Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Beech
Beef
Been
Beep
Beer
Beeswax
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word রাগ from Bangla-English Dictionary
রাগ: Bangla to English
অকেশর পরাগকোষ [akēśara parāgakōṣa] n (bot.) sessile anther.
অনুরাগ [anurāga] n attachment; affection; love; amour; devotion; addiction; liking; at traction. অনুরাগী a. & n. one who is at tached or devoted, or addicted or at tracted (to); one who has affection or a liking (for). fem. অনুরাগিণী । ̃বশে adv. out of attachment or devotion or love.
অস্ত্রাগার [astrāgāra] n an armoury.
কর্মানুরাগ [karmānurāga] n devotion to work; love of work; diligence. কর্মানুরাগী, কর্মানুরক্ত a. devoted to work; diligent.
গুণানুরাগ [guṇānurāga] n love for virtues or good quali ties; attraction or admiration for others' good qualities or virtues. গুণানুরাগী hav ing love for virtues or good qualities; attracted by or admiring others' good qualities or virtues. fem. গুণানুরাগিনী । গুনানুরাগী ব্যক্তি an admirer.
গ্রন্হানুরাগ [granhānurāga] n love for books, fondness for books. গ্রন্হানুরাগী a. & n. (a person) fond of books, a book-lover, a bibliophile.
চিরাগত [cirāgata] a prevailing for ever; conven tional, of long usage.
চেরাগ [cērāga] n (Mus.) a lamp (usu. a small and cheap one). চেরাগি n. a piece of rentfree land granted for bearing the cost of burning lamps regularly in the tomb of a Muslim saint.
জঠরাগ্নি [jaṭharāgni] n terrible hunger; diges tive power, digestion; gastric juice. জঠরানল জ্বলে ওঠা to be stricken with ter rible hunger, to be terribly hungry. জঠরানল নিবৃত্ত হওয়া to have one's hunger satisfied or stilled.
জরাগ্রস্হ [jarāgrasha] a seized with infirmities of old age, decrepit and infirm, worn-out, se nile.
দুরাগ্রহ [durāgraha] n desire for or interest in evil or difficult things; a wicked or difficult venture. ☐ a. desirous of or interested in evil or difficult things; indulging in or engaged in a wicked or difficult venture.
দূরাগত [dūrāgata] a one who or that which is com ing or has come from a distance.
দ্বিরাগমন [dbirāgamana] n the ceremony of a newly-wed bride's coming for the second time to her husband's house from her paternal abode.
পরাগ [parāga] n pollen, farina. ̃কেশর n. a sta men. ̃কোষ n. anther. ̃ধানী same as পরাগকোষ । ̃মিলন, ̃যোগ n. pollination. ইতর পরাগযোগ n. cross-pollination. স্বপরাগযোগ n. self-pollination. ̃স্হালী n. a pollen-sac. পরাগিত a. pollinated. পরাগিত করা v. to pollinate.
প্রাগ্জ্যোতিষ [prāgjyōtiṣa ] n the ancient name of Kamrup or its inhabitants.
প্রাগভাব [prāgabhāba] n (phil.) non-existence of an ob ject prior to its being brought into ex istence.
প্রাগল্ভ্য [prāgalbhya ] n same as প্রাগল্ভতা (see প্রগল্ভ), and shamelessness of women in love-affairs.
প্রাগাধুনিক [prāgādhunika] a pre-modern.
প্রাগুক্ত [prāgukta] a aforesaid; aforementioned.
প্রাগৈতিহাসিক [prāgaitihāsika] a pre-historic.
প্রাগ্রসর [prāgrasara] a going ahead; prospering, de veloping; forerunner.
বহিরাগত [bahirāgata] a emerged, issued out; coming from outside; foreign; adventitious.
বহিরাগমন [bahirāgamana] n issuing out or issuing forth, emergence.
বিরাগ [birāga] n want of attachment; lack of in terest; aversion; displeasure; chagrin. ̃ভাজন n. an object of displeasure. ☐ a. causing displeasure or chagrin. বিরাগভাজন হওয়া v. to incur displeasure. বিরাগী a. having no attachment (to); disinterested; averse; displeased, cha grined. fem. বিরাগিনী ।
বীতরাগ [bītarāga] a having lost interest (in) or at tachment (to), disaffected; apathetic; disgusted.
বৈরাগী [bairāgī] a apathetic to worldly interests, (cp.) stoical. ☐ n. (loos.) a Vaishnava anchorite.
