Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Quartz
Quasar
Quash
Quasi
Quassia
Quatercentenary
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word সুর from Bangla-English Dictionary
সুর: Bangla to English
অসুর [asura] n (myth.) one of a superhuman race hostile to gods, (cp.) a Titan; a de mon; a giant; a monster; (fig.) a man of gigantic appearance or superhuman strength, a monster of a man. fem. অসুরী ।
আসুর [āsura] a of or like the mytho logical demons, (cp.) Titanic; of or like a demon, demoniac; giant-like, gigan tic, titanic; terrible; vile; unholy. fem. আসুরী, আসুরিকী । আসুর বিবাহ, আসুরিক বিবাহ a form of marriage in which the bridegroom purchases the bride from her parents in exchange of money.
আসুরিক [ āsurika] a of or like the mytho logical demons, (cp.) Titanic; of or like a demon, demoniac; giant-like, gigan tic, titanic; terrible; vile; unholy. fem. আসুরী, আসুরিকী । আসুর বিবাহ, আসুরিক বিবাহ a form of marriage in which the bridegroom purchases the bride from her parents in exchange of money.
কসুর [kasura] n a fault, an offence; a defect, a shortcoming; want or lack; an omis sion; neglect; a failing. কসুর করা v. to commit an offence; to fail or neglect to do.
খুবসুরত [khubasurata] a very handsome or beautiful.
দেবাসুর [dēbāsura] n gods and mythological de mons.
পসুরি [pasuri] n a measure of weight (about 4.5 kgs.).
বেকসুর [bēkasura] a guiltless, innocent. বেকসুর খালাস acquittal on account of being found not guilty, clean acquittal. বেকসুর খালাস হওয়া to be acquitted on being found not guilty.
মহিষাসুর [mahiṣāsura] n (myth.) Mahisa (মহিষ) the de mon. ̃মর্দিনী same as মহিষমর্দিনী ।
মুসুরি [musuri] n lentil.
যবসুরা [yabasurā] n malt liquor.
সুর [sura] n voice; (mus.) tone, note, pitch, a strain, key. সুর করা v. to tune (as a mu sical instrument); to tune up; to set to music (গানে সুর করা); (often dero.) to modulate voice as in singing (সুর করে পড়া). সুর দেওয়া v. to set to music. সুর বদলানো v. to change the tune of (a mu sical instrument); to pass to another tune or pitch in singing; (fig.) to change one's tune, to sing to another tune; (fig.) to retract one's word. সুর বাঁধা v. to tune up; to adjust the strings etc. (of a musical instrument) to the right pitch. সুর ভাঁজা v. to hum a note or strain or tune. ̃জ্ঞান, ̃বোধ n. ability to appreciate musical pitch. ̃বোধহীন a. tonedeaf. ̃বাহার n. a stringed musical instrument akin to the vina (বীণা). ̃শিল্পী n. versed in the art of music; an artiste. ̃স্রষ্টা n. a composer.
সুর [sura] n a god, a deity; the sun. ̃কন্যা n. a daughter of a god; a celestial female. ̃গুরু n. Brihaspati (বৃহস্পতি) the precep tor of gods. ̃ধুনি, ̃নদী n. the Ganges as flowing in heaven under the name of মন্দাকিনী । ̃পতি same as সুরেন্দ্র । ̃পুর, ̃পুরী, ̃লোক n. the abode of gods. ̃বালা same as সুরকন্যা । ̃রিপু n. the en emy of gods; the demon. ̃সুন্দরী same as সুরাঙ্গনা ।
সুরকি [suraki] n brick-dust.
সুরক্ষিত [surakṣita] a well-protected, well-guarded; well defended; well-preserved. fem. সুরক্ষিতা ।
সুরঙ্গ [suraṅga] n a tunnel; a hole (as one made into a house by a burglar).
সুরত [surata] n sexual intercourse. সুরতি same as সুরত ।
সুরত [surata] n appearance, form, shape; a means, an expedient. ̃হাল n. circum stance; condition; (law) a deposition; (pop.) an on-the-spot investigation.
সুরব [suraba] n a sweet or melodious noise or note or voice.
সুরবল্লী [suraballī] n an astringent herb.
সুরভি [surabhi] n the name of the celestial wish ing cow.
সুরভি [surabhi] n a sweet-smell, fragrance; an aroma; any substance made or used for the sake of its smell; a perfume. ☐ a. sweet-smelling, fragrant, armoatic; perfumed.
সুরম্য [suramya] a very pleasant or beautiful or magnificent (সুরম্য স্হান বা প্রসাদ).
সুরসিক [surasika] a highly endowed with apprecia tive power; very witty; very humorous or jocose.
