Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Ingle
Inglorious
Ingoing
Ingot
Ingraft
Ingrained
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word মুখ from Bangla-English Dictionary
মুখ: Bangla to English
অনামুখ [anāmukha] a having a face so in auspicious that one should not look at it, one whose face is an ill-omen; sinis ter-looking. ☐ n. such a man. fem. অনামুখী ।
অনামুখো [ anāmukhō] a having a face so in auspicious that one should not look at it, one whose face is an ill-omen; sinis ter-looking. ☐ n. such a man. fem. অনামুখী ।
অন্তর্মুখ [antarmukha] a introspective; spiritual; (psy.) afferent. ̃তা, অন্তর্মুখিতা n. introspec tion; introversion.
অপরাঙ্মুখ [aparāṅmukha] a not averse (to), not turning away (from); not disinclined.
অবাঙ্মুখ [abāṅmukha] a having one's face or head hanging down. fem. অবাঙ্মুখী ।
অভিমুখ [abhimukha] n the direction leading to, ap proach (গৃহাভিমুখ). ☐ a. facing; moving towards; bound for. fem. অভিমুখী । অভিমুখীন a. var. of অভিমুখ (a.). অভিমুখে adv. in the direction of, towards, to.
অয়োমুখ [aẏōmukha] a iron-headed, iron-tipped. ☐ n. an iron-tipped arrow.
অস্তোন্মুখ [astōnmukha] a about to go down below the horizon, about to set; setting.
আভিমুখ্য [ābhimukhya] n state of being towards; state of being in front or face to face of; confrontation; assistance, help.
উন্মুখ [unmukha] a craned in eagerness; eagerly ex pectant, looking forward; anxious; on the point of, about to (গমনোন্মুখ); ready, prepared. ̃তা n. craning (one's neck) in eagerness; eager expectancy; anxiety; state of being on the point of; readiness.
কুচমুখ [kucamukha] n same as কুচাগ্র ।
গৃহাভিমুখী [gṛhābhimukhī] a walking or going towards one's home or house; returning home, home-coming.
গোমুখ [gōmukha] n the mouth or the face of a cow; a musical instrument shaped like a cow's mouth or face; a small bag for holding the rosary, rosary-bag. ☐ a. having a face or mouth like that of a cow. গোমুখী n. a holy cave in the Himalayas shaped like a cow's face or mouth; a rosary bag.
চতুর্মুখ [caturmukha] a having four mouths or faces, four-faced. ☐ n. an appellation of God Brahma (ব্রহ্মা).
জ্বালামুখ [jbālāmukha] n the mouth of a volcano, a crater.
ধ্বংসোন্মুখ [dhbaṃsōnmukha] a about to fall into a ruined state, about to go to rack and ruin, on the point of destruction.
পয়োমুখ [paẏōmukha] a sweet-tongued.
পরমুখাপেক্ষা [paramukhāpēkṣā] n dependence on another. পরমুখাপেক্ষী a. dependent on another. fem. পরমুখাপেক্ষিণী ।
পরমুখাপেক্ষিতা [ paramukhāpēkṣitā] n dependence on another. পরমুখাপেক্ষী a. dependent on another. fem. পরমুখাপেক্ষিণী ।
পরাঙ্মুখ [parāṅmukha] a turning away (from); averse (to); disinclined; shunning, opposed; unfavourable; desisting from. পরাঙ্মুখ হওয়া v. to turn away from; to be averse or disinclined to; to shun, to avoid; to oppose; to disfavour; to desist from.
প্রতিমুখ [pratimukha] n a direction towards one; front. ☐ a. (mech.) unlike; (bot.) opposite; facing. প্রতিমুখে prep. in the direction of.
প্রমুখ [pramukha] a (used as a sfx.) headed by, begin ning with (কালিদাস প্রমুখ কবিগণ).
প্রমুখাত্ [pramukhāt] adv from the mouth of; by word of one's mouth; verbally from.
প্রাঙ্মুখ [prāṅmukha] a facing eastwards.
বহির্মুখ [bahirmukha] a facing outwards; (physiol.) out carrying, efferent (বহির্মুখ নার্ভ); (bot.) extrose; wordly-minded; (chiefly phil.) extrovert. fem. বহির্মুখী । বহির্মুখ ব্যক্তি a worldly-minded man, an extravert, an extrovert. ̃তা n. the state of facing outside; the state of being efferent; ex troversion; worldly-mindedness.
বারমুখ্যা [bāramukhyā] n a leading prostitute; (loos.) a courtezan.
বিধুমুখ [ bidhumukha] a moon-faced. fem. বিধুবদনা, বিধুমুখী ।
বিমুখ [bimukha] a averse, disinclined, disinterested, apathetic (বিষয়বিমুখ, কর্মবিমুখ); turned away from; adverse, unfavourable (ভাগ্য বিমুখ); displeased (দেবতা বিমুখ). বিমুখ করা v. to make one averse or dis inclined or disinterested or apathetic (to), to cause to turn away (from); to make one adverse or unfavourable; to displease; to refuse or disappoint; to avert, to ward off (an attack etc.). ̃তা n. aversion, disinclination, lack of in terest, apathy, adverseness, hostility; displeasure; disappointment.
বেলামুখ [bēlāmukha] n the beach-head.
