথাক্রমে খন্তা, খোঁড়ল ও খন্দকার -এর রূপভেদ। |
খোলতা [khōlatā] বিণ. উজ্জ্বল; শোভমান, সুবিকশিত (চেহেরাটা বেশ খোলতা হয়েছে)। [দেশি-তু. হি. খোল্তা]। ̃ ই বি. ঔজ্জ্বল্য; শোভা। |
গতাগত [gatāgata] বি. 1 যাতায়াত; আসা-যাওয়া; 2 জন্ম ও মৃত্যু ('করমবিপাকে গতাগতি পুন পুন': বিদ্যা.)। [সং. গত (=গমন) + আগত, আগতি (=আগমন)]। |
গতাগতি [ gatāgati] বি. 1 যাতায়াত; আসা-যাওয়া; 2 জন্ম ও মৃত্যু ('করমবিপাকে গতাগতি পুন পুন': বিদ্যা.)। [সং. গত (=গমন) + আগত, আগতি (=আগমন)]। |
গতানু-গতিক [gatānu-gatika] বিণ. প্রচলিত ধারা অনুসরণ করে চলে এমন; নতুনত্বহীন; একঘেয়ে; মামুলি (গতানুগতিক জীবনযাপন)। [সং. গত + অনুগতিক]। ̃ তা বি. একঘেয়েমি; নতূনত্বহীনতা। |
গতানু-শোচনা [gatānu-śōcanā] বি. গত বিষয়ের জন্য বা কৃতকর্মের জন্য খেদ বা আক্ষেপ, যা ঘটে গেছে তার জন্য দুঃখ, পশ্চাত্তাপ (আদে এসব ভাবোনি, এখন গতানুশোচনা অর্থহীন)। [সং. গত + অনুশোচনা, অনুশোচন]। |
গতানু-শোচন [ gatānu-śōcana] বি. গত বিষয়ের জন্য বা কৃতকর্মের জন্য খেদ বা আক্ষেপ, যা ঘটে গেছে তার জন্য দুঃখ, পশ্চাত্তাপ (আদে এসব ভাবোনি, এখন গতানুশোচনা অর্থহীন)। [সং. গত + অনুশোচনা, অনুশোচন]। |
গতায়তি [gatāẏati] যথাক্রমে গতাগতি ও গতাগত -র রূপভেদ ('এই পথে নিতি কর গতায়তি': চণ্ডী)। |
গতায়াত [ gatāẏāta] যথাক্রমে গতাগতি ও গতাগত -র রূপভেদ ('এই পথে নিতি কর গতায়তি': চণ্ডী)। |
গতায়ু [gatāẏu] বিণ. আয়ু ফুরিয়ে গেছে এমন, মুমূর্ষু (রাম তখন গতায়ু জটায়ুর কাছ থেকে এই কথা জানলেন)। [সং. গত + আয়ু (আয়ুস্)]। |
গতাসু [gatāsu] বিণ. মৃত, যার অসু বা প্রাণ গত হয়েছে (এইভাবে বিলাপ করতে করতে রাজা দশরথ গতাসু হলেন)। [সং. গত + অসু (=প্রাণ)]। |
গন্তা [gantā] বিণ. গমনকারী, যে যায় বা যাচ্ছে। [সং. √গম্ + তৃ]। স্ত্রী. গন্ত্রী। |
গস্তানি [gastāni] বি. 1 কুলটা, ভ্রষ্টা নারী; 2 বেশ্যা। [ফা. গস্তান্]। |
গাঁতা [gān̐tā] বি. গ্রামের কোনো নিঃস্ব বা বিপন্ন কৃষকের কাজ অন্য কৃষকদের দ্বারা দলবদ্ধভাবে ও বিনা পারিশ্রমিকে করার রীতি [গাঁতি1 দ্র]। |
গাতা [gātā] (-তৃ) বিণ. বি. গায়ক (উদ্গাতা)। [সং. √গৈ + তৃ]। স্ত্রী. গাত্রী। |
গীতা [gītā] বি. শ্রীমদ্ভগবদ্গীতার সংক্ষিপ্ত ও প্রচলিত রূপ। [সং. √গী + ত + আ (স্ত্রী.)]। |
গুঁতা [gun̐tā] বি. 1 কনুই লাঠি কিংবা গবাদি পশুর শিং ইত্যাদির দ্বারা দেওয়া আঘাত বা ধাক্কা (শিং দিয়ে দিল এক গুঁতো, কনুইয়ের গুঁতোয় পথ করে নিল); 2 ঢুঁ। ☐ ক্রি. গুঁতো দেওয়া, গুঁতানো। [দেশি]। ̃ নো ক্রি. গুঁতো মারা, ঢুঁ মারা; প্রহার করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। |
গুল-তানি [gula-tāni] বি. 1 জটলা, ঘোঁট; 2 আড্ডা ও খোশগল্প (বসে বসে গুলতানি করলে ভাত জুটবে না)। [ফা. গল্তান্]। গুলতানি পাকানো, গুলতানি করা ক্রি. বি. কয়েকজন মিলে জটলা করা ও ঘোঁট পাকানো। |
গুল-তান [ gula-tāna] বি. 1 জটলা, ঘোঁট; 2 আড্ডা ও খোশগল্প (বসে বসে গুলতানি করলে ভাত জুটবে না)। [ফা. গল্তান্]। গুলতানি পাকানো, গুলতানি করা ক্রি. বি. কয়েকজন মিলে জটলা করা ও ঘোঁট পাকানো। |
গোত্তা [gōttā] বি. নীচের দিকে মাথা দিয়ে বেগে পতন (ঘুড়িটা গোত্তা খেয়ে পড়ল)। [আ. গউতহ্]। |
গোপ্তা [ gōptā] বি. নীচের দিকে মাথা দিয়ে বেগে পতন (ঘুড়িটা গোত্তা খেয়ে পড়ল)। [আ. গউতহ্]। |
গোপ্তা [gōptā] দ্র গোত্তা। |
গোপ্তা [gōptā] (-প্তৃ) বিণ. রক্ষক, প্রতিপালক ('শাশ্বত ধর্মগোপ্তা')। [সং. √গুপ্ + তৃ]। |
গোপ্তা [gōptā] বিণ. গুপ্ত, অজ্ঞাত (গোপ্তা ঘুসি)। [< সং. গুপ্ত]। চোরাগোপ্তা দ্র]। |
গোমস্তা [gōmastā] বি. 1 তহসিলদার, খাজনা আদায়কারী; 2 জমিদার বা মহাজনের পাওনা আদায়কারী কর্মচারী; 3 প্রতিনিধি; 4 হিসাবরক্ষক। [ফা. গুমাশ্তা]। |
গোমশতা [ gōmaśatā] বি. 1 তহসিলদার, খাজনা আদায়কারী; 2 জমিদার বা মহাজনের পাওনা আদায়কারী কর্মচারী; 3 প্রতিনিধি; 4 হিসাবরক্ষক। [ফা. গুমাশ্তা]। |
গোমাতা [ gōmātā] দ্র গো। |
গোল-পাতা [gōla-pātā] বি. তাল বা নারকেলজাতীয় গাছবিশেষের গোলাকৃতি পাতা-প্রধানত যা ঘরের চাল ছাওয়ার কাজে ব্যবহৃত হয়। [দেশি]। |
গোস্তাকি [gōstāki] বি. ঔদ্ধত্য, বেয়াদপি (হুজুর আমার গোস্তাকি মাফ করবেন)। [ফা. গুস্তাখী]। |
গ্রহদেবতা [grahadēbatā] দ্র গ্রহ। |
গ্রহীতা [grahītā] (-তৃ) বিণ. গ্রহণকারী, গ্রাহক (দানগ্রহীতা)। [সং. √গ্রহ্ + তৃ, ঈ আগম]। |
গ্রেপ্তার [grēptāra] বি. পাকড়াও, আটক, ধরা (গ্রেপ্তার এড়াতে সে দেশের সীমানার বাইরে চলে গেল)। ☐ বিণ. পাকড়াও বা আটক করা হয়েছে এমন, ধৃত (অবশেষে সেই কুখ্যাত চোরাচালানকারী গ্রেপ্তার হল)। [ফা. গিরিফ্তার]। গ্রেপ্তারি, গ্রেফতারি বিণ. গ্রেফতারসম্বন্ধীয়; গ্রেফতারের (গ্রেফতারি পরোয়ানা)। |
গ্রেফ্তার [ grēphtāra] বি. পাকড়াও, আটক, ধরা (গ্রেপ্তার এড়াতে সে দেশের সীমানার বাইরে চলে গেল)। ☐ বিণ. পাকড়াও বা আটক করা হয়েছে এমন, ধৃত (অবশেষে সেই কুখ্যাত চোরাচালানকারী গ্রেপ্তার হল)। [ফা. গিরিফ্তার]। গ্রেপ্তারি, গ্রেফতারি বিণ. গ্রেফতারসম্বন্ধীয়; গ্রেফতারের (গ্রেফতারি পরোয়ানা)। |
ঘৃতাক্ত [ghṛtākta] বিণ. ঘিয়ে-মাখা, ঘি দেওয়া হয়েছে বা মাখা হয়েছে এমন। [সং. ঘৃত + অক্ত]। |
ঘৃতাচী [ghṛtācī] বি. অপ্সরাবিশেষ। [সং. ঘৃত + অঞ্চ + ক্বিপ্ + ঈ]। |
ঘৃতান্ন [ghṛtānna] বি. ঘি-ভাত। [সং. ঘৃত + অন্ন]। |
ঘৃতাহুতি [ghṛtāhuti] বি. 1 মন্ত্রপাঠপূর্বক যজ্ঞাগ্নিতে ঘৃত-নিক্ষেপ; 2 (আল.) ক্রোধের উত্তেজনা-বৃদ্ধি (অগ্নিতে ঘৃতাহুতি)। [সং. ঘৃত + আহুতি]। |
চবু-তারা [ cabu-tārā] বি. চত্বর, চাতাল। [সং. চত্বর-তু. হি. চউতরা]। |
চরিতার্থ [caritārtha] বিণ. 1 সফল, কৃতকার্য, কৃতার্থ (আমার বাসনা চরিতার্থ হয়েছে); 2 সাফল্যের জন্য সন্তুষ্ট বা ধন্য। [সং. চরিত (=সম্পন্ন) + অর্থ (=প্রয়োজন)]। বি. ̃ তা। |
চাতাল [cātāla] বি. 1 চত্বর; পাথর বা সিমেণ্টে বাঁধানো খোলা জায়গা; 2 উঠান বা রোয়াক। [সং. চত্বর]। |
চালতা [cālatā] বি. অম্লকষায় রসযুক্ত কাঁচা বা অম্বল রেঁধে খাওয়ার ফলবিশেষ। [দেশি়]। |
চিতা [citā] বি. শবদাহের চুল্লি। [সং. √চি + ত + আ]। রাবণের-চিতা (প্রবাদ আছে যে রাবণের চিতা কখনো নেভে না) বি. (আল.) চিরস্হায়ী মর্মযন্ত্রণা। |
চিতা [citā] বি. 1 গুল্মবিশেষ (রাংচিতা, শ্বেতচিতা); 2 কাপড়ে যে তিলের মতো ছোট ছোট কালো দাগ পড়ে; 3 গাছে বা গাছের পাতায় শ্যাওলা বা ছাতাধরা দাগ; 4 মানুষের চামড়ায় মেচেতাজাতীয় দাগ (সারা গায়ে চিতা পড়েছে)। [সং. চিত্র]। |
চিতা [citā] বি. হলুদ রঙের উপর গোল গোল কালো ছাপ যুক্ত অত্যন্ত দ্রূতগামী বাঘবিশেষ, cheetah. [সং. চিত্রক]। |
চিতা [citā] ক্রি. চিত হওয়া বা করা (মাছটা চিতিয়ে রয়েছে) 2 ফোলানো (বুক চিতিয়ো না)। [চিত্2 দ্র]। ̃ নো ক্রি. চিতা, চিত হওয়া বা করা (বুক চিতানো)। |
চিত্র-তারকা [citra-tārakā] বি. চলচ্চিত্র বা সিনেমার প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রী। [ইং. film-star এর অনুকরণে]। |
চিন্তা [cintā] বি. 1 মনন (ব্যাপারটা একটু চিন্তা করে দেখতে হবে); 2 ধ্যান (ঈশ্বরচিন্তা); 3 স্মরণ (ভালো করে চিন্তা করে দেখো, ঠিক মনে পড়বে); 4 কল্পনা, বিচার, প্রভৃতি মানসিক কাজ, ভাবনা (চিন্তার বিষয়); 5 উদ্বেগ (চিন্তাকুল); 6 ভয়, আশঙ্কা (তোমার কোনো চিন্তা নেই)। [সং. √চিন্ত্ + অ + আ]। চিন্তনীয়, চিন্ত্য বিণ. গুণদোষ বিচার করতে হয় এমন, চিন্তা করতে হয় বা চিন্তা করা উচিত এমন। ̃ কুল, ̃ কুলিত বিণ. চিন্তায় বা উদ্বেগে আকুল (চিন্তাকুল মনে এগিয়ে চললেন)। ̃ গম্য বিণ. চিন্তা করে যা বোঝা যায়, ভাবনাচিন্তা করা যায় এমন (চিন্তাগম্য বিষয়)। ̃ জনক বিণ. ভাবনা বা চিন্তা জন্মায় এমন, চিন্তায় ফেলে এমন। ̃ তীত বিণ. চিন্তা বা ধারণা করা যায় না এমন, চিন্তার অতীত। ̃ ন্বিত বিণ. ভাবনাগ্রস্ত, উদ্বিগ্ন। ̃ পর বিণ. চিন্তামুক্ত, চিন্তিত। ̃ প্রবণ বিণ. চন্তাভাবনা করতে অভ্যস্ত (চিন্তাপ্রবণ মন)। ̃ মগ্ন বিণ. চিন্তায় ডুবে আছে এমন, চিন্তায় বিভোর। ̃ মণি বি. 1 যে মণি অভীষ্ট ফল জোগায়; স্পর্শমণি; 2 ভগবান; 3 ব্রহ্মা; 4 নারায়ণ। ̃ শক্তি বি. চিন্তা করার ক্ষমতা। ̃ শীল বিণ. 1 ভাবুক; 2 চিন্তা করে বিচার করেত সমর্থ (চিন্তাশীল মনীষী)। |
চিরতা [ciratā] বি. তিক্ত স্বাদযুক্ত ওষধিবিশেষ। [সং. চিরাত্তিক্ত (কিরাততিক্ত)]। |
চিলতা [cilatā] বি. লম্বা ও সরু ফালি (কাগজের বা কলাপাতার চিলতে)। ☐ বিণ. লম্বা ও সরু ফালি-করা (চিলতে কাগজ)। |
চেতা [cētā] ক্রি. 1 চেতনা লাভ করা, সংজ্ঞা লাভ করা, জাগা; 2 উদ্বুদ্ধ হওয়া ('চেত রে চেত রে চেত ডাকে চিদানন্দ': ভা. চ.); 3 সতর্ক হওয়া। [সং. √চিত্ + বাং. + আ]। ̃ নো ক্রি. 1 চৈতন্য জাগানো; 2 উত্তেজিত বা উদ্বুদ্ধ করা; 3 খেপানো, রাগানো (ওকে চেতিয়ো না); 4 আলস্য দূর করা; 5 সতর্ক করা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। |
চেতা-বনি [cētā-bani] বি. 1 বিপদ সংকেত; 2 হুঁশিয়ারি। [বাং. চেতা (=হিঁশিয়ার করা)]। |
চৈতালি [caitāli] বি. 1 চৈত্রমাসে উত্পন্ন ফসল বা রবিশস্য; 2 চৈত্রমাসে দেয় খাজনা; 3 বসন্তবায়ু; 4 চৈত্রমাসকালীন ভাবাবেগ। ☐ বিণ. চৈত্রমাসকালীন। [বাং. চৈত + আলি]। |
চৌতাল [ cautāla] দ্র চৌ। |
ছাতা [chātā] বি. রোদ বৃষ্টি প্রভৃতি এড়াবার জন্য মাথার উপরে ধৃত আচ্ছাদনবিশেষ, ছত্র, আতপত্র। [সং. ছত্র]। |
ছাতা [chātā] বি. 1 কোঁড়ক; 2 ছাতলা। [সং. ছত্রাক]। ̃ ধরা, ̃ পড়া বিণ. ছাতলাযুক্ত। ব্যাঙের ছাতা বি. কোঁড়ক, mushroom. |
ছাতার [chātāra] বি. চড়াইজাতীয় কিন্তু আকারে একটু বড় ধূসর রঙের পাখিবিশেষ, warbler, seven sisters. [বাং. ছত্র্ (ধ্বন্যা.) + ইয়া > এ]। |
ছাতারে [ chātārē] বি. চড়াইজাতীয় কিন্তু আকারে একটু বড় ধূসর রঙের পাখিবিশেষ, warbler, seven sisters. [বাং. ছত্র্ (ধ্বন্যা.) + ইয়া > এ]। |
ছানতা [chānatā] বি. ঝাঁঝরি, ছিদ্রযুক্ত হাতা। [তু. হি. ছন্না]। |
ছিনতাই [chinatāi] দ্র ছিনা3। |
ছুতা [chutā] বি. 1 সামান্য ত্রুটি বা খুঁত (ছুতো ধরা); 2 অছিলা, ছল (ছুতো করে কাজে এল না, রোগের ছুতোয় কামাই করল); 3 সামান্য হেতু, উপলক্ষ্য (একটা ছুতো পেয়ে গেল)। ̃ নাতা, ছল-ছুতো বি. ছল বা অছিলা; সামান্য ত্রুটি। |
ছুতার [chutāra] বি. সূত্রধর, কাঠের মিস্ত্রি; হিন্দু জাতিবিশেষ। [সং. সূত্রধর]। |
ছেত্তা [chēttā] (-তৃ) বিণ. ছেদনকারী, ছেদক, যে কাটে। [সং. √ ছিদ্ + তৃ]। ছেত্তব্য বিণ. ছেদনযোগ্য। |
জগন্মাতা [jaganmātā] বি. পৃথিবীর মাতা; আদ্যাশক্তি; পরমেশ্বরী। [সং. জগত্ + মাতা]। |
জনতা [ janatā] দ্র জন। |
জননেতা [jananētā] দ্র জন। |
জনয়িতা [janaẏitā] (-তৃ) বি. জন্মদাতা, জনক, পিতা। [সং. √ জন্ + ণিচ্ + তৃ]। জনয়িত্রী বি. (স্ত্রী., ) জন্মদাত্রী, জননী, মাতা। |
জনিতা [janitā] (-তৃ) বি. (অপ্র.) জনক, উত্পাদক। [সং. √ জন্ + তৃ]। স্ত্রী. জনিত্রী। |
জাঁতা [jān̐tā] বি. 1 ডাল গম ইত্যাদি শস্য পেষনের জন্য পাথরের তৈরী গোলাকার যন্ত্রবিশেষ; 2 হাপরে হাওয়া দেওয়ার চর্মাবৃত যন্ত্র, ভস্ত্রা। [সং. যন্ত্র]। |
জাঁতা [jān̐tā] ক্রি. (আঞ্চ. প্রা. বাং.) জাঁতায় চাপা; টেপা ('চরণ জাঁতিছে')। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [জাঁতা1 দ্র]। জাঁতা দেওয়া ক্রি. বি. পিষ্ট করা; চাপা দেওয়া। ̃ নো ক্রি. (আঞ্চ.) চাপানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। জাঁতি বি. সুপারি কাটবার অস্ত্রবিশেষ। [সং. যন্ত্র]। ̃ কল বি. ইঁদুর মারার জন্য জাঁতির মতো আকৃতিবিশিষ্ট কল বিশেষ। |
জাতাশৌচ [jātāśauca] বি. হিন্দুমতে সন্তানের জন্মহেতু অশৌচ। [সং. জাত + অশৌচ]। |
জাতীয়তা [jātīẏatā] বি. 1 জাতিত্ব; 2 স্বাজাত্য, স্বাদেশিকতা, স্বাদেশিকতার ভাব। [সং. জাতীয় + তা + বাদ]। |
জাতীয়তা-বাদ [ jātīẏatā-bāda] বি. 1 জাতিত্ব; 2 স্বাজাত্য, স্বাদেশিকতা, স্বাদেশিকতার ভাব। [সং. জাতীয় + তা + বাদ]। |
জান্তা [jāntā] বিণ. (সচ. অন্য পদের শেষে) জ্ঞানসম্পন্ন, জানে এমন (সবজান্তা)। [বাং. জানত]। |
জামাতা [jāmātā] (-তৃ) বি. জামাই। [সং. জায়া + √ মা + তৃ]। |
জিতা [jitā] ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ̃ নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে। |
জেতা [ jētā] ক্রি. বি. 1 জয়লাভ করা; প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হওয়া; 2 জয় করা, জয়লাভ করে অধিকার করা (রাজ্য জেতা বা জিতে নেওয়া, বাজি জেতা, লাখ টাকা জিতেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ জি + ত + বাং. আ]। ̃ নো ক্রি. বি. জয়লাভ করানো, জিতিয়ে দেওয়া; জয়লাভে সাহায্য করা। ☐ বিণ. উক্ত অর্থে। |
জিতাষ্টমী [jitāṣṭamī] বি. আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি-যে তিথিতে স্ত্রীলোকেরা পুত্রলাভের জন্য জিমূতবাহনের পূজা করে; জিমূতাষ্টমী। [সং. জিমূতাষ্টমী]। |
জীবতারা [jībatārā] দ্র জীব2। |
জুতা [jutā] ক্রি. (গাড়ি, লাঙল ইত্যাদিতে প্রধানত পশুদের) যোজিত করা। ☐ বি. উক্ত অর্থে। [প্রাকৃ. যুত্ত < সং. যুক্ত]। ̃ নো ক্রি. (গাড়ি ইত্যাদিতে) যোজিত করানো। ☐ বি. উক্ত অর্থে। |
জুতা [jutā] বি. ধুলো ময়লা ইত্যাদি থেকে পায়ের পাতাকে রক্ষা করবার (মূলত চামড়ার তৈরি) পাদুকা, বিনামা। [হি. জুতা]। ̃ নো বি. ক্রি. 1 জুতো দিয়ে মারা বা প্রহার করা; 2 (আল.) নিদারুণ অপমানিত করা। ☐ বিণ. উক্ত দুই অর্থে। জুতা মারা, জুতো মারা ক্রি. বি. জুতানো। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ছোট বড় যাবতীয় কাজ। |
জেতা [jētā] (-তৃ) বিণ. জয়ী, জয়কারী। [সং. √ জি + তৃ]। |
জেতা [jētā] যথাক্রমে জিতা ও জিতানো -র চলিত রূপ। |
জোড়া-তাড়া [jōḍ়ā-tāḍ়ā] বি. কাজ চালাবার জন্য যেকোনো রকমে জোড়া দেওয়ার, ব্যবস্হা; গোঁজামিল; জোড়াতালি। [বাং. জোড়া + (অনুগামী শব্দ) তাড়া]। |
