Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Cavort
Caw
Cayenne
Cayman
Cease
Cedar
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word রস from Bangla-English Dictionary
রস: Bangla to English
অনগ্রসর [anagrasara] a not developed or advanced; backward ̃তা. n. lack or absence of progress; backwardness; retardation.
অনুপ্রস্হ [anuprasha] a crosswise, latitudinal, trans verse. ☐ adv. across, crosswise, latitu dinally, transversely. ̃ছেদ (geom.) a transverse section.
অন্তরস্হ [antarasha] a lying in the depth of one's heart.
অন্তরস্হিত [ antarashita] a lying in the depth of one's heart.
অপ্রসন্ন [aprasanna] a displeased, dissatisfied; unfavourable, antagonistic (অপ্রসন্ন ভাগ্য); gloomy, morose, melancholy, saddened, sad, offended, vexed. ̃তা n. displeasure, dissatisfaction; antago nism; gloom, melancholy, sadness; of fended state. অপ্রসন্ন হয়ে adv. with a bad grace. অপ্রসন্ন চিত্তে adv. with a discon tented or heavy heart.
অপ্রসিদ্ধ [aprasiddha] a not famous or renowned or well-known; obscure; unknown, not current. অপ্রসিদ্ধি n. lack of fame or reputation or renown; absence of cur rency.
অপ্রস্তুত [aprastuta] a not made or prepared; unready, unprepared; embarrassed, out of coun tenance; inexistent, absent; not related to the subject-matter, irrelevant (অপ্রস্তুত বিষয়ের বর্ণনা) অপ্রস্তুত প্রশংসা n. (rhet.) allegory. অপ্রস্তুত হওয়া v. to be come embarrassed, to be disconcerted; to be put out of countenance. অপ্রস্তুতি n. lack of preparation or readiness.
অভিগ্রস্ত [abhigrasta] a attacked; seized; swallowed; plundered, looted.
অরসজ্ঞ [arasajña ] a incapable of appreciat ing, lacking in power of appreciation; devoid of the sense of humour. fem. অরসজ্ঞা, অরসিকা । অরসিকেষু রসস্য নিবেদনম্ wit is meant for the witty alone; a witty remark that falls flat on a person devoid of humour.
অরসিক [ arasika] a incapable of appreciat ing, lacking in power of appreciation; devoid of the sense of humour. fem. অরসজ্ঞা, অরসিকা । অরসিকেষু রসস্য নিবেদনম্ wit is meant for the witty alone; a witty remark that falls flat on a person devoid of humour.
অসমরেণু-প্রসূ [asamarēṇu-prasū] a heterosporous.
আঁতরস [ān̐tarasa] n gastric juice.
আনারস [ānārasa] n ananas, pineapple.
উত্ত্রসন [uttrasana] n great fear or dread; alarm, dismay. উত্ত্রাসন n. intimidation.
উরস [urasa] n the breast, the bosom; the chest.
ওরসা [ōrasā] a wet, moist.
ঔরস [aurasa] a (of children) legitimate. ☐ n. a legitimate child; (loos & pop.) se men. ঔরসজাত a. (lit.) legitimately born; (loos. & pop.) born of one's se men.
ঔরস্য [ aurasya] a (of children) legitimate. ☐ n. a legitimate child; (loos & pop.) se men. ঔরসজাত a. (lit.) legitimately born; (loos. & pop.) born of one's se men.
কারসাজি [kārasāji] n trickery, a tricky device; de ception; shrewdness; fraud.
কুরসি [kurasi] n a chair.
কেতাদুরস্ত [kētādurasta] a fashionable; one who is conversant with and observes rules of etiquette and fashion.
কেতাদোরস্ত [ kētādōrasta] a fashionable; one who is conversant with and observes rules of etiquette and fashion.
ক্রস [krasa] n two lines or other objects lying transversely to each other; a cross. ক্রস করা v. to go across; to cross out; to draw a line or lines transversely or ver tically; cross; ক্রসিং n. act of crossing; a crossing; a cross-road.
গন্ধরস [gandharasa] n myrrh.
গোরস [gōrasa] n cowmilk; any cowmilk product (e.g. butter, curd etc.).
গোরস্হান [gōrashāna] n a burial ground, a cemetery, a graveyard.
গ্রসন [grasana] n act of swallowing or devouring or gulping; act of eclipsing.
গ্রসমান [grasamāna] a engaged in swallowing or de vouring or gulping or eclipsing.
গ্রস্ত [grasta] a swallowed, devoured, gulped; eclipsed; attacked; seized; affected with; involved in; overwhelmed. গ্রস্ত উপত্যকা n. a rift valley. গ্রস্তোদয় n. rising of the sun or the moon after eclipse.
চতুরস্র [caturasra] a square; quadrangular; rectangu lar, rectilinear; level (চতুরস্র জমি). ☐ n. a square; a rectangle.
চরস [carasa] n an intoxicant narcotic prepared from the exudation of hashish; hemp, charas. চরস খাওয়া v. to smoke charas.
চৌরস [caurasa] a spacious, roomy; wide; level, flat; levelled, flattened; rectangular.
ছিটগ্রস্হ [chiṭagrasha] a capricious, eccentric; a bit touched.
জরাগ্রস্হ [jarāgrasha] a seized with infirmities of old age, decrepit and infirm, worn-out, se nile.
তরসা [tarasā] adv quickly, soon, promptly.
তরস্হান [tarashāna] n a ferry-station; a landing-place, a wharf.
তরস্বান [tarasbāna] a speedy; strong, power ful. fem. তরস্বতী, তরস্বিনী ।
তরস্বী [ tarasbī] a speedy; strong, power ful. fem. তরস্বতী, তরস্বিনী ।
তামরস [tāmarasa] n the lotus; copper; gold.
তারসপ্তক [tārasaptaka] n the major E-scale.
তারস্বর [tārasbara] n a very loud voice. তারস্বরে adv. in a very loud voice.
তিরস্করণী [tiraskaraṇī] n the art or power of becoming invisible; a screen; (fig.) an obstruction.
তিরস্করিণী [ tiraskariṇī] n the art or power of becoming invisible; a screen; (fig.) an obstruction.
তিরস্কার [tiraskāra] n reproof, rebuke; reprimand; neglect, slight; reproach, censure, blame. তিরস্কার করা v. to reprove, to re buke, to take to task; to reprimand; to censure, to reproach, to blame; (rare) to neglect or slight.
তিরস্কৃত [tiraskṛta] a reproved, rebuked, taken to task; reprimanded; censured, re proached, blamed; neglected, slighted; screened off.
তুরস্ক [turaska] n Turkey; bitumen. ̃মণি n. tur quoise.
ত্বরস্বান [tbarasbāna] a swift-moving, fast-moving.
ত্রসন [trasana] n state of being frightened or alarmed or panicked; fright, alarm; panic.
ত্রসর [trasara] n a (weaver's) shuttle.
ত্রসরেণু [trasarēṇu] n (phys.) any of the minute par ticles of dust appearing to be floating in a stream of light esp. sunlight; (phil.) a collection of six atoms or three diatoms.
ত্রস্ত [trasta] a stricken with fear, alarmed, terror stricken, panicked; fearful, timorous, timid; confusedly bustling.
দায়গ্রস্ত [dāẏagrasta] a faced with danger, endangered; trouble-stricken; bound by obligation or duty or responsibility.
দুরস্ত [durasta] a free of errors, correct; corrected, amended (ভুল দুরস্ত হওয়া); well-ar ranged, orderly, spruce (বেশবাস দুরস্ত থাকা); in keeping with (কায়দাদুরস্ত); levelled (রাস্তা দুরস্ত হওয়া); corrected by drubbing (ছেলে দুরস্ত হওয়া). দুরস্ত করা v. to correct, to amend; to arrange properly, to put in order; to level; to correct by drubbing.