বৈরাগ্য [bairāgya] n apathy towards worldly inter ests; stoicism; philosophical or spiri tual consciousness. বৈরাগ্যোদয় n. access of philosophical or spiritual conscious ness (in one's mind); awakening of the spirit of renunciation.
রাগ [rāga] n a dye, a paint, a colour, a hue; a red hue or colour or tinge; love, affec tion (পূর্ব রাগ); attachment, inclination; anger, passion, rage. রাগ করা same as রাগা । রাগ দেখানো v. to show temper. রাগ হওয়া v. to be angry. ̃ত a. angry, an gered. ̃তভাবে adv. angrily; with a show of rage. রাগা v. to get or grow an gry. রাগানো v. to anger; to irritate. রাগান্ধ a. blinded with rage. রাগান্বিত a. an gered, angry. রাগী a. easily angered, quick-tempered, short-tempered, sulky, wrathful.
রাগ [rāga] n any one of the six principal modes of Indian classical music; raga, a mode of Indian classical music. রাগিণী n. (mus.) any one of the thirty-six modes of Indian music secondary to the six ragas (রাগ); a musical mode or tune; a song. ̃প্রধান a. (of modes in In dian music) based on classical modes.
সানুরাগ [sānurāga] a full of love or attachment, lov ing.
রাগ: Bangla to Bangla
অনু-রাগ [anu-rāga] বি. 1 প্রীতি, স্নেহ; প্রেম, আসক্তি (স্ত্রীর প্রতি অনুরাগ, স্বদেশানুরাগ, বিদ্যানুরাগ, ধর্মানুরাগ); 2 আদর, সোহাগ; 3 (অপ্র.) ক্রোধ, বিরক্তি; 4 (বৈ. শা.) প্রেম যখন প্রেমের বিষয়কে অনুক্ষণ নব নব করে তোলে তখন তাকে 'অনুরাগ' বলে ('সোই পীরিতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হোয়': বিদ্যা)। [সং. অনু + √ রন্জ্ + অ]। অনু-রাগী (-গিন্) বি. বিণ. আসক্ত বা অনুরাগযুক্ত (ব্যক্তি); প্রেমিক। বিণ. (স্ত্রী.) অনু-রাগিণী
উপ-রাগ [upa-rāga] বি. 1 সূর্য ও চাঁদের গ্রহণ; 2 প্রাকৃতিক উত্পাত; 3 রঞ্জন। [সং. উপ + √ রন্জ্ + অ]।
গুণানু-রাগ [guṇānu-rāga] বি. গুণের প্রতি আকর্ষণ; গুণগ্রাহিতা। [সং. গুণ + অনুরাগ]।
চিরাগ [cirāga] দ্র চেরাগ
চিরাগি [ cirāgi] দ্র চেরাগ
চিরাগত [cirāgata] বিণ. আবহমানকাল ধরে চলে আসছে এমন, আবহমানকালে ধরে প্রচলিত (চিরাগত প্রথা, চিরাগত সংস্কার)। [সং. চির1 + আগত]।
চেরাগ [cērāga] বি. প্রদীপ, বাতি, দীপ।য [ফা. চিরাগ্]। চেরাগি, চিরাগি বি. পিরস্হানে নিত্য প্রদীপ জ্বালাবার ব্যয়নির্বাহের জন্য প্রদত্ত নিষ্কর জমি।
চিরাগ [ cirāga] বি. প্রদীপ, বাতি, দীপ।য [ফা. চিরাগ্]। চেরাগি, চিরাগি বি. পিরস্হানে নিত্য প্রদীপ জ্বালাবার ব্যয়নির্বাহের জন্য প্রদত্ত নিষ্কর জমি।
