Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Ventilator
Ventral
Ventricle
Ventriloquism
Venture
Venturous
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word রঙ from Bangla-English Dictionary
রঙ: Bangla to English
অন্তরঙ্গ [antaraṅga] a having blood relation or friendship; very intimate, hand in glove. ☐ n. an internal limb or part. ̃তা n. close intimacy.
উত্তরঙ্গ [uttaraṅga] a full of waves, billowy.
উরঙ্গ [ uraṅga] n a reptile; a serpent; a snake. fem. উরগী, উরঙ্গী, উরঙ্গমী ।
উরঙ্গম [ uraṅgama] n a reptile; a serpent; a snake. fem. উরগী, উরঙ্গী, উরঙ্গমী ।
কুরঙ্গ [kuraṅga] n the male deer, the stag, the buck. fem. কুরঙ্গী, (inc.) কুরঙ্গিনী the female deer, the hind, the doe. কুরঙ্গীনয়না a. fem. having fine eyes like a deer's.
কুরঙ্গক [ kuraṅgaka] n the male deer, the stag, the buck. fem. কুরঙ্গী, (inc.) কুরঙ্গিনী the female deer, the hind, the doe. কুরঙ্গীনয়না a. fem. having fine eyes like a deer's.
কুরঙ্গম [ kuraṅgama] n the male deer, the stag, the buck. fem. কুরঙ্গী, (inc.) কুরঙ্গিনী the female deer, the hind, the doe. কুরঙ্গীনয়না a. fem. having fine eyes like a deer's.
চতুরঙ্গ [caturaṅga] a (of an army) comprising four parts such as elephants, cavalry, chari ots and infantry; four-limbed; having all limbs; complete, thorough. ☐ n. an army complete in all the four parts such as elephants, cavalry, chariots, and infantry; a form of (Indian) music; chess.
তরঙ্গ [taraṅga] n a wave; a ripple; a wavy or un dulating stream, a wave (চিন্তাতরঙ্গ = a thought-wave, বায়ুতরঙ্গ, শব্দতরঙ্গ, বিদ্যুত্ তরঙ্গ). উত্তাল তরঙ্গ a. billow, a high wave. ̃ক্ষুদ্ধ a. lashed into fury by roll ing waves; billowy, wavy; convulsed. ̃চঞ্চল a. rippling. ̃ণ n. undulation. ̃দৈর্ঘ্য n. wave-length. ̃পাদ n. the trough or hollow of a wave. ̃পৃষ্ঠ n. wave-surface. ̃বিক্ষুদ্ধ same as তরঙ্গক্ষুদ্ধ । ̃বেগ n. wave velocity. ̃ভঙ্গ n. break ing of waves (against rocks or other waves), curling and falling of waves. ̃মালা n. a string or series of waves. ̃মুখ n. wave front. ̃শীর্ষ n. the crest of a wave.
তরঙ্গাকুল [taraṅgākula] a restless on account of un quiet waves; very much disturbed (used of seas or oceans).
তরঙ্গাভিঘাত [taraṅgābhighāta] n the push of a wave or waves.
তরঙ্গায়িত [taraṅgāẏita] a undulating, wavy, curling (তরঙ্গায়িত পথ বা চুল), (inc.) rippling.
তরঙ্গিণী [taraṅgiṇī] n. fem a river, a stream.
তরঙ্গিত [taraṅgita] a wavy; rippling; undulating; curling; full of poses or attitudes.
তরঙ্গোচ্ছাস [taraṅgōcchāsa] n swelling up of waves; rise and fall of waves.
তারঙ্গ [tāraṅga] a undulatory. ̃বাদ n. undulatory theory.
তুরঙ্গ [ turaṅga] n the horse. fem. তুরগী, তুরঙ্গী, তুরঙ্গমী the mare.
তুরঙ্গম [ turaṅgama] n the horse. fem. তুরগী, তুরঙ্গী, তুরঙ্গমী the mare.
তোরঙ্গ [tōraṅga] n a large portmanteau usually made of steel, a trunk.
নাগরঙ্গ [nāgaraṅga] n the orange.
