Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Facial
Facile
Facilitate
Facility
Facing
Facsimile
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word রতি from Bangla-English Dictionary
রতি: Bangla to English
অপ্রতিকার [apratikāra] n absence of redress, non-rem edy, non-prevention.
অপ্রতিকার্য [apratikārya] a that which cannot be re dressed, irremediable; unpreventible.
অপ্রতিকূল [apratikūla] a not unfavourable or antago nistic; favourable; friendly; helpful.
অপ্রতিদ্বন্দ্ব [apratidbandba] a unrivalled, match less, peerless, unparalleled.
অপ্রতিদ্বন্দ্বী [ apratidbandbī] a unrivalled, match less, peerless, unparalleled.
অপ্রতিপত্তি [apratipatti] n lack of influence or power.
অপ্রতিপন্ন [apratipanna] a unproved, not vindicated or justified; unfounded.
অপ্রতিবন্ধ [apratibandha] a unobstructed; uninterrupted; unconditional.
অপ্রতিবিধান [apratibidhāna] n absence of remedy or re dress.
অপ্রতিবিধেয় [apratibidhēẏa] a that which cannot be re dressed, irremediable, irrecoverable, incurable, unpreventible.
অপ্রতিভ [apratibha] a embarrassed, abashed, non plussed, out of countenance; lacking in presence of mind; dull-witted. অপ্রতিভ হওয়া v. to become embarrassed or abashed, to be put out of counte nance.
অপ্রতিম [apratima] a incomparable, unparalleled, matchless; unique.
অপ্রতিরথ [apratiratha] n a matchless warrior. ☐ a. matchless in combat.
অপ্রতিরুদ্ধ [apratiruddha] a unresisted, unprevented, un obstructed, unopposed, unhindered.
অপ্রতিরূপ [apratirūpa] a without equal, matchless, in comparable, unique.
অপ্রতিরোধ্য [apratirōdhya] a irresistible; unavoidable, in evitable.
অপ্রতিষেধ্য [apratiṣēdhya] a that which cannot be pre vented.
অপ্রতিষ্ঠ [apratiṣṭha] a not settled or established; one who or that which is in an uncertain state or position; one who could not yet assert himself or come into the limelight; not renowned; obscure. অপ্রতিষ্ঠা n. uncertain state or position; obscurity. অপ্রতিষ্ঠিত same as অপ্রতিষ্ঠ and—(of institutions etc.) unfounded, unestablished.
অপ্রতিসম [apratisama] a asymmetric, asymmetrical.
অপ্রতিসাম্য [apratisāmya] n asymmetry.
অপ্রতিহত [apratihata] a unresisted, unobstructed, unprevented, unopposed; unhindered; irresistible (অপ্রতিহত প্রভাব বা বেগ).
অরতি [arati] n absence of amorous or sexual desire; absence of attachment or affec tion; apathy.
আরতি [ārati] n end; subjugation; deep attach ment.
আরতি [ārati] n greeting a deity by waving a lamp, thurible, incenser etc. before his or her face.
গুজরতি [gujarati] n a smaller variety of cardamom.
ঝরতি [jharati] n any negligible portion of things fallen out of a heap and passed over at the time of loading or carrying.
তরতিব [taratiba] n a rule, a system, an order; an order of succession. ̃ওয়ারি a. follow ing the order of succession, serial.
দুরতিক্রমণ [duratikramaṇa] n act of going across or through with great difficulty. দুরতিক্রম, দুরতিক্রমণীয়, দুরতিক্রম্য a. very difficult to go across or through.
ধরতি [dharati] n (comm.) an extra amount given by the seller to the buyer to guard against any possible shortage during weighing.
নিরতিশয় [niratiśaẏa] a very great, too much, exces sive, extreme. ☐ adv. excessively, ex ceedingly, extremely, very much.
নিষ্প্রতিভ [niṣpratibha] a lacking genius; dim; lacking brightness; obscure, dull.
প্রতি [prati] prep towards (গৃহের প্রতি); to (পুত্রের প্রতি); regarding, concerning (ফুলের প্রতি আকর্ষণ).
প্রতি [prati] pfx denoting every, each; substi tuting, deputizing, vice-; counter-, re-, proximity, neighbourhood (প্রতিবাসী); contrary, anti-; similar, exact (প্রতিমূর্তি); equal (প্রতিযোগিতা).
প্রতি-আক্রমণ [prati-ākramaṇa] n a counter-attack.
প্রতিকর্তা [pratikartā] a redressing; remedying, aveng ing; preventing; counteracting. ☐ n. a redresser; an avenger; a preventer; a counteractor.
প্রতিকর্ম [pratikarma] n redress; remedying; avenging; prevention; counteraction; dressing, toilet.
প্রতিকল্প [pratikalpa] n a substitute. প্রতিকল্পন n. substi tution.
প্রতিকার [pratikāra] n redress; remedy; revenge; pre vention; counteraction. প্রতিকার করা v. to redress; to remedy; to avenge; to prevent; to counteract.
প্রতিকার্য [pratikārya] a redressible; remediable; that which can be or is to be avenged or counteracted; preventible.
প্রতিকূল [pratikūla] a opposed; contrary; hostile, malignant; adverse; unfavourable. ̃তা n. opposition; contrariety; antagonism, hostility, malignancy; adverseness, disfavour. প্রতিকূলতা করা v. to oppose; to be hostile to; to antagonize. প্রতিকূলাচরণ n. opposition; antagonism, hostility. প্রতিকূলে prep. against.
প্রতিকৃত [pratikṛta] a redressed; remedied; avenged; prevented; counteracted.
প্রতিকৃতি [pratikṛti] n a portrait; an image.
প্রতিক্রম [pratikrama] n inverse or reverse order.
প্রতিক্রিয়া [pratikriẏā] n a reaction; a response; an anti-progressive act or conduct; a swingback; counteraction. ̃শীল a. (pol.) anti-progressive, reactionary; (rare) responsive, reactive. ̃শীলতা n. the quality or state of being reaction ary; obscurantism; opposition to pro gressiveness. প্রতিক্রিয়াশীল হওয়া v. to re act; to be reactionary. প্রতিক্রিয়াশীল ব্যক্তি a reactionary.
প্রতিক্ষণ [pratikṣaṇa] adv every moment; always.
প্রতিক্ষিপ্ত [pratikṣipta] a rebounded. প্রতিক্ষিপ্ত হওয়া v. to rebound.
প্রতিক্ষেপণ [pratikṣēpaṇa] n act of throwing back or re bounding. প্রতিক্ষেপণ করা v. to throw back, to rebound.
প্রতিগমন [pratigamana] n return. প্রতিগমন করা v. to go back, to return, to recede.
প্রতিগামী [pratigāmī] a returning; receding.
প্রতিগৃহীত [pratigṛhīta] a accepted.
প্রতিগ্রহ [pratigraha] n acceptance of a gift; accep tance; a gift, a present; a promise, a pledge; (astrol.) a malignant planet or star. প্রতিগ্রহণ n. acceptance of a gift; acceptance. প্রতিগ্রহণীয় a. acceptable.
প্রতিগ্রাহ [pratigrāha] n acceptance, acceptance of a gift. প্রতিগ্রাহিত a. caused to accept a gift. প্রতিগ্রাহী a. accepting a gift.
প্রতিগ্রাহ্য [pratigrāhya] a acceptable.
প্রতিঘাত [pratighāta] n a counter-stroke, a counter blow. প্রতিঘাত হানা v. to deal (one) a counter-blow. প্রতিঘাতন n. act of kill ing. প্রতিঘাতী a. killing. fem. প্রতিঘাতিনী ।
প্রতিচিত্র [praticitra] a a blue print. ̃মুদ্রক n. a blue printer.
প্রতিচ্ছায়া [praticchāẏā] n a reflection; a shadow; an im age, a likeness; resemblance, likeness.
প্রতিজিহ্বা [pratijihbā] n uvula.
প্রতিজ্ঞা [pratijñā] n a solemn resolve or declara tion; a vow; a promise, a pledge; (geom.) a theorem or a problem or a proposition. প্রতিজ্ঞা করা v. to resolve or declare solemnly; to promise. প্রতিজ্ঞাত a. resolved; promised; accepted; pro posed. ̃পত্র n. a written promise or agreement, a bond; a written confes sion. ̃পালন n. act of keeping a prom ise. প্রতিজ্ঞাপালন করা v. to keep a prom ise. ̃বদ্ধ a. bound by a promise, under a pledge. ̃ভঙ্গ n. a breach of promise. প্রতিজ্ঞাভঙ্গ করা v. to break a promise. ̃ভঙ্গকারী a. promise-breaking. ☐ n. a promise-breaker.
প্রতিদত্ত [pratidatta] a given in return or exchange; required; returned.
প্রতিদান [pratidāna] n a gift or payment in return of another; exchange; requital, requite; retribution; repayment; revenge. প্রতিদান দেওয়া v. to give in return or ex change; to requite, to retribute; to re pay; to take revenge upon. ̃হীন a. unrequiting.
প্রতিদিন [pratidina] adv everyday, daily; per diem, each day (প্রতিদিন কত মজুরি); day by day.
প্রতিদিষ্ট [pratidiṣṭa] a overruled.
প্রতিদেয় [pratidēẏa] a that which is to be or can be given in return or exchange; requitable, retributable.
প্রতিদ্বন্দ্ব [pratidbandba] n mutual hostility or strife; rivalry; competition. প্রতিদ্বন্দ্বিতা করা v. to fight or contend with; to rival; to vie or compete with. প্রতিদ্বন্দ্বিতামূলক a. competitive. প্রতিদ্বন্দ্বী a. contending; rivalling; competing; hostile. ☐ n. a contender; a rival; a competitor; an ad versary. fem. প্রতিদ্বন্দ্বিনী ।
প্রতিদ্বন্দ্বিতা [ pratidbandbitā] n mutual hostility or strife; rivalry; competition. প্রতিদ্বন্দ্বিতা করা v. to fight or contend with; to rival; to vie or compete with. প্রতিদ্বন্দ্বিতামূলক a. competitive. প্রতিদ্বন্দ্বী a. contending; rivalling; competing; hostile. ☐ n. a contender; a rival; a competitor; an ad versary. fem. প্রতিদ্বন্দ্বিনী ।
প্রতিধ্বনি [pratidhbani] n an echo, a reverberation. প্রতিধ্বনি করা v. to echo, to reverberate. প্রতিধ্বনিত a. echoed, reverberated, re sounded.
প্রতিনমস্কার [pratinamaskāra] n salutation in reply to a salu tation.
