হস্ত: Bangla to English | উপুড়হস্ত [upuḍ়hasta] a open-handed, munificent, generous; ready to pay off (debts etc.). উপুড়হস্ত না করা v. to be reluctant to pay or (esp.) to repay; not to pay off a debt. | পরহস্তগত [parahastagata] a passed into another's posses sion; possessed by another. | স্বহস্ত [sbahasta] n one's own hand. স্বহস্তাক্ষর n. one's handwriting. | হস্ত [hasta] n the hand; the forearm; the arm; the corresponding limb of beasts; a cu bit. (দুই হস্তপরিমিত). কণ্ডূয়ন n. (lit. but rare) the itching of the hand; (pop. & fig.) a strong desire to do something by the hand esp. to beat or write. ˜কৌশল n. artful use of the hand; (loos.) palm ing; sleight-of-hand. ̃ক্ষেপ করা, ̃ক্ষেপণ করা v. to set one's hand to; to inter vene, to interfere. ̃গত a. in one's pos session, in hand, on hand; obtained; appropriated; received; seized. ̃গত করা v. to secure possession of, to get hold of; to get in hand or on hand; to appropriate; to seize. ̃চালনা করা v. to move one's hand; (facet.) to beat, to flog. ̃চালিত a. driven or run by the hand, hand-driven. ̃চ্যুত a. passed or slipped out of one's hand. ̃চ্যুত হওয়া v. to pass out of one's hand or possession or control; to slip out of one's hand. ̃তল n. the palm of one's hand. ̃দ্বয় n. the two hands, both hands. ̃ধারণ করা v. to hold one's hand. ̃প্রসারণ করা v. to stretch out or extend one's hand. ̃মৈথুন n. masturbation; self-abuse. ̃রেখা n. the line on the palm. ̃রেখা পাঠ করা v. to tell (one's) fortune from the lines on the palm. ̃রেখা বিচার করা v. to tell one's fortune by studying the lines on the palm. ̃রেখাবিদ n. a palmist. ̃লাঘব করা v. to palm. ̃লিখিত a. written by hand. ̃লিখিত পুঁথি a manuscript. ̃লিপি, ̃লেখ n. handwriting; a manuscript. ̃লিপি-বিশেষজ্ঞ same as হস্তাক্ষর-বিশেষজ্ঞ । ̃শিল্প n. handicraft; handiwork. ̃শিল্পী n. a handicraftsman (fem. a handicraftswoman), an artisan. হস্তাক্ষর n. handwriting; calligraphy. হস্তাক্ষর বিশেষজ্ঞ n. an expert in handwriting, a ch(e)irographist. হস্তাঙ্গুলি n. a finger. হস্তান্তর n. (rare) another or a different hand; (pop.) transfer to another's hand or possession or control; handing over; (law) conveyance; (rare) transfer to an other hand. হস্তান্তরের দলিল a deed of conveyance. হস্তান্তর করা v. to transfer to another's hand or possession or con trol; to hand (something) over (to). হস্তান্তরিত a. transferred to another's hand or possession or control; handed over; (rare) transferred to another hand. হস্তামলকবত্ a. & adv. like a my robalan placed on the palm of the hand; already in one's grasp. হস্তার্পণ করা v. to lay hands on; to set one's hand to; to interfere, to intervene. | হস্তবুদ [hastabuda] a accounts past and present; a de scriptive rent-roll (of an estate) drawn up annually. | হস্তা [hastā] n the thirteenth of the twenty-seven zodiacal stars according to Hindu