দুরাগ্রহ [durāgraha] বি. 1 অসত্ বা অসম্ভব ব্যাপারে আগ্রহ; 2 অন্যায় জিদ; 3 বৃথা চেষ্টা। ☐ বিণ. অসত্ অন্যায় বা অসম্ভব ব্যাপারে আগ্রহযুক্ত। [সং. দুর্ + আগ্রহ]।
পরাগ [parāga] বি. ফুলের রেণু, পুষ্পরজ, pollen [সং. পরা2 + √গম্ + অ]। ̃ কেশর বি. ফুলের যে কেশরে পরাগ থাকে, stamen. ̃ ধানী বি. পরাগকেশরের শীর্ষভাগ-যেখানে পরাগ থাকে, anther (বি.প.)। ̃ মিলন বি. ফুলের গর্ভকেশরে পরাগ ছড়ানো, pollination (বি. প.)। পরাগিত বিণ. পরাগযুক্ত, pollinated (বি. প.)। ̃ স্হলী বি. পরাগধানীর কোটর যার মধ্যে পরাগ থাকে, plooen-sac (বি.প.)।
পরাগত [parāgata] বিণ. 1 প্রত্যাগত; 2 পিছনে বা পরে আগত। [সং. পরা2 + আগত]। পরাগত সমীভবন বি. (ভাষাতত্ত্বে) পশ্চাদ্বতী ধ্বনির প্রভাবে পূর্বধ্বনির পরিবর্তন, regresive assimilation যথা ধম্ম < ধর্ম, তজ্জন্য < তত্জন্য।
পাঠানুরাগী [pāṭhānurāgī] দ্র পাঠ
পুনরাগমন [punarāgamana] বি. আবার আসা, ফিরে আসা (দেবী দুর্গার পুনরাগমন)। [সং. পুনঃ + আগমন]।
পুরাগত [purāgata] বিণ. প্রাচীন। [সং. পুরা1 + আগত]।
প্রাগ্-বর্তী [prāg-bartī] বিণ. পূর্ববর্তী। [সং. প্রাচ্ + বর্তিন্]।
প্রাগভাব [prāgabhāba] বি. (দর্শ.) উত্পত্তির পূর্বে (প্রাক্) বস্তুর অবিদ্যমানতা, (non-existence). [সং. প্রাক্ + অভাব]।
প্রাগ্লভ্য [prāglabhya] বি. 1 প্রগল্ভতা; 2 ঔদ্ধত্য; 3 স্ত্রীলোকের প্রণয়াদিতে নির্লজ্জতা। [সং. প্রগল্ভ + য]।
প্রাগিতি-হাস [prāgiti-hāsa] বি. ইতিহাসপূর্ব যুগ বা তার কাহিনি। [সং. প্রাক্ + ইতিহাস]।
প্রাগুক্ত [prāgukta] বিণ. পূর্বোক্ত, পূর্বে কথিত বা উল্লিখিত (প্রাগুক্ত গ্রন্হ, প্রাগুক্ত আলোচনা)। [সং. প্রাক্ + উক্ত]।
প্রাগৈতি-হাসিক [prāgaiti-hāsika] (সংস্কৃতমতে অশুদ্ধ) বিণ. যে যুগ থেকে ইতিহাস নির্দিষ্টভাবে জানা যায় তার পূর্ববর্তী যুগের, pre-historic. [সং. (?) প্রাক্ + ঐতিহাসিক]।
প্রাগ্রসর [prāgrasara] বিণ. অগ্রগামী, উন্নত। [সং. প্র + অগ্রসর]।
বদরাগি [ badarāgi] দ্র বদ
বিরাগ [birāga] বি. 1 অনুরাগের অভাব (রাগ-বিরাগ); 2 ঔদাসীন্য, নিস্পৃহতা, বৈরাগ্য (সংসারে বিরাগ); 3 বিরক্তি, অপ্রসন্নতা (বিরাগভাজন)। [সং. বি + √ রন্জ্ + অ]। ̃ ভাজন বিণ. অপ্রিয়। বিরাগী (-গিন্) বিণ. বিরাগযুক্ত; উদাসীন, নিস্পৃহ; বিরক্ত। স্ত্রী. বিরাগিণী
বৈরাগ [bairāga] দ্র বৈরাগ্য
বৈরাগী [bairāgī] (-গিন্) বিণ. সংসারে অনাসক্ত, বিষয়-বাসনামুক্ত (বৈরাগী হয়ে জীবন কাটানো)। ☐ বি. (বাং.) বৈষ্ণব ভিক্ষু। [সং. বৈরাগ + ইন্]।
