| বর: Bangla to Bangla |
| অক্টোবর [akṭōbara] বি. ইংরেজি বত্সরের দশম মাস। [ইং. October]। |
| অঙ্গাবরণ [aṅgābaraṇa] বি. দেহের আচ্ছাদন; পরিচ্ছদ। [সং. অঙ্গ+আবরণ]। |
| অত্বর [atbara] বিণ. ধীর, মন্হর, দ্রুত নয় এমন (আকাশে মেঘের অত্বর আনাগোনা)। [সং. ন+ত্বরা]। অত্বরা বি. ত্বরার অভাব, মন্হরতা। |
| অধি-বর্ষ [adhi-barṣa] বি. (ইংরেজি পঞ্জিকার) যে বত্সর ফেব্রুয়ারি মাসে 28 দিনের বদলে 29 দিন হয়, leap year. [সং. অধি+বর্ষ]। |
| অধীশ্বর [ adhīśbara] বি. বিণ. 1 প্রভু, কর্তা, মালিক (দিনাধীশ, ন্যায়াধীশ); 2 সম্রাট, মহারাজ, সার্বভৌম শাসক। [সং. অধি+ঈশ, ঈশ্বর]। |
| অধ্বর [adhbara] বি. 1 যজ্ঞ; 2 অষ্ট বসুর অন্যতম। ☐ বিণ. মনোযোগী; সাবধান, সতর্ক। [সং. অধ্বন্+√ রা+অ]। অধ্বর্যু বি. যজুর্বেদজ্ঞ ঋত্বিক। |
| অনম্বর [anambara] বিণ. আচরণ বা আচ্ছাদন নেই এমন, অনাবৃত, নগ্ন। ☐ বি. 1 আকাশ ('অনম্বর পথে সুকেশিনী': মধু.); 2 দিগম্বর জৈন বা বৌদ্ধ সন্যাসী। [সং. ন+অম্বর]। |
| অনশ্বর [anaśbara] বিণ. নাশহীন, অক্ষয় (অনশ্বর আত্মা)। [সং. ন+নশ্বর]। ̃ তা বি. নাশহীনতা, indestructibility (বি. প.), চিরস্হায়িত্ব। |
| অনাড়ম্বর [anāḍ়mbara] বিণ. আড়ম্বরহীন; জমকালো নয় এমন (অনাড়ম্বর অনুষ্ঠান)। [সং. ন + আড়ম্বর]। |
| (বর্জি.) অনাবাদী [ (barji.) anābādī] বিণ. 1 যেখানে আবাদ বা চাষ হয় না (অনাবাদি জমি); 2 চাষের অযোগ্য। [সং. ন + ফা. আবাদ + বাং. ই]। |
| অনি-বর্তন [ani-bartana] বি. বিরতির অভাব; নিবৃত্তিহীনতা। [সং. ন + নিবর্তন]। অনি-বর্তিত বিণ. বিরতিহীন। |
| অনীশ্বর [ anīśbara] বিণ. ঈশ্বরহীন, নাস্তিক; ঈশ্বর মানে না এমন। [সং. ন + ঈশ, ঈশ্বর]। অনীশ্বরবাদ বি. ঈশ্বর নেই এই মত; নাস্তিক্য। অনীশ্বর-বাদী (-দিন্) বি. বিণ. নাস্তিক। |
| অনু-বর্তন [anu-bartana] বি. 1 অনুগমন, অনুসরণ; 2 স্হানান্তরে গমন; 3 আনুগত্য; 4 পরিচর্যা। [সং. অনু + √ বৃত্ + অন]। অনু-বর্তী (-র্তিন্) বিণ. 1 অনুগামী, সহগামী; 2 অনুযায়ী; 3 বশবর্তী (পিতার আজ্ঞার অনুবর্তী হয়ে)। স্ত্রী. অনু-বর্তিনী। অনু-বর্তিতা বি. 1 অনুগামিতা; 2 আনুগত্য (নিয়মানুবর্তিতা)। |
| অনুর্বর [anurbara] বিণ. 1 যাতে (যে জমিতে) শস্যের ফলন ভালো হয় না, শস্য উত্পাদনের শক্তি নেই এমন; 2 মরুময়। [সং. ন + উর্বর]। |
| অনু-স্বর [anu-sbara] বি. স্বরবর্ণের পরে বসে এমন অনুনাসিক বর্ণবিশেষ, 'ং'। [সং. অনু + √ স্বৃ + অ, অনু + √ স্বৃ + অ]। |
| অন্বর্থ [anbartha] বিণ. যথার্থ, অর্থানুরূপ; সার্থক। [সং. অনু + অর্থ]। ̃ .নামা (-মন্) বিণ. নামের সঙ্গে গুণের বা চরিত্রের মিল আছে এমন। |
| অপ-বর্গ [apa-barga] বি. 1 মোক্ষ; মুক্তি; 2 পরিণাম; শেষ। [সং. অপ + √ বৃজ্ + অ]। |
| অপ-বর্জন [apa-barjana] বি. বিতরণ; দান; ত্যাগ; পরিত্যাগ। [সং. অপ + বর্জন]। |
| অপরি-বর্তন [apari-bartana] বি. বিকার পরিবর্তন বা বদলের অভাব, না বদলানো। [সং. ন + পরিবর্তন]। অপরি-বর্তনীয় বিণ. পরিবর্তন করা বা বদলানো যায় না বা বদলায় না এমন। (অপরিবর্তনীয় সিদ্ধান্ত)। অপরি-বর্তিত বিণ. বদলায়নি এমন, বিকার হয়নি এমন, অবিকৃত; পূর্বের মতোই আছে এমন। |
| অপাবরণ [apābaraṇa] বি. আবরণ মোচন, উন্মোচন; উদ্ঘাটন। [সং. অপ + আচরণ]। অপাবৃত বিণ. আচরণমুক্ত; উন্মোচিত; উদ্ঘাটিত (দরজা ইত্যাদি) খুলে দেওয়া হয়েছে এমন। |
| অবর [abara] বিণ. 1 নিকৃষ্ট; অধম; 2 কনিষ্ঠ; 3 সহকারী; 4 অধীন; অধস্তন, subordinate (স. প.)। [সং. ন + বর (=শ্রেষ্ঠ)]। অবরজ বি. কনিষ্ঠ ভ্রাতা, অনুজ। ☐ বিণ. ছোট বা হীন বংশে জন্ম এমন। |
| অবরেণ্য [abarēṇya] বিণ. সমাদরের অযোগ্য; বরণীয় বা শ্রেষ্ঠ নয় এমন ('অবরেণ্যে বরি': মধু.)। [সং. ন + বরেণ্য]। |
| অবরে-সবরে [abarē-sabarē] ক্রি-বিণ. কখনোসখনো, ক্বচিত্, কালেভদ্রে। [হি. অবের-সবের]। |
| অবর্জনীয় [abarjanīẏa] বিণ. বর্জন বা পরিত্যাগ করা যায় না বা করা উচিত নয় এমন, অপরিত্যাজ্য, অপরিহার্য (অবর্জনীয় প্রথা)। [সং. ন + বর্জনীয়, বর্জ্য]। |
| অবর্জ্য [ abarjya] বিণ. বর্জন বা পরিত্যাগ করা যায় না বা করা উচিত নয় এমন, অপরিত্যাজ্য, অপরিহার্য (অবর্জনীয় প্রথা)। [সং. ন + বর্জনীয়, বর্জ্য]। |
| অবর্ণ [abarṇa] বি. নিচু জাতি। ☐ বিণ. বর্ণহীন, বর্ণ নেই এমন। [সং. ন + বর্ণ]। |
| অবর্ণনীয় [abarṇanīẏa] বিণ. বর্ণনা করার বা বিবৃত করার অযোগ্য; বর্ণনা করা অসাধ্য এমন। [সং. ন + বর্ণনীয়]। |
| অবর্ত-মান [abarta-māna] বিণ. 1 অতীত বা ভবিষ্যত্, বর্তমান নয় এমন; 2 অনুপস্হিত; 3 মৃত; গত। [সং. ন + বর্তমান]। অবর্ত-মানে ক্রি. বিণ. অনুপস্হিতিতে; মৃত্যুর পর (পিতার অবর্তমানে পুত্রই অধিকারী। |
| অবর্ধিত [abardhita] বিণ. বর্ধিত হয়নি বা বাড়ানো হয়নি এমন। [সং. ন + বর্ধিত]। |
| অবি-নশ্বর [abi-naśbara] (-শিন্) বিণ. অমর; অক্ষয়; শাশ্বত; ধ্বংস মৃত্যু বা ক্ষয় নেই এমন (অবিনশ্বর আত্মা, অবিনশ্বর কীর্তি)। [সং. ন + বি + নশ্বর, ন + বি + নাশিন্]। |
| অমরেশ্বর [ amarēśbara] বি. দেবরাজ, অমরদেব, অধিপতি, দেবগণের রাজা; ইন্দ্র। [সং. অমর + ঈশ, + ঈশ্বর]। |
| অম্বর [ambara] বি. 1 আকাশ ('নীল-অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্বৃত অম্বর': রবীন্দ্র); 2 বস্ত্র (পীতাম্বর)। [সং. অম্ব্ + অর]। অম্বরী1 বি. শাড়ি (নীলাম্বরী)। |
| অম্বর [ambara] বি. পাংশু বর্ণের ও ধূপের মতো দাহ্য একরকম গন্ধদ্রব্য, amber, ambergris. অম্বরী 2, অম্বুরি বিণ. অম্বর দ্বারা সুবাসিত বা সুগন্ধীকৃত (অম্বুরি তামাক)। [ইং. amber + বাং. ই-তু. সং. অম্বর + বাং. ই]। |
| অম্বরিষ [ambariṣa] বি. ভাজার পাত্র, যে পাত্রে চাল, মুড়ি, খই ইত্যাদি ভাজা হয়। [সং. অম্ব্ + ঈষ, নিপাতনে]। |
| অম্বরীষ [ambarīṣa] বি. 1 সূর্যবংশীয় জনৈক রাজা; 2 আকাশ। [সং. অম্ব্ + ঈষ, নিপাতনে]। |
| অম্বরিষ [ ambariṣa] বি. 1 সূর্যবংশীয় জনৈক রাজা; 2 আকাশ। [সং. অম্ব্ + ঈষ, নিপাতনে]। |
| (বর্জি.) অযশঃ [ (barji.) ayaśḥ] বি. অপযশ, অখ্যাতি, দুর্নাম, নিন্দা। [সং. ন + যশস্]। অযশস্কর বিণ. অখ্যাতিজনক, নিন্দা বা অপবাদ হয় এমন। |
| অযোগ-বাহ বর্ণ [ ayōga-bāha barṇa] বি. যে বর্ণ অন্য বর্ণের সঙ্গে যুক্ত হয় না কিন্তু প্রয়োগ নির্বাহ করে, যথা অনুস্বার (ং) ও বিসর্গ (ঃ)। [সং. অযোগ + √ বহ্ + অ + বর্ণ]। |
| (বর্জি.) অর্সা [ (barji.) arsā] ক্রি. 1 বর্তানো, উত্তরাধিকার সূত্রে বা অন্যভাবে পাওয়া, অধিকারে আসা (পিতার সম্পত্তি পুত্রে অর্শে বা অর্শায়); 2 স্পর্শ করা (দোষ অর্শায়); 3 ভাগ্যে ঘটা। [ফা. উর্স্ > বাং. √ অর্শ্ + আ, আনো]। |
| (বর্জি.) অর্সানো [ (barji.) arsānō] ক্রি. 1 বর্তানো, উত্তরাধিকার সূত্রে বা অন্যভাবে পাওয়া, অধিকারে আসা (পিতার সম্পত্তি পুত্রে অর্শে বা অর্শায়); 2 স্পর্শ করা (দোষ অর্শায়); 3 ভাগ্যে ঘটা। [ফা. উর্স্ > বাং. √ অর্শ্ + আ, আনো]। |
| (বর্জি.) অলঙ্কার [ (barji.) alaṅkāra] বি. 1 গয়না, গহনা, ভূষণ; 2 প্রসাধন, সজ্জা; শোভা; 3 গৌরব (বিদ্বান দেশের অলংকার); 4 ভাষার সৌন্দর্য বা উত্কর্ষ বাড়ায় এমন গুণাবলি: যেমন উপমা, রূপক, অনুগ্রাস ইত্যাদি। [সং. অলম্ + √ কৃ + অ]। ̃ শাস্ত্র বি. কাব্যের অলংকারবিষয়ক তত্ত্ব। অলং-করণ, অলং-কৃতি বি. অলংকার; অলংকার দিয়ে সাজানো; প্রসাধন; সাহিত্যে উপমা, অনুগ্রাস ইত্যাদি অলংকার প্রয়োগ। |
| (বর্জি) অলুক্ (লুচ্) [ (barji) aluk (luc)] বিণ. লোপহীন, লোপ পায় না এমন। ☐ বি. লোপের অভাব, লোপহীনতা। [সং. ন + লুচ্]। অলুক সমাস বি. (ব্যাক.) সে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না, যেমন যুধি (যুদ্ধ, সপ্তমী বিভক্তি) + স্হির = যুধিষ্ঠির, গায়েহলুদ। |
| অসবর্ণ [asabarṇa] বিণ. ভিন্ন বর্ণ বা জাতির অন্তর্ভুক্ত, অন্য বর্ণের অন্তর্গত। [সং. ন + সবর্ণ]। অসবর্ণ বিবাহ বি. ভিন্ন বর্ণের মধ্যে বিবাহ, intercaste marriage. |
| (বর্জি.) অসমীয়া [ (barji.) asamīẏā] বি. অসম বা আসামের ভাষা বা অধিবাসী। ☐ বিণ. 1 অসম বা আসামসম্বন্ধীয়; 2 অসমে বা আসামে জাত বা উত্পন্ন। [অ. অহম + বাং. ইয় + আ]। |
| অস্হাবর [ashābara] বিণ. এক স্হান থেকে অন্য স্হানে সরানো যায় এমন; স্হানান্তরযোগ্য; অস্হিতিশীল; জঙ্গম, movable. [সং. ন + স্হাবর]। অস্হাবর সম্পত্তি বি. যে সম্পত্তি স্হানান্তর করা যায়, movable property যেমন টাকাপয়সা, গয়না ইত্যাদি। |
| আক-বরি [āka-bari] বিণ. মোগল সম্রাট আকবরের সময়ের বা তাঁর নামাঙ্কিত (আকবরি মোহর)। [আ. আক্বর + বাং. ই]। |
| আকব্বরি [ ākabbari] বিণ. মোগল সম্রাট আকবরের সময়ের বা তাঁর নামাঙ্কিত (আকবরি মোহর)। [আ. আক্বর + বাং. ই]। |
| আড়ম্বর [āḍ়mbara] 1 জাঁকজমক, ঘটা, সমারোহ (মহা আড়ম্বরে মেয়ের বিয়ে দিলেন); 2 মেঘের গর্জন; 3 রণবাদ্য; 4 গর্ব। [সং. আ+ √ ডম্ব্ + অর]। ̃ বর্জিত, ̃ শূন্য, ̃ হীন বিণ. জাঁকজমকহীন, সরল। |
| (বর্জি.) আনাড়ী [ (barji.) ānāḍ়ī] বিণ. অপটু; অনভিজ্ঞ, অশিক্ষিত; মূর্খ, অজ্ঞ। [হি. অনাড়ী]। |
| (বর্জি.) আন্ডীল [ (barji.) ānḍīla] বিণ. মহাধনশালী (আন্ডীল লোক)। ☐ বি. স্তূপ (টাকার আন্ডীল)। [সং. আন্ডীর]। |
| (বর্জি.) আপোষ [ (barji.) āpōṣa] বি. মিটমাট, রফা; মীমাংসা। [ফা. ওয়াপ্স্]। |
| আবরক [ābaraka] বিণ. ঢাকে বা ঢেকে রাখে এমন, আবরণকারী, আচ্ছাদনকারী। ☐ বি. ঢাকনি; ঘোমটা। [সং. আ + √ বৃ + অক]। |
| আবরণ [ābaraṇa] বি. 1 আচ্ছাদন, আবৃতকরণ (গাত্রাবরণ); 2 আচ্ছাদনী, ঢাকনি (মাথার উপর কোনো আবরণ ছিল না)। [সং. আ + √ বৃ + অন]। আবরণী বি. ঢাকনি। আবরিত বিণ. আবৃত, ঢাকা রয়েছে এমন, আচ্ছাদিত ('বর্ম-আবরিত দ্বারীর চোখে') |
| আবরু [ābaru] বি. 1 মর্যাদা, (স্ত্রীজাতির) সম্ভ্রম; 2 শ্লীলতা, ইজ্জত; 3 পর্দা, আবরণ; 4 চোখের পাতা। [ফা. আব্রু]। |
| আবর্জন [ābarjana] বি. 1 সম্পূর্ণ বর্জন, পরিত্যাগ; 2 অবনমন; 3 নিয়মন। [সং. আ + বর্জন]। আবর্জিত বিণ. সম্পূর্ণ পরিত্যক্ত; অবনমিত; আকৃষ্ট (আবর্জিতচিত্ত); নিয়মিত। |
| আবর্জনা [ābarjanā] বি. জঞ্জাল, নোংরা জিনিস; সম্পূর্ণরূপে বর্জনীয় জিনিস; (আল.) অবাঞ্ছিত ব্যক্তি (সংসারের আবর্জনা)। [সং. আবর্জন + আ]। |
| আবর্ত [ābarta] বি. 1 ঘূর্ণন; আলোড়ন (রাজনীতির আবর্ত); 2 পরিক্রমণ; 3 ঘূর্ণিজল; 4 ঘূর্ণিপাক; 5 আবর্তন। ☐ বিণ. ঘূর্ণায়মান ('কে রোধিবে সেই আবর্ত গতিকে')। [সং. আ + √বৃত + অ]। |
| আবর্তন [ābartana] বিণ. 1 ঘূর্ণন; চক্রাকারে ভ্রমণ (গ্রহ-উপগ্রহের আবর্তন); 2 পরিভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 আলোড়ন, ঘোঁটন; 5 বারবার করা। [সং. আ + √বৃত + অন]। ̃ .দণ্ড, আবর্তনী বি. মন্হনদণ্ড, ঘোঁটনকাঠি, যা দিয়ে মন্হন বা ঘোঁটা হয়। আবর্ত.মান বিণ. আবর্তন করছে বা ঘুরেফিরে আসছে এমন (আবর্তমান গ্রহ-উপগ্রহ)। আবর্তা ক্রি. আবর্তন করা বা হওয়া। আবর্তিত বিণ. আবর্তন করা হয়েছে এমন। |
| আব্রু-আবরু [ābru-ābaru] র বানানভেদ। |
| আশা-বরি [āśā-bari] বি. সংগীতের প্রাতঃকালীন রাগিণীবিশেষ। [আ. আসারবী]। |
| আসাবরদার [ āsābaradāra] দ্র আসা1। |
| ইতস্তত (বর্জি.) ইতস্ততঃ [itastata (barji.) itastatḥ] ক্রি-বিণ. এখানে-সেখানে, এদিকে-অদিকে; নানাদিকে (ইতস্তত ঘুরে বেড়াচ্ছে)। ☐ বি. দ্বিধা, সংকোচ; টালবাহানা (কথাট বলতে ইতস্তত করছিল)। [সং. ইতম্ + ততস্]। ইতস্তত করা ক্রি-বি. সংকোচ বা কুণ্ঠা বোধ করা; দ্বিধাগ্রস্ত হওয়া; গড়িমসি করা। ̃ বিক্ষিপ্ত বিণ. এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে এমন। |
| ইন্দি-বর [indi-bara] বি. নীলপদ্ম। [সং. ইন্দি (লক্ষ্মী) + বর (ইষ্ট)]। |