নিরসন [nirasana] n removal (দুঃখনিরসন); mitiga tion (যন্ত্রণানিরসন); refutation; redress ing (অন্যায় নিরসন); protection from; covering or concealment (লজ্জা নিরসন); termination (শ্রম নিরসন). নিরসন করা v. to remove; to mitigate; to refute; to re dress; to conceal; to terminate. নিরসন হওয়া v. to be removed or mitigated or refuted or redressed or concealed or terminated.
নিরস্ত [nirasta] a desisted, refrained, ceased; stopped, prevented; repelled. নিরস্ত করা v. to cause to desist from or give up; to stop; to prevent; to repel. নিরস্ত হওয়া v. to desist from, to give up; to stop; to forbear; to be repelled.
নিরস্ত্র [nirastra] a unarmed; disarmed. নিরস্ত্র করা v. to disarm. নিরস্ত্রীকরণ n. disarmament; deprival of or curtailment of arms and ammunition.
নির্ভরসা [nirbharasā] a bereft of trust or confidence or hope.
নীরস [nīrasa] a not juicy, juiceless; sapless; dry; dull, having no sense of humour, hav ing no power to appreciate finer senti ments and emotions; insipid, uninter esting, jejune, dull (নীরস কথাবার্তা); monotonous, prosaic (নীরস জীবন); glum, sullen (নীরস হাসি বা মুখ); un pleasant, cheerless (নীরস আবহাওয়া). ̃তা n. lack of juice or sap; dryness; lack of sense of humour, lack of power to appreciate finer sentiments and emotions; insipidity, lack of interest, dullness, monotony, prosiness, glum ness, sullenness; unpleasantness, cheerlessness.
পরস্পর [paraspara] a serial, successive (পরস্পর বিষয়সমূহ). পরস্পরা n. a serial succession or sequence; a series. পরস্পরায়, পরম্পরাক্রমে adv. serially; seriatim, one after another; in regular succession. পরম্পরীণ a. serial, successive.
পরসঙ্গ [parasaṅga] n association with others, fel lowship, company.
পরস্পর [paraspara] a reciprocal, mutual, one an other, each other. ☐ adv. reciprocally, mutually, one another, each other. ☐ pro. one another; each other. ̃বিরোধ n. mutual opposition; contradiction, an tagonism. ̃বিরুদ্ধ, ̃বিরোধী a. mutually opposed or contradictory, antagonistic. ̃বিরোধিতা n. same as পরস্পরবিরোধ ।
পরস্ব [parasba] n another's property or wealth or money, what belongs to another. ̃হরণ, পরস্বাপহরণ n. act of robbing what belongs to another; misappropriation of another's property or money. ̃হারী, পরস্বাপহারী a. given to or guilty of rob bing what belongs to another; given to or guilty of misappropriating another's property or money.
পরস্মৈপদ [parasmaipada] n (Sans. gr.) any of the verb-inflections used in the active voice; (hum.) another's money or wealth or property. পরস্মৈপদী a. (Sans. gr.) used in the active voice or having an inflec tion used in the active voice; (hum.) done for another (পরস্মৈপদী ঝামেলা); transferring or transferred to another, entrusted to another belonging to an other (পরস্মৈপদী টাকা).
পারসি [pārasi] n the language of Persia, Persian; a Parsee, a Parasi; a Persian. ☐ a. Per sian; of the Parsees (পারসি শাড়ি). পারসিক a. Persian, Iranian. ☐ n. a Per sian, an Iranian.
পারস্পরিক [pārasparika] a reciprocal; mutual (পারস্পরিক সম্পর্ক).
পারস্য [pārasya] n Persia, Iran.
পীড়াগ্রস্ত [pīḍ়āgrasta] a ailing, sick, diseased.
পুরস্কার [puraskāra] n a reward; a prize; remuneration; meed; cordial reception, welcome ('বসাইলা আসনে তারে করি পুরস্কার'); honour, felicitation. পুরস্কার দেওয়া v. to reward.
পুরস্ক্রিয়া [puraskriẏā] n rewarding; act of awarding a prize; act of remunerating; cordial re ception; honouring, felicitation.
পুরস্কৃত [puraskṛta] a rewarded; remunerated; cor dially received; honoured, felicitated. পুরস্কৃত করা v. to reward.
প্রসক্ত [prasakta] a greatly inclined or attached to, enamoured of; greatly addicted to. প্রসক্তি n. great inclination for or attach ment or addiction to.
প্রসঙ্গ [prasaṅga] n a subject for or under discus sion; a topic for discussion, narration (রামায়ন প্রসঙ্গ); context (প্রসঙ্গ বর্ণনা). প্রসঙ্গ উল্লেখপূর্বক with reference to the context. ̃ক্রমে, প্রসঙ্গত adv. in course of discussion, incidentally, by the by, by the way. প্রসঙ্গ তোলা v. to refer to. প্রসঙ্গান্তর n. another topic, a different topic.
প্রসন্ন [prasanna] a satisfied, pleased; delighted, glad, happy; gracious, propitious, favourable; clear, limpid, transparent (প্রসন্নসলিলা); calm and happy, compla cent, bright (প্রসন্ন বদন). fem. প্রসন্না । ̃তা n. satisfied or pleased state; compla cence, complacency; delightedness, gladness, happiness; graciousness, pro pitiousness, favourableness; clarity, limpidity, transparence; brightness. প্রসন্ন হওয়া v. to be pleased, to smile upon.
প্রসব [prasaba] n act of bringing forth (a child or young), parturition, delivery; child birth; production; creation; birth. প্রসব করা v. to bring forth; to give birth; (of ten facet.) to produce. প্রসব করানো v. to deliver of a child or young. ̃দ্বার n. the passage of childbirth; the valva. প্রসব হওয়া v. to be delivered of a child or young. ̃বেদনা n. lobour-pain, travail. প্রসব বেদনা ওঠা v. to be in travail, to be in labour. প্রসবিতা, প্রসবী a. giving birth to; producing ☐ n. a father, a progeni tor; a producer. প্রসবিত্রী, প্রসবিনী a. fem. bringing forth; producing. ☐ n. fem. a mother, a progenitress; a (female) pro ducer.
প্রসর [prasara] n act of going, movement; speed; expanse, extent, range, উষ্ণতার প্রসর (geog.) the range of temperature. প্রসরণ n. strolling; encompassment of enemy forces; expansion, extension; expanse, extent, range.
প্রসাদ [prasāda] n grace, favour, propitiousness (ঈশ্বরপ্রসাদ); food-offering to a deity (this is taken by devotees after the sac rifice); remains of food taken by a su perior or venerable person (গুরুর প্রসাদ); complacency; (of lit. composition) lu cidity, clarity, perspicuity (also প্রসাদগুণ). প্রসাদ পাওয়া v. to enjoy the grace of; to partake of the food offered to a deity or of the remains of food taken by a superior person. প্রসাদ নেওয়া v. to partake of the food offered to a deity or of the remains of food taken by a superior person. প্রসাদন n. act of pleasing, propitiation. ̃প্রার্থী a. & n. one who asks for or seeks a favour; one desirous of partaking of the food offered to a deity or of the remains of food taken by a superior person. fem. ̃প্রার্থিনী । প্রসাদাত্ adv. through the grace or favour of. প্রসাদিত propitiated. প্রসাদী a. (of a food etc.) offered to a deity or partaken of by a superior person.
প্রসাধক [prasādhaka] a. & n one who dresses or does another's toilet; one who embellishes or decorates, a decorator.
প্রসাধন [prasādhana] n dressing, toilet, toilette; embel lishment, decoration. প্রসাধন করা v. to dress (usu. oneself); to make (one's) toilet; to embellish; to decorate. প্রসাধনী n. a comb; a toilet article, toiletry, a cosmetic.
প্রসাধিকা [prasādhikā] fem of প্রসাধক ।
প্রসাধিত [prasādhita] a dressed; toileted; embellished; decorated.