সুরা [surā] n wine; alcohol; spirits. ̃পাত্র n. a decanter; a wine cup, a wine-glass. সুরা পান করা v. to drink wine, to drink; to tipple; to booze. ̃পানাভ্যাস n. drinking habit ̃পানোম্মত্ত a. Sottish, besotted; drunk; drunken, boozed up, the worse for liquor. ̃পানোম্মত্ততা n. sottishness, besottedness, drunkenness. ̃পায়ী a. addicted to drinking, tipsy, bacchant; boozy. ☐ n. a drunkard, a bacchant; a tippler. ̃রঞ্জিত a. (of eyes) reddened on account of drinking. ̃সার n. alcohol. নির্জল সুরাসার absolute or pure alcohol. বিশুদ্ধ বা শোভিত সুরাসার rectified spirit.
সুরাঙ্গনা [surāṅganā] n a heavenly courtesan.
সুরাসুর [surāsura] n. pl gods and demons.
সুরাহা [surāhā] n solution (সমস্যার সুরাহা); a good or adequate remedy (বিপদের সুরাহা); good arrangement or provision; an op portunity. সুরাহা করা v. to solve; to rem edy; to make good arrangement or pro vision for; to provide for; to devise a good expedient or means.
সুরুচি [suruci] n good or refined taste, fine taste. ̃সম্পন্ন a. of refined taste or culture, of fine taste.
সুরূপ [surūpa] a handsome, beautiful; good-look ing. fem. সুরূপা ।
সুরেন্দ্র [surēndra] n Indra (ইন্দ্র) the king of gods.
সুরেলা [surēlā] a melodious, dulcet, musical.
সুরেশ্বর [surēśbara] n the lord of gods; Shiva (শিব) or Indra (ইন্দ্র). সুরেশ্বরী n. fem. Goddess Durga (দুর্গা) or Goddess Ganges (গঙ্গা).
সুর্তি [surti] n a lottery; a raffle. ̃খেলা v. to play at lottery; to have a game of lottery; to cast lots.
সুর্তি [surti] n a preparation of powdered to bacco taken with betal-leaves.
সুর্মা [surmā] n sulphate of antimony used as collyrium, kohl.
সুর: Bangla to Bangla
অসুর [asura] বি. হিন্দু পুরাণোক্ত দেবশত্রু মহাবল জাতিবিশেষ; দৈত্য, দানব (বেদের প্রাচীনতর অংশে এবং পারসিক আবেস্তায় অসুর > অহূর = দেবতা)। [সং. ন + সুর]। আসুর, আসুরিক বিণ. অসুরের তুল্য; অসুরসম্পর্কিত। স্ত্রী. অসুরী।
আসুর [āsura] বিণ. 1 অসুরসম্বন্ধীয়; 2 অসুরতুল্য (আসুরিক শক্তি); 3 গর্হিত, অপরাধজনক (আসুরিক বলপ্রয়োগ); 4 অপবিত্র; 5 ভয়ংকর। [সং. অসুর + অ, ইক]। আসুর বিবাহ যে বিবাহে বর কন্যার অভিভাবককে মূল্য দিয়ে কন্যা গ্রহণ করে।
আসুরিক [ āsurika] বিণ. 1 অসুরসম্বন্ধীয়; 2 অসুরতুল্য (আসুরিক শক্তি); 3 গর্হিত, অপরাধজনক (আসুরিক বলপ্রয়োগ); 4 অপবিত্র; 5 ভয়ংকর। [সং. অসুর + অ, ইক]। আসুর বিবাহ যে বিবাহে বর কন্যার অভিভাবককে মূল্য দিয়ে কন্যা গ্রহণ করে।
কসুর [kasura] বি. 1 দোষ, ত্রুটি; অপরাধ (আমার কসুর ক্ষমা করুন); 2 ন্যূনতা; অপূর্ণতা (ভদ্রতার কসুর নেই); 3 অবহেলা (আদর-যত্নের কোনো কসুর করা হয়নি)। [আ. ক'সূর]।