| ঈশ্বর [īśbara] বি. 1 ভগবান; 2 জগতের স্রষ্টা; 3 প্রভু, স্বামী (প্রাণেশ্বর); 4 রাজা, অধিপতি (রাজ্যেশ্বর); 5 শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (যোগীশ্বর); 6 মৃত ব্যক্তির বা পুণ্যতীর্থের নামের আগে মহিমাসূচক চিহ্ন -* (*ভূদেব মুখোপাধ্যায়, *বারাণসী)। [সং. √ ঈশ্ + বর]। স্ত্রী. ঈশ্বরী। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ দত্ত বিণ. ভগবানের কাছ থেকে পাওয়া গেছে এমন, ঈশ্বরের কৃপায় প্রাপ্ত (ঈশ্বরদত্ত কণ্ঠ)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. ঈশ্বরের বিরোধী; ঈশ্বরের ক্ষমতা বা মহিমা বা অস্তিত্ব অস্বীকার করে এমন; নাস্তিক। ̃ নিষ্ঠ, ̃ পরায়ণ বিণ. ঈশ্বরভক্ত, ধার্মিক। বি. ̃ নিষ্ঠা, ̃ পরায়ণতা। ̃ প্রাপ্তি বি. ঈশ্বরকে পাওয়া; মৃত্যু। ̃ বিরোধী-ঈস্বরদ্বেষী -র অনুরূপ। ̃ ভক্ত, &tilde ; ভক্তি যথাক্রমে ঈশ্বরনিষ্ঠ ও ঈশ্বরনিষ্ঠা -র অনুরূপ। ঈশ্বরাজ্ঞা, ঈশ্বরাদেশ বি. ঈশ্বরের নির্দেশ। ঈশ্বরাধীন বিণ. ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল; দৈবাধীন। ঈশ্বরীয় বিণ. ঈশ্বরসম্বন্ধীয়, ঐশ্বরিক। |
| ঈশ্বরী [īśbarī] দ্র ঈশ্বর। |
| ঈশ্বরীয় [īśbarīẏa] দ্র ঈশ্বর। |
| ঈশ্বরোপাসনা [īśbarōpāsanā] বি. ভগবানের আরাধনা। [সং. ঈশ্বর + উপাসনা]। |
| উদুম্বর [udumbara] বি. যজ্ঞডুমুর বা তার গাছ। [সং. উত্ + অম্বর]। |
| উদ্বর্ত [udbarta] বি. 1 প্রয়োজন মিটে যাবার পরে যে অংশ পড়ে থাকে; 2 উদ্ধৃত্ত অংশ। ☐ বিণ. প্রয়োজন মিটে যাবার পরে বাকি বা উদ্বৃত্ত আছে এমন, উদ্বৃত্ত; অতিরিক্ত। [সং. উত্ + √ বৃত্ + অ]। |
| উদ্বর্তন [udbartana] বি. 1 উন্নতি; 2 জীবনসংগ্রামে বা প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকা, survival (যোগ্যতমের উদ্বর্তন); 3 সর্বাঙ্গীণ উন্নতি বা প্রসার, development. [সং. উত্ + √ বৃত্ + অন]। |
| উদ্বর্তন [udbartana] বি. 1 গন্ধদ্রব্যাদি দিয়ে লেপন; গন্ধলেপন; 2 অঙ্গমার্জনা; 3 বিলেপনদ্রব্য ('রাধাপ্রতি কৃষ্ণস্নেহ সুগন্ধি-উদ্বর্তন: চৈ. চ)। [সং. উত্ + √ বৃত্ + ণিচ্ + অন]। |
| উপাবর্তন [upābartana] বি. ফিরে আসা, প্রত্যাবর্তন। [সং. উপ + আ + √ বৃত + অন]। বিণ. উপাবৃত। |
| উবরা [ubarā] ক্রি. উদ্বৃত্ত বা বাড়তি হওয়া (অনেকটা ভাত উবরেছে)। [সং. উদ্বৃত্ত]। ̃ নো বি. বিণ. বাড়তি, উদ্বৃত্ত। |
| উর্বর [urbara] বিণ. প্রচুর; (ফসল ইত্যাদি) উত্পাদনের শক্তি আছে এমন (উর্বর জমি)। [সং. উরু (=প্রচুর) + √ ঋ + অ]। স্ত্রী. উর্বরা। ̃ তা বি. প্রচুর উত্পাদনের শক্তি। ̃ মস্তিষ্ক বিণ. যার মাথায় নিত্যনতুন এবং নানান ভাবনাচিন্তা খেলে; মাথায় নানান ভাবনাচিন্তা খেলে এমন। |
| (বর্জি.) একাশী [ (barji.) ēkāśī] বি. বিণ. 81 সংখ্যা বা সংখ্যক। [সং. একাশীতি]। |
| একেশ্বর [ēkēśbara] বি. একমাত্র ঈশ্বর বা প্রভু। ☐ বিণ. 1 সার্বভৌম; সর্বময় কর্তৃত্বসম্পন্ন; 2 একক; একলা ('একেশ্বর যাবে তুমি')। [সং. এক + ঈশ্বর]। স্ত্রী. একেশ্বরী। ̃ বাদ বি. ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এই দার্শনিক মত। ̃ বাদী (-দিন্) বি. বিণ. একেশ্বরবাদের মত মানে এমন (ব্যক্তি)। |
| (বর্জি.) এদ্দাত্ [ (barji.) ēddāt] বি. (মুস.) বৈধব্যব্রত ('এদ্দাত্ সময় উত্তীর্ণ হয় নাই': মীর)। [আ. এদ্দাত্]। |
| এণ্ডি (বর্জি.) এণ্ডী [ēṇḍi (barji.) ēṇḍī] বি. (মূলত আসামে উত্পন্ন এরণ্ডপত্রভোজী রেশম কীটজাত) তসরবিশেষ। [সং. এরণ্ড > এণ্ড + বাং. ই]। |
| এবরা [ēbarā] বি. রেহাই, অব্যাহতি; ছাড়। [আ. ইব্রা]। ̃ নামা বি. (সচ. স্ত্রীধনের) দাবি পরিত্যাগের স্বীকৃতি বা স্বীকৃতিপত্র। [আ. ইব্রা + ফা নামহ্]। |
| ঐশ্বর [ aiśbara] বিণ. 1 ঈশ্বরসম্বন্ধীয়; ঈশ্বরের; 2 ঈশ্বরের দ্বারা কৃত। [সং. ঈশ + অ, ইক, ঈশ্বর + অ, ঈক]। ঐশী বিণ. (স্ত্রী.) ঈশ্বরীয়, ঈশ্বরীসম্বন্ধীয় (ঐশীশক্তি, ঐশীমায়া)। |
| ঐশ্বরিক [ aiśbarika] বিণ. 1 ঈশ্বরসম্বন্ধীয়; ঈশ্বরের; 2 ঈশ্বরের দ্বারা কৃত। [সং. ঈশ + অ, ইক, ঈশ্বর + অ, ঈক]। ঐশী বিণ. (স্ত্রী.) ঈশ্বরীয়, ঈশ্বরীসম্বন্ধীয় (ঐশীশক্তি, ঐশীমায়া)। |
| ঐশ্বর্য [aiśbarya] বি. 1 ধনসম্পত্তি, বিভব; 2 প্রভুত্ব; ঈশ্বরত্ব; 3 যোগলব্ধ অষ্টবিধ শক্তি; বিভূতি। [সং. ঈশ্বর + য]। ̃ .গর্ব বি. ধনগর্ব, টাকার অহংকার। ̃ .বান (-বান্), ̃ .শালী (-লিন্) বিণ. ধনবান, ঐশ্বর্যের অধিকারী। স্ত্রী. &tilde ; .বতী, ̃ .শালিনী। |
| ওয়াহাবি (বর্জি.) ওয়াহাবী [ōẏāhābi (barji.) ōẏāhābī] বিণ. বি. মুসলমান ধর্মসংস্কারক আবদুল ওয়াহাব-এর অনুগামী। [আ. ওয়হাবী]। |
| কবর [kabara] বি. সমাধি, মুসলমানদের গোর (কবরস্হান)। [আ. ক'ব্র্]। |
| কবরী [kabarī] বি. 1 খোঁপা; 2 বেণী; 3 নারীর কেশবিন্যাস। [সং. ক (=মস্তক) + √ বৃ + অ + ঈ]। ̃ ভূষণ বি. খোঁপার গয়না। |
| ক-বর্গ [ka-barga] বি. ক খ গ ঘ ঙ এই পাঁচটি বর্ণ যে বর্গভুক্ত। |
| কর্তৃ-বর্গ [ kartṛ-barga] বি. কার্যসম্পাদকগণ, কর্মাধিকারিগণ; পরিচালকবৃন্দ; শাসকবর্গ। [সং. কর্তৃ + পক্ষ, বর্গ]। |
| কলেবর [kalēbara] বি. শরীর, দেহ (দিন দিন কলেবর বৃদ্ধি পাচ্ছে)। [সং. কল (=শুক্র) + এ (7মী বিভক্তি) + বর (শ্রেষ্ঠ)। |
| (বর্জি.) কসবী [ (barji.) kasabī] বি. (স্ত্রী.) বেশ্যা, গণিকা। [আ. কস্ব]। |
| (বর্জি.) কসরত্ [ (barji.) kasarat] বি. 1 ব্যায়ামের কৌশল; 2 কায়দা, কৌশল (দড়ির উপর নানা কসরত দেখাল)। [আ. কস্রত্]। |
| (বর্জি.) কাগজী [ (barji.) kāgajī] বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। ☐ বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]। |
| (বর্জি.) কাজরী [ (barji.) kājarī] বি. ভারতীয় পল্লিসংগীতবিশেষ বা তার সুর। [হি. কাজরী]। |
| কাদম্বর [kādambara] বি. 1 মদ্যবিশেষ; 2 আখের গুড়। [সং. কাদম্ব + র]। |
| কাদম্বরী [kādambarī] বি. সংস্কৃত কথাসাহিত্যের সুপ্রসিদ্ধ গ্রন্হ, বাণভট্ট যার রচয়িতা। [সং. কাদম্ব + র + ঈ]। |
| কাদম্বরী [kādambarī] বি. মদ্যবিশেষ, গৌড়ী মদিরা। [সং. কু + অম্বর + অ + ঈ]। |
| (বর্জি.) কানাত্ [ (barji.) kānāt] বি. তাঁবু; তাঁবুর ঘের বা পরদা। [তুর্. ক'নাত্]। |
| (বর্ত. অপ্র.) কানুন-গোই [ (barta. apra.) kānuna-gōi] বি. রাজস্ববিভাগীয় হিসাবপরীক্ষক; জমি-জরিপকারী সরকারি কর্মচারী। [আ. কানূন্ + ফা. গোয়্]। |
| (বর্জি.) কাফরী [ (barji.) kāpharī] বি. আফ্রিকার নিগ্রোজাতি। [পো. caffre]। |
| (বর্জি.) কাম-দানী [ (barji.) kāma-dānī] বি. 1 কাপড়ের ফুল তোলার কাজ, এমব্রয়ডারি; 2 সল্মা চুমকি প্রভৃতির কাজ করা কাপড়; 3 তুলোর কাপড়ের উপর জরি বসানোর কাজ। [হি. কাম্দানী]। কাম-দার বিণ. কারুকার্যবিশিষ্ট। |
| কালা-জ্বর [kālā-jbara] বি. প্লীহা ও রক্তাল্পতাযুক্ত জ্বররোগবিশেষ। [অসম. কালা আজর]। |
| (বর্জি.) কিমত্ [ (barji.) kimat] বি. মূল্য, দাম। [আ. কীমত্]। |
| কিসমত (বর্জি.) কিসমত্ [kisamata (barji.) kisamat] বি. ভাগ্য, অদৃষ্ট, বরাত। [আ. কিস্মত্]। |
| (বর্জি.) কুটীর [ (barji.) kuṭīra] বি. কুঁড়েঘর; অতি ক্ষুদ্র ও দীন গৃহ। [সং. কুটি + √ রা + অ]। ̃ শিল্প বি. গৃহে উত্পন্ন, প্রধানত হস্তনির্মিত, এবং কারখানায় প্রস্তুত নয় এমন শিল্পদ্রব্য; গৃহে উত্পন্ন, সাধারণত হস্তনির্মিত শিল্প। |
| (বর্জি.) কুস্তী [ (barji.) kustī] বি. মল্লযুদ্ধ; (আল.) জড়াজড়ি। [ফা. কুশ্তী]। ̃ গির, (বর্জি.) ̃ গীর, ̃ বাজ বি. কুস্তিতে পটু ব্যক্তি, মল্ল। |
| কৃত-বর্মা [kṛta-barmā] (-বর্মন্) বি. (মহাভারতে) কৌরব পক্ষের বিখ্যাত যদুবংশীয় যোদ্ধা যিনি কৃষ্ণের সারথি সাত্যকির হাতে নিহত হয়েছিলেন। ☐ বিণ. বর্ম পরেছে এমন। [সং. কৃত + বর্মন]। |
| (বর্জি.) কেরাণী [ (barji.) kērāṇī] বি. করণিক, অফিসে নথিপত্রের তদারকি ও লেখাজোখার কাজ করে এমন কর্মচারী। [পো. escrevente]। ̃ গিরি বি. কেরানির কাজ (কেরানিগিরি করেই জীবন কেটে গেল)। |
| কৈবর্ত [kaibarta] বি. কৃষিজীবী ও মত্সজীবী এই দুই শ্রেণীতে বিভক্ত হিন্দু সম্প্রদায়বিশেষ।[সং. কেবর্ত + অ]। |
| (বর্জি.) কোত্কা [ (barji.) kōtkā] বি. মোটা লাঠি বা মুষল। কোঁতকা মারা ক্রি. বি. লাঠি কনুই ইত্যাদি দিয়ে গুঁতো বা গোত্তা দেওয়া (ভিড়ের মধ্যে লোকটা কনুই দিয়ে আমাকে এমন কোঁতকা মারল)। [তুর. কুত্কা]। |
| (বর্জি.) কোরাণ [ (barji.) kōrāṇa] বি. মুসলমানদের প্রধান ধর্মগ্রন্হ, কোরানশরিফ। [আ. কুর্আন]। |
| খবর [khabara] বি. 1 সংবাদ, বার্তা; জানবার বা জানাবার মতো তথ্য (ওখানকার খবর কী?) খবরের কাগজ পড়ো); 2 তত্ত্ব, সন্ধান (ওদের খবর নিতে হবে)। [আ. খব্র্]। খবর করা ক্রি. বি. ডেকে পাঠানো (মক্কেলকে খবর করতে হবে)। খবর রাখা ক্রি. বি. 1 তত্ত্ব বা সন্ধান সম্বন্ধে অবগত থাকা (আজকাল আর ওদের খবর রাখি না) ; 2 যোগাযোগ রাখা। খবর নেওয়া ক্রি. বি. খোঁজ নেওয়া; তত্ত্ব বা সন্ধান নেওয়া। খবর হওয়া ক্রি. বি. সংবাদ রটা বা সংবাদ জানাজানি হওয়া (ট্রেনের খবর হয়েছে?)। ̃ দার অব্য. হুঁশিয়ার, সাবধান (খবরদার ! এমন কাজ আর কোরো না)। ☐ বিণ. সতর্ক, সাবধান। ̃ দারি বি. সতর্কতা; তত্ত্বাবধান (জমিজমার খবরদারি করা)। খবরা-খবর বি. তত্ত্বতালাশ; খোঁজখবর (এদিকে কী হল তার খবরাখবর কিছু রাখ?)। খবরের কাগজ বি. যাতে নানাধরনের খবর ছেপে প্রকাশিত ও প্রচারিত হয় এমন কাগজ, সংবাদপত্র। |
| খাবরি [khābari] বি. মাটির বা কাঁসা-পিতলের পাত্র। [বাং. খাবরা + ই (সাদৃশ্যার্থে)]। |
| খাস-বরদার [khāsa-baradāra] বিণ. বি. (প্রভুত্বের চিহ্নস্বপূর) দণ্ডধারী বা আসাসোঁটাধারী। [আ. খাসবর্দার্]। |
| খুবরি-খুপরি [khubari-khupari] র. রূপভেদ। |
| খুশখবর [ khuśakhabara] দ্র খোশ। |
| গন্ধেশ্বরী [gandhēśbarī] বি. গন্ধবণিকদের কুলদেবতা। [সং. গন্ধ + ঈশ্বরী]। |
| গহ্বর [gahbara] বি. 1 গর্ত, খাদ; 2 পর্বতের গুহা। [সং. গো + √হৃ + অ]। |
| গুবরে পোকা [gubarē pōkā] বি. পচা গোবরে জাত কীটবিশেষ। [বাং. গোবরে পোকা]। |
| গোদাবরী [gōdābarī] বি. দক্ষিণ ভারতের নদীবিশেষ। [সং. গো (জল) + দা (দান করে) = গোদা (নদী) + বর (শ্রেষ্ঠ) + ঈ (স্ত্রী.)]। |
| গোপেশ্বর [ gōpēśbara] বি. শ্রীকৃষ্ণ। [সং. গোপ+ইন্দ্র, গোপ+ঈশ্বর]। |
| গোবর [gōbara] বি. গোময়, গোরুর মল। [সং. গোবিট্]। ̃ গণেশ বিণ. বি. (ব্যঙ্গে) গোবরে তৈরি গণেশমূর্তির মতো অকর্মণ্য, ব্যক্তিত্বহীন ও নির্বোধ। ̃ গঙ্গা বি. গোবরের স্তূপ। ̃ ছড়া বি. জলে গোলা গোবরের ছিটে। ̃ ভরা মাথা বি. 1 যার মাথায় একটুও বুদ্ধি নেই; 2 যে মাথা বাজে জিনিসে বোঝাই। গোবরে পদ্মফুল নিকৃষ্ট স্হানে উত্পন্ন উত্কৃষ্ট বস্তু; হীনকুলজাত মহত্ বা অপূর্ব সুন্দর ব্যক্তি। |
| গোবরাট [gōbarāṭa] বি. দরজার বা জানালার চৌকাঠের নিম্নস্হ কাঠ (গোবরাটে পা দিয়ে দাঁড়াল)। [দেশি]। |
| গোবরাঠ [ gōbarāṭha] বি. দরজার বা জানালার চৌকাঠের নিম্নস্হ কাঠ (গোবরাটে পা দিয়ে দাঁড়াল)। [দেশি]। |
| গোবর্ধন [gōbardhana] বি. বৃন্দাবনের প্রসিদ্ধ পাহাড়, গিরিগোবর্ধন। [সং. গো + √বৃধ্ + অন]। ̃ ধারী (-রিন্) বি. শ্রীকৃষ্ণ। |
| ঘণ্টেশ্বর [ghaṇṭēśbara] বি. 1 মঙ্গলপুত্র ঘেঁটু, ঘেঁটু ঠাকুর; 2 মহাদেব। [সং. ঘণ্টা + ঈশ্বর]। |
| চক্রাবর্ত [cakrābarta] বি. মণ্ডলাকারে আবর্তন, ঘুরপাক। [সং. চক্র + আবর্ত]। |
| চতুর্বর্গ [caturbarga] বি. ধর্ম অর্থ কাম মোক্ষ-এই চার পুরুষার্থ বা জীবনের চার লক্ষ্য। [সং. চতুর্ + বর্গ]। |
| চতুর্বর্ণ [caturbarṇa] বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার জাতি বা বর্ণ। [সং. চতুর্ + বর্ণ]। |
| চত্বর [catbara] বি. 1 চাতাল, প্রাঙ্গণ, উঠান; 2 রঙ্গস্হান; 3 যজ্ঞভূমি। [সং. √চত্ + বর]। |
| চ-বর্গ [ca-barga] বি. চ ছ জ ঝ ঞ-এই পাঁচটি বর্ণ। |
| চাতুর্বর্ণ্য [cāturbarṇya] বি. ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র-হিন্দুজাতির এই চার বর্ণ বা তাদের পালনীয় ধর্ম। ☐ বিণ. চতুর্বর্ণসম্বন্ধীয়। [সং. চতুর্বর্ণ + য]। |
| চিদম্বর [cidambara] বি. 1 আকশবত্ নির্লিপ্ত পরব্রহ্ম; 2 চৈতন্যরূপ আকাশ; 3 মনোরূপ পরব্রহ্ম; 4 চিত্তরূপ আকাশ। [সং. চিত্ + অম্বর]। |
| চীবর [cībara] বি. সন্ন্যাসীদের, বিশেষত বৌদ্ধভিক্ষুদের পরিধেয় গৈরিক বসন, কৌপীন; চীর। [সং. √চি + বর]। |