প্রসার [prasāra] n width; expanse; extent; expan sion (বানিজ্যের প্রসার); spread (শিক্ষার প্রসার). প্রসারণ n. act of stretching (out); extension; expansion; spreading; spread; (phys.) dilatation, dilation. প্রসারণ করা v. to stretch (out); to extend; to expand; to spread; (phys.) to dilate. প্রসারাঙ্ক n. (phys.) the co-efficient of ex pansion or dilation. প্রসারিত a. stretched (out); extended; expanded; spread (out). প্রসারী a. extending; expanding; expansive; extensive; wide. সূদূর-প্রসারী a. far-reaching, widely extended, far flung (সুদূরপ্রসারী সাম্রাজ্য).
প্রসার্য [prasārya] a stretchy; extensible; expansible. ̃মাণ a. in the process of being stretched (out) or expanded.
প্রসিদ্ধ [prasiddha] a famous, renowned, celebrated, well-known, reputed, (dero.) notorious. fem. প্রসিদ্ধা । প্রসিদ্ধি n. fame, renown, ce lebrity, reputation.
প্রসীদ [prasīda] v be pleased (প্রসীদ হে দেবী).
প্রসুপ্ত [prasupta] a soundly sleeping. প্রসূত থাকা v. to sleep soundly, to be fast asleep. প্রসুপ্তি n. sound sleep.
প্রসূ [prasū] n (chiefly used as a sfx. and in an adjectival sense) mother, progenitress. ☐ a. producing (স্বর্ণপ্রসূ = auriferous).
প্রসূত [prasūta] a produced (of); resulted (from), evolved (out of); born (of); brought forth (by), begotten (by). প্রসূতা, প্রসূতি n. fem. a mother, progenitress; a woman recently delivered of a child; a (female) producer; (loos.) a woman in travail or a parturient woman. প্রসূতিতন্ত্র n. midwifery. প্রসূতি সদন n. maternity home; a maternity hospital.
প্রসূন [prasūna] n a flower; a fruit; a bud, a blos som.
প্রসৃত [prasṛta] a emerged; widened, expanded, extended. প্রসৃত হওয়া v. to emerge (from); to widen. প্রসৃতি n. expansion, extension.
প্রস্ত [prasta] n a set (এক প্রস্ত বাসন); a wad (এক প্রস্ত নোট); a suite (এক প্রস্ত পোশাক); a spell (এক প্রস্ত ধমক)
প্রস্তর [prastara] n stone; rock; pebble; fossil; a jewel. ̃তুল্য a. stone-like, stony; (fig.) very hard, motionless, unfeeling. ̃নির্মিত a. made of stone, stony. ̃ফলক n. a stone slab. ̃ময় a. stony, rocky; made of stone. ̃মূর্তি n. a stone statue. ̃মূর্তিবত্ a. statuesque; (fig.) motionless or unperturbed. ̃যুগ n. the Stone Age. প্রস্তরীভূত a. petrified; fossilized.
প্রস্তাব [prastāba] n context; a proposal; a subject for or under discussion, a topic; a dis course; a motion; (of a book) a chap ter, a section. প্রস্তাব করা v. to propose; to put up a proposal; to move a mo tion; to name (as a candidate for elec tion). প্রস্তাব তোলা v. to raise a topic; to move a proposal or motion; to propose. প্রস্তাবক n. a proposer; a mover (of a motion). প্রস্তাবনা n. a proposal; com mencement; (of a drama etc.) a pro logue. প্রস্তাবিত n. proposed; raised or moved (as a topic); under discussion.
প্রস্তুত [prastuta] a made; manufactured, formed; prepared, ready. প্রস্তুত করা v. to make, to manufacture, to form; to prepare, to make ready. প্রস্তুত হওয়া v. to be made or manufactured or formed; to get ready. প্রস্তুতি n. making; manufacture, formation; preparation, readiness.
প্রস্হ [prasha] n width, breadth; expanse, extent; level ground, a plain (ইন্দ্রপ্রস্ত); a table land, a plateau. ̃চ্ছেদ n. (math.) a cross-section.
প্রস্হান [prashāna] n act of going off or setting out, departure; act of going out; (in drama) exit. প্রস্হান করা v. to go off; to set out; to depart; to go out. প্রস্হানোদ্যত a. on the point of departing or going out, ready to go. প্রস্হানোদ্যোগ n. preparation for de parture.
প্রস্হিত [prashita] a gone off; set out; departed; gone out.
প্রস্ফুট [prasphuṭa] a full-blown, in (full) bloom; thoroughly manifested or re vealed or unfolded. fem. প্রস্ফুটিতা । প্রস্ফুটন n. act of blooming fully; full bloom; thorough manifestation or revelation.
প্রস্ফুটিত [ prasphuṭita] a full-blown, in (full) bloom; thoroughly manifested or re vealed or unfolded. fem. প্রস্ফুটিতা । প্রস্ফুটন n. act of blooming fully; full bloom; thorough manifestation or revelation.
প্রস্ফুরণ [prasphuraṇa] n slight vibration or tremor; phosphorescence; effervescence. ̃শীল a. slightly vibrating or trembling; phosphorescent; effervescent. প্রস্ফুরিত a. slightly vibrated or trembled; phos phoresced; effervesced. প্রস্ফুরিত হওয়া v. to vibrate or tremble slightly; to phosphoresce; to effervesce.
প্রস্বাপন [prasbāpana] a soporific, opiate.
প্রস্রব [prasraba] n an oozing.
প্রস্রবণ [prasrabaṇa] n a fountain, a spring; oozing. অন্তঃপ্রস্রবণ n. (geog.) an underground spring. উপরিপ্রস্রবণ n. (geog.) a surface spring. উষ্ণপ্রস্রবণ n. a hot spring, a gey ser. ধাতব প্রস্রবণ (geog.) a mineral spring. সবিরাম প্রস্রবণ (geog.) an inter mittent spring.
প্রস্রাব [prasrāba] n urine; urination. প্রস্রাব করা v. to pass urine or water, to make water, to urinate; (coll.) to pee. প্রস্রাবের পীড়া a urinary disease or trouble.
প্রস্রুত [prasruta] a oozed or trickled or dripped (from). প্রস্রুত হওয়া v. to ooze or trickle or drip (from).
প্রাগ্রসর [prāgrasara] a going ahead; prospering, de veloping; forerunner.
ফরসা [pharasā] a fair-complexioned (ফরসা মেয়ে); fair, bright (ফরসা রং); clean or washed (ফরসা জামা); clear or cloudless (ফরসা আকাশ); brightened with daylight ('রাত পোহাল, ফরসা হল'); exhausted (গুদাম ফরসা); desolated (কলেরায় গ্রাম ফরসা); bereft of good promise or prospect, blank (ভবিষ্যত্ ফরসা); accomplished, executed (কাজ ফরসা); lost (আশা-ভরসা ফরসা) ।
ফরসি [pharasi] n a flat-bottomed hubble-bubble with a short and nonflexible smoking tube.
ফারসি [phārasi] a Persian. ☐ n. the Persian lan guage, Persian.
ফুরসত [phurasata] n leisure; respite.
বানপ্রস্হ [bānaprasha] n the third stage of life according to the Vedas when a man advanced in years should leave his home and hearth and go to the forest to pass the remain ing days of his life in spiritual medita tion.
বিরস [birasa] a having no or little juice; sapless, dry; dull, insipid; dispirited, dis pleased, sullen, glum (বিরস বদন). ̃তা n. want of juice or sap; dullness, insi pidity, dispiritedness, displeasure, sul lenness, glumness. বিরস বদন n. a glum face; a gloomy face.
বিস্রস্ত [bisrasta] a fallen; slipped off (বিস্রস্ত বসন); dishevelled (বিস্রস্ত কেশ)..
বেনারসি [bēnārasi] a made in Banaras (বেনারসি সিল্ক); made of Banaras silk (বেনারসি শাড়ি). ☐ n. a woman's sari (cloth) made of Banaras silk.
বেরসিক [bērasika] a devoid of sense of humour; devoid of appreciative power; witless; (loos.) prosaic.
ব্যাধিগ্রস্ত [byādhigrasta] a diseased, ailing; ill.
