সুর: Bangla to Bangla |
অসুর [asura] বি. হিন্দু পুরাণোক্ত দেবশত্রু মহাবল জাতিবিশেষ; দৈত্য, দানব (বেদের প্রাচীনতর অংশে এবং পারসিক আবেস্তায় অসুর > অহূর = দেবতা)। [সং. ন + সুর]। আসুর, আসুরিক বিণ. অসুরের তুল্য; অসুরসম্পর্কিত। স্ত্রী. অসুরী। |
আসুর [āsura] বিণ. 1 অসুরসম্বন্ধীয়; 2 অসুরতুল্য (আসুরিক শক্তি); 3 গর্হিত, অপরাধজনক (আসুরিক বলপ্রয়োগ); 4 অপবিত্র; 5 ভয়ংকর। [সং. অসুর + অ, ইক]। আসুর বিবাহ যে বিবাহে বর কন্যার অভিভাবককে মূল্য দিয়ে কন্যা গ্রহণ করে। |
আসুরিক [ āsurika] বিণ. 1 অসুরসম্বন্ধীয়; 2 অসুরতুল্য (আসুরিক শক্তি); 3 গর্হিত, অপরাধজনক (আসুরিক বলপ্রয়োগ); 4 অপবিত্র; 5 ভয়ংকর। [সং. অসুর + অ, ইক]। আসুর বিবাহ যে বিবাহে বর কন্যার অভিভাবককে মূল্য দিয়ে কন্যা গ্রহণ করে। |
কসুর [kasura] বি. 1 দোষ, ত্রুটি; অপরাধ (আমার কসুর ক্ষমা করুন); 2 ন্যূনতা; অপূর্ণতা (ভদ্রতার কসুর নেই); 3 অবহেলা (আদর-যত্নের কোনো কসুর করা হয়নি)। [আ. ক'সূর]। |
খুব.সুরত [khuba.surata] বিণ. পরম সুন্দর বা সুন্দরী (খুবসুরত মহিলা)। [ফা. খুবসুরত্]। |
পশুরি-পসুরি [paśuri-pasuri] -র বানানভেদ। |
পসুরি [pasuri] বি. 1 পাঁচ সের ওজন; 2 পাঁচ সের ওজনের বাটখারা। ☐ বিণ. পাঁচ সের ওজনের (দুই পসুরি গম)। [সং. পঞ্চ > প + বাং. সেরি > সুরিতু. হি. পসেরা (=পাচ সের)]। |
বৃত্রাসুর [ bṛtrāsura] বি. দানব বা অসুরবিশেষ। [সং. √ বৃত্ + র, + অসুর]। বৃত্রহা (-হন্), বৃত্রারি বি. বৃত্র-সংহারক ইন্দ্র। |
বেকসুর [bēkasura] বিণ. নির্দোষ, নিরপরাধ (হুজুর, আমি বেকসুর)। [ফা. বে + আ. কসূর]। বেকসুর খালাস নিরপরাধ বলে সাব্যস্ত হওয়ার ফলে অভিযুক্ত ব্যক্তির অভিযোগ থেকে মুক্তি। |
বেসুর [bēsura] বি. ভুল সুর ('বেসুরে ধরিনু গান': য. সে.)। ☐ বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন; 2 শ্রুতিকটু। [ফা. বে + বাং. সুর]। বেসুরো বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; 2 সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন (বেসুরো বাঁশি); 3 শ্রুতিকটু (বেসুরো গান); 4 ব্যাহত, খাপছাড়া বা অসহ্য (বেসুরো জীবন)। |
মসুর [masura] বি. লাল রঙের ডালবিশেষ।[সং. √ মস্ + উর, বাং + ই]। |
মসুরি [ masuri] বি. লাল রঙের ডালবিশেষ।[সং. √ মস্ + উর, বাং + ই]। |
