Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Furtive
Furuncle
Fury
Furze
Fuscous
Fuse
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word পঞ্চ from Bangla-English Dictionary
পঞ্চ: Bangla to English
অস্হিতপঞ্চ [ashitapañca] n arith metic of infinites; (arith.) the double rule of three or unitary method; a diffi cult or intricate problem; a puzzle; be wilderment.
অস্হিতপঞ্চক [ ashitapañcaka] n arith metic of infinites; (arith.) the double rule of three or unitary method; a diffi cult or intricate problem; a puzzle; be wilderment.
অস্হিতপঞ্চম [ ashitapañcama] n arith metic of infinites; (arith.) the double rule of three or unitary method; a diffi cult or intricate problem; a puzzle; be wilderment.
পঞ্চ [pañca] n. & a five. ̃ক n. a set of five, a quintette, a quintet, a pentad (গীতপঞ্চক). ̃কোণ, ̃কোণী a. pentagular. ̃গব্য n. the five articles derived from the cow, namely, curd, milk, clarified butter, cow's urine and cowdung. ̃গুণ n. the five qualities or attributes, namely, beauty, exudation or juice, smell, touch and sound. ☐ a. five times, five fold. ̃গৌড় n. a collective name for the ancient regions of Gaud (গৌড়), Mithila (মিথিল), Utkal (উত্কল), Kanauj (কনৌজ), and the region situated on the bank of the river Saraswati. ̃চত্বারিংশ a. forty-five. ̃চত্বারিংশত্ n. & a. forty-five. ˜চত্বারিংশত্তম a. forty-fifth. fem. ̃চত্বারিংশত্তমী । ̃তপা a. one who prac tises severe religious austerities with the blazing sun overhead and enkin dling four huge fires on four sides. ̃ত্রিংশ n. thirty-five. ̃ত্রিংশত্ n. & a. thirty-five. ˜ত্রিংশত্তম a. thirty-fifth. fem. ̃ত্রিংশত্তমী । পঞ্চত্ব n. death. পঞ্চত্বপ্রাপ্ত a. dead. পঞ্চত্বপ্রাপ্ত হওয়া v. to meet with death, to give or yield up the ghost, to die. পঞ্চত্বপ্রাপ্তি n. death. ̃দল a. having five petals, quinquepetalous; pentam erous; quinquepartite. ̃দল পুষ্প a cinquefoil. ̃দলীয় a. pentamerous; per taining to or consisting of five parties, quinquepartite. ̃দশ n. & a. fifteen. □ a. fifteenth. ̃দশী a. fem. fifteenth; fif teen years old. ☐ n. the ultimate day of a lunar fortnight; the full moon or the new moon; one of the Vedantas (বেদান্ত). ̃দেবতা n. five deities or Gods receiving oblation before one's meal. ̃নদ n. the Punjab (it is inundated by five rivers). ̃পান্ডব n. the five Pandava( পান্ডব). brothers of the Mahabharata, the Pandava quintette. ̃পাত্র n. a vessel used in Hindu religious service: it consists of four small metal cups placed on a metal tray. ̃পিতা n. one's progenitor, deliverer from fear, father-in-law, preceptor and maintainer col lectively. ̃প্রদীপ n. a metal lamp with room for five wicks. ̃বটী n. a sacred place with the assemblage of five banyan trees. ̃বাণ n. the five arrows of Kam (কাম) the god of love, namely, enchantment, excitement, absorption, heating and stupefaction; Kama the god of love. ̃বায়ু n. the five vital airs (or breaths) that are drawn into or sent out from the body. ̃বিংশ a. twenty-five. ̃বিংশতি n. & a. twenty-five. ˜বিংশতিতম