Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Vibes
Vibrant
Vibraphone
Vibrate
Vibration
Vibrato
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word সপ্ত from Bangla-English Dictionary
সপ্ত: Bangla to English
তারসপ্তক [tārasaptaka] n the major E-scale.
দ্বাসপ্ততি [dbāsaptati] n. & a seventy-two. ̃তম a. sev enty-second. fem. ̃তমী ।
সপ্ত [sapta] n & a Seven. সপ্তক n. a collection of seven; a heptad; the seven notes col lectively of a musical scale (সুরসপ্তক). ̃চত্বারিংশ a. forty-seven. চত্বারিংশত্ n & a. forty-seven. ˜চত্বারিংশত্তম a. forty-seventh. fem. ̃চত্বারিংশত্তমী । ̃তি n & a. seventy. ˜তিতম a. seventieth. fem. ̃তিতমী । ̃ত্রিংশ a. thirty-seven. ̃ত্রিংশত্ n. & a. thirty-seven. ˜ত্রিংশত্তম a. thirty-seventh. fem. ̃ত্রিংশত্তমী । ̃দশ a. seven teen; seventeenth. ̃দশী a. fem. of ̃দশ ।a. fem. seventeen years old. ̃দ্বীপ n. (Hindu myth.) the seven is lands or divisions of the world. ̃দ্বীপা a. fem. having seven islands; divided into seven islands or divisions. ̃ধা adv. in seven parts or ways; by seven times. ̃পদী n. the ceremony of going seven paces together performed by the bride and the bridegroom at a Hindu wedding; (pros.) a heptametre. ☐ a. seven-footed, heptapodic; (pros.) heptametrical. ̃পাতাল n. (Hindu myth.) the seven underworlds. ̃বিংশ a. twenty-seven. ̃বিংশতি n & a. twenty-seven. ˜বিংশতিতম a. twenty-seventh. fem. ̃বিংশতিতমী । সপ্তম a. seventh. ̃মী a. fem. of সপ্তম ।n. the seventh day of a lunar fortnight. সপ্তমীপূজা n. autum nal worship of Goddess Durga (দুর্গা) on the seventh day of the lunar fortnight. ̃যোজী a. (chem.) heptavalent. ̃রথী n. the seven great charioteers of the Mahabharata. ̃রথীবেষ্টিত a. surrounded by seven great charioteers of the Mahabharata; (fig.) surrounded by nu merous opponents. ̃র্ষি n. the seven great ancient sages of India; (astr.) the Plough; (astr.) the Great Bear, the Ursa Major (also সপ্তর্ষিমন্ডল). ̃লোক n. (Hindu myth.) the seven worlds. ̃ষষ্টি n. & a. sixty-seven. ˜ষষ্টিতম a. sixty-seventh. fem. ̃ষষ্টিতমী । ̃সপ্ততি n. & a. seventy-seven. ˜সপ্ততিতম a. seventy-seventh. fem. ̃সপ্ততিতমী । ̃সমুদ্র, ̃সিন্ধু n. (Hindu myth.) the seven seas. ̃সুর, ̃স্বর n. (mus.) the seven notes of a scale. ̃স্বরা a. (mus.) consisting of seven notes. ̃স্বর্গ same as ̃লোক । সপ্তা coll. contr. of সপ্তাহ । সপ্তাশীতি n. & a. eight seven. সপ্তাশীতিতম a. eighty-sev enth. fem. সপ্তাশীতিতমী । সপ্তাস্র a. hep tagonal. □ n. (geom.) a heptagon. সপ্তাহ n. a calendar week; an aggregate of any consecutive seven days, a week. সপ্তাহকাল n. a period of seven days, a week. সপ্তাহকালমধ্যে adv. in a week's time, within seven days.
সপ্ত: Bangla to Bangla
দ্বাসপ্ততি [dbāsaptati] বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। [সং. দ্বা (দ্বি) + সপ্ততি (সপ্ত + দশতি)]। ̃ তম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. ̃ তমী
