বাই: Bangla to Bangla |
কার-বাইড [kāra-bāiḍa] বি. চুন ও অঙ্গারঘটিত দ্রব্যবিশেষ; এই দ্রব্য জলে দিলে একপ্রকার গ্যাস উত্পন্ন হয় এবং তা থেকে আলো হয়। [ইং. carbide]। |
কার-রবাই [kāra-rabāi] বি. 1 কর্মকৌশল; 2 কারসাজি; 3 আপত্তিকর কাজকর্ম। [ফা. কার্রবাঈ]। |
কার-বাই [ kāra-bāi] বি. 1 কর্মকৌশল; 2 কারসাজি; 3 আপত্তিকর কাজকর্ম। [ফা. কার্রবাঈ]। |
ছুঁচি-বাই [chun̐ci-bāi] বি. অশুচি হওয়ার ভয় ও শুচিতা রক্ষার জন্য বাড়াবাড়ি; ছোঁয়াছুঁয়ি সম্বন্ধে বাতিক, শুচিবায়ু। [বাই (< শুচিবায়ু) দ্র]। |
জবাই [jabāi] বি. 1 মুসলমান রীতিতে কণ্ঠনালি ছিন্ন করে পশুবধ; 2 (আল.) হত্যা ('এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই': সূ. রা.)। [আ. জবহ্]। |
বাই [bāi] বি. 1 মহারাষ্ট্র রাজস্হান গুজরাত এবং উত্তর ভারতের অন্য কোনো কোনো স্হানের মহিলাদের উপাধিবিশেষ (লক্ষ্মীবাই); 2 উত্তর-পশ্চিম ভারতের মহিলাদের সম্মানসূচক নামান্ত; 3 পেশাদার নৃত্যগীতকারিণী (বাইজির গান)। [হি. বাঈ-তু. তুর বাজী]। ̃ জি বি. পেশাদার নৃত্যগীতকারিণী। ̃ নাচ বি. পেশাদার নর্তকীর নাচ। |
বাই [bāi] বি. 1 বায়ুর প্রকোপ, বাতিক (শুচিবাই); 2 প্রবল বা উত্কট শখ বা ঝোঁক, নেশা (তাস খেলার বাই)। [সং. বায়ু]। |
বাইচ [bāica] বি. নৌচালন প্রতিযোগিতা। [তু. সং. বহিত্র]। |
বাইতি [bāiti] বি. বাদ্যকর হিন্দু জাতিবিশেষ। [সং. বাদিত্রিন্]। |
বাইন [bāina] বি. পাঁকালজাতীয় বড়ো সর্পাকৃতি মাছবিশেষ। [সং. বর্মি]। |
বাই-নো-কুলার [bāi-nō-kulāra] বি. দুই চোখে লাগিয়ে দেখার দূরবিনবিশেষ। [ইং. binocular]। |
বাই-বেল [bāi-bēla] বি. খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্হ। [ইং. Bible]। |
বাইরে-বাহির [bāirē-bāhira] ও বাহিরে -র কথ্য রূপ। |
বাইল [bāila] বি. 1 তাল নারকেল প্রভৃতি গাছের বৃন্তযুক্ত পাতা; 2 কপাটের পাল্লা। [দেশি]। |
বাইশ [bāiśa] বি. বিণ. 22 সংখ্যা বা সংখ্যক। [সং. দ্বাবিংশ]। বাইশে, (আঞ্চ.) বাইশা বি. মাসের বাইশ তারিখ। ☐ বিণ. বাইশ তারিখের (বাইশে শ্রাবণ)। |
বাইস [bāisa] বি. ছোটো কোদালের মতো ছুতোরের অন্ত্রবিশেষ। [সং. বাসি]। |
বাইস [bāisa] বি. কোনো এঁটে ধরার জন্য প্লায়ার্স-জাতীয় যন্ত্রবিশেষ, পাকসাঁড়শি। [ইং. vice]। ̃ ম্যান বি. যে শ্রমিক পাকসাঁড়াশি ব্যবহার করে। |
বাই-সাইকেল [bāi-sāikēla] বি. পায়ে-চালানো দুই চাকার যানবিশেষ।[ইং. bicycle]। |
বাই-সিকল [ bāi-sikala] বি. পায়ে-চালানো দুই চাকার যানবিশেষ।[ইং. bicycle]। |
বোম্বাই [bōmbāi] বিণ. 1 ভারতের বিখ্যাত নগর বোম্বাইতে প্রস্তুত বা উত্পন্ন (বোম্বাই আম); 2 আকারে বড়ো, ঢাউস, বিরাট (বোম্বাই ছাগল, বোম্বাই নারকেল)। |
রুবাই-য়াত [rubāi-ẏāta] বি. আরবি বা ফারসি ভাষায় রচিত চতুষ্পদী কবিতা বা কবিতাসমূহ। [আ. রুবাঈআত্]। |
সবাই [sabāi] দ্র সব। |