Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Client
Clientele
Cliff
Climacteric
Climactic
Climate
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word ভাই from Bangla-English Dictionary
ভাই: Bangla to English
ভাই [bhāi] n a brother; a cousin-brother, a cousin; (chiefly voc.) a grandson or grand-nephew, a friend; (voc.) a gentleman (সরে দাঁড়ান ভাই). ভাইঝি n. a brother's daughter, a niece. ভাইঝি-জামাই n. a niece's husband. ̃দ্বিতীয়া same as ̃ফোঁটা । ̃পো n. a brother's son, a nephew. ̃ফোঁটা n. the ceremony of ভ্রাতৃদ্বিতীয়া (see ভ্রাতৃ). ̃বন্ধু, ̃বেরাদর n. kinsfolk and friends, one's own people.
ভায়রাভাই [ bhāẏarābhāi] n the husband of one's wife's sister, a brother-in-law.
ভাই: Bangla to Bangla
ভাই [bhāi] বি. একই মাতাপিতার পুত্র (সহোদর) কিংবা একই পিতার কিন্তু ভিন্ন মাতার পুত্র (বৈমাত্রেয়) কিংবা একই মাতার কিন্তু ভিন্ন পিতার পুত্র; ভ্রাতা; ভ্রাতৃস্হানীয় ব্যক্তি বা তাকে সম্বোধন। [< সং. ভ্রাতৃ]। ̃ ঝি বি. ভাইয়ের মেয়ে। ̃ পো বি. ছোটো ভাইয়ের বা বড়ো ভাইয়ের ছেলে। ̃ .ফোঁটা বি. ভ্রাতৃদ্বিতীয়ায়, কখনো-কখনো প্রতিপদে, বোন কর্তৃক ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে ফোঁটা দেওয়ার হিন্দু অনুষ্ঠান। ̃ .বউ বি. ভাইয়ের স্ত্রী। ̃ .বেরাদার বি. আত্মীয়স্বজন (ভাইরেরাদার পালাও এখন কাজি)। ভাই ভাই সম্পর্ক ভ্রাতৃতুল্য স্নেহের বন্ধন
ভাই-রাস [bhāi-rāsa] বি. 1 সবসময় সাধারণ অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না এত ক্ষুদ্র রোগসৃষ্টিকারী জীবাণু; 2 (কম্পিউটারে) যেসব লুকানো প্রোগ্রাম ক্রমাগত কম্পিউটারে এসে অন্য প্রোগ্রামের ক্ষতি করে। [ইং. virus]।
ভাইস-রয় [bhāisa-raẏa] বি. ইংরেজ আমলের ভারতের সর্বোচ্চ পদাধিকারী রাজপ্রতিনিধিবিশেষ। [ইং. viceroy]।
ভাইস-চ্যান্সেলর [bhāisa-cyānsēlara] বি. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। [ইং. vice-chancellor]।
সত্ভাই [ satbhāi] দ্র সত্2
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2024 © ovidhan.org