astornomy. | হস্তিদন্ত [hastidanta] n the elephant's tusk; ivory. ̃খচিত a. inlaid with ivory. | হস্তিনী [hastinī] n. fem the female elephant, the cow-elephant; the worst of four types of women from the point of view of sexual union. | হস্তিপ [hastipa] n the driver or keeper of an elephant. | হস্তিপক [ hastipaka] n the driver or keeper of an elephant. | হস্তিমদ [hastimada] n a water secretion from the nos trils, eyes and penis of a must elephant. | হস্তিমূর্খ [hastimūrkha] a utterly stupid. | হস্তিশালা [hastiśālā] n a stable for housing el ephants. | হস্তিশুুণ্ড [hastiśuuṇḍa] n the elephant's trunk. | হস্তী [hastī] n the elephant. |
| হস্ত: Bangla to Bangla | বাল-হস্ত [bāla-hasta] বি. লোমশ লেজ, লোমযুক্ত লেজ। [হি. বাল (=চুল, লোম) + সং. হস্ত (সাদৃশ্যে)]। | রাজ-হস্তী [rāja-hastī] (-স্তিন্) দ্র রাজ4। | হস্ত [hasta] বি. 1 হাত, কর, পাণি; বাহু, ভুজ; 2 কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 3 চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ; 4 হাতির শুঁড়। [সং. √ হস্ + তন্]। ̃ কৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. হাত দেওয়া; কোনো কাজে অংশগ্রহণ বা বাধাদান (অন্যের কাজে বা অধিকারে হস্তক্ষেপ)। ̃ গত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত। ̃ গ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য। ̃ চ্যুত বিণ. 1 হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; 2 হাত থেকে পড়ে গিয়েছে এমন। ̃ ধারণ বি. হাত ধরা। ̃ রেখা বি. করতলের রেখা। ̃ লাঘব বি. হাতসাফাই; হাতের নৈপুণ্য। ̃ লিখিত বিণ. হাতে লেখা অর্থাত্ মুদ্রিত নয়। ̃ .লিপি, ̃ .লেখ বি. হাতের লেখা।; হস্তাক্ষর বি. হাতের লেখার ছাঁদ; হাতের লেখা। হস্তান্তর বি. অন্য লোকের অধিকারভুক্ত হওয়া; হাতবদল (জমির হস্তান্তর)। হস্তান্তরিত বিণ. অন্যের অধিকারে গেছে এমন; অন্য লোককে প্রদত্ত। হস্তাব-লেপ বি. 1 হাত বুলানো; 2 (বিরল) হস্তসঞ্চালনের দ্বারা গর্বপ্রকাশ। হস্তাম-লক বি. 1 করতলস্হিত আমলকী; 2 (আল.) সম্পূর্ণ আয়ত্ত বস্তু বা সহজে আয়ত্ত হয় এমন বস্তু; 3 শংকরাচার্যকৃত বেদান্তগ্রন্হবিশেষ। হস্তার্পণ বি. হস্তক্ষেপ -এর অনুরূপ। | হস্ত-বুদ [hasta-buda] বি. 1 বর্তমান ও অতীত হিসাব, জমাবন্দি; 2 জমিদারির মোট আয়। [ফা. হস্ত-ও-বুদ্]। | হস্তা [hastā] বি. (জ্যোতিষ.) এয়োদশ নক্ষত্র। [সং. হস্ত + আ]। | হস্তাক্ষর [hastākṣara] দ্র হস্ত। | হস্তান্তর [ hastāntara] দ্র হস্ত। | হস্তামলক [ hastāmalaka] দ্র হস্ত। | হস্তার্পণ [ hastārpaṇa] দ্র হস্ত। | হস্তী [hastī] বি. শুঁড়বিশিষ্ট অতিকায় নিরামিষাশী জন্তুবিশেষ, হাতি, গজ, করী, মাতঙ্গ। [সং. হস্ত + ইন্]। স্ত্রী. হস্তিনী। হস্তী-দন্ত বি. হাতির দাঁত। হস্তিপ, হস্তী-পক বি. হস্তীপালক, মাহুত। হস্তী-মদ বি. হাতি খেপলে তার গণ্ডদেশ শুঁড় ইত্যাদি থেকে যে জল ক্ষরিত হয়। হস্তী-মূর্খ বিণ. আকাট মূর্খ। হস্তী-শালা বি. হাতির আস্তাবল, পিলখানা। হস্ত্যশ্ব বি. হাতি ও ঘোড়া। হস্ত্যজীব বি. হাতিব্যবসায়ী; হস্তীপালক, হাতি শিকারি। হস্ত্যায়ুর্বেদ বি. হাতির চিকিত্সা সম্বন্ধীয় শাস্ত্র। হস্ত্যারোহ বি. 1 হাতির পিঠে আরোহী ব্যক্তি; 2 মাহুত। হস্ত্যারোহী (-হিন্) বিণ. হাতির পিঠে আরূঢ়। |
|