Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Ignominy
Ignoramus
Ignorance
Ignorant
Ignore
Iguana
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word দীপ from Bangla-English Dictionary
দীপ: Bangla to English
অদীপ [adīpa] a when or where lamps have not yet been lighted (অদীপ সন্ধ্যা); without light; dark.
অন্তর্দীপন [antardīpana] n enlightenment of the mind; development of mental powers and qualities; improvement of the mind.
অপ্রদীপ [apradīpa] n black-out. ☐ a. having no lamps burning; destitute of light or lamps.
উদ্দীপক [uddīpaka] a enkindling; inciting; inspiring; incentive; encouraging; animating; manifesting; developing; provoking (হাস্যোদ্দীপক). উদ্দীপক বস্তু an incentive.
উদ্দীপন [uddīpana] n act of enkindling; incitation; act of inspiring or encouragement; animation; manifestation; develop ment.
উদ্দীপনা [uddīpanā] n incitement; an inspiration; an incentive; encouragement; animus; im petus; enthusiasm, exuberance. উদ্দীপনীয় a. that which should be or can be enkindled or incited or inspired or given an incentive or encouraged or animated or manifested or developed.
উদ্দীপিত [uddīpita] a enkindled, incited, excited; animated; manifested; developed. উদ্দীপিত করা v. to enkindle; to incite or excite; to animate; to manifest; to de velop.
উদ্দীপ্ত [uddīpta] a.inflamed, blazing, flared up; en- kindled; illuminated; incited, excited; animated; made or become violent; im- passioned; manifested.
দীপ [dīpa] n a lamp. ̃গৃহ n. the light-house. ̃নির্বাণ n. extinguishment of a lamp; lights out; (loos.) a black-out. দীপ নির্বাণ করা v. to put out a lamp; to extinguish lights. ̃পুঞ়্জ n. a multitude of lamps (usu. lighted ones). ̃প্রজ্বালন n. act of lighting a lamp. ̃দীপপ্রজ্বালন করা v. to light a lamp. ̃বর্তিকা n. wick (of a lamp). ̃বৃক্ষ n. a lampstand, a candle stick. ̃মালা n. a row or set of lamps (usu. lighted ones). ̃শক্তি n. candle power. ̃শলাকা n. a match-stick; a match. ̃শিখা n. the flame of a lamp.
দীপক [dīpaka] a radiating; illuminating, illumina tive; inflaming; enkindling; enlighten ing; inspiring, rousing, exciting, exci tant; revealing, displaying, exhibiting; beautifying, embellishing. ☐ n. a lamp ('রঘুকুল দীপক'); a musical mode (দীপক রাগিণী).
দীপন [dīpana] n radiation; illumination; act of in flaming; act of enkindling or lighting; enlightenment; act of inspiring or rousing, excitation; revelation, display, exhibition; effulgence; beautification, embellishment. ☐ a. same as দীপক । ̃মাত্রা n. (phys.) intensity of illumina tion. ̃শক্তি n. (phys.) illuminating power.
দীপনীয় [dīpanīẏa] a that which is to be illuminated or excited; illuminable; excitable.
দীপাগার [dīpāgāra] n the lighthouse.
দীপাধার [dīpādhāra] n a lampstand, a lampad.
দীপান্বিতা [dīpānbitā] n. fem the day of the new moon in the month of Kartik (কার্তিক) when Goddess Kali (কালী) is worshipped and the dwelling-houses of Hindus are illu minated with rows of lighted lamps. ☐ a. fem. furnished with a (lighted) lamp, lamped; illuminated, radiating. a. masc. দীপান্বিত ।
দীপাবলি [dīpābali] n a collection of (lighted) lamps; the festival of দীপান্বিতা ।
দীপালি [ dīpāli] n a collection of (lighted) lamps; the festival of দীপান্বিতা ।
দীপালোক [dīpālōka] n lamplight. দীপালোকিত a. illu minated with lamplight.
দীপিকা [dīpikā] n. fem moonlight; a lamp; a glos sary or commentary (of a text). ☐ a. fem. of দীপক ।
দীপিত [dīpita] a lighted; lamped; illuminated; enkindled; exhibited, displayed, re vealed, brought to light; excited, roused. fem. দীপিতা ।
দীপ্ত [dīpta] a burning; shining; lighted; illumi nated; radiant, luminous; blazing; bright; lustrous; revealed, brought to light, exhibited; dazzling, glaring (দীপ্ত তেজ). ̃কীর্তি a. one whose fame has spread far and wide, widely famous or renowned. দীপ্ত হুতাশন blazing fire.
