Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Deprive
Depth
Deputation
Depute
Deputize
Deputy
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word দুষ্ট from Bangla-English Dictionary
দুষ্ট: Bangla to English
দুষ্ট [duṣṭa] a faulty, defective (দুষ্ট বাচনভঙ্গি); ma lignant, morbid, septic (দুষ্টব্রণ, দুষ্টক্ষত); fatal or dangerous (দুষ্টব্যাধি); vile, vi cious, wicked, depraved or lax in morals (দুষ্ট চরিত্র); bad, evil (দুষ্ট সঙ্গী); guilty (দুষ্ট মন); malicious (দুষ্টগ্রহ); naughty. fem. দুষ্টা । ̃ক্ষত n. an ulcer, a septic wound. ̃ক্ষুধা n. morbid or unwholesome appe tite, false hunger. ̃গ্রহ n. (astrol.) a mali cious star. ̃প্রকৃতি a. ill-natured; bad charactered; depraved or lax in morals; reprobate; wicked. ̃বুদ্ধি, ̃মতি a. evil minded; mischievous. ̃ব্রণ n. a malig nant or morbid boil; a carbuncle. দুষ্টামি n. naughtiness; mischievousness; a mis chief. দুষ্টাশয় a. wicked; roguish.
দুষ্টু [duṣṭu] a (in endearment) naughty; mischie vous. ̃মি n. naughtiness; mischievous ness; a mischief. দুষ্টুমি করা v. to be naughty; to make a mischief; to play a mischievous trick.
দুষ্ট: Bangla to Bangla
দুষ্ট [duṣṭa] বিণ. 1 দোষযুক্ত, দূষিত (দুষ্টব্রণ, দুষ্টক্ষত); 2 অসত্, মন্দ (দুষ্টচরিত্র); 3 অশুভ (দুষ্টগ্রহ); 4 অশান্ত, দুরন্ত (দুষ্ট ছেলে)। [সং. √ দুষ্ + ত]। ̃ কর্মা (-র্মন্) বিণ. বি. কুকাজকারী। ̃ ক্ষুধা বি. পেট ভরতি থাকা সত্ত্বেও ক্ষুধাবোধ। ̃ গ্রহ বি. অশুভ বা ক্ষতিকর গ্রহ। ̃ চক্র বি. 1 কুকর্মকারীদের গোষ্ঠী বা দল; 2 এক মন্দ বা ভ্রম থেকেই আর এক মন্দ বা ভ্রমের ক্রমাগত উত্পত্তি, vicious circle. ̃ বুদ্ধি বি. 1 কুবুদ্ধি; 2 চালাকি বুদ্ধি (ছেলেটার দুষ্টবুদ্ধি কম নয়)। ̃ ব্রণ বি. মারাত্মক ফোড়াবিশেষ। দুষ্টা বিণ. (স্ত্রী.) কুচরিত্রা; ব্যভিচারিণী। দুষ্টাশয় বিণ. দুর্বৃত্ত, অসত্ চরিত্রবিশিষ্ট।
দুষ্টামি [duṣṭāmi] বি. 1 অসদাচরণ; 2 চঞ্চলতা; 3 দুরন্তপনা। [সং. দুষ্ট (বাংলায় ভিন্ন অর্থে) + বাং. আমি]।
(আদরে) দুষ্টুমি [ (ādarē) duṣṭumi] বি. 1 অসদাচরণ; 2 চঞ্চলতা; 3 দুরন্তপনা। [সং. দুষ্ট (বাংলায় ভিন্ন অর্থে) + বাং. আমি]।
দুষ্টাশয় [duṣṭāśaẏa] দ্র দুষ্ট
দুষ্টি [duṣṭi] বি. দোষ (রক্তদুষ্টি)। [সং. √ দুষ্ + তি]।
দুষ্টু [duṣṭu] বিণ. (আদরে) দুরন্ত। [দুষ্ট দ্র]। ̃ মি বি.দুরন্তপনা।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org