খুব.সুরত [khuba.surata] বিণ. পরম সুন্দর বা সুন্দরী (খুবসুরত মহিলা)। [ফা. খুবসুরত্]।
পশুরি-পসুরি [paśuri-pasuri] -র বানানভেদ।
পসুরি [pasuri] বি. 1 পাঁচ সের ওজন; 2 পাঁচ সের ওজনের বাটখারা। ☐ বিণ. পাঁচ সের ওজনের (দুই পসুরি গম)। [সং. পঞ্চ > প + বাং. সেরি > সুরিতু. হি. পসেরা (=পাচ সের)]।
বৃত্রাসুর [ bṛtrāsura] বি. দানব বা অসুরবিশেষ। [সং. √ বৃত্ + র, + অসুর]। বৃত্রহা (-হন্), বৃত্রারি বি. বৃত্র-সংহারক ইন্দ্র।
বেকসুর [bēkasura] বিণ. নির্দোষ, নিরপরাধ (হুজুর, আমি বেকসুর)। [ফা. বে + আ. কসূর]। বেকসুর খালাস নিরপরাধ বলে সাব্যস্ত হওয়ার ফলে অভিযুক্ত ব্যক্তির অভিযোগ থেকে মুক্তি।
বেসুর [bēsura] বি. ভুল সুর ('বেসুরে ধরিনু গান': য. সে.)। ☐ বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন; 2 শ্রুতিকটু। [ফা. বে + বাং. সুর]। বেসুরো বিণ. 1 সঠিক সুরের বহির্ভূত; 2 সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন (বেসুরো বাঁশি); 3 শ্রুতিকটু (বেসুরো গান); 4 ব্যাহত, খাপছাড়া বা অসহ্য (বেসুরো জীবন)।
মসুর [masura] বি. লাল রঙের ডালবিশেষ।[সং. √ মস্ + উর, বাং + ই]।
মসুরি [ masuri] বি. লাল রঙের ডালবিশেষ।[সং. √ মস্ + উর, বাং + ই]।
মুসুরি [ musuri] বি. লাল রঙের ডালবিশেষ।[সং. √ মস্ + উর, বাং + ই]।
সুর [sura] বি. 1 স্বর (নাকি সুর); 2 সংগীতে নিয়ন্ত্রিত ধ্বনি (গানের বা বাঁশির সুর)। [সং. স্বর]। ̃ ফাঁক-তাল বি. সংগীতের দশ মাত্রার তালবিশেষ। ̃ বাহার বি. বাদ্যযন্ত্রবিশেষ। [সং. সূর + ফা. বহার]। ̃ বোধ বি. সংগীতে সুরের বৈশিষ্ট্য সম্বন্ধে জ্ঞান। ̃ সপ্তক বি. সা রে গা মা পা ধা নি-স্বরগ্রামের এই সাতটি ধ্বনি।
সুর [sura] বি. 1 দেবতা, অমর; 2 সূর্য। [সং. √ সু + র]। ̃ কন্যা বি. 1 দেববালা; 2 স্বর্গের কুমারী। ̃ গুরু বি. বৃহস্পতি। ̃ তরু বু. কল্পবৃক্ষ। ̃ ধুনী, ̃ নদী বি. দেবনদী, গঙ্গা। ̃ পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ পুর, ̃ পুরী বি. স্বর্গ, অমরাবতী। ̃ বালা বি. সুরকন্যা -র অনুরূপ। ̃ লোক বি. স্বর্গ। ̃ সরিত্, ̃ সিন্ধু বি. গঙ্গা নদী। সুরর্ষি বি. নারদ প্রভৃতি দেবর্ষি। [সং. সুর + ঋষি]। ̃ সুন্দরী, সুরাঙ্গনা বি. অপ্সরা। সুরাসুর বি. দেবতা ও দানব, দেবাসুর।
সুরকি [suraki] বি. (পাকা ইমারত ইত্যাদি নির্মাণে ব্যবহৃত) ইটের গুঁড়ো। [ফা. সুর্খ]।
সুরক্ষা [surakṣā] বি. 1 উত্তম রক্ষণ বা রক্ষণাবেক্ষণ (দেহের সুরক্ষা); 2 সংরক্ষণ; 3 প্রতিরক্ষা (সীমান্ত সুরক্ষা)। [সং. সু + রক্ষা]।
সুরত [surata] বি. রতিক্রীড়া, মৈথুন। [সং. সু + √ রম্ + ত]।
সুরত [surata] বি. 1 চেহারা, আকৃতি; 2 ঢং, ধরন; 3 উপায়। [আ. সুরত্]। ̃ হাল বি. 1 ঘটনার প্রকৃত অবস্হা; 2 ঘটনাস্হল বা আদালতে এজাহার।
সুরতি [surati] বি. (প্রা. কা.) 1 রতি; 2 আলিঙ্গন। [দ্র. সুরত1]।
সুরতি [surati] বি. ভাগ্যপরীক্ষামূলক জুয়াখেলাবিশেষ, লটারি। [পো. sorte]।
সুরতি [surati] বি. তামাকচূর্ণ-মিশ্রিত পানের মশলাবিশেষ, সুখা। [হি.]।