| ছন্দানুবর্তন [ chandānubartana] দ্র ছন্দ1। |
| ছন্দানুবর্তী [ chandānubartī] দ্র ছন্দ1। |
| জগদীশ্বর [ jagadīśbara] বি. ভগবান; পরমেশ্বর। [সং. জগত্ + ঈশ, ঈশ্বর]। |
| জগদ্বরেণ্য [jagadbarēṇya] বিণ. সারা জগতের বরেণ্য বা সম্মাননীয়; পৃথিবীব্যাপী খ্যাতিসম্পন্ন। [সং. জগত্ + বরেণ্য]। |
| জবরজং [ jabaraja] বিণ. 1 এলোমেলো, বিশৃঙ্খল; 2 বেমানান, বিসদৃশ (জবড়জং চেহারা, জবড়জং পোশাক)। [আ. যবর + ফা. জঙ্গ]। |
| জবর [jabara] বিণ. 1 জাঁকালো (জবর আয়োজন, জবর মজা, জবর উত্সব); 2 চমত্কার, উত্কৃষ্ট (জবর জিনিস); 3 জোরালো (জবর মার, জবর ঘা দিয়েছি); 4 বলিষ্ঠ (জবর পালোয়ান); 5 কঠিন, কঠোর (জবর শাস্তি); 6 নাছোড়বান্দা (জবর লোক); 7 উত্তেজনাজনক; 8 জরুরি (জবর খবর)। [আ. যবর]। ̃ দখল বি. জোর করে দখল, বলপ্রয়োগের দ্বারা বা বেআইনি দখল। ☐ বিণ. বলপ্রয়োগের দ্বারা বা বেআইনিভাবে অধিকৃত (জবরদখল জমি)। ̃ দস্ত বিণ. 1 দুর্দান্ত; 2 অত্যন্ত বলবান; 3 অত্যন্ত জুলুমবাজ; অত্যন্ত নাছোড়বান্দা। ̃ দস্তি বি. জুলুম, কঠিন অত্যাচার বা বলপ্রয়োগ। ☐ ক্রি-বিণ. বলপ্রয়োগের দ্বারা, জুলুম করে (জবরদস্তি কেড়ে নেওয়া)। |
| (বর্ত. অপ্র.) জমায়ত [ (barta. apra.) jamāẏata] বি. জনসমাবেশ (বিরাট জমায়েত হয়েছে)। [আ. জমায়ত্]। জমায়েত হওয়া ক্রি. বি. ভিড় করে একত্র হওয়া; সমবেত হওয়া। |
| জলাবর্ত [jalābarta] বি. নদী সমুদ্র প্রভৃতির জলে ঘূর্ণি, জলভ্রমি, whirpool. [সং. জল + আবর্ত]। |
| জলেশ্বর [ jalēśbara] বি. 1 সমুদ্র; 2 বরুণদেব। [সং. জল + ইন্দ্র, ঈশ, ঈশ্বর]। |
| জাবর [jābara] বি. গোরু-মোষের চর্বিতচর্বণ। [জাব দ্র]। জাবর কাটা ক্রি. বি. 1 রোমন্হন করা; 2 (আল.) একই কথা বারবার (বিরক্তিকরভাবে) বলা বা আলোচনা করা। |
| (বর্জি.) যোগাড় [ (barji.) yōgāḍ়] বি. 1 সংগ্রহ (টাকার জোগাড়); 2 আয়োজন (বিয়ের জোগাড়)। [সং. যোগ + বাং. আড়]। &tilde ; যন্ত্র বি. কাজ সম্পাদনের ব্যবস্থা ও কাজের উপকরণের আয়োজন। জোগাড়ে, যোগাড়ে বিণ. 1 জোগাড় করতে পটু; 2 সাহায্যকারী। |
| (বর্জি.) যোগান [ (barji.) yōgāna] বি. সরবরাহ (দুধের জোগান)। [জোগাড় দ্র]। জোগান দেওয়া ক্রি. বি. সরবরাহ করা (লোকটি আমাকে নিয়মিত খবর জোগান দেয়)। জোগানো, যোগানো ক্রি. বি. 1 সরবরাহ করা (কথা জোগায় না, টাকা জোগাবে কে?); 2 প্রয়োজন মেটানো। ̃ দার, জোগানে বিণ. সরবরাহকারী। |
| জ্বর [jbara] বি. সর্বাঙ্গে তাপ ও নাড়ির চাঞ্চল্য বৃদ্ধিকারক রোগ। [সং. √ জ্বর্ + অ]। ̃ ঘ্ন বিণ. জ্বরনাশক (জ্বরঘ্ন ওষুধ)। ̃ ঠুঁটো বি. জ্বরভোগের ফলে ঠোঁটে যে ঘা হয়। জ্বরাক্রান্ত বিণ. জ্বরে আক্রান্ত। জ্বরাতিসার বি. উদরাময়যুক্ত টাইফয়েড জাতীয় জ্বররোগ। জ্বরান্তক বিণ. জ্বরঘ্ন, জ্বরনাশক। জ্বরিত বিণ. জ্বরাক্রান্ত, জ্বরযুক্ত। |
| ঝঞ্ঝাবর্ত [ jhañjhābarta] দ্র ঝঞ্ঝা। |
| ট বর্গ [ṭa barga] বি. (ব্যাক.) ট ঠ ড ঢ ণ এই পাঁচটি বর্ণ। |
| (বর্জি.) টেঁক [ (barji.) ṭēn̐ka] বি. 1 কোমর; 2 কোমরের কাপড় (ট্যাঁকে গোঁজা); 3 (বিরল) নদীর বেঁকে যাওয়া তীর ('গাঙ্গের টেঁক')। [দেশি-তু. সং. কটি]। ট্যাঁকে গোঁজা ক্রি. বি. 1 কোমরের কাপড়ের মধ্যে গুঁজে রাখা; 2 (আল.) সম্পূর্ণ আত্মসাত্ করা বা আয়ত্তে আনা। |
| ডম্বর [ḍambara] বি. 1 আড়ম্বর, ঘটা (মেঘডম্বর); 2 সমূহ ('মধুকরডম্বর অম্বর ভেল': বিদ্যা.)। [সং. √ ডম্ব্ + অর ]। |
| ডম্বরু [ḍambaru] বি. ডমরু, ডুগডুগি ('ডম্বরু বাজল গম্ভীর গরজনে')। [ডমরু দ্র]। |
| (বর্ত. অপ্র.) ডাকাইত [ (barta. apra.) ḍākāita] বি. দস্যু, প্রকাশ্যে বলপূর্বক হরণকারী। [হি. ডকৈত, ডাকুয়া]। ডাকাত পড়া ক্রি. বি. ডাকাতের আক্রমণ হওয়া (জমিদারবাড়িতে ডাকাত পড়েছে)। ডাকাতি বি. 1 দস্যুবৃত্তি (ডাকাতি করে বড়লোক হয়েছে); 2 দস্যুবৃত্তির ঘটনা (প্রায়ই ডাকাতি হয়)। ☐ বিণ. 1 ডাকাতসংক্রান্ত; 2 ডাকাতিসংক্রান্ত। ডাকাতে বিণ. 1 ডাকাতসংক্রান্ত; ডাকাতদের; 2 ডাকাততুল্য (ডাকাতে সাহস)। ডাকাতে কালী ডাকাতদের উপাস্যা কালী বা কালিকাদেবী। |
| (বর্জি) ডাঙ্গা [ (barji) ḍāṅgā] বি. 1 স্হল; 2 নির্জন স্হান; 3 উচ্চভূমি; 4 তীর (ডাঙায় নামা); 5 উত্পাদনের স্হান, জন্মস্হান; 6 আবাস (নারকেলডাঙা, ফরাসডাঙ্গা)। [দেশি]। ডাঙায় বাঘ জলে কুমির উভয়সংকট। |
| ডাবর [ḍābara] বি. ধাতুর তৈরি ছোট গামলার মতো পাত্রবিশেষ (পানের ডাবর)। [হি. ডাবর]। |
| ডিসেম্বর [ḍisēmbara] বি. ইংরেজি বত্সরের দ্বাদশ বা শেষ মাস। [ইং. December]। |
| ডেবরা [ḍēbarā] বিণ. 1 কাজকর্মে ডান হাতের চেয়ে বাঁ হাতের ব্যবহার বেশি করে এমন, ন্যাটা; 2 ডাগর, আয়ত, বিস্ফারিত (ড্যাবরা চোখ)। [হি. ডিবরিয়া]। |
| ড্যাবরা [ ḍyābarā] বিণ. 1 কাজকর্মে ডান হাতের চেয়ে বাঁ হাতের ব্যবহার বেশি করে এমন, ন্যাটা; 2 ডাগর, আয়ত, বিস্ফারিত (ড্যাবরা চোখ)। [হি. ডিবরিয়া]। |
| (বর্জি.) তক্ত-পোষ [ (barji.) takta-pōṣa] বি. কাঠের তৈরি খাট বা বড় চৌকি। [ফা. তখ্ত্পোশ]। |
| (বর্ত. অপ্র.) তড়িত্বান্ [ (barta. apra.) taḍ়itbān] (-ত্বত্) বি. মেঘ। [সং. তড়িত্ + বত্]। তড়িদ্-গতি বি. 1 বিদ্যুতের মতো গতি বা অবিরাম প্রবাহ; 2 (গৌণ অর্থে) অতি দ্রুত গতি। তড়িদ্-গর্ভ বি. মেঘ। তড়িদ্দাম বি. বিদ্যুতের রেখা। |
| তদনু-গামী (-মিন্) তদনুবর্তী (-র্তিন্) [ tadanu-gāmī (-min) tadanubartī (-rtin)] (-রিন্) বিণ. তদ্রূপ, সেইরকম; সেই পথ বা তার পথ অনুসরণকারী; সেই মতাবলম্বী। [সং. তদ্ + অনুগ, অনুগামী, অনুবর্তী, অনুসারী]। তদনু-সারে ক্রি-বিণ. সেই অনুসারে, সেই অনুযায়ী, সেইভাবে; তা মেনে নিয়ে। |
| তদন্তর্বর্তী [tadantarbartī] (-র্তিন্) বিণ. তার ভিতরে; (সাধারণত) দুটি ঘটনা বা সময়ের মধ্যবর্তী। [সং. তদ্ + অন্তর্বর্তিন্]। |
| (বর্ত. বিরল) তন্মনাঃ [ (barta. birala) tanmanāḥ] বিণ. একাগ্রচিত্ত, তদ্গতচিত্ত, অভিনিবিষ্ট (তন্মনস্ক হয়ে লিখছে)। [সং. তদ্ + মনস্ক, মনস্, বাং. মনা]। |
| (বর্জি.) তফাত্ [ (barji.) taphāt] বি. 1 দূরত্ব, ব্যবধান বা ব্যবধানের পরিমাণ (দুই খুঁটির মধ্যে বিশ হাত তফাত); 2 দূরবর্তী স্হান (তফাতে গিয়ে বসল); 3 পার্থক্য, প্রভেদ (দুই ভাইয়ে অনেক তফাত)। ☐ বিণ. 1 দূরগত (তফাত হও); 2 পৃথক, আলাদা (ছেলেমেয়েরা তফাত হয়ে গেছে)। [আ. তফাওয়ত্]। |
| ত বর্গ [ta barga] বি. ত থ দ ধ ন-এই পাঁচটি বর্ণ। [ত1 + বর্গ]। |
| তালে-বর [tālē-bara] বিণ. 1 মান্যগণ্য; 2 ধনী; 3 (ব্যঙ্গে) ওস্তাদ, চৌকশ; 4 (ব্যঙ্গে) লায়েক (তুমি এমন কিছু তালেবর হওনি)। [আ. তালাবর]। |
| তীবর [tībara] বি. 1 তেয়র বা তেওর জাতি, জেলে জাতি; 2 ব্যাধ। [সং. √ তৃ + বর]। স্ত্রী. তীবরী। |
| তুবর [tubara] বিণ. কটু বা কষায় স্বাদযুক্ত। [সং. তু + বর]। |
| তূবর [tūbara] বি. 1 গোঁফদাড়িবিহীন পুরুষ, মাকুন্দ; 2 কষায় রস। [সং. √ তূ + বর, + ক]। |
| তূবরক [ tūbaraka] বি. 1 গোঁফদাড়িবিহীন পুরুষ, মাকুন্দ; 2 কষায় রস। [সং. √ তূ + বর, + ক]। |
| (বর্জি.) তেজঃ [ (barji.) tējḥ] (-জস্) বি. 1 জ্যোতি, দীপ্তি, প্রভা, আলোক ও তাপ; 2 শক্তি, বিক্রম, প্রভাব; 3 রজোগুণ; 4 গর্ব, অহংকার, দেমাক (তেজ দেখিয়ে চলে গেল); 5 পৌরুষ; 6 রেতঃ, শুক্র। [সং. √ তিজ্ + অস্]। |
| তেজ-বর [tēja-bara] বি. যে বর পূর্বে আরও দুবার বিবাহ করেছে; তৃতীয়বার বিবাহের পাত্র। [বাং. তেজ < প্রাকৃ. তিইজ্জ (সং. তৃতীয়) + বর]। তেজ-বরে বিণ. তৃতীয়পক্ষে বিবাহকারী। |
| ত্বর [tbara] বি. 1 বেগ, গতি; 2 দ্রুততা। [সং. √ ত্বর্ + অ]। |
| ত্বরণ [tbaraṇa] বি. (বিজ্ঞা.) বেগের ক্রমবৃদ্ধি, acceleration (বি. প.)। [সং. √ ত্বর্ + অন]। |
| ত্বর-মাণ [tbara-māṇa] বিণ. 1 ত্বরান্বিত; 2 শীঘ্রকারী, ব্যস্ত, ক্ষিপ্রকারী, তাড়াতাড়ি করছে এমন। [সং. √ ত্বর্ + মান]। |
| ত্বরা [tbarā] বি. 1 দ্রুততা; 2 ব্যস্ততা, তাড়া; 3 দ্রুততার প্রয়োজন, তাগাদা (কোনো ত্বরা নেই)। [সং. √ ত্বর্ + অ + আ]। ̃ য় ক্রি-বিণ. দ্রুত, শীঘ্র, সত্বর (ত্বরায় এসো)। |
| ত্বরান্বিত [tbarānbita] বিণ. 1 দ্রুত বা দ্রুততর করা হয়েছে এমন; ত্বরিত; 2 শীঘ্র, ক্ষিপ্র। [সং. ত্বরা + অন্বিত]। |
| ত্বরিত [tbarita] বিণ. ক্রমশ বেগ বাড়ানো হয়েছে এমন, accelerated. [সং. √ ত্বর্ + ণিচ্ + ত]। |
| ত্বরিত [tbarita] বিণ. ক্ষিপ্র, শীঘ্র, দ্রুত। [সং. √ ত্বর্ + ত]। ̃ গতি, ̃ গমন বিণ. ক্ষিপ্রগামী, দ্রুতগামী (ত্বরিতগতি বায়ু, ত্বরিতগতি ট্রেন)। |
| ত্রৈবর্ষিক [traibarṣika] বিণ. যা তিন বছরে সম্পন্ন হবে। [সং. ত্রিবর্ষ + ইক (ভবিষ্যদর্থে)]। |
| দক্ষিণাবর্ত [dakṣiṇābarta] বিণ. 1 দক্ষিণ বা ডান দিকে পাক খেয়ে গেছে এমন (দক্ষিণাবর্ত শঙ্খ); 2 দক্ষিণ দিকে আবর্তবিশিষ্ট। ☐ বি. দক্ষিণাপথ। [সং. দক্ষিণ + আবর্ত]। |
| দন্ত্য-বর্ণ [dantya-barṇa] বি. দাঁতের সাহায্যে উচ্চারিত বর্ণসমূহ। [সং. দন্ত্য + বর্ণ]। |
| (বর্জি.) দরূদ [ (barji.) darūda] বি. মহাপুরুষদের প্রতি মুসলমানদের সসম্ভ্রম প্রণতিবিশেষ। [ফা. দরূদ]। ̃ পাঠ বি. জপ। |
| দিগম্বর [digambara] বিণ. 1 দশ দিক যার অম্বর বা আবরণস্বরূপ; 2 উলঙ্গ, বিবস্ত্র। ☐ বি. 1 দিক্স্বরূপ বস্ত্র; 2 শিব; 3 জৈন সম্প্রদায়বিশেষ। [সং. দিক্ + অম্বর]। দিগম্বরী বিণ. (স্ত্রী.) বিবসনা। ☐ বি. শিবপত্নী কালিকাদেবী। |
| দীপবর্তিকা [ dīpabartikā] দ্র দীপ। |
| দুনম্বরি [dunambari] দ্র দু। |
| দেবর [dēbara] বি. দেওর, স্বামীর কনিষ্ঠ ভ্রাতা।[সং. √ দেব্ + অর]। |
| (বর্জি) দেহলী [ (barji) dēhalī] বি. 1 বারান্দা, দাওয়া, ঘরের সামনের রক; 2 চৌকাঠ, গোবরাট; টৌকাঠের উপরের বা নীচের কাঠ। [সং. দেহ + √ লা + ই]। |
| দেহাবরণ [dēhābaraṇa] বি. দেহের আচ্ছাদন, পোশাক। [সং. দেহ + আবরণ]। |
| দোজবর [dōjabara] বিণ. বি. দ্বিতীয়বার বিবাহার্থী বা বিবাহিত (দোজবরের সঙ্গে মেয়ের বিয়ে)। [প্রাকৃ. দোজো + বাং. বর, + ইয়া > এ]। |
| দোজবরে [ dōjabarē] বিণ. বি. দ্বিতীয়বার বিবাহার্থী বা বিবাহিত (দোজবরের সঙ্গে মেয়ের বিয়ে)। [প্রাকৃ. দোজো + বাং. বর, + ইয়া > এ]। |
| দোবরা [dōbarā] বিণ. দুবার পরিষ্কার করে সাদা দানাযুক্ত (দোবরা চিনি)। [হি. দোবরা]। |
| (বর্জি.) ধানুকী [ (barji.) dhānukī] বি. ধনুকধারী, ধনুর্ধর। [প্রাকৃ. ধানুক্ক < সং. ধানুঙ্ক]। |
| ধান্যেশ্বরী [dhānyēśbarī] বি. (ব্যঙ্গে) ধান বা চাল থেকে চোলাই করা মদ, ধেনো মদ। [সং. ধান্য + ঈশ্বরী]। |
| (বর্জিত) ধিক্ [ (barjita) dhik] অব্য. নিন্দা লজ্জা অবজ্ঞা ভর্ত্সনা বিরক্তি ঘৃণা প্রভৃতি ভাবপ্রকাশক; ছিঃ। [সং. ধিক্]। ধিক্কার, ধিক্-কার বি. 1 ধিক ধিক উক্তি ওই উক্তি দ্বারা ঘৃণা নিন্দাবাদ অবজ্ঞা বিরক্তি প্রভৃতির প্রকাশ; 2 অপকর্ম বা অন্যায় বা ভূলের জন্য বিরাগ বা ঘৃণা (আমার মনে ধিক্কার জন্মেছে)। ধিক্-কৃত, ধিক্কৃত বিণ. ধিক উক্তি দ্বারা নিন্দিত; নিন্দিত, ভর্ত্ সিত >; অবজ্ঞাত; ঘৃণিত। |
| ধীবর [dhībara] বি. জেলে, মত্ স্যজীবী। [সং. √ ধা + বর (বরচ্) নি.]। ধীবরী বি. (স্ত্রী.) ধীবরের স্ত্রী; জেলেনি। |
| (বর্জি.) নকশী [ (barji.) nakaśī] বিণ. নকশাযুক্ত (নকশি-কাঁথা)। [বাং. নকশা + ই]। |
| (বর্জী.) নকসী [ (barjī.) nakasī] বিণ. নকশাযুক্ত (নকশি-কাঁথা)। [বাং. নকশা + ই]। |
| (বর্জি.) নকীব [ (barji.) nakība] বি. রাজসভার ঘোষক অর্থাত্ যে ব্যক্তি রাজার জয় ঘোষণা করে এবং সভায় আগত ব্যক্তিদের পরিচয় উচ্চকণ্ঠে জ্ঞাপন করে। [আ. নকীব্]। |
| (বর্জি.) নকল-দানা [ (barji.) nakala-dānā] বি. চিনির রসে পাক দেওয়া বড় দানার মতো মিষ্টান্নবিশেষ। [বাং. নকুল (< আ. নক্ল্) + ফা. দানা]। |
| নকুলেশ্বর [nakulēśbara] দ্র নকুল। |
| নটেশ্বর [naṭēśbara] দ্র নট1। |
| নবরাত্র [ nabarātra] দ্র নব2। |
| নভেম্বর [nabhēmbara] বি. ইংরেজি বত্সরের একাদশ মাস। [ইং. November]। |