জোড়া-তালি [jōḍ়ā-tāli] বি. 1 সেলাই করে জোড়া লাগানো এবং প্রয়োজনবোধে তালি দেওয়ার কাজ; 2 কোনোরকমে কাজ চালাবার মতো ব্যবস্হা, জোড়াতাড়া। [বাং. জোড়া + তালি]। |
জোতা [jōtā] ক্রি. যুক্ত বা যোজিত করা; সংযোজিত করা (এখন গাড়িতে বলদ জোতা হয়নি)। [জুতা1 দ্র]। |
জ্ঞাতা [jñātā] (-তৃ) বিণ. বি. জানে এমন; অভিজ্ঞ। [সং. √ জ্ঞা + তৃ]। |
জ্ঞাপয়িতা [jñāpaẏitā] (-তৃ) বিণ. জ্ঞাপক, জ্ঞাপনকারী। [সং. √ জ্ঞা + ণিচ্ + তৃ]। স্ত্রী. জ্ঞাপয়িত্রী। |
ঝাঁপ-তাল [jhām̐pa-tāla] বি. সংগীতের দশ মাত্রার তালবিশেষ। [তু. ঝম্পাতাল]। |
ডাক্তার [ḍāktāra] বি. ইয়োরোপীয় পদ্ধতিতে যে চিকিত্সা করে, চিকিত্সক। [ইং. doctor]। ̃ খানা বি. যেখানে চিকিত্সা করা বা ওষুধ দেওয়া হয়। ডাক্তারি বি. 1 চিকিত্সা; 2 চিকিত্সকের বৃত্তি। ☐ বিণ. 1 চিকিত্সাসংক্রান্ত; 2 চিকিত্সকসংক্রান্ত। |
ডাল-কুত্তা [ḍāla-kuttā] বি. ইয়োরোপীয় শিকারি কুকুরবিশেষ, গ্রে-হাউণ্ড। [হি.]। |
ঢলতা [ḍhalatā] বি. 1 পণ্যবস্তুর ন্যায্য ওজনের উপর বাড়তি পরিমাণ (প্রতি কেজিতে 2 গ্রাম ঢলতা চলে যাচ্ছে); 2 টাল, ঢলে পড়া; ঝোঁকা। [হি.]। |
ঢোলতা [ḍhōlatā] বি. 1 ছলনা; 2 ভান (ওসব ঢোলতায় ভুলব না)। [বাং. ঢোল (আঞ্চ. = রঙ্গ, তামাশা) + তা]। |
তক্তা [taktā] বি. 1 কাঠের ফলক বা পাটা; 2 কাঠের তৈরি শোয়ার উপযোগী চৌকি (একখানা তক্তা পেতে শুয়ে পড়ল); 3 কাগজের তা। [ফা. তখ্তা]। |
তড়িল্লতা [taḍ়illatā] বি. লতার আকৃতিযুক্ত বিদ্যুত্। [সং. তড়িত্ + লতা]। |
তত্তাবত্ [tattābat] বি. বিণ. সেইসব, সেইসমস্ত, সেই সমুদয় (গ্রামে থেকে সে তত্তাবত্ দেখাশুনা করছে)। [সং. তত্ + তাবত্]। |
তর-তাজা [tara-tājā] বিণ. টাটকা, জীবন্ত, সজীব (তরতাজা সবজি, তরতাজা খবর)। [ফা. তর্-ওয়-তাজা]। |
তলতা [talatā] বি. সরু, নরম ও ফাঁপা বাঁশবিশেষ। [দেশি]। |
তা [tā] বি. 1 ডিম ফোটাবার জন্য ডিমের উপর বসে স্ত্রী পাখির দেওয়া তাপ (ডিমে তা দেওয়া); 2 (আল.) উসকানি, নীরবে বা গোপনে উত্সাহ দেওয়া (ওদের ঝগড়ায় তুমি কেন তা দিচ্ছ?)। [সং. তাপ]। |
তা [tā] বি. পাক, মোচড়, চাড়া (গোঁফে তা দেওয়া)। [সং. তার]। |
তা [tā] বি. কাগজের সম্পূর্ণ এক ফালি, গোটা একখানা (পাঁচ তা কাগজ)। [ফা. তাহ্]। |
তা [tā] অব্য. 1 কথার মাত্রাবিশেষ (তা তুমি কখন এলে?); 2 কিন্তু, তবু (রোজই ভাবি যাব, তা সময় আর হয় না); 3 যাকগে, আচ্ছা (তা, এ ব্যাপারে তোমার কী মত?)। [দেশি]। |
তা [tā] ভাবার্থে প্রযুক্ত তদ্ধিত প্রত্যয়বিশেষ-এই প্রত্যয়যোগে বিশেষণ শব্দ বিশেষ্যে পরিণত হয় (নম্রতা, লঘুতা, বন্ধুতা)। |
তাই [tāi] বি. করতালি, হাততালি ('তাই তাই তাই, মামার বাড়ি যাই': ছড়া)। [সং. তালি]। |
তাই [tāi] অব্য. সেইজন্য, সুতরাং (জানে না, তাই বানিয়ে বলছে)। [সং. তদ্]। তাই তো অব্য. 1 সেইজন্যই তো (মূর্খ যে, তাই তো এমন বলে); 2 নিশ্চয়তা, বিস্ময়, হতবুদ্ধিভাব ইত্যাদিসূচক (তাই তো, এখন কী হবে?)। ̃ তে ক্রি-বিণ. অব্য. 1 সেইজন্য, তাই (অসুখ করেছিল, তাইতে আসতে পারিনি); 2 এর জবাবে, প্রত্যুত্তরে (তাকে ডেকেছিলাম, তাইতে একথা বলল)। তাই নাকি অব্য. বিস্ময়, সন্দেহ বা পরিহাসসূচক (তাই নাকি? তুমিও ভূত দেখেছ?)। |
তাইরে নাইরে [tāirē nāirē] বি. অব্য. 1 গানের ধ্বনিবিশেষ; ছড়ায় ব্যবহৃত গানের ধ্বনি (তাইরে নাইরে না); 2 কোনোরকমে কালক্ষেপ (তাইরে নাইরে করে দিন কাটায়)। [দেশি]। |
তাউস [tāusa] বি. 1 ময়ূর; 2 ময়ূরের মুখযুক্ত এসরাজজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। [আ. তাঊস্]। |
তায়ুস [ tāẏusa] বি. 1 ময়ূর; 2 ময়ূরের মুখযুক্ত এসরাজজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। [আ. তাঊস্]। |
তাও [tāō] বি. 1 কাপড়চোপড়ের ভাঁজ; 2 উত্তাপ। [সং. তাপ]। |
তাও [tāō] সর্ব. তাহাও, ওটিও, উহাও (সেই যে কলমটা? তাও চুরি হয়ে গেছে)। ☐অব্য. তবুও (অনেক অনুরোধ করেছি, তাও এল না)। [সং. তদ্ > বাং. তাহা + ও]। |
তাওয়া [tāōẏā] বি. 1 রুটি প্রভৃতি আগুনে সেঁকার জন্য ধাতুপাত্রবিশেষ, চাটু; 2 তুষের আগুন জ্বেলে রাখার জন্য মাটির পাত্রবিশেষ; 3 ধূমপানের কলকের তামাকের উপর বসাবার চাকতিবিশেষ। [ফা. তাব]। |
তাওয়া [tāōẏā] ক্রি. সেঁকা; তপ্ত বা গরম করা (রুটি তাওয়া হচ্ছে)। [ফা. তাওয়া]। ̃ নো ক্রি. 1 তাতানো, তপ্ত করা, গরম করা; 2 হাপরে পুড়িয়ে লাল করা; 3 (আল.) চটানো, উত্তেজিত করা (তোমরাই তো ওকে অকারণে তাওয়ালে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। |
তাংড়া [tāṇḍ়ā] ক্রি. তাংড়ানো। [মরা. √ তাঙ্গড়]। ̃ নো ক্রি. 1 সাজিয়ে গুছিয়ে রাখা (জিনিসপত্র তাংড়ানো, কাজকর্ম তাংড়ানো); 2 সামলে রাখা (ছেলেপিলে তাংড়ানো); 3 আঁটা, স্হানসংকুলান হওয়া। ☐ বি. উক্ত অর্থে। |
তাঁইশ [tām̐iśa] বি. ক্রুদ্ধ তিরস্কার বা শাসন (পান থেকে চুন খসলেই তাঁইশ করছেন)। [আ. তইশ্]। |
তাঁত [tān̐ta] বি. 1 কাপড় বোনার যন্ত্র (তাঁতে তৈরি কাপড়); 2 চর্মসূত্র, জীবজন্তুর নাড়ি থেকে প্রস্তুত সুতো, gut. [সং. তন্ত্র]। ̃ ঘর, ̃ শালা বি. তাঁতির কর্মশালা। তাঁতি বি. যে কাপড় বোনে, তন্তুবায়। স্ত্রী. তাঁতিনি। অতি লোভে তাঁতি নষ্ট (প্রবাদ) অত্যধিক লাভের লোভ করলে সর্বস্ব নষ্ট হয়। |
তাঁবু [tām̐bu] বি. কাপড়ের তৈরি অস্হায়ী ঘরবিশেষ, শিবির, tent. [আ. তন্বু, তম্বু]। |
তাম্বু [ tāmbu] বি. কাপড়ের তৈরি অস্হায়ী ঘরবিশেষ, শিবির, tent. [আ. তন্বু, তম্বু]। |
তাঁবে [tām̐bē] বি. (সচ. অধিকরণ কারকরূপে ব্যবহৃত) অধীনতা বা অধীনতায়, শাসন বা শাসনে, কর্তৃত্বে (তাঁর তাঁবে অনেক লোক আছে)। [আ. তাবে]। ̃ দার বি. 1 অধীন বা অনুগত ব্যক্তি (আমাকে তোমার তাঁবেদার পাওনি); 2 অনুচর, ভৃত্য। ☐ বিণ. অধীন বা অনুগত (তাঁবেদার রাষ্ট্র)। [আ. তাবে + ফা. দার]। ̃ দারি বি. অধীনতা; তাঁবেদারের অবস্হা বা কাজ। |
তাঁরা [tām̐rā] সর্ব. (তাঁহারা-র চলিত রূপ)। সেই ব্যক্তিরা। |
তাঁহা [tām̐hā] অব্য. (ব্রজ.) সেখানে। [সং. তস্মিন্, তত্]। |
তাঁহি [ tām̐hi] অব্য. (ব্রজ.) সেখানে। [সং. তস্মিন্, তত্]। |
তাঁহাকে [tām̐hākē] সর্ব. (সম্ভমে) যথাক্রমে সেই ব্যক্তিকে, ব্যক্তিদিগকে, ব্যক্তিদের, ব্যক্তির ও ব্যক্তিরা। ['তিনি' শব্দের বিভিন্ন বিভক্তির রূপ]। |
তাঁহা-দিগকে [ tām̐hā-digakē] সর্ব. (সম্ভমে) যথাক্রমে সেই ব্যক্তিকে, ব্যক্তিদিগকে, ব্যক্তিদের, ব্যক্তির ও ব্যক্তিরা। ['তিনি' শব্দের বিভিন্ন বিভক্তির রূপ]। |
তাঁহা-দের [ tām̐hā-dēra] সর্ব. (সম্ভমে) যথাক্রমে সেই ব্যক্তিকে, ব্যক্তিদিগকে, ব্যক্তিদের, ব্যক্তির ও ব্যক্তিরা। ['তিনি' শব্দের বিভিন্ন বিভক্তির রূপ]। |
তাঁহার [ tām̐hāra] সর্ব. (সম্ভমে) যথাক্রমে সেই ব্যক্তিকে, ব্যক্তিদিগকে, ব্যক্তিদের, ব্যক্তির ও ব্যক্তিরা। ['তিনি' শব্দের বিভিন্ন বিভক্তির রূপ]। |
তাঁহারা [ tām̐hārā] সর্ব. (সম্ভমে) যথাক্রমে সেই ব্যক্তিকে, ব্যক্তিদিগকে, ব্যক্তিদের, ব্যক্তির ও ব্যক্তিরা। ['তিনি' শব্দের বিভিন্ন বিভক্তির রূপ]। |
তাক [tāka] বি. 1 লক্ষ্য, টিপ, তাগ, নিশানা (তিরধনুক নিয়ে তাক করা); 2 আন্দাজ, অনুমান (অন্ধকারে তাক করা); 3 আক্রমণের উদ্দেশ্যে প্রস্তুতি (টিকটিকিটা পোকাটার দিকে তাক করে আছে); 4 বিহ্বলতা, হতবুদ্ধিভাব (বিস্ময়ে তাক লাগা)। [সং. তর্ক]। তাকে তাকে থাকা ক্রি. সুযোগের অপেক্ষায় থাকা, তক্কেতক্কে থাকা। ☐ বি. উক্ত অর্থে। |
তাক [tāka] বি. থাক; আলমারি দেওয়াল প্রভৃতিতে জিনিসপত্র রাখবার জন্য খাঁজ বা খুপরিবিশেষ; শেলফ, shelf. [আ. তা'ক]। |
তাক [tāka] সর্ব. (ব্রজ ও প্রা. বাং.) তাকে; তার। [< সং. তত্]। |
তাকত [tākata] বি. শক্তি, সামর্থ্য; ক্ষমতা (দেখব তোমার তাকত কতখানি)। [আ. তাকত্]। |
তাগদ [ tāgada] বি. শক্তি, সামর্থ্য; ক্ষমতা (দেখব তোমার তাকত কতখানি)। [আ. তাকত্]। |
তাকর [tākara] সর্ব. (ব্রজ.) তার, তাহার। [< সং. তত্]। |
তাকা [tākā] ক্রি. 1 (অন্যের অমঙ্গল) কামনা করা; 2 প্রতীক্ষা করা, টাঁক বা তাক করা; 3 অনুমান করা। [সং. √ তর্ক্ + বাং. আ]। |
তাকানো [tākānō] ক্রি. মন দিয়ে দেখা, একদৃষ্টে চেয়ে থাকা; দেখা (ওদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কী দেখছ?)। ☐ বি. দৃষ্টিপাত। তাকা-তাকি বি. দেখাদেখি, দৃষ্টিবিনিময়। [তাকা দ্র]। |
তাকিয়া [tākiẏā] বি. ঠেসান দেওয়ার উপযোগী মোটা বালিশ, গির্দা। [ফা. তকীআ]। |
তাগড়া [tāgaḍ়ā] বিণ. বলিষ্ঠ; লম্বা-চওড়া (তাগড়াই চেহারা)। [হি. তগ্ড়া]। |
তাগড়াই [ tāgaḍ়āi] বিণ. বলিষ্ঠ; লম্বা-চওড়া (তাগড়াই চেহারা)। [হি. তগ্ড়া]। |
তাগদ [tāgada] দ্র তাকত। |
তাগা [tāgā] বি. 1 বাহুতে পরবার অলংকারবিশেষ; 2 হাত কোমর প্রভৃতি শরীরের নানা জায়গায় বাঁধবার মন্ত্রপূত তাবিজ, মাদুলি বা সুতো; 3 সরু দড়ি; 4 সর্পাঘাতে ক্ষত স্হানে রক্তচলাচল বন্ধ করার জন্য বাঁধন। [হি. তাগ, তাগা < প্রাকৃ. তগ্গ]। |
তাগাড় [tāgāḍ়] বি. 1 রাজমিস্ত্রিরা চুন, বালি, সিমেণ্ট প্রভৃতি জলে মিশিয়ে যে-মশলা প্রস্তুত করে বা ওই মশলা প্রস্তুত করবার জন্য যে-কুণ্ড খোঁড়ে; 2 বীজধান তোলবার সময় চষা জমিতে জল সেচন করে যে-কাদা তৈরি করা হয়। [তুর. তগার্]। |
তাগাড়ি [ tāgāḍ়i] বি. 1 রাজমিস্ত্রিরা চুন, বালি, সিমেণ্ট প্রভৃতি জলে মিশিয়ে যে-মশলা প্রস্তুত করে বা ওই মশলা প্রস্তুত করবার জন্য যে-কুণ্ড খোঁড়ে; 2 বীজধান তোলবার সময় চষা জমিতে জল সেচন করে যে-কাদা তৈরি করা হয়। [তুর. তগার্]। |
তাগাদা [tāgādā] বি. 1 বারবার অনুরোধ, কিছু পাবার জন্য বারবার দাবি (টারাব তাগাদা, লেখার জন্য তাগাদা); 2 স্মরণ করিয়ে দেওয়া। [আ-তকাজা] |
তাগারি [tāgāri] বি. 1 তাগাড়ি; 2 বড় গামলাবিশেষ। [তাগাড় দ্র]। |
তাগিদ [tāgida] বি. 1 বারবার অনুরোধ বা দাবি, তাগাদা; 2 প্রেরণা, উত্সাহ (অন্তরের তাগিদ); 3 জরুরি প্রয়োজন (তাড়াতাড়ি পৌঁছনোর তাগিদ আছে)। [আ. তাকিদ্]। |
তাচ্ছিল্য [tācchilya] বি. তুচ্ছজ্ঞান, অবজ্ঞা; অবহেলা (শত্রুকে তাচ্ছিল্য করা উচিত নয়)। [বাং. < সং. তুচ্ছ]। |
(বিরল) তাচ্ছল্য [ (birala) tācchalya] বি. তুচ্ছজ্ঞান, অবজ্ঞা; অবহেলা (শত্রুকে তাচ্ছিল্য করা উচিত নয়)। [বাং. < সং. তুচ্ছ]। |
তাজ [tāja] বি. 1 মুকুট; 2 টোপর; 3 টুপিবিশেষ। [ফা.]। |
তাজা [tājā] বিণ. 1 টাটকা (তাজা সবজি); 2 নতুন (তাজা খবর); 3 জীবন্ত, জ্যান্ত (তাজা মাছ); 4 চাঙ্গা, সতেজ, স্ফূর্তিযুক্ত (তাজা শরীর, তাজা মন)। [ফা. তাজহ্]। |
তাজি [tāji] বি. আরব দেশের ঘোড়াবিশেষ। [আ.]। |
তাজিম [tājima] বি. সম্মান, মর্যাদা, সম্ভ্রম। [আ. তাজীম]। তাজিম করা ক্রি. সম্মান দেখানো (তিনি ঘরে ঢোকামাত্র সকলে উঠে দাঁড়িয়ে তাঁকে তাজিম করল)। |
তাজিয়া [tājiẏā] বি. মহরমের মিছিলে বয়ে নিয়ে যাওয়া হাসান-হোসেনের নকল কবর, গোঁয়ারা। [ফা. তাজিআ-আ. তজিআ]। |
তাজ্জব [tājjaba] বিণ. 1 অদ্ভুত, বিস্ময়কর (তাজ্জব ব্যাপার); 2 বিস্মিত (তাজ্জব বনে যাওয়া)। ☐ বি. বিস্ময় (তাজ্জবের বিষয়)। [আ. তাআজ্জুব]। |
তাঞ্চোই [tāñcōi] বি. সূক্ষ্ম কারুকার্যময় শাড়িবিশেষ।[তু. ফা. তন্জেব (তনু শোভনকারী সূক্ষ্ম বস্ত্রবিশেষ)]। |
তাঞ্জাম [tāñjāma] বি. সুসজ্জিত চতুর্দোলা, শিবিকা বা পালকিবিশেষ। [হি. তাম্জান্]। |
তাড় [tāḍ়] বি. 1 বাহুর অলংকারবিশেষ; 2 আঘাত, প্রভাব, ধাক্কা, impact; 3 তালগাছ। [সং. তাড়ঙ্ক]। ̃ পত্র বি. তালগাছের পাতা। |
তাড়ক [tāḍ়ka] বিণ. তাড়নাকারী, জ্বালাতনকারী। [সং. √ তড়্ + ণিচ্ + অক]। |
তাড়কা [tāḍ়kā] বি. (স্ত্রী.) রামচন্দ্রের হাতে নিহত রাক্ষসীবিশেষ; মারীচের মাতা। [সং. তাড় + √ কৈ + অ + আ (স্ত্রী)]। |
তাড়ন [tāḍ়na] বি. 1 শাসন (প্রবৃত্তির তাড়ন); 2 আঘাতন, প্রহার; 3 র্ভত্সনা; 4 উত্পীড়ন, অত্যাচার। [সং. √ √তড়্ + ণিচ্ + অন]। তাড়নী বি. (স্ত্রী.) চাবুক কশা প্রভৃতি তাড়নের অস্ত্র। |
তাড়না [tāḍ়nā] বি. 1 শাসন; 2 পীড়ন, অত্যাচার; 3 জ্বালাতন (এত তাড়না ভালো লাগে না); 4 পীড়াপীড়ি (টাকাটা পাবার জন্যে কী তাড়নাই না করল!) [সং. √ তড়্ + ণিচ্ + অন + আ]। |
তাড়স [tāḍ়sa] বি. বেদনার প্রভাব (ফোড়ার তাড়সে জ্বর এসেছে)। [সং. তাড় (আঘাত, impact]। তাড়সে জ্বর বেদনাজনিত জ্বর। |
তাড়া [tāḍ়ā] বি. গোছা, আঁটি, বাণ্ডিল (এক তাড়া কাগজ, নোটের তাড়া)। [সং. তাড় (=এক মুষ্টিপরিমাণ তৃণ)]। তাড়া তাড়া বিণ. গোছা গোছা, অনেক বাণ্ডিল বা আঁটি (তাড়া তাড়া কাগজ ঘরে জমা করেছে)। |
তাড়া [tāḍ়ā] ক্রি. 1 আক্রমণের উদ্দেশ্যে ধাওয়া করা (তেড়ে যাওয়া); 2 তাড়ানো, উত্খাত করা (ওকে বাড়ি থেকে তাড়াও)। ☐ বি. 1 আক্রমণের জন্য পশ্চাদ্ধাবন (পুলিশের তাড়া খেয়েছে); 2 তাড়না, তিরস্কার, ধমক (মাস্টারমশাইয়ের তাড়া খেয়ে পড়তে বসেছে); 3 ভয়প্রদর্শন (তাড়া পেয়ে বাঘটা সরে পড়েছে)। [সং. √ তড়্ + বাং. আ]। |
তাড়া [tāḍ়ā] বি. 1 তাগিদ, ব্যস্ততা (কাজের তাড়ায় সব ভুলে যাচ্ছে); 2 প্রয়োজন, শীঘ্রতার প্রয়োজন (এখন আর আমার তেমন তাড়া নেই); 3 শীঘ্র করবার জন্য পীড়াপীড়ি (এত তাড়া দিচ্ছ কেন?)। [সং. ত্বরা]। |
তাড়া-তাড়ি [tāḍ়ā-tāḍ়i] ক্রি-বিণ. অতিশীঘ্র, দ্রুত; ব্যস্ততার সঙ্গে (তাড়াতাড়ি চলে এসো)। ☐ বি. ব্যস্ততা; শীঘ্রতার প্রয়োজন (কোনো তাড়াতাড়ি নেই)। [বাং. তাড়া3 + তাড়ি (সহচর শব্দ)]। |
তাড়ানো [tāḍ়ānō] ক্রি. 1 খেদানো, দূর করে দেওয়া, বার করে দেওয়া (বাড়ি থেকে তা়ড়ানো); 2 আসতে না দেওয়া (বাঘ তাড়ানো, চোর তাড়ানোর জন্য ব্যবস্হা); 3 চরানো, রাখালি করা, তাড়নাপূর্বক চরানো (গোরু তাড়ানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তাড়া2 দ্র]। |
তাড়া-হুড়া [tāḍ়ā-huḍ়ā] (কথ্য) তাড়া-হুড়ো বি. ব্যস্ততা (আজ আমার কোনো তাড়াহুড়ো নেই)। [বাং. তাড়া + হুড়া (সহচর শব্দ)]। |
তাড়ি [tāḍ়i] বি. ছোট তাড়া, গোছা বা বাণ্ডিল। [বাং. তাড়া1 + ই (ক্ষুদ্রার্থে)]। |
তাড়ি [tāḍ়i] বি. 1 তালের রস; 2 তাল বা খেজুরের রস গাঁজিয়ে প্রস্তুত মদবিশেষ। [সং. তাল > তাড় + ই]। ̃ খানা বি. শুঁড়িখানা, দেশি মদ খাবার জায়গা। |
