Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Guile
Guillemot
Guillotine
Guilt
Guinea
Guinea-fowl
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word পুন from Bangla-English Dictionary
পুন: Bangla to English
অন্তরটিপুনি [antaraṭipuni] n a secret pinching of the heart of a person which is only known to the pincher and the pinched and no body else, a surreptitious prodding or pinching, blow or thrust.
তুরপুন [turapuna] n a (carpenter's) drill, an auger, a gimlet. তুরপুন দিয়ে ছেঁদা করা to bore with a drill.
পুনকে [punakē] a very small, tiny, wee.
পুন্নাগ [punnāga] n the white lotus, the white lily; a kind of flower-plant, the nagakeshara (নাগকেশর).
পুন্নামনরক [punnāmanaraka] n a region of hell called Put (পুত্) to which a sonless person is con demned.
পৌনঃপুনিক [paunḥpunika] a recurring. পৌনঃপুনিক দশমিক recurring decimal. পৌনঃপুনিকতা, পৌনঃপুন্য n. recurrence; recurrency.
পুন: Bangla to Bangla
অন্তরটিপুনি [ antaraṭipuni] দ্র অন্তর
অপুনর্ভব [apunarbhaba] বি. পুনরায় জন্ম না হওয়া; মোক্ষ; পুনর্জন্ম থেকে মুক্তি। [সং. ন + পুনর্ভব]।
আপুনি-আপনি [āpuni-āpani] র বিকৃত রূপ।
কাঁপুনি [ kām̐puni] বি. 1 কম্পন; কেঁপে ওঠা; 2 স্পন্দন। [সং. কম্প]।
কাঁপুনি [kām̐puni] দ্র কাঁপ
টিপুনি [ ṭipuni] বি. 1 টেপন; 2 গোপন চিমটি; 3 গুপ্ত সংকেত বা প্ররোচনা (এতে নিশ্চয় তার টিপুনি আছে)। অন্তরটিপুনি দ্র অন্তর। [টিপা দ্র]।
টিপুনি [ṭipuni] দ্র টিপন
তুর-পুন [tura-puna] বি. কাঠে ছিদ্র করার জন্য ছুতোরের যন্ত্রবিশেষ, ভোমর। [ফা. তুর্ফান্]।
পুন [puna] ক্রি-বিণ. পুনরায়, আবার। [সং. পুনর্]।
পুনঃ [punḥ] (-নর্) ক্রি-বিণ. আবার, দ্বিতীয় বার। [সং. পুনর্]। ̃ পুন ক্রি-বিণ. বারবার।
পুনকি [punaki] বি. খুব ছোটো পাতাওয়ালা শাকবিশেষ। [দেশি]।
পুনকে [ punakē] বি. খুব ছোটো পাতাওয়ালা শাকবিশেষ। [দেশি]।
পুনরধি-কার [punaradhi-kāra] বি. হারানো বস্তু আবার আয়ত্তে আনা (রাজ্য পুনরধিকার, সম্পত্তি পুনরধিকার)। [সং. পুনঃ + অধিকার]।
পুনরপি [punarapi] ক্রি-বিণ. পনশ্চ, আবারও। [সং. পুনঃ + অপি]।
পুনরাগমন [punarāgamana] বি. আবার আসা, ফিরে আসা (দেবী দুর্গার পুনরাগমন)। [সং. পুনঃ + আগমন]।