a. twenty-fifth. fem. ̃বিংশতিতমী । ̃ভূজ n. (geom.) a penta gon. ☐ a. pentagonal. ̃ভূত n. the five vital elements collectively, namely, earth, water, heat, air and atmosphere or space. পঞ্চভূতে মেশা v. (lit.) to be dis solved into the five vital elements; (fig.) to die. পঞ্চম a. fifth. ☐ n. same as পঞ্চমস্বর । ̃মকার n. wine, meat, fish, posture and sexual intercourse collec tively, five essential tantric (তান্ত্রিক) practices or rites. পঞ্চমবাহিনী n. the fifth column; the group of soldiers support ing and working for the enemy within the country. পঞ্চমস্বর n. (mus.) the major fifth of the C-scale; the cuckoo's note. ̃মহাপাতক n. the five mortal sins ac cording to Hindu scriptures. পঞ্চমী a. fem. fifth. ☐ n. fem. the fifth lunar day of either fortnight. ̃মুখ a. having five faces or mouths, five-faced; eloquent (প্রশংসায় পঞ্চমুখ). ☐ n. an appellation of Shiva (শিব). ̃মুখী a. fem. five-faced; pentapetalous; having five surfaces (পঞ্চমুখী নীলা); having five bores or holes (পঞ্চমুখী রুদ্রাক্ষ); having five parts or sections, pentamerous, five pronged. ̃মুখী পুষ্প a cinquefoil. ̃রঙ্গ ̃রং n. (in chess) one of the systems of checkmating. ̃রত্ন n. the five gems collectively, namely, sapphire, dia mond, ruby, pearl and coral. ̃রাশিক n. (arith.) the double rule of three. ̃শর same as ̃বাণ । ̃শস্য n. the five princi pal grains collectively, namely, paddy, kidney-bean or oat, barley, sesame and pigeon-pea.
পঞ্চাঙ্ক [pañcāṅka] a having five acts, five-act (পঞ্চাঙ্ক নাটক).
পঞ্চানন [pañcānana] a having five faces. ☐ n. an ap pellation of Shiva (শিব).
পঞ্চানন্দ [pañcānanda] n a traditional deity of Bengal; (loos.) Shiva (শিব).
পঞ্চামৃত [pañcāmṛta] n the five sweet edible things collectively, namely, curd, milk, clari fied butter, sugar and honey; the sacra ment of feeding a woman with these five sweet things in the fifth month of her pregnancy.
পঞ্চায়েত [pañcāẏēta] n a village council (ori. consist ing of five members), a panchayet. পঞ্চায়েতি n. work or arbitration of a panchayet; councilship of a panchayet. ☐ a. relating to a panchayet.
পঞ্চালিকা [pañcālikā] n a doll, a puppet.
পঞ্চালী [ pañcālī] n a doll, a puppet.
পঞ্চাশ [pañcāśa] n. & a fifty. পঞ্চাশত্তম a. fif tieth. fem. পঞ্চাশত্তমী । পঞ্চাশবার adv. fifty times; (fig.) many times, (cp.) thou sand and one times, times without number.
পঞ্চাশত্ [ pañcāśat] n. & a fifty. পঞ্চাশত্তম a. fif tieth. fem. পঞ্চাশত্তমী । পঞ্চাশবার adv. fifty times; (fig.) many times, (cp.) thou sand and one times, times without number.
পঞ্চাশীতি [pañcāśīti] n. & a eighty-five. ̃তম a. eighty-fifth. fem. ̃তমী ।
পঞ্চেন্দ্রিয় [pañcēndriẏa] n the five sense-organs collec tively, namely, the eye(s), the nose, the tongue, the skin.
প্রপঞ্চ [prapañca] n extent; illusion, maya; delusion; phenomenal reality; the world; the worldly life; an error or mistake; un truth; falsehood; a collection, a multi tude. ̃ময় a. full of illusions; illusory. প্রপঞ্চিত a. extensive; extended; illusive; illusory; erroneous.