নারঙ্গ [nāraṅga] n the orange.
নারঙ্গি [ nāraṅgi] n the orange.
নিরঙ্কুশ [niraṅkuśa] a unpreventable; inevitable; un hindered; unattached; free from ties of attachment; dispassionate; wayward, wilful. নিরঙ্কুশ গরিষ্ঠতা absolute major ity.
নিস্তরঙ্গ [nistaraṅga] a waveless, having no waves; still, calm.
বহিরঙ্গ [bahiraṅga] a external; outer; superficial; un related. ☐ n. an external limb.
রঙ [ ṃraṅa] n colour, hue; dye; paint; com plexion; (of playing cards) a suit or one of a suit or the trump-suit or a trump; exaggeration. রং করা v. to put colour on, to paint, to colour; to dye. রং চড়ানো v. to put colour on, to colour; to exaggerate. রং হওয়া v. to take on colour, to colour. ̃চং n. variegation in colouring; gaudiness. ̃চঙা, ̃চঙে a. variegated in colours; gaudy. ̃ঢং n. fun and frolics; drollery; frolicking. ̃দার same as রংচঙা । রংবেরং, রঙবেরঙ a. variegated in colours; diverse. রঙানো v. to dye; to colour; to paint, see also রাঙানো ।
রঙিন [raṅina] a coloured; dyed; dapple, varie gated; colourful.
রঙ্কু [raṅku] n a kind of deer.
রঙ্গ [raṅga] n fun; drollery; a practical joke, jest, banter; frolic; an entertaining show. রঙ্গ করা v. to poke fun at; to make fun (of), to make a song (of); to stage a comic show; to droll. রঙ্গ দেখা v. to see or enjoy fun; (fig.) to take de light in another's trouble, misfortune etc. রঙ্গ দেখানো v. to give an entertain ing show; (fig.) to make one suffer for, to make one pay for, to punish deserv edly, to pay one off.
রঙ্গক [raṅgaka] n a pigment.
রঙ্গচিত্র [raṅgacitra] n a cartoon.
রঙ্গন [raṅgana] n painting; the ixora.
রঙ্গপ্রিয় [raṅgapriẏa] a fond of making fun or cracking jokes, jocular; given to drollery, drollish; fond of fun and frolics, frolicsome.
রঙ্গভুমি [raṅgabhumi] n a battlefield; a place of public contest, an arena; a wrestling ground; a theatre.
রঙ্গমঞ্চ [raṅgamañca] n the stage.
রঙ্গরস [raṅgarasa] n fun and frolics; wit and humour.
রঙ্গশালা [raṅgaśālā] n a theatre.
-রঙ্গা [-raṅgā] sfx indicating: possession of a colour or colours (তেরঙ্গা).
রঙ্গালয় [raṅgālaẏa] n a theatre.
রঙ্গিণী [raṅgiṇī] a. fem jocular; gay, frolicsome; sportive; taking frenzied delight in (রণরঙ্গিণী); (loos.) wanton.
রঙ্গিলা [raṅgilā] a. fem coloured; dyed; dappled, variegated; red (রঙ্গিলা শাড়ি); brown (রঙ্গিলা গাই).
শারঙ্গ [śāraṅga] n a stringed musical instrument akin to a violin. শারঙ্গী n. the aforesaid instrument; one who plays on this in strument.
সারঙ্গ [sāraṅga] n a variety of spotted deer.
সারঙ্গা [sāraṅgā] fem of সারঙ্গ2
সারঙ্গী [ sāraṅgī] fem of সারঙ্গ2
সারঙ্গী [sāraṅgī] n a stringed instrument akin to the violin (usu. সারঙ্গ); one who plays on this instrument.
সুরঙ্গ [suraṅga] n a tunnel; a hole (as one made into a house by a burglar).