তাড়িত [tāḍ়ita] বিণ. 1 তাড়না করা হয়েছে এমন, শাসিত, তিরস্কৃত, দণ্ডিত, উত্পীড়িত, প্রহৃত; 2 বিতাড়িত, দূরীভূত; 3 ড়্ ও ঢ়্ এই দুটি ব্যঞ্জনধ্বনি, flapped sound. [সং. √ তড়্ + ণিচ্ + ত]। |
তাড়িত [tāḍ়ita] বিণ. 1 বৈদ্যুতিক (তাড়িত প্রবাহ); 2 বিদ্যুত্সম্বন্ধীয়; 3 বিদ্যুত্ থেকে উত্পন্ন; 4 বিদ্যুত্পূর্ণ; 5 বিদ্যুত্ দ্বারা চালিত। ☐ বি. বিদ্যুত্, তড়িত্। [সং. তড়িত্ + অ]। ̃ কণা বি. বিদ্যুতের স্ফুলিঙ্গ বা ফিনকি, electric spark. ̃ বার্তা বি. বৈদ্যুতিক শক্তির সাহায্যে দূরে পাঠানো সংবাদ, টেলিগ্রাম। তাড়িতালোক বি. বিদ্যুতের সাহায্যে উত্পন্ন আলো, বিজলিবতি। তাড়িতী বি. বিদ্যুত্বিজ্ঞানে বা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে অভিজ্ঞ ব্যক্তি, electrician. (স. প.)। |
তাড়ু [tāḍ়u] বি. ময়রার ব্যবহার্য কাঠের হাতাবিশেষ। [সং. তর্দু]। |
তাড়ু [tāḍ়u] বি. বিণ. 1 আনাড়ি; 2 (খেলাধুলায়) অসংযতভাবে বা তেড়ে-হেঁকে খেলে এমন (তাড়ু ব্যাট্সম্যান)। [বাং. তাড়া2 + উ]। |
তাড্য-মান [tāḍya-māna] বিণ. 1 তাড়িত, আহত; 2 (ঢাক-ঢোল ইত্যাদি) বাদিত হচ্ছে এমন (তাড্যমান ঢোলক)। [সং. √ তাড়ি + আন (মান)]। |
তাণ্ডব [tāṇḍaba] বি. 1 তণ্ডুমুনিপ্রবর্তিত নৃত্য; 2 পুরুষের নৃত্য; 3 উদ্দাম নৃত্য (শিবের তাণ্ডব); 4 (আল.) প্রলয়ংকর ব্যাপার (বন্যার তাণ্ডব)। [সং. তণ্ডু + অ]। ̃ লীলা বি. প্রলয়কালে শিবের উদ্দাম নৃত্য; (গৌণ অর্থে) ভয়াবহ ক্রিয়াকলাপ। |
তাত [tāta] বি. 1 পিতা; 2 পিতৃব্য, পিতার ভ্রাতা বা পিতৃতুল্য গুরুজন; 3 (বর্ত. বিরল অথবা কেবল কাব্যে) পুত্র বা পুত্রতুল্য ব্যক্তিকে স্নেহসম্ভাষণ। [সং. √ তন্ + ত]। |
তাত [tāta] বি. 1 উত্তাপ, আঁচ (আগুনের তাত); 2 (আল.) ক্রুদ্ধ মেজাজ। [সং. তপ্ত]। |
তাত্-কালিক [tāt-kālika] বিণ. 1 সেই সময়ের, তত্কালীন (তাত্কালিক অবস্হা); 2 সমসাময়িক। [সং. তত্কাল + ইক]। |
তাত্-ক্ষণিক [tāt-kṣaṇika] বিণ. 1 সেই সময়ের, তত্কালীন; 2 (নতুন অর্থ) পূর্বপ্রস্তুতি ছাড়াই করা হয় এমন, offhand, extempore (তাত্ক্ষণিক বক্তৃতা)। [সং. তত্ক্ষণ + ইক]। |
তাত্-পর্য [tāt-parya] বি. 1 মর্ম, আসল অর্থ (কথাটির তাত্পর্য বুঝেছ?); 2 গুরুত্ব; 3 অভিপ্রায়, উদ্দেশ্য; 4 মনোগত ভাব; 5 (বিরল) তত্পরতা। [সং. তত্পর + য]। |
তাতল [tātala] বিণ. (ব্রজ.) উত্তপ্ত ('তাতল সৈকতে বারিবিন্দু সম': বিদ্যা.)। [বাং. তাত2 + ল]। |
তাতা [tātā] ক্রি. 1 তপ্ত বা গরম হওয়া (বালি তেতে উঠেছে, রোদে তেতে-পুড়ে এসেছে); 2 (আল.) ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া (কথায় কথায় এমন তেতে উঠছ কেন?); 3 তাতানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [তাত2 দ্র]। |
তাতানো [tātānō] বি. ক্রি. 1 গরম করা (কড়াইয়ের তেলটা একটু তাতিয়ে নাও); 2 (আল.) উত্তেজিত করা বা খ্যাপানো (ওকে আর তাতিয়ো না)। ☐ বিণ. উক্ত দুই অর্থে। [তাত2 দ্র]। |
তাতার [tātāra] বি. মধ্য এশিয়ার জাতিবিশেষ। [ইং. Tartar < লা. tartarus]। |
তাতাল [tātāla] বি. লোহার দণ্ডবিশেষ, যা তাতিয়ে রাংঝাল লাগানো হয়। [তাত2 দ্র]। |
তাত্ত্বিক [tāttbika] বিণ. 1 তত্ত্বসম্বন্ধীয় (তাত্ত্বিক জ্ঞান); 2 সত্য, বাস্তবানুগ (তাত্ত্বিক প্রভেদ); 3 তত্ত্বীয়, theoretical (তাত্ত্বিক জ্ঞান, তাত্ত্বিক আলোচনা)। ☐ বি. তত্ত্বজ্ঞ ব্যক্তি (ভাষাতাত্ত্বিক)। [সং. তত্ত্ব + ইক]। |
তাথই [tāthi] এর রূপভেদ। |
তাথৈ-তাতা-থৈ [ tāthai-tātā-thai] এর রূপভেদ। |
তাথ্যিক [tāthyika] বিণ. 1 তথ্যমূলক, তথ্যসম্বন্ধীয়; 2 তথ্যপ্রধান। [সং. তথ্য + ইক]। |
তাদর্থ্য [tādarthya] বি. তন্নিমিত্ততা, সেই কারণের বা অর্থের ভাব; সেই উদ্দেশ্য বা প্রয়োজন। [সং. তদর্থ + য]। (তু. 'তাদর্থ্যে চতুর্থী')। |
তাদাত্ম্য [tādātmya] বি. কিছুর সঙ্গে একাত্মতা বা নিবিড় ঐক্য, অভেদ (ব্রহ্মের সঙ্গে ব্রহ্মজ্ঞানীর তাদাত্ম্য সম্বন্ধ)। [সং. তদাত্মন্ + য]। |
তাদৃশ [tādṛśa] বিণ. সেইরূপ, সেইরকম, তেমন (তাদৃশ রূপ, তাদৃশ বিদ্যা)। [সং. তদ্ + √ দৃশ্ + অ]। বিণ. স্ত্রী. তাদৃশী। |
তাধিন [tādhina] বি. নৃত্য বা তবলার বোলবিশেষ। [ধ্বন্যা.]। |
তাধিনা [ tādhinā] বি. নৃত্য বা তবলার বোলবিশেষ। [ধ্বন্যা.]। |
তান [tāna] বি. 1 সংগীতের রাগবিস্তার, সুরের আলাপ (পূরবীর তান); 2 সুর (সেতারে তান ধরেছে); 3 সুরেলা ধ্বনি; 4 সংগীতে রাগের বিস্তারে অতি দ্রুত সুরসাধনা। [সং. √ তন্ + অ]। তান ছাড়া ক্রি. বি. গান শুরু করা, মুক্তকণ্ঠে গান গাওয়া। তান তোলা ক্রি. বি. ধীরে ধীরে সুর উঁচুতে তোলা। তান ধরা ক্রি. বি. গান আরম্ভ করা; সুরেলা ধ্বনি করা। |
তান-করতব [tāna-karataba] বি. তানের কৌশল, তানের নানান কারিকুরি। [সং. তান + হি. কর্তব্]। |
তান-কর্তব [ tāna-kartaba] বি. তানের কৌশল, তানের নানান কারিকুরি। [সং. তান + হি. কর্তব্]। |
তান-পুরা [tāna-purā] বি. আকৃতিতে বীণার মতো কিন্তু পর্দাবিহীন এবং চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ, তম্বুরা। [আ. তম্বুরা]। |
তানা-না-না [tānā-nā-nā] বি. 1 সংগীতের প্রারম্ভিক সুরসাধন; 2 (ব্যঙ্গে আল.) কাজ আরম্ভের আড়ম্বর; 3 অযথা কালক্ষেপ (তানা-না-না করে দিন কাটানো)। [দেশি]। |
তান্তব [tāntaba] বিণ. 1 তন্তুসম্বন্ধীয়; 2 তন্তুনির্মিত, সুতোর তৈরি (তান্তব বস্ত্র)। [সং. তন্তু + অ]। |
তান্ত্রিক [tāntrika] বিণ. 1 তন্ত্রশাস্ত্রসম্বন্ধীয়; 2 তন্ত্রশাস্ত্রজ্ঞ; 3 তন্ত্রশাস্ত্রের বিধান অনুসারে সাধনাকারী; 4 তন্ত্রশাস্ত্র অনুযায়ী (তান্ত্রিক সাধনা)। ☐ বি. তন্ত্রশাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তি। [সং. তন্ত্র + ইক]। বি. ̃ তা। |
তাপ [tāpa] বি. 1 উষ্ণতা ('প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে': রবীন্দ্র); 2 জ্বর (গায়ের তাপ কমছে না); 3 ক্রোধ, রাগ; 4 দুঃখ, পীড়া ('পাপে তাপে জীর্ণ' এ প্রাণ': রবীন্দ্র)। [সং. √ তপ্ + অ]। ̃ ক বিণ. 1 তাপদায়ক; 2 দুঃখদায়ক। ̃ ত্রয় বিণ. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ দুঃখ; ত্রিতাপ। ̃ প্রবাহ বিণ. 1 উষ্ণতার স্রোত; 2 প্রখর তাপ। ̃ মান বি. উষ্ণতাপরিমাপক যন্ত্র, থার্মোমিটার। ̃ হর বিণ. তাপনাশক; দুঃখনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরণ বিণ. দুঃখহর, দুঃখ যে হরণ করে। ☐ বি. উত্তাপ বা দুঃখ দূরীকরণ। ̃ হারী (-রিন্) বিণ. ত্রিতাপ দূরকারী। |
তাপক [tāpaka] দ্র তাপ। |
তাপত্রয় [tāpatraẏa] দ্র তাপ। |
তাপন [tāpana] বি. 1 তাপজনন; 2 তাপপ্রয়োগ; 3 কামদেবের পঞ্চবাণের অন্যতম; 4 সূর্য। ☐ বিণ. তাপজনক। [সং. √ তপ্ + ণিচ্ + অন]। তাপনীয় বিণ. তাপ প্রয়োগ করতে হবে বা প্রয়োগের যোগ্য এমন; যা তপ্ত করা যায় এমন। |
তাপমান [tāpamāna] দ্র তাপ। |
তাপস [tāpasa] বিণ. তপস্যা করে এমন (তাপসকুমার)। ☐ বি. তপস্বী, মুনি। [সং. তপস্ + অ]। স্ত্রী. তাপসী। ̃ তনু বি. ইঙ্গুদী গাছ। তাপস্য বি. তাপসের ধর্ম বা আচরণ। |
তাপা [tāpā] ক্রি. 1 গরম করা; তাতা; 2 পোহানো, তাপ নেওয়া। ☐ বি. উক্ত দুই অর্থে। [সং. তাপ + বাং. আ]। ̃ নো ক্রি. তপ্ত করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। ̃ য়ল ক্রি. (ব্রজ.) সন্তপ্ত করল, তাপিত করল। |
তাপিত [tāpita] বিণ. 1 তাপপ্রাপ্ত, উত্তপ্ত; 2 ক্লিষ্ট, সন্তপ্ত, দুঃখিত ('তাপিত এ প্রাণ': র. সে)। [সং. √ তপ্ + ণিচ্ + ত]। স্ত্রী. তাপিতা। |
তাপী [tāpī] (-পিন্) বিণ. 1 তাপযুক্ত; 2 সন্তাপযুক্ত, দুঃখক্লিষ্ট (পাপী-তাপী); 3 তাপজনক। [সং. তাপ + ইন্]। স্ত্রী. তাপিনী। |
তাপ্পি [tāppi] বি. 1 ছেঁড়া কাপড় ইত্যাদি সংস্কারের জন্য বাঁধা পটি, তালি (তাপ্পি-মারা মশারি); 2 (অশোভন) ধাপ্পা, গুলপট্টি। [বাং তু. সং. তল্লিকা]। |
তাফতা [tāphatā] বি. 1 রেশম ও পশম মিশিয়ে তৈরি শীতবস্ত্রবিশেষ; 2 গাঢ় রঙের রেশমবস্ত্রবিশেষ, চেলিবস্ত্র। [ফা. তফ্তহ্]। |
তাবড় [tābaḍ়] বিণ. 1 তা থেকে বড়; 2 বড় বড় (অনেক তাবড় তাবড় ডাক্তার দেখানো হয়েছে)। [বাং. তা < তাহা (থেকে) + বড়]। |
তাবড় তাবড় [ tābaḍ় tābaḍ়] বিণ. 1 তা থেকে বড়; 2 বড় বড় (অনেক তাবড় তাবড় ডাক্তার দেখানো হয়েছে)। [বাং. তা < তাহা (থেকে) + বড়]। |
তাবত্ [tābat] বিণ. 1 সমুদয় (একথা তাবত্ লোকে জানে); 2 তত্সমুদয়, সেইপরিমাণ, অত (যাবত্ উপার্জন তাবত্ ব্যয়)। ☐ অব্য. সেই পর্যন্ত, তদবধি, ততক্ষণ (যাবত্ সে না আসে, তাবত্ অপেক্ষা করো)। ☐ সর্ব. সমস্ত লোক (এদেশের তাবতের মুখেই এই কথা)। [সং. তদ্ + বত্]। |
তাবাস [tābāsa] বি. অন্বেষণ, খোঁজ (তত্ত্বতাবাস)। [আ. তফহ্হ্রস]। |
তাবিজ [tābija] বি. 1 বাহুর অলংকারবিশেষ; 2 মাদুলি, কবচ। [আ. তবীজ]। |
তাবুত [tābuta] বি. 1 তাজিয়া; 2 নিশান; 3 শেষ শয্যা। [আ. তাবুত্]। |
তামড়ি [tāmaḍ়i] বি. তামাটে রঙের উপরত্নবিশেষ, garnet. [বাং. তাম (< তামা < সং. তাম্র) + ড়ি]। |
তামরস [tāmarasa] বি. 1 পদ্ম ফুল ('মধুময় তামরস': মধু.); 2 তামা; 3 সোনা; 4 বারো অক্ষরযুক্ত সংস্কৃত ছন্দোবিশেষ। [সং. তামর + স (সস্)]। |
তামলি [tāmali] বি. পানব্যবসায়ী হিন্দু জাতিবিশেষ। [সং. তাম্বূলী]। |
তামস [tāmasa] বিণ. 1 ঘোর অন্ধকারময়; 2 তামসিক, তমোগুণের প্রভাবে অনুষ্ঠিত বা কৃত (তামস দান, তামস যজ্ঞ)। [সং. তমস্ + অ]। তামসী বিণ. তামস -এর স্ত্রীলিঙ্গ। ☐ বি. (স্ত্রী.) অন্ধকার রজনী। তামস-যজ্ঞ বি. শ্রদ্ধাহীন ও অহংকারপূর্ণ মনে যে-যজ্ঞ করা হয়। |
তামসিক [tāmasika] বিণ. 1 তমোগুণসম্বন্ধীয়; 2 তমোভাবপূর্ণ (তামসিক উপাসনা); 3 অজ্ঞতাজনিত; 4 মেঘাচ্ছন্ন। [সং. তমস্ + ইক]। স্ত্রী. তামসিকী। তামসিকতা বি. মোহান্ধতা। |
তামা [tāmā] বি. লালচে রঙের নমনীয় মিশ্র ধাতুবিশেষ, copper. [< পা. তম্ব < সং. তাম্র]। ̃ টে বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তাম্রাভ। তামা-তুলসী বি. তামা ও তুলসীপাতা যা হিন্দুরা পবিত্র মনে করেন এবং স্পর্শ করে শপথ করেন। |
তামাক [tāmāka] বি. 1 গাছবিশেষ এবং (মাদক হিসাবে ব্যবহৃত) তার পাতা; 2 গুড় ও অন্যান্য মশলা মিশানো তামাকপাতা যার ধোঁয়া পান করে নেশা করা হয়। [স্পে. tabaco > ও তাম্বুকু]। তামাক খাওয়া, তামাক টানা ক্রি. বি. হুঁকা, গড়গড়া প্রভৃতিতে মশলা-মিশানো তামাকপাতার চূর্ণ পুড়িয়ে ধূমপান করা। তামাক সাজা ক্রি. বি. ধূমপানের জন্য হুঁকা, গড়গড়া প্রভৃতির কলকেতে মশলা-মিশানো তামাকচূর্ণ দিয়ে আগুন ধরিয়ে ধূমপানের ব্যবস্হা করা। বড় তামাক (কৌতু.) বি. গাঁজা। |
তামাকু [ tāmāku] বি. 1 গাছবিশেষ এবং (মাদক হিসাবে ব্যবহৃত) তার পাতা; 2 গুড় ও অন্যান্য মশলা মিশানো তামাকপাতা যার ধোঁয়া পান করে নেশা করা হয়। [স্পে. tabaco > ও তাম্বুকু]। তামাক খাওয়া, তামাক টানা ক্রি. বি. হুঁকা, গড়গড়া প্রভৃতিতে মশলা-মিশানো তামাকপাতার চূর্ণ পুড়িয়ে ধূমপান করা। তামাক সাজা ক্রি. বি. ধূমপানের জন্য হুঁকা, গড়গড়া প্রভৃতির কলকেতে মশলা-মিশানো তামাকচূর্ণ দিয়ে আগুন ধরিয়ে ধূমপানের ব্যবস্হা করা। বড় তামাক (কৌতু.) বি. গাঁজা। |
তামাদি [tāmādi] বি. কিছু সম্পর্কে দাবি করার নির্দিষ্ট সময় উতরে যাওয়া। ☐ বিণ. দাবি করার নির্দিষ্ট সময়ে উতরে গেছে এমন, time-barred (তামাদি, দলিল, তামাদি হয়ে যাওয়া)। [আ. তমাদি]। |
তামাম [tāmāma] বিণ. সমগ্র, সমুদয়, সমস্ত, সম্পূর্ণ (তামাম দুনিয়া)। [আ. তমাম]। তামামি বি. 1 অবসান, সমাপ্তি; 2 শেষ কাজ (সালতামামি)। |
তামাশা [tāmāśā] বি. 1 পরিহাস, ঠাট্টা, কৌতুক, মজা (তার সঙ্গে একটু তামাশা করেছি); 2 খেলা, বাজি। [আ. তমাশা]। |
তামিল [tāmila] বি. পালন, আমল দেওয়া (হুকুম তামিল)। [আ. তাআমীল্]। |
তামিল [tāmila] বি. দক্ষিণ ভারতের (প্রধানত তামিলনাড়ুর) ভাষাবিশেষ। [তা.]। |
তাম্বূল [tāmbūla] বি. পান, লতাবিশেষের পাতা যা সুপারি চুন প্রভৃতি সহযোগে খাওয়া হয়। [সং. √ তম্ + ঊল (ঊলচ্)]। ̃ করঙ্ক বি. সাজসরঞ্জামসহ পানের পাত্র, পানের বাটা বা ডিবে। ̃ রাগ বি. পান খেলে ঠোঁটে যে লাল রং লাগে। তাম্বূলিক, তাম্বূলী বি. পানব্যবসায়ী, তামলি জাতি। ☐ বিণ. 1 পান-ব্যবসায়ে নিযুক্ত; 2 তামলিজাতীয়। |
তাম্র [tāmra] বি. ধাতুবিশেষ, তামা। ☐ বিণ. তামার মতো বর্ণযুক্ত (তাম্রকেশ). [সং. √ তম্ + র]। ̃ কুণ্ড বি. পূজায় ব্যবহৃত তামার তৈরি পাত্রবিশেষ। ̃ পট, ̃ পত্র, ̃ ফলক বি. তামার পাত্র বা তক্তি যাতে প্রাচীনকালে রাজার আদেশাদি খোদাই করা হত। ̃ পল্লব বি. 1 রক্তপল্লব; লালবর্ণযুক্ত পাতা; 2 অশোক গাছের পাতা; 3 রক্তচন্দন গাছের পাতা। ̃ পাত্র বি. তামার তৈরি বাসন। ̃ পুষ্প বি. 1 রক্তকাঞ্চন গাছ ও তার পাতা; 2 ভুঁইচাঁপা। ☐ বিণ. তামার মতো বর্ণবিশিষ্ট, তামাটে। তাম্রাভ বিণ. তামাটে, পিঙ্গল। ̃ লিপি বি. তামার ফলকে উত্কীর্ণ লিপি। ̃ শাসন বি. তামার ফলকে খোদিত বা উত্কীর্ণ রাজাজ্ঞা। ̃ সার বি. রক্তচন্দন। |
তাম্র-কুট [tāmra-kuṭa] বি. তামাক। [অর্বাচীন সং.]। ̃ সেবন বি. তামাক খাওয়া। |
তাম্রাশ্ম [tāmrāśma] (-শ্মন্) বি. পদ্মরাগমণি। [সং. তাম্র + অশ্মন্ (=প্রস্তর)]। |
তায় [tāẏa] সর্ব. (কাব্যে) 1 তাকে ('কেমনে ফিরাব তায়': রবীন্দ্র); 2 তাতে (কী হবে তায়?)। ☐ সমু. অব্য. তাতে আবার, তার উপর (একে রাত্রি, তায় ঝড়)। [বাং. তাহা + 7মীর 1 বচন]। |
তায়-দাদ [tāẏa-dāda] বি. জমির চৌহদ্দি অর্থাত্ চতুঃসীমার বিবরণ। [আ. তাদাদ্]। |
তার [tāra] বিণ. (কণ্ঠস্বর বা শব্দ সম্পর্কে) অতি উঁচু ও তীব্র (তারস্বরে চিত্কার)। [সং. √ তৃ + ণিচ্ (=অন্য শব্দকে অতিক্রম করা) + অ]। ☐ বি. (সংগীতে) চড়া সুরের সপ্তক (তারসপ্তকে তাঁর গলা বেশ খোলে)। ̃ স্বর বি. চড়া স্বর। |
তার [tāra] বি. 1 তরণ, উত্তরণ, পারগমন; 2 উদ্ধার ('কে করিবে তার')। [সং. √ তৃ + অ]। |
তার [tāra] বি. সুস্বাদ, রস (রান্নার তার)। তারিয়ে তারিয়ে খাওয়া ক্রি. বি. স্বাদ উপভোগ করার জন্য ধীরে ধীরে খাওয়া। [দেশি]। |