মুখ [mukha] n the face; the mouth; countenance, appearance(s) (লোকের কাছে মুখ থাকা); gift of the gab, oratorical skill, elo quence (উকিলটির মুখ নেই); acrimoni ous speech, sharp or caustic tongue (তার বড়ো মুখ হয়েছে); speech, lan guage, mode of speaking (দুর্মুখ); an entrance (গুহামুখ); an opening (ফোঁড়ার মুখ); an outlet; an outfall (নদীমুখ); a tip, a point (ছুঁচের মুখ); an end, an ex tremity, a head (রাস্তার মুখ); outset, be ginning (উন্নতির মুখ); direction (গৃহমুখে). মুখ উজ্জ্বল করা v. to bring glory or credit to, to glorify. মুখ করা v. to scold (esp. peevishly). মুখ কুট্কুট্ করা same as মুখ চুলকানো (see চুলকানো). মুখ খারাপ করা v. to utter foul or filthy or abusive words. মুখ খিঁচানো v. to make faces (at); to mouth; to scold. মুখ খোলা v. to begin to speak, to open one's mouth. মুখ গোঁজ করা v. to pull a long face; to be down in the mouth. মুখ চলা v. to be eating or speaking or scolding. মুখ চাওয়া v. to be dependent (on a per son); to be considerate about or partial to (a person). মুখ চুন করা v. to become pale (on account of fear, shame etc.). মুখ ছোট করা v. to discountenance; to discredit; to disgrace. মুখ টিপে হাসা v. to smile in a jocular or an oblique or a sly manner, to smirk. মুখ তুলতে না পারা v. to be highly abashed, to be put out of countenance. মুখ তুলে চাওয়া, মুখ তোলা v. to look up; (fig.) to smile on. মুখ থাকা v. to have one's face saved, to have ap pearances kept up. মুখ থুবরে পড়া v. to fall on one's face. মুখ দেখা v. to see cer emonially the face of a person (esp. of a bride) for the first time. মুখ দেখতে না পারা same as মুখ তুলতে না পারা । মুখ দেখানো v. to show one's face, to put in an appearance. মুখ নষ্ট করা v. to speak or plead in vain. মুখ নষ্ট হওয়া v. to have one's advice or request turned down. মুখ পোড়ানো v. to disgrace, to scandal ize. মুখ ফসকানো v. (of words, remarks etc.) to slip off one's tongue. মুখ ফেরানো v. to turn away or look in another di rection (in disgust, displeasure etc.); (fig.) to become unfavourable or hos tile to. মুখ ফোটা v. to begin to speak (esp. for the first time); to utter. মুখ ফোলানো v. to pout one's lips; to pull a long face. মুখ বন্ধ করা v. to stop one's mouth, to silence or be silent. মুখ বাঁকানো v. to turn up one's nose (in dis pleasure, abhorrence etc.); to make a wry face. মুখ বোজা v. to stop one's mouth, to become reticent or uncom municative. মুখ ভার (বা ভারী) করা same as মুখ গোঁজ করা । মুখ ভেংচানো same as ভেংচানো । মুখ মারা v. to put out of coun tenance; to disgrace; to silence; to de prive one of one's appetite by feeding one with a highly palatable dish. মুখ রাখা v. to save one's face; to keep up appearances. মুখ লুকানো v. to hide one's face. মুখ শুকানো v. to look pale. মুখ সামলানো v. to speak guardedly; to for bear speaking unreservedly; to observe restraint in speech; to hold one's tongue. মুখ সেলাই করে দেওয়া v. to sew up or seal one's lips, to silence. মুখ হওয়া v. to learn to take liberties in speech; to be unrestrained in speech; to form a habit of scolding; (of a boil, etc.) to open. মুখে আনা v. to utter. মুখে আসা v. to occur to one to speak; to de sire to utter; to be capable of being ut tered; to be uttered. মুখে খই ফোটা v. to be chattering excessively, to have a long tongue; to be eloquent. মুখে জল আসা v. to have one's mouth watering. মুখে দেওয়া v. to eat. মুখে ফুল-চন্দন পড়া v. (used as a good wish) to have one's tongue blessed for having made a de sirable or favourable or successful prophecy. মুখে ভাত n. the Hindu cus tom of a child's eating rice for the first time. মুখে-মুখে adv. orally; viva voce; extemporarily, off-hand, impromptu; defiantly to one's face, in retort (মুখে মুখে জবাব); transmitted orally from one person to another (মুখে মুখে প্রচারিত). মুখের উপর to one's face; defy ing openly. মুখের কথা (fig.) a very easy job; (fig.) an oral promise, word of mouth. মুখের ছাঁদ cut of one's jib. মুখের তোড় fluency of speech. মুখের ভয়ে in fear of bitter scolding, in fear of sharp or caustic tongue. মুখের মতো fitting. কোন মুখে সেখানে যাবে have you the face to go there? ̃আলগা a. incapable of keeping a secret, given to divulging se crets; having no control over one's tongue; having a long tongue. ̃কমল n. a face conceived as a lotus, a lotus-face. ̃চন্দ্র n. moonface. ̃চন্দ্রিকা n. the ceremonial viewing of each other's face by a bride and a bridegroom at a Hindu wedding. ̃চাপা a. tongue-tied, uncommunicative. ̃চুন n. clear sign of discomfiture, fear etc. on one's face; abashed look. ̃চোরা a. bashful, shy; tongue-tied. ̃চ্ছটা, ̃চ্ছবি n. the glam our or beauty of a face. ̃ঝামটা, ̃নাড়া n. scolding, mouthing. মুখ ঝামটা বা মুখ নাড়া দেওয়া v. to scold, to mouth, to snarl at. ̃নিঃসৃত, ̃নির্গত a. issuing or emerging or emerged from one's mouth or face. ̃পত্র n. a preface, a pre amble, an introduction; a journal repre senting an organization or association. ̃পদ্ম same as ̃কমল । ̃পাত n. the opening or top plait of a folded cloth; the cover or jacket of a book; the front; the outward show; commencement, in ception, inauguration. ̃পাত্র n. a spokesman; a leader (esp. of a deputa tion). ̃পোড়া n. (in abuses) a disgrace ful or scandalous person; (in affection) a mischievous person; a kind of mon key, the langur (হনুমান). fem. মুখপুড়ি (in the first two senses only). ̃ফোড় a. (impertinently) outspoken. ̃দন্ধ n. an introduction, a preface. মুখ ব্যাদান করা v. to gape, to open one's mouth wide. ̃ভঙ্গি n. a wry face or mouth; a gri mace. মুখভঙ্গি করা same as ভেংচানো । ̃মন্ডল n. the face. ̃মিষ্টি n. sweet or suave language. ☐ a. fair-spoken, sweet-tongued. মুখরক্ষা করা v. to save one's face; to keep up appearances. ̃রুচি same as ̃চ্ছটা । ̃রোচক a. pleasant to the taste, tasty, palatable; appetiz ing. মুখরোচক কথা pleasant or palatable or flattering speech. ̃লাবণ্য same as ̃চ্ছটা । ̃শশী same as ̃চন্দ্র । ̃শুদ্ধি n. deodorization of the mouth by chewing betel-leaves etc. after taking meals. ̃শ্রী n. the beauty or grace of the face. ̃সর্বস্ব a. efficient in tall talk (but not in action). মুখসর্বস্ব ব্যক্তি a prattler, a gasbag.
