Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Silo
Silt
Silvan
Silver
Silvern
Simian
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word প্রথম from Bangla-English Dictionary
প্রথম: Bangla to English
প্রথম [prathama] a first; primitive (প্রথম যুগ); of the beginning, inceptive (প্রথমাবস্হা); most important, chief (প্রথম কথা); eldest (প্রথমপুত্র); foremost (প্রথম সারি); best (পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম). fem. প্রথমা । (পরীক্ষায়) প্রথম হওয়া v. to come or stand first or to top the list (in an examina tion). প্রথমত adv. at first; firstly, in the first place, first. ̃দর্শন n. the first meet ing. প্রথমদর্শনে প্রণয় love at first sight. ̃পাদ n. the first quarter. ̃পুরুষ n. (gr.) the third person. ̃বয়স n. the early age; the early youth. প্রথম বিশ্বযুদ্ধ the First World War. প্রথমে adv. at first; in the first place, first; in the beginning; in front, before all. প্রথমাংশ n. the first or early part. প্রথমোক্ত n. the one first spo ken of or referred to first; former.
প্রথম: Bangla to Bangla
প্রথম [prathama] বিণ. 1 আদি, আদিম (প্রথম যুগ, প্রথম প্রাণের আবির্ভাব); 2 আরম্ভকালীন (প্রথমাবস্হা); 3 শ্রেষ্ঠ, প্রধান (প্রথম পুরস্কার); 4 জ্যেষ্ঠ (প্রথম সন্তান); 5 নতুন, নবীন, অভিনব (প্রথম যৌবন); 6 পয়লা, এক নম্বর (মাসের প্রথম দিন); 7 সর্বাগ্রবর্তী (প্রথম সারি); 8 সর্বোত্কৃষ্ট, সর্বোচ্চ (পরীক্ষায় প্রথম হওয়া)। [সং. √ প্রথ্ + অম]। স্ত্রী. প্রথমা। ̃ (-তস্) অব্য. ক্রি-বিণ. প্রথমে, আগে; প্রধানত। প্রথম-প্রথম ক্রি-বিণ. গোড়ার দিকে। প্রথমোক্ত বিণ. প্রথমে বলা হয়েছে বা উল্লেখ করা হয়েছে এমন (প্রথমোক্ত পুস্তকটি)।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2024 © ovidhan.org