দীপ্তি [dīpti] n light; shine, radiance, glow, lus tre; splendour; brilliance; brightness; high spirit; beauty. দীপ্তি পাওয়া v. to shine, to glow, to radiate. ̃মান a. shin ing, glowing; radiant, luminous; bright, lustrous; brilliantly revealed; beautify ing, embellishing; glowing with high spirit. fem. দীপ্তিমতী । ̃মাপক n. (phys.) a photometer. ̃মিতি n. (phys.) photom etry.
দীপ্য [dīpya] a worthy of being lighted or en kindled; illuminable; worthy of being revealed. ̃মান a. shining, glowing; ra diant, luminous; bright, lustrous, spar kling, resplendent; in the state of being revealed; revealed.
দীপ্র [dīpra] a shining, luminous, radiant, glow ing; bright.
দেদীপ্যমান [dēdīpyamāna] a very brightly flaming or blazing; brilliantly shining; effulgent.
নিষ্প্রদীপ [niṣpradīpa] a having no lamp burning; blacked out. ☐ n. state of having no lamp burning; lights out, curfew; blackout.
প্রদীপ [pradīpa] n a lamp, a light; (fig.) one who illuminates or glorifies (কুলপ্রদীপ). প্রদীপন n. act of illuminating or excit ing; lighting of lamps.
প্রদীপ্ত [pradīpta] a illuminated, enkindled; brightly burning, blazing; shining; excited. প্রদীপ্ত করা v. to illuminate, to enkindle; to excite. প্রদীপ্তি n. illumination; bright glow; lustre; excitement.
ভাবোদ্দীপক [bhābōddīpaka] a thought-inspiring, thought provoking; awakening ideas or emo tions.
ভাবোদ্দীপন [bhābōddīpana] n awakening of a thought or an idea or an emotion.
সন্দীপন [sandīpana] n enkindling; excitation, incita tion, rousing. ☐ a. (incomp.) enkindling; inciting, rousing.
সন্দীপিত [sandīpita] a enkindled, excited, in cited, roused.
সন্দীপ্ত [ sandīpta] a enkindled, excited, in cited, roused.
দীপ: Bangla to Bangla
অদীপ [adīpa] বিণ. আলোহীন; প্রদীপ জ্বালা হয়নি এমন ('অদীপ সন্ধ্যা': য. সে.)। [বাং. অ+দীপ]।
অন্তর্দীপন [antardīpana] বি. মনের মধ্যে জ্ঞানের আলো জ্বালানো; মানসিক গুণাবলির উত্কর্ষসাধন। [সং. অন্তর্ + দীপন]।
অপ্রদীপ [apradīpa] বি. আলোকের অভাব, আলোকহীনতা, blackout. [সং. ন + প্রদীপ]।
আলাদিনের প্রদীপ [ālādinēra pradīpa] আশ্চর্য জাদুময় প্রদীপ যা দিয়ে অসাধ্যসাধন করা যায়।
উদ্দীপক [uddīpaka] বিণ. উত্তেজনা সৃষ্টি করে এমন, উত্তেজক; বাড়ায় এমন, বর্ধক; দীপ্তি দেয় বা প্রকাশিত করে এমন। [সং. উত্ + √ দীপ্ + অক]। উদ্দীপন বি. উত্তেজন; প্রজ্বলন; প্রকাশ করা (করুণা-উদ্দীপন)। উদ্দীপনা বি. উত্তেজনা; উত্সাহ; প্রেরণা (ধর্মভাবের উদ্দীপনা)। উদ্দীপনীয় বিণ. উদ্দীপনযোগ্য। উদ্দীপিত বিণ. উত্তেজিত; প্রজ্বালিত; প্রকাশিত; প্রেরিত; বর্ধিত।