মুখটি [mukhaṭi] n a lid, a cap, a cork, a stopper (as of a bottle etc.).
মুখর [mukhara] a garrulous, talkative, long-tongued; acrimonious in speech, mouthy, sharp-tongued; shrewish, quarrelsome; noisy (মুখর নূপুর); re sounded or resounding or reverberat ing; loud; voluble; clamorous. মুখরা a. fem. clamorous, loud-tongued, shrew ish. ☐ n. a termagant, a vixen. মুখরিত a. resounded; resounding; giving out a noise, full of noise.
মুখস্ত [mukhasta] a committed to memory, got by heart, memorized, lying in or within the mouth. মুখস্ত করা v. to commit to memory, to get by heart, to memorize; to cram. মুখস্ত বলা v. to commit from memory. ̃বিদ্যা n. the art of cramming; knowledge confined to memory work. -মুখা older var. of -মুখো ।
মুখাকৃতি [mukhākṛti] n the cut or appearance of the face, aspect, countenance, visage, fa cial features.
মুখাগ্নি [mukhāgni] n fire applied to the mouth of the dead at cremation; act of singeing the mouth of the dead at cremation. মুখাগ্নি করা v. to singe the mouth of the dead at cremation.
মুখাচ্ছাদন [mukhācchādana] n a cover or veil for the face, a face-cover; (of a corpse) a face-cloth.
মুখানো [mukhānō] v to wait in eager expectation, to crane one's neck in eagerness or expec tation. ☐ a. having craned one's neck in eagerness or expectation.
মুখাপেক্ষা [mukhāpēkṣā] n dependence upon another for anything.
মুখাপেক্ষী [mukhāpēkṣī] a dependent upon, hanging on. fem. মুখাপেক্ষিণী । মুখাপেক্ষী হওয়া v. to de pend upon, to hang on. মুখাপেক্ষী ব্যক্তি a dependant, a hanger-on. মুখাপেক্ষিতা n. dependence, act of hanging on.
মুখামৃত [mukhāmṛta] n spittle, saliva; (fig.) a nectarine wise saying of a saintly person or great man.
মুখি [mukhi] n a sprout or eye of the arum.
-মুখী [-mukhī] fem of -মুখো ।
মুখো [mukhō] sfx denoting: having a particular face, faced (পোড়ারমুখো); facing (উত্তরমুখো); towards (ঘরমুখো)
মুখোমুখি [mukhōmukhi] adv & prep. face to face with; facing one another; vis-a-vis (শত্রুর মুখোমুখি). ☐ a. facing one another; face to face, confronting each other. মুখোমুখি হওয়া v. to come face to face with, to confront, to face, to fly in face of. মুখোমুখি লড়াই a battle royal.
মুখোশ [mukhōśa] n a false face, a mask; (fig.) dis simulation, hypocrisy, disguise. মুখোশ পরা v. to masquerade, to mask; (fig.) to dissimulate, to disguise oneself. মুখোশ পরানো v. to mask; (fig.) to disguise.
মুখ্য [mukhya] a chief, principal, main; pre-emi nent; foremost, prime; original; major. মুখ্য আধিকারিক the chief officer. ̃কর্ম n. (gr.) a direct object. ̃ক্রিয়া n. a primary action; (gr.) a principal verb. মুখ্য জোয়ার high tide, flow tide. ̃তল n. the princi pal plane. মুখ্য নিরীক্ষক the chief auditor. মুখ্য নির্বাহক the chief executive officer. মুখ্য ন্যায়াধীশ chief judge. ̃মন্ত্রী n. the chief minister.
শশীমুখী [śaśīmukhī] n. fem one who has a face re sembling the moon (in beauty).
শিলীমুখ [śilīmukha] n an arrow; the bee, the bumble bee, the wasp.
সমমুখ [samamukha] a (mech.—of forces) like.
সম্মুখ [sammukha] n the forepart, the front. ☐ a. lying in the front; facing; anterior, frontal; facing one another. ̃কোণ n. (geom.) a subtended angle. ̃গতি n. the forward movement; progress; advance; pro gression. ̃গামী a. going forward; pro gressing, progressive. ̃বর্তী a. lying in front; facing; anterior; frontal; ap proaching. fem. ̃বর্তিনী । ̃যুদ্ধ n. a face-to-face fight; an open fight. ̃সংগ্রাম same as ̃যুদ্ধ । ̃স্হ same as ̃বর্তী । সম্মুখীন হওয়া v. to come face to face with; to confront; to approach; to encounter. সম্মুখে adv. in front of, before; in presence of.
