শান্ত: Bangla to English | অশান্ত [aśānta] a not calm or tranquil; disquieted; untamed, wild (অশান্ত অশ্ব); not gentle, restless, naughty (অশান্ত বালক); rough, troubled, ruffled (অশান্ত সমুদ্র); cease less (অশান্ত গর্জন); worried, anxious, ill at ease; unconsoled, inconsolable, dis consolate. অশান্তি n. absence of calm or tranquillity, agitation, unrest, disquiet; worry, anxiety; disturbed state. | কর্কটীয় শান্তবলয় [karkaṭīẏa śāntabalaẏa] n the Calms of Cancer. | দেশান্তর [dēśāntara] n another country, a different country; a distant land; (geog.) longi tude. দেশান্তরিত a. gone to another coun try or a different country; gone to a distant or foreign land; expelled from a country or from one's country; living and settled in a foreign country. দেশান্তরি a. gone to a foreign country; emigrant, migrant; living or settled in a foreign country. | প্রশান্ত [praśānta] a very calm or quiet or peaceful; tranquil; unperturbed; unruffled. ̃চিত্ত a. enjoying peace or tranquillity at heart, composed, sedate, unagitated. ̃বদন a. having a tranquil or calm face or appearance. প্রশান্ত মহাসাগর the Pa cific Ocean, the Pacific. ̃মূর্তি a. hav ing a tranquil or calm or composed ap pearance. হৃদয় same as প্রশান্তচিত্ত । প্রশান্তি n. perfect calm or quiet or peace, tranquillity. | শান্ত [śānta] a peaceful, quiet, tranquil; satisfied, gratified; appeased, pacified, calmed, quietened; composed; allayed; calm; gentle, mild. শান্ত করা v. to satisfy; to gratify; to appease, to pacify, to calm; to quieten. ̃চিত্ত, ̃চেতা a. having a calm or quiet disposition; mild-tem pered. ̃দান্ত a. mild and temperate. ̃প্রকৃতি a. gentle-natured; having a calm disposition. ̃বলয় n. (geog.) a belt or region of calms. ̃ভাব n. mental calm or tranquillity. ̃মূর্তি a. having a tranquil appearance. ̃রস n. (rhet.) the tranquil or calm sentiment. ̃শিষ্ট a. gentle and polite. ̃স্বভাব same as ̃প্রকৃতি । | শান্তি [śānti] n peace, tranquillity, calm, qui etude; removal (আপদশান্তি); control (ক্রোধের শান্তি); satisfaction, gratifica tion (ক্ষুদার শান্তি); pacification, ap peasement; alleviation; freedom from disturbances, peace; termination or cessation (যুদ্ধশান্তি); termination of hostility or war; weal, welfare, well being. ̃জল n. holy sacrificial water sprinkled upon votaries to ward off evils. ̃নিকেতন n. an abode of peace. ̃পুরি a. produced at Shantipur in Ben gal. ☐ n. a very fine handloom cloth produced at Shantipur. ̃পুরে a. of Shantipur in Bengal; produced at Shantipur; current at or used at Shantipur (শান্তিপুরে বুলি); born or liv ing at Shantipur. ̃পূর্ণ a. peaceful; calm; tranquil; quiet. ̃প্রিয় a. peace loving. ̃বিধায়ক a. pacifying, pacifactory; peace-making. ☐ n. a peace-maker. ̃ভগ্ন n. breach of peace. ̃ভঙ্গ করা v. to disturb the peace of; to create disturbance; to disturb. ̃ভঙ্গকারী a. disturbing the peace; creating distur bances; disturbing. fem. ̃ভঙ্গকারিণী । ̃ময় same as ̃পূর্ণ । fem. ̃ময়ী । ̃রক্ষক n. a defender of the peace; a police man. শান্তিরক্ষা করা v. to maintain peace. শান্তি স্হাপন করা v. to make peace (with); to bring to a peaceful state. ̃স্বস্ত্যয়ন n. religious worship or service performed to ward off evils. |