তার [tāra] বি. 1 ধাতুর তৈরি সূত্র বা রজ্জু (তামার তার, টেলিফোনের তার); 2 টেলিগ্রাম (তাড়াতাড়ি তাকে তার করে দাও)। [সং. √ তৃ + অ]। ̃ ঘর বি. টেলিগ্রাফ অফিস। ̃ বাবু বি. টেলিগ্রাফ অফিসে তারবার্তা গ্রহণ বা প্রেরণে নিযুক্ত কর্মচারী। ̃ বার্তা বি. টেলিগ্রাম। |
তারক [tāraka] বিণ. উদ্ধারকারী, রক্ষক, পারকর্তা। ☐ বি. 1 উদ্ধারকারী ব্যক্তি; 2 কর্ণধার; 3 ভেলা; 4 নক্ষত্র, তারা ('গ্রহতারক': রবীন্দ্র); 5 চোখের তারা; 6 কার্তিকেয়র দ্বারা নিহত অসুরবিশেষ। [সং. √ তৃ + ণিচ্ + অক]। স্ত্রী. তারিকা। ̃ নাথ বি. শিব। ̃ ব্রহ্ম বি. রামনামের মন্ত্রবিশেষ, ওঁ শ্রীরামরাম। |
তারকা [tārakā] বি. 1 তারা, নক্ষত্র; 2 চোখের তারা; 3 '*' এই চিহ্ন; 4 সিনেমা ইত্যাদির বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী-ইংরেজি star শব্দের অনুকরণে। [সং. √ তৃ. + ণিচ্ + অক + আ]। ̃ য়িত বিণ. 1 তারকাযুক্ত, তারকাখচিত; 2 তারকায় পরিণত অর্থাত্ বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী হিসাবে পরিগণিত। ̃ রি বি. তারকাসুরবধকারী কার্তিকেয়। তারকিনী বিণ. (স্ত্রী.) তারকাময়ী। ☐ বি. রাত্রি। |
তারণ [tāraṇa] বিণ. ত্রাণকারী, উদ্ধারকর্তা (দীনতারণ, অধমতারণ)। ☐বি. উদ্ধার, ত্রাণ, পারকরণ। [সং. √ তৃ + ণিচ্ + অন]। তারণি বি. নৌকা বা অন্য জলযান, যার সাহায্যে পার হওয়া যায়। |
তার-তম্য [tāra-tamya] বি. ইতরবিশেষ, কম-বেশি, ন্যূনাধিক্য (হিসাবে তারতম্য হয়েছে); 2 পার্থক্য, তফাত। [সং. তরতম + য]। |
তার-পর [tāra-para] ক্রি-বিণ. পরে, অতঃপর, তার পরে। ☐ অব্য. অতঃপর। [< বাং. তাহার + পর]। |
তারবার্তা [tārabārtā] দ্র তার5। |
তারল [tārala] বিণ. লম্পট, দুশ্চরিত্র। [সং. তরল + অ (স্বার্থে)]। |
তারল্য [tāralya] বি. 1 তরল অবস্থা, তরলতা; 2 চপলতা, চঞ্চলতা (শিশুসুলভ তারল্য); 3 দৃঢ়তার অভাব। [সং. তরল + য]। |
তারা [tārā] বি. (স্ত্রী.) 1 সংসারদুঃখের ত্রাণকারিণী; 2 দেবীবিশেষ, দশমহাবিদ্যার অন্যতমা; 3 বৌদ্ধ দেবীবিশেষ; 4 রামায়ণে বালীর স্ত্রী; 5 (সংগীতে) উচ্চ সপ্তক (উদারা-মুদারা-তারা); 6 নক্ষত্র; 7 চোখের মণি, কনীনিকা ('তারা বেয়ে পড়বে ধারা': রা. প্র.)। [সং. √ তৃ + ণিচ্ + অ + আ]। ̃ নাথ, ̃ পতি বি. চন্দ্র, চাঁদ। ̃ পথ বি. আকাশ। ̃ বাতি বি. তারার মতো ফুলকি জ্বলে এমন বাতি বা আতশবাজিবিশেষ। ̃ মণ্ডল বি. গ্রহ তারা ইত্যাদি জ্যোতিষ্কপুঞ্জ, নক্ষত্রমালা। |
তারা [tārā] ক্রি. (কাব্যে) রক্ষা করা, উদ্ধার করা ('তারো তারো হরি দীনজনে': রবীন্দ্র)। [< সং. ত্রৈ (√ তৃ + ণিচ্) + বাং. আ]। |
তারানা [tārānā] বি. খেয়াল-ধ্রূপদাদি উচ্চাঙ্গ সংগীতের নোম, তোম ইত্যাদি বোলযুক্ত রূপবিশেষ। [হি. তরানা]। |
তারানাথ [tārānātha] দ্র তারা1। |
তারাপতি [ tārāpati] দ্র তারা1। |
তারিকা [tārikā] দ্র তারক। |
তারিখ [tārikha] বি. মাসের দিনসংখ্যা, দিনাঙ্ক (শ্রাবণের 1 তারিখ)। [আ. তারীখ]। |
তারিণী [tāriṇī] বিণ. (স্ত্রী.) ত্রাণকারিণী, তারিকা। ☐ বি. (স্ত্রী.) দুর্গা। [সং. √ তৃ + ণিচ্ + ইন্ + ঈ]। |
তারিফ [tāripha] বি. 1 প্রশংসা, বাহবা (তারিফ করার মতো কাজ); 2 বাহাদুরি, কৃতিত্ব। [আ. তরীফ্]। |
তারুণ্য [tāruṇya] বি. 1 তরুণ অবস্হা বা বয়স; যৌবন (তারুণ্যের শক্তি, 'তারুণ্যের নীলরক্ত': সুকান্ত; তারুণ্যের উদ্যম); 2 কাঁচা বা কচি অবস্হা (তারুণ্য এখনও কাটেনি); 3 প্রথমাবস্হা (সর্দির তারুণ্য)। [সং. তরুণ + য]। বিণ. তরুণ। |
তার্কিক [tārkika] বি. বিণ. 1 তর্কশাস্ত্রে পণ্ডিত, নৈয়ায়িক; 2 তর্কপ্রিয়; 3 তর্কে পটু। [সং. তর্ক + ইক]। |
তার্পিন [tārpina] বি. সরল বা চির জাতীয় বৃক্ষের নির্যাসে প্রস্তুত তেলবিশেষ। [ইং. turpentine]। |
তাল [tāla] বি. বড় দলা বা পিণ্ড, স্তূপ (এক তাল কাদা, তাল তাল সোনা)। [সং. √ তল্ + অ]। তাল করা ক্রি. বি. জ়ড়ো বা স্তূপ করা। তাল-গোল পাকানো ক্রি. বি. 1 পিণ্ডাকারে পরিণত করা; 2 বিপর্যস্ত বা বিশৃঙ্খল করা বা হওয়া। তাল পাকানো ক্রি. তালগোল পাকানো র অনুরূপ। তাল তাল বিণ. প্রচুর, রাশি রাশি। |
তাল [tāla] বি. 1 (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য); 2 করতলে করতলে আঘাত (তাল দেওয়া); 3 সদম্ভে নিজে বাহু বা ঊরুতে চাপড় (তাল ঠোকা)। [সং. √ তল্ + অ]। তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া। তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা। তাল ঠোকা ক্রি. বি. বাহুতে বা ঊরুতে চাপড় মেরে আস্ফালন করা বা অপরকে দ্বন্দ্বে আহ্বান করা। তাল রাখা ক্রি. 1 অন্যের বেগ বা গতির সঙ্গে নিজের বেগ বা গতির সমতা রক্ষা করা; 2 অন্যের কাজের সঙ্গে নিজের কাজের সংগতি রাখা। ঢিমা তাল বি. 1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল; 2 (আল.) দীর্ঘসূত্রতা। ̃ কানা বিণ. 1 (সংগীতে) তালজ্ঞানহীন; 2 (আল.) ভালো-মন্দ কাণ্ডজ্ঞানহীন। ̃ ভঙ্গ বি. (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রার সামঞ্জস্যহানি। |
তাল [tāla] বি. দীর্ঘ ঋজু শাখাহীন গাছবিশেষ বা তার ফল। [সং. √ তড়্ + অ]। তাল পড়া (ব্যঙ্গে) ক্রি. বি. (পিঠে) সশব্দে কিল পড়া। তালপাতার সেপাই (আল.) অত্যন্ত কৃশ বা দুর্বল ব্যক্তি। ̃ ক্ষীর বি. তালের গোলা দুধের সঙ্গে জ্বাল দিয়ে প্রস্তুত ক্ষীর। ̃ চোঁচ বি. বাবুই পাখির সদৃশ তালচটক পাখি, swallow-shrike. ̃ নবমী বি. ভাদ্র মাসের শুক্লানবমী। ̃ পুকুর বি. যে পুকুরের চারদিকে তালগাছ আছে। ̃ বৃন্ত বি. তালগাছের ডাঁটাসহ পাতা, যা দিয়ে সাধারণত হাতপাখা তৈরি হয়। ̃ শাঁস বি. কচি তালের আঁটির শাঁস। |
তাল [tāla] বি. পিশাচযোনিবিশেষ। [সং. √ তল্ + অ]। তাল-বেতাল বি. তাল ও বেতাল নামে দুই পিশাচ, (পুরাণমতে) রাজা বিক্রমাদিত্য যাদের নিজের অনুচরে পরিণত করেছিলেন। |
তাল [tāla] বি. 1 টাল, ধাক্কা, ধকল (তাল সামলানো); 2 বায়না, ঝোঁক (ছেলেটা ব়ড্ড তাল করে, তাল তুলেছে)। [তু. টাল]। |
তাল [tāla] বি. এক বিঘতপরিমাণ মাপ, দৈর্ঘ্যের এককবিশেষ (সপ্ততাল জলের নীচে)। [সং. √ তল্ + অ]। |
তালই [tāli] বি. তালুই -এর রূপভেদ। |
তালকানা [tālakānā] দ্র তাল2। |
তালগোল [tālagōla] দ্র তাল1। |
তালচোঁচ [tālacōn̐ca] দ্র তাল3। |
তালনবমী [ tālanabamī] দ্র তাল3। |
তালপুকুর [ tālapukura] দ্র তাল3। |
তালবৃন্ত [ tālabṛnta] দ্র তাল3। |
তালব্য [tālabya] বিণ. 1 তালু থেকে উচ্চারিত (তালব্য ধ্বনি); 2 তালুসম্বন্ধীয়। [সং. তালু + য]। তালব্য বর্ণ তালু থেকে উচ্চারিত ধ্বনির প্রতীক বর্ণ অর্থাত্ ই, ঈ, এ, চ, ছ, জ, ঝ, ঞ, য়, শ। |
তালা [tālā] বি. দরজা-জানালা-বাক্স ইত্যাদি আটকাবার যন্ত্রবিশেষ, কুলুপ (তালাচাবি)। [< সং. তালক]। |
তালা [tālā] বি. পাকা বাড়ির উল্লম্ব স্তর বা বিভাগ, উপর্যুপরি অবস্হিত তল, তলা (দোতালা বাড়ি)। [সং. তল]। |
তালা [tālā] বি. চড়া শব্দের জন্য শ্রবণশক্তির সাময়িক আচ্ছন্নতা (কানে তালা লাগা)। [দেশি]। |
তালাক [tālāka] বি. 1 মুসলমানদের বিবাহবিচ্ছেদ; 2 স্ত্রী-ত্যাগ (বউকে তালাক দিয়েছে)। [আ. তলাক্]। |
তালি [tāli] বি. তালগাছ (তালিবন, তালিকুঞ্জ)।[সং. তাল + ই]। |
তালি [tāli] বি. হাততালি ('তালে তালে দেয় তালি': রবীন্দ্র)। [সং. তালিক]। |
তালি [tāli] বি. ছিন্ন অংশের আবরণ, জোড়, পটি (জামায় তালি, জুতোয় তালি)। [দেশি]। |
তালি [tāli] বি. ছোট তালা। [হি. তালী]। |
তালিকা [tālikā] বি. নির্ঘণ্ট, ফর্দ, list (বইয়ের তালিকা)। [আ. তালিকহ্; তু. ফা. তালিক্]। |
তালিম [tālima] বি. 1 শিক্ষা ও উপদেশ; শিক্ষণ; 2 অনুশীলন, কোনো বিদ্যার চর্চা বা নিয়মিত অভ্যাস (গানের তালিম)। [আ. তাআলীম্]। |
তালু [tālu] বি. টাকরা, মুখগহ্বরের ঊর্ধ্বভাগ, palate. [সং. √ তৃ + ল + উ]। |
তালুই [tālui] বি. ভাই বা বোনের শ্বশুর, তালই। [তু. সং. তাত]। |
তাউই [ tāui] বি. ভাই বা বোনের শ্বশুর, তালই। [তু. সং. তাত]। |
তালুক [tāluka] বি. 1 ভূসম্পত্তি (জমিদারের খাসতালুক); 2 গভর্নমেণ্ট বা জমিদারের কাছ থেকে বন্দোবস্ত করে নেওয়া ভূসম্পত্তি; 3 জমিদারির অংশ। [আ. তাআল্লুক]। ̃ দার বি. 1 তালুকের মালিক, জমিদার; 2 পদবিবিশেষ। ̃ দারি বি. তালুকদারের বৃত্তি বা ভূসম্পত্তি। ☐ বিণ. তালুক বা তালুকদারসম্বন্ধীয়। |
তালে-গোলে [tālē-gōlē] ক্রি-বিণ. বিশৃঙ্খলার মধ্যে, গোলমালের মধ্যে (তালেগোলে আসল কথাটাই ভুলে গেছি)। [বাং. তাল1 + এ + গোল (গোলমাল) + এ]। |
তালে-বর [tālē-bara] বিণ. 1 মান্যগণ্য; 2 ধনী; 3 (ব্যঙ্গে) ওস্তাদ, চৌকশ; 4 (ব্যঙ্গে) লায়েক (তুমি এমন কিছু তালেবর হওনি)। [আ. তালাবর]। |
তাস [tāsa] বি. 1 খেলার জন্য চিত্রিত মোটা কাগজের খণ্ডবিশেষ; 2 সুতোর তাসা। [হি. তাশ < আ. তাস্]। তাস পেটা ক্রি. বি. তাস নিয়ে খেলা (সারাদিন কেবল তাসই পিটছে)। তাসের ঘর, তাসের বাড়ি বি. 1 সহজেই ভেঙে পড়তে পারে এমন বাড়ি; 2 (আল.) অত্যন্ত বিপজ্জনক বা অনিশ্চিত বা ক্ষণস্হায়ী অবস্হা। তাসানো ক্রি. 1 গোছার ভিতরের তাস নেড়েচেড়ে তাদের স্হান অদলবদল করা; 2 ভেস্তে দেওয়া, ব্যর্থ করা (তুমিই তো ব্যাপারটাকে তাসিয়ে দিলে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। |
তাসা [tāsā] বি. 1 আনন্ধ বাদ্যযন্ত্রবিশেষ; 2 আনন্ধ বাদ্যযন্ত্রীদের দল (তাসাপার্টি)। [আ. তাসহ্]। |
তাসা [tāsā] বি. তাসের মতো মোটা কাগজের খণ্ড যাতে সুতো জ়ড়ানো থাকে (তাসার সুতো)। [হি. তাস + বাং. আ]। |
তাস্কর্য [tāskarya] বি. তস্করের বা চোরের কাজ বা বৃত্তি, চৌর্য, চুরি। [সং. তস্কর + য]। |
তাহা [tāhā] সর্ব. (সাধু ভাষায় ও কাব্যে) সেই বস্তু বা বিষয়, তা (সে কী চায় তাহা আমি জানি না)। [সং. তদ্]। ̃ ই সর্ব. সেই বস্তুই বা সেই কাজই, তাই। ̃ কে, (পদ্যে) ̃ রে সর্ব. (দ্বিতীয়া বিভক্তি) তাকে, সেই ব্যক্তিকে। ̃ তে সর্ব. (7মী) 1 তার মধ্যে (তাহাতে কী কী ছিল?); 2 তার জন্য, সেই কারণে (তাহাতে ক্ষতি কী?); 3 তা শুনে, তার ফলে, সেই প্রসঙ্গে (তাহাতে আমি এই কথা বলিলাম); 4 তার সঙ্গে (তাহাতে আমাতে সদ্ভাব নাই); 5 তা দিয়ে, তার দ্বারা (তাহাতে কি আমার অভাব ঘুচিবে?)। ☐ সমু. অব্য. 1 তথাপি, তা সত্ত্বেও (যদি না পার তাহাতে ক্ষতি নাই); 2 পক্ষান্তরে, আবার, তার উপর (একে ধনী, তাহাতে উচ্চপদস্হ)। ̃ দিগকে, ̃ দের সর্ব. (2য়া বহুবচন) সেই ব্যক্তিদের বা সেই বস্তুগুলিকে (তাহাদিগকে জানাইয়া দাও)। ̃ র বি. সর্ব. (6ষ্ঠী) সেই ব্যক্তির, বস্তুর বা বিষয়ের। |
তাহে [tāhē] সমু. অব্য. (ব্রজ.) অধিকন্তু, তাতে আবার ('একে কুহু যামিনী, তাহে কুলকামিনী)। ☐ সর্ব. (কাব্যে) 1 তাকে; 2 তাতে (তাহে ক্ষতি নাই)। [বাং. তাহা (< সং. তদ্) + এ]। |
তিতা [titā] ক্রি. 1 ভিজে যাওয়া, সিক্ত হওয়া (ভিজেতিতে এসেছি; 'আঙিনার কোণে তিতিছে বঁধুয়া': চণ্ডী; 'তিতি অশ্রুনীরে': মধু.); 2 তেতো হওয়া ('তিতায় তিতিল দে': চণ্ডী)। ☐ বিণ. সিক্ত, ভিজে ('স্নানাস্তে তিতা বস্ত্র এড়িলেন': চৈ. চ.)। [< সং. √ তিমিত + বাং. আ]। ̃ নো ক্রি. বি. সিক্ত করা, ভিজানো; (আল.) (সম্পর্ক) তিক্ত করা (সম্পর্ক তিতিয়ে ফেলা)। |
তেজ-পাতা [ tēja-pātā] বি. মশলা হিসাবে ব্যবহৃত গাছবিশেষের শুকনো পাতা। [বাং. তেজ + সং. পত্র]। |
তেতালা [ tētālā] দ্র তে3। |
তেতারা [tētārā] বি. 1 তিনটি তার বা তন্ত্রীবিশিষ্ট বাদ্যযন্ত্র; 2 সেতার; 3 বীণাবিশেষ। ☐ বিণ. তিনটি তারযুক্ত। [বাং. তে (< সং. ত্রি) + সং. তার5]। |
তেতাল্লিশ [tētālliśa] বি. বিণ. 43 সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রিচত্বারিংশত্-তু. পা. তিচত্তালীসতি]। |
তেতাস [tētāsa] দ্র তে3। |
তোতা [tōtā] বি. টিয়াপাখি, শুকপাখি। [ফা. তূতী]। ̃ বৃত্তি বি. অনুকরণ বা অনুকরণের স্বভাব। |
ত্রেতা [trētā] বি. 1 হিন্দু পুরাণে বর্ণিত সত্য ও দ্বাপর যুগের মধ্যবর্তী যুগ; 2 যজ্ঞীয় অগ্নিত্রয়-গার্হপত্য. আহবনীয় ও দক্ষিণ। [সং. ত্রি + ইতা]। |
থিতা [thitā] ক্রি. থিতানো। [তু. সং. স্হিত]। ̃ নো, থিতোনো ক্রি. 1 (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া; 2 (আল.) স্হির বা মন্দীভূত হওয়া (আন্দোলন থিতিয়ে এসেছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। |
থোঁতা [thōn̐tā] বিণ. 1 পিষ্ট, থেঁতো হয়েছে এমন; 2 দাঁতহীন; 3 ভোঁতা (থোঁতা মুখ, মুখ থোঁতা করে দেওয়া)। [হি. থোথা]। |
থোঁতা [thōn̐tā] বি. স্হূল বা মোটা চিবুক (থোঁতা ভেঙে দেওয়া)। ☐ বিণ. 1 থুঁতনিযুক্ত; 2 ভারী বা মোটা থুঁতনিযুক্ত; 3 বড় ও ভারী অর্থাত্ অহংকারী (থোঁতা মুখ ভেঙে দেব)। [বাং. থুঁতি + আ]। থোঁতা মুখ ভোঁতা হওয়া ক্রি. বি. (আল.) দর্প চূর্ণ হওয়া, বড় মুখ ছোট হওয়া। |
থোতা-থোঁতা [thōtā-thōn̐tā] এর রূপভেদ। |
দন্তাবল [dantābala] বি. হাতি। [সং. দন্ত + বল (অস্ত্যর্থে)]। |
দন্তায়ুধ [dantāẏudha] বি. দাঁতই যার অস্ত্র অর্থাত্ শুয়োর। [সং. দন্ত + আয়ুধ]। |
দন্তালিকা [dantālikā] বি. লাগাম, ঘোড়ার মুখে যে দড়ি লাগানো হয়। [সং. দন্ত + √ অল্ + অ + ক + আ]। |
দময়িতা [damaẏitā] দ্র দ্মন। |
দর্শয়িতা [darśaẏitā] (-তৃ) বিণ. প্রদর্শক, যে দেখায়; প্রকাশক। [সং. √ দৃশ্ + ণিচ্ + তৃ]। |
দশাবতার [daśābatāra] বি. মত্স্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রামচন্দ্র বলরাম বুদ্ধ কল্কি-বিষ্ণুর এই দশ অবতার বা মূর্তি। [সং. দশ + অবতার]। |
দস্তা [dastā] বি. সাদা ধাতুবিশেষ, যশদ, zinc. [হি. জস্তা < সং. যশদ]। |
দস্তানা [dastānā] বি. হাতের মুঠির আবরণবিশেষ, হাতমোজা, gloves. [ফা. দস্তানা]। |
দস্তাবেজ [dastābēja] বি. দলিল, নথিপত্র। [ফা. দস্তাবজ]। |
দাঁতালো [ dān̐tālō] দ্র দাঁত। |
দাতা [dātā] (-তৃ) বিণ. 1 দানকারী, যে দান করে; 2 যে দেয় (অভয়দাতা, উত্তরদাতা, করদাতা); 3 বদান্য, দানশীল (দাতাকর্ণ); 4 সম্প্রদানকারী (কন্যাদাতা)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দা + তৃ]। স্ত্রী. দাত্রী। ̃ কর্ণ বি. (আল.) অতিশয় দানশীল ব্যক্তি। দাতৃত্ব বি. বদান্যতা, দানশীলতা। |