মুখ: Bangla to Bangla
অধো-মুখ [ adhō-mukha] বিণ. নতমুখ, মাথা হেঁট করে আছে এমন। [সং. অধঃ+বদন, মুখ]। অধো-মুখী বিণ. নতমুখ। স্ত্রী. অধোবদনা
অনামুখ [anāmukha] বিণ. মুখ দেখলে অমঙ্গল হয় এমন; যার মুখ দেখা অশুভ। [বাং. অনা + মুখ]।
অনামুখা [ anāmukhā] বিণ. মুখ দেখলে অমঙ্গল হয় এমন; যার মুখ দেখা অশুভ। [বাং. অনা + মুখ]।
(কথ্য) অনামুখো [ (kathya) anāmukhō] বিণ. মুখ দেখলে অমঙ্গল হয় এমন; যার মুখ দেখা অশুভ। [বাং. অনা + মুখ]।
অন্তর্মুখ [antarmukha] বিণ. 1 ভিতরের দিকে মুখ গতি বা লক্ষ্য আছে এমন; 2 আত্মবিষয়ে চিন্তাশীল, introspective; 3 বাহ্যবস্তুকে উপেক্ষা করে গভীর চিন্তায় মগ্ন; 4 ভিতরের দিকে প্রবাহিত হয় এমন, afferent (বি. প.)। [সং. অন্তর্ + মুখ]। স্ত্রী. অন্তর্মুখী
অন্তর্মুখিতা [antarmukhitā] বি. 1 ভিতরের দিকে যাবার প্রবণতা বা অভ্যাস; 2 অর্ন্তদৃষ্টি; 3 আপনমনে থাকার প্রবণতা। [সং. অন্তর্ + মুখিতা]।
অপরাঙ্মুখ [aparāṅmukha] বিণ. পরাঙ্মুখ বা গররাজি নয় এমন; উত্সাহী, আগ্রহী। [সং. ন + পরাঙ্মুখ]।
অবাঙ্মুখ [abāṅmukha] বিণ. নীচের দিকে মুখ নামানো আছে এমন, অধোমুখ, অধোবদন (লজ্জায় অবাঙ্মুখ হয়ে রইল)। [সং. অবাক্2 + মুখ]।
অভি-মুখ [abhi-mukha] বি. সম্মুখ; দিক, উদ্দেশ (গুরুজনের অভিমুখে, সমুদ্রাভিমুখে)। ☐ বিণ. সম্মুখীন (প্রান্তরাভিমুখ গুহা); কোনো দিকে গমনোদ্যত বা অগ্রসর (গৃহাভিমুখ বালকের দল)। [সং. অভি + মুখ]। অভি-মুখী (-খিন্) বিণ. সম্মুখীন, কোনো দিকে গমনোদ্যত (সমুদ্রাভিমুখী নদী)। অভি-মুখীন বিণ. সম্মুখীন, কোনো দিকে গমনোদ্যত বা অগ্রসর, অভিমুখী। বি. অভি-মুখীনতা।
অয়ো-মুখ [aẏō-mukha] বি. লোহামুখ বাণ, যে বাণের মুখ বা ডগা লোহার তৈরী। ☐ বিণ. মুখ বা ডগা লোহার তৈরী এমন, লৌহময় মুখবিশিষ্ট। [সং. অয়স্ + মুখ]।
অশ্বমুখী [ aśbamukhī] দ্র অশ্ব
অস্তোন্মুখ [astōnmukha] বিণ. অস্তে যাচ্ছে এমন। [সং. অস্ত + উন্মুখ]।
আভি-মুখ্য [ābhi-mukhya] বি. 1 অভিমুখীনতা 2 মুখোমুখি অবস্হা; 3 আনুকূল্য। [সং. অভিমুখ + য]।
উন্মুখ [unmukha] বিণ. 1 ব্যগ্র, উত্সুক (শোনবার আশায় উন্মুখ); 2 উদ্যত (পতনোন্মুখ); 3 প্রবৃত্ত, তত্পর। [সং. উদ্ + মুখ]। বি. ̃ তা
এমুখো [ēmukhō] বিণ. এদিকে বা এখানে আসতে প্রস্তুত বা রাজি (তার পর থেকে তুমি তো আর এমুখো হওনি)। [বাং. এ (এই) + মুখ + উয়া > ও]।
এ মুখো [ ē mukhō] বিণ. এদিকে বা এখানে আসতে প্রস্তুত বা রাজি (তার পর থেকে তুমি তো আর এমুখো হওনি)। [বাং. এ (এই) + মুখ + উয়া > ও]।
কালা-মুখ [kālā-mukha] বিণ. 1 কলঙ্কলিপ্ত মুখবিশিষ্ট; 2 কলঙ্কী; 3 নির্লজ্জ, বেহায়া (এমন কালামুখ লোক আর দেখিনি)। ☐ বি. কলঙ্কলিপ্ত মুখ (ও কালামুখ আর দেখিয়ো না)। কালা-মুখো বিণ. কলঙ্কী; নির্লজ্জ। বিণ. (স্ত্রী.) কালা-মুখী
গৃহাভি-মুখী [gṛhābhi-mukhī] (-খিন্) বিণ. গৃহের দিকে চলেছে এমন (গৃহাভিমুখী শ্রমিকের দল); গৃহের দিকে ফিরে রয়েছে এমন। [সং. গৃহ + অভিমুখিন্]।
গোমুখ [gōmukha] দ্র গো
গোমুখী [ gōmukhī] দ্র গো
চতুর্মুখ [caturmukha] বি. (চার মুখবিশিষ্ট) ব্রহ্মা, চতুর্বক্ত্র। [সং. চতুর্ + মুখ]।
জ্বালা-মুখ [jbālā-mukha] বি. আগ্নেয়গিরির মুখ; যেখান দিয়ে তপ্ত লাভা ইত্যাদি বার হয়, অগ্নিমুখ। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ]।
