Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Aerial
Aerie
Aerobatics
Aerodrome
Aerodynamics
Aeronautics
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word ভাগ্য from Bangla-English Dictionary
ভাগ্য: Bangla to English
অভাগ্য [abhāgya] a luckless, unlucky, unfortunate. ☐ n. a luckless person; ill luck.
দুর্ভাগ্য [durbhāgya] n ill luck, sinister fate; misfor tune. ☐ a. unfortunate, unlucky, ill fated. ̃ক্রমে, ̃বশত adv. unfortunately, unluckily, as ill luck would have it.
পরভাগ্যোপজীবী [parabhāgyōpajībī] a living upon another's destiny or fortune. fem. পরভাগ্যোপজীবিনী ।
ভাগ্য [bhāgya] n fate, fortune, luck, destiny; chance; good fortune, good luck. ̃ক্রমে adv. fortunately, luckily; by chance. ̃গণনা n. fortune-telling. ভাগ্যগণনা করা v. to foretell or tell one's fortune. ̃গণনাকারী n. a fortune-teller, an astrolo ger. ̃গুণে adv. by dint of one's good fortune; (often ironically) as one's fate would have it; because of one's ill fate. ̃চক্র n. the wheel of fortune; ever changeful fortune. ̃দেবতা n. the god or goddess of fortune or destiny, Destiny, (cp.) the Fates. fem. ̃দেবী । ̃দোষে adv. through bad luck, unfortunately, as ill luck would have it. ̃নিয়ন্তা same as ̃বিধাতা । ̃পরীক্ষা n. a trial of luck. ভাগ্য পরীক্ষা করা v. to try one's luck. ̃পুরুষ same as ̃বিধাতা । ̃ফল n. one's destiny; astrological reading of one's fortune. ̃বতী fem. of ̃বান । ̃বন্ত same as ̃বান । ̃বল n. strength of one's good fortune; fortune's favour. ̃বাদী n. a fatalist. ̃বান a. fortunate, lucky. ̃বিড়ম্বনা n. bad or ill luck; misfortune; reverses of fate. ̃বিধাতা n. the divine ordainer of fortune or destiny, Destiny. fem. ̃বিধাত্রী । ̃বিপর্যয় n. reverses of fortune; reversal of fortune; misfortune. ̃মন্ত same as ̃বান । ̃লিখন, ̃লিপি n. one's foreor dained fortune (esp. as supposed to have been written on one's forehead by the god of destiny). ̃হীন a. unfortunate, luckless, ill-fated, unlucky. fem. ̃হীনা । ভাগ্যি n. dial. corrup. of ভাগ্য ।int. ex pressing: it is fortunate that, luckily (ভাগ্যি তুমি এলে). ভাগ্যিস int. same as ভাগ্যি (int.). ভাগ্যোদয় n. dawning of one's good fortune.
সৌভাগ্য [saubhāgya] n good luck, good furtune; pros perity. ̃ক্রমে adv. by good luck, fortu nately, luckily. ̃বান, ̃শালী a. fortu nate; lucky; prosperous. fem. ̃বতী ̃শালিনী । ̃লক্ষী n. fem. the presiding female deity of good fortune; good for tune personified. ̃বশত adv. same as সৌভাগ্যক্রমে ।
ভাগ্য: Bangla to Bangla
অভাগ্য [abhāgya] বিণ. ভাগ্যহীন, হতভাগ্য। ☐ বি. হতভাগ্য ব্যক্তি। [সং. ন + ভাগ্য]।
দুর্ভাগ্য [durbhāgya] বি. দুরদৃষ্ট, মন্দ ভাগ্য, মন্দ বরাত। ☐ বিণ. দুর্ভাগা, হতভাগ্য। [সং. দুর্ + ভাগ্য]।
পর-ভাগ্যোপ-জীবী [para-bhāgyōpa-jībī] (-বিন্) বিণ. জীবনধারণের জন্য অন্যের ভাগ্যের উপর নির্ভর করে এমন। [সং. পর3 + ভাগ্য + উপ + √জীব্ + ইন্। স্ত্রী. পর-ভাগ্যোপ-জীবিনী
ভাগ্য [bhāgya] বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ̃ .গণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ̃ .গুণে ভাগ্যক্রমে -র অনুরূপ। ̃ .চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ̃ .দেবতা, ̃ .বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ̃ .দেবী, ̃ .বিধাত্রী। ̃ .দোষে ক্রি বিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ̃ .ধর বিণ. ভাগ্যবান। ̃ .নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ̃ .পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ̃ .বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ̃ .বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট। ̃ .রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ̃ .লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ̃ .হত বিণ. হতভাগ্য। ̃ .হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ .হীনাভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধানভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা।
ভাগ্যি [bhāgyi] (কথ্য) বি. ভাগ্য। ☐ অব্য. ভাগ্য ভালো তাই, ভাগ্যবলে (ভাগ্যি, তুমি সময়মতো এসেছ)। [সং. ভাগ্য]।
ভাগ্যিস [bhāgyisa] অব্য. কপালজোরে, ভাগ্য ভালো বলে, ভাগ্যগুণে (ভগ্যিস সে সময়মতো এসে পড়েছিল)।
যশোভাগ্য [ yaśōbhāgya] দ্র যশ
সৌভাগ্য [saubhāgya] বি. 1 শুভ অদৃষ্ট, অনুকূল ভাগ্য; 2 সৌন্দর্য বা লাবণ্য; 3 (জ্যোতিষ.) যোগবিশেষ। [সং. সুভগ + য (ভাব অর্থে)]। ̃ বান (-বত্) বিণ. সৌভাগ্যসম্পন্ন। স্ত্রী. ̃ বতী
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org