ভরসন্ধ্যা [bharasandhyā] n full evening; advanced evening; far into the evening.
ভরসা [bharasā] n reliance, confidence, trust; faith; a prop, support; a shelter, a refuge; hope, expectation; strength or depen dence (কোন ভরসার চাকরি ছাড়লে). ভরসা করা v. to rely on; to hope, to expect; to depend on. ভরসা থাকা v. to have reli ance on or confidence; to have a hope, to have expectation. ভরসা দেওয়া v. to promise support or help; to encourage; to assure.
মরসুম [ marasuma] n a season; the time of the year for anything, a tide; opportune time of some continuance. পূজার মরশুম the Puja season. বড়দিনের মরশুম Christ mas-tide. শীতের মরশুম the winter season, winter-time. মরশুমি a. seasonal. মরশুমিফুল a season flower.
রঙ্গরস [raṅgarasa] n fun and frolics; wit and humour.
রবীন্দ্রসংগীত [rabīndrasaṅgīta] n the song composed by Rabindranath Tagore, Tagore song.
রস [rasa] n savour, flavour, taste; a liquid so lution of anything hard (চিনির রস); a syrup; juice; exudation (খেজুররস); morbid exudation (ঘায়ের রস); sap (রসহীন কাঠ); essence (অন্ন রস); lymph or mucus or phlegm (দেহে রসাধিক্য); se men; (poet.) strong attachment or love; (rhet.) sentiment expressed or flavour contained in a writing (শৃঙ্গার রস); (Vaishnavism) a way of worship (বাত্সল্যরস); inner or true significance, purport (কাব্যরস); charm; interest; sense of humour (লোকটি রসহীন); fun, banter, wit and humour; delight, hilar ity, enjoyment, pleasure (রসে মাতা); (sl.) vanity or audacity; monetary re sources, money; quicksilver, mercury. রস করা v. to make fun (of); to banter; to make a liquid solution of. রস নামা v. to become swollen with drospy. রস পাওয়া v. to find interest in. রস ফুরানো v. to run out of funds. রস হওয়া v. to be come juicy; (sl.) to become vain or au dacious. ̃করা n. a sweet and juicy drop made of the kernel of coconut. ̃কর্পুর n. mercury perchloride. ̃কলি n. a streak of mud painted on the bridge of the nose by a Vaishnava. ̃কস, ̃কষ n. charm and sweetness. ̃কসহীন a. dry and outspoken (রসকসহীন কথাবার্তা); bald (রসকসহীন রচনা). ̃গর্ভ same as রসাত্মক । ̃গোল্লা n. a sweet and juicy drop made of posset and farina. ̃গ্রহণ n. appreciation. রসগ্রহণ করা v. to taste; (rhet.) to appreciate the flavour of. ̃গ্রাহী a. capable of appreciation, ap preciative; receptive. ̃ঘন n. (rhet.) flavoury; full of concentrated flavour. ̃জ্ঞ a. appreciative of the inner or true significance, capable of appreciation; well-versed in, having connoisseurship in, au fait. fem. ̃জ্ঞা । রসজ্ঞ ব্যক্তি one ca pable of appreciation; a connoisseur. ̃জ্ঞান n. capability of appreciation; sense of humour. ̃পূর্ণ a. juicy, succu lent; sapful, sappy; full of wit and humour. ̃বড়া n. a sweet and juicy drop made of pulped pigeon-pea. ̃বতী a. fem. full of wit and humour, intelli gent and witty. ̃বাত n. rheumatic affection in the joints attended with swelling. ̃বেত্তা same as ̃জ্ঞ । ̃বোধ same as ̃জ্ঞান । ̃ভঙ্গ n. interruption of a spicy topic; interruption of enjoyment (usu. by coarseness). ̃ময় a. juicy; full of wit and humour; full of flavour. fem. ̃ময়ী । ̃রচনা n. witty or humorous writ ing. ̃রাজ n. the most witty and humor ous man; Krishna (কৃষ্ণ); stibnite; anti mony; quicksilver, mercury. ̃শালা n. a chemical laboratory or workshop. ̃শাস্ত্র n. poetics. ̃সিন্দূর n. cinnabar. ̃স্হ a. stricken with excess of phlegm or lymph or mucus. ̃স্ফীত a. (bot.) tur gid. ̃স্ফীতি n. (bot.) turgidity, turges cence. ̃স্রাব n. (bot.) exudation. ̃হীন a. sapless; dry; dull; uninteresting.
রসদ [rasada] n provisions, rations (esp. of an army); food; (fig.) means or monetary resources (স্ফুর্তির রসদ).
রসনা [rasanā] n the tonuge; the palate. রসনাগ্র n. the tip of the tongue.
রসনা [rasanā] n an ornament worn round the waist; girdle.
রসনেন্দ্রিয় [rasanēndriẏa] n the sense-organ of taste, taste; (loos.) the tongue.
রসা [rasā] a juicy, succulent (রসা কাঁঠাল); slightly putrefied or rotten or decom posed (রসা মাছ). ☐ n. gravy (of meat or fish). ☐ v. to become juicy or sappy; to soften (মাটি রসেছে); to be stricken with excess of lymph or phlegm in the body (চোখ-মুখ রসেছে); to become slightly putrefied or rotten.
রসাঞ্জন [rasāñjana] n stibnite; antimony; regulus.
রসাতল [rasātala] n (myth.) the lowest of the seven underworlds. রসাতলে দেওয়া v. (fig.) to ruin or destroy utterly. রসাতলে যাওয়া v. (fig.) to be ruined or destroyed utterly.
রসাত্মক [rasātmaka] a (rare) juicy; sappy; humorous, witty; (rhet.) flavoury.
রসাধিক্য [rasādhikya] n (morbid) excess of phlegm or lymph or mucus in the body.
রসান [rasāna] n a polishing stone, a stone for rubbing gold etc; (fig.) a spicy or pert remark.
রসানো [rasānō] v to make juicy; to wet; (fig.) to make interesting by adding spicy or savoury comments (রসিয়ে বলা); (fig.) to make deep appeal to or to steep in sentiment (মন রসানো). ☐ n. act of steeping in juice; wetting; act of pol ishing gold etc.
রসাভাস [rasābhāsa] n (rhet.) a defect characterized by semblance of flavours or introduc tion of opposed flavour.
রসায়ন [rasāẏana] n a medicine prolonging life and curing disease, an elixir; chemistry. ̃বিদ a. versed in chemistry. ☐ n. one versed in chemistry, an expert in chem istry; a chemist. ̃বিদ্যা, ̃শাস্ত্র n. chemis try. রসায়নাগার n. a chemical laboratory. রসায়নী a. pertaining to chemistry (রসায়নী বিদ্যা); versed in chemistry.
রসাল [rasāla] n the mango tree or its fruit.
রসালাপ [rasālāpa] n a humorous or witty or amo rous conversation. রসালাপ করা v. to be engaged in humorous or witty or amo rous conversation.
রসালো [rasālō] a juicy, succulent; tasteful, deli cious; sappy; humorous, witty; enter taining (রসালো আলাপ); (rhet.) savoury (রসালো লেখা).
রসিক [rasika] a capable of comprehending the inner or true significance or the flavour (of), appreciative (কাব্যরসিক); versed in the art of love-making (রসিক নাগর); witty, humorous; jocose (রসিক লোক). fem. রসিকা । ̃তা n. a humorous or amorous frolic; a joke, a jest.
রসিদ [rasida] n a receipt. রসিদ কাটা v. to write out a receipt.
রসুই [rasui] n cooking. রসুই করা v. to cook. ̃ঘর n. a kitchen. ̃য়ে same as রসুয়ে ।
রসুন [rasuna] n garlic.
রসুন [rasuna] v. imper please wait or stop.
রসুয়ে [rasuẏē] a employed in cooking profes sionally. রসুয়ে-বামুন a brahmin cook.
রসুল [rasula] n (Mus.) a prophet.
রসেন্দ্র [rasēndra] n mercury.