জ্বালা-মুখী [jbālā-mukhī] বি. পাঞ্জাবের একটি পীঠস্হান। [সং. জ্বালা (অগ্নিশিখা) + মুখ (প্রধান) + ঈ]।
দুমুখো [ dumukhō] দ্র দু
দুর্মুখ [durmukha] বিণ. কটুভাষী, অপ্রিয়ভাষী। ☐ বি. (রামায়ণে) রামচন্দ্রের গুপ্তচরবিশেষ। [সং. দুর্ + মুখ]।
দোমুখো [dōmukhō] দ্র দু
পর-মুখাপেক্ষা [para-mukhāpēkṣā] বি. পরের উপর নির্ভরশীলতা, অন্যের কাছ থেকে সাহায্য পাবার আশা। [সং. পরমুখ + অপেক্ষা]। পর-মুখাপেক্ষী (-ক্ষিন্) বিণ. পরের উপর নির্ভরশীল। পর-মুখাপেক্ষিতা বি. অন্যের উপর নির্ভরশীলতা, পরমুখাপেক্ষা।
পরাঙ্মুখ [parāṅmukha] বিণ. 1 মুখ ফিরিয়ে রয়েছে এমন, বিমুখ (সাহায্যদানে পরাঙ্মুখ); 2 নিবৃত্ত (সত্যভাষণে আমি পরাঙ্মুখ নই)। [সং. পরাক্ (=বিপরীত দিকে) মুখ]।
পরাঙ্-মুখ [ parāṅ-mukha] বিণ. 1 মুখ ফিরিয়ে রয়েছে এমন, বিমুখ (সাহায্যদানে পরাঙ্মুখ); 2 নিবৃত্ত (সত্যভাষণে আমি পরাঙ্মুখ নই)। [সং. পরাক্ (=বিপরীত দিকে) মুখ]।
পশ্চিমাভি-মুখ [paścimābhi-mukha] বিণ. পশ্চিম দিকে মুখ করে রয়েছে এমন। [সং. পশ্চিম + অভিমুখ]। পশ্চিমাভি-মুখী (-খিন্) বিণ. পশ্চিম দিকে মুখ করে রয়েছে এমন; পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে এমন।
প্রতি-মুখ [prati-mukha] বি. 1 অভিমুখ; 2 সম্মুখ। [সং. প্রতি + মুখ]।
প্রমুখ [pramukha] বি. আরম্ভ, সূত্রপাত। ☐ বিণ. (সমাসে উত্তরপদরূপে) আদি, প্রথম, ইত্যাদি, প্রধান (ব্যাসপ্রমুখ কবিগণ)। [সং. প্র + মুখ]।
প্রমুখাত্ [pramukhāt] অব্য. মুখ থেকে, জবানি (দূতের প্রমুখাত্ এই কথা শুনে)। [সং. প্রমুখ + আত্ (5মী বিভক্তি)]।
প্রাঙ্মুখ [prāṅmukha] বিণ. পূর্বদিকে (যার) মুখ রয়েছে এমন, পূর্বমুখ। [সং. প্রাক্ + মুখ]।
প্রাঙ্মুখ [ prāṅmukha] বিণ. পূর্বদিকে (যার) মুখ রয়েছে এমন, পূর্বমুখ। [সং. প্রাক্ + মুখ]।
ফলোন্মুখ [phalōnmukha] বিণ. তাড়াতাড়ি ফল ধরবে এমন। [সং. ফল + উন্মুখ]।
বহির্মুখ [bahirmukha] বিণ. 1 বাইরের দিকে মুখ করে আছে এমন; 2 বিষয়াসক্ত। ☐ বি. বাইরের দিকে স্হাপিত বা অবস্হিত মুখ। [সং. বহিস্ + মুখ]। বহির্মুখী বিণ. (স্ত্রী.) বাইরের দিকে বা বাইরের বিষয়ে যাব লক্ষ্য; বাইরের বিষয়ে যার আগ্রহ।
বাঙ্মুখ [bāṅmukha] বি. ভূমিকা, বক্তব্য বা বক্তৃতার সূচনা। [সং. বাচ্ + মুখ]।
বাঙ্-মুখ [ bāṅ-mukha] বি. ভূমিকা, বক্তব্য বা বক্তৃতার সূচনা। [সং. বাচ্ + মুখ]।
বার-মুখো [bāra-mukhō] বিণ. 1 বাড়ির বাইরে বাইরে থাকতে ভালোবাসে এমন (বারমুখো ছেলে); 2 বাড়ির বাইরে রাত্রিযাপন করতে আগ্রহী এমন। [বাং. বার1 + মুখ + আ > ও]।
বার-মুখ্যা [bāra-mukhyā] বি. প্রধানা বেশ্যা; বেশ্যাদের নেত্রী। [সং. বার5 + মুখ্য + আ (স্ত্রী.)]।
বিমুখ [bimukha] বিণ. 1 নিবৃত্ত, স্পৃহাহীন (ভোগবিমুখ); 2 প্রতিকূল (ভাগ্যবিমুখ); 3 অপ্রসন্ন (দেবতা বিমুখ); 4 প্রার্থনা পূর্ণ করা হয়নি এমন (তাকে বিমুখ কোরো না)। [সং. বি + মুখ]। বিমুখা ক্রি. (কাব্যে) নিবৃত্ত করা; অপ্রসন্ন বা প্রতিকূল করা; প্রার্থনা পূরণ না করা।
বৈমুখ্য [baimukhya] বি. 1 বিমুখতা (প্রচারবৈমুখ্য); 2 অনিচ্ছা। [সং. বিমুখ + য]।
মারমুখি [māramukhi] দ্র মার3