| নম্বর [nambara] বি. উত্কর্ষ বা ক্রম নির্দেশ করার চিহ্নস্বরূপ সংখ্যা (পয়লা নম্বর, পরীক্ষায় পাশের নম্বর, বাড়ির নম্বর)। [ইং. number]। নম্বরি বিণ. নম্বরযুক্ত, যাতে নম্বর বা চিহ্নরূপ সংখ্যা দেওয়া আছে (নম্বরি নোট, নম্বরি খাতা)। |
| (বর্জি.) নলী [ (barji.) nalī] বি. 1 ছোট নল (সুতোর নলি); 2 কণ্ঠনালি (গলার নলি ছিঁড়ে হত্যা করেছে); 3 ছোট নলের মতো সরু হাড় বা অঙ্গ (হাতের নলি, পাঁঠার নলি); 4 ছোট নলির মতো সরু ও লম্বা পশুপাখির নখ। [সং. নল + বাং. ই]। |
| নশ্বর [naśbara] বিণ. নাশ বা বিনাশ আছে এমন, নাশশীল, ক্ষয়শীল; অনিতা, অস্হায়ী (নশ্বর মানবজীবন)। [সং. √ নশ্ + বর]। ̃ তা বি. বিনাশশীলতা; অনিত্যতা। |
| (বর্জি.) নহলী [ (barji.) nahalī] (প্রা. বাং.) নূতন, নবীন ('নহলী যৌবন': শ্রীকৃ)। [প্রাকৃ. নয়ল < সং. নব]। |
| নাগেশ্বর [nāgēśbara] দ্র নাগ। |
| (বর্জি.) নামাবলী [ (barji.) nāmābalī] বি. 1 দেবতার নামাঙ্কিত উত্তরীয়বিশেষ; 2 নামের তালিকা। [সং. নাম + আবলি]। |
| (বর্জি) নালী [ (barji) nālī] বি. 1 সরু নালা; 2 ছোট চোঙ; 3 শিরা (রক্তবাহী নালি); 4 পচা বা শোষযুক্ত ঘা (নালি ঘা)। [সং. নল + ণিচ্ + ই]। নালি ঘা বি. শোষযুক্ত ঘা, পচা ঘা, দুষ্টক্ষত, sinus. |
| (বর্জি.) নিকী [ (barji.) nikī] বি. 1 ছোট উকুন; 2 উকুনের ডিম। [সং. লিক্ষা]। |
| নিত-বর [nita-bara] বি. বিবাহকালে যে বালক বরের সহযাত্রী হয় এবং পাশে থাকে, মিতবর। [সং. মিত্রবর]। |
| নিবর্ত [nibarta] বিণ. 1 নিবৃত্ত, ক্ষান্ত; 2 বিলম্বিত। [সং. নি + √ বৃত্ + অ]। নিবর্তক বিণ. নিবারক, নিবৃত্তিকারক (অপরাধ নিবর্তক আইন)। নিবর্তন বি. 1 নিবৃত্তি, বিরতি, ক্ষান্তি; 2 নিবারণ; 3 প্রত্যাগমন। নিবর্তিত বিণ. নিবৃত্ত হয়েছে বা নিবৃত্ত করা হয়েছে এমন; নিবারিত; প্রত্যাবর্তন করেছে এমন। |
| নিরাবরণ [nirābaraṇa] বিণ. আবরণশূন্য, উন্মুক্ত; অনাবৃত (নিরাবরণ দেহ)। [সং. নির্ + আবরণ]। |
| নিরীশ্বর [nirīśbara] বিণ. 1 ঈশ্বরহীন; 2 ঈশ্বরের অস্তিত্ব অস্বীকারকারী, নাস্তিক; 3 ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে অস্বীকৃতিপূর্ণ (নিরীশ্বর মত)। [সং. নির্ + ঈশ্বর]। ̃ বাদ বি. ঈশ্বর নেই-এই দার্শনিক মত, নাস্তিক্যবাদ, atheism (বি. প.)। ̃ বাদী (-দিন্) বিণ. বি. নাস্তিক। |
| নির্বর্তন [nirbartana] বি. কোনো কাজের সমাপ্তি বা সম্পাদন, নিষ্পাদন। [সং. নির্ + √ বৃত্ + অন]। |
| নির্বর্ষ [nirbarṣa] বিণ. বর্ষাহীন বা বৃষ্টিহীন (নির্বর্ষ দিন)। [সং. নির্ + বর্ষা]। |
| নীরদবরণ [ nīradabaraṇa] দ্র নীর। |
| নীলাম্বর [nīlāmbara] বি. 1 নীল রঙের আকাশ; 2 নীল রঙের বস্ত্র; 3 হলধর বলরাম। ☐ বিণ. নীলবর্ণ বস্ত্র পরিধানকারী বা পরিহিত। [সং. নীল + অম্বর]। |
| নীলাম্বরি [nīlāmbari] বি. নীল রঙের শাড়ি। [সং. নীল + বাং. অম্বরি]। |
| পদানু-বর্তী [padānu-bartī] (-র্তিন্) বিণ. অনুসরণকারী। [সং. পদ + অনুবর্তিন্]। বি. পদানু-বর্তিতা। স্ত্রী. পদানু-বর্তিনী। |
| পয়-গম্বর [paẏa-gambara] বি. ঈশ্বরপ্রোরিত দূত, prophet. [ফা. পয়্গম্বর্]। |
| পর-বর্তী [para-bartī] (-র্তিন্) বিণ. পিছনে বা পরে অবস্হিত (পরবর্তী দিন, পরবর্তী সময়)। [সং. পর3 + বৃত্ + ইন্। স্ত্রী. পর-বর্তিনী। বি. পর-বর্তিতা। |
| পরমেশ্বর [ paramēśbara] বি. জগদীশ্বর, ভগবান। [সং. পরম + ঈশ, ঈশ্বর]। পরমেশ্বরী বি. (স্ত্রী.) ভগবতী। |
| পরা-বর্ত [parā-barta] বি. 1 বিনিময়, বদল, একটির সঙ্গে অন্যটির পরস্পর বদল; 2 প্রত্যাবর্তন, ফিরে আসা।[সং. পরা2 + √বৃত + অ]। |
| পরা-বর্তন [parā-bartana] বি. 1 প্রত্যাবর্তন, প্রত্যাগমন; 2 প্রতিফলন। [সং. পরা2 + √বৃত + অন]। |
| পরা-বর্তিত [parā-bartita] বিণ. ফেরার বা ফিরিয়ে আনা হয়েছে এমন, প্রত্যাবর্তিত।[সং. পরা2 + √ বৃত + ণিচ্ + ত]। |
| পরি-বর্জন [pari-barjana] বি. সম্পূর্ণ বর্জন। [সং. পরি + বর্জন]। পরিবর্জিত বিণ. পুরোপুরি বর্জিত। |
| পরি-বর্ত [pari-barta] বি. 1 বিনিময়, বদল, পরিবর্তন (কীসের পরিবর্তে কী? যুক্তির পরিবর্তে উপদেশ); 2 বদলি, যে বা যা অন্যের বদলে কাজ চালায় বা প্রতিনিধিত্ব করে। [সং. পরি + √ বৃত্ + অ]। |
| পরি-বর্তক [pari-bartaka] বিণ. বি. 1 পরিবর্তনকারী; 2 প্রত্যাবর্তনকারী [সং. পরি + √ বৃত্ + অক]। |
| পরি-বর্তন [pari-bartana] বি. 1 বিনিময়; 2 বদল (স্হান পরিবর্তন); 3 রূপান্তর (অবস্হার কোনো পরিবর্তন হয়নি); 4 সংশোধন (মত পরিবর্তন)। [সং. পরি + √ বৃত্ + অন]। ̃ বিমুখ বিণ. পরিবর্তন চায় না এমন। পরিবর্তনীয় বিণ. পরিবর্তিত করা যায় বা উচিত এমন। পরি-বর্ত-মান বিণ. পরিবর্তিত হচ্ছে এমন (পরিবর্তমান জগত্)। ̃ শীল বিণ. স্বাভাবিক কারণেই যা বদলায় (পরিবর্তনশীল রাজনীতি)। পরি-বর্তিত বিণ. বদলানো হয়েছে বা বদলেছে এমন। পরি-বর্তী (-র্তিন্) বিণ. 1 পরিবর্তনশীল; 2 (পদার্থ.) মাঝে মাঝে দিক পরিবর্তন করে এমন, al ternating (বি.প.)। |
| পরিবর্ধক [paribardhaka] বিণ. বি. পরিবর্ধনকারী। [সং. পরি + বর্ধক]। |
| পরিবর্ধন [paribardhana] বি. 1 সম্যক বর্ধন, বৃদ্ধি বা সম্প্রসারণ. enlargement (স.প.); 2 লালনপালন; 3 উন্নতিসাধন। [সং. পরি + বর্ধন]। পরি-বর্ধিত বিণ. পরিবর্ধন করা হয়েছে এমন। |
| পাটেশ্বরী [pāṭēśbarī] বি. পাটরানি, প্রধান রানি। [বাং. পাট4 + সং. ঈশ্বরী]। |
| (বর্জি.) পীর [ (barji.) pīra] বি. মুসলমান সাধু, মহাপুরুষ (সত্যপির, পিরের সিন্নি)। [ফা. পীর]। |
| পীতজ্বর [pītajbara] দ্র পীত1। |
| পীতাম্বর [ pītāmbara] দ্র পীত1। |
| পীবর [pībara] বিণ. 1 স্হূল, পীন (পীবর বক্ষ); 2 পরিপুষ্ট; 3 বলিষ্ঠ। [সং. √ প্যায়্ + বর]। পীবরা, পীবরী বিণ. (স্ত্রী.) স্হূলাঙ্গী। |
| পুরো-বর্তী [purō-bartī] (-র্তিন্) বিণ. সামনে বা আগে অবস্হিত। [সং. পুরস্ + √ বৃত্ + ইন্]। |
| (বর্জি.) পেতনী [ (barji.) pētanī] বি. 1 প্রেতিনী, স্ত্রী-ভূত; 2 (ব্যঙ্গে) কদাকার বা নোংরা চেহারার স্ত্রীলোক। [সং. প্রেত + বাং. ইনি]। |
| প্রতিনিবর্তন [pratinibartana] দ্র প্রতিনিবৃত্ত। |
| প্রতি-বর্ণী-করণ [prati-barṇī-karaṇa] বি. এক ভাষার শব্দ অন্য ভাষার লিপি বা বর্ণে লেখা, লিপ্যন্তরীকরণ, transliteration. [সং. প্রতি + বর্ণ + চি + করণ]। বিণ. প্রতি-বর্ণী-কৃত। |
| প্রতি-বর্তন [prati-bartana] বি. 1 বিপরীত দিক বা মুখ উপস্হিতকরণ, obversion (বি.প.); 2 ফেরা, প্রত্যাবর্তন। [সং. প্রতি + √ বৃত্ + ণিচ্ + অন]। |
| প্রতি-স্বর [prati-sbara] বি. প্রতিধ্বনি। [সং. প্রতি + স্বর]। |
| প্রত্যা-বর্তন [pratyā-bartana] বি. ফিরে আসা, প্রত্যাগমন। [সং. প্রতি + আবর্তন]। প্রত্যা-বৃত্ত বিণ. ফিরে এসেছে এমন। স্ত্রী. প্রত্যাবৃত্তা। প্রত্যা-বৃত্তি বি. 1 প্রত্যাবর্তন; 2 পশ্চাদ্গামিতা, পশ্চাদপসরণ, regression. (বি. প.)। |
| প্রবর [prabara] বিণ. শ্রেষ্ঠ, অত্যুত্কৃষ্ট (ধার্মিকপ্রবর)। ☐ বি. 1 গোত্র; 2 গোত্রের প্রবর্তক বা তদ্বংশীয় ঋষি। [সং. প্র + √ বৃ + অ]। |
| প্রবর্তক [prabartaka] দ্র প্রবর্তন। |
| প্রবর্তন [prabartana] বি. 1 প্রচলিত করা (নিয়ম প্রবর্তন); 2 আরম্ভ করা; শুরু বা সূচনা; 3 বিনিয়োগ। [সং. প্র + √ বৃত্ + ণিচ্ + অন]। প্রবর্তক বিণ. বি. 1 প্রবর্তনকারী; যে প্রচলন করে, সূচনাকারী; 2 প্রবৃত্তিদায়ক। প্রবর্তনা বি. 1 প্রবর্তন; 2 প্রবৃত্তিদান, প্রেরণা (কর্মপ্রবর্তনা); 3 উত্তেজনা। প্রবর্তিত বিণ. প্রবর্তন করা হয়েছে এমন; উত্সাহ বা প্রেরণা দেওয়া হয়েছে এমন। প্রবর্তয়িতা বিণ. প্রবর্তনকারী। |
| প্রবর্ত-মান [prabarta-māna] বিণ. কোনো কাজে প্রবৃত্ত হচ্ছে এমন। [সং. প্র + √ বৃত্ + শানচ্]। |
| প্রবর্তয়িতা [prabartaẏitā] দ্র প্রবর্তন। |
| প্রবর্তিত [ prabartita] দ্র প্রবর্তন। |
| (বর্জি.) প্রভাতী [ (barji.) prabhātī] বিণ. প্রভাতকালীন (প্রভাতি গান)। ☐ বি. প্রভাতে গেয় সংগীত বা পাঠ্যস্তব ('এসেছিলে শুধু গাহিতে প্রভাতী': বড়াল)। [সং. প্রভাত + বাং. ই]। |
| প্রাগ্-বর্তী [prāg-bartī] বিণ. পূর্ববর্তী। [সং. প্রাচ্ + বর্তিন্]। |
| প্রাণেশ্বর [ prāṇēśbara] দ্র প্রাণ। |
| প্রাবরণ [prābaraṇa] বি. 1 উত্তরীয়বস্ত্র; 2 আবরণবস্ত্র ('বাহিরের অন্ধকার বিস্তারিল শবপ্রাবরণী': সু. দ.)। [সং. প্র + √ বৃ + অন, ঈ, অ]। |
| প্রাবরণী [ prābaraṇī] বি. 1 উত্তরীয়বস্ত্র; 2 আবরণবস্ত্র ('বাহিরের অন্ধকার বিস্তারিল শবপ্রাবরণী': সু. দ.)। [সং. প্র + √ বৃ + অন, ঈ, অ]। |
| (বর্জি.) প্রাবৃট্ [ (barji.) prābṛṭ] (-বৃষ্) বি. বর্ষাকাল ('প্রাবৃটের নবঘনশ্যাম': মো. ম.)। [সং. প্র + √ বৃষ্ + ক্বিপ্]। প্রাবৃষিক, প্রাবৃষ্য বিণ. বর্ষাকালীন। প্রাবৃড়ত্যয় বি. শরত্কাল। |
| (বর্জি.) প্রায়শঃ [ (barji.) prāẏaśḥ] (-শস্) অব্য. ক্রি-বিণ. প্রায়ই, সচরাচর, খুব ঘন ঘন (এখানে প্রায়শ এমন ঘটে)। [সং. প্রায় + শস্]। |
| (বর্জি.) প্রোপাগাণ্ডা [ (barji.) prōpāgāṇḍā] বি. প্রচার ('পিছনে প্রোপাগাণ্ডা চলছে': রবীন্দ্র)। [ইং. propaganda]। |
| (বর্জি.) ফোস্কা [ (barji.) phōskā] বি. জলপূর্ণ ফোড়াবিশেষ; শরীরের অংশবিশেষ পুড়ে গেলে যে জলপূর্ণ ফোড়া হয়। [দেশি-তু. সং. স্ফোটক]। |
| (বর্জি.) বয়েত্ [ (barji.) baẏēt] বি. 1 আরবি ফারসি বা উর্দুতে রচিত শ্লোক বা কবিতার চরণ; 2 আরবি ফারসি বা উর্দু কবিতা। [আ. বয়েত্]। |
| বর [bara] বি. 1 দেবতার কাছ থেকে লব্ধ অনুগ্রহ (সরস্বতীর বরে বিদ্যালাভ); 2 আশীর্বাদ; 3 বিবাহের পাত্র (বরাসন, বরের টোপর); 4 স্বামী, পতি (সখীর বর, ঘরবর); 5 হাতের আঙুলের অনুগ্রহসূচক ভঙ্গিবিশেষ বা মুদ্রা (বরাভয়)। ☐ বিণ. 1 ঈপ্সিত, কাঙ্ক্ষিত; 2 উত্তম, শ্রেষ্ঠ (বন্ধুবর, বরতনু)। [সং. √ বৃ + অ]। ̃ কনে বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ কর্তা বি. বিবাহে পাত্রপক্ষীয় প্রধান ব্যক্তি। ̃ চন্দন বি. 1 দেবদারু; 2 অগুরু। ̃ দ বিণ. বরদাতা। ̃ দা বিণ. (স্ত্রী.) বরদাত্রী। ☐ বি. দুর্গা। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রপক্ষীয় লোকজন। ̃ পণ বি. বিবাহে কন্যাপক্ষের কাছ থেকে বরপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ পুত্র বি. 1 দেবতার বরে জাত পুত্র; 2 দেবানুগৃহীত ব্যক্তি (সরস্বতীর বরপুত্র); 3 শ্রেষ্ঠ পুত্র। ̃ প্রদ বিণ. অভীষ্ট পূর্ণকারী। স্ত্রী. ̃ প্রদা। ̃ বধূ বি. বিবাহের পাত্র ও পাত্রী। ̃ বর্ণিনী বি. 1 সর্বগুণান্বিতা রমণী; 2 সুন্দরী নারী। ̃ মাল্য বি. 1 বিবাহে পাত্রী কর্তৃক পাত্রকে প্রদেয় ফুলমালা; 2 শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতাজ্ঞাপক মালা (শ্রদ্ধার বরমাল্য)। ̃ যাত্রী (-ত্রিন্), ̃ যাত্র বি. বিবাহকালে পাত্রের সঙ্গী। ̃ য়িতা বিণ. বরণকারী। স্ত্রী. ̃ য়িত্রী। বরের ঘরের মাসি কনের ঘরের পিসি যে ব্যক্তি বিবদমান উভয় পক্ষের সঙ্গেই সদ্ভাব রেখে চলে। |
| বরং [bara] (-রম্) অব্য. 1 অপেক্ষাকৃত ভালো বা যুক্তিযুক্ত (নিজে যাব না, বরং চিঠি লিখে দিচ্ছি); 2 পক্ষান্তরে (লাভ না হয়ে বরং লোকসান হয়েছে)। [সং. √ বৃ অম্]। |
| বরকত [barakata] বি. 1 সৌভাগ্য; 2 প্রাচুর্য। [আ. বরকত্]। |
| বরকনে [barakanē] দ্র বর। |
| বর-কন্দাজ [bara-kandāja] বি. বন্দুকধারী সিপাই বা দেহরক্ষী। [আ. বর্ক্ + ফা. অন্দাজ্]। |
| বরকর্তা [barakartā] দ্র বর। |
| বরখান্তি [barakhānti] ক্রি. (ব্রজ.) বর্ষণ করছে। [সং. বর্ষন্তি-তু. হি. √বরখা]। |
| বর-খাস্ত [bara-khāsta] বিণ. কর্মচ্যুত, পদচ্যুত, চাকরি থেকে বা পদ থেকে অপসারিত। [আ. বরখাস্ত্]। |
| বর-খেলাপ [bara-khēlāpa] বিণ. বিপরীত, অন্যথা (আমার কথার বরখেলাপ হবে না, কর্তার আদেশের বরখেলাপ যেন না হয়)। [ফা. বরখিলাফ্]। |
| বরগা [baragā] বি. ছাদের নীচে কড়ির উপরে স্হাপিত অপেক্ষাকৃত পাতলা ছোটো কাঠ বা লোহার পাত যার উপর ছাদ নির্মিত হয়। [পো. verga]। |
| বরগা [baragā] বি. ভাগে চাষযোগ্য জমি বা তার বন্দোবস্ত। [দেশি]। ̃ দার বি. যে-ব্যক্তি পরের জমি ভাগে চাষ করে। |
| বরজ [baraja] বি. পান গাছের আচ্ছাদনবিশিষ্ট খেত, পানের খেত। [আ. বুর্জ্]। |