প্রতিনিধি [pratinidhi] n a deputy; an agent; a represen tative; a delegate; a substitute; a proxy. রাজপ্রতিনিধি n. a viceroy. প্রতিনিধিত্ব n. of fice or tenure of a deputy or agent or representative or substitute. প্রতিনিধিত্ব করা v. to deputize; to act as an agent of; to represent; to act as a delegate or substitute or proxy of. ̃বর্গ n. a del egation, a deputation, body of repre sentatives. ̃সভা n. a meeting of del egates or deputies or representatives.
প্রতিনিবর্তন [pratinibartana] n return; refraining or desis tance.
প্রতিনিবৃত্ত [pratinibṛtta] a returned; having refrained or desisted (from). প্রতিনিবৃত্ত হওয়া v. to re turn (from); to refrain or desist (from). প্রতিনিবৃত্তি same as প্রতিনিবর্তন ।
প্রতিনিয়ত [pratiniẏata] adv every moment, constantly, always.
প্রতিনির্দেশ [pratinirdēśa] n cross-reference.
প্রতিপক্ষ [pratipakṣa] n the hostile party; the opposite party, the opposition; the opponent; an enemy; a rival; (in law) a defendant. প্রতিপক্ষীয় a. of the opposite side or party or camp, of the contending side or camp.
প্রতিপত্তি [pratipatti] n honour; good standing; domi nating or powerful influence; influ ence; power; (rare) proof. ̃শালী ̃শীল, ̃সম্পন্ন a. enjoying honour; well-established; having domineering influence; influential; powerful.
প্রতিপত্র [pratipatra] n a counterfoil.
প্রতিপদ [pratipada] n the first lunar day of a month.
প্রতিপদে [pratipadē] adv at every step; constantly.
প্রতিপন্ন [pratipanna] a ascertained; corroborated, con firmed; verified; proved, substantiated. প্রতিপন্ন করা v. to prove, to substantiate.
প্রতিপাদ [pratipāda] a antipodal. ̃স্হান n. (geog.) the antipodes.
প্রতিপাদক [pratipādaka] a ascertaining; corroborating, confirming; verifying; proving, sub stantiating; performing.
প্রতিপাদন [pratipādana] n ascertainment; corroboration, confirmation; verification; proving, substantiation; accomplishment, per formance. প্রতিপাদন করা v. to ascertain; to corroborate, to confirm; to verify; to prove, to substantiate; to accomplish, to perform. প্রতিপাদনীয় same as প্রতিপাদ্য ।
প্রতিপাদিকা [pratipādikā] fem of প্রতিপাদক ।
প্রতিপাদিত [pratipādita] a ascertained; corroborated, confirmed; verified; proved, substanti ated; accomplished, performed.
প্রতিপাদ্য [pratipādya] a to be ascertained or corrobo rated or confirmed or verified or proved or substantiated or accom plished or performed; ascertainable; confirmable; verifiable; provable; accomplishable, performable.
প্রতিপালক [pratipālaka] a bringing up, rearing, foster ing; feeding, maintaining; keeping, ob serving; complying, obeying; protect ing, looking after the well-being of. ☐ n. one who brings up, a rearer, a fos terer; a feeder, a maintainer; a keeper, an observer; one who complies (with) or obeys; a protector, a guardian.
প্রতিপালন [pratipālana] n upbringing; rearing; foster ing (সন্তান-প্রতিপালন); feeding; mainte nance (পরিজন-প্রতিপালন); keeping, ob servance (প্রতিশ্রুতি-প্রতিপালন); act of obeying, compliance (আদেশ প্রতিপালন); protection, act of looking after the well-being of (প্রজা-প্রতিপালন). প্রতিপালন করা v. to bring up; to rear; to foster; to feed, to maintain; to keep, to observe; to comply with, to obey; to protect, to look after the well-being of. প্রতিপালনীয় same as প্রতিপাল্য ।
প্রতিপালিকা [pratipālikā] fem of প্রতিপালক ।
প্রতিপালিত [pratipālita] a brought up; reared; fos tered; fed; maintained; observed; com plied with, obeyed; protected, taken care of. fem. প্রতিপালিতা
প্রতিপাল্য [pratipālya] a worthy of being brought up or reared or fostered or fed or main tained or kept or observed or complied with or obeyed or protected or taken care of.
প্রতিপোষক [pratipōṣaka] a corroborative, bearing out; supporting; aiding.
প্রতিপোষণ [pratipōṣaṇa] n corroboration, act of bearing out; act of supporting or aiding.
প্রতিপ্রভ [pratiprabha] a (phys. & bot.) fluorescent. প্রতিপ্রভা n. fluorescence.
প্রতিপ্রশ্ন [pratipraśna] n a counter-question.
প্রতিফল [pratiphala] n retributory punishment, retri bution, requite, requital; relation, re venge; (loos.) punishment. উপযুক্ত প্রতিফল just retribution. প্রতিফল দেওয়া v. to mete out retributory punishment (to); to take revenge upon; to punish. প্রতিফল পাওয়া v. to suffer the conse quences; to be punished.
প্রতিফলন [pratiphalana] n reflection (as in a mirror). প্রতিফলন কোণ n. (phys.) angle of reflec tion. প্রতিফলিত a. reflected. প্রতিফলিত করা v. to reflect. প্রতিফলিত হওয়া v. to reflect.
প্রতিবন্ধ [pratibandha] n an obstacle, a hindrance; a frustration. ☐ a. hindered, obstructed; frustrated. প্রতিবন্ধক a. obstructing, hin dering; opposing. ☐ n. an obstacle. প্রতিবন্ধকতা same as প্রতিবন্ধ (n.). প্রতিবন্ধী a. obstructed; obstructing; suffering from physical or mental disability, (inc. but pop.) handicapped.
প্রতিবর্ণীকরণ [pratibarṇīkaraṇa] n transliteration; transcribing in the character or script of another language. প্রতিবর্ণীকৃত a. transliterated.
প্রতিবর্তন [pratibartana] n obversion.
প্রতিবল [pratibala] a equally strong or powerful. ☐ n. a hostile army or forces.
প্রতিবস্তূপমা [pratibastūpamā] n (rhet.) a parallel simile.
প্রতিবাক্য [pratibākya] n an answer, a reply; a retort; an adverse comment.
প্রতিবাত [pratibāta] a windward. প্রতিবাতে adv. wind wards.
প্রতিবাদ [pratibāda] n a counter-plea, a counter-argu ment; a protest; a counter. প্রতিবাদ করা v. to put forth a counter-plea or counter-argument; to protest. ̃সভা n. a protest meeting. প্রতিবাদী a. pleading against; pleading in reply; protesting; opposing, contending (against). ☐ n. (in law) a defendant, a respondent. fem. প্রতিবাদিনী ।
প্রতিবাসী [pratibāsī] a living or residing in the neighbourhood. ☐ n. a neighbour. fem. প্রতিবাসিনী ।
প্রতিবিধান [pratibidhāna] n a counter-action or counter measure; remedy, redress; revenge. প্রতিবিধান করা v. to take measures against; to remedy, to redress; to avenge.
প্রতিবিধিত্সা [pratibidhitsā] n desire of taking measures against or remedying or redressing; re vengefulness. প্রতিবিধিত্সু a. desirous of taking measures against or remedying or redressing; revengeful; avenging.
প্রতিবিধেয় [pratibidhēẏa] a remediable, redressable.
প্রতিবিপ্লব [pratibiplaba] n a counter-revolution. প্রতিবিপ্লবী a. counter-revolutionary.
প্রতিবিম্ব [pratibimba] n a reflected image, a reflection, an image. প্রতিবিম্বন n. act of being re flected, reflection. প্রতিবিম্বিত a. re flected.
প্রতিবিষ [pratibiṣa] n an anti-toxin; an antidote.
প্রতিবিহিত [pratibihita] a remedied, redressed, righted, avenged.
প্রতিবেদন [pratibēdana] n a petition of complaint; a re port.
প্রতিবেশ [pratibēśa] n dwelling-houses in the neighbourhood; environs, surround ings; environment. প্রতিবেশী same as প্রতিবাসী । fem. প্রতিবেশিনী ।
প্রতিবোধ [pratibōdha] n manifestation, rev elation; awakening; consolation. প্রতিবোধিত a. manifested, revealed; awakened; consoled.
প্রতিবোধন [ pratibōdhana] n manifestation, rev elation; awakening; consolation. প্রতিবোধিত a. manifested, revealed; awakened; consoled.
প্রতিভা [pratibhā] n keen intelligence; presence of mind; inventive or creative faculty; ge nius; glow; brilliance. ̃বান same as প্রতিভাধর ।
প্রতিভাত [pratibhāta] a brightly appearing, shiningly visible; manifest, clearly revealed; clearly known; lighted; reflected.
প্রতিভাধর [pratibhādhara] a keenly intelligent; endowed with ex ceptional inventive or creative faculty; endowed with genius. প্রতিভাধর ব্যক্তি a man of genius, a genius.
প্রতিভাশালী [ pratibhāśālī] a keenly intelligent; endowed with ex ceptional inventive or creative faculty; endowed with genius. প্রতিভাধর ব্যক্তি a man of genius, a genius.
প্রতিভাসম্পন্ন [ pratibhāsampanna] a keenly intelligent; endowed with ex ceptional inventive or creative faculty; endowed with genius. প্রতিভাধর ব্যক্তি a man of genius, a genius.
প্রতিভার [pratibhāra] n counter-balance.
প্রতিভাষ [pratibhāṣa] n an answer, a reply.
প্রতিভাস [pratibhāsa] n radiance, illumination; mani festation; revelation. প্রতিভাসিত a. radi ant; manifested or revealed.
প্রতিভূ [pratibhū] n a representative, a deputy, an agent, a substitute; a hostage.
প্রতিভূতি-পত্র [pratibhūti-patra] n bail-bond.
প্রতিম [pratima] a (in. comp. used as a sfx.) like, resembling, equal to.
প্রতিমা [pratimā] n an icon, an image; an idol. ̃চূর্ণকারী a. iconoclastic. ☐ n. an icono clast. ̃চূর্ণন iconoclasm. ̃নিরঞ্জন, ̃বিসর্জন n. the ceremonial immersion of an idol. ̃পূজক n. an idolater, an iconolater, an image-worshipper. ☐ a. idolatrous. ̃পূজা n. idolatry, iconolatry, image-worship. ̃পূজাবিরোধী a. opposed to image-worship; icono clastic. ̃শিল্প n. the art of making im ages. ̃শিল্পি n. the artist who makes an image.
প্রতিমান [pratimāna] n a model, a pattern; (phys.) bal ancing, a weight. প্রতিমান করা v. (phys.) to balance.