মুখ [mukha] বি. 1 মুখমণ্ডল, বদন, আনন (নতমুখ); 2 মুখবিবর, শরীরের যে বহিরঙ্গ দিয়ে খাদ্যবস্তু ভিতরে প্রবেশ করে (খাবার মুখে দেওয়া, মুখশুদ্ধি); 3 বাক্য, ভাষা, বাক্প্রণালী, কথা (দুর্মুখ, মুখ খারাপ করা); 4 প্রবেশপথ (গুহামুখ); 5 সম্মুখভাগ (ফোড়ার মুখ); 6 মোহানা (নদীর মুখ); 7 ডগা, আগা. অগ্রভাগ (ছুঁচের) মুখ); ̃ প্রান্ত (রাস্তার মুখে); 9 আরম্ভ, সূত্রপাত (উন্নতির মুখে, মুখবন্ধ); 1 আক্রমণ, বিরুদ্ধতা বিপদের মুখে); 11 অভিমুখে (ঘরমুখো)। ☐ বিণ. প্রধান (মুখপাত্র)। [সং. √ খন্ + অ, মু আগম]। ̃ .আলগা বিণ. কোনোকথা বলতে বাধে না এমন। মুখ উজ্জ্বল করা ক্রি. বি. গৌরবান্বিত করা। ̃ .কমল বি. পদ্মফুলের মতো সুন্দর মুখ। মুখ করা ক্রি বি. তিরস্কার করা। মুখ খারাপ করা ক্রি. বি. অশ্লীল বাক্য বলা। ̃ .খিস্তি বি. অশ্লীল বাক্য; অশ্লীল কথাবার্তা। মুখ খোলা ক্রি. বি. নীরব থাকার পর কথা বলা বা প্রতিবাদ করতে শুরু করা। ̃ .গহ্বর বি. মুখে খাদ্যাদির প্রবেশপথ। মুক গোঁজা করা ক্রি. বি. অভিমানাদির জন্য মুখ ভার করা বা গোমড়া করা। ̃ .চন্দ্র বি. চাঁদের মতো সুন্দর মুখ। ̃ .চন্দ্রিকা বি. 1 মুখের জোত্স্না অর্থাত্ মুখের সুন্দর দীপ্তি; 2 বরকন্যার শুভদৃষ্টি। মুখ চলা ক্রি. বি. কথা গালাগালি বা আহার চলতে থাকা (কাজও করছে, মুখ ও চলছে)। মুখ চাওয়া ক্রি. বি. 1 কারও সাহায্যের প্রত্যাশী হওয়া; 2 সম্মান রক্ষা করা (তোমার মুখ চেয়ে একাজ করেছি)। ̃ .চাপা বিণ. সহজে কথা বলে না বা গুপ্ত কথা প্রকাশ করে না এমন। মুখ চুন করা ক্রি. বি. ভয়লজ্জাদি হেতু মুখ বিবর্ণ করা। ̃ .চোরা বিণ. লাজুক; কথা বলতে বা অলাপ করতে অপটু। ̃ .চ্ছটা, ̃ .চ্ছবি বি. মুখমণ্ডলের সৌন্দর্য। মুখ ছোটা ক্রি. বি. মুখ থেকে প্রচুর গালিগালাজ বা বক্তৃতা বার হওয়া। মুখ ছোটানো ক্রি. বি. প্রচুর গালিগালাজ করা; অনর্গল বক্তৃতা করা। ̃ .ঝামটা, ̃ .নাড়া বি. মুখভঙ্গিসহ গালিগালাজ বা তিরস্কার। মুখ টিপে হাসা ক্রি. বি. অপ্রকাশ্যে বা মুখ বুজে হাসা। মুখ তুলে চাওয়া ক্রি. বি. প্রসন্ন বা অনুকুল হওয়া। মুখ থাকা ক্রি. বি. সম্মান বজায় থাকা। মুখ থুবড়ে পড়া ক্রি. বি. উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া। মুখ দেখা ক্রি. বি. 1 বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; 2 চেহারা দেখা (পয়সার মুখ দেখা)। মুখ দেখাতে না পারা ক্রি. বি. লজ্জায় সংকুচিত হওয়া। ̃ .পত্র, ̃ .পাত বি. 1 ভূমিকা; প্রস্তাবনা; 2 সূত্রপাত; 3 কোনো দল বা সম্প্রদায়ের বক্তব্যসংবলিত প্রচারপত্র ইশতিহার বা পত্রিকা। ̃ .পদ্ম-মুখকমল -এর অনুরূপ। ̃ .পাত্র বি. দল বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি বা প্রতিনিধি। ̃ .পোড়া বি. (গালিবিশেষ) হনুমান। মুখ ফসকানো ক্রি. বি. অসতর্কতাবশত বলে ফেলা। মুখ ফেরানো ক্রি. বি. প্রতিকূল হওয়া, বিমুখ হওয়া। মুখ ফোটা ক্রি. বি. মুখ থেকে কথা বার হওয়া। ̃ .ফোড়া বিণ 1 স্পষ্টবক্তা; 2 দুর্মুখ। মুখ ফোলানো ক্রি. বি. (অভিমান বা অসন্তোষের জন্য)। মুখ গোমড়া করা। ̃ .বন্ধ বি. ভূমিকা। মুখ বন্ধ করা, মুখ বোজা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা। ̃ .ব্যাদান বি. হাঁ করা। ̃ .ভঙ্গি বি. মুখবিকৃতি, ভেংচি। মুখ ভার করা-মুখ ফোলানোমুখ গোঁজা করা-র অনুরূপ। ̃ .মণ্ডল বি. ললাট থেকে চিবুক পর্যন্ত সমস্ত মুখ। মুখ মারা ক্রি. জিহ্বার স্বাদগ্রহণক্ষমতা নষ্ট করা বা আহারে অরুচি জন্মানো। ̃ .