পুনরাবৃত্তি [punarābṛtti] বি. 1 আবার পাঠ করা বা বলা; 2 পুনরায় করা বা ঘটা (একই ঘটনার পুনরাবৃত্তি); 3 প্রত্যাবর্তন। [সং. পুনঃ + আবৃত্তি]।বিণ. পুনরাবৃত্ত
পুনরায় [punarāẏa] অব্য. ক্রি-বিণ. আবার। [< সং. পুনরপি? পুনর্বার?]।
পুনরুক্ত [punarukta] বিণ. আবার বলা হয়েছে এমন। [সং. পুনঃ + উক্ত]। পুনরুক্তি বি. আবার বলা; একই কথা আবার বলা।
পুনরুজ্জীবন [punarujjībana] বি. নতুন বা আবার জীবনলাভ; নতুন চেতনা-সঞ্চার; পুনরায় সজীবতা বা সক্রিয়তালাভ। [সং. পুনঃ + উজ্জীবন]। পুনরুজ্জীবিত বিণ. নতুন জীবন বা উদ্দীপনা লাভ করেছে এমন, নতুন চেতনা লাভ করেছে এমন।
পুনরুত্পত্তি [punarutpatti] বি. পুনরায় জন্ম ও উত্পত্তি; মরে গিয়ে আবার জন্মলাভ। [সং. পুনঃ + উত্পত্তি, উদ্ভব, জন্ম, জীবন]। বিণ. পুনরুত্পন্ন, পুনরুদ্ভত পুনর্জাত, পুনর্জীবিত
পুনরুদ্ভব [ punarudbhaba] বি. পুনরায় জন্ম ও উত্পত্তি; মরে গিয়ে আবার জন্মলাভ। [সং. পুনঃ + উত্পত্তি, উদ্ভব, জন্ম, জীবন]। বিণ. পুনরুত্পন্ন, পুনরুদ্ভত পুনর্জাত, পুনর্জীবিত
পুনর্জীবন [ punarjībana] বি. পুনরায় জন্ম ও উত্পত্তি; মরে গিয়ে আবার জন্মলাভ। [সং. পুনঃ + উত্পত্তি, উদ্ভব, জন্ম, জীবন]। বিণ. পুনরুত্পন্ন, পুনরুদ্ভত পুনর্জাত, পুনর্জীবিত
পুনরুত্থান [punarutthāna] বি. 1 আবার ওঠা, আবার জেগে ওঠা বা সক্রিয় হওয়া (রাজবংশের পুনরুত্থান); 2 (খ্রিস্ট ধর্মে) মৃত্যুর পর সমাধি থেকে উত্থান, মৃত্যুর পর জিশুর সশরীরে সমাধি থেকে পুনর্জীবনলাভ বা শাশ্বত জীবনলাভ। [সং. পুনঃ + উত্থান]। বিণ. পুনরুত্থিত
পুনরুদ্ধার [punaruddhāra] বি. হারানো হস্তচ্যুত বা অধিকারচ্যুত বস্তু আবার পাওয়া। [সং. পুনঃ + উদ্ধার]।
পুনরুল্লেখ [punarullēkha] বি. আবার উল্লেখ। [সং. পুনঃ + উল্লেখ]। বিণ. পুনরুল্লিখিত
পুনর্গঠন [punargaṭhana] বি. আবার কিংবা নতুনভাবে গঠন। [সং. পুনঃ + গঠন]। বিণ. পুনর্গঠিত
পুনর্দখল [punardakhala] বি. আবার দখল বা অধিকার করা (জমি পুনর্দখল)। [সং. পুনঃ + বাং. দখল]।
পুনর্নবা [punarnabā] বি. শাকবিশেষ, পুনকে শাক। [সং. পুনঃ + নব + আ]।
পুনর্বসতি [punarbasati] বি. এক স্হায়ী বাসস্হান ত্যাগ করে আবার নতুন জায়গায় বসতি স্হাপন; নতুন বসতি, rehabilitation. [সং. পুনঃ + বসতি]।
পুনর্বসু [punarbasu] বি. (জ্যোতিষ) সপ্তম নক্ষত্র। [সং. পুনর্ + √ বস্ + উ]।