প্রতিমুখ [pratimukha] n a direction towards one; front. ☐ a. (mech.) unlike; (bot.) opposite; facing. প্রতিমুখে prep. in the direction of.
প্রতিমুহুর্ত [pratimuhurta] adv every moment; always.
প্রতিমূর্তি [pratimūrti] n an image, an icon, a portrait, a likeness; an exactly similar figure or appearance.
প্রতিযোগ [pratiyōga] n antipathy; enmity, hostility; quarrel; rivalry; competition. প্রতিযোগিতা n. rivalry; competition; vying. প্রতিযোগিতা করা v. to compete or vie (with). প্রতিযোগিতামূলক, প্রতিযোগীতাপূর্ণ a. competitive. প্রতিযোগী a. rivalling; com peting; vying; (geom.) conjugate. ☐ n. a rival; a competitor. fem. প্রতিযোগিনী ।
প্রতিযোজন [pratiyōjana] n (bot.) adaptation.
প্রতিযোদ্ধা [pratiyōddhā] n an opponent in duelling, an antagonist, a rival.
প্রতিরক্ষা [pratirakṣā] n defence. প্রতিরক্ষা-মন্ত্রক n. the ministry of defence.
প্রতিরুদ্ধ [pratiruddha] a prevented; checked, resisted; obstructed; opposed; blockaded; stopped. প্রতিরুদ্ধ করা same as প্রতিরোধ করা ।
প্রতিরূপ [pratirūpa] n an image, a likeness; an ex actly similar figure or appearance; a reflected image, a reflection, likeness, resemblance. ☐ a. similar; like, exactly resembling.
প্রতিরোধ [pratirōdha] n prevention; check, resistance; obstruction; opposition; an obstacle, a blockade; stoppage. প্রতিরোধ করা v. to prevent; to check, to resist; to obstruct; to oppose; to blockade; to stop. প্রতিরোধক, প্রতিরোধী a. preventive; resis tant; resisting; obstructive; obstructing; opposing; blockading; stopping. ̃শক্তি n. the power of or capacity for resis tance or opposition. প্রতিরোধিত a. ob structed, resisted; opposed; stopped; prevented.
প্রতিলিপি [pratilipi] n a replica, a facsimile, a tran script, a copy.
প্রতিলেখ [pratilēkha] n act of copying; transcription; a transcript, a copy. প্রতিলেখক n. a copyist. প্রতিলেখন n. copying.
প্রতিলোম [pratilōma] n reverse, inverse. প্রতিলোম বিবাহ marriage of a high-caste bride with a low-caste bridegroom. প্রতিলোমজ a. born of a low-caste father and a high-caste mother.
প্রতিশব্দ [pratiśabda] n a synonym; an echo.
প্রতিশয় [pratiśaẏa] n a persistent squatting at the temple of a deity for divine favour or boon. প্রতিশয়িত a. thus squat ting.
প্রতিশয়ন [ pratiśaẏana] n a persistent squatting at the temple of a deity for divine favour or boon. প্রতিশয়িত a. thus squat ting.
প্রতিশোধ [pratiśōdha] n revenge; requital; retaliation. প্রতিশোধ নেওয়া v. to requite; to retaliate; to take revenge (upon); to pay (a per son) in his own coin, to give tit for tat, to avenge.
প্রতিশ্রুত [pratiśruta] a promised, pledged; promise bound; covenanted. প্রতিশ্রুত হওয়া v. to pledge oneself, to commit oneself by a promise. প্রতিশ্রুতি n. a promise, a pledge; a covenant. প্রতিশ্রুতি ভঙ্গ n. breach of or withdrawal from a prom ise or contract or pledge.
প্রতিষেধ [pratiṣēdha] n prohibition, forbiddance; pre vention; an antidote; therapeutics; a therapeutical drug. প্রতিষিদ্ধ a. prohib ited, forbidden. প্রতিষেধক a. prohibi tive; preventive; prophylactic, therapeutical, antidotal. ☐ n. a therapeutical or antidotal drug; an anti dote, a prophylactic.
প্রতিষ্ঠা [pratiṣṭhā] n setting up, establishment, foun dation (বিদ্যালয়-প্রতিষ্ঠা, বংশপ্রতিষ্ঠা); sol emn dedication, consecration (পুকুর প্রতিষ্ঠা); installation (বিগ্রহপ্রতিষ্ঠা); ob servance (of a vow etc.); settling down, habilitation; good footing or standing, fame, reputation (প্রতিষ্ঠালাভ). প্রতিষ্ঠা করা v. to set up, to establish, to found; to dedicate solemnly, to consecrate; to in stal; to make one settle down. প্রতিষ্ঠা পাওয়া v. to gain a good footing or standing; to earn fame or reputation. প্রতিষ্ঠাতা n. an establisher, a founder; a dedicator; one who instals or causes to settle down. fem. প্রতিষ্ঠাত্রী । ̃ধিকার n. goodwill (as of a business firm). প্রতিষ্ঠান n. an in stitute, an institution, an establishment. ̃পক n. same as প্রতিষ্ঠাতা । ̃পন n. setting up, establishment, foundation; solemn dedication, consecration; installation; settling down, habilitation. ̃পয়িতা same as প্রতিষ্ঠাতা । fem. ̃পয়িত্রী । ̃পিত a. set up, established, founded; solemnly dedicated, consecrated; installed; settled down, habilitated. ̃বান a. hav ing a good footing or standing; famous, reputed.
প্রতিসংহার [pratisaṃhāra] n withholding (of weapons etc.); warding off. প্রতিসংহার করা v. to hold back, to withhold; to ward off, to stave off.
প্রতিসংহৃত [pratisaṃhṛta] a (of weapons etc.) held back, withheld; warded off.
প্রতিসম [pratisama] a symmetrical. প্রতিসাম্য symme try.
প্রতিসরণ [pratisaraṇa] n (phys.) refraction. প্রতিসরণ করা v. to refract. প্রতিসরণ কোণ angle of refraction. প্রতিসরণীয় a. refrangible.
প্রতিসরাঙ্ক [pratisarāṅka] n (phys.) refracting index.
প্রতিসর্গ [pratisarga] n (myth.) expansion of the cre ation after the original one, the second ary creation; universal dissolution.
প্রতিসারণ [pratisāraṇa] n removal; withdrawal. প্রতিসারণ করা v. to remove; to draw or lead away, to withdraw.
প্রতিসারিত [pratisārita] a removed; led away.
প্রতিসারী [pratisārī] a going in an opposite direc tion; refracting; going against.
প্রতিসৃত [pratisṛta] a (phys.) refracted.
প্রতিস্পর্ধা [pratispardhā] n audacity, arrogance; defi ance; challenge; spirit of challenge. প্রতিস্পর্ধী a. arrogant, audacious; chal lenging; emulative.
প্রতিস্বাক্ষর [pratisbākṣara] n countersignature. প্রতিস্বাক্ষরিত a. countersigned.
প্রতিহত [pratihata] a checked, prevented; repelled, staved off; obstructed; hurt in return; hurt; প্রতিহত করা v. to check, to pre vent; to repel, to repulse, to stave off, to beat back, to obstruct.
প্রতিহনন [pratihanana] n act of killing a slayer.
প্রতিহন্তা [pratihantā] a. & n one who kills a slayer. fem. প্রতিহন্ত্রী ।
প্রতিহার [pratihāra] n a gate or a door; a doorkeeper, a gateman, a porter (fem. porteress portress), a janitor (fem. janitrix, janitress); an armed guard stationed at a door or a gate, act of giving up, aban donment, avoidance; a race of ancient India. প্রতিহারী n. an armed guard sta tioned at a door or a gate; a doorkeeper, a gateman, a porter. fem. প্রতিহারিণী ।
প্রতিহার্য [pratihārya] a that which should be given up or abandoned or avoided.
প্রতিহিংসা [pratihiṃsā] n revenge, retaliation. প্রতিহিংসা গ্রহণ করা v. to take revenge (upon), to retaliate, to avenge. ̃পরায়ণ a. vindic tive, revengeful, retaliative. প্রতিহিংসিত a. one upon whom revenge has been taken.
ফিরতি [phirati] a returning, return (ফিরতি ডাক = return mail). ☐ n. what has been re turned or saved, surplus, balance (পাঁচ টাকার ফিরতি); return journey, return (ফিরতি পথে). ☐ adv. at the time of re turn.
ভরতি [bharati] a filled, stuffed, replete, full; ad mitted into (কলেজে ভরতি). ☐ n. filling, repletion; admission. ভরতি করা v. to fill, to stuff, to replete; to admit (into).
রতি [rati] n the smallest measure of weight in India (=1.875 grains); (fig.) a very small amount.
রতি [rati] n the wife and consort of the Hindu love-god; sexual intercourse, copulation (also রতিক্রিয়া); (fig.) love, attachment; (rhet.) intent absorption of the mind.
সপ্রতিবন্ধ [sapratibandha] a conditional.
সপ্রতিভ [sapratibha] a having genius; unembarrassed; unhesitating; not to be embarrassed; smart, ready and alert to act, prompt and witty; having one's wits about one; having presence of mind.
সম্প্রতি [samprati] adv now-a-days, in these days, at present, in present times; recently, lately, of late; just.
সাম্প্রতিক [sāmpratika] a of recent times, current, con temporary.
সুপ্রতিষ্ঠ [supratiṣṭha] a well-established, well-founded; firmly settled down; well-reputed, very famous; (mech.) stable.
সুপ্রতিষ্ঠিত [ supratiṣṭhita] a well-established, well-founded; firmly settled down; well-reputed, very famous; (mech.) stable.