| বরঞ্চ [barañca] অব্য. বরং (তুমি বরঞ্চ কাল এখানেই এসো)। [সং. বরম্ + চ]। |
| বরণ [baraṇa] (বর্ণ)-এর বর্জি. বানান ('কেউ বা দিব্যি গৌর বরণ': রবীন্দ্র)। |
| বরণ [baraṇa] বি. 1 সাদরে গ্রহণ নিয়োগ বা অভ্যর্থনা (গুরুবরণ, বধূচরণ, বর্ষাবরণ, সভাপতি পদে বরণ); 2 পূজার জন্য দেবতাকে বা কন্যাদানকালে জামাতাকে অভ্যর্থনা (জামাইবরণ); 3 স্বেচ্ছায় স্বীকার (মৃত্যুবরণ, কারাবরণ); 4 প্রার্থনা; 5 নির্বাচন, মনোনয়ন; 6 বরণ করবার কাপড়। [সং. √ বৃ + অন]। ̃ কর্তা বিণ. বরণকারী, যে বরণ করে। ̃ ডালা বি. বরণের উপকরণ রাখার ডালা। ̃ মালা বি. যে-মালা দিয়ে পতিত্বে বরণ করা হয়। বরণাঙ্গুরী বি. হিন্দুদের বিবাহের সময় যে অঙ্গুরী বা আংটি দিয়ে জামাতাকে বরণ করা হয়। বরণীয় বিণ. বরণযোগ্য, সম্মাননীয় (বরণীয় অতিথি); পূজনীয়, গ্রহণীয়; প্রার্থনীয়। স্ত্রী. বরণীয়া। |
| বর-তরফ [bara-tarapha] বিণ. বরখাস্ত, পদচ্যুত। [ফা. বর্তরফ্]। |
| বরদ [barada] দ্র বর। |
| বরদা [ baradā] দ্র বর। |
| বরদার [baradāra] বি. 1 বাহক (আসাবরদার, ছড়িবরদার); 2 তামিলকারী, পালনকারী (হুকুমবরদার)। [ফা. বর্দার]। |
| বরদাস্ত [baradāsta] বি. 1 সহ্য; সহ্য করা (এসব কেউ বরদাস্ত করবে না, ফাঁকিবাজি আমার বরদাস্ত হয় না); 2 সহিষ্ণুতা। [ফা. বরদাস্ত্]। |
| বরন [barana] বি. বর্ণ -র কোমল ও আঞ্চ রূপ। |
| বর-নারী [bara-nārī] বি. উত্তমা নারী, শ্রেষ্ঠা নারী। [সং. বর + নারী]। |
| বরপুত্র [baraputra] দ্র বর। |
| বরপ্রদ [ baraprada] দ্র বর। |
| বরফ [barapha] বি. 1 তুষার (সিমলায় এখন বরফ পড়ছে); 2 জমাট-বাঁধা জল (বরফ দিয়ে শরবত)। [ফা. বরফ]। |
| বরফট্টাই [baraphaṭṭāi] দ্র বারফট্টাই। |
| বরফি [baraphi] বি. ক্ষীর দিয়ে তৈরি চারকোনা বা সামান্তরিকের আকারবিশিষ্ট মিঠাইবিশেষ। [হি. বর্ফী]। বরফিকাটা বিণ. বরফির আকারে কাটা বা তৈরি করা হয়েছে এমন। |
| বর-বটি [bara-baṭi] বি. শিমজাতীয় সবজিবিশেষ। [সং. বর্বটী]। |
| বরবর্ণিনী [barabarṇinī] দ্র বর। |
| বর-বাদ [bara-bāda] বিণ. সম্পূর্ণ নষ্ট ব্যর্থ বা পণ্ড (সব পরিশ্রম বরবাদ হয়ে গেল, তার অপদার্থতার জন্য পুরো কাজটাই বরবাদ হয়ে গেল)। [ফা. বরবাদ]। |
| বরমাল্য [baramālya] দ্র বর। |
| বরযাত্র [ barayātra] দ্র বর। |
| বরযাত্রী [ barayātrī] দ্র বর। |
| বরয়িতা [ baraẏitā] দ্র বর। |
| বরয়িত্রী [ baraẏitrī] দ্র বর। |
| বরশা [baraśā] বি. লাঠির আগায় ইস্পাতের ছুঁচলো ফলা লাগানো বেধনাস্ত্রবিশেষ, শড়কি, বল্লম। [হি. বরছা]। |
| বর্শা [ barśā] বি. লাঠির আগায় ইস্পাতের ছুঁচলো ফলা লাগানো বেধনাস্ত্রবিশেষ, শড়কি, বল্লম। [হি. বরছা]। |
| বরষ [baraṣa] যথাক্রমে বর্ষ, বর্ষণ ও বর্ষা -র কোমল রূপ। |
| বরষণ [ baraṣaṇa] যথাক্রমে বর্ষ, বর্ষণ ও বর্ষা -র কোমল রূপ। |
| বরষা [ baraṣā] যথাক্রমে বর্ষ, বর্ষণ ও বর্ষা -র কোমল রূপ। |
| বরা [barā] বি. বরাহ, শূকর ('ঢুঁসিয়ে দেবে বরামোষে':রবীন্দ্র)। [সং. বরাহ]। ̃ খুরে বিণ. ঘৃণ্য, নিকৃষ্ট লক্ষণযুক্ত বা স্বভাবযুক্ত, কুলক্ষুনে। [বরাহের খুরের বা পায়ের মতো পা যার]। |
| বরা [barā] ক্রি. বরণ করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং.√ বৃ + বাং. আ]। |
| বরাক [barāka] বি. বিণ. দীনদরিদ্র, অনুকম্পার পাত্র। [সং. √ বৃ + আক্]। স্ত্রী. বরাকী। |
| বরাঙ্গ [barāṅga] বি. 1 শ্রেষ্ঠ অঙ্গ; 2 মস্তক; 3 গুহ্যদেশ। ☐ বিণ. উত্তম অঙ্গবিশিষ্ট। [সং. বর + অঙ্গ]। স্ত্রী. বরাঙ্গা, বরাঙ্গী। |
| বরাঙ্গনা [barāṅganā] বি. 1 উত্তমা নারী; 2 সুন্দরী নারী। [সং. বর + অঙ্গনা]। |
| বরাটক [barāṭaka] বি. কর্পদক, কড়ি। [সং. বর + √ অট্ + অ + ক, আ]। |
| বরাটিকা [ barāṭikā] বি. কর্পদক, কড়ি। [সং. বর + √ অট্ + অ + ক, আ]। |
| বরাত [barāta] বি. 1 ভাগ্য, অদৃষ্ট (বরাত মন্দ); 2 দায়িত্ব, কর্মভার (অন্যের উপর বরাত দিয়ে এ-কাজ হয় না); 3 কাজের ফরমাশ, মাল সরবরাহের ফরমাশ (বিয়েবাড়ির মাছের বরাত পেয়েছে); 4 প্রয়োজন (এখানো তোমার কী বরাত?); 5 প্রতিনিধিত্বের বা ক্ষমতা দানকারী চিঠি; 6 হুণ্ডি। [আ. বরাত্]। ̃ জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের আনুকূল্য (নেহাত বরাতজোরে বেঁচে গেছি)। বরাতি বিণ. 1 প্রতিনিধিত্ব বা দায়িত্ব দেয় এমন (বরাতি চিঠি); 2 যে বিষয়ের ভার অন্যের উপর ন্যস্ত করা হয়েছে এমন (বরাতি কাজ)। |
| বরাদ্দ [barādda] বি. 1 নির্ধারণ বা নির্ধারিত ব্যবস্হা (মাসোহারা বাবদ বরাদ্দ); 2 নির্দিষ্ট ভাগ (আমার বরাদ্দটা কই?); 3 খরচাদির পূর্ব থেকে নির্ধারিত পরিমাণ (বরাদ্দের বেশি খরচ করেছ)। ☐ বিণ. নির্ধারিত (বরাদ্দ টাকা)। [ফা. বরাবর্দ্]। |
| বরাননা [barānanā] বিণ. (স্ত্রী.) সুন্দর মুখবিশিষ্টা। [সং. বর + আনন + আ]। |
| বরানু-গমন [barānu-gamana] বি. বরযাত্রী হয়ে বরের সঙ্গে বিবাহমণ্ডপে যাওয়া। [সং. বর + অনুগমন]। |
| বরাবর [barābara] ক্রি-বিণ. 1 চিরকাল, সবসময় (বরাবর এইরকমই হয়ে আসছে, এ নিয়ম বরাবরই ছিল); 2 সোজা, একটানা, সিধে (এখান থেকে বরাবর পাকা রাস্তা); 3 সমীপে, নিকটে, দিকে (নদীবরাবর চলে যাও)।☐ বিণ. তুল্য ('সুধা বিষে বরাবর': ভা. চ.)। [হি. < ফা. বরাবর]। বরাবরেষু ক্রি-বিণ. নিকটে, সমীপেষু, মান্য ব্যক্তির উদ্দেশে (বাংলা পত্রলিখনে ব্যবহৃত শিরোনামবিশেষ)। |
| বরাভয় [barābhaẏa] আশীর্বাদের বা অভয়দানের ভাবযুক্ত হাতের আঙুল দ্বারা কৃত ভঙ্গিবিশেষ বা মুদ্রা; আশীর্বাদ ও অভয়দান বা আশ্বাসদান। [সং. বর + অভয়]। |
| বরাভরণ [barābharaṇa] বি. বিবাহের পাত্রকে প্রদেয় পোশাক ও অলংকারাদি। [সং. বর + আভরণ]। |
| বরারোহা [barārōhā] বিণ. 1 (স্ত্রী.) সু়ডৌল, প্রশস্ত ও সুপুষ্ট নিতম্ববিশিষ্টা; সুন্দর ও সুপুষ্ট নিতম্বযুক্তা; 2 সুন্দরী। [সং. বর + আরোহ + (নিতম্ব) + আ]। |
| বরাসন [barāsana] বি. 1 বিবাহসভায় পাত্রের বসবার আসন; 2 সম্মানজনক বা সুন্দর বা শ্রেষ্ঠ আসন। [সং. বর + আসন]। |
| বরাহ [barāha] বি. শূকর; বিষ্ণুর দশাবতারের অন্যতম এই অবতারে বিষ্ণু বরাহের রূপে পৃথিবীকে দন্তাগ্রে ধারণ করে প্রলয়-সলিল থেকে উদ্ধার করেছিলেন। [সং.বর + আ + √ হন্ + অ]। |
| বরিখ [barikha] যথাক্রমে বর্ষা, বর্ষণ ও বর্ষা -র কোমল রূপ। |
| বরিখন [ barikhana] যথাক্রমে বর্ষা, বর্ষণ ও বর্ষা -র কোমল রূপ। |
| বরিখা [ barikhā] যথাক্রমে বর্ষা, বর্ষণ ও বর্ষা -র কোমল রূপ। |
| বরিষ [bariṣa] বি. বর্ষা, বৃষ্টি। [সং. বর্ষা। তু. হি. বারিশ]। |
| বরিষ [bariṣa] বি. বর্ষ, বত্সর। [সং. বর্ষ]। |
| বরিষ [bariṣa] অনু-ক্রি. বর্ষণ করো ('বরিষ ধরা মাঝে শান্তির বারি': রবীন্দ্র)। [প্রাকৃ. বরিষ (বরিস) < সং. √ বৃষ্]। |
| বরিষ্ঠ [bariṣṭha] বিণ. 1 শ্রেষ্ঠ, সর্বাগ্রে বরণীয় (বরিষ্ঠ কবি); 2 সর্বপ্রধান। [সং. উরু + ইষ্ঠ]। স্ত্রী. বরিষ্ঠা। বরিষ্ঠা সেবকা বি. প্রধান বা প্রথমশ্রেণির বা প্রবর শুশ্রূষাকারিণী, senior nurse. |
| বরীয়ান [barīẏāna] (-য়স্) বিণ. 1 উত্কৃষ্টতর, অপেক্ষাকৃত শ্রেয়; 2 (অশু. কিন্তু প্রচলিত) বরিষ্ঠ, শ্রেষ্ঠ। [সং. উরু + ঈয়স্]। স্ত্রী. বরীয়সী। |
| বরুণ [baruṇa] বি. সমুদ্র জল বৃষ্টি ও পশ্চিমদিকের অধিদেবতা, প্রচেতা। [সং. √ বৃ + উন]। ̃ বাণ বি. জলাধিপতি বরুণদেবের বারিবর্ষণকারী বাণ। |
| বরুয়া [baruẏā] বি. অসমিয়া পদবিবিশেষ। [বাং. অস. বড় + উয়া]। |
| বরেণ্য [barēṇya] বিণ. 1 বরণীয়, সম্মানের যোগ্য (দেশবরেণ্য নেতা, বরেণ্য অতিথি); 2 প্রার্থনীয়। [সং. বৃ + এণ্য]। |
| বরেন্দ্র [barēndra] বি. বঙ্গদেশের প্রাচীন বিভাগ; প্রাচীন গৌড়দেশ, উত্তরবঙ্গ। [সং. বর + ইন্দ্র, + ভূমি]। |
| বরেন্দ্র-ভূমি [ barēndra-bhūmi] বি. বঙ্গদেশের প্রাচীন বিভাগ; প্রাচীন গৌড়দেশ, উত্তরবঙ্গ। [সং. বর + ইন্দ্র, + ভূমি]। |
| বর্গ [barga] বি. 1 দেশ, জাতি (প্রাণীবর্গ); 2 সমূহ (মনুষ্যবর্গ); 3 গণ (স্বজনবর্গ); 4 বর্ণমালার স্পর্শবর্ণসমূহের শ্রেণি (ক-বর্গ, ত-বর্গ); 5 (গণি.) সমান দুই রাশির গুণ (বর্গফল); 6 গ্রন্হের ভাগ বা অধ্যায় (গ্রন্হের প্রথম বর্গ)। [সং. √ বৃজ্ + অ]। ̃ কিলো-মিটার বি. আয়তনের পরিমাণবিশেষ, square kilometer. ̃ ক্ষেত্র বি. যে ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্হ সমান, square. ̃ গজ বি. square-yard.̃ ফল বি. একটি সংখ্যাকে তার সমান রাশি দ্বারা গুণনের ফল। ̃ ফুট বি. square foot. ̃ মাইল বি. square mile. ̃ মিটার বি. square meter. ̃ মূল বি. নিজদ্বারা গুণিত হয়ে যে রাশি কোনো রাশি উত্পন্ন করেছে, বর্গের মূল সংখ্যা। বর্গাকার বিণ. দৈর্ঘ্য ও প্রস্হ সমান এমন (বর্গাকার ক্ষেত্র)। বর্গীয়, বর্গ্য বিণ. বর্গসম্বন্ধীয়। বর্গীয় বর্ণ (ব্যাক.) বি. ক থেকে ম পর্যন্ত পাঁচটি বর্গে বিভক্তি যে কোনো বর্ণ। |
| বর্গা [bargā] যথাক্রমে বরগা2 ও বরগাদার -এর বানানভেদ। |
| বর্গাদার [ bargādāra] যথাক্রমে বরগা2 ও বরগাদার -এর বানানভেদ। |
| বর্গাকার [bargākāra] দ্র বর্গ। |
| বর্গি [bargi] বি. ইতিহাসোক্ত মহারাষ্ট্রীয় অশ্বারোহী সৈন্যদল। [ফা. বার্গীর্]। |
| (বর্জি.) বর্গী [ (barji.) bargī] বি. ইতিহাসোক্ত মহারাষ্ট্রীয় অশ্বারোহী সৈন্যদল। [ফা. বার্গীর্]। |
| বর্গী-করণ [bargī-karaṇa] বি. বর্গে, শ্রেণিতে বা গোষ্ঠীতে বিভক্ত করা, classification. [সং. বর্গ + ঈ (চ্বি) + √ কৃ + অন]। |
| বর্গীয় [bargīẏa] দ্র বর্গ। |
| বর্গ্য [ bargya] দ্র বর্গ। |
| বর্জ [barja] ক্রি. (কাব্যে) ত্যাগ করা ('বর্জিল ভয়')। [সং. বর্জন]। |
| বর্জক [barjaka] দ্র বর্জন। |
| বর্জন [barjana] বি. 1 ত্যাগ, পরিত্যাগ, পরিহার (সীতাবর্জন, আমিষবর্জন, অভ্যাসবর্জন); 2 বয়কট (সমাজ তাকে বর্জন করেছে)। [সং. √ বৃজ্ + অন]। বর্জক বিণ. যে বর্জন বা ত্যাগ করে। বর্জনীয়, বর্জ্য বিণ. বর্জনের যোগ্য (বর্জ্য পদার্থ, এই কু-অভ্যাস বর্জনীয়)। স্ত্রী. বর্জনীয়া। বর্জিত বিণ. 1 বর্জন করা বা ত্যাগ করা হয়েছে এমন, ত্যক্ত; 2 বিরহিত, বিহীন (বাহুল্যবর্জিত)। স্ত্রী. বর্জিতা। |
| বর্জাইস [barjāisa] বি. ছাপার অক্ষরের আকারবিশেষ, মুদ্রণের টাইপবিশেষ। [ইং. < ফ. bourgeois]। |
| বর্জিত [barjita] দ্র বর্জন। |
| বর্জ্য [ barjya] দ্র বর্জন। |
| বর্ডার [barḍāra] বি. 1 প্রান্ত (শাড়ির বর্ডার); 2 সীমান্ত (ভারত পাকিস্তান বর্ডার)। [ইং. border]। |
| বর্ণ [barṇa] বি. 1 রং (গাঢ় কৃষ্ণবর্ণ); 2 অক্ষর (ব্যঞ্জনবর্ণ); 3 (ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি) জাতি (উচ্চ বর্ণের মধ্যে সীমাবদ্ধ); 4 (জ্যোতিষ.) রাশি অনুসারে জাতকের শ্রেণিভেদ (বিপ্রবর্ণ)। [সং. √ বর্ণ্ + অ]। ̃ ক্ষত্রিয় বি. বিণ. উচ্চ বর্ণের ক্ষত্রিয়। ̃ চোরা বিণ. 1 স্বাভাবিক বর্ণ গোপন রাখে এমন (বর্ণচোরা আম); 2 বাইরে থেকে ভিতর বোঝা যায় না এমন (বর্ণচোরা লোক)। ̃ চ্ছটা বি. রঙের বাহার। ̃ জ্ঞান-হীন বিণ. অক্ষরপরিচয়হীন, সম্পূর্ণ নিরক্ষর। ̃ জ্যেষ্ঠ বি. বর্ণ বা জাতির মধ্যে শ্রেষ্ঠ অর্থাত্ ব্রাহ্মণ। ̃ তত্ত্ব বি. জাতিতত্ত্ব, ethnology. ̃ পরিচয় বি. 1 অক্ষরপরিচয়, অক্ষরজ্ঞান, অ-আ ইত্যাদি শিক্ষা; 2 (আল.) প্রাথমিক জ্ঞান। ̃ বিদ্বেষ বি. অন্য বর্ণ বা জাতির প্রতি বিদ্বেষ। ̃ বিদ্বেষী (-ষিন্) বিণ. অন্য বর্ণ বা জাতির লোকের প্রতি বিদ্বেষভাবাপন্ন। ̃ বিপর্যয় বি. শব্দে কোনো বর্ণের স্হানচ্যুত হয়ে আগে বা পরে আসা। ̃ বৈচিত্র্য বি. নানা বর্ণ বা রঙের সমাহার (ময়ূরের পালকের বর্ণবৈচিত্র্য)। ̃ ময় বিণ. রঙিন; নানা রংযুক্ত। ̃ মালা বি. যে-কোনো ভাষার অক্ষরসমূহ। ̃ লোপ বি. শব্দে কোনো অক্ষরের লোপ পাওয়া। ̃ শ্রেষ্ঠ বি. বর্ণজ্যেষ্ঠ, ব্রাহ্মণ। ̃ সংকর বি. বিণ. দুই ভিন্ন বর্ণের বা জাতির মাতাপিতা থেকে উত্পন্ন জাতি; মিশ্রজাতি; দো-আঁশলা। ̃ হিন্দু বি. ব্রাহ্মণ কায়স্হাদি উচ্চবর্ণের হিন্দু যারা 'তফশিল' এর অন্তর্ভুক্ত নয়। ̃ হীন বিণ. রংহীন, বিবর্ণ। বর্ণানু-ক্রম বি. অক্ষরের পরম্পরা, alphabetical order. বর্ণানু-ক্রমে ক্রি-বিণ. অক্ষরের পরম্পরা অনুসারে, alphabetically. বর্ণান্ধ বিণ. রঙের পার্থক্য ধরতে পারে না এমন, রং চিনতে পারে না এমন, colour-bling. বি. বর্ণান্ধতা। বর্ণাশ্রম বি. ব্রহ্মচর্যাদি চতুরাশ্রম। বর্ণাশ্রম ধর্ম বি. ব্রাহ্মণাদি বর্ণের ব্রহ্মচর্য গার্হস্হ্য বানপ্রস্হ ও সন্ন্যাস এই চার আশ্রমে পালনীয় ধর্ম। বর্ণে বর্ণে ক্রি বিণ. অক্ষরে অক্ষরে; পুরোপুরি (তাঁর ভবিষ্যদ্বাণী বর্ণে বর্ণে মিলে গেছে)। |