রসোত্তীর্ণ [rasōttīrṇa] a (rhet.) having the intended flavour effectively established; accept able as a work of art.
রসোদ্গার [rasōdgāra] n (Vaishnava lit.) recollection of the flavour of a union.
শিরস্ত্র [śirastra] n a cover of armour for the head, a helmet; a headdress; a turban; a cap; a hat.
শিরস্ত্রাণ [ śirastrāṇa] n a cover of armour for the head, a helmet; a headdress; a turban; a cap; a hat.
ষড়্রস [ṣaḍ়rasa] n six kinds of flavour or taste or tang (viz. sweet, sour, salt, pungent, astringent, bitter).
সন্ত্রস্ত [santrasta] a greatly frightened or terrified or alarmed; panic-stricken; feverishly ex cited by the thought lest any faults should occur; awed.
সমচতুরস্র [samacaturasra] n (geom.) an equilat eral tetragon; a square. ☐ a. square.
সম্প্রসার [samprasāra] n expansion; exten sion; development. সম্প্রসারণবাদ n. ex pansionism. সম্প্রসারণবাদী a. expansion ist. সম্প্রসারণশীল a. expanding, extend ing; expansive. সম্প্রসারিত a. expanded; extended; developed.
সম্প্রসারণ [ samprasāraṇa] n expansion; exten sion; development. সম্প্রসারণবাদ n. ex pansionism. সম্প্রসারণবাদী a. expansion ist. সম্প্রসারণশীল a. expanding, extend ing; expansive. সম্প্রসারিত a. expanded; extended; developed.
সরস [sarasa] a same as রসাল (a.). fem. সরসা ।
সরসিজ [sarasija] n the water-lily, the lotus.
সরসী [sarasī] n a large pond; a lake.
সরস্বতী [sarasbatī] n the Hindu goddess of speech, learning, fine arts and wisdom (cp. Minerva); a title for proficiency in lit erature. সরস্বতীর বরপুত্র (lit.) a favoured son of Goddess Saraswati; (fig.) a man of great learning
সর্জরস [sarjarasa] n resin.
সারস [sārasa] n the stork. fem. সারসী ।
সারসন [sārasana] n a belt or girdle for men; a woman's ornamental girdle.
সারস্বত [sārasbata] a relating to Goddess Saraswati (সরস্বতী); learned. ̃সমাজ n. the learned people, the learned society; litterateurs collectively. সারস্বতোত্সব n. the festival of worshipping Goddess Saraswati.
সুপ্রসন্ন [suprasanna] a highly pleased or satisfied; ex tremely favourable or propitious; gra cious or kind. অদৃষ্ট সুপ্রসন্ন in good luck, stars in the ascendant.
সুপ্রসব [suprasaba] n safe or smooth delivery (of a baby).
সুপ্রসিদ্ধ [suprasiddha] a celebrated, renowned, illustri ous.
সুরসিক [surasika] a highly endowed with apprecia tive power; very witty; very humorous or jocose.
স্রস্ত [srasta] a fallen off, come away or off, got detached.
রস: Bangla to Bangla
অনু-প্রস্হ [anu-prasha] বিণ. ক্রি-বিণ. প্রস্হের বা আড়ের দিক অনুযায়ী, আড়াআড়ি। [সং. অনু + প্রস্হ]।
অন্তরস্হ [ antarasha] দ্র অন্তর
অপ্রসন্ন [aprasanna] বিণ. 1 অসন্তুষ্ট, বিরক্ত (অপ্রসন্ন চিত্ত, অপ্রসন্ন মন); 2 বিষন্ন, ম্লান, দুঃখিত; 3 প্রতিকূল (ভাগ্য অপ্রসন্ন)। [সং. ন + প্রসন্ন]। ̃ তা বি. অসন্তোষ, বিরক্তি, বিষন্নতা; প্রতিকূলতা।
অপ্রসিদ্ধ [aprasiddha] বিণ. 1 অবিখ্যাত; সাধারণের কাছে অজ্ঞাত; 2 অসিদ্ধ; 3 অপ্রমাণিত। [সং. ন + প্রসিদ্ধ]। অপ্রসিদ্ধি বি. 1 খ্যাতির অভাব; 2 প্রমাণের অভাব।
অপ্রস্তুত [aprastuta] বিণ. 1 প্রস্তুত বা তৈরি হয়নি এমন; উদ্যোগ-আয়োজন সম্পূর্ণ হয়নি এমন; 2 অনুপস্হিত; 3 লজ্জিত, অপ্রতিভ; 4 বর্ণনার বিষয়বহির্ভূত। [সং. ন + প্রস্তুত]। ̃ প্রশংসা বি. অর্থালংকারবিশেষ (allegory) যাতে অপ্রাসঙ্গিক বর্ণনা থেকে প্রাসঙ্গিক বিষয়টি ব্যঞ্জনায় বোঝা যায়। অপ্রস্তুতি বি. উদ্যোগ-আয়োজনের অভাব। অপ্রস্তুত হওয়া ক্রি. বি. অপ্রতিভ হওয়া, লজ্জিত হওয়া বা ঘাবড়ে যাওয়া।
অভরসা [abharasā] বি. ভরসা বা আস্হার অভাব; অবিশ্বাস। [বাং. অ + ভরসা]।
অভি-গ্রস্ত [abhi-grasta] বিণ. আক্রান্ত; কবলিত, গ্রাস করা বা দখল করা হয়েছে এমন; লুন্ঠিত। [সং. অভি + গ্রস্ত]।
অরসজ্ঞ [arasajña] বিণ. রসজ্ঞান নেই এমন; বেরসিক। [সং. ন + রসজ্ঞ, রসিক]। অরসজ্ঞা, অরসিকা বিণ. (স্ত্রী.) রসজ্ঞানহীনা, বেরসিকা।
অরসিক [ arasika] বিণ. রসজ্ঞান নেই এমন; বেরসিক। [সং. ন + রসজ্ঞ, রসিক]। অরসজ্ঞা, অরসিকা বিণ. (স্ত্রী.) রসজ্ঞানহীনা, বেরসিকা।
আঙ্গিরস [āṅgirasa] বি. 1 অঙ্গিরস মুনির পুত্র; 2 বৃহস্পতি; 3 গোত্রবিশেষ। [সং. অঙ্গিরস + অ]।
আদিরস [ādirasa] দ্র আদি
আনা-রস [ānā-rasa] বি. পুরু ও অমসৃণ খোসাযুক্ত এবং মিষ্টি শাঁসযুক্ত রসালো ফলবিশেষ, pineapple. [পো. ananas]।