মিষ্টি বি. মধুর ভাষা বা কথা। ☐বিণ মধুরভাষী। ̃ .রক্ষা বি. সম্মানরক্ষা। মুখ রাখা ক্রি. বি. সম্মান বাঁচানো। ̃ .রুচি বি. মুখের সৌন্দর্য। ̃ .রোচক বিণ. সুস্বাদু। মুখ শুকানো ক্রি. বি. ভয় বা অন্য কোনো কারণে মুখমণ্ডল বিবর্ণ বা ম্লান হওয়া। ̃ .শুদ্ধি বি. (সচ. ভোজনের পরে) মশলা পান ইত্যাদি, যা চিবিয়ে মুখের দুর্গন্ধ বা অরুচি নাশ করা হয়। ̃ শ্রী বি. মুখমণ্ডলের লাবণ্য। ̃ .সর্বস্ব বিণ. কেবল কথা বলতেই পটু এমন (অর্থাত্ কাজে পটু নয়)। ̃ .সাপটা বি. কথা বলা, বাক্যস্ফূর্তি। মুখ সামলানো ক্রি. বি. সতর্ক হয়ে কথাবার্তা বলা। মুখ সেলাই করে দেওয়া ক্রি. (আল.) কথা বলতে না দেওয়া, স্তব্ধ করে দেওয়া। ̃ .স্হ বিণ. কণ্ঠস্হ, স্মৃতিগত; এমনভাবে আবৃত্তি করা সম্ভব (মুখস্হ বিদ্যা)। মুখ হওয়া ক্রি. বি. 1 ফোড়া ইত্যাদি থেকে পুঁজ রক্ত প্রভৃতি নির্গমনের ছিদ্র হওয়া; 2 তিরস্কার বা গালিগালাজ করার স্বভাব হওয়া (ছেলেটার খুব মুখ হয়েছে)। মুখে আগুন মৃত্যুকামনা-সূচক গালিবিশেষ। মুখে আনা ক্রি. বি. উচ্চারণ করা, বলা। মুখে আসা ক্রি. বি. বলার প্রবৃত্তি হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল)। মুখে খই ফোটা ক্রি. বি. অনর্গল বকবক করা। মুখে চুনকালি বি. কলঙ্ক। মুখে জল আসা ক্রি. বি. খাওয়ার প্রবল ইচ্ছা হওয়া। মুখে দেওয়া ক্রি. বি. 1 খাওয়া (সকাল থেকে একটু জলও মুখে দিইনি); 2 খাওয়ানো (ওর মুখে একটু জল দাও)। মুখে ফুলচন্দন পড়া ক্রি. বি. (শুভ ভবিষ্যদ্বাণী করার জন্য বক্তার সম্বন্ধে) মুখ ধন্য হওয়া। মুখ-ভাত বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান। মুখে মুখে ক্রি-বিণ. 1 (লেখা ছাড়া) কেবল কথা বলে, মৌখিকভাবে (মুখে মুখে অঙ্ক কষা); 2 বিভিন্ন ব্যক্তির আলোচনার মাধ্যমে (মুখে মুখে প্রচার হওয়া); 3 পুরুষ-পরম্পরায় কথিত হয়ে (প্রবাদগুলো মুখে মুখে প্রচলিত হয়েছে); 4 মুখের উপর, কারও উক্তির সঙ্গে সঙ্গে, তত্ক্ষণাত্। মুখের মতো বিণ. যথোপযুক্ত, যেমন কথা তেমনি, কথা-অনুযায়ী (মুখের মতো জবাব)। কোন মুখে ক্রি-বিণ. কোন সাহসে, কোন গর্বে।
মুখটি [mukhaṭi] বি. (শিশিবোতল ইত্যাদি) মুখের ঢাকনা বা ছিপি। [সং. মুখ + বাং. টি]।
মুখটি [mukhaṭi] বি. মুখোপাধ্যায় বংশ, কুলীন ব্রাহ্মণের অন্যতম উপাধি। [সং. মুখপট্টি]।
মুখর [mukhara] বিণ. 1 বাচাল, অতিভাষী; 2 কটুভাষী; 3 ধ্বনিপূর্ণ (প্রতিবাদে মুখর, 'মুখর দিনের চপলতা-মাঝে': রবীন্দ্র)। বি. ̃ তা ('নিরর্থক সব মুখরতা': প্রেমেন্দ্র)। মুখরা বিণ. (স্ত্রী.) কটুভাষিণী; কলহপরায়ণা। মুখরিত বিণ. 1 ধ্বনিত ('তব রথচক্রে মুখরিত পথ: রবীন্দ্র'); 2 কোলাহলে মুখরিত, শিশুদের কোলাহলে মুখরিত পাঠশালা) স্ত্রী. মুখরিতা
মুখাগ্নি [mukhāgni] বি. দাহকালে শবের মুখে আগুন দেওয়া বা প্রদত্ত অগ্নি।[সং. মুখ + অগ্নি]।
মুখানো [mukhānō] ক্রি. বি. উন্মুখ বা ব্যাগ্র হওয়া (কথাটা তাকে বলার জন্য মুখিয়ে আছি)।[সং. √ মুখ্ (নামধাতু) + আ = মুখ + নো]।
মুখাপেক্ষা [mukhāpēkṣā] বি. পরের অনুগ্রহ বা সাহায্যের প্রত্যাশা, পরের উপর ভরসা। [সং. মুখ + অপেক্ষা]। মুখাপেক্ষী (-ক্ষিন্) বিণ. অন্যের সাহায্যপ্রত্যাশী (পরের মুখাপেক্ষী হয়ে বাঁচতে চায় না)। স্ত্রী. মুখাপেক্ষিণী। বি. মুখাপেক্ষিতা