দিস্তা [distā] বি. বিণ. 1 (কাগজের) চব্বিশটি (দুই দিস্তা কাগজ); 2 24টি বা 24খানা; 3 প্রচুরসংখ্যক (দিস্তা দিস্তা লুচি ভাজা হচ্ছে)। ☐ বি. মুষল (হামানদিস্তা)। [ফা. দস্তা]। |
দীপান্বিতা [dīpānbitā] বি. (স্ত্রী.) 1 দেওয়ালি উত্সব; 2 কার্তিকী অমাবস্যা-যেদিন রাত্রে বাঙালিরা কালীপুজো এবং অবাঙালিরা গৃহে আলোকসজ্জা করে। ☐ বিণ. (স্ত্রী.) আলোকযুক্তা (দীপান্বিতা নগরী)। [সং. দীপ + অন্বিত + আ. (স্ত্রী.)]। |
দীপ্তাংশু [dīptāṃśu] বি. (প্রখর বা তীব্র কিরণবিশিষ্ট) সূর্য। [সং. দীপ্ত + অংশু]। |
দুতারা [ dutārā] দ্র দু। |
দুতালা [ dutālā] দ্র দু। |
দুর্বলতা [durbalatā] বি. 1 বল বা শক্তির অভাব; 2 ক্ষীণতা, মৃদুতা; 3 রুগ্ণভাব; 4 পক্ষপাত, আসক্তি (আমার প্রতি তাঁর একটা দুর্বলতা আছে)। [সং. দুর্ + বল + তা]। |
দুর্বার্তা [durbārtā] বি. খারাপ খবর, দুঃসংবাদ। [সং. দুর্ + বার্তা]। |
দুশ্চিন্তা [duścintā] বি. 1 দুর্ভাবনা, উত্কণ্ঠা; 2 মন্দ বা অশুভ চিন্তা। [সং. দুঃ + চিন্তা]। ̃ গ্রস্ত বিণ. দুশ্চিন্তাকারী। দুশ্চিন্তিত বিণ. উত্কণ্ঠিত, দুশ্চিন্তা করছে এমন। |
দুহিতা [duhitā] (-তৃ) বি. কন্যা, নন্দিনী।[সং. √ দুহ্ + তৃ]। |
দূতাবাস [dūtābāsa] বি. রাষ্ট্রদূতের কার্যালয়, এমব্যাসি। [সং. দূত + আবাস]। |
দূতালি [dūtāli] বি. দূতের কাজ, দৌত্য, দূতগিরি। [সং. দূত + বাং. আলি]। |
দেখতা [dēkhatā] বিণ. 1 দৃষ্ট, দেখা হয়েছে এমন; 2 সামনে অর্থাত্ চোখের সামনে ঘটেছে এমন (ওটা আমাদের দেখতা ব্যাপার)। ☐ক্রি-বিণ. দৃষ্টির সামনে; সমকালে (ও তো আমার দেবতা বড়লোক হয়ে গেল)। [বাং. দেখা + তা]। |
দেবাতাত্মা [ dēbātātmā] (-ত্মন্) বিণ. দেবতাস্বরূপ, দেবতার তুল্য, দেবতার মতো মহত্ চিত্তবৃত্তিযুক্ত, পবিত্র (দেবতাত্মা হিমালয়)। [সং. দেব + আত্মন্, দেবতা + আত্মন্]। |
দোক্তা [dōktā] বি. 1 শুকনো তামাকপাতা; 2 মশলা-মেশানো তামাকপাতাচূর্ণ। [দেশি]। |
দোকতা [ dōkatā] বি. 1 শুকনো তামাকপাতা; 2 মশলা-মেশানো তামাকপাতাচূর্ণ। [দেশি]। |
দোতালা [ dōtālā] দ্র দো। |
দোতারা [dōtārā] দ্র দু। |
ধরতা [dharatā] বি. 1 আগে থেকে যা বাদ বলে ধরে নেওয়া হয়, ধরতি; 2 মূল গায়কের মুখ থেকে ধরে নেওয়া গানের পদ। [ধরা2 দ্র]। |
ধস্তা-ধস্তি [dhastā-dhasti] বি. 1 পরস্পরের প্রতি টানাটানি, হাতাহাতি; 2 দলবদ্ধভাবে হাতাহাতি, টানাটানি বা বলপ্রয়োগ (দূরে দাঁড়িয়ে সেই ধস্তাধস্তি দেখতে লাগলাম); 3 দরকষাকষি (দোকানদারের সঙ্গে দাম নিয়ে ধস্তাধস্তি)। [দেশি]। |
ধাতা [dhātā] (-তৃ) বি. 1 বিধাতা; 2 কর্মফলদাতা; 3 সৃষ্টিকর্তা, নির্মাতা। [সং. √ ধা + তৃ]। স্ত্রী. ধাত্রী। |
ধাতা [dhātā] ক্রি. ধাতানো, কড়া ধমক দেওয়া; শাসানো। ☐ বি. উক্ত অর্থে। [তু. হি. ধতকার্না (=তাড়ানো, ধমক দেওয়া)]। ̃ নি বি. কড়া ধমক, তিরস্কার। ̃ নো ক্রি. ধমক দেওয়া; তিরস্কার করা। ☐ বি. উক্ত অর্থে। |
ধারয়িতা [dhāraẏitā] (-তৃ) বিণ. যে ধারণ করে, ধারণকারী, ধারক। [সং. √ ধৃ + ণিচ্ + তৃ]। ধারয়িত্রী বিণ. (স্ত্রী.) ধারণকারিণী। ☐ বি. পৃথিবী। |
ধিনতা-ধিন [dhinatā-dhina] বি. নাচের আওয়াজ বা ভঙ্গি। [ধ্বন্যা.]। |
ধিয়া-তা ধিয়া [ dhiẏā-tā dhiẏā] বি. নাচ ও বাদ্যের আওয়াজ বা ভঙ্গি। [ধ্বন্যা.]। |
নই তালিম [ni tālima] বি. নতুন শিক্ষা। [হি. নঈ + আ. তালীম]। |
নচিকেতা [nacikētā] বি. 1 অগ্নি; 2 বৈদিক ঋষিবিশেষ। [সং. নচিকেতস্]। বিণ. নাচিকেত। |
নত্তা [nattā] বি. নবজাতকের জন্মের নবম দিনে পালনীয় হিন্দু সংস্কারবিশেষ ('নত্তা কৈল নয় দিনে': ক. ক.)। [দেশি]। |
নমস্কর্তা [namaskartā] (-র্তৃ) বি. নমস্কারকারী। [সং. নমস্ + √ কৃ + তৃ]। |
নামতা [nāmatā] বি. (গণি.) গুণনের অর্থাত্ গুণের ফলসংবলিত তালিকা, গুণের ধারাবাহিক তালিকা। [< সং. নামপত্র?]। |
নালিতা [nālitā] বি. পাটশাক। [দেশি আঞ্চ.]। |
নাশকতা [nāśakatā] দ্র, নাশ। |
নাশকতামূলক [ nāśakatāmūlaka] দ্র, নাশ। |
নাস্তা [nāstā] বি. 1 প্রাতরাশ, সকালের জলখাবার; 2 জলখাবার। [ফা. নাশতা]। |
নাশতা [ nāśatā] বি. 1 প্রাতরাশ, সকালের জলখাবার; 2 জলখাবার। [ফা. নাশতা]। |
নাস্তা-নাবুদ [nāstā-nābuda] বিণ. পর্যুদস্ত, নাজেহাল, লাঞ্ছিত (মামলায় নাস্তানাবুদ)। [ফা. নীস্ত্ + নবুদ্]। |
নিতা [nitā] বি. (আঞ্চ.) নিমন্ত্রণ (নিতা নিমন্ত্রণের পালা শেষ)। [সং. নিমন্ত্রণ তু. হি. নেওতা]। |
নিতাই [nitāi] বি. নিত্যানন্দ। [সং. নিত্য > নিত + বাং. আই (আদরে)]। |
নিতান্ত [nitānta] বিণ. 1 অতিশয় (নিতান্ত দুঃখ, নিতান্ত অন্যায়); 2 অতি ঘনিষ্ঠ (নিতান্ত আত্মীয়, নিতান্ত আপনার জন)। ☐ বিণ-বিণ. খুব (নিতান্ত খারাপ, নিতান্ত বদ)। ☐ ক্রি-বিণ. একান্ত, নেহাত (নিতান্তই যদি ভয় হয়, নিতান্তই যদি করতে চাও তবে কর)। [সং. নি + তম্ + ত]। ̃ পক্ষে ক্রি-বিণ. অন্তত, খুব কম হলেও, কমপক্ষে (নিতান্তপক্ষে একটা দিন সময় চাই)। |
নিপাত্তা [nipāttā] বিণ. যার খোঁজখবর বা ঠিকানা পাওয়া যায় না। [বাং. নি + পাত্তা]। |
নিযোক্তা [niyōktā] (-ক্তৃ) বিণ. নিয়োগকারী; বহালকারী। [সং. নি + √ যুজ্ + তৃ]। |
নিয়ন্তা [niẏantā] (-ন্তৃ) বিণ. নিয়ন্ত্রণকারী, বিধানকর্তা, নিয়ামক, পরিচালক (ভাগ্যনিয়ন্তা)। [সং. নি + √ যম্ + ত়ৃ]। স্ত্রী. নিয়ন্ত্রী। |
নিরাপত্তা [nirāpattā] বি. বিপদশূন্যতা, নিরুপদ্রব অবস্হা, নির্বিঘ্নতা। [সং. নিরাপদ্ + তা]। নিরাপত্তা পরিষদ প্রত্যেক রাষ্ট্রের নিরাপত্তা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য গঠিত রাষ্ট্রসংঘের সংসদবিশেষ, Security Council. |
নির্মাতা [nirmātā] দ্র নির্মাণ। |
নিস্তার [nistāra] বি. উদ্ধার, অব্যাহতি, নিষ্কৃতি (তার হাত থেকে তোমার নিস্তার নেই); 2 পরিত্রাণ, ত্রাণ, মুক্তি (ঈশ্বরই নিস্তার করবেন)। [সং. নির্ + √ তৃ + অ]। ̃ ক বিণ. নিস্তারকারী। |
নিস্তারিণী [nistāriṇī] বিণ. তারিণী, নিস্তারকারিণী, মুক্তিদায়িনী। ☐ বি. দুর্গাদেবী। [সং. নির্ + √ তৃ + ণিচ্ + ইন্ + ঈ]। |
নেড়ি-কুত্তা [nēḍ়i-kuttā] বি. রোগা ও লোমহীন কুকুর। [বাং. নেড়ি + হি. কুত্তা]। |
নেতা [nētā] (-তৃ) বি. 1 নায়ক, পরিচালক (দলের নেতা, দেশের নেতা); 2 পথপ্রদর্শক; 3 অগ্রণী; 4 প্রধান। [সং. √ নী + তৃ]। স্ত্রী. নেত্রী। নেতৃত্ব বি. নেতার পদ, কাজ বা গুণ। |
নেতা [nētā] ক্রি. নেতানো, নেতিয়ে পড়া। [বাং. তু. লতানো]। ̃ নো ক্রি. 1 অবসন্ন বা দুর্বল হওয়া; 2 মিইয়ে যাওয়া, নরম হওয়া (মুড়ি নেতিয়ে গেছে)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে (নেতানো মুড়ি)। |
নোক্তা [nōktā] বি. আরবি-ফারসি অক্ষরে যে বিন্দু সংলগ্ন থাকে। [সা. নুক্তা]। |
নোনতা [nōnatā] বিণ. লবণাক্ত (নোনতা খাবার, নোনতা স্বাদ)। ☐ বি. কচুরি-নিমকি-শিঙাড়া জাতীয় ভাজা খাবার (সে নোনতা পছন্দ করে)। [বাং. নুন + তা়]। |
ন্যাতা [nyātā] বি. 1 ছেঁড়া বা জীর্ণ কাপড়; 2 ঘরের মেঝে মোছার কাজে ব্যবহৃত কাপড়ের টুকরো। [সং. নক্তক]। |
পইতা [pitā] বি. (সচ.) ব্রাহ্মণের কণ্ঠে ধারণীয় যজ্ঞসূত্র, উপবীত। [সং. পবিত্র (=উপবীত)]। কথা পইতে। |
পৈতা [ paitā] বি. (সচ.) ব্রাহ্মণের কণ্ঠে ধারণীয় যজ্ঞসূত্র, উপবীত। [সং. পবিত্র (=উপবীত)]। কথা পইতে। |
পঁয়-তাল্লিশ [pam̐ẏa-tālliśa] বি. বিণ. 45 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চচত্বারিংশত্ > প্রাকৃ. পংচতালীশ]। |
পড়তা [paḍ়tā] বি. 1 (পাশা খেলায়) ক্রমাগত জয়ের দান; 2 ভাগ্য (পড়তা ভালো নয়); 3 সুসময়, সৌভাগ্য (তার এখন পড়তা চলছে); 4 গড়ে হিসাব করলে যে-সংখ্যা মেলে (গড়পড়তা); 5 পণ্য উত্পাদনের বা সংগ্রহের মোট খরচ (পড়তা পোষানো); 6 বনিবনা (তার সঙ্গে আমার পড়তা হচ্ছে না)। [বাং. পড়া1 + তা]। |
পতাকা [patākā] বি. 1 নিশান, ধ্বজা, কেতন, ঝাণ্ডা; 2 পতাকার মতো চিহ্নবিশেষ। [সং. √ পত্ + অক + আ]। পতাকী (-কিন্) বিণ. পতাকাধারী। ☐ বি. (জ্যোতিষ.) শুভাশুভবোধক চক্রবিশেষ। স্ত্রী. পতাকিনী। |
পতিতা [patitā] বিণ. ভ্রষ্টা, কুলটা, কুচরিত্রা (পতিতা নারী)। ☐ বি. (বাং.) বেশ্যা, গণিকা (পতিতালয়)। [সং. √ পত্ + ত + আ]। ̃ বৃত্তি বি. বেশ্যার কাজ, বেশ্যার বৃত্তি, বেশ্যাগিরি। ̃ লয় বি. বেশ্যাবাড়ি। |
পর-ভাতার [para-bhātāra] বি. (অশোভন) অন্যের স্বামী। [সং. পর3 + বাং. ভাতার]। |
পরি-কর্তা [pari-kartā] (-র্তৃ) বি. জ্যেষ্ঠ অবিবাহিত থাকতে কনিষ্ঠের বিবাহের পুরোহিত। [সং. পরি + কর্তা]। |
পরি-ণেতা [pari-ṇētā] (-তৃ) বি. 1 বিবাহকর্তা, যে বিবাহ করে; 2 স্বামী। [সং. পরি + √ নী + তৃ]। |
পরি-তাপ [pari-tāpa] বি. 1 বিশেষ দুঃখ, মনস্তাপ বা খেদ; 2 আফশোস (বড়োই পরিতাপের বিষয়)। [সং. পরি + তাপ]। |
পরি-বেত্তা [pari-bēttā] (-ত্তৃ) বি. জ্যেষ্ঠ ভ্রাতা অবিবাহিত থাকতে যে কনিষ্ঠ ভ্রাতা বিবাহ করে। [সং. পরি + √ বিদ্ + তৃ]। |
পলতা [palatā] বি. পটোলের পাতা বা লতা। [বাং. পটোললতা]। |
পলস্তারা [palastārā] বি. (প্রধানত) (চুন বালি সুরকি সিমেণ্ট প্রভৃতি মিশ্রিত) প্রলেপ (দেওয়ালের পলস্তারা খসে গেছে)। [ইং. plaster]। |
পশ্চাত্তাপ [paścāttāpa] বি. কোনো কাজ করার পর অনুতাপ বা আক্ষেপ। [সং.পশ্চাত্ + তাপ]। |
পশ্চিমোত্তানাসন [paścimōttānāsana] বি. যোগাসনবিশেষ। [সং. পশ্চিম + উত্তান + আসন]। |
পস্তা [pastā] ক্রি. পস্তানো (তাকে বিশ্বাস করে এখন পস্তাচ্ছি)। [সং. পশ্চাত্তাপ-তু হি. পছতানা]। ̃ নো ক্রি. বি. অনুতাপ করা; আফশোস করা। পস্তানি বি. অনুতাপ, পশ্চাত্তাপ। |
পাঁয়-তারা [pām̐ẏa-tārā] বি. 1 মল্লযুদ্ধ ইত্যাদিতে পরস্পরকে আক্রমণের উদ্যোগস্বরূপ পদচালনা; 2 কাজের আগে আস্ফালন বা আড়ম্বর। [সং. পদান্তর]। |
পাকিস্তানি [pākistāni] বি. পাকিস্তানবাসী। ☐ বিণ. পাকিস্তানের (পাকিস্তানি রীতি); পাকিস্তানসম্বন্ধীয়। [ফা. পাক-ই স্তান + বাং. ই]। |
পাততাড়ি [ pātatāḍ়i] দ্র পাত2। |
পাতা [pātā] (-তৃ) বিণ. পালক, রক্ষক (বিশ্বপাতা)। [সং. √ পা + তৃ]। |
পাতা [pātā] বি. 1 পত্র (গাছের পাতা); 2 বইয়ের পৃষ্ঠা (তিনের পাতা); 3 ভোজনপাত্ররূপে ব্যবহৃত বৃক্ষপত্র (পাতা ফেলা); 4 পাতার মতো বিন্যাস (পাতা-কাটা চুল); 5 চোখের পল্লব। [সং. পত্র]। পাতা করা ক্রি. বি. আহারের জন্য আসন পাতা। ̃ কুড়ুনি (বর্জি.) ̃ কুড়ুনী বিণ. অপরের উচ্ছিষ্ট পাতায় যা থাকে তাই কুড়িয়ে খায় এমন, অতি দরিদ্র। ̃ চাটা, পাত-চাটা বিণ। অপরের উচ্ছিষ্ট পাতা চেটে বেড়ায় এমন হীন বা অনুগ্রহপ্রার্থী। |
পাতা [pātā] ক্রি. বি. 1 বিস্তারিত করা (আঁচল পাতা); 2 বিছানো (বিছানা পাতা, আসন পাতা); 3 স্হাপন করা (ঘট পাতা, সংসার পাতা); 4 সামনো নোয়ানো বা মেলে দেওয়া (মাথা পাতা, হাত পাতা); 5 নিয়োগ করা (কান পাতা, আড়ি পাতা); 6 আয়োজন করা, প্রস্তুত করা (ফাঁদ পাতা); 7 জমাট বাঁধার ব্যবস্হা করা (দই পাতা); ☐ বিণ. উক্ত সব অর্থে। [বাং. √ পাত্ (সং. √ পত্ + ণিচ্) + আ]। ̃ নো ক্রি. বি. বিস্তারিত করানো; বিছিয়ে নেওয়ানো; সামনে মেলে দেওয়ানো; প্রস্তুত করানো; স্হাপন করানো; সম্বন্ধ স্হাপন করা (বন্ধুত্ব পাতানো); জমাট বাঁধানো। ☐ বি. প্রথম দুই অর্থে। ☐ বিণ. অন্যের দ্বারা বিছিয়ে নেওয়া হয়েছে এমন; জন্মগত নয় এমন; কৃত্রিম (পাতানো সম্পর্ক)। |
পাতা [pātā] বি. গোড়ালি থেকে আঙুল পর্যন্ত পায়ের যে অংশ পেতে বা ফেলে হাঁটা নয়। [পাতা3 দ্র]। |
পাতানো [pātānō] দ্র পাতা3। |
পাতা-বাহার [pātā-bāhāra] বি. বিচিত্র রঙের বাহারি পাতাযুক্ত গাছবিশেষ। [বাং. পাতা2 + বাহার (ফা. বহার্)]। |
পাতামল [pātāmala] বি. পায়ের পাতার সঙ্গে সংলগ্ন থাকে এমন মল বা পায়ের অলংকারবিশেষ। [বাং. পাতা4 + মল1]। |
পাতাল [pātāla] বি. 1 পুরাণে বর্ণিত ত্রিভুবনের সর্বনিম্নস্হ ভুবন; 2 নাগলোক; 3 পৃথিবীর অধোদেশে অবস্হিত ভুবন, ভূগর্ভ (পাতালরেল); 4 নরক। [সং. √ পত্ + আল]। |
পাত্তা [pāttā] বি. 1 সংবাদ, খবর (তোমার পাত্তা পাওয়াই ভার); 2 ঠিকানা (তার পাত্তা জানি না); 3 যত্ন, খাতির, গুরুত্ব (সে এখন কোথাও পাত্তা পায় না)। [হি. পতা-তু. সং. প্রত্যয়]। |
পানতা [pānatā] বি. জলে ভিজিয়ে রাখা বাসি ভাত। [< পানিতা]। পানতা ভাতে ঘি (আল.) অযথা উত্কৃষ্ট বস্তুর অপচয়। |
পান্তা [ pāntā] বি. জলে ভিজিয়ে রাখা বাসি ভাত। [< পানিতা]। পানতা ভাতে ঘি (আল.) অযথা উত্কৃষ্ট বস্তুর অপচয়। |
পান্তা [pāntā] যথাক্রমে পানতা, পানতি ও পানতুয়া -র বানানভেদ। |
পায়তারা [pāẏatārā] দ্র পাঁয়তারা। |
পার-মিতা [pāra-mitā] বি. বৌদ্ধধর্ম অনুসারে বুদ্ধত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় দ্বাদশগুণের অধিষ্ঠাত্রী দেবী। [সং. পারমিতা]। |
পালয়িতা [pālaẏitā] (-র্তৃ) বিণ. পালনকারী, প্রতিপালক। [সং. √ পা + ণিচ্ + তৃ]। বিণ. স্ত্রী. পালয়িত্রী। |
পিতা [pitā] (-তৃ) বি. জনক, বাবা। [সং. √ পা + তৃ]। ̃ ঠাকুর বি. পিতা, বাবা। ̃ মহ বি. বাবার বাবা, ঠাকুরদা। ̃ মহী বি. (স্ত্রী.) ঠাকুরমা, পিতামহের পত্নী। |
পিত্তাতিসার [pittātisāra] দ্র পিত্ত। |
পিত্তাশয় [ pittāśaẏa] দ্র পিত্ত। |
পীতাভ [ pītābha] দ্র পীত1। |
পীতাম্বর [ pītāmbara] দ্র পীত1। |
পুঁতা [pun̐tā] ক্রি. বি. 1 ভূমি গৃহতল প্রাচীর প্রভৃতির নীচে ঢুকিয়ে রাখা, গাড়া (মাটির নীচে পুঁতে রেখেছে); 2 রোপণ করা (চারাগাছ পোঁতা)। ☐ বিণ. উক্ত অর্থে। [< সং. প্রোথ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 রোপণ করানো; 2 গাড়ানো। ☐ বিণ. উক্ত দুই অর্থে। |
পোঁতা [ pōn̐tā] ক্রি. বি. 1 ভূমি গৃহতল প্রাচীর প্রভৃতির নীচে ঢুকিয়ে রাখা, গাড়া (মাটির নীচে পুঁতে রেখেছে); 2 রোপণ করা (চারাগাছ পোঁতা)। ☐ বিণ. উক্ত অর্থে। [< সং. প্রোথ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 রোপণ করানো; 2 গাড়ানো। ☐ বিণ. উক্ত দুই অর্থে। |
পুস্তানি [ pustāni] বি. মলাট আটকানোর জন্য বইয়ের প্রথম ও শেষ দুটি সাদা ও মোটা পাতা। [ফা. পুস্তা, পুস্তান]। |