পঞ্চ: Bangla to Bangla
অস্হিত-পঞ্চ [ashita-pañca] বি. 1 সমীকরণজাতীয় অঙ্কবিশেষ; 2 জটিল সমস্যা; 3 কিংকর্তব্যবিমূঢ় অবস্হা। [সং. ন + স্হিত, স্হির + পঞ্চ, পঞ্চক, পঞ্চম]।
অস্হিত-পঞ্চক [ ashita-pañcaka] বি. 1 সমীকরণজাতীয় অঙ্কবিশেষ; 2 জটিল সমস্যা; 3 কিংকর্তব্যবিমূঢ় অবস্হা। [সং. ন + স্হিত, স্হির + পঞ্চ, পঞ্চক, পঞ্চম]।
অস্হিত-পঞ্চম [ ashita-pañcama] বি. 1 সমীকরণজাতীয় অঙ্কবিশেষ; 2 জটিল সমস্যা; 3 কিংকর্তব্যবিমূঢ় অবস্হা। [সং. ন + স্হিত, স্হির + পঞ্চ, পঞ্চক, পঞ্চম]।
অস্হির-পঞ্চক [ ashira-pañcaka] বি. 1 সমীকরণজাতীয় অঙ্কবিশেষ; 2 জটিল সমস্যা; 3 কিংকর্তব্যবিমূঢ় অবস্হা। [সং. ন + স্হিত, স্হির + পঞ্চ, পঞ্চক, পঞ্চম]।
অস্হির-পঞ্চম [ ashira-pañcama] বি. 1 সমীকরণজাতীয় অঙ্কবিশেষ; 2 জটিল সমস্যা; 3 কিংকর্তব্যবিমূঢ় অবস্হা। [সং. ন + স্হিত, স্হির + পঞ্চ, পঞ্চক, পঞ্চম]।
অস্হিরপঞ্চক [ashirapañcaka] দ্র অস্হিতপঞ্চ
অস্হিরপঞ্চম [ ashirapañcama] দ্র অস্হিতপঞ্চ
গুজরি-পঞ্চম [ gujari-pañcama] বি. 1 গাছের পোকাবিশেষ; 2 প্রাচীন ভারতে ব্যবহৃত পায়ের অলংকারবিশেষ। [ধ্বন্যা. গুঞ্জরন > গুজরি + পঞ্চম]।
নাগপঞ্চমী [nāgapañcamī] দ্র নাগ
পঞ্চ [pañca] (-ঞ্চন্) বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক, পাঁচ। [সং. √ পন্চ্ + অ]। ̃ বি. পাঁচের সমষ্টি, পাঁচটি (গীতিপঞ্চক)। ̃ কন্যা বি. অহল্যা দ্রৌপদী কুন্তী তারা ও মন্দোদরী এই পাঁচজন নারী। ̃ কর্ম বি. (আয়ু.) বমন বিরেচন প্রভৃতি পাঁচপ্রকার চিকিত্সা ব্যবস্হা। ̃ গঙ্গা বি. ভাগীরথী গোমতী কাবেরী প্রভৃতি পাঁচটি নদী। ̃ গব্য দ্র গব্য। ̃ গুণ বি. রূপ রস গন্ধ স্পর্শ ও শব্দ এই পাঁচরকম গুণ। ̃ গৌড় বি. সরস্বতী নদীর তীরস্হ ভূভাগ এবং কনৌজ উত্কল মিথিলা ও গৌড় এই পাঁচটি প্রদেশ। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 45 সংখ্যা বা সংখ্যক। ̃ চত্বারিংশত্তম বিণ. 45 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ চামর বি. সংস্কৃত ছন্দবিশেষ। ̃ তন্ত্র বি. বিষ্ণুশর্মা-রচিত পাঁচভাগে বিভক্ত সংস্কৃত নীতিগ্রন্হবিশেষ। ̃ তপা (-পস্), (বর্জি.) ̃ তপাঃ বিণ. চারপাশে চারটি অগ্নিকুণ্ড এবং ঊর্ধ্বদিকে সূর্য এই পাঁচটি অগ্নির মধ্যে তপস্যাকারী; কঠিন তপস্যাকারী। ̃ তিক্ত বি. নিম গুলঞ্চ বাসক পলতা ও কণ্টিকারী। ̃ তীর্থ বি. 