Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Schema
Schematic
Scheme
Scherzo
Schism
Schismatic
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word মারা from Bangla-English Dictionary
মারা: Bangla to English
আত্মারাম [ātmārāma] n the soul; life; the mind; life as imagined as a bird enclosed by the prison of a body; a term of endearment with which a pet parrot, or parakeet, or magpie is addressed (বলো বাবা আত্মারাম). আত্মারাম খাঁচাছাড়া হওয়া v. to die. আত্মারাম শুকিয়ে যাওয়া v. to cower.
পরমারাধ্য [paramārādhya] a warranting greatest worship or devotion; most venerable. fem. পরমারাধ্যা ।
প্রমারা [pramārā] n primero.
মারা [mārā] v to kill; to strike, to hit (বল মারা); to beat, to flog; to drive in, to pierce (ছুরি মারা = to stab); to strike with (চাবুক মারা); to deal (ঘুসি মারা = to deal one a blow); to afflict or distress (কথায় মারা); to ruin (চুরিটায় আমাকে মেরেছে); to destroy, to exterminate, to eradicate (বিষ মারা); to dry or dehydrate (রস মারা); to implant, to drive in (পেরেক মারা); to affix (টিকিট মারা); to sew up (তালি মারা); to paste (লেবেল মারা); to close up, to fill up (ফাঁক মারা); to rob, to pick (পকেট মারা); to obtain by un fair means, to misappropriate, to defal cate (টাকা মারা); to win or earn esp. by a fluke (লটারি মারা); to deprive of (অন্ন মারা, রুজি মারা); to cause to lose (জাত মারা); (inf.) to eat or gobble (ভাত মারা); to shout (হাঁক মারা); to give out, to emit (জেল্লা মারা); to block, to ob struct (পথ মারা); to blunt, to dull (ধার মারা, কোণ মারা); to tuck (মালকোঁচা মারা); (inf.) to score (গোল মারা); to adopt, to have recourse to, to exhibit (চাল মারা). চাল মারা see চাল3 । মারা পড়া, মারা যাওয়া v. to be killed; to die; to be lost (বহু টাকা মারা গেছে)
মারাঠি [mārāṭhi] n a Marathi, a Maharashtrian; the Marathi language. ☐ a. Marathi; of Maratha or Maharashtra.
মারাত্মক [mārātmaka] a deadly; fatal; terrific; unappeasable, incapable of being as suaged (মারাত্মক শোক).
মারামারি [mārāmāri] n a scuffle; an affray; mutual fighting; hard higgling. মারামারি করা v. to scuffle; to fight mutually.
মেদামারা [ mēdāmārā] a effeminate; lacking in vigour or energy, spiritless. ☐ n. a milksop, a ninny, a sissy, a spiritless person.
মারা: Bangla to Bangla
অগা-মারা [ agā-mārā] বিণ. নির্বোধ, মূর্খ, অকর্মা। ☐ বি. নির্বোধ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, অকর্মার ধাড়ি। [< সং. অঞ্জ]।