রঙ: Bangla to Bangla
অন্তরঙ্গ [antaraṅga] বিণ. আত্মীয়, আত্মীয়তাপূর্ণ; অন্তরের সঙ্গে সম্পর্কযুক্ত (বিষয়টাকে তিনি অন্তরঙ্গভাবে জানেন); গভীর বন্ধুত্বপূর্ণ (অন্তরঙ্গ বন্ধু)। ☐ বি. ভিতরের বা অভ্যন্তরের অঙ্গ। [সং. অন্তর + √ গম্ + অ]। ̃ তা বি. আত্মীয়তা; ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
উত্তরঙ্গ [uttaraṅga] বিণ. তরঙ্গময়, তরঙ্গবিক্ষুব্ধ (উত্তরঙ্গ সমুদ্র)। [সং. উত্ + তরঙ্গ]।
উরঙ্গ [ uraṅga] বি. (বুক দিয়ে চলে বলে) সাপ। [সং. উরস্ + √ গম্ + অ]। স্ত্রী. উরগী, উরঙ্গী, উরঙ্গমী
উরঙ্গম [ uraṅgama] বি. (বুক দিয়ে চলে বলে) সাপ। [সং. উরস্ + √ গম্ + অ]। স্ত্রী. উরগী, উরঙ্গী, উরঙ্গমী
করঙ্ক [karaṅka] বি. 1 কমণ্ডলু; 2 নারকেলের মালা; 3 ভিক্ষাপাত্র; 4 কৌটো, ডিবা (তাম্বূলকরঙ্ক); 5 করোটি, মাথার খুলি। [সং. √ কৃ + অঙ্গ]।
করঙ্গ [karaṅga] যথাক্রমে কড়ঙ্গ, কড়চা ও কর্জ -র রূপভেদ।
কুরঙ্গ [kuraṅga] বি. মৃগ, হরিণ। [সং. কু (পৃথিবী) + √ রন্গ্ + অ]। কুরঙ্গী, (অশু.) কুরঙ্গিণী বি. (স্ত্রী.) হরিণী। ̃ নয়না বিণ. (স্ত্রী.) মৃগনয়না, হরিণের মতো চোখবিশিষ্টা; সুন্দর নয়নবিশিষ্ট।
কুরঙ্গম [ kuraṅgama] বি. মৃগ, হরিণ। [সং. কু (পৃথিবী) + √ রন্গ্ + অ]। কুরঙ্গী, (অশু.) কুরঙ্গিণী বি. (স্ত্রী.) হরিণী। ̃ নয়না বিণ. (স্ত্রী.) মৃগনয়না, হরিণের মতো চোখবিশিষ্টা; সুন্দর নয়নবিশিষ্ট।
চতুরঙ্গ [caturaṅga] বিণ. 1 হস্তী, অশ্ব, রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা); 2 চার অঙ্গবিশিষ্ট; 3 সর্বাঙ্গসম্পন্ন। ☐ বি. 1 হস্তী অশ্ব রথ ও পদাতি-এই চার অঙ্গবিশিষ্ট সৈন্যবাহিনী; 2 সংগীতের প্রকারভেদ; 3 দাবা খেলা, শতরঞ্জ খেলা। [সং. চতুর্ + অঙ্গ]।
তরঙ্গ [taraṅga] বি. ঊর্মি, লহরী, জলের ঢেউ; কোনোকিছুর ঢেউ বা ঢেউয়ের মতো প্রবাহ (চিন্তাতরঙ্গ, বায়ুতরঙ্গ, বিদ্যুত্-তরঙ্গ)। [সং. √ তৃ + অঙ্গ]। ̃ ভঙ্গ বি. ঢেউয়ের খেলা। ̃ মালা বি. (মালার মতো গ্রথিত) ঢেউয়ের পরে ঢেউ। তরঙ্গা ক্রি. তরঙ্গিত হওয়া বা করা। তরঙ্গাকুল বিণ. অত্যন্ত ঢেউ বা তুফান উঠেছে এমন (তরঙ্গাকুল সমুদ্র)। তরঙ্গাভি-ঘাত বি. ঢেউয়ের ধাক্কা। তরঙ্গায়িত বিণ. ঢেউ-খেলানো, কুঞ্চিত। তরঙ্গিণী বি. নদী. স্রোতস্বিনী। তরঙ্গিত বিণ. ঢেউয়ে পূর্ণ; আন্দোলিত। তরঙ্গিম বিণ. (অপ্র.) তরঙ্গপূর্ণ; ভঙ্গিমাপূর্ণ ('অঙ্গহি অঙ্গ অনঙ্গতরঙ্গিম': গো. দা.)। তরঙ্গোচ্ছ্বাস বি. ঢেউয়ের উত্থান-পতন।