উদ্দীপিত [uddīpita] দ্র উদ্দীপক
উদ্দীপ্ত [uddīpta] বিণ. 1 জ্বলে উঠেছে এমন, প্রজ্বলিত, জ্বলন্ত; 2 আলোকিত; 3 উত্তেজিত, অনুপ্রাণিত (কল্পনাকে উদ্দীপ্ত করা)। [সং. উত্ + দীপ্ত]।
কামোদ্দীপক [kāmōddīpaka] বিণ. কামপ্রবৃত্তির উদ্রেক করে বা বৃদ্ধিসাধন করে এমন। [সং. কাম + উদ্দীপক]।
দীপ [dīpa] বি. প্রদীপ, বাতি। [সং. √ দীপ্ + অ]। ̃ পুঞ্জ, ̃ মালা বি. প্রদীপের শ্রেণি বা সারি। ̃ বর্তিকা বি. 1 প্রদীপের বাতি; 2 সলতে। ̃ শলাকা বি. দেশলাইয়ের কাঠি। ̃ শিখা বি. প্রদীপের শিখা বা শিষ। ̃ শ্রেণি দীপমালা -র অনুরূপ।
দীপক [dīpaka] বিণ. 1 শোভাকর, দীপ্তিদায়ক; 2 প্রজ্বালক; 3 উদ্দীপক, উত্তেজক; 4 প্রকাশক, প্রকাশিত করে এমন। ☐ বি. 1 প্রদীপ (রঘুকুলদীপক); 2 সংগীতের রাগবিশেষ। [সং. √ দীপ্ + অক]।
দীপন [dīpana] বি. 1 দীপ্ত করা, আলোকিত করা; 2 প্রজ্বলিত করা, প্রজ্বালন; 3 উদ্দীপন, উদীপ্ত করা; 4 জঠরানল বর্ধন, ক্ষুধার বৃদ্ধি। ☐ বিণ. দীপক। [সং. √ দীপ্ + অন]। দীপনীয় বিণ. দীপ্ত করতে হবে বা করা আবশ্যক এমন, দীপনযোগ্য, দীপ্য।
দীপপুঞ্জ [dīpapuñja] দ্র দীপ
দীপবর্তিকা [ dīpabartikā] দ্র দীপ
দীপমালা [ dīpamālā] দ্র দীপ
দীপশলাকা [ dīpaśalākā] দ্র দীপ
দীপশিখা [ dīpaśikhā] দ্র দীপ
দীপাধার [dīpādhāra] বি. প্রদীপ রাখার পাত্র, দেরকো, পিলশুজ। [সং. দীপ + আধার]।
দীপান্বিতা [dīpānbitā] বি. (স্ত্রী.) 1 দেওয়ালি উত্সব; 2 কার্তিকী অমাবস্যা-যেদিন রাত্রে বাঙালিরা কালীপুজো এবং অবাঙালিরা গৃহে আলোকসজ্জা করে। ☐ বিণ. (স্ত্রী.) আলোকযুক্তা (দীপান্বিতা নগরী)। [সং. দীপ + অন্বিত + আ. (স্ত্রী.)]।
দীপালি [dīpāli] বি. 1 দেওয়ালি, কালীপূজার রাত্রে দীপমালাসজ্জিত উত্সব; 2 প্রদীপসমূহ। [সং. দীপ + আলি, আলী, আবলি]।
দীপালী [ dīpālī] বি. 1 দেওয়ালি, কালীপূজার রাত্রে দীপমালাসজ্জিত উত্সব; 2 প্রদীপসমূহ। [সং. দীপ + আলি, আলী, আবলি]।
দীপাবলি [ dīpābali] বি. 1 দেওয়ালি, কালীপূজার রাত্রে দীপমালাসজ্জিত উত্সব; 2 প্রদীপসমূহ। [সং. দীপ + আলি, আলী, আবলি]।
দীপিকা [dīpikā] বি. (স্ত্রী) 1 জ্যোত্স্না; 2 প্রদীপ; 3 সংগীতের রাগিণীবিশেষ; 4 গ্রন্হাদির টীকা বা ব্যাখ্যা যা গ্রন্হের বিষয়বস্তুর উপর আলোকপাত করে (সাংখ্যদীপিকা)। ☐ বিণ. (স্ত্রী.) দীপ্তকারিণী; প্রজ্বালিকা। [সং. দীপক + আ]।
দীপিত [dīpita] বিণ. 1 প্রজ্বালিত, জ্বালা হয়েছে এমন; 2 উদ্ভাসিত, আলোকিত; 3 প্রকাশিত; 4 উদ্দীপিত, উত্তেজিত। [সং. √ দীপ্ + ণিচ্ + ত]।