আম-রস [āma-rasa] বি. অপক্ব বা অপরিণত রসধাতু, chyme.[সং. আম4 + রস]।
ইরস্মদ [irasmada] বি. (বর্ত. অপ্র.) 1 বজ্র বা বজ্রাগ্নি, বিদ্যুত্; 2 সমুদ্রের আগুন; 3 হাতি। [সং. ইরা (জল) + √ মদ্ + অ]।
উরস্ত্র [ urastra] বি. বর্ম, কবচ; বক্ষ রক্ষার জন্য আবরণী। [সং. উরঃ (উরস্) + √ ছদ্ + ণিচ্ + অ, উরঃ + √ ত্রৈ + ড, উরঃ + ত্রাণ]।
উরস [urasa] বি. বক্ষস্হল, বুক ('উচ্ছ্বসি পড়িবে আসি উরসে গলে': রবীন্দ্র)। [সং. উরস্]।
উরসিজ [urasija] বি. স্তন। [সং. উরসি + √ জন্ + ড, উরস্ + √ জন্ + ড]।
ওরসা [ōrasā] বিণ. ভিজে, আর্দ্র; স্যাঁতসেঁতে। [দেশি]।
ঔরস [aurasa] বি. বিণ. 1 নিজের দ্বারা নিজের ধর্মপত্নীর গর্ভে উত্পাদিত সন্তান; 2 বক্ষোজাত। [সং. উরস্ + অ, য]। (বাং.) ঔরসে বি. পিতৃত্বে, বীর্যে (বিশ্বামিত্রের ঔরসে শকুন্তলার জন্ম)।
ঔরস্য [ aurasya] বি. বিণ. 1 নিজের দ্বারা নিজের ধর্মপত্নীর গর্ভে উত্পাদিত সন্তান; 2 বক্ষোজাত। [সং. উরস্ + অ, য]। (বাং.) ঔরসে বি. পিতৃত্বে, বীর্যে (বিশ্বামিত্রের ঔরসে শকুন্তলার জন্ম)।
কাতান বেনারসি [kātāna bēnārasi] বি. বেনারসি শাড়িবিশেষ। [দেশি কাতান + বাং.বেনারস + ই]।
কুরসি [kurasi] বি. চেয়ার, কেদারা। [আ. কুর্সী]।
কুরসি-নামা [kurasi-nāmā] বি. বংশতালিকা। [আ. কুরসি + ফা. নামহ্ (নামা)]। তু. কুরচিনামা।
ক্রসিং [krasi] বি. 1 দুটি বা ততোধিক পথের সংযোগস্হল (শ্যামবাজারের পাঁচমাথার ক্রসিং); 2 কোনো স্হানে দুই দিক থেকে দুটি রেলগাড়ির সাক্ষাত্ এবং একটি কর্তৃক অপরটিকে আগে রওনা করে দেবার ব্যবস্হা। [ইং. crossing]।
গ্রসন [grasana] বি. গ্রাস করা, ঢেকে ফেলা (চন্দ্র-সূর্যের গ্রসন)। [সং. √গ্রস্ + অন]।
গ্রস-মান [grasa-māna] বিণ. গ্রাস করছে এমন; গ্রাসকারী। [সং. √গ্রস্ + মান (শানচ্)]।
চতুরস্র [caturasra] বিণ. 1 চতুষ্কোণ, চারকোনা (চতুরস্র কক্ষ); 2 চৌরস, উঁচুনিচু নয় এমন (চতুরস্র ভূমি); 3 নিঁখুত, নির্দোষ (চতুরস্র সিদ্ধান্ত)। [সং. চতুর্ + অস্র]।
চরস [carasa] বি. গাঁজা থেকে প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ। [হি. চর্স্]।
চৌরস [caurasa] বিণ. 1 প্রশস্ত; 2 সমতল; 3 চারকোনা। [সং. চতুরস্র]।
তরস [tarasa] বি. বেগ, গতি; গতিশক্তি। [সং. √ তৃ + অস]।
তরসা [tarasā] অব্য. তফাত, ফাঁক (তরসা তরসা বসেছে)। [দেশি]।
তরস্ত [tarasta] বিণ. (গ্রা.) ব্যস্ত; তটস্হ। [সং. ত্রস্ত]।
তরস্হান [tarashāna] দ্র তর5
তরস্বান [tarasbāna] (-স্বিন্) বিণ. 1 বেগবান (তরস্বান বায়ু); 2 বলবান। [সং. তরস্ + বত্, বিন্]। বিণ. (স্ত্রী.) তরস্বতী, তরস্বিনী
তরস্বী [ tarasbī] (-স্বিন্) বিণ. 1 বেগবান (তরস্বান বায়ু); 2 বলবান। [সং. তরস্ + বত্, বিন্]। বিণ. (স্ত্রী.) তরস্বতী, তরস্বিনী
তামরস [tāmarasa] বি. 1 পদ্ম ফুল ('মধুময় তামরস': মধু.); 2 তামা; 3 সোনা; 4 বারো অক্ষরযুক্ত সংস্কৃত ছন্দোবিশেষ। [সং. তামর + স (সস্)]।
তিরস্করণী [tiraskaraṇī] বি. 1 অদৃশ্য হওয়ার বিদ্যা; 2 পর্দা; যবনিকা; 3 (আল.) বাধা। [সং. তিরস্ + করণী, করিণী, কারিণী]।
তিরস্করিণী [ tiraskariṇī] বি. 1 অদৃশ্য হওয়ার বিদ্যা; 2 পর্দা; যবনিকা; 3 (আল.) বাধা। [সং. তিরস্ + করণী, করিণী, কারিণী]।
তিরস্কারিণী [ tiraskāriṇī] বি. 1 অদৃশ্য হওয়ার বিদ্যা; 2 পর্দা; যবনিকা; 3 (আল.) বাধা। [সং. তিরস্ + করণী, করিণী, কারিণী]।
তিরস্কার [tiraskāra] বি. 1 ভর্ত্সনা, ধমক; 2 অনাদর, অবজ্ঞা; 3 নিন্দা। [সং. তিরস্ + √ কৃ + অ]। তিরস্কৃত বিণ. 1 ভর্ত্সিত; 2 অনাদৃত; 3 নিন্দিত; 4 আচ্ছাদিত।
তুরস্ক-মণি [turaska-maṇi] বি. উপরত্নবিশেষ, ফিরোজা, নীলকান্তমণি, turquoise. [সং. তুরস্ক + মণি]।
তেরস্পর্শ [ tērasparśa] যথাক্রমে ত্রিপল, ত্র্যহস্পর্শ ও ত্রিরাত্রি -র কথ্য রূপ।
ত্রসন [trasana] বি. 1 ভয়, ত্রাস; 2 ভীত হওয়া। [সং. √ ত্রস্ + অন]।
ত্রসর [trasara] বি. তাঁতের তুরি, মাকু। [সং. √ ত্রস্ + অর]।
ত্রস-রেণু [trasa-rēṇu] বি. 1 (বিজ্ঞা.) ছিদ্রপথে আগত আলোকরশ্মির মধ্যে যে ধূলিকণা উড়তে দেখা যায়; 2 এই ধূলিকণার তুল্য অত্যল্পপরিমাণ; 3 (দর্শ.) ছয় পরমাণু বা দ্ব্যণুকের সমষ্টি। [সং. ত্রস (গতিশীল) + রেণু]।
ত্রস্ত [trasta] বিণ. 1 ত্রাসযুক্ত, ভীত; 2 চকিত; 3 ভয়ে বিচলিত (ত্রস্ত হরিণ)। [সং. √ ত্রস্ + ত]। স্ত্রী. ত্রস্তা (ত্রস্তা হরিণী)।
ত্রস্নু [trasnu] বিণ. 1 ভয়ার্ত; 2 ভীরু ('ত্রস্নু তারকা সন্ধানে সংক্রান্তি': সু.দ.)। [সং. √ ত্রস্ + নু]।
দায়-গ্রস্ত [dāẏa-grasta] বিণ. 1 বিপদে বা মুশকিলে পড়েছে এমন; 2 কর্তব্যভারে ক্লিষ্ট (কন্যাদায়গ্রস্ত); 3 দেনাদার, ঋণগ্রস্ত। [বাং. দায়2 + গ্রস্ত]।