তুরঙ্গ [ turaṅga] বি. ঘোড়া, অশ্ব। [সং. তুর (ত্বরা) + √গম্ + অ, খচ্ (মুমাগম)]। স্ত্রী. তুরগী1, তুরঙ্গী1, তুরঙ্গমীতুরগী2, (-গিন্), তুরঙ্গী2 (-ঙ্গিন্) বি. অশ্বারোহী, ঘোড়সওয়ার।
তুরঙ্গম [ turaṅgama] বি. ঘোড়া, অশ্ব। [সং. তুর (ত্বরা) + √গম্ + অ, খচ্ (মুমাগম)]। স্ত্রী. তুরগী1, তুরঙ্গী1, তুরঙ্গমীতুরগী2, (-গিন্), তুরঙ্গী2 (-ঙ্গিন্) বি. অশ্বারোহী, ঘোড়সওয়ার।
তোরঙ্গ [tōraṅga] বি. লোহা বা ইস্পাতের তৈরি বড় বাক্স, পেটরা। [ইং. trunk]।
তোরঙ [ tōraṅa] বি. লোহা বা ইস্পাতের তৈরি বড় বাক্স, পেটরা। [ইং. trunk]।
দোরঙা [dōraṅā] বিণ. দুই রংবিশিষ্ট (দোরঙা শাল)। [বাং. দু (দো) + রং + আ]।
নাগ-রঙ্গ [nāga-raṅga] বি. নারঙ্গালেবু, কমলালেবু। [সং. নাগ (সিঁদুর) + রঙ্গ]।
নারঙ্গ [nāraṅga] বি. কমলালেবু বা তার গাছ। [সং. নারঙ্গ]।
নারঙ্গি [ nāraṅgi] বি. কমলালেবু বা তার গাছ। [সং. নারঙ্গ]।
নিরঙ্কুশ [niraṅkuśa] বিণ. 1 অঙ্কুশতুল্য বাধা থেকে মুক্ত; যাতে কোনো বাধা নেই, বাধানিষেধ থেকে মুক্ত (নিরঙ্কুশ সংখ্যাধিক্য); 2 বন্ধনহীন, অবাধ, স্বেচ্ছাচারী (নিরঙ্কুশ স্বৈরাচার, নিরঙ্কুশ রাজতন্ত্র)। [সং. নির্ + অঙ্কুশ]।
নিস্তরঙ্গ [nistaraṅga] বিণ. 1 তরঙ্গহীন, ঢেউ নেই এমন (নিস্তরঙ্গ নদী); 2 স্হির, অচঞ্চল; 3 (আল.) বৈচিত্র্যহীন (নিস্তরঙ্গ জীবন)। [সং. নির্ + তরঙ্গ]।
ফিরঙ্গ [phiraṅga] বিণ. ইয়োরোপীয়। [ফা. ফিরঙ্গী, ফিরাঙ্গী]। ̃ ব্যাধী বি. গরমি রোগ, উপদংশ। ফিরঙ্গি বি. ফিরঙ্গ দেশীয় ব্যক্তি। [ফিরিঙ্গি দ্র]।
বহিরঙ্গ [bahiraṅga] বি. বাহ্য অঙ্গ। ☐ বিণ. বাইরের (বহিরঙ্গ বর্ণনা, বহিরঙ্গ সম্পর্ক)। [সং. বহিস্ + অঙ্গ]।
ব্রঙ্কাইটিস [braṅkāiṭisa] বি. শ্লেষ্মাজনিত শ্বাসনালীর প্রদাহরোগবিশেষ। [ইং. bronchitis]।