রতি: Bangla to Bangla
অপ্রতি-কার [aprati-kāra] বি. প্রতিকার বা চিকিত্সার অভাব; অচিকিত্সা। [সং. ন + প্রতিকার]। অপ্রতি-কার্য, অপ্রতি-করণীয় বিণ. প্রতিকার বা নিবারণের অযোগ্য; প্রতিবিধান করা যায় না এমন।
অপ্রতি-দ্বন্দ্বী [aprati-dbandbī] (-ন্দ্বিন্) বিণ. প্রতিদ্বন্দ্বী বা শত্রু নেই এমন; সমকক্ষহীন (অপ্রতিদ্বন্দ্বী নাট্যকার)। [সং. ন + প্রতিদ্বন্দ্বী (প্রতিদ্বন্দ্বীন্)]।
অপ্রতি-পন্ন [aprati-panna] বিণ. প্রমাণিত বা নির্ধারিত হয়নি এমন। [সং. ন + প্রতিপন্ন]।
অপ্রতি-বন্ধ [aprati-bandha] বি. প্রতিবন্ধ বা বাধার অভাব, বাধাহীনতা, ব্যাঘাতহীনতা। ☐ বিণ. অপ্রতিহত, অবাধ, বাধাহীন। [সং. ন + প্রতিবন্ধ]।
অপ্রতি-বন্ধক [ aprati-bandhaka] বি. প্রতিবন্ধ বা বাধার অভাব, বাধাহীনতা, ব্যাঘাতহীনতা। ☐ বিণ. অপ্রতিহত, অবাধ, বাধাহীন। [সং. ন + প্রতিবন্ধ]।
অপ্রতি-বিধান [aprati-bidhāna] বি. প্রতিবিধান বা প্রতিকারের অভাব, অপ্রতিকার। [সং. ন + প্রতিবিধান]। অপ্রতি-বিহিত বিণ. প্রতিবিধান বা প্রতিকার করা হয়নি এমন। অপ্রতি-বিধেয় বিণ. প্রতিবিধান নেই এমন বা নিবারণ করা যায় না এমন, প্রতিবিধানের অসাধ্য।
অপ্রতিভ [apratibha] বিণ. অপ্রস্তুত; হতবুদ্ধি; বিব্রত ও লজ্জিত। [সং. ন + প্রতিভা (=বুদ্ধির দীপ্তি)]।
অপ্রতিম [apratima] বিণ. তুলনা নেই এমন; তুলনাহীন (অপ্রতিম সৌন্দর্য); প্রতিমা বা সদৃশ নেই এমন। [সং. ন + প্রতিমা (=সাদৃশ্য)]।
অপ্রতি-রোধ্য [aprati-rōdhya] বিণ. প্রতিরোধ করা বা নিবারণ করা বা এড়ানো যায় না এমন (অপ্রতিরোধ্য বাসনা)। [সং. ন + প্রতিরোধ্য (প্রতি + √ রুধ্ + য)।
অপ্রতিষ্ঠ [apratiṣṭha] বিণ. 1 অখ্যাত; প্রতিপত্তিহীন; 2 স্হির হয়ে বসতে পারেনি এমন; 3 প্রতিষ্ঠিত হয়নি এমন। [সং. ন + প্রতিষ্ঠা]। অপ্রতিষ্ঠা বি. খ্যাতি বা প্রতিপত্তির অভাব; নিন্দা, অপযশ। অপ্রতিষ্ঠিত বিণ. খ্যাতিহীন; প্রতিষ্ঠা বা প্রতিপত্তি নেই এমন; স্হাপিত হয়নি এমন।
অপ্রতি-হত [aprati-hata] বিণ. ব্যাহত বা বাধাপ্রাপ্ত হয়নি এমন, অবাধ, অব্যাহত (অপ্রতিহত গতি, অপ্রতিহত প্রভাব)। [সং. ন + প্রতিহত]।
অরতি [arati] বি. রতির অভাব ('নামুক অরতি অতএব মোর শরীরে': সু. দ.); প্রীতির অভাব; বিরাগ। [সং. ন + রতি]।
আরতি [ārati] বি. 1 নিবৃত্তি; 2 গভীর আসক্তি, একান্ত অনুরাগ ('বঁধুর পিরীতি আরতি দেখিয়া': চণ়্ডী)। [সং. আ + √রম্+ তি]।
আরতি [ārati] বি. প্রদীপাদি দিয়ে দেবমূর্তি বরণ; নীরাজনা। [সং. আরাত্রিক]।
ঝরতি [jharati] বি. বাড়তি; গুদাম বা বস্তা থেকে শস্যাদির যে অংশ ঝরে পড়ে যায়। [বাং. ঝরা + তি]।
তরতিব [taratiba] বি. নিয়ম; ক্রম। [আ. তর্তীব]। ̃ ওয়ারি বিণ. ক্রম অনুযায়ী, ক্রমানুযায়ী।
দুরতি-ক্রমণ [durati-kramaṇa] বি. অতি কষ্টে পার হওয়া। [সং. দুর্ (দুঃ) + অতিক্রমণ]। দুরতি-ক্রম, দুরতি-ক্রমণীয়, দুরতি-ক্রম্য বিণ. অতিক্রম করা বা পার হওয়া কষ্টসাধ্য এমন, দুর্লঙ্ঘ্য, দুস্তর। স্ত্রী. দুরতি-ক্রমণীয়া, দুরতি-ক্রম্যা
ধরতি [dharati] বি. 1 পাছে ওজন কম হয়, এই জন্য বিক্রেতা যে পরিমাণ অতিরিক্ত জিনিস ক্রেতাকে আন্দাজে ধরে দেয়; 2 যা আগে থেকেই বাদ বলে ধরে নেওয়া হয়, ধরতা। [ধরা2 দ্র]।
নিরতি-শয় [nirati-śaẏa] বিণ. বিণ-বিণ. অত্যন্ত বেশি, অত্যধিক (নিরতিশয় ব্যস্ত, নিরতিশয় দুঃখিত)। [সং. নির্ + অতিশয়]।
নিষ্প্রতিভ [niṣpratibha] বিণ. 1 প্রতিভাহীন, উজ্জ্বলতাহীন; ম্লান; 2 জড়বত্ (তু. অপ্রতিভ। তু. বিপ. সপ্রতিভ)। [সং. নির্ + প্রতিভা]।
প্রতি [prati] (উপসর্গ বা অনুসর্গরূপে ব্যবহৃত) 1 উপর, সম্বন্ধে, বিষয়ে (ফুলের প্রতি আকর্ষণ); 2 দিকে, অভিমুখে (আমার প্রতি দৃষ্টি দাও, শত্রুর প্রতি কটাক্ষ)। ☐ বিণ. 1 প্রত্যেক, সমস্ত (প্রতিক্ষণ); 2 পরিবর্ত (প্রতিনিধি); 3 পালটা (প্রতিহিংসা); 4 সমীপ (প্রতিবেশী); 5 বিপরীত (প্রতিবিধান); 6 বিরুদ্ধ (প্রতিমল্ল); 7 অনুরূপ, অবিকল (প্রতিমূর্তি); 8 স্বীকার (পরিগ্রহ); 9 সমান (প্রতিযোগিতা); 1 অংশ (প্রতিজিহ্বা)। [সং. প্রথ্ + উতি]।
প্রতিকরণীয় [pratikaraṇīẏa] দ্র প্রতিকার
প্রতিকর্তা [ pratikartā] দ্র প্রতিকার
প্রতি-কর্ম [prati-karma] বি. 1 প্রতিকার; 2 প্রতিশোধ; 3 প্রসাধন। [সং. প্রতি + কর্ম]।
প্রতি-কর্ষ [prati-karṣa] বি. আকর্ষণ। [সং. প্রতি + √ কৃষ্ + অ]।
প্রতিকায় [pratikāẏa] বি. 1 প্রতিমূর্তি; 2 সাদৃশ্য; 3 ছায়া, প্রতিবিম্ব। [সং. প্রতি + কায় (=কায়া)]।
প্রতি-কার [prati-kāra] বি. 1 প্রতিবিধান (দারিদ্রের প্রতিকার); 2 নিবারণ (অন্যায়ের প্রতিকার, রোগের প্রতিকার); 3 প্রতিশোধ; 4 দমন। [সং. প্রতি + √ কৃ + অ]। প্রতি-করণীয়, প্রতি-কার্য বিণ. প্রতিকার করা উচিত বা সম্ভব এমন। প্রতি-কর্তা (-তৃ) বিণ. বি. প্রতিকারকারী; প্রতিফলদানকারী। প্রতি-কৃত বিণ. 1 প্রতিকার করা হয়েছে এমন; 2 উপশমিত; 3 দমিত।
প্রতি-কাশ [prati-kāśa] বিণ. 1 উজ্জ্বল, প্রদীপ্ত; 2 সদৃশ, তুল্য (নবমেঘপ্রতিকাশ)। [সং. প্রতি + √ কাশ্ + অ]।
প্রতিকূল [pratikūla] বিণ. 1 বিরুদ্ধ, শত্রুতাপূর্ণ, অসুবিধাজনক, বিঘ্নকর (প্রতিকূল পরিস্হিতি, প্রতিকূল আবহাওয়া); 2 বিপরীত, বিপক্ষ; 3 অপ্রসন্ন (প্রতিকূল দৈব, প্রতিকূল ভাগ্য)। [সং. প্রতি + কূল]। বি. ̃ তা
প্রতিকৃত [pratikṛta] দ্র প্রতিকার
প্রতি-কৃতি [prati-kṛti] বি. 1 প্রতিমূর্তি, বাস্তবের সদৃশ মূর্তি; 2 ছবি, চিত্র, মানুষের দেহের চিত্র, portrait; 3 প্রতিবিম্ব; 4 (বিরল) প্রতিকার। [সং. প্রতি + √ কৃ + তি]।
প্রতি-ক্রম [prati-krama] বি. বিপরীত ক্রম, ব্যুত্ক্রম, inverse order. [সং. প্রতি + ক্রম]।
প্রতিক্রিয়া [pratikriẏā] বি. 1 (ওষুধ খাদ্য শক্তি প্রভৃতি) প্রয়োগের ফলে যে ক্রিয়া আরম্ভ হয় (বিষের প্রতিক্রিয়া); 2 ক্রিয়ার পরিণাম (বিরুপ প্রতিক্রিয়া); 3 উত্তেজনার শেষে অবসাদ (ব্যর্থ আন্দোলনের প্রতিক্রিয়া); 4 বাইরের ঘটনায় মানসিক অবস্হার রূপান্তর (এই সংবাদে তার মনের প্রতিক্রিয়া লক্ষণীয়); 5 প্রগতিবিরুদ্ধ ক্রিয়া বা আচরম; 6 প্রতিবিধান। [সং. প্রতি + ক্রিয়া]। ̃ শীল বিণ. প্রগতিবিরুদ্ধ, reactionary.