দীপোত্সব [dīpōtsaba] বি. প্রদীপের আলোয় গৃহাদি আলোকিত বা সজ্জিত করার উত্সব, দেওয়ালি, দীপান্বিতা। [সং. দীপ + উত্সব]।
দীপ্ত [dīpta] বিণ. 1 জ্বলন্ত, জ্বলছে এমন (দীপ্ত অগ্নি); 2 আলোকিত, উদ্ভাসিত, উজ্জ্বল ('অগ্নিশিখার আভায় দীপ্ত মূর্তিখানি': তারা); 3 প্রকাশিত; 4 তেজোময় (দীপ্ত স্বরে বলা)। [সং. √ দীপ্ + ত]। ̃ বিণ. দীপ্ত করে এমন। ̃ কীর্তি বিণ. প্রথিতযশা, প্রসিদ্ধ। ̃ মূর্তি বিণ. যার মূর্তি বা চেহারা উজ্জ্বল।
দীপ্তাংশু [dīptāṃśu] বি. (প্রখর বা তীব্র কিরণবিশিষ্ট) সূর্য। [সং. দীপ্ত + অংশু]।
দীপ্তি [dīpti] বি. 1 আলোক; 2 দ্যুতি, প্রভা; 3 তেজ; 4 শোভা। [সং. √ দীপ্ + তি]। ̃ মান (মত্), (বর্জি.) ̃ মান্ বিণ. দীপ্তিবিশিষ্ট; উজ্জ্বল; তেজোময়; শোভাময়। স্ত্রী ̃ মতী। ̃ হীন বিণ. দীপ্তি নেই এমন ('কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে': রবীন্দ্র)। দীপ্তোজ্জ্বল বিণ. দীপ্তি অর্থাত্ আলোক, প্রভা, ইত্যাদির জন্য উজ্জ্বল।
দীপ্য [dīpya] বিণ. 1 প্রজ্বলনযোগ্য, জ্বালানো যায় এমন; 2 প্রকাশের যোগ্য। [সং. √ দীপ্ + য]। ̃ মান বিণ. 1 দীপ্তিশালী (দীপ্যমান অগ্নিশিখা); 2 উজ্জ্বল; 3 শোভমান (মহিমায় দীপ্যমান); 4 প্রকাশমান, প্রকাশিত হচ্ছে এমন। [সং. √ দীপ্ + শানচ্]।
দীপ্র [dīpra] বিণ. 1 দীপ্তিশালী, উজ্জ্বল, ভাস্বর ('ললাট তোমার দিনের আশিসে দীপ্র': সু.দ.); 2 তীক্ষ্ণ (দীপ্রাস্ত্র)। [সং. √ দীপ্ + র]।
দেদীপ্য-মান [dēdīpya-māna] বিণ. অতিশয় দীপ্তিসহ জ্বলছে এমন, জাজ্বল্যমান, দীপ্তিময়, জ্বলজ্বল করছে এমন। [সং. √ দীপ্ + যঙ্ + মান (শানচ্)]।
নিষ্প্রদীপ [niṣpradīpa] বিণ. 1 প্রদীপহীন, দীপালোক নেই এমন; 2 অন্ধকার। ☐ বি. আলোকহীন রাত্রি, blackout. [সং. নির্ + প্রদীপ]।
প্রদীপ [pradīpa] বি. 1 দীপ বাতি (আঁধার ঘরের প্রদীপ); 2 আলো (নিষ্প্রদীপ রাত্রি); 3 আলোকস্বরূপ শ্রেষ্ঠ ব্যক্তি (কুরুকুলপ্রদীপ)। [সং. প্র + √ দীপ্ + অ]। ̃ বিণ. উজ্জ্বলকারী; উদ্দীপক; প্রকাশক। ̃ বি. উজ্জ্বলকরণ; উদ্দীপন; প্রকাশন। প্রদীপ্ত বিণ. প্রখররূপে উজ্জ্বল (প্রদীপ অগ্নি, প্রদীপ্ত তেজ)। প্রদীপ্তি বি. 1 প্রখর উজ্জ্বলতা (তীব্র আলোকের প্রদীপ্তিতে চোখ ধাঁধিয়ে গেল); 2 জ্বলন্ত অবস্হা।
ভাবোদ্দীপক [ bhābōddīpaka] দ্র ভাব
ভাবোদ্দীপন [ bhābōddīpana] দ্র ভাব
সন্দীপন [sandīpana] বিণ. 1 প্রজ্বালন; 2 উত্সাহিত করা। ☐ বিণ. 1 প্রজ্বালক; 2 উত্সাহক। [সং. সম্ + দীপন]। সন্দীপক বিণ. উত্তেজক বা প্রেরণাদায়ক। সন্দীপিত, সন্দীপ্ত বিণ. 1 প্রজ্বলিত (সন্দীপ্ত অগ্নি); 2 উত্সাহিত।
সান্দীপনি [sāndīpani] বি. সন্দীপন মুনির পুত্র ও শ্রীকৃষ্ণের শিক্ষক। [সং. সন্দীপন + ই]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org