আড্ডা মারা [ āḍḍā mārā] ক্রি. বি. দল বেঁধে গল্পগুজব করা, গল্পগুজব করে সময় কাটানো। ̃ ধারী বি. আড্ডার প্রধান ব্যক্তি; যে ব্যক্তি নিয়মিত আড্ডা দেয় ̃ বাজ বিণ. নিয়মিত আড্ডা দিয়ে বা গল্পগুজব করে সময় কাটাতে ভালোবাসে এমন; আড্ডা দিয়ে সময় নষ্ট করে এমন।
প্রমারা [pramārā] বি. বাজি ধরে তাসের খেলাবিশেষ। [পো. primeiro]।
প্রেমারা [prēmārā] বি. তাসখেলাবিশেষ। [পো. primeiro]।
ভাত মারা [bhāta mārā] ক্রি. বি. 1 প্রচুর ভাত খাওয়া; 2 বেকার বসে অন্ন ধ্বংস করা; 3 উপার্জনের পথ বন্ধ করে দেওয়া। ভাতুরে ভাতুড়িয়া বি. বিণ. অন্নের জন্য অপরের গলগ্রহ। ভাতুয়া-ভেতো -র মূল রূপ। ভাতে বিণ. 1 ভাতের সঙ্গে সিদ্ধকরা হয়েছে এমন (আলু ভাতে); 2 গরম ভাতের তাপে সিদ্ধ (মাছ ভাতে)। ☐ বি. ওইভাবে সিদ্ধ করা সবজি বা মাছ। ভাতে-ভাত ভাত ও তার সঙ্গে সিদ্ধ করা সবজি।
মারা [mārā] ক্রি. বি. 1 বিনাশ করা বা বধ করা (সাপ মারা); 2 প্রহার করা (ছাত্রকে মারা); 3 বধ বা আঘাত করার উদ্দেশ্যে প্রয়োগ করা (ছুরি মারা); 4 নষ্ট করা (বিষ মারা, জাত মারা); 5 শুষ্ক করা (রস মারা); 6 প্রবিষ্ট করানো, ঠুকে বসানো (পেরেক মারা); 7 জুড়ে বা এঁটে দেওয়া (তালি মারা, টিকিট মারা); 8 প্রয়োগ করা, মুদ্রিত করা, লাগানো (লেবেল মারা, ছাপ মারা) ; 9 অপহরণ করা (পকেট মারা); 1 অসদুপায়ে লাভ করা, আত্মসাত্ করা (টাকা মেরে দেওয়া); 11 ; বন্ধ করা, ভোগ করতে না দেওয়া (ভাত মারা); 12 অবরুদ্ধ করা, রোধ করা (পথ মারা); 13 ধারণ করা (মালকোঁচা মারা); 14 প্রদর্শন করা (চাল মারা, চালাকি মারা, ফুটানি মারা); 15 (কথ্য) খুব খাওয়া (লুচিমাংস মারা); 16 দেওয়া (উঁকি মারা); 17 উপভোগ করা (ফূর্তি মারা, মজা মারা)। ☐ বিণ. 1 নিহত (লাঠি দিয়ে সাপ মারা); 2 বসানো লাগানো বা আঁটা হয়েছে এমন (পেরেক-মারা জুতো, টিকিট মারা খাম); 3 বধকারী (মাছিমারা, বাঘমারা); 4 নষ্ট, মৃত (মেরে যাওয়া)। [সং. √ মৃ + ণিচ্ + বাং.অ]। মারা পড়া, মারা যাওয়া ক্রি. বি. 1 প্রাণ হারানো; 2 নষ্ট হওয়া (টাকা মারা যাওয়া)। ̃. মারি বি. 1 পরস্পর প্রহার; 2 দাঙ্গা, লড়াই। মেরে-কেটে ক্রি বিণ. অব্য. বাদ দেওয়া বা কাটাকুটি করা সত্ত্বেও, অন্ততপক্ষে (মেরেকেটে তিন হাজার টাকা পাবে)। মেরে দেওয়া ক্রি. বি. আত্মসাত্ করা; চুরি করা। মেরে ফেলা ক্রি. বি. হত্যা বা খুন করা; প্রাণনাশ করা। পেটে মারা, ভাতে মারা ক্রি. বি. 1 না খেতে দিয়ে দুর্বল করে ফেলা; 2 জীবিকার উপায় নষ্ট করে দেওয়া।
মারাঠা [mārāṭhā] বি. মহারাষ্ট্রের অধিবাসী। ☐ মহারাষ্ট্রীয় (মারাঠা সৈন্য)। [সং. মহারাষ্ট্র > মরাঠ + বাং. আ]। মারাঠি বি. মহারাষ্ট্রের অধিবাসী বা ভাষা। ☐বিণ. মহারাষ্ট্রীয়।
মারাত্মক [mārātmaka] বিণ. 1 সাংঘাতিক (মারাত্মক বিপদ); 2 জীবননাশক, প্রাণঘাতী (মারাত্মক রোগ, মারাত্মক অস্ত্র)। [সং. মার + আত্মন্ + ক]।
মারামারি [mārāmāri] দ্র মারা
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org