দুরস্ত [durasta] বিণ. 1 নির্ভুল, ঠিক, সংশোধিত (ভুল দুরস্ত করা); 2 গোছালো, পরিপাটি, সুশৃঙ্খল (ধোপদুরস্ত, বেশবাস দুরস্ত করা); 3 মাফিক, অনুযায়ী (কায়দাদুরস্ত); 4 শাসিত, দমিত, শায়েস্তা (দুষ্ট লোককে দুরস্ত করা); 5 সমান বা সমতল, চৌরস (জমি পিটিয়ে দুরস্ত করা)।[ফা. দুরস্ত্]।
দোরস্ত [ dōrasta] বিণ. 1 নির্ভুল, ঠিক, সংশোধিত (ভুল দুরস্ত করা); 2 গোছালো, পরিপাটি, সুশৃঙ্খল (ধোপদুরস্ত, বেশবাস দুরস্ত করা); 3 মাফিক, অনুযায়ী (কায়দাদুরস্ত); 4 শাসিত, দমিত, শায়েস্তা (দুষ্ট লোককে দুরস্ত করা); 5 সমান বা সমতল, চৌরস (জমি পিটিয়ে দুরস্ত করা)।[ফা. দুরস্ত্]।
দোরসা [dōrasā] দ্র দো
নারসিংহী [nārasiṃhī] বি. 1 দুর্গার মূর্তিবিশেষ; 2 অর্ধনর ও অর্ধসিংহরূপী, নৃসিংহদেবের জ্যোতি থেকে উদ্গতা শক্তিকলা। [সং. নরসিংহ + অ + ঈ (স্ত্রী.)]।
নিরসন [nirasana] বি. নিরাকরণ, দূরীকরণ, মোচন, খণ্ডন (সন্দেহ নিরসন, ভ্রান্তি নিরসন)। [সং. নির্ + √ অস্ + অন]।
নিরস্ত [nirasta] বিণ. 1 ক্ষান্ত (তর্কে নিরস্ত হওয়া, চেষ্টায় নিরস্ত হওয়া); 2 বিরত, নিবৃত্ত (সকলে মিলে তাকে নিরস্ত করলাম); 3 দূরীভূত। [সং. নির্ + √ অস্ + ত]।
নিরস্ত্র [nirastra] বিণ. অস্ত্রহীন। [সং. নির্ + অস্ত্র]। নিরস্ত্রী-করণ বি. 1 অস্ত্রহীন করা; 2 যুদ্ধসম্ভার বর্জন বা হ্রাস করা।
নির্ভরসা [nirbharasā] বিণ. ভরসাহীন। [সং. নির্ + ভরসা]।
নীরস [nīrasa] বিণ. 1 রসহীন, শুষ্ক (নীরস গাছ); 2 রসবোধ বর্জিত (নীরস সমালোচনা, নীরস রচনা); 3 ম্লান, অপ্রসন্ন (নীরস মুখ, নীরস হাসি); 4 মনকে আকর্ষণ বা মুগ্ধ করে না এমন (নীরস বর্ণনা)। [সং. নিঃ (নির্) + রস্]। বি. ̃ তা
পরস্পর [paraspara] বিণ. পরপর ধারানুযায়ী। ☐ বি. যা পরপর ঘটে; অনুক্রম। [সং. পরম্পরা + অ]।
পরস্ত্রী [parastrī] বি. পরের স্ত্রী, পরদার। [সং. পর3 + স্ত্রী]।
পরস্পর [paraspara] বিণ. 1 উভয়ের মধ্যে বা অনেকের মধ্যে (পরস্পরের আলাপ); 2 একের প্রতি অন্য, একের সঙ্গে অন্য; 3 অনোন্য। ☐ সর্ব. 1 উভয়ের বা অনেকের মধ্যে; 2 একের সঙ্গে অন্য বা একের প্রতি অন্য (পরস্পরের প্রতি স্নেহ, 'ওরে বিহান হলো জাগোরে ভাই' ডাকে পরস্পরে: রবীন্দ্র)। [সং. পর3 + পর3]।
পরস্ব [parasba] বি. অন্যের ধন বা ঐশ্বর্য। [সং. পর3 + স্ব]। ̃ .হরণ, পরস্বাপ-হরণ বি. পরের ধন আত্মসাত্ করা। ̃ .হারী (-রিন্), পরস্বাপ-হারী (-রিন্) বিণ. পরধন আত্মসাত্কারী।
পরস্মৈ-পদ [parasmai-pada] বি. (সং. ব্যাক.) 'অন্যের নিমিত্ত কৃত' এই অর্থপ্রকাশ ধাতুবিভক্তিবিশেষ। [সং. পরস্মৈ + পদ]। পরস্মৈ-পদী বিণ. 1 পরস্মৈপদে ব্যবহৃত হয় এমন (পরস্মৈ-পদী ধাতু); 2 (ব্যঙ্গে) অন্যের টাকা বা পরিশ্রম ভোগ করে এমন; পরের (পরস্মৈপদী টাকায় বাবুগিরি)।
পারসি [pārasi] বি. 1 পারস্যদেশীয় ভাষা, ফারসি; 2 প্রাচীনকালে পারস্যদেশ থেকে আগত জরথুস্ত্রপন্হী ভারতীয় জাতিবিশেষ। ☐ বিণ. 1 পারস্যদেশজাত; 2 পারসি জাতি-সম্বন্ধীয় (পারসি রীতিনীতি)। [সং. পারস্য + বাং. ই]। ̃ বিণ. পারস্যদেশীয়। ☐ বিণ. বি. পারস্য দেশবাসী।
পারস্পরিক [pārasparika] বিণ. পরস্পরসংক্রান্ত, উভয়ের মধ্যে (পারস্পরিক বোঝাপড়া)। [সং. পরস্পর + ইক]।
পারসেল [ pārasēla] বি. ডাকযোগে পাঠানো বাণ্ডিল, প্যাকেট ইত্যাদি। [ইং. parcel]।
পুরস্কার [puraskāra] বি. 1 পারিতোষিক, কৃতিত্বের জন্য প্রদত্ত পারিতোষিক, ইনাম, বকশিশ; 2 অভ্যর্থনা, পূজা ('বসাইলা আসনে তারে করি পুরস্কার': চৈ. ভা); 3 (ব্যঙ্গে বা খেদে) প্রতিদান (তোমাদের জন্য সারাজীবন যা করেছি-এই কি তার পুরস্কার?); 4 সমাদর; সম্মান ('বণিক সমাজে তারে করে পুরস্কার': ক.ক.)। [সং. পুরস্ + √ কৃ + অ]।
পুরস্ক্রিয়া [puraskriẏā] বি. পুরস্কার-প্রদান। [সং. পুরস্ + ক্রিয়া]।
পুরস্ত্রী [purastrī] দ্র পুর2
প্রতি-প্রসব [prati-prasaba] বি. পূর্বনিষিদ্ধ বিধানের পূনঃপ্রবর্তন, নতুন বিধানের দ্বারা নিষিদ্ধ বিধির পুনঃপ্রবর্তন। [সং. প্রতি + প্র + √ সূ + অ]। প্রতি-প্রসূত বিণ. 1 নতুন বিধির দ্বারা পূর্বনিষিদ্ধ বিধান পুনঃপ্রবর্তিত হয়েছে এমন; 2 পুনঃসম্ভাবিত।
প্রতি-প্রস্হান [prati-prashāna] বি. শত্রুর বা বিপক্ষের আশ্রয়; বিপক্ষের আশ্রয় গ্রহণ; বিপক্ষে চলে যাওয়া। [সং. প্রতি + প্রস্হান]।
প্রসক্ত [prasakta] বিণ. অতিশয় আসক্ত (ভোগবাসনায় প্রসক্তচিত্ত)। [সং. প্র + √ সন্জ্ + ত]। প্রসক্তি বি. গভীর আসক্তি।
প্রসঙ্গ [prasaṅga] বি. 1 (সং.) আসক্তি; 2 আলোচ্য বিষয় বা প্রস্তাব (প্রসঙ্গ-উত্থাপন); 3 আলোচনা, আখ্যান (রামায়ণপ্রসঙ্গ); 4 সম্পর্ক, সংগতি, context (আলোচনা প্রসঙ্গে)। [সং. প্র + √ সন্জ্ + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. আলোচ্য বিষয়ের অঙ্গরূপে বা আলোচনার সূত্রে (প্রসঙ্গক্রমে ওই কথাও তাঁকে বলেছি)। ̃ (-তস্) ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, আলোচনার সূত্রে। প্রসঙ্গান্তর বি. অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন বিষয় বা আলোচনা (এবার আমরা প্রসঙ্গান্তরে যাব)।