প্রতি-ক্ষণ [prati-kṣaṇa] ক্রি-বিণ. প্রতি মুহূর্তে, সর্বদা, অনুক্ষণ। [সং. প্রতি + ক্ষণ, + বাং. এ]।
প্রতি-ক্ষণে [ prati-kṣaṇē] ক্রি-বিণ. প্রতি মুহূর্তে, সর্বদা, অনুক্ষণ। [সং. প্রতি + ক্ষণ, + বাং. এ]।
প্রতি-গমন [prati-gamana] বি. প্রত্যাবর্তন, ফিরে আসা বা ফিরে যাওয়া। [সং. প্রতি + গমন]।
প্রতি-গৃহীত [prati-gṛhīta] বিণ. 1 গ্রহণ করা হয়েছে এমন, গৃহীত; 2 স্বীকৃত; 3 অঙ্গীকৃত। [সং. প্রতি + গৃহীত]।
প্রতি-গ্রহ [prati-graha] বি. 1 গ্রহণ (দানপ্রতিগ্রহ); 2 স্বীকার (ঋণপ্রতিগ্রহ); 3 অঙ্গীকার; 4 প্রদত্ত বা দেয় বস্তু; 5 (জ্যোতিষ.) প্রতিকূল বা বিরুদ্ধ গ্রহ। [সং. প্রতি + √ গ্রহ্ + অ]। ̃ বি. দানগ্রহণ; স্বীকার। ̃ ণীয় বিণ. প্রতিগ্রহণের যোগ্য, প্রতিগ্রহণ করা উচিত এমন।
প্রতি-গ্রাহ [prati-grāha] বি. 1 স্বীকার; 2 দানগ্রহণ। [সং. প্রতি + √ গ্রহ্ + ণিচ্ + অ]। প্রতি-গ্রাহিত বিণ. দান গ্রহণে সম্মত করা হয়েছে এমন। প্রতি-গ্রাহী (-হিন্) বিণ. বি. দানগ্রহণকারী। প্রতি-গ্রাহ্য বিণ. গ্রহণ বা স্বীকার করা উচিত এমন।
প্রতিঘ [pratigha] বি. 1 প্রতিবন্ধক, বাধা; 2 ক্রোধ। ☐ বিণ. প্রতিকূল (প্রতিঘ বায়ু)। [সং. প্রতি + √ হন্ + অ]।
প্রতি-ঘাত [prati-ghāta] বি. আঘাতের বদলে আঘাত, পালটা আঘাত (ঘাত-প্রতিঘাত)। [সং. প্রতি + √ হন্ + অ]। ̃ বি. বধ, সংহার, হত্যা। প্রতি-ঘাতী (-তিন্) বিণ. সংহারকারী, বধকারী। স্ত্রী. প্রতি-ঘাতিনী
প্রতি-চক্ষু [prati-cakṣu] (-ক্ষুস্) বি. চশমা। [সং. প্রতি + চক্ষুঃ]।
প্রতি-চিত্র [prati-citra] বি. চিত্র বা ছবির অবিকল নকল, চিত্রের প্রতিরূপ, blueprint. [সং. প্রতি + চিত্র]।
প্রতিচ্ছবি [praticchabi] বি. 1 ছবির নকল, ছবির অনুরূপ ছবি; 2 প্রতিবিম্ব। [সং. প্রতি + ছবি]।
প্রতিচ্ছায়া [praticchāẏā] বি. 1 প্রতিবিম্ব; 2 প্রতিকৃতি; 3 সাদৃশ্য। [সং. প্রতি + ছায়া]।
প্রতি-জিহ্বা [prati-jihbā] বি. আলজিভ। [সং. প্রতি + জিহ্বা]।
প্রতিজ্ঞ [pratijña] দ্র প্রতিজ্ঞা
প্রতিজ্ঞা [pratijñā] বি. 1 সংকল্প, দৃঢ় পণ; 2 শপথ, অঙ্গীকার; 3 (জ্যামি.) প্রতিপাদ্য, সম্পাদ্য বা উপপাদ্য বিষয়। [সং. প্রতি + √ জ্ঞা + অ]। প্রতিজ্ঞ (সচ. সমাসের পরপদে) বিণ. প্রতিজ্ঞাযুক্ত (দৃঢ়প্রতিজ্ঞা)। ̃ ত্ব বিণ. 1 সংকল্পিত; অঙ্গীকৃত; স্বীকৃত; 2 প্রস্তাবিত; 3 অবধারিত। ̃ পত্র বি. অঙ্গীকারপত্র, প্রতিজ্ঞার লিখিত দলিল, একরারনামা। প্রতি-জ্ঞে.য় বিণ. শপথ বা অঙ্গীকারের যোগ্য বা বিষয়ীভূত।
প্রতি-দত্ত [prati-datta] বিণ. 1 প্রতিদানরূপে দেওয়া হয়েছে এমন; 2 প্রত্যর্পিত, ফিরিয়ে দেওয়া হয়েছে এমন। [সং. প্রতি + দত্ত]।
প্রতি-দান [prati-dāna] বি. 1 দানের বদলে দান; 2 প্রত্যর্পণ, ফেরত; 3 পরিশোধ (ঋণ-প্রতিদান)। [সং. প্রতি + দান]।
প্রতি-দারণ [prati-dāraṇa] বি. যুদ্ধ; সংগ্রাম। [সং. প্রতি + দারণ (=বিদারণ)]।
প্রতি-দিন [prati-dina] ক্রি-বিণ. প্রত্যেক দিন, প্রত্যহ, রোজ। [সং. প্রতি + দিন]।
প্রতি-দিষ্ট [prati-diṣṭa] ক্রি-বিণ. প্রবলতর বিধান বিধি বা আদেশের দ্বারা নিবারিত বা প্রত্যাহৃত, countermanded. [সং. প্রতি + √ দিশ্ + ত]।
প্রতি-দেয় [prati-dēẏa] বিণ. প্রতিদানের যোগ্য; প্রতিদান করা বা প্রতিদানে নেওয়া উচিত এমন। [সং. প্রতি + দেয়]।
প্রতি-দ্বন্দ্ব [prati-dbandba] বি. 1 পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ; 2 প্রতিযোগিতা; 3 অপরের সঙ্গে শক্তিপরীক্ষা বা অন্য কোনো গুণের সমকক্ষতার পরীক্ষা। প্রতি-দ্বন্দী (-ন্দ্বিন্) বি. বিণ. বিপক্ষ, প্রতিযোগী। স্ত্রী. প্রতি-দ্বন্দ্বিনী
প্রতি-দ্বন্দ্বিতা [ prati-dbandbitā] বি. 1 পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ; 2 প্রতিযোগিতা; 3 অপরের সঙ্গে শক্তিপরীক্ষা বা অন্য কোনো গুণের সমকক্ষতার পরীক্ষা। প্রতি-দ্বন্দী (-ন্দ্বিন্) বি. বিণ. বিপক্ষ, প্রতিযোগী। স্ত্রী. প্রতি-দ্বন্দ্বিনী
প্রতি-ধ্বনি [prati-dhbani] বি. শব্দ আঘাত পেয়ে পুনরায় যে শব্দ সৃষ্টি করে ('হাহা করে প্রতিধ্বনি নদীর তীরে তীরে': রবীন্দ্র)। [সং. প্রতি + ধ্বনি]। ̃ বিণ. প্রতিধ্বনি দ্বারা মুখরিত; (আল.) প্রচারিত (তাঁর বাণী দেশের সর্বত্র প্রতিধ্বনিত)।
প্রতি-নমস্কার [prati-namaskāra] বি. নমস্কারের উত্তরে নমস্কার। [সং. প্রতি + নমস্কার]।
প্রতি-নাদ [prati-nāda] বি. প্রতিধ্বনি। [সং. প্রতি + নাদ]।
প্রতি-নিধি [prati-nidhi] বি. 1 প্রতিভূ (ঈশ্বরের প্রতিনিধি); 2 কারও পরিবর্তে (কাজ করার জন্য) নিযুক্ত ব্যক্তি, জামিন; 3 বদলি, বদলি লোক; 4 অনুকল্প। [সং. প্রতি + নি + √ ধা + ই]। ̃ ত্ব বি. প্রতিনিধির পদ কাজ বা কার্যকাল।
প্রতিনিবর্তন [pratinibartana] দ্র প্রতিনিবৃত্ত
প্রতি-নিবৃত্ত [prati-nibṛtta] বিণ. 1 ক্ষান্ত হয়েছে এমন, নিরস্ত (বহু কষ্টে ক্রুদ্ধ লোকটিকে প্রতিনিবৃত্ত করা গেল); 2 ফিরে এসেছে বা ঘুরে এসেছে এমন, প্রত্যাগত। [সং. প্রতি + নিবৃত্ত]। প্রতি-নিবৃত্তি, প্রতি-নিবর্তন বি. 1 প্রত্যাবর্তন, প্রত্যাগমন; 2 ক্ষান্তি, নিরস্ত হওয়া।
প্রতি-নিয়ত [prati-niẏata] ক্রি-বিণ. সর্বদা, নিরন্তর (প্রতিনিয়ত বিবাদ চলছে)। [সং. প্রতি + নিয়ত]।
প্রতি-পক্ষ [prati-pakṣa] বি. 1 শত্রুপক্ষ (প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করা); 2 বিরোধী দল; 3 প্রতিদ্বন্দী (এই খেলায় আমাদের প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী); 4 প্রতিবাদী (আদালত প্রতিপক্ষের বক্তব্য শুনতে চায়)। [সং. প্রতি + পক্ষ]।
প্রতি-পত্তি [prati-patti] বি. 1 সম্মান; 2 প্রতিষ্ঠা (সমাজে প্রতিপত্তি লাভ); 3 প্রভাব; 4 ক্ষমতা; 5 (বিরল) জ্ঞান। [সং. প্রতি + √ পদ্ + তি]। ̃ শালী, ̃ শীল বিণ. প্রতিপত্তি আছে এমন (প্রতিপত্তিশালী রাজনীতিবিদ)।
প্রতি-পদ [prati-pada] বি. শুক্লপক্ষের বা কৃষ্ণপক্ষের প্রথম তিথি (প্রতিপদের চাঁদ)। [সং. প্রতি + √ পদ্ + ক্বিপ্]।
প্রতিপদ [pratipada] দ্র পদ
প্রতি-পন্ন [prati-panna] বিণ. 1 প্রমাণসিদ্ধ; 2 যুক্তিদ্বারা সমর্থিত বা মীমাংসিত; 3 অবধারিত, নির্ধারিত (এই মত ভ্রান্ত বলে প্রতিপন্ন হয়েছে)। [সং. প্রতি + √ পদ্ + ত]।