| শান্ত: Bangla to Bangla | অশান্ত [aśānta] বিণ. চঞ্চল, অস্হির (অশান্ত মন); দুরন্ত (অশান্ত ছেলে); প্রবোধ মানে না এমন (অশান্ত হৃদয়); বিক্ষুদ্ধ (অশান্ত সমুদ্র)। [সং. ন + শান্ত]। | অশান্তি [aśānti] বি. চঞ্চলতা, শান্তির অভাব; মানসিক কষ্ট (বড় অশান্তিতে আছি); কলহ, ঝগড়াঝাঁটি (পাড়ায় খুব অশান্তি;) বিক্ষোভ (তোমার সবকিছুতেই অশান্তি)। [সং. ন + শান্তি]। | গ্রহশান্তি [ grahaśānti] দ্র গ্রহ। | দেশান্তর [dēśāntara] বি. 1 অন্য দেশ (দেশান্তরে যাওয়া); 2 দূরের দেশ; 3 (ভূগো.) মুখ্য মধ্যরেখা বা prime meridian থেকে কোনো নির্দিষ্ট স্হানের কৌণিক দূরত্ব বা নিরক্ষবৃত্তের চাপ, দ্রাঘিমা, longitude (বি.প.)।[সং. দেশ+অন্তর]। দেশান্তরিত বিণ. 1 অন্য দেশে বা দূর দেশে গেছে এমন; 2 স্বদেশ থেকে বিতাড়িত; 3 বিদেশবাসী, প্রবাসী। | দেশান্তরি [dēśāntari] বিণ. 1 বিদেশে গেছে এমন, (দেশান্তরি হওয়া); 2 স্বদেশত্যাগী; 3 নিরুদ্দিষ্ট। [সং. দেশান্তর + বাং. ই]। | দেশান্তরী [ dēśāntarī] বিণ. 1 বিদেশে গেছে এমন, (দেশান্তরি হওয়া); 2 স্বদেশত্যাগী; 3 নিরুদ্দিষ্ট। [সং. দেশান্তর + বাং. ই]। | প্রশান্ত [praśānta] বিণ. অতিশয় শান্ত বা স্হির, অচঞ্চল, বিক্ষোভহীন ('কার্তিকের প্রশান্ত আকাশে': বিষ্ণু, প্রশান্তবদন, প্রশান্তকণ্ঠ)। [সং. প্র + শান্ত]। প্রশান্ত মহাসাগর বি. আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী বিশাল মহাসমুদ্রবিশেষ, Pacific Ocean. প্রশান্তি বি. প্রশান্ত অবস্হা বা ভাব, উদ্বেগহীনতা; গাম্ভীর্য। | শান্ত [śānta] বিণ. 1 শান্তিযুক্ত; 2 অচঞ্চল (শান্ত মন, শান্ত নদী); 3 নিবৃত্ত (ক্ষুধা শান্ত); 4 ক্ষান্ত, থেমেছে এমন (ঝড় শান্ত হয়েছে); 5 ধীর, অনুদ্ধত, শিষ্ট (শান্ত মেয়ে, শান্ত স্বভাব); 6 নিরীহ (শান্ত গোরু, সরলশান্ত লোক)। ☐ বি. (অল.) বৈষ্ণবমতে শ্রীভগবানের চরণে আত্মনিবেদনমূলক রসবিশেষ। [সং. √ শম্ + ত]। ̃ ভাব বি. হিংসা ক্রোধ দুঃখ শোক প্রভৃতি সর্বপ্রকার অস্হিরতাবর্জিত মানসিক অবস্হা, উত্তেজনাহীন চিত্তবৃত্তি, প্রশান্তি। ̃ মূর্তি বি. শান্তভাবপূর্ণ চেহারা, সৌম্য আকৃতি। ☐ বিণ. সৌম্য-আকৃতিযুক্ত। ̃ শিষ্ট বিণ. নম্ন ও ভদ্র। ̃ স্বভাব বিণ. ধীর; অনুদ্ধত; নম্র ও বিনয়ী। | শান্তি [śānti] বি. 1 শমগুণ, প্রশান্তি, উদ্বেগহীনতা, স্হিরতা (মানসিক শান্তি); 2 লালসাহীনতা, নিস্পৃহতা, বাসনা কামনার দমন, প্রবৃত্তিদমন (লোভের শান্তি, ক্রোধের শান্তি); 3 উপশম, নিবৃত্তি (রোগের শান্তি); 4 উপদ্রবহীনতা (শান্তিরক্ষা, আপদের শান্তি); 5 অবসান (যুদ্ধের শান্তি); 6 যুদ্ধাবসান (শান্তিস্হাপন); 7 কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); 8 বিশ্রাম (শান্তিলাভের জন্য শয়ন)। [সং. √ শম্ + তি]। ̃ জল বি. শান্তির জন্য মন্ত্রপূত জল যা উপাসকদের কল্যাণকামনায় তাদের দেহে ছিটানো হয়। ̃ পাঠ বি. শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। ̃ প্রিয় বিণ. (স্বভাবত) নিরুপদ্রবে থাকতে ভালোবাসে এমন। ̃ রক্ষক বিণ. শান্তি রক্ষা করে এমন। ☐ বি. কোতোয়াল; পুলিশ। ̃ রক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদ বিসংবাদ ইত্যাদি হতে না দেওয়া। ̃ স্হাপন বি. যুদ্ধাদির অবসান করে সন্ধিস্হাপন। ̃ স্বস্ত্যয়ন বি. রোগ-উপদ্রবাদির অবসানকল্পে দেবার্চনা। | শান্তি-পুরি [śānti-puri] বিণ. শান্তিপুরে প্রস্তুত। ☐ বি. শান্তিপুরে তৈরি উত্কৃষ্ট তাঁতের কাপড়। [শান্তিপুর + ই]। শান্তি-পুরে বিণ. শান্তিপুরে প্রচলিত বা উত্পন্ন; শান্তিপুরবাসী। |
|