Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Bindweed
Bine
Binge
Bingo
Binnacle
Binoculars
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word শুভ from Bangla-English Dictionary
শুভ: Bangla to English
অশুভ [aśubha] n a harm or bale; an evil; a contre temps; a sin. ☐ a. harmful, baleful, evil, sinister; imauspicious; ominous. ̃কর, অশুভংকর a. doing harm (to); evil, sinister. ̃কামনা n. illwishing. ̃ক্ষণ n. an inauspicious moment or time. ̃সূচক a. foreboding evil, ominous, porten tous; sinister. ̃সূচনা n. a bad start.
শুভ [śubha] n weal, well-being, (the) good. ☐ a. doing good, beneficial, benefactory; auspicious; favourable; promising. fem. a. শুভা, শুভংকর (inc.) ̃কর same as ̃ঙ্কর । ̃কর্ম, ̃কার্য n. an auspicious work; a solemn or religious rite or func tion or ceremony. ̃ক্ষণ n. an auspicious or favourable moment or time; an op portunity, a chance. ̃গ্রহ n. (astrol.) an auspicious or favourable planet or star. ̃ঙ্কর a. doing good, beneficial, benefactory. ̃ঙ্করী a. fem. of ̃ঙ্কর ।n. a system of arithmetical calculation in troduced by Shubhankar. ̃দ, ̃দায়ক same as ̃ঙ্কর fem. ̃দা । ̃দৃষ্টি n. an aus picious or favourable or kind look or (astrol.) aspect; the solemn rite of the bride and bridegroom looking at each other at a Hindu wedding. ̃ফল n. a happy result or outcome. ̃লক্ষণ n. an auspicious sign or mark or omen. ̃লগ্ন n. an auspicious moment. ̃সংবাদ n. good news. শুভাকাঙ্ক্ষা n. well-wishing. শুভাকাঙ্ক্ষী a. well-wishing. ☐ n. a well wisher. fem. শুভাকাঙ্ক্ষিণী । শুভাগমন n. an auspicious coming; a kind visit, a wel come visit. শুভানুধ্যান same as শুভাকাঙ্ক্ষা । শুভানুধ্যায়ী same as শুভাকাঙ্ক্ষী fem. শুভানুধ্যায়িনী । শুভানুষ্ঠান n. an auspicious or solemn function or ceremony. শুভার্থী same as শুভাকাঙ্ক্ষী fem. শুভার্থিনী । শুভাশীর্বাদ n. kind blessing or benediction. শুভাশুভ n. weal and woe; good and evil. শুভেচ্ছা n. well-wishes, good wishes.
শুভ্র [śubhra] a white; grey, hoary (শুভ্র কেশ); in candescent, bright (শুভ্র আলোক); (fig.) pure, unblemished, chaste, virtuous (শুভ্র মন). fem. শুভ্রা । শুভ্রতা n. whiteness; (fig.) purity.
শুভ: Bangla to Bangla
অশুভ [aśubha] বি. অমঙ্গল, অকল্যাণ; পাপ। ☐ বিণ. অমঙ্গলজনক (অশুভ ইঙ্গিত)। [সং. ন + শুভ]। ̃ .কর
অশুভ [aśubha] বি. অমঙ্গল, অকল্যাণ, পাপ। ☐ বিণ অমঙ্গলজনক (অশুভ ইঙ্গিত)। [সং. ন + শুভ]। ̃ কর ̃ ং.কর বিণ. অমঙ্গলজনক। ̃ কামনা বি. (অন্যের) অমঙ্গল কামনা করা। ̃ .কাল বি. যে কাল বা সময় শুভ নয় বা প্রশস্ত নয়। সবকিছুই জেনেছেন এমন; সমস্ত জ্ঞান অর্জন করেছেন এমন। ̃ বিধ নানারকম; সমস্তরকম।
শুভ [śubha] বি. মঙ্গল, কল্যাণ (শুভংকর, শুভার্থী)। ☐ বিণ. শুভজনক, কল্যাণকর। [সং. √ শুভ্ + অ]। স্ত্রী. শুভা। ̃ কামনা বি. মঙ্গলকামনা; শুভেচ্ছা। ̃ কাল, ̃ ক্ষণ বি. 1 কল্যাণকর সময়, শুভ সময়; 2 সুযোগ। ̃ গ্রহ বি. (জ্যোতিষ.) যে-গ্রহের প্রভাবে জাতকের মঙ্গল হয়। ̃ ংকর, ̃ স্কর বিণ. মঙ্গলজনক। ☐ বি. শুভংকরী নামক গণিতশাস্ত্রের রচয়িতা। ̃ ংকরী, ̃ ঙ্করী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। ☐ বি. 1 দুর্গাদেবী; 2 শুভংকর রচিত গণিতশাস্ত্র। ̃ বিণ. কল্যাণকারী। স্ত্রী. ̃ দা। ̃ দিন বি. ভালো দিন, মঙ্গলজনক দিন (শুভদিন দেখে যাত্রা করা)। ̃ দৃষ্টি বি. 1 কল্যাণকর দৃষ্টি, সুনজর; 2 বিবাহকালে বরকন্যার পরস্পরকে প্রথম দর্শনের অনুষ্ঠান। ̃ বিবাহ বি. মঙ্গল জনক বিবাহ; বিবাহের শুভ অনুষ্ঠান। ̃ বুদ্ধি বি. সুবুদ্ধি, সুমতি। ̃ যোগ শুভকাল ও শুভক্ষণ এর অনুরূপ। ̃ রাত্রি বি. 1 মঙ্গলজনক রাত্রি; 2 দিনের শেষে 'রাত্রি মঙ্গলজনক হোক' এই শুভকামনাবিশেষ। ̃ সংকল্প বি. মঙ্গলজনক প্রতিজ্ঞা। ̃ সংবাদ বি. ভালো খবর। ̃ সন্ধ্যা বি. সন্ধ্যাবেলার অভিবাদনবিশেষ। ̃ সূচনা বি. ভালো ও আশাজনক আরম্ভ। শুভকাঙ্ক্ষা, শুভানু-ধ্যান বি. কল্যাণকামনা, হিতকামনা। শুভাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্), শুভানু-ধ্যায়ী (-য়িন্), শুভার্থী (-র্থিন্) বিণ. কল্যাণকামী, হিতকামী। স্ত্রী. শুভাকাঙ্ক্ষিণী, শুভানু-ধ্যায়িনী, শুভার্থিনীশুভানন বিণ. সুন্দর ও মঙ্গলপ্রদ মুখবিশিষ্ট। স্ত্রী. শুভাননাশুভানুষ্ঠান বি. মাঙ্গলিক কর্ম। শুভারম্ভ বি. শুভ বা মঙ্গলজনক সূচনা। শুভাশংসা বি. মঙ্গলকামনা। শুভাশীর্বাদ, শুভাশিস বি. মঙ্গল কামনাপূর্ণ আশীর্বাদ। শুভাশুভ বি. হিতাহিত, মঙ্গল ও অমঙ্গল।
শুভ্র [śubhra] বিণ. সাদা, শ্বেত, শুল্ক, ধবল। [সং. √ শুভ্ + র]। স্ত্রী. শুভ্রা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কেশ বিণ. পাকাচুলওয়ালা (শুভ্রকেশ বৃদ্ধ)। ☐ বি. পাকা চুল। শুভ্রাংশু বি. চন্দ্র।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org