| বর্ণন [barṇana] বি. 1 বিবরণ (ঘটনার বর্ণনা); 2 বিস্তৃত পরিচয়দান, ব্যাখ্যা (রূপের বর্ণনা); 3 দোষগুণ কথন; 4 বর্ণবিন্যাস; 5 রঙের প্রলেপ বা লেপন। [সং. √ বর্ণ্ + অন, + আ]। বর্ণনা-কুশল বিণ. বর্ণনা করতে পটু। বর্ণনাতীত বিণ. বর্ণনার অতীত, বর্ণনা করা যায় না এমন (বর্ণনাতীত নিষ্ঠুরতা, বর্ণনাতীত সৌন্দর্য)। বর্ণনা-পত্র বি. লিখিত বিবরণ; বিবরণসংবলিত কাগজ বা দলিল। বর্ণনীয় বিণ. বর্ণনার যোগ্য; বর্ণনা করতে হবে বা বর্ণনা করা যায় এমন। বর্ণিত বিণ. 1 বর্ণনা করা হয়েছে এমন, বিরত; 2 রঞ্জিত, রং দেওয়া হয়েছে এমন, রং প্রয়োগ করা হয়েছে এমন। |
| বর্ণনা [ barṇanā] বি. 1 বিবরণ (ঘটনার বর্ণনা); 2 বিস্তৃত পরিচয়দান, ব্যাখ্যা (রূপের বর্ণনা); 3 দোষগুণ কথন; 4 বর্ণবিন্যাস; 5 রঙের প্রলেপ বা লেপন। [সং. √ বর্ণ্ + অন, + আ]। বর্ণনা-কুশল বিণ. বর্ণনা করতে পটু। বর্ণনাতীত বিণ. বর্ণনার অতীত, বর্ণনা করা যায় না এমন (বর্ণনাতীত নিষ্ঠুরতা, বর্ণনাতীত সৌন্দর্য)। বর্ণনা-পত্র বি. লিখিত বিবরণ; বিবরণসংবলিত কাগজ বা দলিল। বর্ণনীয় বিণ. বর্ণনার যোগ্য; বর্ণনা করতে হবে বা বর্ণনা করা যায় এমন। বর্ণিত বিণ. 1 বর্ণনা করা হয়েছে এমন, বিরত; 2 রঞ্জিত, রং দেওয়া হয়েছে এমন, রং প্রয়োগ করা হয়েছে এমন। |
| বর্ণনীয় [barṇanīẏa] দ্র বর্ণনা। |
| বর্ণপরিচয় [barṇaparicaẏa] দ্র বর্ণ। |
| বর্ণবিদ্বেষ [ barṇabidbēṣa] দ্র বর্ণ। |
| বর্ণবিপর্যয় [ barṇabiparyaẏa] দ্র বর্ণ। |
| বর্ণবৈচিত্র্য [ barṇabaicitrya] দ্র বর্ণ। |
| বর্ণমালা [ barṇamālā] দ্র বর্ণ। |
| বর্ণশ্রেষ্ঠ [ barṇaśrēṣṭha] দ্র বর্ণ। |
| বর্ণা [barṇā] ক্রি. (কাব্যে) বর্ণনা করা ('বর্ণিল পদ্যছন্দে', 'বর্ণাইয়া কৈলা স্তব': ভা. চ.)। [সং. √ বর্ণ্ + বাং. আ, আনো]। |
| বর্ণানো [ barṇānō] ক্রি. (কাব্যে) বর্ণনা করা ('বর্ণিল পদ্যছন্দে', 'বর্ণাইয়া কৈলা স্তব': ভা. চ.)। [সং. √ বর্ণ্ + বাং. আ, আনো]। |
| বর্ণাট [barṇāṭa] বি. চিত্রকর, চিত্রশিল্পী। [সং. বর্ণ (রং) + আট (প্রয়োগকারী)]। |
| বর্ণানুক্রম [barṇānukrama] দ্র বর্ণ। |
| বর্ণান্ধ [ barṇāndha] দ্র বর্ণ। |
| বর্ণালি [barṇāli] বি. তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির রামধনুর মতো যে প্রতিসরণ হয়, তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির নানা রঙে বিভক্ত অবস্হা, spectrum. [সং. বর্ণ + আলি, আলী]। |
| বর্ণালী [ barṇālī] বি. তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির রামধনুর মতো যে প্রতিসরণ হয়, তেকোনা কাচের ভিতর দিয়ে আলোকরশ্মির নানা রঙে বিভক্ত অবস্হা, spectrum. [সং. বর্ণ + আলি, আলী]। |
| বর্ণাশ্রম [barṇāśrama] দ্র বর্ণ। |
| বর্ণিক [barṇika] বি. চিত্রকর, রঞ্জনশিল্পী। [সং. বর্ণ + ইক]। |
| বর্ণিত [barṇita] দ্র বর্ণন। |
| বর্ণিনী [barṇinī] বি. 1 নারী, রমনী (বরবর্ণিনী); 2 লেখিকা; 3 চিত্রকরী অর্থাত্ মহিলা-চিত্রকর [সং. বর্ণ + ইন্ + ঈ]। |
| বর্ণী [barṇī] (-র্ণিন্) বি. 1 চিত্রকর; 2 ব্রহ্মচারী। [সং. বর্ণ (প্রশংসা, রং) + ইন্]। |
| বর্তক [bartaka] বি. তিতিরজাতীয় পাখি, বটের, quail. [সং. √ বৃত্ + অক]। |
| বর্তন [bartana] বি. 1 বৃত্তি, জীবিকা; 2 স্হিতি, অবস্হিতি। [সং. √ বৃত্ + অন]। |
| বর্তন [bartana] বি. 1 পেষণ; 2 স্হাপন। [সং. √ বৃত্ + ণিচ্ + অন]। |
| বর্তন [bartana] বি. বাসন। [হি. বর্তন]। |
| বর্তনী [bartanī] বি. 1 বর্ত্ম, পথ; 2 বেষ্টিত বা পরিবৃত স্হান বা আয়তন, circuit; 3 তুলোর পাঁজ। [সং. বর্তন1 + ঈ]। |
| বর্ত-মান [barta-māna] বি. উপস্হিত কাল, এই সময় (বর্তমান ও ভবিষ্যত্)। ☐ বিণ. 1 উপস্হিত, উপস্হিতকালের, এখনকার (বর্তমান যুগ, বর্তমান অবস্হা); 2 বিদ্যমান, জীবিত (বর্তমান থাকা)। [সং. √ বৃত্ + মান (শানচ্)]। |
| বর্তা [bartā] ক্রি. 1 অর্শানো, উত্তরাধিকারাদি সূত্রে প্রাপ্য হওয়া (পিতার সম্পত্তি পুত্রে বর্তায়); 2 বর্তমান থাকা (বেঁচেবর্তে থাকো); 3 বাঁচা, রক্ষা পাওয়া, কৃতার্থ হওয়া (এই সাহায্য পেলে বর্তে যাব)। ☐বি. উক্ত সব অর্থে। [সং. √ বৃত্ + বাং. আ, আনো]। |
| বর্তানো [ bartānō] ক্রি. 1 অর্শানো, উত্তরাধিকারাদি সূত্রে প্রাপ্য হওয়া (পিতার সম্পত্তি পুত্রে বর্তায়); 2 বর্তমান থাকা (বেঁচেবর্তে থাকো); 3 বাঁচা, রক্ষা পাওয়া, কৃতার্থ হওয়া (এই সাহায্য পেলে বর্তে যাব)। ☐বি. উক্ত সব অর্থে। [সং. √ বৃত্ + বাং. আ, আনো]। |
| বর্তি [barti] বি. 1 প্রদীপ; 2 প্রদীপের সলতে (আলোকবর্তিকা); 3 তুলি। [সং. √ বৃত্ + ই, ক + আ]। |
| বর্তিকা [ bartikā] বি. 1 প্রদীপ; 2 প্রদীপের সলতে (আলোকবর্তিকা); 3 তুলি। [সং. √ বৃত্ + ই, ক + আ]। |
| বর্তিত [bartita] বিণ. নিষ্পাদিত, সম্পাদিত। [সং. √ বৃত্ + ণিচ্ + ত]। |
| বর্তিষ্ণু [bartiṣṇu] বিণ. স্হিতিশীল। [সং. √ বৃত + ইষ্ণু]। |
| বর্তী [bartī] (-র্তিন্) বিণ. স্হিতিশীল, বিদ্যমান (নিকটবর্তী)। [সং. √ বৃত্ + ইন্]। স্ত্রী. ̃ বর্তিনী। |
| বর্তুল [bartula] বিণ. গোলাকার, বৃত্তের মতো, spherical.☐ বি. 1 গোলক; গোলাকার বস্তু, sphere; 2 বাঁটুল, বল। [সং. √ বৃত্ + উল]। |
| বর্ত্ম [bartma] (-র্ত্মন্) বি. 1 পথ, রাস্তা, মার্গ (লৌহবর্ত্ম); 2 আচার, ব্যবহার; 3 (আল.) উপায়। [সং. √ বৃত্ + মন্]। |
| বর্ধক [bardhaka] দ্র বর্ধন। |
| বর্ধকি [bardhaki] বি. ছুতোর, সূত্রধর, কাঠের মিস্ত্রি। [সং. √ বর্ধ্ + অক + ই]। |
| বর্ধন [bardhana] বি. 1 বৃদ্ধিকরণ বা বৃদ্ধি (আনন্দবর্ধন করা, শোভা বর্ধন করা); 2 উন্নতি; 3 বৃদ্ধিপ্রাপ্তি। ☐ বিণ. বৃদ্ধিজনক, বৃদ্ধিকর (গৌরববর্ধন কার্য)। [সং. √ বর্ধি + অন]। বর্ধক বিণ. 1 বর্ধনকারী (শোভাবর্ধক); 2 ছেদক, ছেদনকারী। বর্ধমান, বর্ধিষ্ণু বিণ. বাড়ছে এমন, বৃদ্ধিশীল (ক্রমবর্ধমান জনসংখ্যা, বর্ধিষ্ণু পরিবার)। বর্ধিত বিণ. বাড়ানো হয়েছে এমন (বর্ধিত আয়)। |
| বর্ধাপন [bardhāpana] বি. 1 নবজাতকের নাড়িচ্ছেদনের সংস্কারবিশেষ; 2 জন্মদিনে মঙ্গলকামনায় অনুষ্ঠানবিশেষ; 3 জয়ন্তী, জয়ন্তী উত্সব। [সং. বৃদ্ধি + ই + অন (প্ আগম)]। |
| বর্ধিত [bardhita] দ্র বর্ধন। |
| বর্ধিষ্ণু [ bardhiṣṇu] দ্র বর্ধন। |
| বর্না [barnā] যথাক্রমে বর্ণা ও বর্ণানো -র বানানভেদ। |
| বর্নানো [ barnānō] যথাক্রমে বর্ণা ও বর্ণানো -র বানানভেদ। |
| বর্বর [barbara] বি. অসভ্য জাতি। ☐ বিণ. 1 অসভ্য (বর্বর স্বভাব); 2 নীচ; 3 পাশবিক, নিষ্ঠুর (বর্বর অত্যাচার); 4 মূর্খ। [সং. √ বৃ + বর]। ̃ তা বি. অসভ্যতা; নিষ্ঠুরতা। |
| বর্ম [barma] (-র্মন্) বি. (প্রধানত অস্ত্রাদির) আঘাত থেকে রক্ষা করবার জন্য দেহাবরণ, তনুত্রাণ, কবচ, সাঁজোয়া (বর্মধারী)। [সং. √ বৃ + মন্]। বর্মিত, বর্মী (-র্মিন্) বিণ. বর্মধারী, বর্মাচ্ছাদিত, বর্মাবৃত। |
| বর্মা [barmā] বি. ব্রহ্মদেশ। ☐ বিণ. ব্রহ্মদেশীয় (বর্মা চুরুট)। [ইং. Burma]। বর্মি বি. ব্রহ্মদেশবাসী বা ব্রহ্মের ভাষা। ☐ বিণ. ব্রহ্মদেশীয় (বর্মি জনগণ)। |
| বর্ষ [barṣa] বি. 1 বত্সর, বছর (নববর্ষ); 2 পুরণোক্ত জম্বুদ্বীপের ইলাবৃত রম্যক ভারত প্রভৃতি নয়টি অংশ; 3 বৃষ্টি; 4 মেঘ (বর্ষোপল)। [সং. √ বৃষ্ + অ]। ̃ কর বিণ. বর্ষণকারী। ☐বি. মেঘ। ̃ কাল বি. এক বত্সর। ̃ জীবী (-বিন্) বিণ. এক বত্সর বাঁচে এমন। ☐ বি. এক বত্সর বাঁচে এমন উদ্ভিদ। ̃ পঞ্জি বি. ক্যালেণ্ডার। ̃ পূর্তি বি. বছরের শেষ। ̃ প্রতিবন্ধ বি. অনাবৃষ্টি। ̃ প্রবেশ বি. নববর্ষার আরম্ভ। ̃ মান বি. বর্ষামাপক যন্ত্র। |
| বর্ষণ [barṣaṇa] বি. 1 বৃষ্টিপাত, বৃষ্টি, ধারাপতন (অকালবর্ষণ); 2 অকাতরে দান (উপদেশবর্ষণ, অনুগ্রহবর্ষণ); 3 উপর থেকে নীচে ছড়িয়ে দেওয়া। [সং. √ বৃষ্ + অন]। ̃ মন্দ্রিত বিণ. বৃষ্টির শব্দে মুখর ('বর্ষণমন্দ্রিত অন্ধকারে': রবীন্দ্র)। বর্ষণোন্মুখ বিণ. বৃষ্টির উপক্রম হয়েছে এমন। |
| বর্ষা [barṣā] বি. 1 যে ঋতুতে বৃষ্টি হয়, প্রাবৃট্কাল (এই ফুল বর্ষায় ফোটে); 2 বৃষ্টি, বৃষ্টিপাত (এই বর্ষায় বাইরে বেরিয়ো না)। [সং. √ বৃষ্ + অ + আ]। |
| বর্ষা [barṣā] ক্রি. (কাব্যে) বর্ষণ করা ('যদি বর্ষে মাঘের শেষ': খনার বচন)। [সং. √ বৃষ্ + বাং. আ]। |
| বর্ষা-কালীন [barṣā-kālīna] বিণ. 1 বৃষ্টির সময়ের; 2 বর্ষাঋতুর (সংসদের বর্ষাকালীন অধিবেশন)। [সং. বর্ষা1 + কালীন]। |
| বর্ষাগম [barṣāgama] বি. বর্ষাকালের আরম্ভ (বর্ষগমে চাষির আনন্দ)। [সং. বর্ষা1 + আগম]। |
| বর্ষাতি [barṣāti] বি. 1 ছাতা; 2 বৃষ্টির জল থেকে দেহ বাঁচাবার জামাবিশেষ, ওআটারপ্রুফ কোট। [হি. বর্সাতী]। |
| বর্ষাতি [barṣāti] বিণ. বর্ষাকালে জাত বা উত্পন্ন (বর্ষাতি ফসল)। [সং. বর্ষজাত > বর্ষাত + বাং. ই]। |
| বর্ষাত্যয় [barṣātyaẏa] বি. 1 বর্ষা বা বৃষ্টির অবসান; 2 শরত্কাল। [সং. বর্ষা1 + অত্যয়]। |
| বর্ষানো [barṣānō] ক্রি. বি. বর্ষণ করা। [সং. √ বৃষ্ + বাং. আনো]। |
| বর্ষাব-সান [barṣāba-sāna] বি. বর্ষার শেষ। [সং. বর্ষা1 + অবসান]। |
| বর্ষিত [barṣita] বিণ. 1 অবিরাম পতিত (শ্রাবণের ধারা বর্ষিত); 2 অকাতরে বা অকুণ্ঠভাবে প্রদত্ত (আশীর্বাদ বর্ষিত)। [সং. √ বৃষ্ + ণিচ্ + ত]। |
| বর্ষিষ্ঠ [barṣiṣṭha] বিণ. সর্বজ্যেষ্ঠ, সবার চেয়ে বয়সে বড়ো। [সং. বৃদ্ধ + ইষ্ঠ]। |
| -বর্ষী [-barṣī] (-র্ষিন্) বিণ. বর্ষণশীল, বর্ষণকারী (আলোকবর্ষী, অগ্নিবর্ষী বাণ)। [সং. √ বৃষ্ + ইন্]। |
| -বর্ষীয় [-barṣīẏa] বিণ. (সমাসে পরপদে) বয়সযুক্ত (ষোড়শবর্ষীয় বালক)। [সং. √ বর্ষ + ঈয়]। স্ত্রী. -বর্ষীয়া। |
| বর্ষীয়সী [barṣīẏasī] দ্র বর্ষীয়ান। |
| বর্ষীয়ান [barṣīẏāna] (-য়স্) বিণ. 1 (দুইয়ের মধ্যে) অধিকতর বৃদ্ধ বা বয়স্ক; 2 অতিশয় বৃদ্ধ; 3 (অশু. কিন্তু বাংলায় চলিত) বর্ষিষ্ঠ (বর্ষীয়ান লোককে সম্মান করা)। [সং. বৃদ্ধ + ঈয়স্]। স্ত্রী. বর্ষীয়সী। |
| (বর্জি.) বর্ষীয়ান্ [ (barji.) barṣīẏān] (-য়স্) বিণ. 1 (দুইয়ের মধ্যে) অধিকতর বৃদ্ধ বা বয়স্ক; 2 অতিশয় বৃদ্ধ; 3 (অশু. কিন্তু বাংলায় চলিত) বর্ষিষ্ঠ (বর্ষীয়ান লোককে সম্মান করা)। [সং. বৃদ্ধ + ঈয়স্]। স্ত্রী. বর্ষীয়সী। |
| বর্ষোপল [barṣōpala] বি. মেঘজাত শিলা, করকা, শিল। [সং. বর্ষ (বৃষ্টি) + উপল]। |
| বর্হ [barha] বি. ময়ূরপুচ্ছ। [সং. √ বর্হ্ + অ]। বর্হিণ, বর্হী (-হিন্) বি. ময়ূর। |
| বলবর্ধক [ balabardhaka] দ্র বল3। |
| বলবর্ধন [ balabardhana] দ্র বল3। |
| বলী-বর্দ [balī-barda] বি. ষাঁড়, বলদ, বৃষ। [সং. বল3 + √বৃধ্ + অ]। |
| (বর্জি.) বলীয়ান্ [ (barji.) balīẏān] (-য়স্) বিণ. 1 অতিশয় বলশালী; 2 বলবান, শক্তিশালী (ধনবলে বলীয়ান)। [সং. বলবত্ + ঈয়স্]। |
| (বর্জি.) ব'লে [ (barji.) ba'lē] ক্রি-বিণ. 1 বলিয়া (তাঁকে ভালো লোক বলেই জানি); 2 বিবেচনায় বা কারণে (ব্যাপারটা জানি বলেই চুপ করে আছি)। ☐ অব্য. এখনই, শীঘ্র (বৃষ্টি এল বলে)। [বলা2 দ্র]। বলে রাখা ক্রি-বিণ. আগে থেকে জানানো বা অনুমতি নেওয়া (অনেক আগেই বলে রেখেছে)। |
| বহিরাবরণ [bahirābaraṇa] বি. 1 বাহ্য আবরণ; 2 দেহের উপরের আচ্ছাদন; 3 পোশাক; 4 খোলস। [সং. বহিস্ + আবরণ]। |
| বর্হিভাগ [barhibhāga] বি. বাইরের অংশ। [সং. বহিস্ + ভাগ]। |
| বহ্বাড়ম্বর [bahbāḍ়mbara] বি. অত্যধিক ঘটা বা জাঁকজমক। [সং. বহু3 + আড়ম্বর]। |
| বাগ্-ডম্বর [bāg-ḍambara] বি. বাগাড়ম্বর; কথার বিস্তার। [সং. বাচ্ + ডম্বর (=আড়ম্বর, ঘটা)]। |