পুস্তা [pustā] বি. 1 বই বাঁধার সময় বইয়ের পিঠে আড়ভাবে স্হাপিত মোটা সুতো; 2 অবলম্বন, ঠেস; 3 পোস্তা। [ফা. পুষ্ত়]। |
পুস্তান [ pustāna] বি. 1 বই বাঁধার সময় বইয়ের পিঠে আড়ভাবে স্হাপিত মোটা সুতো; 2 অবলম্বন, ঠেস; 3 পোস্তা। [ফা. পুষ্ত়]। |
পূরয়িতা [pūraẏitā] (-য়িতু) বিণ. পূর্ণকারী, পরিপূর্ণকারী (সাধপূরয়িতা)। [সং. √ পূর্ + ণিচ্ + তৃ]। |
পেস্তা [pēstā] বি. কাবুলে উত্পন্ন বাদামজাতীয় ফলবিশেষ। [ফা. পিস্তা]। |
পৈতা [ paitā] যথাক্রমে পইছা, পইঠা ও পইতা -র বানানভেদ। |
পৈতামহ [paitāmaha] বিণ. পিতামহসম্বন্ধীয় (পৈতামহ সূত্রে প্রাপ্ত)। [সং. পিতামহ + অ]। |
পোঁতা [pōn̐tā] ক্রি. বি. 1 মাটি পাঁচিল গৃহতল প্রভৃতির নীচে ঢুকিয়ে রাখা (মাটির নীচে পোঁতা); 2 রোপণ করা (আমের চারা পোঁতা)। ☐ বিণ. উক্ত অর্থে। [পুঁতা দ্র]। |
পোতা [pōtā] বি. ঘরের ভিত, ভিটা। [সং. পোত + বাং. আ]। |
পোতা [pōtā] বি. 1 পুত্রের পুত্র, নাতি; 2 বৈদিক যজ্ঞের অন্যতম ঋত্বিক। (তু. হোতা)। [সং. পৌত্র]। |
পোতাধ্যক্ষ [pōtādhyakṣa] দ্র পোত1। |
পোতাশ্রয় [ pōtāśraẏa] দ্র পোত1। |
পোস্তা [pōstā] বি. 1 গ্রন্হি (মেরে পোস্তা ওড়ানো); 2 গঞ্জ; 3 আড়ত (আলুপোস্তা); 4 দেওয়াল, বাঁধ প্রভৃতি মজবুত করার জন্য গাঁথনি বা ঠেস (পোস্তা বাঁধানো)। [ফা. পুশ্তাহ্]। |
পৌরপিতা [paurapitā] দ্র পৌর। |
প্রগাতা [pragātā] (-তৃ) বি. 1 সুগায়ক; 2 উদ্গাতা। [সং. প্র + √ গৈ + তৃ]। |
প্রচেতা [pracētā] (-তস্) বিণ. 1 প্রকৃষ্টচিত্ত, জ্ঞানী; 2 হৃষ্ট, সুখী, প্রশান্তচিত্ত। ☐ বি. 1 জলদেবতা বরুণ; 2 প্রজাপতিবিশেষ। [সং. প্র + চেতস্]। |
প্রণেতা [praṇētā] (-তৃ) বিণ. প্রণয়নকারী, রচনাকারী (গ্রন্হের প্রণেতা, আইনের প্রণেতা); নির্মাতা। [সং. প্র + √ নী + তৃ]। ☐ বি. উক্ত অর্থে। |
প্রতান [pratāna] বি. 1 (লতাদির) বিস্তার; 2 লতার আঁশ বা আকর্ষ। [সং. প্র + √ তন্ + অ]। |
প্রতাপ [pratāpa] বি. 1 পরাক্রম ('জগতে তুমি রাজা, অসীম প্রতাপে': রবীন্দ্র); 2 প্রচণ্ড ক্ষমতা, তেজ; 3 প্রভাব, দাপট (হাওয়ার প্রতাপ); 4 উত্তাপ। [সং. প্র + তাপ]। ̃ শালী (-লিন্) বিণ. পরাক্রমযুক্ত। প্রতাপান্বিত বিণ. প্রতাপযুক্ত; পরাক্রমশালী; তেজস্বী। প্রতাপী (-পিন্) বিণ. প্রতাপসম্পন্ন। |
প্রতারণা [pratāraṇā] বি. প্রবঞ্চনা, বঞ্চনা; ছলনা, শঠতা। [সং. প্র + √ তৃ + ণিচ্ + অন + আ]। প্রতারক বিণ. প্রবঞ্চক, প্রতারণাকারী, ঠক। প্রতারিত বিণ. প্রবঞ্চিত, ঠকেছে এমন। স্ত্রী. প্রতারিতা। |
প্রতারণ [ pratāraṇa] বি. প্রবঞ্চনা, বঞ্চনা; ছলনা, শঠতা। [সং. প্র + √ তৃ + ণিচ্ + অন + আ]। প্রতারক বিণ. প্রবঞ্চক, প্রতারণাকারী, ঠক। প্রতারিত বিণ. প্রবঞ্চিত, ঠকেছে এমন। স্ত্রী. প্রতারিতা। |
প্রতিকর্তা [ pratikartā] দ্র প্রতিকার। |
প্রতি-দ্বন্দ্বিতা [ prati-dbandbitā] বি. 1 পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ; 2 প্রতিযোগিতা; 3 অপরের সঙ্গে শক্তিপরীক্ষা বা অন্য কোনো গুণের সমকক্ষতার পরীক্ষা। প্রতি-দ্বন্দী (-ন্দ্বিন্) বি. বিণ. বিপক্ষ, প্রতিযোগী। স্ত্রী. প্রতি-দ্বন্দ্বিনী। |
প্রতি-হন্তা [prati-hantā] (-ন্তৃ) বিণ. বি. হত্যাকারী বা আঘাতকারীকে যে বধ করে। [সং. প্রতি + হন্তৃ]। |
প্রতি-হর্তা [prati-hartā] (-র্তৃ) বিণ. বি. 1 প্রত্যাঘাতকারী; 2 নিবারণকারী। [সং. প্রতি + √ হৃ + তৃ]। |
প্রদাতা [pradātā] দ্র প্রদান। |
প্রপিতা-মহ [prapitā-maha] বি. 1 পিতামহের পিতা, ঠাকুরদার পিতা; 2 ব্রহ্মা। [সং. প্র + পিতামহ]। প্রপিতা-মহী বি. (স্ত্রী.) পিতামহের অর্থাত্ ঠাকুরদাদার মাতা। |
প্রবক্তা [prabaktā] বি. 1 বেদের ব্যাখ্যাতা; 2 ব্যাখ্যাতা; 3 মুখপাত্র, spokesperson. ☐ বিণ. সুবক্তা; বাক্পটু। [সং. প্র + বক্তা (-ক্তৃ)]। |
প্রবর্তয়িতা [prabartaẏitā] দ্র প্রবর্তন। |
প্রমাতা [pramātā] (-তৃ) বিণ. 1 প্রমাণকারী; 2 দোষগুণের বিচারক। [সং. প্র + √ মা + তৃ]। |
প্রমাতা-মহ [pramātā-maha] বি. মাতামহের পিতা। [সং. প্র + মাতামহ]। স্ত্রী. প্রমাতা-মহী। |
প্রযোক্তা [prayōktā] (-ক্তৃ) বিণ. 1 প্রয়োগকারী; 2 নিয়োগকারী; 3 অনুষ্ঠাতা, অনুষ্ঠানকারী। [সং. প্র + √ যুজ্ + তৃ]। |
প্রস্তাব [prastāba] বি. 1 প্রসঙ্গ; 2 কথার উত্থাপন; 3 আলোচনার জন্য উত্থাপিত বিষয় (বিয়ের প্রস্তাব); 4 বিতর্কসভার বিষয়, motion (আমি প্রস্তাবের বিরুদ্ধে বলব); 5 গ্রন্হাদির অধ্যায়, প্রকরণ (প্রথম প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব)। [সং. প্র + √ স্তু + অ]। ̃ ক বিণ. প্রস্তাবকারী। ̃ না বি. 1 সূচনা, ভূমিকা (গ্রন্হের প্রস্তাবনা); 2 (সং. নাটকে) সূত্রধার ও নটনটীর কথাপ্রসঙ্গে নাটকের বিষয়বস্তুর অবতারণা। প্রস্তাবিত বিণ. প্রস্তাব করা হয়েছে এমন, আলোচনার জন্য বা বিবেচনার জন্য উত্থাপিত; আলোচনার বিষয়ীভূত। |
প্রস্তার [prastāra] বি. 1 তৃণশয্যা; 2 ঘাসবন; 3 ব্যাপ্তি, বিস্তার। [সং. প্র + √ স্তৃ + অ]। |
প্রহর্তা [prahartā] (-র্তৃ) বিণ. প্রহারকারী, আঘাতকারী। [সং. প্র + √ হৃ + তৃ]। |
প্রেরয়িতা [prēraẏitā] দ্র প্রেরণ। |
ফয়তা [phaẏatā] বি. 1 মৃত্যের আত্মার সদ্গতির জন্য মুসলমানদের প্রার্থনা ও ভোজ্যাদি দান; 2 শাস্ত্রসংগত বিচার ও সিদ্ধান্ত। [আ. ফতিহা]। |
ফাকতা [phākatā] বি. পায়রা। [ফা. ফাখ্তহ্]। ফাকতা ওড়ানো ক্রি. বি. 1 পায়রা ও়ড়ানো; 2 (আল.) ফুর্তিতে কাটানো, কেবল ফুর্তি করে দিন কাটানো। |
ফিতা [phitā] বি. 1 (সচ.) কাপড়ের লম্বা পাতলা ও চ্যাপটা ফালিবিশেষ; 2 দৈর্ঘ্য মাপার জন্য এক গজ বা এক মিটার লম্বা কাপড়ের ফালি। [পো. fita]। ̃ ক্রিমি বি. লম্বা ও চ্যাপটা ক্রিমিবিশেষ। |
ফেরতা [phēratā] বি. 1 ঘের (ফেরতা দিয়ে কাপড় পরা); 2 বদল (হাতফেরতা); 3 ফিরে আসা (তালফেরতা)। ☐ বিণ. প্রত্যাগত (বিলেত ফেরতা)। ☐ ক্রি-বিণ. ফেরার সময়ে (অফিস ফেরতা ওখানে যাব)। [দ্র ফিরা]। |
ফেরেশতা [phērēśatā] বি. (মুস.) দেবদূত। [ফা. ফরিশ্তাহ্]। |
বক্তা [baktā] (-ক্তৃ) বিণ. বি. 1 বক্তৃতাকারী (সভায় দুজন বক্তা ছিলেন); 2 উক্তিকারী (সে-ই এই বক্তব্যের বক্তা); 3 বাক্পটু (তুমি হলে গিয়ে বক্তা লোক, তোমার সঙ্গে কথায় পারব না)। [সং. √ বচ্ + তৃ]। |
বক্তার [baktāra] বিণ. বি. 1 বক্তৃতাপটু; 2 অপার্থিব বা অলৌকিক প্রভাবের আবেশে বক্তৃতা করে এমন। [তু. সং. বক্তৃ]। |
বক্তৃতা [baktṛtā] বি. 1 (সমবেত শ্রোতার সামনে) ভাষণ; 2 বাগ্বিন্যাস; 3 বাক্পটুতা। [সং. বক্তৃ + তা]। |
বতারিখ [batārikha] ক্রি-বিণ. তারিখ অনুযায়ী। [ফা. ব-তারীখ্]। |
বদরসিকতা [badarasikatā] দ্র বদ। |
বনিতা [banitā] বি. 1 নারী (আবালবৃদ্ধবনিতা); 2 ভার্যা, পত্নী; 3 প্রিয়া, প্রেয়সী। [সং. √ বন্ (চাওয়া) + ত + আ]। |
বপ্তা [baptā] (-প্তৃ) বিণ. বপনকারী। [সং. √ বপ্ + তৃ]। |
বরকর্তা [barakartā] দ্র বর। |
বরয়িতা [ baraẏitā] দ্র বর। |
বর্তা [bartā] ক্রি. 1 অর্শানো, উত্তরাধিকারাদি সূত্রে প্রাপ্য হওয়া (পিতার সম্পত্তি পুত্রে বর্তায়); 2 বর্তমান থাকা (বেঁচেবর্তে থাকো); 3 বাঁচা, রক্ষা পাওয়া, কৃতার্থ হওয়া (এই সাহায্য পেলে বর্তে যাব)। ☐বি. উক্ত সব অর্থে। [সং. √ বৃত্ + বাং. আ, আনো]। |
বর্তানো [ bartānō] ক্রি. 1 অর্শানো, উত্তরাধিকারাদি সূত্রে প্রাপ্য হওয়া (পিতার সম্পত্তি পুত্রে বর্তায়); 2 বর্তমান থাকা (বেঁচেবর্তে থাকো); 3 বাঁচা, রক্ষা পাওয়া, কৃতার্থ হওয়া (এই সাহায্য পেলে বর্তে যাব)। ☐বি. উক্ত সব অর্থে। [সং. √ বৃত্ + বাং. আ, আনো]। |
বলবত্তা [ balabattā] দ্র বল3। |
বলহীনতা [ balahīnatā] দ্র বল3। |
বশিতা [baśitā] বি. 1 শিবের অষ্টবিভূতি বা ঐশ্বর্যের অন্যতম, যোগলব্ধ ঐশ্বরিক শক্তিবিশেষ; 2 বশীকরণের ক্ষমতা; 3 অপার্থিব ক্ষমতা। [সং. বশিন্ + তা, ত্ব]। |
বস্তা [bastā] বি. 1 বড়ো থলি, বোরা (চালের বস্তা); 2 গাঁট। [হি. বস্তা < ফা.]। ̃ পচা বিণ. 1 বহুদিন বস্তায় আবদ্ধ থাকার ফলে নষ্ট; 2 (আল.) বহু পুরোনো এবং নীরস ও অসার (তোমাদের অসব বস্তাপচা তত্ত্ব মানি না)। ̃ বন্দি বিণ. বস্তার মধ্যে আবদ্ধ (খাতাগুলো কি বস্তাবন্দি হয়ে পড়ে থাকবে?)। |
বহতা [bahatā] বিণ. 1 বয়ে যাচ্ছে এমন, বহমান (বহতা নদী); 2 প্রবাহিত অবস্হায় রয়েছে এমন, (এখনও) প্রবাহিত হচ্ছে এমন। [তু. হি. বহতা < সং. √ বহ্]। |
বাঁদি-পোতা [bān̐di-pōtā] বি. নানা রঙের ডোরাকাটা ও চৌখুপি পাতলা কাপড়বিশেষ। [দেশি]। |
বাঁধি-পোতা [ bān̐dhi-pōtā] বি. নানা রঙের ডোরাকাটা ও চৌখুপি পাতলা কাপড়বিশেষ। [দেশি]। |
বাক-তাল্লা [bāka-tāllā] বি. (অশোভন) অসার কিন্তু দম্ভপূর্ণ উক্তি; বড়ো বড়ো কথা। [দেশি]। |
বাগ্-দত্তা [bāg-dattā] বিণ. বি. (স্ত্রী.) নির্দিষ্ট কোনো পাত্রের সঙ্গে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমন। [সং. বাচ্ + দত্তা]। বাগ্-দান বি. 1 কন্যাদানের প্রতিশ্রুতি; কন্যার বিবাহের পাকা কথা; 2 কথা দেওয়া। |
বাগ্-বিস্তার [bāg-bistāra] বি. কথার বিস্তার; বেশি কথা (অযথা বাগ্বিস্তার না করে আসল কথাটা বলো)। [সং. বাচ্ + বিস্তার]। |
বাগ্মিতা [bāgmitā] দ্র বাগ্মী। |
বাতা [bātā] বি. বাঁশ বা কাঠের পাতলা লম্বা ফালি, বাখারি। [দেশি]। চালের বাতা বি. কাঁচা ঘরের চালে ব্যবহৃত বাখারি। |
বাতানু-কূল [bātānu-kūla] বিণ. যার শীততাপ বৈজ্ঞানিক উপায়ে নিয়ন্ত্রিত, শীততাপনিয়ন্ত্রিত, air-conditioned.[সং. বাত2 + অনুকূল]। |
বাতান্বিত [bātānbita] বিণ. 1 বায়ুপূর্ণ; 2 বায়ূর দ্বারা পূর্ণ হয়েছে এমন, aerated (বি.প.)। [সং. বাত2 + অন্বিত]. |
বাতাবরণ [bātābaraṇa] বি. পরিবেশ (প্রীতির বাতাবরণ, সন্দেহের বাতাবরণ)। [হি. বাতাবরণ < সং. বাত2 + আবরণ]। |
বাতাবর্ত [bātābarta] বি. ঘূর্ণিবায়ু। [সং. বাত + আবর্ত]। |
বাতাবি [bātābi] বি. বড়ো লেবুবিশেষ। [বাটাভিয়া > বাতাবি]। |
বাতাপি [ bātāpi] বি. বড়ো লেবুবিশেষ। [বাটাভিয়া > বাতাবি]। |
বাতায়ন [bātāẏana] বি. বায়ুপ্রবেশের জানলা, গবাক্ষ। [সং. বাত2+ অয়ন]। |
বাতাস [bātāsa] বি. 1 হাওয়া, বায়ু, বায়ুপ্রবাহ (ঝাড়ো বাতাস); 2 ব্যজন (বাতাস করা); 3 (প্রধানত মন্দার্থে) প্রভাব, সংস্রব (ভূতের বাতাস লাগা); 4 অপদেবতার আক্রমণ (ছেলেটার গায়ে বাতাস লেগেছে)। [সং. বাত-তু. হি. বতাস্]। বাতাস দেওয়া ক্রি. বি. 1 হাওয়া দেওয়া, ব্যজন করা (উনুনে বাতাস দেওয়া); 2 (আল.) উত্তেজিত করা। |
বাতাসা [bātāsā] বি. চিনি বা গুড় দিয়ে প্রস্তুত ছোটো হালকা গোলাকার মিঠাইবিশেষ। [দেশি]। |
বাতাসি [bātāsi] বি. 1 আঁশহীন ছোটো মাছবিশেষ; 2 ক্রমাগত আকাশে উড়তে থাকে এমন কালো রঙের পাখিবিশেষ, swift. [বাং. বাতাস + ই]। |
(বর্জি.) বাতাসী [ (barji.) bātāsī] বি. 1 আঁশহীন ছোটো মাছবিশেষ; 2 ক্রমাগত আকাশে উড়তে থাকে এমন কালো রঙের পাখিবিশেষ, swift. [বাং. বাতাস + ই]। |
বাতাহত [bātāhata] বিণ. প্রবল বায়ুর দ্বারা আহত বা আন্দোলিত (বাতাহত লতা)। [সং. বাত2 + আহত]। |
বাদিতা [bāditā] দ্র বাদী। |
বাফতা [bāphatā] বি. রেশম ও কার্পাস মিশিয়ে প্রস্তুত দামি ও শৌখিন বস্ত্রবিশেষ। [ফা. বাফ্তা]। |
বার-বনিতা [ bāra-banitā] বি. বেশ্যা। [সং. বার5 + বধূ, বনিতা]। |
বারয়িতা [bāraẏitā] (-তৃ) বিণ. বারক, বারণকারী, নিবারণকারী। [সং. √ বৃ + ণিচ্ + তৃ]। স্ত্রী. বারয়িত্রী। |
বার্তা [bārtā] বি. 1 বৃত্তি; 2 কৃষি-বাণিজ্য পশুপালনাদি বৃত্তি; 3 বৃত্তান্ত। [সং. বৃত্তি (=জীবিকা) + অ + আ]। |
বার্তা [bārtā] বি. 1 খবর, সংবাদ ('গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে': রবীন্দ্র); 2 জনশ্রুতি; 3 বৃত্তান্ত। [সং. বৃত্তি (লোকবৃত্তি) + অ + আ]। ̃ জীবী (-জীবিন্) বি. বিণ. সংবাদপত্রে সাংবাদিকের কাজ করে জীবিকা নির্বাহ করে এমন। ̃ বহ বি. দূত, সংবাদবাহক। ☐ বিণ. সংবাদবহনকারী (বার্তাবহ পায়রা)। ̃ বহন বি. সংবাদ বহন করা। |
বার্তাকু [bārtāku] বি. বেগুন। [সং. বার্তাক + উ, ইন্]। |
বার্তাকী [ bārtākī] বি. বেগুন। [সং. বার্তাক + উ, ইন্]। |
বিক্রেতা [ bikrētā] দ্র বিক্রয়। |
বিগতার্তবা [bigatārtabā] বিণ. (স্ত্রী.) যার রজঃ নিবৃত্ত বা বন্ধ হয়েছে, নিবৃত্তরজস্বা। [সং. বিগত + আর্তব (রজঃ) + আ]। |
বিচিন্তা [bicintā] বি. বিশেষ চিন্তা বা বিবেচনা। [সং. বি + চিন্তা]। বিচিন্তিত বিণ. বিশেষভাবে চিন্তা বিবেচনা বা ধ্যান করা হয়েছে এমন। বিচিন্ত্য বিণ. বিশেষভাবে চিন্তনীয় বা বিবেচ্য। বিচিন্ত্য-মান বিণ. বিশেষবাবে চিন্তা করা বা বিবেচিত হচ্ছে এমন। |
বিজেতা [bijētā] দ্র বিজয়। |
বিতস্তা [bitastā] বি. পাঞ্জাবের প্রাচীন নদীবিশেষ, বর্তমান ঝিলম। |
বিতাড়ন [bitāḍ়na] বি. তাড়ানো, তাড়িয়ে দেওয়া। [সং. বি + তাড়ন]। বিতাড়িত বিণ. তাড়িয়ে দেওয়া হয়েছে এমন; বহিষ্কৃত। |
বিতান [bitāna] বি. 1 চন্দ্রাতপ, চাঁদোয়া (লতাবিতান); 2 মণ্ডপ; 3 পুঞ্জ, নিচয় (পুষ্পবিতান); 4 তাঁবু; 5 (বিরল) যজ্ঞ বা যজ্ঞবেদি। [সং. বি + √ তন্ + অ]। |
বিধাতা [bidhātā] (-র্তৃ) বি. 1 বিধানকর্তা, যিনি বিধান করেন ('ভারতভাগ্যবিধাতা': রবীন্দ্র); 2 ঈশ্বর; 3 ব্রহ্মা। [সং. বি + √ ধা + তৃ]। ̃ পুরুষ বি. ঈশ্বর; শুভাশুভ নিয়ন্ত্রণকারী দেবতা। |
বিনেতা [binētā] (-তৃ) বিণ. 1 নিয়ন্তা, নিয়ন্ত্রণকারী; 2 শিক্ষক। [সং. বি + √ নী + তৃ]। স্ত্রী. বিনেত্রী। |
বিপত্তারিণী [bipattāriṇī] বিণ. (স্ত্রী.) বিপদ থেকে ত্রাণকারিণী। ☐ বি. লৌকিক দেবীবিশেষ। [সং. বিপত্ + তারিণী]। |
বিপিতা [bipitā] (-পিতৃ) বি. জন্মদাতা পিতা ভিন্ন মাতার অন্য স্বামী, সত্-বাপ। [সং. বি + পিতৃ]। |
বিমাতা [bimātā] (-র্তৃ) বি. সত্মা। [সং. বি (বিরুদ্ধ) + মাতৃ]। |
বিমৃষ্য-কারিতা [ bimṛṣya-kāritā] যথাক্রমে বিমৃশ্যকারী ও বিমৃশ্যকারিতা -র অশু. রূপ। |