পুনর্বার [punarbāra] ক্রি-বিণ. আবার, পুনরায় (পুনর্বার যেন ওকথা না শুনি)। [সং. পুনঃ + বার]।
পুনর্বাসন [punarbāsana] বি. স্থায়ী বাসস্হান ত্যাগ করে যে অন্যত্র বাস করতে এসেছে তার নতুন জায়গায় বাসের ব্যবস্হা করা (উদ্বাস্তু-পুনর্বাসন)। [সং. পুনর্ + √ বস্ + ণিচ্ + অন]।
পুনর্বিচার [punarbicāra] বি. একবার বিচারের পর নতুন করে বিচার; নতুন করে বিবেচনা, retrial, reconsideration. [সং. পুনঃ + বিচার]। পুনর্বিচার্য বিণ. পুনরায় বিচারের বা বিবেচনার যোগ্য।
পুনর্বিবাহ [punarbibāha] বি. একবার বিবাহের পর আবার বিবাহ (হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন)। [সং. পুনঃ + বিবাহ]।
পুনর্বিবেচনা [punarbibēcanā] বি. নতুন করে বিবেচনা। [সং. পুনঃ + বিবেচনা]।
পুনর্ভব [punarbhaba] বিণ. পুনরায় বা আবার উত্পন্ন বা জাত। ☐ বি. 1 পুনর্জন্ম, জন্মান্তর; 2 নখ। [সং. পুনর্ + √ ভূ + অ]।
পুনর্ভূ [punarbhū] বি. 1 বিধবা হওয়ার পর পুনরায় বিবাহিতা নারী; 2 বাগ্দত্তা হওয়ার পর অন্যের সঙ্গে বিবাহিতা নারী। [সং. পুনর্ + √ ভূ + ক্বিপ্]।
পুনর্মিলন [punarmilana] বি. বিচ্ছেদের পর আবার মিলন। [সং. পুনঃ + মিলন]। বিণ. পুনর্মিলিত
পুনর্মুদ্রণ [punarmudraṇa] বি. পুস্তক ইত্যাদি পুনরায় ছাপানো। [সং. পুনঃ + মুদ্রণ]।
পুনর্মূষিকো-ভব [punarmūṣikō-bhaba] ক্রি. পুনরায় ইঁদুর হও; (আল.) পূর্বের অবস্হায় ফিরে যাও। [সং. পুনঃ + মূষিকঃ + ভব]।
পুনর্যাত্রা [punaryātrā] বি. 1 পুনরায় যাওয়া; 2 উলটো রথ। [সং. পুনঃ + যাত্রা]।
পুনর্যৌবন [punaryaubana] বি. নব যৌবন, একবার যৌবন গত হওয়ার পর আবার যৌবন লাভ; (আল.) নতুনভাবে উত্সাহ বা সক্রিয়তা লাভ। [সং. পুনঃ + যৌবন]।
পুনশ্চ [punaśca] অব্য. ক্রি-বিণ. আবার, আবারও (পুনশ্চ স্মরণ করিয়ে দিই)। [সং. পুনঃ + চ]।
পুন্নাগ [punnāga] বি. 1 শ্বেতপদ্ম; 2 শ্বেতহস্তী; 3 নাগকেশর গাছ; 4 নরশ্রেষ্ঠ। [সং. পুম্স্ + নাগ]।
পুন্নাম-নরক [punnāma-naraka] বি. 'পুত্'-নামক নরক, যেখানে অপুত্রকদের যেতে হয় বলে প্রাচীন বিশ্বাস। [সং. পুত্ + নামন্ + নরক]।
পৌনঃ-পুনিক [paunḥ-punika] বিণ. 1 বারংবার নিয়মিতভাবে ঘটে এমন (পৌনঃপুনিক আঘাত, পৌনঃপুনিক ব্যয়); 2 (গণি.) একরূপে বারংবার উত্পন্ন হয় এমন, recurring (পৌনঃপুনিক দশমিক)। [সং. পুনঃ + পুনঃ + ইক]। বি. ̃ তা, পৌনঃপুন্য
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org