| বাগাড়ম্বর [bāgāḍ়mbara] বি. ফাঁকা কথার ঘটা, বড়ো বড়ো কথা। [সং. বাচ্ + আড়ম্বর]। |
| বাগীশ্বর [ bāgīśbara] বি. বাক্পতি; বাগ্মী; বাচস্পতি; বৃহস্পতি। [সং. বাচ্ + ঈশ, ঈশ্বর]। বাগীশা, বাগীশ্বরী বি. (স্ত্রী.) সরস্বতীদেবী। |
| বাঘাম্বর [bāghāmbara] বি. বাঘছালের বস্ত্র। [সং. ব্যাঘ্রাম্বর]। |
| বাণেশ্বর [bāṇēśbara] বি. বাণাসুরের ইষ্টদেবতা দেবাদিদেব শিব। [সং. বাণ (অসুরবিশেষ) + ঈশ্বর]। |
| বাতাবরণ [bātābaraṇa] বি. পরিবেশ (প্রীতির বাতাবরণ, সন্দেহের বাতাবরণ)। [হি. বাতাবরণ < সং. বাত2 + আবরণ]। |
| বাতাবর্ত [bātābarta] বি. ঘূর্ণিবায়ু। [সং. বাত + আবর্ত]। |
| (বর্জি.) বাতাসী [ (barji.) bātāsī] বি. 1 আঁশহীন ছোটো মাছবিশেষ; 2 ক্রমাগত আকাশে উড়তে থাকে এমন কালো রঙের পাখিবিশেষ, swift. [বাং. বাতাস + ই]। |
| বাবরি [bābari] বি. সিংহের কেশরের মতো বড়ো ও কোঁকড়ানো চুল; কাঁধ পর্যন্ত লম্বা কোঁকড়া চুল। [ফা. ববর (=সিংহ) + বাং. ই]। বাবরি-কাটা বিণ. বাবরির মতো কোঁকড়ানো। |
| বামাবর্ত [bāmābarta] বি. বামদিকে আবর্তন। ☐ বিণ. বামদিকে আবর্তযুক্ত, বাম অভিমুখী, বাঁদিকে ঘোরে এমন (বামাবর্ত শঙ্খ)। [সং. বাম2 + আবর্ত]। |
| বর-ফট্টাই [ bara-phaṭṭāi] বি. 1 বাইরের অর্থাত্ মৌখিক আস্ফালন বা বড়াই; 2 মিথ্যা জাঁক। [তু. সং. বাহাস্ফোট]। |
| বারবরদার [bārabaradāra] দ্র বার3। |
| বারবরদারি [ bārabaradāri] দ্র বার3। |
| (বর্জি.) বার [ (barji.) bāra] বি. বিণ. 12 সংখ্যা বা সংখ্যক, দ্বাদশ। [হি. বারহ্]। ̃ ই বি. মাসের দ্বাদশ তারিখ। ☐ বিণ. দ্বাদশ তারিখের (বারোই ফাল্গুন)। ̃ দুয়ারি বিণ. বারোটি দরজাযুক্ত। বারোটা বাজা, বারো বাজা ক্রি. বি. (আল. কৌতু.) 1 উচ্ছন্নে যাওয়া; 2 বিকল হওয়া, বিগড়ে যাওয়া। ̃ ভুঁইয়া, ̃ ভুঞা ভুঁইয়া দ্র। ̃ ভূত বি. (আল.) নানা বা বহু অবাঞ্ছিত লোক (বারোভূতে লুটেপুটে খাচ্ছে)। বারো মাস বি. ক্রি-বিণ. এক বছর; এক বছর ধরে; সর্বদা। বারো মাস ত্রিশ দিন সর্বদা। বারো মাসে তেরো পার্বণ বছরের বারো মাসে অনুষ্ঠেয় নানান ধর্মীয় ও সামাজিক উত্সব; সারা বছর জুড়ে পালাপার্বণের আধিক্য। ̃ মাস্যা, ̃ মাসি বি. বত্সরের বারো মাসে এবং সব ঋতুতে মানুষের সুখ দুঃখের কাহিনি বা কাহিনিসংবলিত কবিতা। বারো-মেসে বিণ. বছরের সবসময়ই ঘটে বা হয় এমন। বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি আসল ব্যাপারের চেয়ে তুচ্ছ ব্যাপার নিয়ে বাড়াবাড়ি। |
| (বর্জি.) বিজনী [ (barji.) bijanī] বি. হাতপাখা ('বেহুলা বিজনী বুনিল': বি. গু)। [সং. ব্যজনী]। |
| (বর্জি.) বিজলী [ (barji.) bijalī] বি. 1 বিদ্যুত্, তড়িত্; 2 বৈদ্যুতিক বাতি। [প্রাকৃ. বিজ্জুলী < সং. বিদ্যুত্-তু. সাঁও. বিজলি]। ̃ বাতি বি. বিদ্যুতের সাহায্যে জ্বালানো বাতি, electric light. |
| বিজ্বর [bijbara] বিণ. জ্বরমুক্ত। [সং. বি + জ্বর]। |
| (বর্জি.) বিদ্বান্ [ (barji.) bidbān] (-দ্বস্) বিণ. বি. 1 পণ্ডিত, সুশিক্ষিত; 2 জ্ঞানী। [সং. √ বিদ্ + বস্]। বিণ. (স্ত্রী.) বিদূষী। |
| (বর্জি.) বিদ্রূপ [ (barji.) bidrūpa] বি. শ্লেষমিশ্রিত উপহাস, ব্যঙ্গ, ঠাট্টা। [< সং. বিদ্রব]। বিদ্রুপাত্মক বিণ. বিদ্রুপপূর্ণ, ব্যঙ্গাত্মক (বিদ্রুপাত্মক উক্তি)। |
| বিনশ্বর [binaśbara] বিণ. বিনাশধর্মী; অনিত্য। [সং. বি + √ নশ্ + বর]। বি. ̃ তা। |
| বিনি-বর্তন [bini-bartana] বি. 1 পুনরায় আগমন বা গমন, প্রত্যাবর্তন, ফিরে আসা বা ফিরে যাওয়া; 2 বিরতি। [সং. বি + নি + √ বৃত্ + অন]; 3 ফেরানো। [সং. বি + নি + √ বৃত্ + ণিচ্ + অন]। বিনি-বর্তিত বিণ. ফেরানো বা নিরস্ত করা হয়েছে এমন। বিনি-বৃত্ত বিণ. ফিরেছে বা নিরস্ত হয়েছে এমন (বনবাস থেকে বিনিবৃত্ত)। |
| বিপরি-বর্তন [bipari-bartana] বি. 1 বিশেষ পরিবর্তন; 2 বিপরীত পরিবর্তন, বিপর্যাস; 3 ঘুরানো ফিরানো। [সং. বি + পরিবর্তন]। বিণ. বিপরি-বর্তিত। |
| বিবর [bibara] বি. 1 গহ্বর, গর্ত (সর্পবিবর); 2 ছিদ্র (কর্ণবিবর)। [সং. বি + √ বৃ + অ]। |
| বিবরণ [bibaraṇa] বি. 1 বিবৃতি (ঘটনার পূর্ণ বিবরণ); 2 বর্ণনা, ব্যাখ্যান; 3 বৃত্তান্ত, কাহিনি। [সং. বি + √ বৃ + অন]। বিবরণী বি. (বাং.) বিবরণ-সংবলিত লিপি (সভার কার্যবিবরণী)। বিবরণীয় বিণ. বর্ণনা বা বিবৃত করার যোগ্য। |
| বিবরা [bibarā] ক্রি. (কাব্যে) বিবৃত করা, বিশদভাবে বলা ('কহ মোরে বিবরিয়া': মধু.)। [সং. বি + √ বৃ + বাং. আ]। |
| বিবর্জক [bibarjaka] বিণ. বর্জনকারী, ত্যাগকারী। [সং. বি + √ বর্জ্ + অক]। বিবর্জন বি. সম্পূর্ণ বর্জন, পরিত্যাগ। বিবর্জিত বিণ. 1 সম্পূর্ণ পরিত্যক্ত; 2 রহিত (রাগদ্বেষ বিবর্জিত)। স্ত্রী. বিবর্জিতা (স্বামীবিবর্জিতা)। |
| বিবর্ণ [bibarṇa] বিণ. 1 নিষ্প্রভ, ফ্যাকাসে (দুসংবাদ শুনে মুখ বিবর্ণ হওয়া); 2 মলিন (বিবর্ণ পোশাক)। [সং. বি + বর্ণ]। স্ত্রী. বিবর্ণা। বি. ̃ তা। |
| বিবর্ত [bibarta] বি. 1 ঘূর্ণন; 2 ভ্রমণ; 3 পরিবর্তন; 4 পরিবর্তিত অবস্হা, পরিণাম; 5 (দর্শ.) রূপভেদ; 6 মায়াময়রূপে স্হিতি; 7 ভ্রম। [সং. বি + √ বৃত্ + অ]। ̃ বাদ বি. (দর্শ.) মায়াবাদ, (রজ্জুতে সর্পভ্রমের মতো) ব্রহ্মে অসত্য মায়াময় জগতের অস্তিত্ব ভেবে নেওয়ার ভ্রমরূপ মতবাদ। |
| বিবর্তন [bibartana] বি. 1 ঘূর্ণন, আবর্তন; 2 ভ্রমণ; 3 প্রত্যাবর্তন; 4 ক্রমবিকাশ, ক্রমপরিবর্তন (জীবের বিবর্তন)। [সং. বি + √ বৃত্ + অন]। ̃ বাদ ক্রমবিকাশের মতবাদ, theory of evolution. |
| বিবর্তিত [bibartita] বিণ. 1 ফিরিয়ে আনা হয়েছে এমন; 2 ঘুরানো হয়েছে এমন, ঘূর্ণিত; 3 প্রত্যাবর্তিত; 4 পরিবর্তিত, ক্রমবিকাশের ফলে পরিবর্তিত। [সং. বি + √ বৃত্ + ণিচ্ + ত]। |
| বিবর্ধক [bibardhaka] বিণ. বিবর্ধনকারী। [সং. বি + বর্ধক]। বিবর্ধক কাচ বি. যে কাচের ভিতর দিয়ে দেখলে অক্ষরাদি বড়ো দেখায়, magnifying glass. |
| বিবর্ধন [bibardhana] বি. 1 সম্যক বৃদ্ধিসাধন। [সং. বি + √ বৃধ্ + ণিচ্ + অন]; 2 সম্যক বৃদ্ধি। [সং. বি + √ বৃধ্ + অন্]। বিবর্ধিত বিণ. সম্যক বর্ধিত; বিশেষভাবে বৃদ্ধিপ্রাপ্ত (বিবর্ধিত উপার্জন)। |
| (বর্জি.) বিবাগী [ (barji.) bibāgī] বিণ. 1 উদাসীন ('বল কার লাগি হয়েছ বিবাগী': নজরুল); 2 সংসারত্যাগী; 3 ভোগসুখে বিমুখ; 4 দেশত্যাগী। [সং. বি + বাং. বাগ2 + ই-তু. ফা. বেগানহ্]। |
| বিভাবরী [bibhābarī] বি. রাত্রি ('জাগরণে যায় বিভাবরী': রবীন্দ্র)। [সং. বি + √ ভা + বন্ + ঈ, ন্ স্হানে র্ আগম]। |
| (বর্জি.) বীমা [ (barji.) bīmā] বি. কিস্তিতে কিস্তিতে প্রদেয় চাঁদার বিনিময়ে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কিংবা মৃত্যু বা দুর্ঘটনা ঘটলে মেয়াদের পূর্বেই জীবন সম্পত্তি বা মূল্যবান দ্রব্যাদির ক্ষতিপূরণবাবদ অর্থ পাবার চুক্তি, insurance. [ফা. বিমাহ্]। ̃ পত্র বি. বিমার দলিল, insurance policy. |
| বিশ্বেশ্বর [biśbēśbara] বি. 1 পরমেশ্বর; 2 শিব; 3 কাশীর শিবলিঙ্গ। [সং. বিশ্ব + ঈশ্বর]। বিশ্বেশ্বরী বি. স্ত্রী. 1 পরমেশ্বরী, আদ্যাশক্তি; 2 দুর্গাদেবী। |
| বীরেশ্বর [bīrēśbara] বি. শ্রেষ্ঠ বীর। [সং. বীর + ঈশ্বর]। |
| বেআবরু [bēābaru] বিণ. 1 পর্দা বা আবরণ সরিয়ে ফেলা হয়েছে এমন, আবরণহীন; 2 নির্লজ্জ; 3 ইজ্জতভ্রষ্ট। [ফা. বে + আবরু]। |
| (বর্জি.) বেনারসী [ (barji.) bēnārasī] বিণ. বেনারস বা বারাণসীতে প্রস্তুত বা উপজাত (বেনারসি শাড়ি)। ☐ বি. বেনারসি শাড়ি। [বাং. বেনারস + ই]। |
| বৈবর্ণ [baibarṇa] বি. বিবর্ণতা, বিবর্ণ ভাব। [সং. বিবর্ণ + অ, য]। |
| বৈবর্ণ্য [ baibarṇya] বি. বিবর্ণতা, বিবর্ণ ভাব। [সং. বিবর্ণ + অ, য]। |
| ব্যাবর্তন [byābartana] বি. 1 প্রত্যাবর্তন; 2 আবর্তন; 3 (বিজ্ঞা.) মোচড়। [সং. বি + আ + √ বৃত্ + ণিচ্ + অন]। ব্যবর্তক বিণ 1 পৃথক্কারক; ভেদক; 2 পরিবেষ্টনকারী। ব্যবর্তিত বিণ. প্রত্যাবৃত্ত; প্রত্যাবর্তন করানো হয়েছে এমন; আবর্তিত; মোচড়ানো হয়েছে এমন। ব্যাবৃত বিণ. প্রত্যাবৃত্ত; নিবৃত্ত; খণ্ডিত; নিরাকৃত। ব্যাবৃত্তি বি. ব্যাবর্তন। |
| ব্রহ্মাবর্ত [brahmābarta] বি. কুরুক্ষেত্রের নিকটে এবং সরস্বতী নদীর পাশে অবস্হিত প্রাচীন দেশ। [সং. ব্রহ্ম + আবর্ত]। |
| ভারত-বর্ষ [bhārata-barṣa] বি. হিমালয় প্রর্বতমালার দক্ষিণে অবস্হিত তিন দিকে সমুদ্রবেষ্টিত দেশ। [সং. ভারত + বর্ষ]। |
| ভারত-বর্ষীয় [bhārata-barṣīẏa] বিণ. ভারতবর্ষসম্বন্ধীয়। |
| ভূস্বর্গ [ bhūsbarga] দ্র ভূ2। |
| মক-বরা [maka-barā] বি. 1 সমাধি; 2 সমাধিস্তম্ভ। [আ. মক্বরা]। |
| মহেশ্বর [ mahēśbara] বি. শিব মহাদেব। [সং. মহত্+ ঈশ, ঈশান, ঈশ্বর]। মহেশী মহেশানী, মহেশ্বরী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। ̃ .পুরী বি কৈলাসধাম। |
| মাতব্বর [mātabbara] বি. বিণ. 1 প্রধান, মুরুব্বি, সর্দার (গ্রামের মাতব্বর); 2 হোমরাচোমরা, গণ্যমান্য (মাতব্বর ধরণের লোক)। [আ. মুঅতবর্]। মাতব্বরি বি. মাতব্বরের পদ বা কাজ; মোড়লি। |
| মিত-বর [mita-bara] বি. বিবাহকালে যে বালক বরের সহযাত্রী হয় এবং পাশে থাকে, নিতবর। [সং. মিত্রবর]। তু. মিত-কনে বি. (স্ত্রী.) বিবাহকালে যে সখী কনের পাশে পাশে থাকে। |
| মুসব্বর [musabbara] বি. অগুরু-জাতীয় গন্ধদ্রব্যবিশেষ [আ. মুসব্র]। |
| যাযাবর [yāyābara] বি. বিণ. 1 নিয়ত ভ্রমণকারী, ভবঘুরে; 2 যে সম্প্রদায় নির্দিষ্ট এক জায়গায় বসবাস করে না, নানা স্হানে বা দেশে ঘুরে বেড়ায়; 3 নির্দিষ্ট গৃহ নেই এমন। [সং. √ যা + যঙ্ + বর]। যাযাবর পাখি যে পাখি বারোমাস এক দেশে না থেকে শীতঋতুতে অন্য দেশে পরিযায়ী হয়। |
| যোদ্ধৃবর্গ [yōddhṛbarga] দ্র যোদ্ধা। |
| যৌবরাজ্য [yaubarājya] বি. যুবরাজের পদ; শাসক নৃপতির সহায়তাকারী পুত্রের রাজপদ (যৌবরাজ্যে অভিষিক্ত হলেন)। [সং. যুবরাজ + য]। |
| রাজ-বর্ত্ম [rāja-bartma] (-র্ত্মন্) বি. রাজপথ। [সং. রাজ4 + বর্ত্মন্]। |
| রাজৈশ্বর্য [rājaiśbarya] বি. 1 রাজার ঐশ্বর্য 2 রাজার যোগ্য বা তুল্য ঐশ্বর্য। [সং. রাজন্ + ঐশ্বর্য]। |
| রাসেশ্বর [rāsēśbara] বি. শ্রীকৃষ্ণ। [সং. রাস2 + ঈশ্বর]। রাসেশ্বরী বি. (স্ত্রী.) রাসপ্রিয়া ঈশ্বরী, শ্রীরাধা। |
| লম্বর-দার [lambara-dāra] বি. যে মোড়লশ্রেণির ব্যক্তি বা মুখপাত্র সরকারের পক্ষে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে। [বাং. নম্বর (ইং number) + ফা. দার]। |
| লেজে-গোবরে [lējē-gōbarē] দ্র লেজ। |
| (বর্জি.) শটী [ (barji.) śaṭī] বি. হলুদজাতীয় ওষধিবিশেষ বা তার কন্দ যা থেকে পালো তৈরি হয়। [সং. √ শট্ + ই]। ̃ ফুড বি. শটি থেকে প্রস্তুত পালো। |
| শবর [śabara] বি. ব্যাধ, কিরাত, ভারতের প্রাচীন শিকারি জাতিবিশেষ। [সং. শব + √ রা + অ]। স্ত্রী. শবরী। শবরীর প্রতীক্ষা 1 রামায়ণে রামের সেবা করার জন্য ব্যাধ-পত্নী শবরীর সুদীর্ঘ প্রতীক্ষা; 2 (আল.) সুদীর্ঘ অপেক্ষা বা প্রতীক্ষা। |
| শবে-বরাত [śabē-barāta] বি. চান্দ্র শাবান মাসের চতুর্দশ দিনে পালনীয় মুসলমানি পর্ববিশেষ। [আ. শব্-ই-বরাত্]। |
| শম্বর [śambara] বি. 1 বড়ো হরিণবিশেষ; 2 মাছবিশেষ; 3 পৌরাণিক অসূরবিশেষ; 4 জল। [সং. √ শম্ব্ + অর]। শম্বরারি বি. শম্বর নামক অসুরের হন্তা কামদেব। |
| শর্বরী [śarbarī] বি. 1 রাত্রি, রজনী ('দেখা দিল রাজদণ্ডরূপে, পোহালে শর্বরী': রবীন্দ্র); 2 নারী। [সং. √ শৃ + বর + ঈ]। |
| (বর্জি.) শলী [ (barji.) śalī] বি. ধান বা অনুরূপ শস্যের পরিমাণ। [সং. শুল্ব]। |
| (বর্জি.) শাড়ী [ (barji.) śāḍ়ī] বি. ভারতীয় স্ত্রীলোকদের পরিধেয় দীর্ঘ বস্ত্রবিশেষ। [সং. শাঢী]। |
| শাবর [śābara] বিণ. শবরজাতি-সম্বন্ধীয়। [সং. শবর + অ]। |
| (বর্জি.) শালূক [ (barji.) śālūka] বি. 1 পদ্মাদির মূল; 2 (বাং.) কুমুদ, পদ্মের নাল। [সং. √ শাল্ + উক, ঊক]। |
| (বর্জি.) শিঙ্গা [ (barji.) śiṅgā] বি. ফুঁ দিয়ে বাজাবার জন্য শিং-এর তৈরি বা শিং-এর আকারবিশিষ্ট ধাতুনির্মিত বাদ্যযন্ত্রবিশেষ। [সং. শৃঙ্গ]। ̃ দার বি. যে শিঙা বাজায়। শিঙা ফোঁকা ক্রি. বি. (আল.) মরে যাওয়া। |