সুরধুনী [suradhunī] দ্র সুর2
সুরনদী [ suranadī] দ্র সুর2
সুরপতি [ surapati] দ্র সুর2
সুরফাঁকতাল [suraphān̐katāla] দ্র সুর1
সুরবল্লী [suraballī] বি. আয়ুর্বেদীয় ওষুধে ব্যবহৃত কষায়রসযুক্ত গুল্মবিশেষ। [সং.]।
সুরবাহার [surabāhāra] দ্র সুর1
সুরবোধ [surabōdha] দ্র সুর1
সুরভি [surabhi] বি. সুগন্ধ, সৌরভ; সুগন্ধদ্রব্য। ☐বিণ. সুগন্ধযুক্ত ('কেতকী-কেশরে কেশপাশ কর সুরভি': রবীন্দ্র)। [সং. সু + √ রভ্ + ই]। ̃ বিণ. সুবাসিত, সুগন্ধযুক্ত।
সুরভি [surabhi] বি. স্বর্গের কামধেনু। [সং. সু + √ রভ্ + ই, ঈ]।
সুরমা [suramā] বি. রসাঞ্জনচূর্ণ, কাজলবিশেষ। [ফা.]।
সুরমা [suramā] বিণ. (স্ত্রী.) অতি রমণীয়া। [সং. সু + রমা]।
সুরম্য [suramya] দ্র সু
সুরস [ surasa] দ্র সু
সুরসা [ surasā] দ্র সু
সুরসাল [ surasāla] দ্র সু
সুরসিক [ surasika] দ্র সু
সুরলোক [suralōka] দ্র সুর2
সুর-শৃঙ্গার [sura-śṛṅgāra] বি. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। [সং. সুর + শৃঙ্গার]।
সুরসরিত্ [surasarit] দ্র সুর2
সুরসিন্ধু [ surasindhu] দ্র সুর2
সুরসুন্দরী [ surasundarī] দ্র সুর2
সুরা [surā] বি. মদ; রাসায়নিক প্রক্রিয়ার প্রস্তুত মদ, spirits. [সং. সু + √ রৈ (শব্দ, চিত্কার) + অ + আ]। ̃ জীব, ̃ জীবী (-বিন্) বি. মদ্যব্যবসায়ী, শুঁড়ি। ̃ পায়ী (-য়িন্) বিণ. মদ্য পান করে বা মদ্যপানে অভ্যস্ত এমন। ̃ রঞ্জিত বিণ. মদ্যপানের ফলে রক্তিম। ̃ সক্তি বি. মদের প্রতি আসক্তি বা লোভ। ̃ সব বি. 1 সুরা এবং আসব (অর্থাত্ তাড়ি); 2 মদবিশেষ; 3 মদের অবস্হাবিশেষ। ̃ সার বি. বিশুদ্ধ মদ, কোহল, স্পিরিট।
সুরাঙ্গনা [surāṅganā] দ্র সুর2
সুরাসুর [ surāsura] দ্র সুর2
সুরারি [surāri] বি. দেবতাদের শত্রু অর্থাত্ দৈত্য। [সং. সুর2 + অরি]।
সুরালয় [surālaẏa] বি. দেবগণের আবাস অর্থাত্ স্বর্গ। [সং. সুর 2 + আলয়]।
সুরাসক্তি [surāsakti] দ্র সুরা
সুরাহা [surāhā] বি. 1 উত্তম উপায়; 2 উপযুক্ত প্রতিবিধান (খাদ্য সমস্যার বা পরিস্হিতির সুরাহা); 3 সুবিধা। [সং. সু + ফা. রাহ]।
সুরু [suru] দ্র শুরু
সুরুয়া [suruẏā] দ্র শুরুয়া
সুরেন্দ্রে [surēndrē] বি. দেবরাজ ইন্দ্র। [সং. সুর 2 + ইন্দ্র, ঈশ]।
সুরেশ [ surēśa] বি. দেবরাজ ইন্দ্র। [সং. সুর 2 + ইন্দ্র, ঈশ]।
সুরেলা [surēlā] বিণ. অতি মিষ্টি সুর বা স্বরবিশিষ্ট (সুরেলা গলা)। [তু. হি. সুরীলা]।
সুরেশ্বর [surēśbara] বি. 1 মহাদেব, শিব; 2 ইন্দ্র। [সং. সুর + ঈশ্বর]। সুরেশ্বরী বি. (স্ত্রী.) 1 দুর্গা; 2 গঙ্গা।
সুর্ষা [surṣā] বি. শিকল বা আলতারাফ আটকাবার আংটাবিশেষ। [দেশি]।
সুর্শা [ surśā] বি. শিকল বা আলতারাফ আটকাবার আংটাবিশেষ। [দেশি]।
(কথ্য) সুর্ষো [ (kathya) surṣō] বি. শিকল বা আলতারাফ আটকাবার আংটাবিশেষ। [দেশি]।
সুর্শো [ surśō] বি. শিকল বা আলতারাফ আটকাবার আংটাবিশেষ। [দেশি]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org