Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Legion
Legislate
Legislative
Legislator
Legislature
Legitimacy
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word বাধ্য from Bangla-English Dictionary
বাধ্য: Bangla to English
অবাধ্য [abādhya] a (ori.) irresistible, inevitable; obstinantely disobedient, refractory, recalcitrant; untoward, indocile, un ruly; unyielding; unmanageable; un controllable; turbulent; obstinate, way ward; untamed. ̃তা n. disobedience, recalcitrance; untowardness; indocility; obstinacy, waywardness.
বাধ্য [bādhya] a preventible, resistible; obedient, obsequious, docile (বাধ্য ছেলে); ame nable (সুযুক্তির বাধ্য); obliged (কর্তব্য পালনে বাধ্য); compelled or sure (to) (হার মানতে বাধ্য). বাধ্য করা v. to compel. বাধ্য হয়ে being compelled, under obli gation or compulsion. ̃তা n. obedi ence, obsequiousness, docility; amena bility; obligation; compulsion. বাধ্যতাজনক, বাধ্যতামূলক a. compulsory; obligatory; imperative. ̃বাধকতা n. mu tual obligations; strictness; rigidity.
স্বাধ্যায় [sbādhyāẏa] n study of the Vedas; studies. স্বাধ্যায়ী n. a student of the Vedas; a stu dent.
বাধ্য: Bangla to Bangla
অবাধ্য [abādhya] বিণ. বাধ্য বা বশীভূত নয় এমন, কথা শোনে না এমন; বাধা দেওয়া যায় না এমন। [সং. ন + বাধ্য]। ̃ তা বি. অমান্যতা, কথা লঙ্ঘন; অবশীভূততা।
নাবাধ্যক্ষ [nābādhyakṣa] বি. নৌসেনার বা নৌবাহিনীর অধ্যক্ষ। [সং. নৌ < নাব + অধ্যক্ষ]।
বাধ্য [bādhya] বিণ. 1 নিষেধযোগ্য, বারণযোগ্য; 2 (বাং.) অনুগত, বশীভূত, আজ্ঞাবহ (বাধ্য ছেলে); 3 উপায়ান্তর নেই অথবা অন্যথা হওয়ার নয় এমন (প্রতিবাদ করতে বাধ্য হব, সে খেতে বাধ্য, এমন ঘটনা ঘটতে বাধ্য)। [সং. √ বধ্ + য]। ̃ তা বি. বশ্যতা, আনুগত্য (অধীনস্হ কর্মচারীদের বাধ্যতা দাবি করা)। ̃ তা-মূলক বিণ. অবশ্যই করতে হবে এমন, অবশ্যকর্তব্য, obligatory. ̃ বাধ্যকতা বি. 1 বাঁধাবাঁধি, কড়াকড়ি; 2 পারস্পরিক বশ্যতা বা বাধ্যতা।
স্বাধ্যায় [sbādhyāẏa] বি. 1 বেদপাঠ, বেদাধ্যয়ন; 2 শাস্ত্রাধ্যয়ন; 3 অধ্যয়ন। [সং. সু + আ (=আবৃত্তিপূর্বক) + অধি + √ ই + অ]। ̃ বান (-বত্), স্বাধ্যায়ী (-য়িন্) বিণ. 1 বেদাধ্যায়ী; 2 শাস্ত্রাধ্যায়ী; 3 অধ্যয়নকারী।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org