রং. রঙ [ra. ṃraṅa] বি. 1 বর্ণ (লাল রং, মেঘের কালো রং); 2 রঞ্জনদ্রব্য (কাপড়টাকে লাল রঙে ছোপানো হল); 3 গায়ের বর্ণ (ফরসা রং); 4 তাসের চিহ্নভেদ; 5 আতিশয্য (রং চড়ানো)। [সং. রঙ্গ]। ̃ কানা বিণ. রং চেনে না এমন, বর্ণান্ধ। ̃ চঙে বিণ. নানান রংযুক্ত, বিচিত্র রঙের। ̃ চটা বিণ. রং উঠে গেছে এমন (একটা রং চটা চাদর)। রং চড়ানো ক্রি. বি. 1 ছবি ইত্যাদিতে রং লাগানো বা রঙের প্রলেপ দেওয়া; 2 বাড়িয়ে বলা, অতিশয়োক্তি করা। ̃ তামাশা বি. কৌতুক বা হাসিঠাট্টা। ̃ দার বিণ. রঙিন বিচিত্র রঙের সমাবেশ আছে এমন। ̃ বেরং বিণ. নানা রঙের ̃ মশাল বি. আগুনের রঙিন ফুলকিযুক্ত আতশবাজিবিশেষ।
রঙ [raṅa] দ্র রংরঙঢঙ, রংঢং, রঙমহল দ্র রঙ্গ2
রঙকানা [ raṅakānā] দ্র রংরঙঢঙ, রংঢং, রঙমহল দ্র রঙ্গ2
রঙচঙ [ raṅacaṅa] দ্র রংরঙঢঙ, রংঢং, রঙমহল দ্র রঙ্গ2
রঙচঙে [ raṅacaṅē] দ্র রংরঙঢঙ, রংঢং, রঙমহল দ্র রঙ্গ2
রঙদার [ raṅadāra] দ্র রংরঙঢঙ, রংঢং, রঙমহল দ্র রঙ্গ2
রঙবেরঙ [ raṅabēraṅa] দ্র রংরঙঢঙ, রংঢং, রঙমহল দ্র রঙ্গ2
-রঙা [-raṅā] বিণ. রংযুক্ত (সাতরঙা)। [বাং. রং + আ]।
রঙানো [raṅānō] ক্রি. বি. রঞ্জিত করা, রঙে ছোপানো। ☐ বিণ. উক্ত অর্থে। [বাং. রং + আ নামধাতু + নো]।
রঙিন [raṅina] বিণ. 1 রঞ্জিত; 2 রংযুক্ত (রঙিন ছবি); 3 নানারঙে শোভিত (রঙিন শাড়ি)। [বাং. রং + ইন]।
রঙ্কিণী [raṅkiṇī] বিণ. (স্ত্রী.) দরিদ্রা ('রঙ্কিণী রাজার বেটি': শি.)। [সং. রঙ্ক + ইন্ + ঈ]।
রঙ্কু [raṅku] বি. মৃগবিশেষ। [সং. √ রম্ + কু]।
রঙ্গ [raṅga] বি. 1 রং-এর প্রাচীন রূপ; 2 রঞ্জকদ্রব্য; 3 নৃত্যগীতাভিনয় (রঙ্গমঞ্চ); 4 ক্রীড়াপ্রতিযোগীতা, দ্বন্দ্ব, যুদ্ধ (রঙ্গভূমি); 5 লীলায়িত হাবভাব বা ভঙ্গি, লীলা; 6 ভঙ্গি, ধরন; 7 নাট্যশালা; ̃ রণভূমি; 9 (বিরল) দস্তা; 1 রাং। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ .ভূমি বি. 1 রণস্হল; 2 ক্রীড়াপ্রতিযোগিতার স্হান; 3 মল্লভূমি, কুস্তির আখড়া; 4 নাট্যশালা। ̃ .মঞ্চ বি. যে মঞ্চের উপর অভিনয় করা হয়, স্টেজ। ̃ .শালা বি. অভিনয়গৃহ, থিয়েটার। ̃ .স্হল-রঙ্গভূমি -র অনুরূপ। রঙ্গালয় বি. নাট্যশালা, থিয়েটার।