বৈরাগ্য [bairāgya] বি. সংসারে অনাসক্তি, বিষয়ভোগে ঔদাসীন্য ('বৈরাগ্যসাধনে মুক্তি সে আমার নয়': রবীন্দ্র; বৈরাগ যোগ)। [সং. বিরাগ + য, অ]।
বৈরাগ [ bairāga] বি. সংসারে অনাসক্তি, বিষয়ভোগে ঔদাসীন্য ('বৈরাগ্যসাধনে মুক্তি সে আমার নয়': রবীন্দ্র; বৈরাগ যোগ)। [সং. বিরাগ + য, অ]।
রাগ [rāga] বি. 1 রং, রঞ্জকদ্রব্য (রক্তরাগ); 2 রক্তিমা, লালবর্ণ (অরুণরাগ, তাম্বূলরাগে রঞ্জিত); 3 প্রেম, অনুরাগ, প্রেমজ আসক্তি (পূর্বরাগ); 4 (বাং.) ক্রোধ, রোষ (রাগ করা); 5 সংগীতে স্বরবিন্যাসের ছয়টি মূল পদ্ধতি অর্থাত্ ভৈরব কৌশিক হিন্দোল দীপক শ্রী ও মেঘ; 6 সংগীতের স্বরবিন্যাস-পদ্ধতি (কী রাগে গাইছে?)। [সং. √ রঞ্জ্ + অ]। ̃ দ্বেষ বি. ক্রোধ ও হিংসা। ̃ প্রধান বিণ. রাগাশ্রয়ী (রাগপ্রধান গান)। ̃ রাগিণী বি. সংগীতের রাগ ও রাগিণীসমূহ। রেগে টং বিণ. প্রচণ্ড রেগে গেছে এমন।
রাগত [rāgata] বিণ. ক্রোধযুক্ত, রুষ্ট (রাগত স্বরে বললেন)। [রাগা দ্র]।
রাগা [rāgā] ক্রি. রাগ করা, ক্রুদ্ধ বা. রুষ্ট হওয়া, চটে যাওয়া (রেগে আগুন)। ☐ বি. উক্ত অর্থে (এত রাগা ভালো নয়)। ☐ বিণ. উক্ত অর্থে। বাং. রাগা (রাগ + আ)। ̃ নো ক্রি. বি. ক্রুদ্ধ করা, ক্রোধ উত্পন্ন করা ('বাঘেরে তোর রাগিয়ে দে রে': স. দ.)। ☐ বিণ. উক্ত অর্থে।
রাগাত্মক [rāgātmaka] বিণ. 1 সংগীতের রাগসম্বন্ধীয়; 2 রাগরাগিণীর প্রাধান্যপূর্ণ (রাগাত্মক গান)। [সং. রাগ + আত্মক, আশ্রয়ী]।
রাগাশ্রয়ী [ rāgāśraẏī] বিণ. 1 সংগীতের রাগসম্বন্ধীয়; 2 রাগরাগিণীর প্রাধান্যপূর্ণ (রাগাত্মক গান)। [সং. রাগ + আত্মক, আশ্রয়ী]।
রাগান্ধ [rāgāndha] বিণ. ক্রোধে জ্ঞানশূন্য। [বাং. রাগ + অন্ধ]।
রাগান্বিত [rāgānbita] বিণ. 1 অনুরাগযুক্ত; 2 (বাং.) ক্রোধযুক্ত, ক্রুদ্ধ। [সং. রাগ + অন্বিত]।
রাগা-রাগি [rāgā-rāgi] বি. 1 পরস্পরের প্রতি ক্রোধপ্রকাশ (এই সামান্য ব্যাপার নিয়ে এত রাগারাগি); 2 ঝগড়াঝাঁটি। [বাং. √ রাগ + আ + রাগ + ই]।
রাগিণী [rāgiṇī] বি. (স্ত্রী.) 1 (সংগীতে) ছয় রাগের ছত্রিশ পত্নী হিসাবে কল্পিত ভৈরবী ভূপালী মালশ্রী ইত্যাদি ছত্রিশ প্রধান সুর; 2 সংগীতের রাগাশ্রিত সুর। [সং. রাগ + ইন্ + ঈ]।
রাগী [rāgī] (-গিন্) বিণ. 1 অনুরাগযুক্ত; 2 আসক্তিপূর্ণ 3 (বাং.) ক্রোধী, কোপনস্বভাব; 4 ক্রুদ্ধ, রুষ্ট। [সং. রাগ + ইন্]।
রাগেশ্রী [rāgēśrī] বি. সংগীতের রাগিণীবিশেষ। [সং. রাগশ্রী]।
সংরাগ [saṃrāga] বি. 1 তীব্র প্রেম বা অনুরাগ; 2 আসক্তি। [সং. সম্ + √ রন্জ্ + অ]।
সানু-রাগ [sānu-rāga] বিণ. অনুরাগপূর্ণ। [সং. সহ + অনুরাগ]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org