1 জ্ঞানব্যাপী নন্দিকেশ্বর তারকেশ্বর মহাকালেশ্বর ও দণ্ডপাণি কাশীর এই পাঁচটি পুণ্যস্হান; 2 সংস্কৃতে স্নাতকদের উপাধিবিশেষ। ̃ ত্ব বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূতে মিলিত হওয়া অর্থাত্ মৃত্যু। ̃ ত্ব-প্রাপ্ত বিণ. মৃত। ̃ ত্ব-প্রাপ্তি বি. মৃত্যু। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 35 সংখ্যা বা সংখ্যক। ̃ ত্রিংশত্তম বিণ. 35 সংখ্যক। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ দশ বি. বিণ. 15 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বিণ. (স্ত্রী.) 1 পঞ্চদশস্হানীয়া; 2 পনেরো বত্সর বয়স্কা। ☐ বি. 1 পূর্ণিমা বা অমাবস্যা; 2 বেদান্তগ্রস্হবিশেষ। ̃ ধা ক্রি-বিণ. পাঁচ রকমে বা খণ্ডে বা দিকে; পাঁচবার (পঞ্চধা আবর্তিত)। ̃ নখ বিণ. বি. পায়ে পাঁচটি নখ আছে এমন জন্তু যথা শশক, গণ্ডার কূর্ম ইত্যাদি। ̃ নদ বি. 1 শতদ্রু বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও বিতস্তা এই পাঁচটি নদী; 2 এই পাঁচটি নদীর দ্বারা বিধৌত দেশ অর্থাত্ পাঞ্জাব। ̃ নদী পঞ্চনদ -এর অনুরূপ ('পঞ্চনদীর তীরে বেণী পাইয়া শিরে': রবীন্দ্র)। ̃ নবতি বি. বিণ. 95 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি-তম বিণ. 95 সংখ্যক। বিণ. স্ত্রী.। ̃ নবতিতমী। ̃ নিম্ব বি. নিমগাছের পাতা ফুল ফল ছাল ও শিকড়। ̃ পঞ্চা-শত্, ̃ পঞ্চাশ বি. বিণ. 55 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 55 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পল্লব বি. আম অশ্বত্থ বট পাকুড় ও যজ্ঞডুমুর এই পাঁচটি বৃক্ষের পল্লব। ̃ পাণ্ডব বি. যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব মহাভারতের এই পাঁচ পাণ্ডু পুত্র। ̃ পাত্র বি. 1 দুটি দেবপক্ষ ও তিনটি পিতৃপক্ষ এই পাঁচটি পাত্রের জন্য কর্তব্য শ্রাদ্ধ; 2 পাঁচটি পাত্র; 3 (বাং.) হিন্দুদের পূজায় ব্যবহৃত তাম্রাদি ধাতুনির্মিত পাত্রবিশেষ। ̃ পিতা (-তৃ) বি. জন্মদাতা ভয়ত্রাতা কন্যাদাতা অর্থাত্ শ্বশুর বিদ্যাদাতা বা দীক্ষাদাতা ও অন্নদাতা। ̃ প্রদীপ বি. আরতি করার জন্য পাঁচটি মুখবিশিষ্ট প্রদীপবিশেষ। ̃ প্রাণ বি. প্রাণ অপান উদান সমান ও ব্যান এই পাঁচরকম প্রাণবায়ু। ̃ বটী বি. 