তুলা: Bangla to English | তুলা [tulā] n (poet.) an equal ('শারদশশী সে মুখের তুলা'). | তুলা [tulā] n cotton. ̃কার্মুক n. a carding bow. ̃গাছ n. the cotton-plant. | তুলা [tulā] n a weighing machine, a balance, a pair of scales; (astrol.) a zodiacal constellation, the Libra; a measure of weight of gold and silver (=4 তোলা or about 45 grams). ̃দণ্ড n. a beam of balance, a weighing machine, a pair of scales. ̃দান n. charitable gift of gold or silver or anything else up to the weight of the person of the donor. ̃ধর n. the sun. ̃ধারী a. one who weighs or carries on a trade. ☐ n. a weighing man, a weighman; a trader. ̃মান n. a measure of weight; act of weighing in the balance. ̃যন্ত্র n. a weighing ma chine. ̃রাশি n. (astrol.) the Libra. | বর্তুলাকার [bartulākāra] a spherical, round, circular. |
| তুলা: Bangla to Bangla | তুলা [tulā] বি. 1 কার্পাস; 2 কার্পাস শিমূল প্রভৃতি ফলের আঁশ। [সং. তূল]। | তুলা [tulā] ক্রি. 1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা); 2 উন্নীত করা (জাতে তোলা); 3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে); 4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা); 5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা); 6 উত্পাটন করা (দাঁত তোলা); 7 সংগ্রহ করা (চাঁদা তোলা); 8 অপসারিত করা (দাগ তোলা); 9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা); 1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা); 11 সৃষ্টি করা (আওয়াজ তোলা); 12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা); 13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা); 14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম); 15 বমি করা (ছেলেটা দুধ তুলছে); 16 খাটানো (নৌকার পাল তোলা); 17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা); 18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা); 19 চয়ন করা (ফুল তোলা); 2 গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [সং. √ তুল্ + বাং. আ]। ̃ নো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে। তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া। তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)। তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)। | তুলা [tulā] বি. (কাব্যে) তুলনা, উপমা ('কে বলে শারদশশী সে মুখের তুলা': ভা. চ.)। [সং. √ তুল্ + অ + আ]। | তুলা [tulā] বি. 1 দাঁড়িপাল্লা, নিক্তি; 2 (জ্যোতিষ.) সপ্তম রাণিক; 3 শতপল পরিমাণ, সোনারুপার পরিমাণবিশেষ। [সং. √ তুল্ + অ + আ]। ̃ দণ্ড, ̃ যন্ত্র বি. ওজন মাপার যন্ত্র, দাঁড়িপাল্লা, নিক্তি। ̃ দান বি. দাতার দেহের ওজনের সমপরিমাণ সোনারুপা দান, তুলট। ̃ ধারী (-রিন্) বি. ওজনকারী, ব্যবসায়ী। |
|