নিশা: Bangla to English | অমানিশা [amāniśā] n the night of the new moon. | নিশা [niśā] n the night; (Rig Veda) dark daugh ter of the Day. ̃কর n. the moon. ̃গম n. nightfall. ̃চর a. active by night, nightfaring. ☐ n. an anthropophagite, a rakshasa; any of the nightfaring crea tures such as the owl; a burglar. fem. নিশাচরী । ̃জল n. dew; frost. ̃ত্যয় same as নিশান্ত । ̃নাথ n. the moon. নিশান্ত n. the close of night; daybreak. ̃পতি n. the moon. নিশাবসান same as নিশান্ত । ̃র্ধ n. midnight; dead of night. ̃সমাগম n. nightfall. | নিশান [niśāna] n a flag, an ensign, a standard, a banner. |
| নিশা: Bangla to Bangla | অমানিশা [amāniśā] দ্র অমা | নিশা [niśā] বি. রজনী, রাত্রি ('নিশার স্বপন ছুটল রে': রবীন্দ্র)। [সং. নি + √ শো + অ + আ (স্ত্রী.) বিকল্পে √ নিশ্ + অ + আ]। ̃ কর, ̃ কান্ত বি. চন্দ্র, চাঁদ। ̃ গম বি. রাত্রির আগমন। ̃ চর বি. রাক্ষস প্যাঁচা চোর শ্বাপদ প্রভৃতি যারা রাত্রে বিচরণ করে। ☐ বিণ. রাত্রিতে বিচরণকারী (নিশাচর প্রাণী)। স্ত্রী. ̃ চরী।̃ ত্যয় বি. 1 রাত্রির অবসান; 2 প্রভাত। ̃ নাথ, ̃ পতি বি. চন্দ্র, চাঁদ। ̃ ন্ত, ̃ ব-সান বি. রাত্রির অবসান, প্রভাত। ̃ ন্ধ বিণ. রাতকানা। ̃ বিহার বি. রাতে বিচরণ। ̃ মুখ বি. সন্ধ্যাকাল। | নিশাত [niśāta] বিণ. সুতীক্ষ্ণ, অত্যন্ত ধারালো। [সং. নি + √ শো + ত]। তু. নিশিত। | নিশাদল [niśādala] বি. লবণজাতীয় পদার্থবিশেষ, salammoniac, ammonium chloride. [ফা. নৌশাদর্]। | নিশান [niśāna] বি. পতাকা, ধ্বজা (নিশান উড়িয়ে রথ চলেছে)। [ফা. নিশান্]। | নিশান [niśāna] বি. 1 নিদর্শন, চিহ্ন; 2 পরিচয়, অভিজ্ঞান; 3 লক্ষণ; 4 লক্ষ্য. টিপ (হাতের নিশানা পরীক্ষা করা); 5 ঠিকানা (পথের নিশানা)। [ফা. নিশান্]। নিশান-দার বিণ. বি. শনাক্তকারী। নিশান-দিহি বি. শনাক্তকরণ। |
|