| (বর্জি.) শিঙ্গি [ (barji.) śiṅgi] বি. মাথায় সরু দাঁড়াওয়ালা মাগুরজাতীয় জিয়লমাছবিশেষ। [সং. শৃঙ্গী]। |
| (বর্জি.) শিহরণ [ (barji.) śiharaṇa] বি. 1 রোমাঞ্চ; 2 কম্পন ('দুরস্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরন': জী. দা.)। [বাং. √ শিহরা, শিউরা]। |
| (বর্জি.) শৌখীন [ (barji.) śaukhīna] বিণ. 1 শখযুক্ত, বিলাসী; 2 রুচিসম্পন্ন (শৌখিন বেশভূষা); 3 মনোরম, শখ মেটায় বা তৃপ্ত করে এমন (শৌখিন দ্রব্য); 4 শখের (শৌখিন বৈরাগ্য)। [আ. শৌকীন্]। |
| ষড়্বর্গ [ṣaḍ়barga] দ্র ষড়্রিপু। |
| ষড়ৈশ্বর্য [ṣaḍ়aiśbarya] বি. ভগবানের ঐশ্বর্যাদি ছয়প্রকার মহিমা। [সং. ষট্ + ঐশ্বর্য]। |
| সংবরণ [sambaraṇa] বি. 1 নিবারণ, সংযমন, দমন, নিয়ন্ত্রণ (লোভ সংবরণ, গতি সংবরণ); 2 আবরণ; 3 সংগোপন। [সং. সম্ + √ বৃ + অন]। |
| সংবরা [sambarā] ক্রি. (কাব্যে) সংবরণ বা নিবারণ করা ('সংবর সংবর শূল': গি. ঘো.)। [সং. সম্ + √ বৃ + বাং. আ]। |
| সংবর্ত [sambarta] বি. 1 মহাপ্রলয়; 2 মেঘবিশেষ। [সং. সম্ + √ বৃত্ + অ]। ̃ ক, ̃ ন বি. প্রলয়কালীন মেঘ। সংবর্তি, সংবর্তিকা বি. 1 পদ্মাদির নতুন পাতা; 2 প্রদীপের শিখা; 3 প্রদীপের সলতে। |
| সংবর্ধক [sambardhaka] দ্র সংবর্ধন। |
| সংবর্ধন [sambardhana] বি. 1 সম্যক বৃদ্ধি; 2 সসম্মান অভ্যর্থনা; 3 সম্মান প্রদর্শন। [সং. সম্ + √ বৃধ্ + ণিচ্ + অন]। সংবর্ধক বিণ. বি. সংবর্ধনকারী। সংবর্ধিত বিণ. সংবর্ধনা করা হয়েছে এমন। |
| সংবর্ধনা [sambardhanā] বি. 1 সম্যক বৃদ্ধি; 2 অভ্যর্থনা বা সম্মান প্রদর্শন (বিদায়সংবর্ধনা)। [সং. সম্ + √ বৃধ্ + ণিচ্ + অন + আ]। |
| (বর্ত. বর্জি.) সজনী [ (barta. barji.) sajanī] বি. (বৈ. সা.) 1 সখী, সহচরী; 2 প্রণয়িনী ('সজনী সজনী রাধিকা লো': রবীন্দ্র)। [সং. স্বজনী]। |
| সত্বর [satbara] বিণ. ক্রি-বিণ. ত্বরাযুক্ত, শীঘ্র, তাড়াতাড়ি (সত্বর সেখানে যাও)। [সং. সহ + ত্বরা]। |
| সবরি [sabari] বি. মর্তমান কলা। [দেশি]। |
| সবরি-কলা [ sabari-kalā] বি. মর্তমান কলা। [দেশি]। |
| সবর্ণ [sabarṇa] বি. 1 সমান বর্ণ বা জাতি; 2 (ব্যাক.) যাদের উচ্চারণস্হান বা উচ্চারণের প্রযত্ন সমান এমন বর্ণ। ☐ বিণ. 1 সমজাতিযুক্ত; 2 সদৃশ (তু. অসবর্ণ বিবাহ)। [সং. সমান + বর্ণ]। |
| সবেবরাত [sabēbarāta] দ্র শবেবরাত। |
| সমা-বর্তন [samā-bartana] বি. 1 প্রত্যাবর্তন; 2 ব্রহ্মচর্য পালনের পর গুরুগৃহ থেকে গার্হস্হ্যজীবনে প্রত্যাগমন; 3 (বাং) 'স্নাতক' ছাত্রগণকে উপাধি-বিতরণের সভা, convocation. [সং. সম্ + আবর্তন]। সমাবৃত্ত বিণ. 1 প্রত্যাবৃত্ত; 2 ব্রহ্মচর্য পালনের পর গৃহধর্মে প্রত্যাগত। |
| সম্বর [sambara] যথাক্রমে শম্বর, সংবরণ ও সংবরা -র বানানভেদ। |
| সম্বরণ [ sambaraṇa] যথাক্রমে শম্বর, সংবরণ ও সংবরা -র বানানভেদ। |
| সম্বরা [ sambarā] যথাক্রমে শম্বর, সংবরণ ও সংবরা -র বানানভেদ। |
| সম্বরা [sambarā] বি. ব্যঞ্জনাদি সুস্বাদু করবার জন্য তেল-মশলা মিশাবার প্রক্রিয়াবিশেষ, ফোড়ন। [সং. সম্ভার]। |
| সম্মুখবর্তী [ sammukhabartī] দ্র সম্মুখ। |
| (বর্জি.) সম্রাট্ [ (barji.) samrāṭ] বি. বহু রাষ্ট্রের অধিপতি, রাজাধিরাজ, সার্বভৌম নৃপতি। [সং. সম্ + √ রাজ্ + ক্বিপ্]। |
| সর-বরাহ [sara-barāha] বি. জোগান। [ফা.]। ̃ কারী বিণ. জোগানদার। |
| সরিদ্বরা [saridbarā] বি. (স্ত্রী.) 1 শ্রেষ্ঠ নদী; 2 গঙ্গা। [সং. সরিত্ + বর (শ্রেষ্ঠ) + আ]। |
| সরো-বর [sarō-bara] বি. 1 বড়ো পুকুর, দিঘি; 2 হ্রদ; 3 (সং.) পদ্মাদিযুক্ত পুষ্করিণী। [সং. সরস্ + বর]। |
| (বর্জি.) সল্মা [ (barji.) salmā] বি. সোনা বা রুপোর তারে বোনা বুটি। [হি. শলমা-তু. আ. সলম]। |
| সাবর্ণ [sābarṇa] বিণ. দ্বিতীয় মনু। [সং. সবর্ণ + অ]। সাবর্ণি বি. সূর্যপুত্র অষ্টম মনু। |
| সিদ্ধেশ্বরী [siddhēśbarī] বি. দেবীবিশেষ। [সং. সিদ্ধা + ঈশ্বরী]। |
| (বর্জি.) সুঁদরী [ (barji.) sun̐darī] বি. সুন্দরবনের গাছবিশেষ বা তার কাঠ। [সং. সুন্দরী]। |
| সুখবর [sukhabara] দ্র সু। |
| সুখৈশ্বর্য [sukhaiśbarya] বি. সুখ ও ধনসম্পত্তি। [সং. সুখ + ঐশ্বর্য]। |
| (বর্জি.) সুপারিস [ (barji.) supārisa] বি. পরের জন্য অনুরোধ। [ফা. সুফারিশ]। |
| সুবর্ণ [subarṇa] বি. 1 হলদে রঙের ধাতুবিশেষ, সোনা; 2 স্বর্ণমুদ্রা, মোহর; 4 স্বর্ণের বা স্বর্ণমুদ্রার প্রাচীন পরিমাণবিশেষ (=মাষা); 4 ধন, সম্পত্তি; 5 সুন্দর রং; 6 সুন্দর অক্ষর। ☐ বিণ. 1 সুন্দর বর্ণবিশিষ্ট; 2 সুন্দর অক্ষরযুক্ত। [সং. সু + বর্ণ]। ̃ কার বি. স্বর্ণকার, স্যাকরা। ̃ জয়ন্তী দ্র জয়ন্তী। ̃ বণিক বি. স্বর্ণব্যবসায়ী; হিন্দু জাতিবিশেষ, সোনার বেনে। ̃ ময় বিণ. সোনা দিয়ে তৈরি; সোনায় ভরা। সুবর্ণ সুযোগ বি. শ্রেষ্ঠ বা দুর্লভ সুযোগ। [ইং. golden opportunity র অনুবাদ]। |
| সুরেশ্বর [surēśbara] বি. 1 মহাদেব, শিব; 2 ইন্দ্র। [সং. সুর + ঈশ্বর]। সুরেশ্বরী বি. (স্ত্রী.) 1 দুর্গা; 2 গঙ্গা। |
| সুস্বর [ susbara] দ্র সু। |
| সেপ্টেম্বর [sēpṭēmbara] বি. ইংরেজি নবম মাস (ভাদ্রের মাঝামাঝি থেকে আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত)। [ইং. september]। |
| সৌবর্চল [saubarcala] বিণ. সুবর্চলদেশীয়। ☐ বি. 1 লবণবিশেষ; 2 শোরা। [সং. সুবর্চল + অ]। |
| সৌবর্ণ [saubarṇa] বিণ. স্বর্ণনির্মিত, সুবর্ণময়। [সং. সুবর্ণ + অ]। |
| স্হাণ্বীশ্বর [shāṇbīśbara] বি. শিবলিঙ্গবিশেষ। [সং. স্হাণু + ঈশ্বর]। |
| স্হানেশ্বর [shānēśbara] বি. বর্তমান থানেশ্বর, কুরুক্ষেত্র। [সং. স্হান + ঈশ্বর]। |
| স্হাবর [shābara] বিণ. 1 অচল, (জমি বাড়ি বা বৃক্ষাদির মতো) স্হানান্তরিত করা যায় না এমন (স্হাবর সম্পত্তি); 2 জ়ড়, অচেতন, স্হিতিশীল (স্হাবরজঙ্গম)। [সং. √ স্হা + বর]। |
| স্বর [sbara] বি. 1 কণ্ঠধ্বনি; 2 সংগীতে সুর; 3 শব্দ (কলস্বরে); 4 যে ধ্বনির উচ্চারণে কণ্ঠের মধ্যে কোথাও বাধার সৃষ্টি হয় না; 5 (বেদমন্ত্রের উচ্চারণে) উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত-এই ত্রিবিধ ধ্বনি; 6 (সং. ব্যাক.) হ্রস্ব, দীর্ঘ ও প্লুত-এই ত্রিবিধ ধ্বনি। [সং. √ স্বৃ (শব্দ করা অর্থে) + অ]। ̃ গ্রাম বি. সংগীতে সুরসপ্তক অর্থাত্ ষড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত ও নিষাদ। ̃ বর্ণ বি. অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ: স্বয়ং এবং অবাধে উচ্চারিত এই বর্ণসমূহ। ̃ ভক্তি বি. (ভাষা.) বিপ্রকর্ষ দ্র। ̃ ভঙ্গ বি. 1 কণ্ঠস্বরের বিকৃতিরূপ রোগ; 2 সাত্ত্বিক ভাববিশেষ। ̃ লহরি বি. সুরের ঢেউ। ̃ লিপি বি. (সংগীতে) সুর তাল প্রভৃতির সাংকেতিক বর্ণনা-সংবলিত লিপি। ̃ সংগতি বি. 1 (ধ্বনিতত্ত্বে) পাশাপাশি অবস্হিত দুটি অসম স্বরধ্বনির কাছাকাছি চলে আসা (যেমন বিলাতি > বিলেতি, বিলিতি); 2 সংগীতে ঐকতান। ̃ সন্ধি বি. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা স্বরান্ত পদের সঙ্গে স্বরাদি পদের সংযোগ। স্বরাগম বি. দুই ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনির আগম-যথা বর্ণ > বরন। |
| স্বরচিত [sbaracita] বিণ. নিজের দ্বারা বা স্বীয় কল্পনাবলে রচিত (স্বরচিত গ্রন্হ, স্বরচিত সমস্যাজাল)। [সং. স্ব + রচিত]। |
| স্বরাজ [sbarāja] বি. 1 স্বায়ত্তশাসন; 2 স্বাধীনতা। [তু. সং. স্বরাট্]। |
| স্বরাজ্য [sbarājya] বি. 1 নিজের দ্বারা শাসিত অর্থাত্ স্বাধীন রাজ্য বা সরকার; 2 নিজের রাজ্য। [সং. স্ব + রাজ্য]। |
| স্বরাট [sbarāṭa] (-রাজ্) বি. ঈশ্বর যিনি স্বয়ংদীপ্ত বা স্বতঃসিদ্ধ। [সং. স্ব + √ রাজ্ (দীপ্তি-অর্থক) + ক্বিপ্]। |
| স্বরান্ত [sbarānta] বিণ. (ব্যাক.-শব্দ সম্বন্ধে) অন্তে স্বরধ্বনিযুক্ত। [সং. স্বর + অন্ত]। |
| স্বরাষ্ট্র [sbarāṣṭra] বি. 1 স্বরাজ্য; 2 রাজ্যের বা দেশের অভ্যন্তরীণ শাসন ও অন্যান্য বিষয়। [সং. স্ব + রাষ্ট্র]। ̃ মন্ত্রী বি. দেশের বা রাজ্যের অভ্যন্তরীণ শাসন ও অন্যান্য বিষয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী। |
| স্বরিত [sbarita] বি. উদাত্ত ও অনুদাত্তের মধ্যবর্তী স্বর। ☐ বিণ. উচ্চারিত, ধ্বনিত। [সং. স্বর + ইত]। |
| স্বরীশ্বর [sbarīśbara] বি. স্বর্গের অধিপতি, ইন্দ্র। [সং. স্বর্ (=স্বর্গ) ঈশ্বর]। |
| স্বরূপ [sbarūpa] বি. 1 প্রকৃতি, স্বাভাবিক অবস্হা; 2 প্রকৃত রূপ (ক্রুদ্ধ হলেই স্বরূপ দেখা দেয়); নিজের রূপ; 3 তুল্য বা সদৃশ রূপ (মৃত্যুস্বরূপ, লক্ষ্মীস্বরূপ); 4 তুলনা (দৃষ্টান্তস্বরূপ)। [সং. স্ব + রূপ]। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. বাস্তবিকপক্ষে। ̃ তা, ̃ ত্ব বি. স্বীয় রূপের ভাব; স্বরূপের ভাব; অনন্যতা। |
| স্বর্গ [sbarga] বি. 1 (ধর্মবিশ্বাস অনুযায়ী) পুণ্যবানেরা মৃত্যুর পরে যে-স্হানে বাস করেন; 2 দেবলোক; 3 চিরসুখময় স্হান। [সং. সু + √ ঋজ্ (=অর্জন) + অ]। ̃ গঙ্গা বি. স্বর্গের গঙ্গানদী, গঙ্গার স্বর্গস্হ শাখা, মন্দাকিনী। ̃ গত বিণ. স্বর্গে গত, মৃত। ̃ দ্বার বি. স্বর্গে প্রবেশের পথ; হিন্দুতীর্থবিশেষ। ̃ প্রাপ্তি বি. পরলোকগমন; মৃত্যু। ̃ লাভ বি. স্বর্গে গমন; মৃত্যু। ̃ সুখ বি. একমাত্র স্বর্গে লভ্য অনাবিল ও অতুলন সুখ (ইং. heavenly bliss এর অনবাদ)। ̃ স্হ বিণ. স্বর্গে অবস্হিত, স্বর্গীয়; মৃত। স্বর্গা-রোহণ বি. 1 স্বর্গে গমন; 2 মৃত্যু। স্বর্গীয় বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক (স্বর্গীয় সৌন্দর্য); 3 পবিত্র; 4 (বাং.) স্বর্গগত, মৃত। স্ত্রী. স্বর্গীয়া। স্বর্গ্য বিণ. 1 স্বর্গসম্বন্ধীয়; 2 স্বর্গসুখজনক; 3 স্বর্গলাভে সহায়ক; 4 পবিত্র। স্বর্গ হাতে পাওয়া সুখসম্পদ লাভ করা; অনিবর্চনীয় আনন্দ লাভ করা; অনায়াসে মনস্কামনা পূর্ণ হওয়া। স্বর্গে তুলে দেওয়া অতিরঞ্জিত প্রশংসাদ্বারা উন্নীত করা। স্বর্গে বাতি দেওয়া মৃত পূর্বপুরুষের উদ্দেশে আকাশপ্রদীপ জ্বালা; (আল.) বংশরক্ষা করা বা প্রভূত উপকার করা। |
| স্বর্গত [sbargata] বিণ. স্বর্গগত; মৃত। [সং. স্বঃ (স্বর্) + গত]। |
| স্বর্ণ [sbarṇa] বি. উজ্জ্বল হলুদরঙের বহুমূল্য ধাতুবিশেষ, সোনা, সুবর্ণ, হিরণ্য, কনক, কাঞ্চন, হেম। [সং. সু + √ ঋণ্ (=গতি) + অ]। ̃ কমল বি. রক্তপদ্ম। ̃ কার বি. সোনার অলংকারাদির নির্মাতা, স্যাকরা। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে সোনা আছে এমন, স্বর্ণপূর্ণ। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) স্বর্ণপূর্ণা; (আল.) গর্ভে সোনার চাঁদের মতো সন্তান ধারণ করেছে এমন, সুসন্তানপ্রসবিনী। ̃ প্রতিমা বি. স্বর্ণনির্মিত প্রতিমা; (আল.) অতি সুন্দর মূর্তি। ̃ প্রসূ বিণ. (আল.) অতিশয় উর্বরা। ̃ বণিক (-ণিজ্) বি. সোনার বেনে, হিন্দুজাতিবিশেষ। ̃ ভূষণ, স্বর্ণালংকার বি. সোনার গহনা। ̃ মৃগ বি. সীতাকে প্রলুব্ধ করার জন্য মায়ারূপধারী রাক্ষস মারীচ; (আল.) মিথ্যা ও সর্বনাশা প্রলোভন। ̃ সিন্দূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ, মকরধ্বজ। ̃ সুযোগ বি. সুবর্ণ সুযোগ। ̃ সূত্র বি. সোনার হার। স্বর্ণাক্ষরে লেখা সোনার মতো অতি উজ্জ্বল অক্ষরে লেখা। |
| স্বর্বধূ [sbarbadhū] বি. অপ্সরা। [সং. স্বঃ + বধূ, বেশ্যা]। |
| স্বর্বেশ্যা [ sbarbēśyā] বি. অপ্সরা। [সং. স্বঃ + বধূ, বেশ্যা]। |
| স্বর্বৈদ্য [sbarbaidya] বি. স্বর্গের চিকিত্সক; অশ্বিনীকুমারদ্বয়। [সং. স্বঃ + বৈদ্য]। |
| স্বর্লোক [sbarlōka] বি. স্বর্গ। [সং. স্বঃ + লোক]। |
| হরিদ্বর্ণ [ haridbarṇa] দ্র হরিত্। |
| (বর্জি.) হাজী [ (barji.) hājī] বি. 1 মুসলমানদের মধ্যে প্রচলিত গুরুত্ব বা মহত্ত্বসূচক উপাধি; 2 যে ব্যক্তি হজ অর্থাত্ মক্কাতীর্থ দর্শন করেছে। [আ.]। |
| (বর্জি.) হাবশী [ (barji.) hābaśī] বি. 1 আবিসিনিয়ার অধিবাসী; 2 কাফরি, নিগ্রো। [আ. হবশী]। |
| (বর্জি.) হাম্বীর [ (barji.) hāmbīra] বি. (সংগীতশাস্ত্রে) রাত্রিকালীন রাগিণীবিশেষ। |