মুসুরি [ musuri] বি. লাল রঙের ডালবিশেষ।[সং. √ মস্ + উর, বাং + ই]। |
সুর [sura] বি. 1 স্বর (নাকি সুর); 2 সংগীতে নিয়ন্ত্রিত ধ্বনি (গানের বা বাঁশির সুর)। [সং. স্বর]। ̃ ফাঁক-তাল বি. সংগীতের দশ মাত্রার তালবিশেষ। ̃ বাহার বি. বাদ্যযন্ত্রবিশেষ। [সং. সূর + ফা. বহার]। ̃ বোধ বি. সংগীতে সুরের বৈশিষ্ট্য সম্বন্ধে জ্ঞান। ̃ সপ্তক বি. সা রে গা মা পা ধা নি-স্বরগ্রামের এই সাতটি ধ্বনি। |
সুর [sura] বি. 1 দেবতা, অমর; 2 সূর্য। [সং. √ সু + র]। ̃ কন্যা বি. 1 দেববালা; 2 স্বর্গের কুমারী। ̃ গুরু বি. বৃহস্পতি। ̃ তরু বু. কল্পবৃক্ষ। ̃ ধুনী, ̃ নদী বি. দেবনদী, গঙ্গা। ̃ পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ পুর, ̃ পুরী বি. স্বর্গ, অমরাবতী। ̃ বালা বি. সুরকন্যা -র অনুরূপ। ̃ লোক বি. স্বর্গ। ̃ সরিত্, ̃ সিন্ধু বি. গঙ্গা নদী। সুরর্ষি বি. নারদ প্রভৃতি দেবর্ষি। [সং. সুর + ঋষি]। ̃ সুন্দরী, সুরাঙ্গনা বি. অপ্সরা। সুরাসুর বি. দেবতা ও দানব, দেবাসুর। |
সুরকি [suraki] বি. (পাকা ইমারত ইত্যাদি নির্মাণে ব্যবহৃত) ইটের গুঁড়ো। [ফা. সুর্খ]। |
সুরক্ষা [surakṣā] বি. 1 উত্তম রক্ষণ বা রক্ষণাবেক্ষণ (দেহের সুরক্ষা); 2 সংরক্ষণ; 3 প্রতিরক্ষা (সীমান্ত সুরক্ষা)। [সং. সু + রক্ষা]। |
সুরত [surata] বি. রতিক্রীড়া, মৈথুন। [সং. সু + √ রম্ + ত]। |
সুরত [surata] বি. 1 চেহারা, আকৃতি; 2 ঢং, ধরন; 3 উপায়। [আ. সুরত্]। ̃ হাল বি. 1 ঘটনার প্রকৃত অবস্হা; 2 ঘটনাস্হল বা আদালতে এজাহার। |
সুরতি [surati] বি. (প্রা. কা.) 1 রতি; 2 আলিঙ্গন। [দ্র. সুরত1]। |
সুরতি [surati] বি. ভাগ্যপরীক্ষামূলক জুয়াখেলাবিশেষ, লটারি। [পো. sorte]। |
সুরতি [surati] বি. তামাকচূর্ণ-মিশ্রিত পানের মশলাবিশেষ, সুখা। [হি.]। |
সুরধুনী [suradhunī] দ্র সুর2। |
সুরনদী [ suranadī] দ্র সুর2। |
সুরপতি [ surapati] দ্র সুর2। |
সুরফাঁকতাল [suraphān̐katāla] দ্র সুর1। |
সুরবল্লী [suraballī] বি. আয়ুর্বেদীয় ওষুধে ব্যবহৃত কষায়রসযুক্ত গুল্মবিশেষ। [সং.]। |
সুরবাহার [surabāhāra] দ্র সুর1। |
সুরবোধ [surabōdha] দ্র সুর1। |
সুরভি [surabhi] বি. সুগন্ধ, সৌরভ; সুগন্ধদ্রব্য। ☐বিণ. সুগন্ধযুক্ত ('কেতকী-কেশরে কেশপাশ কর সুরভি': রবীন্দ্র)। [সং. সু + √ রভ্ + ই]। ̃ ত বিণ. সুবাসিত, সুগন্ধযুক্ত। |
সুরভি [surabhi] বি. স্বর্গের কামধেনু। [সং. সু + √ রভ্ + ই, ঈ]। |