মুখাবয়ব [mukhābaẏaba] বি. মুখমণ্ডল, সারা মুখ (মুখাবয়ব ম্লান হয়ে গেল); 2 মুখের আকৃতি (সুন্দর মুখাবয়ব)। [সং. মুখ + অবয়ব]।
মুখামৃত [mukhāmṛta] বি. (সচ. ব্যঙ্গে) থুতু। [সং. মুখ (-নিঃসৃত) + অমৃত]।
মুখি [mukhi] বি. ওল কচু প্রভৃতি অঙ্কুর বা ফেঁফড়া। [সং. মুখ + বাং ই]। ̃ .কচু বি. অতি কচি কচু।
মুখী [mukhī] দ্র. মুখো
মুখী [mukhī] (-খিন্). বিণ. 1 অতিমুখী (গৃহাভিমুখী)।[সং. মুখ + ইন্]।
মুখুজ্জে-মুখোপাধ্যায় [mukhujjē-mukhōpādhyāẏa] বা মুখার্জি -র কথ্য রূপ।
মুখো [mukhō] বিণ. বাংলা বহুব্রীহি সমাসে উত্তরপদে মুখ -এর রূপ (ঘরমুখো, পো়ড়ামুখো)। [সং. মুখ + বাং. উয়া > ও]। স্ত্রী. মুখী (বহুমুখী, চন্দ্রমুখী, কালামুখী)।
মুখোপাধ্যায় [mukhōpādhyāẏa] বি. বাঙালি ব্রাহ্মণের পদবিবিশেষ।[সং. মুখ + উপাধ্যায়]।
মুখো-মুখি [mukhō-mukhi] ক্রি-বিণ. 1 সামনাসামনি (মুখোমুখি বসে কথা শোনা); 2 নিকটবর্তী (অর্থব্যবস্হা বিপর্যয়ের মুখোমুখি)। ☐বিণ. 1 পরস্পরের মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ এমন; 2 পরস্পর সম্মুখীন (শত্রুর মুখোমুখি হওয়া, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ)। [সং. মুখ + বাং. আ + সং. মুখ + বাং. ই]।
মুখোশ [mukhōśa] বি. 1 (প্রকৃত) মুখ ঢেকে রাখার জন্য নকল মুখ; 2 (আল.) কপট ভাব (তাদের মুখোশ খুলে ফেলা দরকার)। [সং. মুখকোশ]। মুখোশ খোলা ক্রি. বি. প্রকৃত রূপ উদ্ঘাটিত করা।
মুখ্য [mukhya] বিণ. প্রধান, শ্রেষ্ঠ, প্রথম (মুখ্য উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী) [সং মুখ + য]। ̃ , (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. প্রধানত, বিশেষত।
মুখ্যাভি-নেতা [mukhyābhi-nētā] বি. অভিনেতাদের মধ্যে প্রধান বা শ্রেষ্ঠ। [সং. মুখ্য + অভিনেতা]।
মুখ্যার্থ [mukhyārtha] বি. শব্দের প্রধান অর্থ, অভিধা থেকে বা শ্রেষ্ঠ। [সং. মুখ + য]। ̃ , (বর্জি.) ̃ তঃ (-তস্) অব্য. প্রধানত, বিশেষত।
মুখ্যাভি-নেতা [mukhyābhi-nētā] বি. অভিনেতাদের মধ্যে প্রধান বা শ্রেষ্ঠ। [সং. মুখ্য + অভিনেতা]।
মুখ্যার্থ [mukhyārtha] বি. শব্দের প্রধান অর্থ, অভিধা থেকে যে অর্থের বোধ হয়, বাচ্যার্থ। [সং. মুখ্য + অর্থ]।
রাজ-প্রমুখ [rāja-pramukha] বি. স্বাধীনতালাভের পর ভারতের করদ রাজ্যসমূহের প্রধানরূপে নিযুক্ত সামন্ত নৃপতির আখ্যা। [সং. রাজ4 + প্রমুখ]।
শিলী-মুখ [śilī-mukha] বি. 1 বাণ, তির; 2 ভ্রমর; 3 মৌমাছি। [সং. শিলী (শল্য) + মুখ]।
সম্মুখ [sammukha] বি. অভিমুখ, সমুখ, সমক্ষ (তার সম্মুখে)। ☐ বিণ. 1 অভিমুখী; সামনের (সম্মুখ পথ); 2 মুখোমুখি (সম্মুখ যুদ্ধ)। [সং. সম্ + মুখ]। ̃ গতি বি. সামনের দিকে এগিয়ে যাওয়া, এগোনো, সামনের দিকে গতি। ̃ গামী (-মিন) বিণ. সামনের দিকে যাচ্ছে এমন। সম্মুখীন বিণ. সম্মুখে উপস্হিত, সম্মুখস্হ (কঠিন পরিস্হিতির সম্মুখীন)। ̃ বর্তী (-র্তিন্) বিণ. সামনে রয়েছে এমন। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ যুদ্ধ বি. মুখোমুখি লড়াই।
সম্মুখগতি [sammukhagati] দ্র সম্মুখ
সম্মুখগামী [ sammukhagāmī] দ্র সম্মুখ
সম্মুখবর্তী [ sammukhabartī] দ্র সম্মুখ
সম্মুখীন [ sammukhīna] দ্র সম্মুখ
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2024 © ovidhan.org