রঙ্গ [raṅga] বি. 1 কৌতুক ('যাঁর নানা রঙের রঙ্গ, মোরা তাঁরি রসের রঙ্গী': রবীন্দ্র); 2 তামাশা, পরিহাস, ঠাট্টা (রঙ্গ করা); 3 রগড়, মজা (দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ দেখা); 4 আমোদ, আনন্দ (রঙ্গে মাতা)। [ফা. রংগ]। ̃ .চিঙ্গা বি. 1 যে-বালক রঙ্গ দেখতে ভালোবাসে; 2 চ্যাংড়া ছেলে। রংঢং, (বর্জি.) রঙঢঙ বি. হাস্যপরিহাস। ̃ .দার বিণ. মজাদার। ̃ .প্রিয় বিণ. কৌতুকপ্রিয়, হাস্যপরিহাস করতে ভালোবাসে এমন। বি. ̃ .প্রিয়তা। ̃ .ভঙ্গ বি. কৌতুকজনক অঙ্গভঙ্গি। ̃ .মহল, (চলিত) ̃ .রং-মহল, রঙ-মহল বি. 1 নৃপতিদের বিলাসভবন; 2 আনন্দনিকেতন। ̃ .রস বি. হাস্যকৌতুক, আমোদপ্রমোদ। ̃ .রঙ্গিণী বিণ. (স্ত্রী.) রঙ্গপ্রিয়া কৌতুকময়ী লীলাময়ী বা লীলামত্তা (রণরঙ্গিণী মূর্তি)। ̃ .রঙ্গী (-ঙ্গীন্) বিণ. ̃ .রঙ্গিণী -র পুংলিঙ্গ।
রঙ্গক [raṅgaka] বি. জীব উদ্ভিদ প্রভৃতির দেহের রঞ্জক পদার্থ, pigment (বি. প.) [সং. √ রঞ্জ্ + অক]।
রঙ্গ-জীবক [raṅga-jībaka] বি. রং দিয়ে যে-শিল্পী পট আঁকে, পটুয়া। [সং. রঙ্গ + √ জীব্ + অক]।
রঙ্গন [raṅgana] বি. 1 চিত্রিতকরণ 2 রক্তবর্ণ ফুলবিশেষ। [রঙ্গ1 দ্র]।
রঙ্গিণী [raṅgiṇī] দ্র রঙ্গ2
রঙ্গিমা [raṅgimā] বি. 1 রক্তিমা (অধর রঙ্গিমা); 2 শোভা (নানা রঙের রঙ্গিমা)। [সং. রঙ্গ + ইমন্]।
রঙ্গিয়া [raṅgiẏā] বিণ. (প্রা. কা.) 1 রসিক, রঙ্গপ্রিয় 2 রসিকা, রঙ্গ প্রিয়া। [বাং. রঙ্গ2 + ইয়া]।
রঙ্গিল [raṅgila] বিণ. রঙিন। [হি.]।
রঙ্গিলা [raṅgilā] বিণ. (স্ত্রী.) 1 রঞ্জিতা (রঙ্গিলা শাড়ি); 2 রাঙা, লাল (রঙ্গিলা গাইয়ের দুধ)। [বাং. রঙ্গিল-এর স্ত্রীলিঙ্গ]।
রঙ্গিলা [raṅgilā] বিণ. 1 রঙ্গপ্রিয়, রঙ্গকারী 2 স্ফূর্তিবাজ। [হি.]।
রঙ্গী [raṅgī] দ্র রঙ্গ2
শারঙ্গী [śāraṅgī] বি. ছড়ি দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ, সারেঙ্গি। [সং. √ শৃ + অঙ্গ + ঈ]।
সারঙ্গ [sāraṅga] বি. বিচিত্র চক্রচিহ্নযুক্ত হরিণবিশেষ, চিতল হরিণ। [সং. সার বা শার (=চিত্রবিচিত্র) + অঙ্গ]। স্ত্রী. সারঙ্গা, সারঙ্গী1
সারঙ্গী [sāraṅgī] বি. ছড় দিয়ে বাজাতে হয় এমন বেহালাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ, সারিন্দা। [সং. √ সৃ + অঙ্গ, + ঈ]। সারঙ্গী3 বি. সারঙ্গবাদক।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2024 © ovidhan.org