প্রতি-পাদন [prati-pādana] বি. 1 যুক্তি বা প্রমাণের দ্বারা নির্ধারণ (তত্ত্বের অসারতা প্রতিপাদন করা); 2 মীমাংসা; 3 সম্পাদন। [সং. প্রতি + √ পদ্ + ণিচ্ + অন]। প্রতি-পাদক বিণ. বি. প্রতিপাদনকারী। স্ত্রী. প্রতি-পাদিকাপ্রতি-পাদনীয়, প্রতিপাদ্য বিণ. প্রতিপাদনের যোগ্য বা বিষয়ীভূত; প্রমাণসাপেক্ষ (প্রতিপাদ্য বিষয়)। প্রতি-পাদিত বিণ. প্রতিপাদন করা হয়েছে এমন।
প্রতি-পালক [prati-pālaka] বিণ. বি. প্রতিপালনকারী; রক্ষণাবেক্ষণকারী। [সং. প্রতি + পালক]। স্ত্রী. প্রতি-পালিকাপ্রতি-পালন বি. 1 পোষণ, লালন (সন্তান প্রতিপালন); 2 রক্ষণ (প্রতিশ্রুতি প্রতিপালন); 3 রক্ষণাবেক্ষণ (প্রজাদের প্রতিপালন); 4 মান্যকরণ (আজ্ঞা প্রতিপালন)। প্রতি-পালনীয়, প্রতি-পাল্য বিণ. প্রতিপালনের যোগ্য, প্রতিপালন করতে হবে এমন। প্রতি-পালিত বিণ. প্রতিপালন করা হয়েছে এমন। স্ত্রী. প্রতি-পালিতা
প্রতি-পোষণ [prati-pōṣaṇa] বি. সমর্থন; সাহায্য করা। [সং. প্রতি + পোষণ]। প্রতি-পোষক বিণ. বি. প্রতিপোষণকারী (প্রতিপোষক মূল্য); আনুকূল্য বা সমর্থন করে এমন (অন্যায়ের প্রতিপোষক)।
প্রতি-প্রদান [prati-pradāna] বি. 1 প্রতিদান, বিনিময়ে দান; 2 প্রত্যর্পণ, ফিরেয়ে দেওয়া। [সং. প্রতি + প্রদান]।
প্রতি-প্রয়াণ [prati-praẏāṇa] বি. প্রত্যাবর্তন, ফিরে আসা। [সং. প্রতি + প্রয়াণ]। প্রতি-প্রয়াত বিণ. প্রত্যাবৃত্ত, ফিরে এসেছে এমন।
প্রতি-প্রশ্ন [prati-praśna] বি. পালটা প্রশ্ন, প্রশ্নের উত্তরে প্রশ্ন, প্রশ্নের পিঠে প্রশ্ন। [সং. প্রতি + প্রশ্ন]।
প্রতি-প্রসব [prati-prasaba] বি. পূর্বনিষিদ্ধ বিধানের পূনঃপ্রবর্তন, নতুন বিধানের দ্বারা নিষিদ্ধ বিধির পুনঃপ্রবর্তন। [সং. প্রতি + প্র + √ সূ + অ]। প্রতি-প্রসূত বিণ. 1 নতুন বিধির দ্বারা পূর্বনিষিদ্ধ বিধান পুনঃপ্রবর্তিত হয়েছে এমন; 2 পুনঃসম্ভাবিত।
প্রতি-প্রস্হান [prati-prashāna] বি. শত্রুর বা বিপক্ষের আশ্রয়; বিপক্ষের আশ্রয় গ্রহণ; বিপক্ষে চলে যাওয়া। [সং. প্রতি + প্রস্হান]।
প্রতি-প্রহার [prati-prahāra] বি. 1 প্রতিঘাত, পালটা আঘাত; 2 পালটা প্রহার। [সং. প্রতি + প্রহার]।
প্রতি-ফল [prati-phala] বি. 1 প্রতিশোধ; 2 শাস্তি (এর প্রতিফল তোমাকে পেতেই হবে)। [সং. প্রতি + ফল]।
প্রতি-ফলন [prati-phalana] বি. 1 প্রতিবিম্বপাত (সাহিত্য লেখকের মনের প্রতিফলন); 2 দর্পণ ইত্যাদিতে পতিত আলোকের প্রত্যাবর্তন, reflection. [সং. প্রতি + √ ফল্ + অন]।
প্রতি-ফলিত [prati-phalita] বিণ. 1 প্রতিবিম্বিত; 2 পতিত আলোক প্রত্যাবৃত্ত হয়েছে এমন বা ওই আলোকে উদ্ভাসিত, reflected. [সং. প্রতি + √ ফল্ + ত]।
প্রতি-বচন [prati-bacana] বি. 1 উত্তর বা প্রত্যুত্তর; 2 প্রতিকূল বাক্য; 3 সমানার্থক বাক্য; 4 প্রতিধ্বনি। [সং. প্রতি + বচন]।
প্রতি-বদ্ধ [prati-baddha] বিণ. বাধাপ্রাপ্ত; ব্যাহত (প্রতিবদ্ধ বায়ু, প্রতিবদ্ধ আলো)। [সং. প্রতি + বদ্ধ]।
প্রতি-বন্ধ [prati-bandha] বি. বাধা, ব্যাঘাত, বিঘ্ন, অন্তরায়। [সং. প্রতি + √ বন্ধ্ + অ]। ̃ বিণ. বাধাজনক; পরিপন্হী। ☐ বি. বাধা, অন্তরায় (পদে পদে প্রতিবন্ধক)। ̃ কতা বি. 1 বাধাদান (কাজে প্রতিবন্ধকতা করা); 2 বাধা (কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা)। প্রতি-বন্ধী (-ন্ধিন্) বিণ. বি. বাধাযুক্ত; বাধাজনক; দৈহিক শক্তির একান্ত অভাবের জন্য বা অঙ্গহানির জন্য যারা আশৈশব বাধাপ্রাপ্ত মূক বধির খঞ্জ ইত্যাদি।
প্রতি-বর্ণী-করণ [prati-barṇī-karaṇa] বি. এক ভাষার শব্দ অন্য ভাষার লিপি বা বর্ণে লেখা, লিপ্যন্তরীকরণ, transliteration. [সং. প্রতি + বর্ণ + চি + করণ]। বিণ. প্রতি-বর্ণী-কৃত
প্রতি-বর্তন [prati-bartana] বি. 1 বিপরীত দিক বা মুখ উপস্হিতকরণ, obversion (বি.প.); 2 ফেরা, প্রত্যাবর্তন। [সং. প্রতি + √ বৃত্ + ণিচ্ + অন]।
প্রতি-বল [prati-bala] বি. শত্রুপক্ষের বা বিপক্ষের সৈন্য বা সৈন্যবল। ☐ বিণ. সমান শক্তিসম্পন্ন। [সং. প্রতি + বল]।
প্রতি-বস্তুপমা [prati-bastupamā] বি. উপমান বা উপমেয়ের সাধারণ ধর্মের পার্থক্য সত্ত্বেও সাদৃশ্য বোধগম্য হয় এণন অর্থালংকারবিশেষ। [সং. প্রতিবস্তু + উপমা]।
প্রতি-বাক্য [prati-bākya] বি. 1 উত্তর; 2 প্রত্যুত্তর; 3 প্রতিকূল বাক্য। [সং. প্রতি + বাক্য]।
প্রতি-বাত [prati-bāta] বিণ. ক্রি-বিণ. বায়ুর প্রতিকূল বা প্রতিকূলে, যেদিক থেকে বায়ু বইছে সেই দিক বা দিকে। ☐ বি. প্রতিকূল বায়ু, উলটো দিক থেকে আগত বায়ু। [সং. প্রতি + বাত2]।
প্রতি-বাদ [prati-bāda] বি. 1 কোনো উক্তি খণ্ডনের জন্য প্রত্যুক্তি; 2 আপত্তিজ্ঞাপন (অন্যায়ের প্রতিবাদ করা); 3 বিরুদ্ধ উক্তি। [সং. প্রতি + √ বদ্ + অ]। প্রতি-বাদী (-দিন্) বিণ. বি. 1 বিরুদ্ধবাদী; 2 প্রতিপক্ষ; 3 বিবাদী; 4 আসামি। স্ত্রী. প্রতিবাদিনী
প্রতি-বাসর [prati-bāsara] বি. প্রতিদিন। [সং. প্রতি + বাসর (=দিবস)]।
প্রতি-বিধান [prati-bidhāna] বি. 1 প্রতিকার; 2 নিরাময় বা দূরীকরণের উপায় (রোগের প্রতিবিধান); 3 প্রতিশোধ। [সং. প্রতি + বিধান]। বিণ. প্রতি-বিহিত
প্রতি-বিধিত্সা [prati-bidhitsā] বি. প্রতিকার বা প্রতিবিধানের ইচ্ছা। [সং. প্রতি + বি + √ ধা + সন্ + অ + আ]।
প্রতি-বিপ্লব [prati-biplaba] বি. কোনো বিপ্লবের বিরুদ্ধবাদীদের দ্বারা পরিচালিত আর এক বিপ্লব, counter-revolution. [সং. প্রতি + বিপ্লব]। প্রতি-বিপ্লবী বিণ. প্রতিবিপ্লবমূলক; প্রতিবিপ্লবপন্হী। ☐ বি. প্রতিবিপ্লবপন্হী বা প্রতিবিপ্লবকারী ব্যক্তি।
প্রতি-বিম্ব [prati-bimba] বি. দর্পণ জল প্রভৃতিতে প্রতিফলিত মূর্তি, প্রতিচ্ছায়া ('জলে প্রিয় মুখের প্রতিবিম্ব': অ. মি.)। [সং. প্রতি + বিম্ব]। ̃ বি. প্রতিফলন, প্রতিবিম্বপাত। প্রতি-বিম্বিত বিণ. প্রতিফলিত; প্রতিবিম্ব ফেলেছে বা পড়েছে এমন (জাতীয় চরিত্র সাহিত্যে প্রতিবিম্বিত)।
প্রতি-বিহিত [prati-bihita] বিণ. প্রতিকার বা প্রতিবিধান করা হয়েছে এমন। [সং. প্রতি + বি + √ ধা + ত]।
প্রতি-বেদক [prati-bēdaka] বি. (প্রধানত সংবাদ প্রচারের জন্য) বিবরণদাতা, reporter. [সং. প্রতি + √ বিদ্ + ণিচ্ + অক]। প্রতি-বেদন বি. 1 অভাব-অভিযোগ জ্ঞাপন; 2 বিবরণ; 3 রিপোর্ট, report.