সপ্ত [sapta] (-প্তন্) বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সাত। [সং. √ সপ্ + অন (ত্ আগম)]। ̃ বিণ. 1 সাতসংখ্যক; 2 একসঙ্গে সাতটি। ☐ বি. 1 সাতটির সমষ্টি; 2 (সংগীতে) সুরের স্বরগ্রাম অর্থাত্ সা রে গা মা পা ধা নি এই সাতটি সুরের সমষ্টি। ̃ কী বি. স্ত্রীলোকের কটিভূষণ বা মেখলা। ̃ গ্রাম বি. বাংলার অধুনালুপ্ত কিন্তু ইতিহাসপ্রসিদ্ধ বাণিজ্য-বন্দর, সাতগাঁ। ̃ চত্বারিংশ, ̃ চত্বারিংশত্তম বিণ. সাতচল্লিশ সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ চত্বারিং-শত্ বি. বিণ. 47 সংখ্যা বা সংখ্যক, সাতচল্লিশ। ̃ চ্ছদ, ̃ পর্ণ বি. ছাতিমগাছ। ̃ জিহ্ব বি. অগ্নি, আগুন। ̃ তল বিণ. (অট্টালিকা সম্বন্ধে) সাততলা; সাতটি তলাবিশিষ্ট। ̃ তাল বিণ. সাতটি তালগাছের দৈর্ঘ্যের সমান গভীর। ̃ তি বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক, সত্তর। ̃ তি-তম বিণ. সত্তর সংখ্যার পূরক বা স্হানীয়। ̃ ত্রিংশ, ̃ ত্রিংশত্তম বিণ. 37 সংখ্যার পূরক বা স্হানীয়। স্ত্রী. ̃ ত্রিংশত্তমী। ̃ ত্রিং-শত্ বি. বিণ. 37 সংখ্যা বা সংখ্যক। ̃ দশ বি. বিণ. 17 সংখ্যা বা সংখ্যক। ̃ দশী বি. বিণ. (স্ত্রী.) 1 সতেরো স্হানীয়া; 2 সতেরো বত্সর বয়স্কা। ̃ দ্বীপ বি. পুরাণোক্ত সাতটি দ্বীপ বা পৃথিবীর সাতটি বিভাগ যথা, জম্বু কুশ প্লক্ষ শাল্মলী ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। ̃ দ্বীপা বিণ. (স্ত্রী.) সপ্তদ্বীপযুক্তা (সপ্তদীপা বসুন্ধরা)। ☐ বি. পৃথিবী। ̃ ধা ক্রি-বিণ. সাত প্রকারে, সাত ভাগে; সাত দিকে; সাতবার (সপ্তধা বিভক্ত)। ̃ ধাতু বি. (আয়ুর্বেদ) দেহের সাতটি উপাদান, যথা-বায়ু পিত্ত কফ রক্ত শুক্র মাংস ও অস্হি। ̃ নবতি বিণ. বি. সাতানব্বই। ̃ নবতি-তম বিণ. সাতানব্বই সংখ্যক। স্ত্রী. ̃ নবতি-তমী। ̃ পঞ্চা-শত্ বি. বিণ. সাতান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. সাতান্ন সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পদী বি. হিন্দু বিবাহে বরবধূর একত্রে সপ্তপদ বা সাত পা বা সাতপাক ঘোরার অনুষ্ঠান। ☐ বিণ. (স্ত্রী.) সাতটি চরণযুক্তা। ̃ পর্ণ, ̃ পর্ণী বি. ছাতিমগাছ। ̃ পাতাল বি. তল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল-পুরাণোক্ত এই সাত পাতাল। ̃ বিংশতি বি. বিণ. সাতাশ। ̃ বিংশতি-তম বিণ. সাতাশ সংখ্যক। বিণ. (স্ত্রী.) ̃ বিংশতি-তমী। ̃ বিণ. সাতের পূরক। ̃ মী বিণ. সপ্তম -এর স্ত্রীলিঙ্গে। ☐ বি. (জ্যোতিষ.) তিথিবিশেষ। ̃ রথী (-থিন্) বিণ. দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা শকুনি দুর্যোধন দুঃশাসন: বালক অভিমন্যুকে একযোগে আক্রমণপূর্বক বধকারী এই সপ্ত বীর। ̃ র্ষি বি. 1 মরীচি অত্রি অঙ্গিরা পুলস্ত্য পুলহ ক্রতু বশিষ্ঠ: ব্রহ্মার মানসপুত্ররূপে খ্যাত এই সাত ঋষিশ্রেষ্ঠ; 2 নক্ষত্রপুঞ্জবিশেষ, Great Bear, Ursa Major. ̃ র্ষি-মণ্ডল বি. সপ্তর্ষি নামে খ্যাত নক্ষত্রসমূহের সমবায়। ̃ লোক, ̃ স্বর্গ বি. ভূঃ ভুবঃ স্বঃ জনঃ মহঃ তপঃ সত্য: পুরাণোক্ত এই সপ্ত ঊর্ধ্বলোক। ̃ শতী বি. 1 সাতশত শ্লোকবিশিষ্ট দেবীমাহাত্ম্যসূচক গ্রন্হ, চণ্ডী; 2 সাত শতের সমবায়। ̃ ষষ্ঠি বি. বিণ. সাতষট্টি। ̃ ষষ্টি-তম বিণ. সাতষট্টি সংখ্যক। ☐ বিণ. (স্ত্রী.) ̃ ষষ্ঠি-তমী। ̃ সমুদ্র, ̃ সাগর, ̃ সিন্ধু বি. লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর স্বাদূদক: পুরাণোক্ত এই সাত সমুদ্র। ̃ সূর, ̃ স্বর বি. (সংগীতে) ষ়ড়্জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ: স্বরগ্রামভুক্ত এই সাতটি সুর। ̃ স্বরা বিণ. জলতরঙ্গবাদ্য।
সপ্তাশীতি [saptāśīti] বি. বিণ. সাতাশি। [সং. সপ্ত + অশীতি]। ̃ তম বিণ. সাতাশি সংখ্যক। স্ত্রী. ̃ তমী
সপ্তাশ্ব [saptāśba] বি. (সপ্ত অশ্ববাহিত রথারূঢ় বলে) সূর্য। [সং. সপ্ত + অশ্ব]।
সপ্তসপ্তি [ saptasapti] বি. (সপ্ত অশ্ববাহিত রথারূঢ় বলে) সূর্য। [সং. সপ্ত + অশ্ব]।
সপ্তাহ [saptāha] বি. রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি: এই সাত দিন; পরপর যে-কোনো সাত দিন। [সং. সপ্ত + অহন্]। সপ্তাহান্ত বি. সপ্তাহের শেষ (সপ্তাহান্তে একবার যায়)।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2024 © ovidhan.org