সুরমা [suramā] বি. রসাঞ্জনচূর্ণ, কাজলবিশেষ। [ফা.]। |
সুরমা [suramā] বিণ. (স্ত্রী.) অতি রমণীয়া। [সং. সু + রমা]। |
সুরম্য [suramya] দ্র সু। |
সুরস [ surasa] দ্র সু। |
সুরসা [ surasā] দ্র সু। |
সুরসাল [ surasāla] দ্র সু। |
সুরসিক [ surasika] দ্র সু। |
সুরলোক [suralōka] দ্র সুর2। |
সুর-শৃঙ্গার [sura-śṛṅgāra] বি. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। [সং. সুর + শৃঙ্গার]। |
সুরসরিত্ [surasarit] দ্র সুর2। |
সুরসিন্ধু [ surasindhu] দ্র সুর2। |
সুরসুন্দরী [ surasundarī] দ্র সুর2। |
সুরা [surā] বি. মদ; রাসায়নিক প্রক্রিয়ার প্রস্তুত মদ, spirits. [সং. সু + √ রৈ (শব্দ, চিত্কার) + অ + আ]। ̃ জীব, ̃ জীবী (-বিন্) বি. মদ্যব্যবসায়ী, শুঁড়ি। ̃ পায়ী (-য়িন্) বিণ. মদ্য পান করে বা মদ্যপানে অভ্যস্ত এমন। ̃ রঞ্জিত বিণ. মদ্যপানের ফলে রক্তিম। ̃ সক্তি বি. মদের প্রতি আসক্তি বা লোভ। ̃ সব বি. 1 সুরা এবং আসব (অর্থাত্ তাড়ি); 2 মদবিশেষ; 3 মদের অবস্হাবিশেষ। ̃ সার বি. বিশুদ্ধ মদ, কোহল, স্পিরিট। |
সুরাঙ্গনা [surāṅganā] দ্র সুর2। |
সুরাসুর [ surāsura] দ্র সুর2। |
সুরারি [surāri] বি. দেবতাদের শত্রু অর্থাত্ দৈত্য। [সং. সুর2 + অরি]। |
সুরালয় [surālaẏa] বি. দেবগণের আবাস অর্থাত্ স্বর্গ। [সং. সুর 2 + আলয়]। |
সুরাসক্তি [surāsakti] দ্র সুরা। |
সুরাহা [surāhā] বি. 1 উত্তম উপায়; 2 উপযুক্ত প্রতিবিধান (খাদ্য সমস্যার বা পরিস্হিতির সুরাহা); 3 সুবিধা। [সং. সু + ফা. রাহ]। |
সুরু [suru] দ্র শুরু। |
সুরুয়া [suruẏā] দ্র শুরুয়া। |
সুরেন্দ্রে [surēndrē] বি. দেবরাজ ইন্দ্র। [সং. সুর 2 + ইন্দ্র, ঈশ]। |
সুরেশ [ surēśa] বি. দেবরাজ ইন্দ্র। [সং. সুর 2 + ইন্দ্র, ঈশ]। |
সুরেলা [surēlā] বিণ. অতি মিষ্টি সুর বা স্বরবিশিষ্ট (সুরেলা গলা)। [তু. হি. সুরীলা]। |
সুরেশ্বর [surēśbara] বি. 1 মহাদেব, শিব; 2 ইন্দ্র। [সং. সুর + ঈশ্বর]। সুরেশ্বরী বি. (স্ত্রী.) 1 দুর্গা; 2 গঙ্গা। |
সুর্ষা [surṣā] বি. শিকল বা আলতারাফ আটকাবার আংটাবিশেষ। [দেশি]। |
সুর্শা [ surśā] বি. শিকল বা আলতারাফ আটকাবার আংটাবিশেষ। [দেশি]। |
(কথ্য) সুর্ষো [ (kathya) surṣō] বি. শিকল বা আলতারাফ আটকাবার আংটাবিশেষ। [দেশি]। |
সুর্শো [ surśō] বি. শিকল বা আলতারাফ আটকাবার আংটাবিশেষ। [দেশি]। |