প্রতি-বেশ [prati-bēśa] বি. 1 কাছাকাছি অবস্হিত ঘরবাড়ি; 2 প্রতিবাসীদের গৃহ; 3 পরিপার্শ্ব বা পরিপার্শ্বের অবস্হা, পরিবেশ। [সং. প্রতি + √ বিশ্ + অ]।
প্রতি-বেশী [prati-bēśī] (-শিন্) বিণ. বি. নিকটবর্তী স্হানে বাসকারী, কাছাকাছি বাসকারী, পড়শি। [সং. প্রতি + √ বিশ্ + ইন্]। স্ত্রী. প্রতি-বেশিনী
প্রতিবোধ [pratibōdha] বি. 1 বিকাশ; 2 জাগরণ; 3 বোধের উন্মেষ; 4 বুঝিয়ে বা জাগিয়ে দেওয়া। [সং. প্রতি + বোধ, বোধন]। বিণ. প্রতি-বোধিত
প্রতিবোধন [ pratibōdhana] বি. 1 বিকাশ; 2 জাগরণ; 3 বোধের উন্মেষ; 4 বুঝিয়ে বা জাগিয়ে দেওয়া। [সং. প্রতি + বোধ, বোধন]। বিণ. প্রতি-বোধিত
প্রতিভা [pratibhā] বি. 1 স্বভাবজাত ও অসামান্য বুদ্ধি (কবিপ্রতিভা, বৈজ্ঞানিক প্রতিভা); 2 প্রত্যুত্পন্নমতিত্ব; 3 উদ্ভাবনী বুদ্ধি; 4 সৃজনশীল প্রজ্ঞা; 5 প্রভা, দীপ্তি। [সং. প্রতি + √ ভা + অ]। ̃ ধর, ̃ শালী বিণ. প্রতিভা আছে এমন, প্রতিভাযুক্ত, প্রতিভাসম্পন্ন। ̃ বান বিণ. প্রতিভাসম্পন্ন।
প্রতি-ভাত [prati-bhāta] বিণ. 1 উজ্জলরূপে প্রকাশিত; 2 স্পষ্টভাবে ব্যক্ত (তিনি ভক্তহৃদয়ে অবতার রূপে প্রতিভাত); 3 জ্ঞাত; 4 আলোকিত; 5 প্রতিফলিত। [সং. প্রতি + √ ভা + ত]।
প্রতি-ভাস [prati-bhāsa] বি. 1 মনের মধ্যে আকস্মিক প্রকাশ; 2 প্রকাশ; 3 উজ্জ্বলতা, দীপ্তি। [সং. প্রতি + √ ভাস্ (=দীপ্তি) + অ]। প্রতি-ভাসিত বিণ. ব্যক্ত, প্রকাশিত; শোভিত; প্রভাযুক্ত; দীপ্ত।
প্রতিভূ [pratibhū] বি. 1 প্রতিনিধি ('বৌদ্ধ সংস্কৃতি প্রাচ্য সভ্যতার প্রতিভূ': রবীন্দ্র); 2 জামিন। [সং. প্রতি + √ ভূ + ক্বিপ্]।
-প্রতিম [-pratima] বিণ. (অন্য শব্দের শেষে যুক্ত হয়ে) তুল্য, সদৃশ (অগ্রজপ্রতিম, প্রাণপ্রতিম)। [সং. প্রতি + √ মা + অ]।
প্রতিমা [pratimā] বি. 1 প্রতিমূর্তি, প্রতিকৃতি; 2 ঈশ্বরের কোনো রূপের সাদৃশ্যকল্পনায় গঠিত বা নির্মিত দেবমূর্তি; 3 বিগ্রহ, মূর্তরূপ (সৌন্দর্যের প্রতিমা)। [সং. প্রতি + √ মা + অ + আ]।
প্রতি-মান [prati-māna] বি. 1 নজির, নিদর্শন, প্রমাণ; 2 মানদণ্ড, বিচারের মাপকাঠি; 3 মান, standard. [সং. প্রতি + মান2]।
প্রতি-মুক্ত [prati-mukta] বিণ. 1 মুক্ত; 2 বন্ধনযুক্ত; 3 পরিত্যক্ত। [সং. প্রতি + মুক্ত]।
প্রতি-মুখ [prati-mukha] বি. 1 অভিমুখ; 2 সম্মুখ। [সং. প্রতি + মুখ]।
প্রতি-মূহুর্ত [prati-mūhurta] ক্রি-বিণ. প্রতিক্ষণ, সর্বদা। [সং. প্রতি + মুহুর্ত]।
প্রতি-মূর্তি [prati-mūrti] বি. 1 প্রতিকৃতি; 2 অনুরূপ মূর্তি বা চেহারা; 3 প্রতিমা। [সং. প্রতি + মূর্তি]।
প্রতি-যোগ [prati-yōga] বি. 1 শত্রুতা; 2 বিরোধ; 3 প্রতিদ্বন্দ্বিতা। [সং. প্রতি + যোগ]। প্রতি-যোগিতা বি. 1 প্রতিদ্বন্দ্বিতা; 2 বিরোধিতা, বিপক্ষতা; 3 সমকক্ষতা। প্রতি-যোগী (-গিন্) বিণ. বি. প্রতিদ্বন্দী; পরস্পর শক্তিপরীক্ষাকারী; বিপক্ষ, পতিপক্ষ; সমকক্ষ। স্ত্রী. প্রতি-যোগিনী
প্রতি-রক্ষা [prati-rakṣā] বি. সম্ভাব্য বহিরাক্রমণ থেকে দেশ বা রাষ্ট্রের রক্ষাব্যবস্হা, আরক্ষা, defence. [সং. প্রতি + রক্ষা, রক্ষণ]। প্রতি-রক্ষা-বাহিনী বি. প্রতিরক্ষার কাজে নিযুক্ত সৈন্যবাহিনী।
প্রতি-রক্ষণ [ prati-rakṣaṇa] বি. সম্ভাব্য বহিরাক্রমণ থেকে দেশ বা রাষ্ট্রের রক্ষাব্যবস্হা, আরক্ষা, defence. [সং. প্রতি + রক্ষা, রক্ষণ]। প্রতি-রক্ষা-বাহিনী বি. প্রতিরক্ষার কাজে নিযুক্ত সৈন্যবাহিনী।
প্রতিরব [pratiraba] বি. প্রতিধ্বনি। [সং. প্রতি + রব]।
প্রতিরুদ্ধ [pratiruddha] দ্র প্রতিরোধ
প্রতি-রূপ [prati-rūpa] বি. 1 প্রতিমূর্তি (নালন্দা ছিল আধুনিক বিশ্ববিদ্যালয়েরই প্রতিরূপ); 2 সাদৃশ্য; প্রতিবিম্ব। ☐ বিণ. সদৃশ, তুল্য। [সং. প্রতি + রূপ]। প্রতি-রূপক বি. 1 চিত্র; 2 প্রতিবিম্ব; 3 প্রতিমূর্তি।
প্রতি-রোধ [prati-rōdha] বি. 1 নিবারণ (রোগ প্রতিরোধ); 2 বাধাদান (অন্যায়ের প্রতিরোধ); 3 অবরোধ; 4 আটক; 5 প্রতিবন্ধ, ব্যাঘাত। [সং. প্রতি + রোধ]. প্রতি-রুদ্ধ, প্রতি-রোধিত বিণ. প্রতিরোধ করা হয়েছে এমন; বাধাপ্রাপ্ত; নিবারিত। ̃ ক, প্রতিরোধী (-ধিন্) বিণ. প্রতিরোধকারী। প্রতিরোধ্য বিণ. প্রতিরোধ করা সম্ভব বা উচিত এমন।
প্রতিলিপি [pratilipi] বি. রচনা ছবি প্রভৃতির যথাযথ নকল, copy. [সং. প্রতি + লিপি]।
প্রতি-লোম [prati-lōma] বিণ. 1 বিপরীত, উলটো ('প্রতিলোম অভিযানে লোকযাত্রী হবে অগ্রসর': সু. দ.); 2 প্রতিকূল (প্রতিলোম আচরণ)। [সং. প্রতি + লোমন্ + অ]। প্রতিলোম বিবাহ নিম্নবংশীয় পুরুষের সঙ্গে উচ্চবংশীয় কন্যার বিবাহ।
প্রতি-শব্দ [prati-śabda] বি. 1 সমার্থক শব্দ, একই অর্থবোধক শব্দ; 2 প্রতিধ্বনি। [সং. প্রতি + শব্দ]।
প্রতি-শয় [prati-śaẏa] বি. দেবমন্দিরে প্রত্যাদেশ কামনায় ধরনা বা হত্যা দেওয়া। [সং. প্রতি + √ শী + অ, অন]।
প্রতি-শয়ন [ prati-śaẏana] বি. দেবমন্দিরে প্রত্যাদেশ কামনায় ধরনা বা হত্যা দেওয়া। [সং. প্রতি + √ শী + অ, অন]।
প্রতি-শোধ [prati-śōdha] বি. 1 অন্যায়ের প্রত্যুত্তরে অন্যায়কারীর ক্ষতিসাধন; 2 প্রতিহিংসা। [সং. প্রতি + শোধ]।
প্রতি-শ্রয় [prati-śraẏa] বি. 1 সভা, সভাগৃহ; 2 যজ্ঞশালা; 3 পাত্র, আধার। [সং. প্রতি + √ শ্রি + অ]।
প্রতি-শ্রুতি [prati-śruti] বি. কথা দেওয়া; অঙ্গীকার, প্রতিজ্ঞা। [সং. প্রতি + √ শ্রু + তি]। প্রতি-শ্রুত বিণ. অঙ্গীকৃত, প্রতিজ্ঞাবদ্ধ।
প্রতি-ষেধ [prati-ṣēdha] বি. 1 নিষেধ; 2 নিবারণ (রোগ প্রতিষেধ); 3 ত্যাগ, বর্জন। [সং. প্রতি + √ সিধ্ + অ]। প্রতি-ষিদ্ধ বিণ. প্রতিষেধ করা হয়েছে এমন। ̃ বিণ. প্রতিরোধ বা নিবারণ করে এমন, নিবারক (প্রতিষেধক টিকা)। ☐ বি. প্রতিষেধক পদার্থ। ̃ বি. প্রতিষেধকরণ।
প্রতি-ষ্টম্ভ [prati-ṣṭambha] বি. 1 বাধা, প্রতিবন্ধ, আটকে দেওয়া (বাহু প্রতিষ্টম্ভ); 2 প্রতিরোধ। [সং. প্রতি + √ স্তম্ভ্ + অ]।