1 অশ্বত্থ বট বিল্ব (বেল) আমলকী ও অশোক এই পাঁচটি বৃক্ষ বা ওই বৃক্ষযুক্ত বন; 2 রামায়ণোক্ত দণ্ডকারণ্যস্হ বনবিশেষ। ̃ বাণ বি. সম্মোহন উন্মাদন শোষণ তাপন ও স্তম্ভন এই পাঁচটি বাণ অথবা তাদের ব্যবহারকর্তা মদনদেব। ̃ বায়ু বি. পঞ্চপ্রাণ -এর অনুরূপ। ̃ বার্ষিক বিণ. 1 যার পাঁচ বত্সর অতীত হয়েছে; 2 যা পাঁচ বত্সর পর পর অনুষ্ঠিত হয়। পঞ্চবার্ষিক দ্র। ̃ বিংশতি বি. বিণ. 25 সংখ্যা বা সংখ্যক। ̃ বিংশতি-তম বিণ. 25 সংখ্যক। স্ত্রী. ̃ বিংশতি-তমী। ̃ ভুজ (জ্যামি.) পাঁচটি সরলরেখা দ্বারা বেষ্টিত বা আবদ্ধ ক্ষেত্র, pentagon (বি. প.)। ̃ ভূত বি. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ও ব্যোম। ̃ বিণ. পাঁচের পূরক, পাঁচ সংখ্যক। ☐ বি. 1 সংগীতে স্বরগ্রামের পঞ্চম স্বর, 'পা'; 2 কোকিলের ডাক। ̃ মকার বি. মদ্য মাংস মুদ্রা মত্স্য ও মৈথুন তান্ত্রিক সাধনার এই পাঁচটি অঙ্গ। ̃ ম-বাহিনী বি. বিশ্বাসঘাতকের দল; ষড়যন্ত্রে লিপ্ত কিংবা গুপ্তচরবৃত্তিতে নিযুক্ত বাহিনী, fifth column. ̃ মহা-পাতক বি. ব্রহ্মহত্যা ব্রহ্মস্ব-হরণ গুরু গুরুপত্নীতে উপগমন সুরাপান ও এইসব পাপে লিপ্ত ব্যক্তিদের সংসর্গে বাসরূপ পাপ। ̃ মহা-যজ্ঞ বি. ব্রহ্মযজ্ঞ (বা বেদাধ্যয়ন), পিতৃযজ্ঞ (বা তর্পণ), দেবযজ্ঞ (হোম), ভূতযজ্ঞ (মনুষ্যেতর জীবের তৃপ্তিবিধান) এবং নৃযজ্ঞ (অতিথিপূজা)। ̃ মী বিণ. (স্ত্রী.) পঞ্চমস্হানীয়া। ☐ বি. তিথিবিশেষ। ̃ মুখ বি. (পাঁচটি মুখবিশিষ্ট বলে) শিব; পাঁচটি মুখ (পঞ্চমুখে প্রশংসা করা)। ☐ বিণ. অতিশয় বাচাল; বহুভাষী ('কুকথায় পঞ্চমুখ': ভা. চ.)। ̃ মুখী বিণ. (স্ত্রী.) পাঁচটি মুখবিশিষ্ট (পঞ্চমুখী বাণ)। ̃ রঙ্গ বি. দাবা খেলায় মাত করবার প্রণালীবিশেষ। ̃ রত্ন বি. নীলকান্ত হীরক পদ্মরাগ মুক্তা ও প্রবাল। ̃ শর পঞ্চবাণ -এর অনুরূপ। ̃ শস্য বি. ধান যব মাষ তিল ও মুগ। ̃ ষষ্টি বি. বিণ. 65 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠি-তম বিণ. 65 সংখ্যক। বিণ. স্ত্রী. ̃ ষষ্টি-তমী
পঞ্চাঙ্ক [pañcāṅka] বিণ. পাঁচটি অঙ্ক বা অধ্যায়বিশিষ্ট (পঞ্চাঙ্ক নাটক)। [সং. পঞ্চ + অঙ্ক]।
পঞ্চানন [pañcānana] বি. (পাঁচটি মুখ বলে) শিব। [সং. পঞ্চ + আনন]।