বিস্তার [bistāra] বি. 1 প্রসার, ব্যাপ্তি (শিক্ষার বিস্তার); 2 প্রসারণ, বর্ধন; 3 পরিসর; 4 প্রস্হ, চওড়াই (দৈর্ঘ্য ও বিস্তার); 5 উচ্চাঙ্গ সংগীতে আলাপের দ্বারা রাগের বিকাশ। [সং. বি + √ স্তৃ + অ]। বিস্তারা ক্রি. (কাব্যে) বিস্তারিত করা (বিস্তারিয়া বলো)। বিস্তারিত, বিস্তৃত বিণ. 1 প্রসারিত (প্রভাব বিস্তৃত হওয়া); 2 বিছানো বা ছড়ানো হয়েছে এমন; 3 ব্যাপক, সবিশেষ (বিস্তারিত বা বিস্তৃত বর্ণনা)। বিস্তীর্ণ বিণ. 1 ব্যাপ্ত, বিস্তৃত; 2 বিশাল (বিস্তীর্ণ প্রান্তর)। বিস্তৃতি বি. ব্যাপ্তি, বিস্তার, প্রসার। |
বীতাগ্নি [bītāgni] বিণ. অগ্নিহীন, আলোকহীন ('ধূমাঙ্কিত চৈত্যে আজ বীতাগ্নি দেউটি': সু. দ.)। [সং. বীত + অগ্নি]। |
বৃত্তাকার [bṛttākāra] বিণ. গোলাকার। ☐ বি. বৃত্তের মতো আকার। [সং. বৃত্ত + আকার]। |
বৃত্তান্ত [bṛttānta] বি. 1 বিবরণ (ভ্রমণবৃত্তান্ত); 2 বার্তা, সংবাদ (সেখান থেকে কী বৃত্তান্ত নিয়ে এলে? কোনো বৃত্তান্তই জানা নেই)। [সং. বৃত্ত + অন্ত]। |
বৃত্তাভাস [bṛttābhāsa] বি. বৃত্তের মতো গোলাকার ক্ষেত্র। ☐ বিণ. প্রায় বৃত্তাকার। [সং. বৃত্ত + আভাস]। |
বৃন্তাক [bṛntāka] বি. বেগুন বা বেগুনগাছ। [সং. বৃন্ত + অক + অ]। |
বেতা [bētā] ক্রি. বেতানো। [বাং. বেত + আ]। ̃ নো ক্রি. বি. বেত দিয়ে মারা। |
বেতার [bētāra] বিণ. 1 বিস্বাদ, খারাপ স্বাদযুক্ত; 2 স্বাদহীন। [সং. বি + বাং. তার (=স্বাদ)]। |
বেতার [bētāra] বিণ. তারহীন, তার নেই এমন (বেতারবার্তা, বেতার-সংকেত)। ☐ বি. রেডিয়ো (বেতারে সংবাদ শোনা)। [ফা. বে + সং. তার]। ̃ বার্তা বি. 1 তারের সাহায্য ছাড়া প্রেরিত খবর; ওয়্যারলেসে প্রেরিত খবর; 2 রেডিয়োতে সস্প্রচারিত খবর। ̃ যন্ত্র বি. যে যন্ত্রদ্বারা বিনা তারে দূরবর্তী স্হানে সংবাদাদি পাঠানো যায়, রেডিয়ো। |
বেতাল [bētāla] বি. 1 ভূতাবিষ্ট শব, যে শব মন্ত্রবলে ভূতে পরিণত হয়েছে; 2 শিবানুচরবিশেষ। [সং. বে (=বায়ুতে) + তাল (=আবাস)]। |
বেতাল [bētāla] বি. (সংগীতে) তালের অভাব বা তালভঙ্গ।☐ বিণ. 1 তালজ্ঞানহীন; 2 তালহীন। [ফা. বে + সং. তাল]। বেতালা বিণ. 1 (সংগীতে) তালের সমতাহীন; 2 তালহীন; 3 তালজ্ঞানহীন; 4 (আল.) কোনো নিয়ম মেনে চলে না এমন (বেতালা লোক)। |
বেত্তা [bēttā] (-ত্তৃ) (সমাসের পরপদে) বিণ. জানে এমন, অভিজ্ঞ, জ্ঞাতা, জ্ঞানসম্পন্ন (শাস্ত্রবেত্তা)। [সং. √ বিদ + তৃ]। |
বেপাত্তা [bēpāttā] বিণ. নিরুদ্দেশ, নিখোঁজ, যার কোনো সন্ধান জানা নেই (আসামি বেপাত্তা)। [ফা. বে + বাং. পাত্তা (< হি. পতা)]। |
বেল-মুক্তা [bēla-muktā] (আদা.) ক্রি-বিণ. সর্বসমেত, মোট (তুমি তাঁর কাছ থেকে বেলমোক্তা এক হাজার টাকা পাবে)। [আ. বিল্মক্তা]। |
বেল-মোক্তা [ bēla-mōktā] (আদা.) ক্রি-বিণ. সর্বসমেত, মোট (তুমি তাঁর কাছ থেকে বেলমোক্তা এক হাজার টাকা পাবে)। [আ. বিল্মক্তা]। |
বেলেস্তারা [bēlēstārā] বি. ফোসকা তোলার প্রলেপবিশেষ। [ইং. blister]। |
বৈতান [baitāna] বিণ. যজ্ঞীয়, যজ্ঞসংক্রান্ত। ☐ বি. 1 যজ্ঞাগ্নি, যজ্ঞের আগুন; 2 হোম; 3 হোমের নৈবেদ্য। [সং. বিতান + অ, ইক]। |
বৈতানিক [ baitānika] বিণ. যজ্ঞীয়, যজ্ঞসংক্রান্ত। ☐ বি. 1 যজ্ঞাগ্নি, যজ্ঞের আগুন; 2 হোম; 3 হোমের নৈবেদ্য। [সং. বিতান + অ, ইক]। |
বৈতাল [baitāla] বি. 1 স্তুতিপাঠক, চারণ, স্তুতিগানের গায়ক ('বসন্তের বৈতালিক যবে উচ্চারিবে আবাহনী': সু. দ.); 2 (বাং.) রাজারাজড়াদের ঘুম ভাঙানোর জন্য স্তুতিপাঠকের গান। [সং. বি + তাল + অ, ইক]। |
বৈতাল [baitāla] বিণ. বেতাল-সম্বন্ধীয়। [সং. বেতাল + অ, ইক]। বৈতালিকী বিণ. বৈতালিক -এর স্ত্রীলিঙ্গ। বৈতালী বিণ. বৈতাল -এর স্ত্রীলিঙ্গ। |
বৈরিতা [bairitā] দ্র বৈর। |
বোতাম [bōtāma] বি. জামা পোশাক ব্যাগ প্রভৃতির দুই ভাগ বা প্রান্ত একত্র বন্ধ করার ঘুণ্টি বা গুটিকাবিশেষ। [পো. botao, ইং. button]। |
বোলতা [bōlatā] বি. দংশনকারী হলুদ রঙের বিষাক্ত পতঙ্গবিশেষ। [সং. বরটা]। |
ভগ-বদ্-গীতা [bhaga-bad-gītā] বি. মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্মপর্বে যুদ্ধে অনাগ্রহী অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশাবলির সংকলনগ্রন্হ, গীতা। [সং. ভগবত্ + গীতা]। |
ভণিতা [bhaṇitā] বি. 1 কবিতার আরম্ভে মাঝে বা শেষে কবির নামযুক্ত উক্ত; 2 (ব্যঙ্গে) অনাবশ্যক ভূমিকা (ভণিতা না করে আসল কথাটা বলে ফেলো)। [সং. ভণিত + বাং. আ]। |
ভরতা [bharatā] বি. আলু বেগুন ইত্যাদি সিদ্ধ করে সরষের তেল দিয়ে মেখে তৈরি মুখরোচক তরকারিবিশেষ। [দেশি]। |
ভর্তা [ bhartā] বি. আলু বেগুন ইত্যাদি সিদ্ধ করে সরষের তেল দিয়ে মেখে তৈরি মুখরোচক তরকারিবিশেষ। [দেশি]। |
ভর্তা [bhartā] (-র্তৃ) বি. 1 স্বামী, পতি; 2 প্রভু, মনিব; 3 রাজা। ☐ বিণ. প্রতিপালনকারী। [সং. √ ভৃ + তৃ]। স্ত্রী. ভর্ত্রী। |
ভাঁওতা [bhām̐ōtā] বি. ধাপ্পা, প্রতারণা (ভাঁওতা দিয়ে কতগুলো টাকা নিয়ে গেল)। [দেশি]। ̃ .বাজ বিণ. প্রতারক, ঠক। বি. ̃ .বাজি। |
ভাতা [bhātā] বি. 1 অতিরিক্ত বেতন, বেতনের সঙ্গে দেয় অতিরিক্ত অর্থ (দুর্মূল্য ভাতা); 2 বৃত্তি। [< সং. ভৃতি]। |
ভাতা [bhātā] ক্রি. 1 দীপ্তি পাওয়া, শোভা পাওয়া ('নবীন গরিমা ভাতিবে আবার তোর': দ্বি. রা); 2 উদিত হওয়া, প্রকাশ পাওয়া। [সং. √ ভা]। |
ভাতার [bhātāra] বি. (অশা. গ্রা.) স্বামী (ভাতারখাকি)। [সং. ভর্তা]। ̃ .খাকি বি. (গালিতে) যে স্ত্রীলোক স্বামীর মৃত্যুর জন্য দায়ী। |
ভারতীয়তা [ bhāratīẏatā] দ্র ভারত। |
ভেত্তা [bhēttā] (-ত্তৃ) বিণ. ভেদকারী ভেদকারক; ছেদনকারী। [সং. √ ভিদ্ + তৃ]। |
ভেস্তা [bhēstā] ক্রি নষ্ট পা পণ্ড হওয়া বা করা (সব আয়োজন ভেস্তে গেল)। ☐বিণ পণ্ড, নষ্ট ('সাত নকলে আসল ভেস্তা') [বাং √ ভেস্তা < সং ভ্রষ্ট] ̃ নো ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (ভেস্তে দিয়েছে)। |
ভোঁতা [bhōn̐tā] বিণ. 1 ধার নেই এমন (ভোঁতা ছুরি); 2 মোটা, ডগা মোটা এমন (ভোঁতা ছুঁচ); 3 বোকা (ভোঁতা বুদ্ধি); 4 নীরব, নির্বাক ('মুখ হৈল ভোঁতা': হেম)। [হি. ভোংতরা]। |
ভোক্তা [bhōktā] (-ক্তৃ). বিণ বি. ভোজনকারী; উপভোগকারী। [সং. √ ভুজ্ + তৃ]। স্ত্রী ভোক্ত্রী। |
ভ্যান-তারা [bhyāna-tārā] বি. 1 ভ্যানর-ভ্যানর; 2 বাজে কথা বলে বিরক্ত উত্পাদন। [দেশি]। |
মতাহিয়া [matāhiẏā] বিণ. মুসলমান শিয়াসম্প্রদায়ে প্রচলিত সাময়িক বিবাহপ্রথানুযায়ী ('মতাহিয়া বেগম': ব. চ.)। [আ. মুতাহ্ + বাং. ইয়া]। |
মন-স্তাপ [mana-stāpa] বি. 1 মনঃকষ্ট, দুঃখ; 2 অনুতাপ, অনুশোচনা। [সং. মনস্ + তাপ]। |
মনুসংহিতা [manusaṃhitā] দ্র মনু। |
মন্তা [mantā] (-ন্তৃ) বিণ. বি. 1 মননকর্তা, চিন্তক., যে চিন্তা করে; 2 পরামর্শদাতা। [সং. √ মন্ + তৃ]। |
মন্দাক্রান্তা [mandākrāntā] বি. সংস্কৃত ছন্দবিশেষ। [সং. মন্দ + আক্রান্ত (গতি) + আ]। |
মমতা [mamatā] বি. 1 স্নেহ, মায়া (প্রাণের মমতা); 2 আসক্তি (ধনদৌলতের প্রতি মমতা); 3 আপন বলে ভাবা। [সং. মম + তা]। ̃ .ময় বিণ. মমতায় ভরা, স্নেহশীল। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .হীন, , ̃ .শূন্য বিণ. 1 নির্দয়; 2 স্নেহহীন। |
মর্দিতা [ marditā] দ্র মর্দন। |
মস্তান [mastāna] বিণ. 1 যৌবনমদে মত্ত; 2 মাতাল; 3 গায়ের জোরে সরদারি করতে অভ্যস্ত; 4 উপদ্রবকারী। ☐বি. গায়ের জোরে সরদারি করে বা উপদ্রব করে এমন যুবক (পাড়ার মস্তানদের জুলুমে টেকা দায়) [ফা. মস্তানা (=মাতাল)। মস্তানি বি. 1 মাতলামি; 2 মস্তানের আচরণ। |
মস্তানা [mastānā] বি. বিণ. মাতাল।[ফা. মস্তানা]। |
মহার্ঘ মহার্ঘ ভাতা [mahārgha mahārgha bhātā] দ্র মহা2। |
মাতা [mātā] বি. 1 মা, জননী; 2 গর্ভধারিণী ধাত্রী গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্মী পৃথিবী ও গাভি-শাস্ত্রোক্ত এই সপ্তমাতা; 3 মাতৃস্হানীয়া বা কন্যাস্হানীয়া নারী (শ্বশ্রূমাতা, বধূমাতা)। [সং. √ মা + তৃ]। ̃ পিতা (-তৃ) বি. জনক জননী, বাপ-মা। ̃ পিতৃ-হীন বিণ. বাবা-মা যার নেই। ̃ মহ বি. মায়ের বাবা। ̃ মহী বি. (স্ত্রী.) মায়ের মা। |
মাতা [mātā] ক্রি. 1 মত্ত হওয়া, খেপে যাওয়া (হাতিটা মেতে গেছে); 2 মুগ্ধ বিভোর বা আত্মহারা হওয়া, উত্সাহে ভরপুর হওয়া, উত্সাহভরে কাজে নিবিষ্ট হওয়া ('ওরে ওরে আমার মন মেতেছে': রবীন্দ্র; ছেলেরা খেলায় মেতেছে); 3 গেঁজে ওঠা (খেজুরের রস মেতেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. মাতা < সং. √ মদ্]। ̃ নো ক্রি. বি. 1 মত্ত করা; 2 মুগ্ধল ও উল্লসিত করা, বিভোর বা আত্মহারা করা (দেশকে মাতিয়ে তোলা); 3 গাঁজানো। ☐ বিণ. উক্ত সব অর্থে; (সমাসের উত্তরপদে) মত্ত, উত্সাহিত বা উল্লসিত করে এমন (মনমাতানো সুর, প্রাণমাতানো খেলা)। ̃ মাতি বি. 1 ক্রমাগত মাতালের মতো আচরণ; 2 দাপাদাপি, দুরন্তপনা (ঢেউয়ের মাতামাতি, হাওয়ার মাতামাতি)। |
মাতাল [mātāla] বিণ. 1 মদ্যপানের ফলে মত্ততাযুক্ত (মদ খেয়ে মাতাল); 2 সুরাসক্ত, মদ্যপ (মাতালকে বিশ্বাস নেই); 3 আত্মহারা, বিভোর ('গন্ধে মাতাল': রবীন্দ্র)। [বাং. √ মাতা + ল]। |
মান-তাসা [māna-tāsā] বি. বাহুর অলংকারবিশেষ। [দেশি।] |
মান্ধাতা [māndhātā] (-তৃ) বি. সূর্যবংশের অতিপ্রাচীন (পৌরাণিক) রাজাবিশেষ। [সং. মাম্ + √ ধে + তৃ]। মান্ধাতার আমল (আল.) অতি প্রাচীন কাল। |
মাস্তান-মস্তান [māstāna-mastāna] এর রূপভেদ। |
মিতা [mitā] বি. বন্ধু সখা সুহৃদ ('আমার কী বেদনা সে কি জান, ওগো মিতা': রবীন্দ্র)। [সং. মিত্র]। স্ত্রী. (বিরল) মিতিন। ̃লি বি. বন্ধুত্ব, সখ্য (দুজনে মিতালি হওয়া, মিতালি পাতানো)। |
মিতাক্ষর [mitākṣara] দ্র মিতাক্ষর। |
মিতাক্ষরা [mitākṣarā] বি. বিজ্ঞানেশ্বর-রচিত যাজ্ঞবল্ক্য-সংহিতার টীকা। [সং. মিত অক্ষর আ]। |
মিতাচার [mitācāra] দ্র মিত2। |
মিতাচারী [ mitācārī] দ্র মিত2। |
মিতালী [mitālī] দ্র মিতা। |
মিতাশন [mitāśana] দ্র মিত। |
মিতাশী [ mitāśī] দ্র মিত। |
মিতাহার মিতাহারী [ mitāhāra mitāhārī] দ্র মিত। |
মিতে-মিতা [mitē-mitā] র কথ্য রূপবিশেষ। |
মিতাক্ষর [ mitākṣara] বি. অন্ত্যমিলযুক্ত ছন্দ। [সং মিত্র + অক্ষর, মিত + অক্ষর]। |
মুকুতা [mukutā] বি. মুক্তা -র কোমল রূপ। |
মুক্তা [muktā] বি. মোতি, শুক্তি, অর্থাত্ ঝিনুকের গর্ভে জাত রত্নবিশেষ। [সং. √ মুচ্ + ত + আ]। |
মুখ্যাভি-নেতা [mukhyābhi-nētā] বি. অভিনেতাদের মধ্যে প্রধান বা শ্রেষ্ঠ। [সং. মুখ্য + অভিনেতা]। |
মুখ্যাভি-নেতা [mukhyābhi-nētā] বি. অভিনেতাদের মধ্যে প্রধান বা শ্রেষ্ঠ। [সং. মুখ্য + অভিনেতা]। |
মুতা [mutā] (কথ্য) মোতা ক্রি. (বর্ত. অশোভন) প্রস্রাব করা। ☐ বি. উক্ত অর্থে। [বাং. মুত + আ (নামধাতু)]। ̃ নো ক্রি. বি. প্রস্রাব করানো। |
মুল-তান [mula-tāna] বি. 1 সংগীতের আপরাহ্নিক রাগিণীবিশেষ; 2 পাঞ্জাবের জেলাবিশেষ। [সং. মূলস্হান]। মুল-তানি বিণ. 1 মুলতানের, মুলতানে জাত (মুলতানি গাই); 2 মুলতানসম্বন্ধীয়। |
মুস্তা-কিম [mustā-kima] বিণ. 1 স্হায়ী; 2 মজবুত। [আ. মুস্তাকিম্]। |
মুস্তাফি [mustāphi] বি. 1 হিসাব-পরীক্ষক; 2 হিন্দুর পদবিবিশেষ। [আ. মুস্তৌফী]। |
মেচেতা [mēcētā] বি. মুখমণ্ডলে উত্পন্ন ক্ষুদ্র কালো দাগ। [দেশি]। |
মেছেতা [ mēchētā] বি. মুখমণ্ডলে উত্পন্ন ক্ষুদ্র কালো দাগ। [দেশি]। |
মেস্তা [mēstā] বি. একরকম পাটগাছ।[দেশি.]। |
মোক্তা [mōktā] বিণ. মোটামুটি, গড়পড়তা (মোক্তা হিসাব)। [আ. মুকাত্তা]। |
মোক্তা [mōktā] (-ক্তৃ) বিণ. মোচনকর্তা, মুক্তিদাতা। [সং.√ মুচ্ + তৃ]। |
মোক্তার [mōktāra] বি. 1 অপেক্ষাকৃত নিম্নশ্রেণিভুক্ত আইনজীবী; 2 মোকদ্দমা চালাবার জন্য নিযুক্ত প্রতিনিধি, আমমোক্তার। [আ. মুখ্তা + আর]। ̃ .নামা বি. আমমোক্তার নিয়োগপত্র। মোক্তারি বি. মোক্তারের বৃত্তি (মহকুমা আদালতে মোক্তারি করে)। |
মোতা [mōtā] দ্র মুতা, মুতানো। |
মোতানো [ mōtānō] দ্র মুতা, মুতানো। |
মোতা-বেক [mōtā-bēka] ক্রি-বিণ. অনুযায়ী, অনুসারে (আইন মোতাবেক ব্যবস্হা হবে)। [আ. মুতাবিক]। |
মোতায়েন [mōtāẏēna] বিণ. 1 নিযুক্ত, রত (পাহারায় মোতায়েন, কাজে মোতায়েন); 2 পাহারারত (সৈন্য মোতায়েন আছে) [আ. মুতাইন্]। |
মৌতাত [mautāta] বি. 1 নেশার আবেশ বা আমেজ; 2 নিয়ম মাফিক সময়ে নেশা করবার প্রবল স্পৃহা; 3 নিয়মিত সময়ে মাদক দ্রব্য সেবন। [আ. মৌতাদ্]। |
যন্তা [yantā] (যন্তৃ) বি. 1 সারথি; 2 পরিচালক; 3 মাহুত। [সং. √ যম্ + তৃ]। [তু. নিয়ন্তা]। |
যাচ্ছে-তাই [yācchē-tāi] বি. বিশ্রী বা জঘন্য ব্যাপার (কীসব যাচ্ছেতাই বলছ)। ☐ বিণ. বিশ্রী বা জঘন্য (যাচ্ছেতাই কথা)। [বাং. যা + ইচ্ছে + তা + ই]। |
যাতা [yātā] বি. গমনকর্তা, যে যায়। [সং. √ যা + তৃ]। |
যাতা [yātā] বি. স্বামীর ভ্রাতৃজায়া, জা। [সং. √ যত্ + ঋ = যাতৃ। |
যা-তা [yā-tā] দ্র যা2। |
যাতায়াত [yātāẏāta] বি. গমনাগমন, যাওয়া-আসা। [সং. যাত + আয়াত]। |
যান্ত্রিকতা [yāntrikatā] বি. নিছক যন্ত্রের মতো বিবেচনাহীনভাবে নিয়মরক্ষা। [সং. যান্ত্রিক + তা]। |
যুগাবতার [ yugābatāra] দ্র যুগ। |
যোক্তা [yōktā] (-ক্তৃ) বিণ. যোগকর্তা, যোগকারী। [সং. √ যুজ্ + তৃ]। স্ত্রী. যোক্ত্রী। |
যোতা [ yōtā] যথাক্রমে জোটা, জোটানো, জোড়, জোত ও জোতা -র বানানভেদ। |
রক্ষকতা [rakṣakatā] দ্র রক্ষণ। |
রঞ্জিতা [ rañjitā] দ্র রঞ্জন। |
রপ্তানি [raptāni] বি. বিক্রয়ের জন্য পণ্যদ্রব্য বিদেশে পাঠানো। ☐ বিণ. রপ্তানি করতে হবে বা. করা হচ্ছে এমন (রপ্তানি দ্রব্য)। [ফা. রফ্তানী]। |
রাংচিতা [rāñcitā] বি. গুল্মজাতীয় ছোটো গাছবিশেষ; বেড়াচিতা। [সং. রক্তচিত্রক]। |
রায়তা [rāẏatā] বি. পটোল লাউ কুমড়ো দই ইত্যাদি সহযোগে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। [হি. রায়তা-তু. সং. রাজ্যক্তা]। |
রাস্তা [rāstā] বি. পথ। [ফা. রাস্তা-তু. সং. রথ্যা]। ̃ .ঘাট বি. বড়ো ও ছোটো বিবিধ রাস্তা। রাস্তা দেখা ক্রি. বি. (আল.) অন্যত্র চেষ্টা করা অন্যত্র যাওয়া (এখানে কোনো আশা নেই, এখন রাস্তা দেখতে হবে)। |
রূপ-দস্তা [rūpa-dastā] বি. সীসা ও রাঙের মিশ্রধাতু, জার্মান সিলভার। [সং. রূপ্য > রূপ + বাং. দস্তা]। |
রোহিতাশ্ব [rōhitāśba] বি. 1 পৌরাণিক রাজা হরিশ্চন্দ্রের পুত্র; 2 অগ্নি। [সং. রোহিত + অশ্ব]। |