প্রতিষ্ঠা [pratiṣṭhā] বি. 1 সংস্হাপন (বিদ্যালয় প্রতিষ্ঠা); 2 (ব্রতাদি) উদ্ যাপন ; 3 উত্সর্গ (বৃক্ষ প্রতিষ্ঠা); 4 অবস্হান, যাতে স্হিতি লাভ হয় (কুলপ্রতিষ্ঠা); 5 প্রতিপত্তি, খ্যাতি, গৌরব (সমাজে প্রতিষ্ঠা লাভ)। [সং. প্রতি + √ স্হা + অ + আ]। ̃ তা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. ̃ ত্রী। ̃ বি. 1 সংস্হাপন; 2 বিশেষ উদ্দেশ্যে গঠিত সমিতি বা সংস্হা, institution (শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান); 3 অবস্হান; 4 প্রাচীন ভারতের নগরবিশেষ। ̃ বান (-বত্) বিণ. বিখ্যাত; বিশেষ গৌরবসম্পন্ন (চিকিত্সাশাস্ত্রে দিশবিদেশে প্রতিষ্ঠাবান)। প্রতিষ্ঠিত বিণ. 1 প্রতিষ্ঠা করা হয়েছে এমন (মন্দির প্রতিষ্ঠিত হয়েছে); 2 প্রতিষ্ঠা লাভ করেছে এমন (পসার প্রতিষ্ঠিত); 3 বদ্ধমূল (প্রতিষ্ঠিত বিশ্বাস)।
প্রতিষ্ঠা-পন [pratiṣṭhā-pana] বি. 1 সংস্হাপন, প্রতিষ্ঠা; 2 উত্সর্গ; 3 অর্পণ। [সং. প্রতি + √ স্হা + ণিচ্ + অন]। প্রতিষ্ঠা-পয়িতা (-তৃ) বিণ. বি. প্রতিষ্ঠাকারী। স্ত্রী. প্রতিষ্ঠা-পয়িত্রীপ্রতিষ্ঠা-পিত বিণ. প্রতিষ্ঠা করা হয়েছে এমন।
প্রতিষ্ঠিত [pratiṣṭhita] দ্র প্রতিষ্ঠা
প্রতি-সংহার [prati-saṃhāra] বি. 1 (অস্ত্রাদি) সংবরণ; 2 নিবর্তন; 3 ফিরিয়ে নেওয়া। [সং. প্রতি + সম্ + √ হৃ + অ]। প্রতি-সংহৃত বিণ. ফিরিয়ে নেওয়া হয়েছে এমন।
প্রতি-সন্ধান [prati-sandhāna] বি. 1 অনুসন্ধান, অন্বেষণ; 2 অনুচিন্তন, অবধান। [সং. প্রতি + সন্ধান]।
প্রতিসব্য [pratisabya] বিণ. 1 প্রতিকূল; 2 বিপরীত। [সং. প্রতি + সব্য (বাম)]।
প্রতি-সর [prati-sara] বি. কঙ্কণ বা হাতের বালাবিশেষ। [সং. প্রতি + √ সৃ + অ]।
প্রতি-সরণ [prati-saraṇa] বি. (বিজ্ঞা.) এক স্বচ্ছ পদার্থ থেকে ভিন্ন স্বচ্ছ পদার্থে প্রবেশ করলে আলোকরশ্মির স্বাভাবিক গতিপথের যে পরিবর্তন হয়, refraction (বি.প.)। [সং. প্রতি + √ সৃ + অন]। প্রতি-সৃত বিণ. প্রতিসরণযুক্ত; পরাবর্তিত।
প্রতি-সর্গ [prati-sarga] বি. 1 ব্রহ্মার সৃষ্টিকার্যের পর তাঁর মানসপুত্রদের দ্বারা সৃষ্টি; 2 প্রলয়, মহাপ্রলয়। [সং. প্রতি + সর্গ (=স়ৃষ্টি)]।
প্রতি-সারণ [prati-sāraṇa] বি. দূরীকরণ, অপসারণ। [সং. প্রতি + √ সৃ + ণিচ্ + অন]। প্রতি-সারিত বিণ. 1 দূরীকৃত, অপসারিত; 2 সংশোধিত; 3 পরিচালিত।
প্রতি-সারী [prati-sārī] (-রিন্) বিণ. বিপরীতগামী বা প্রতিকূলগামী। [সং. প্রতি + √ সৃ + ইন্]।
প্রতিসৃত [pratisṛta] দ্র প্রতিসরণ
প্রতি-সৃষ্ট [prati-sṛṣṭa] বিণ. 1 নিক্ষিপ্ত; 2 বিক্ষিপ্ত; 3 প্রত্যাখ্যাত। [সং. প্রতি + √ সৃজ্ (=বিসর্জন) + ত]।
প্রতি-স্পর্ধা [prati-spardhā] বি. প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। [সং. প্রতি + স্পর্ধা]। প্রতি-স্পর্ধী (-র্ধিন্) বিণ. 1 প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী; 2 সমকক্ষ।
প্রতি-স্বর [prati-sbara] বি. প্রতিধ্বনি। [সং. প্রতি + স্বর]।
প্রতি-হত [prati-hata] বিণ. 1 বাধাপ্রাপ্ত (অপচেষ্ঠা প্রতিহত); 2 আঘাতপ্রাপ্ত, আহত; 3 নিবারিত; 4 ব্যাহত। [সং. প্রতি + √ হন্ + ত]।
প্রতি-হনন [prati-hanana] বি. 1 হত্যাকারীকে বধ; 2 হত্যার জবাবে হত্যা, পালটা হত্যা। [সং. প্রতি + হনন]।
প্রতি-হন্তা [prati-hantā] (-ন্তৃ) বিণ. বি. হত্যাকারী বা আঘাতকারীকে যে বধ করে। [সং. প্রতি + হন্তৃ]।
প্রতি-হর্তা [prati-hartā] (-র্তৃ) বিণ. বি. 1 প্রত্যাঘাতকারী; 2 নিবারণকারী। [সং. প্রতি + √ হৃ + তৃ]।
প্রতি-হার [prati-hāra] বি. 1 দৌরারিক, দ্বাররক্ষী; 2 পরিহার, বর্জন; 3 (বিরল) সদর দরজা। [সং. প্রতি + √ হৃ + অ]। প্রতি-হারী (-রিন্) বি. দৌবারিক, দ্বাররক্ষী। স্ত্রী. প্রতি-হারিণী
প্রতি-হারক [prati-hāraka] বিণ. 1 ঐন্দ্রজালিক, জাদুকর; 2 ছলনাকারী, প্রতারক। [সং. প্রতি + √ হৃ + অক]। প্রতি-হারণ বি. 1 প্রবেশদ্বার; 2 দ্বারে প্রবেশের অনুমতি।
প্রতিহারী [pratihārī] দ্র প্রতিহার
প্রতি-হার্য [prati-hārya] বিণ. পরিহারযোগ্য, বর্জনীয়। [সং. প্রতি + √ হৃ + য]।
প্রতি-হিংসা [prati-hiṃsā] বি. 1 হিংসার বদলে হিংসা; 2 প্রতিশোধ; 3 বৈরনির্যাতন, শত্রুতাকারীর প্রতি শত্রুতাচরণ। [সং. প্রতি + হিংসা]।
ফিরতি [phirati] বিণ. ফেরত এসেছে এমন (ফিরতি টাকা)। ☐ বি. 1 যা ফিরেছে (পাঁচ টাকা ফিরতি); 2 প্রত্যাগমন (ফিরতির পথে); 3 ফেরবার সময় (ফিরতিতে যাব)। ☐ ক্রি-বিণ. ফেরবার সময়ে (দেশ থেকে ফিরতি ওখানেও যাব)। [বাং. √ ফির্ + অতি]।
বাদপ্রতিবাদ [bādapratibāda] দ্র বাদ2
বিপ্রতি-পত্তি [biprati-patti] বি. 1 বিরোধ; 2 বিরুদ্ধ জ্ঞান; 3 পার্থক্য; 4 সংশয়। [সং. বি (=বিপরীত) + প্রতিপত্তি (=জ্ঞান)]। বিপ্রতি-পন্ন বিণ. বিরুদ্ধ; বিরুদ্ধ জ্ঞানপূর্ণ; পার্থক্যযুক্ত, সন্দেহযুক্ত, সংশয়পূর্ণ।
ভরতি [bharati] বি. স্কুল-কলেজ ছাত্র বা ছাত্রী হিসাবে নাম নথিভুক্ত করা (কলেজে ভরতির সমস্যা)। ☐ বিণ. 1 ভরা, পূর্ণ (ভরতি বলতি, বাটি-ভরতি দুধ); 2 পরিপূর্ণ (মাঠটা লোকে ভরতি); 3 নিযুক্ত, বহাল (কাজে ভরতি হওয়া); 4 পড়ার জন্য নথিভুক্ত (কলেজে ভরতি হয়েছে)। [ভরা দ্র]।
ভীম-রতি [bhīma-rati] বি. 1 বার্ধক্যজনিত ঈষত্ বুদ্ধিভ্রংশ বা খ্যাপামি; 2 (মূল অর্থ) 77 বছর 7 মাস বয়সের সপ্তম রাত্রি (বর্ত. এই অর্থ অপ্র.)। [সং. ভীমরথী? < ভ্রমার্তি ?]।
মুরতি-মূর্তি [murati-mūrti] র. কোমল রূপ ('আজিকে তোমার মধুর মুরতি হেরিনু': রবীন্দ্র)।
রতি [rati] বি. এক কুঁচের সমান ওজন। ☐ বিণ. 1 উক্ত ওজনবিশিষ্ট 2 (আল.) ছিঁটেফোঁটা, অত্যল্প পরিমাণ (একরতি ছেলের এই কাণ্ড!)। [সং. রক্তিকা (=কুঁচ)]।
সপ্রতিভ [sapratibha] বিণ. 1 প্রতিভান্বিত; 2 দীপ্তিময়, প্রভাযুক্ত ('আকাশের সপ্রতিভ নক্ষত্রকে চিনে': জী. দা)'; 3 লজ্জা পায় না বা ঘাবড়ায় না এমন, সংকোচমুক্ত, চটপটে (সপ্রতিভ আচরণ)। [সং. সহ + প্রতিভা (আলো)]।
সম্প্রতি [samprati] অব্য. ক্রি-বিণ. 1 অধুনা, ইদানীং, আজকাল; 2 এইমাত্র, সবে। [সং. সম্ + প্রতি]।
সাম্প্রতিক [sāmpratika] বিণ. আজকালকার (সাম্প্রতিক পরিবর্তন)। [সং. সম্প্রতি + ইক]।
সুপ্রতিষ্ঠ [ supratiṣṭha] দ্র সু
সুপ্রতিষ্ঠিত [ supratiṣṭhita] দ্র সু
সুরতি [surati] বি. (প্রা. কা.) 1 রতি; 2 আলিঙ্গন। [দ্র. সুরত1]।
সুরতি [surati] বি. ভাগ্যপরীক্ষামূলক জুয়াখেলাবিশেষ, লটারি। [পো. sorte]।
সুরতি [surati] বি. তামাকচূর্ণ-মিশ্রিত পানের মশলাবিশেষ, সুখা। [হি.]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org