পঞ্চান্ন [pañcānna] বি. বিণ. 55 সংখ্যা বা সংখ্যক। [হি. পচপন < সং. পঞ্চপঞ্চাশত্]।
পঞ্চামৃত [pañcāmṛta] বি. দধি দুগ্ধ ঘৃত মধু ও চিনি এই পাঁচটি অমৃততুল্য বস্তু যা গর্ভিণীর পঞ্চম মাসে সেবনীয়। [সং. পঞ্চ + অমৃত]।
পঞ্চায়েত [pañcāẏēta] বি. গ্রাম বা পল্লির প্রধানদের নিয়ে গঠিত বিচারসভা বা উন্নয়নসাধক প্রতিনিধিসভা। [হি. পংচায়ত]। পঞ্চায়েতি বি. 1 পঞ্চায়েতের কাজ; 2 পঞ্চায়েতের প্রতিনিধির পদ বা কাজ। ☐ বিণ. পঞ্চায়েতসম্বন্ধীয়।
পঞ্চায়ুধ [pañcāẏudha] বি. তরবারি শক্তি ধনুক বর্ম ও পরশু (কুঠার) এই পাঁচটি আয়ুধ বা অস্ত্র। [সং. পঞ্চ + আয়ুধ]।
পঞ্চাল [pañcāla] বি. গঙ্গা ও যমুনার সন্নিহিত উত্তর-পশ্চিমে ভারতের প্রাচীন প্রদেশ।
পঞ্চালিকা [pañcālikā] বি. মাটি ধাতু বা কাঠ দিয়ে তৈরি পুতুল। [সং. পঞ্চ + √ অল্ + অ + ক + আ]।
পঞ্চাশ [pañcāśa] বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চাশত্]। ̃ বার বি. ক্রি-বিণ. (আল.) বহুবার (তাকে পঞ্চাশবার সাবধান করা হয়েছে)।
পঞ্চা-শত্ [pañcā-śat] বি. বিণ. 5 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চন্ + দশন্ (নি.)]। পঞ্চাশত্তম বিণ. 5 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী
পঞ্চাশিকা [pañcāśikā] বি. (স্ত্রী.) পঞ্চাশটি শ্লোকে কবিতা ইত্যাদির সমষ্টি ('বোধপঞ্চাশিকা')। [সং. পঞ্চাশত্ + অক + আ]।
পঞ্চাশীতি [pañcāśīti] বি. বিণ. 85 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চ + অশীতি]। ̃ তম বিণ. 85 সংখ্যক। স্ত্রী. ̃ তমী
পঞ্চেন্দ্রিয় [pañcēndriẏa] বি. 1 চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; 2 বাক পাণি পাদ পায়ু উপস্হ এই পাঁচটি কর্মেন্দ্রিয়। [সং. পঞ্চ + ইন্দ্রিয়]।
প্রপঞ্চ [prapañca] বি. 1 বিস্তার; 2 মায়া (সৃষ্টিপ্রপঞ্চ); 3 প্রবঞ্চনা (মায়াপ্রপঞ্চ); 4 সংসার; 5 ভ্রম (এ বিশ্ব সংসার সবই প্রপঞ্চময়); 6 অসত্য (প্রপঞ্চবচন); 7 সমূহ। [সং. প্র + √ পঞ্চ্ + অ]। প্রপঞ্চিত বিণ. 1 বিস্তীর্ণ; 2 ভ্রান্তিযুক্ত; 3 বিস্তৃতভাবে বিবৃত। ̃ ময় বিণ. মায়াময়, প্রবঞ্চনাময়।
স্যমন্ত-পঞ্চক [syamanta-pañcaka] বি. কুরুক্ষেত্রের প্রাচীন নাম।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2024 © ovidhan.org