লতা [latā] বি. 1 যে-উদ্ভিদ অবলম্বনের জন্য অন্য কিছুকে জড়িয়ে বাড়ে, ব্রততী, বল্লরি; 2 (আল.) লতার প্রকৃতিযুক্ত বস্তু (দেহলতা, অসিলতা, আশালতা)। ☐ ক্রি. (বাং.) লতিয়ে ওঠা, লতানো। [সং. √ লত + অ + আ]। ̃ .কুঞ্জ বি. লতায় ঘেরা বাগান। ̃ .গৃহ বি. লতামণ্ডিত নিকুঞ্জ বা ঘর। ̃ নে, ̃ নিয়া বিণ. 1 লতার তুল্য; 2 লতার মতো প্রসারিত বা প্রসরণশীল। ̃ নো ক্রি. বি. লতার মতো প্রসারিত হওয়া (লতিয়ে উঠেছে)। ☐বিণ. উক্ত অর্থে। ̃ .পাতা বি. গাছের লতা ও পাতা; গাছ ও গাছের পাতা। ̃ .পাশ বি. লতা দিয়ে তৈরি জাল। ̃ .বিতান বি. লতাগৃহ, লতাকুঞ্জ। ̃ .মণ্ডপ বি. লতাপল্লব দিয়ে রচিত মণ্ডপ, লতাগৃহ। ̃ য়িত বিণ. লতার মতো প্রসারিত। |
লাগা-তার [lāgā-tāra] বিণ. অবিরাম, একটানা (লাগাতার ধর্মঘট, লাগাতার বৃষ্টি)। [হি. লাগাতার]। |
লূতা [lūtā] বি. মাকড়সা। [সং. √লূ + ত + আ]। ̃ .তন্তু বি. মাকড়সার জাল। লূতিকা বি. লূতা। |
শতাংশ [śatāṃśa] বি. 1 একশত ভাগ; 2 একশত ভাগের একভাগ। [সং. শত + অংশ]। |
শতাক্ষী [śatākṣī] বিণ. একশত চক্ষুবিশিষ্ট। ☐ বি. 1 শতপুষ্পা; 2 দুর্গা। [সং. শত + অক্ষী]। |
শতাঙ্গ [śatāṅga] বিণ. শত অঙ্গবিশিষ্ট অর্থাত্ শতভাগবিশিষ্ট, বহুভাগে বিভক্ত। ☐ বি. রথ। [সং. শত + অঙ্গ]। |
শতানীক [śatānīka] বিণ. 1 বৃদ্ধ; 2 শতসৈন্যবিশিষ্ট। ☐ বি. 1 পৌরাণিক মুনিবিশেষ; 2 নকুলের পুত্র। [সং. শত + অনীক]। |
শতাব্দ [śatābda] বি. একশতবর্ষব্যাপী কালপরিমাণ, শতক, century. [সং. শত + অব্দ, ঈ]। |
(অসং.) শতাব্দী [ (asa.) ṃśatābdī] বি. একশতবর্ষব্যাপী কালপরিমাণ, শতক, century. [সং. শত + অব্দ, ঈ]। |
শতায়ু [śatāẏu] (-য়ুস্) বিণ. 1 শতবর্ষজীবী; 2 (আল.) দীর্ঘজীবী। [সং. শত + আয়ুস্]। |
শময়িতা [śamaẏitā] (-তৃ) বিণ. 1 উপশমকারী, নিবারক; 2 দমনকারী, বিনাশক। [সং. √ শম্ + ণিচ্ + তৃ]। |
শয়-তান [śaẏa-tāna] বি. 1 ইহুদি খ্রিস্টান ও ইসলামি পুরাণোক্ত ঈশ্বরবিদ্বেষী দেবদূতবিশেষ; 2 পাপাত্মা, অতি দুর্বৃত্ত লোক; 3 (আল.) অতি দুষ্ট লোক। [আ. শৈতান্]। শয়-তানি বি. 1 দুর্বৃত্ততা, বদমাশি; 2 (স্ত্রী.) অতি দুষ্টা নারী। ☐ বিণ. শয়তান-সংক্রান্ত বা শয়তানের মতো। |
শস্তা [śastā] দ্র সস্তা। |
শায়েস্তা [śāẏēstā] বিণ. 1 শিক্ষাপ্রাপ্ত; 2 শাস্তিপ্রাপ্ত; 3 দমিত, শাসিত। [ফা. শৈস্তা]। |
শাসিতা [śāsitā] দ্র শাসন। |
শাসিতা [śāsitā] (-তৃ) বি. 1 শাসনকর্তা; 2 উপদেষ্টা, শিক্ষক। [সং. √ শাস্ (+ই) + তৃ]। |
শাস্তা [śāstā] (-তৃ) বি. 1 শাসনকর্তা, নৃপতি; 2 উপদেষ্টা, গুরু, শিক্ষক; 3 বুদ্ধদেব। [সং. √ শাস্ + তৃ]। |
শিক্ষয়িতা [śikṣaẏitā] (-তৃ) বিণ. শিক্ষাদাতা, শিক্ষক। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + তৃ]। স্ত্রী. শিক্ষয়িত্রী। |
শীতাংশু [śītāṃśu] বি. চাঁদ, চন্দ্র। [সং. শীত + অংশু]। |
শীতাগম [śītāgama] দ্র শীত। |
শীতাতপ [ śītātapa] দ্র শীত। |
শীতাধিক্য [ śītādhikya] দ্র শীত। |
শীতার্ত [ śītārta] দ্র শীত। |
শ্রোতা [śrōtā] (-তৃ) বিণ. বি. শ্রবণকারী। [সং. √ শ্রু + তৃ]। শ্রোতৃ-বর্গ, শ্রোতৃ-মণ্ডল, শ্রোতৃ-মণ্ডলী বি. শ্রোতারা, শ্রোতার দল, audience. |
সংস্কর্তা [saṃskartā] (-র্তৃ) বি. 1 সংস্কারক; 2 উপনয়ন প্রভৃতি দশবিধ সংস্কারের অনুষ্ঠাতা। [সং. সম্ + কর্তা]। |
সংহর্তা [saṃhartā] (-র্তৃ) বিণ. বি. সংহরণকারী, সংহারক। [সং. সম্ √ হৃ + তৃ]। |
সংহিতা [saṃhitā] বি. 1 সংগৃহীত রচনাসমূহ, সংকলনগ্রন্হ; 2 বেদের কর্মকাণ্ডবিষয়ক মন্ত্রসমষ্টি; 3 মনুর কৃত এবং অন্য পৌরাণিক মুনিদের কৃত স্মৃতিশাস্ত্র; 4 (আল.) পবিত্র ও অবশ্যপালনীয় নির্দেশসমূহ বা গ্রন্হ; 5 আইন-সংকলন; 6 (ব্যাক.) (অপ্র.) সংস্কৃত ব্যাকরণের সন্ধি। [সং. সম্ + √ ধা + ত + আ (স্ত্রী)]। |
সচ্চিন্তা [saccintā] বি. ন্যায্য চিন্তা, সুচিন্তা, সাধু চিন্তা। [সং. সত্ + চিন্তা]। |
সততা [satatā] বি. সাধুতা, ন্যায়পরায়ণতা (ব্যবসায়ীর সততা, সততার পরীক্ষা)। [< সং. সত্তা]। |
সতা [satā] বি. (প্রা. কা.) সতিন ('গঙ্গা নামে সতা তার': ভা. চ.)। [সং. সপত্নী]। ̃ ই বি. (প্রা. কা.) বিমাতা ('শুন সুমিত্রা সতাই': কৃত্তি)। ̃ তো, ̃ ত বিণ. বৈমাত্র (সতাতোভাই)। |
সত্তা [sattā] বি. 1 অস্তিত্ব (ব্যক্তিসত্তা, জাতীয় সত্তা); 2 বিদ্যমানতা; 3 নিত্যতা; 4 উত্পত্তি; 5 শ্রেষ্ঠতা, উত্কর্ষ; 6 সাধুতা। [সং. সত্ + তা]। |
সন্তাড়িত [santāḍ়ita] বিণ. বিশেষভাবে আলোড়িত বা চঞ্চলীকৃত। [সং. সম্ + তাড়িত]। |
সন্তান [santāna] বি. 1 অপত্য, পুত্র বা কন্যা; 2 বংশধর (এই বংশের সন্তান); 3 অবিচ্ছেদ্য ধারা; 4 বিস্তার। [সং. সম্ + √ তন্ + অ]। ̃ ধারণ বি. (স্ত্রীলোকের) গর্ভে সন্তানের জন্ম দেওয়া। ̃ বতী বিণ. (স্ত্রী.) সন্তানের জন্ম দিয়েছে এমন; সন্তান আছে এমন (সন্তানবতী নারী)। পুং. ̃ বান (বত্)। ̃ বাত্সল্য বি. সন্তানের প্রতি স্নেহ। ̃ সন্ততি বি. 1 পুত্রকন্যা, ছেলেমেয়ে; 2 বংশধরগণ। ̃ সম্ভাবনা বি. সন্তানের জন্ম হওয়ার সম্ভাবনা, অন্তঃসত্ত্বা অবস্হা। ̃ হীন বিণ. নিঃসন্তান, সন্তান নেই এমন। স্ত্রী. ̃ হীনা। সন্তানোচিত বিণ. সন্তানের পক্ষে উপযুক্ত বা করণীয়। সন্তানোত্-পাদন বি. সন্তানের জন্মদান। |
সন্তাপ [santāpa] বি. 1 উত্তাপ; 2 মানসিক যন্ত্রণা, মনস্তাপ, শোক; 3 জরাদিহেতু দেহের তাপবৃদ্ধি। [সং. সম্ + তাপ]। ̃ ন বি. সন্তাপদান। ☐ বিণ. সন্তাপজনক। সন্তাপিত বিণ. 1 মনস্তাপযুক্ত; 2 পীড়িত, দুঃখে কাতর। সন্তাপী (-পিন্) বিণ. সন্তপ্ত, সন্তাপযুক্ত। |
সপ্তাশীতি [saptāśīti] বি. বিণ. সাতাশি। [সং. সপ্ত + অশীতি]। ̃ তম বিণ. সাতাশি সংখ্যক। স্ত্রী. ̃ তমী। |
সপ্তাশ্ব [saptāśba] বি. (সপ্ত অশ্ববাহিত রথারূঢ় বলে) সূর্য। [সং. সপ্ত + অশ্ব]। |
সপ্তাহ [saptāha] বি. রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি: এই সাত দিন; পরপর যে-কোনো সাত দিন। [সং. সপ্ত + অহন্]। সপ্তাহান্ত বি. সপ্তাহের শেষ (সপ্তাহান্তে একবার যায়)। |
সবিতা [sabitā] (-তৃ) বিণ. প্রসবকারী, জনয়িতা। ☐ বি. 1 সূর্য; 2 ঈশ্বর। [সং. √ সূ + তৃ]। সাবিত্রী বিণ. (স্ত্রী.) প্রসবকারিণী। ☐ বি. প্রসূতি। |
সবিস্তার [sabistāra] বিণ. 1 বিশদ (সবিস্তার বর্ণনা); 2 বিস্তারযুক্ত; 3 বাহুল্যযুক্ত। [সং. সহ + বিস্তার, বিস্তর]। সবিস্তারে ক্রি-বিণ. বিস্তারিতভাবে (সবিস্তারে লেখা)। |
সমঝোতা [samajhōtā] বি. 1 আপোশ, মীমাংসা, ফয়সালা, মিটমাট (দুপক্ষের মধ্যে একটা সমঝোতা হয়েছে); 2 বোঝাপড়া। [হি. সমঝওতা]। |
সমন্তাত্ [samantāt] (-তস্) অব্য. (অপ্র.) সর্বত, সর্বদিকে, সর্বত্র। [সং. সমস্ত + আত্, তস্]। |
সরতা [saratā] বি. সুপারি কাটার যন্ত্র, জাঁতি। [হি. সরোতা]। |
সস্তা [sastā] বিণ. কম দামি; সুলভ। ☐ বি. কম দাম (সস্তায় পাওয়া, সস্তার বাজার)। [ফা. সস্ত্]। সস্তার তিন অবস্হা সস্তায় কেনা জিনিসে নানা খুঁত থাকে এবং তা ঠিক কাজের উপযোগী হয় না বা বেশি দিন টেকে না। |
সাঁও-তাল [sām̐ō-tāla] বি. ভারতের আদিবাসী জাতিবিশেষ। [সং. সামন্তপাল]। বি. স্ত্রী. ̃ নি। সাঁওতালি বিণ. 1 সাঁতালসম্বন্ধীয়; 2 সাঁওতালসুলভ; 3 সাঁওতালদের মধ্যে প্রচলিত। ☐ বি. সাঁওতালদের ভাষা। |
সাঁতার [sān̐tāra] বি. হাত-পা বা ডানার সাহায্যে জলে বিচরণ, সন্তরণ। [সং. সন্তরণ]। সাঁতারু বিণ. 1 সন্তরণকারী; 2 সাঁতারে পটু। |
সাতা [sātā] বি. সাত-ফোঁটা-চিহ্নিত তাস। [বাং. সাত + আ]। |
সাত্তা [ sāttā] বি. সাত-ফোঁটা-চিহ্নিত তাস। [বাং. সাত + আ]। |
সাতাত্তর [sātāttara] বি. বিণ. 77 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত সপ্ততি]। |
সাতান্ন [sātānna] বি. বিণ. 57 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্তপঞ্চাশত্]। |
সাতাশ [sātāśa] বি. বিণ. 27 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত বিংশতি]। সাতাশে বি. বিণ. মাসের সাতাশ তারিখ বা তারিখের। |
সাতাশি [sātāśi] বি. বিণ. 87 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্তাশীতি]। |
সান্তারা [sāntārā] বি. কমলালেবুজাতীয় ফলবিশেষ। [পো. cintra]। |
সাপ্তাহান্তিক [sāptāhāntika] বিণ. সপ্তাহের শেষে ঘটে এমন (সাপ্তাহান্তিক প্রত্যাবর্তন)। [সং. সপ্তাহান্ত + ইক]। |
সাপ্তাহিক [sāptāhika] বিণ. 1 সপ্তাহসম্বন্ধীয়, সপ্তাহের (সাপ্তাহিক হিসাব, সাপ্তাহিক ব্যয়); 2 সপ্তাহে একবার হয় এমন (সাপ্তাহিক অনুষ্ঠান, সাপ্তাহিক পত্রিকা)। ☐ বি. প্রতি সপ্তাহে একবার প্রকাশিত প্রত্রিকা। [সং. সপ্তাহ + ইক]। সাপ্তাহিকী বি. সপ্তাহের ঘটনা বা অনুষ্ঠানাদির বিবরণ। |
সাবো-তাজ [sābō-tāja] বি. অন্তর্ঘাতমূলক কাজ; ষ়ড়যন্ত্র। [ইং. < ফ. sabotage]। |
সারবত্তা [sārabattā] দ্র সার3। |
সালতামামি [sālatāmāmi] দ্র সাল2। |
সিকতা [sikatā] বি. বালি। [সং. √ সিক্ + অত + আ]। |
সিতাংশু [sitāṃśu] দ্র সিত। |
সিতাভ [sitābha] বিণ. সাদা; সাদাটে। [সং. সিত + আভা]। |
সীতা [sītā] বি. 1 হলচালনার ফলে জমিতে যে রেখা পড়ে; 2 রামচন্দ্রের পত্নী জনকনন্দিনী, জানকী। [সং. √ সি + ত + আ]। ̃ কুণ্ড বি. মুঙ্গের চট্টগ্রাম প্রভৃতি স্হানের বিভিন্ন উষ্ণ-প্রস্রবণবিশেষ। ̃ পতি বি. রামচন্দ্র। ̃ ভোগ বি. মিষ্টান্নবিশেষ। ̃ শালি, (কথ্য) ̃ শাল বি. উত্কৃষ্ট ধানবিশেষ। |
সুক্তা [suktā] দ্র শুক্ত ও শুক্তা। |
সুচেতা [ sucētā] দ্র সু। |
সুতা [sutā] ক্রি. (প্রা. কা.) শয়ন করা। [সং. সুপ্ত-অতীত কালের রূপ; সুতিল, সুতলি ইত্যাদি]। |
সুতা [sutā] বি. 1 সূত্র, তন্তু; 2 কার্পাসসূত্র; 3 দৈর্ঘ্যের মাপবিশেষ, 1/8 ইঞ্চি। [সং. সূত্র]। সুতি বিণ. কার্পাস সুতোয় তৈরি (সুতিবস্ত্র)। |
সুরফাঁকতাল [suraphān̐katāla] দ্র সুর1। |
সুল-তান [sula-tāna] বি. 1 বাদশাহ; 2 তুরস্কের প্রাচীন নৃপতিদের উপাধি। [তুর.]। স্ত্রী. সুল-তানা। সুল-তানি, (বর্জি.) সুলতানী বি. সুলতানের পদ বা অধিকার। ☐ বিণ. সুলতানসংক্রান্ত। |
সূতা [sūtā] দ্র সূত। |
সেঁতানো [sēn̐tānō] ক্রি. সিক্তপ্রায় হওয়া, স্যাঁতসেঁতে হয়ে ওঠা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [< সং. সিক্ত]। |
সেতাব [sētāba] ক্রি-বিণ. শীঘ্র, জলদি। [ফা. শিতাব]। |
সেতার [sētāra] বি. তিনটি মূল তার ও কয়েকটি তরফের ছোটো তারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। [ফা. সিতার]। সেতারি বিণ. বি. সেতারবাদক। |
সেরেস্তা [sērēstā] বি. কার্যালয়, দফতর, অফিস। [ফা. সিরিস্তা]। ̃ দার বি. সেরেস্তার প্রধান কেরানি। |
স্তাবক [stābaka] দ্র স্তব। |
স্তোতা [stōtā] (-তৃ) বিণ. বি. স্তবকারী, স্তুতিকারী। [সং. √ স্তু + তৃ]। |
স্হাতা [shātā] (-তৃ) বিণ. অবস্হানকারী। [সং. √ স্হা + তৃ]। |
স্হায়িতা [shāẏitā] দ্র স্হায়ী। |
হতাদর [hatādara] বিণ. আদর বা সম্মান নষ্ট হয়েছে এমন, অনাদৃত। ☐ বি. অসম্মান, অমর্যাদা, অনাদর। [সং. হত + আদর]। |
হতাশ [hatāśa] বিণ. নিরাশ, আশাহীন। [সং. হত + আশা]। হতাশা বি. নৈরাশ্য, আশাভঙ্গ। |
হতাশ্বাস [hatāśbāsa] বিণ. যে ভরসা হারিয়েছে, কোনো সান্ত্বনা যার নেই। [সং. হত + আশ্বাস]। |
হতাহত [hatāhata] বিণ. হত ও আহত। [সং. হত + আহত]। |
হন্তা [hantā] (ন্তৃ) বিণ. হত্যাকারী। [সং. √ হন্ + তৃ]। স্ত্রী. হন্ত্রী। ̃ রক বি. বিণ. 1 হত্যাকারী; 2 অন্তরায়। |
হপ্তা [haptā] বি. সপ্তাহ; পরপর সাত দিন। [ফা. হফ্তা]। |
হর-তাল [hara-tāla] বি. বিক্ষোভ বা প্রতিবাদ প্রকাশের জন্য দোকান হাট কাজকর্ম প্রভৃতি সাময়িকভাবে বন্ধ করা; ধর্মঘট। [গুজ.]। |
হরি-তাল [hari-tāla] বি. 1 পারদযুক্ত পীতবর্ণ বিষাক্ত ধাতব পদার্থবিশেষ; 2 পীতবর্ণ পাখিবিশেষ, হরিয়াল। [সং. হরি + তাল]। |
হরি-তালিকা [hari-tālikā] বি. 1 ছায়াপথ; 2 ভাদ্র মাসের শুক্লা চতুর্থী বা নষ্টচন্দ্রের তিথি। [সং. হরিতাল + ক + আ, ঈ]। |
হরি-তালী [ hari-tālī] বি. 1 ছায়াপথ; 2 ভাদ্র মাসের শুক্লা চতুর্থী বা নষ্টচন্দ্রের তিথি। [সং. হরিতাল + ক + আ, ঈ]। |
হরিতাশ্ম [haritāśma] দ্র হরিত্। |
হর্তা [hartā] (-র্তৃ) বিণ. 1 হরণকর্তা, অপহারক; 2 সংহারক। [সং. √ হৃ + তৃ]। ̃ কর্তা বি. 1 সংহারকর্তা ও নির্মাণকর্তা; 2 সর্বময় কর্তা। হর্তা-কর্তা বিধাতা বি. 1 বিনাশ, নির্মাণ ও ব্যবস্হাপনের কর্তা; 2 সৃষ্টিস্হিতি প্রলয়কর্তা; 3 (আল.) সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি। |
হস্তা [hastā] বি. (জ্যোতিষ.) এয়োদশ নক্ষত্র। [সং. হস্ত + আ]। |
হস্তাক্ষর [hastākṣara] দ্র হস্ত। |
হস্তান্তর [ hastāntara] দ্র হস্ত। |
হস্তামলক [ hastāmalaka] দ্র হস্ত। |
হস্তার্পণ [ hastārpaṇa] দ্র হস্ত। |
হাতা [hātā] বি. 1 এলাকা, ঘেরাও করা সীমা (বাড়ির হাতা); 2 (আল.) অধিকার, কবল। [আ. হত্তা]। |
হাতা [hātā] বি. 1 বড়ো চামচ; 2 লম্বা ডাঁটের সঙ্গে যুক্ত ছোটো বাটি; 3 জামার হাত। [হাত দ্র]। ফুল-হাতা বিণ. (জামা সম্বন্ধে) কবজি পর্যন্ত হাতাবিশিষ্ট। হাফ হাতা বিণ. (জামা সম্বন্ধে) কনুই পর্যন্ত হাতাবিশিষ্ট। |
হাতা [hātā] ক্রি. 1 হস্তগত করা, অধিকার করা; 2 আত্মসাত্ করা (হাতিয়ে নেওয়া); 3 হাতড়ানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। |
হাতা-হাতি [hātā-hāti] বি. হাত দিয়ে পরস্পর মারামারি। [হাত দ্র]। |
হামান-দিস্তা [hāmāna-distā] বি. দ্রব্যাদি পিটিয়ে গুঁড়ো করবার জন্য কানা-উঁচু লৌহপাত্র ও লৌহদণ্ড। [ফা. হাবন্দস্তহ্]। |
হাস-পাতাল [hāsa-pātāla] বি. সাধারণের জন্য চিকিত্সাগার। [ইং. hospital]। |
হিন্তাল [hintāla] বি. হেঁতালগাছ, তালজাতীয় গাছবিশেষ। [সং. হীন্তাল]। |
হুতাশ [hutāśa] বি. হতাশা দুর্ভাবনা বা আতঙ্কের অভিব্যক্তি (হা হুতাশ করা)। [< সং. হতাশ]। |
হুতাশন [hutāśana] বি. অগ্নি; হোমাগ্নি। [সং. হুত + (=হব্য) অশন; হুত + √ অশ্ (=ভোজন) + অ]। |
হুতাশ [ hutāśa] বি. অগ্নি; হোমাগ্নি। [সং. হুত + (=হব্য) অশন; হুত + √ অশ্ (=ভোজন) + অ]। |
হেনস্তা [hēnastā] বি. (কথ্য) অবজ্ঞা (হেনস্তা করা); দুর্দশা, নাকাল অবস্হ়া (হেনস্হ়া হওয়া)। [সং. হীনাবস্হ়া]। |