প্রসন্ন [prasanna] বিণ. 1 সন্তুষ্ট, হৃষ্ট (প্রসন্নচিত্ত); 2 অনুকূল, সদয় (দেবতাকে প্রসন্ন করা); 3 নির্মল (প্রসন্নসলিলা, 'প্রসন্ন আকাশ হাসিছে বন্ধুর মতো': রবীন্দ্র); 4 শান্ত ও প্রফুল্ল, উজ্জ্বল (প্রসন্ন মুখে, প্রসন্ন হাসি)। [সং. প্র + √ সদ্ + ত]। স্ত্রী. প্রসন্না। বি. ̃ তা
প্রসব [prasaba] বি. 1 গর্ভমোচন, গর্ভস্হ সন্তানের ভূমিষ্ঠ হওয়া (যমজ সন্তান প্রসব করা); 2 উত্পাদন; 3 জন্ম, সৃষ্টি; 4 বৃক্ষ বা লতার ফুল ইত্যাদি উত্পাদিত বস্তু ('নমেরু প্রসব')। [সং. প্র + √ সূ + অ]। ̃ কাল বি. সন্তানের জন্মদান করার সময়। ̃ কালীন বিণ. প্রসবের সময়ের, প্রসবের সময় ঘটে এমন (প্রসবকালীন সমস্যা)। ̃ দ্বার বি. গর্ভস্হ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পথ। ̃ বেদনা বি. সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে প্রসূতির তীব্র বেদনা। প্রসবিতা (-র্তৃ), প্রসবী (-বিন্) বিণ. প্রসবকারী, জন্মদানকারী (ফসলপ্রসবী ক্ষেত্র)। স্ত্রী. প্রসবিত্রী, প্রসবিনী
প্রসব্য [prasabya] বিণ. 1 প্রতিকূল; 2 বিপরীত। [সং. প্র + √ সব্য (=বাম)]।
প্রসর [prasara] বি. 1 গমন, গতি; 2 বেগ; 3 বিস্তার, ব্যাপ্তি (ধূমপ্রসর)। [সং. প্র + √ সৃ + অ]। ̃ বি. 1 ইতস্তত ভ্রমণ; 2 শত্রুসৈন্যদলকে পরিবেষ্টন; 3 ব্যাপ্তি, বিস্তার।
প্রসর্পণ [prasarpaṇa] বি. সঞ্চার, বিস্তার; সঞ্চারিত বা বিস্তৃত হওয়া ('জীবনের প্রসর্পণ হয়তো বা পথে বিকল্পের': সু. দ.)। [সং. প্র + √ সৃপ্ + অন]। প্রসর্পিত বিণ. সঞ্চারিত, বিস্তৃত।
প্রসহ [prasaha] বি. কাক চিল শকুন প্যাঁচা ইত্যাদি শিকারি পাখি। [সং. প্র + √ সহ্ (=সহ্য করা) + অ]।
প্রসহন [prasahana] বি. 1 সহিষ্ণুতা; 2 ক্ষমা; 3 পরাজয়। [সং. প্র + √ সহ্ + অন]।
প্রসাদ [prasāda] বি. 1 প্রসন্নতা (চিত্তের প্রসাদ); 2 অনুগ্রহ (গুরুর প্রসাদে); 3 দেবতাকে নিবেদিত ভোজ্যসামগ্রী বা গুরুজনের ভুক্তাবশেষ; 4 রচনার প্রাঞ্জলতাগুণ; 5 সৌম্যতা। [সং. প্র + √ সদ্ + অ]। ̃ গুণ বি. রচনাদির মনোহর প্রাঞ্জলতাগুণ। ̃ , ̃ না বি. সন্তুষ্টকরণ, তুষ্টিবিধান। প্রসাদাত্ ক্রি-বিণ. অনুগ্রহের ফলে, অনুগ্রহে (ঈশ্বরপ্রসাদাত্)। প্রসাদিত বিণ. প্রসন্ন করা হয়েছে এমন; প্রসাদ লাভ করেছে এমন। প্রসাদি বিণ. দেবতাকে নিবেদন করা হয়েছে এমন (প্রসাদি ফুল); গুরুজন-কর্তৃক উপভুক্ত ও প্রসাদরূপে গণ্য।
প্রসাধক [prasādhaka] দ্র প্রসাধন
প্রসাধন [prasādhana] বি. 1 অঙ্গসজ্জাসম্পাদন, অঙ্গশোভাবর্ধন; 2 অলংকরণ; 3 বেশবিন্যাস; 4 চিত্রণ; 5 সুষ্ঠুভাবে বা প্রকৃষ্টভাবে সম্পাদন; 6 অঙ্গরাগ, অঙ্গশোভার উপকরণ। [সং. প্র + √ সাধ্ + অন]। প্রসাধক বিণ. প্রসাধনকারী। স্ত্রী. প্রসাধিকাপ্রসাধনী বি. 1 অঙ্গরাগ; প্রসাধনদ্রব্য; 2 চিরুনি। প্রসাধিত বিণ. প্রসাধন বা সম্পাদন করা হয়েছে এমন; সজ্জিত, সজ্জীকৃত।
প্রসাধনী [prasādhanī] দ্র প্রসাধন
প্রসাধিকা [ prasādhikā] দ্র প্রসাধন
প্রসাধিত [ prasādhita] দ্র প্রসাধন
প্রসার [prasāra] বি. 1 বিস্তার, বিস্তৃতিলাভ (শিল্পের প্রসার, জ্ঞানের প্রসার); 2 উদারতা (চিত্তের প্রসার); 3 প্রসার; 4 পরিবর্ধন বা সম্প্রসারণ। [সং. প্র + √ সৃ + অ]। ̃ বি. প্রসারিত করা বা হওয়া (হস্ত প্রসারণ)। প্রসারিত বিণ. 1 প্রসার লাভ করেছে এমন, বিস্তৃত (কর্মক্ষেত্র প্রসারিত হওয়া); 2 ব্যাপ্ত; 3 পরিবর্ধিত; 4 সম্পাদিত। প্রসারী (-রিন্) বিণ. 1 প্রসার লাভ করে এমন (সুদূরপ্রসারী); 2 ব্যাপক, বিস্তৃত; 3 প্রসারিত করে এমন। স্ত্রী. প্রসারিণীপ্রসার্য বিণ. বিস্তারযোগ্য; প্রসারিত করা যায় এমন। প্রসার্য-মাণ বিণ. প্রসারিত হচ্ছে এমন।
প্রসারিত [prasārita] দ্র প্রসার
প্রসারী [ prasārī] দ্র প্রসার
প্রসার্য [ prasārya] দ্র প্রসার
প্রসিক্ত [prasikta] বিণ. সম্পূর্ণ সিক্ত, একেবারে সিক্ত, পুরোপুরি ভিজে গেছে এমন (করুণায় প্রসিক্ত অন্তর)। [সং. প্র + সিক্ত]।
প্রসিত [prasita] বিণ. অতি শুভ্র বা সাদা। [সং. প্র + সিত]।
প্রসিদ্ধ [prasiddha] বিণ. বিখ্যাত, ব্যাপকভাবে পরিচিত। [সং. প্র + √ সিধ্ + ত]। স্ত্রী. প্রসিদ্ধাপ্রসিদ্ধি বি. 1 খ্যাতি, ব্যাপক পরিচিতি; 2 জনশ্রুতি (লোকপ্রসিদ্ধি)।
প্রসীদ [prasīda] অনু-ক্রি প্রসন্ন হও, দয়া করো, সদয় হও (প্রসীদ, মাগো; হে দেবি, প্রসীদ)। [সং. প্র + √ সদ্-হি]।
প্রসুপ্ত [prasupta] বিণ. গভীর নিদ্রামগ্ন। [সং. প্র + সুপ্ত]। প্রসুপ্তি বি. গভীর নিদ্রা।
প্রসূ [prasū] বিণ. (সমাসে পরপদে) প্রসবকারিণী, উত্পাদনকারিণী (ফলপ্রসূ, বীরপ্রসূ, স্বর্ণপ্রসূ)। ☐ বি. জননী। [সং. প্র + √ সূ + ক্বিপ্]। ̃ বিণ. 1 সঞ্জাত (বিদ্বেষপ্রসূত); 2 উত্পন্ন; 3 গর্ভ থেকে ভূমিষ্ঠ (সদ্যোপসূত সন্তান)। ̃ তা বিণ. (স্ত্রী.) 1 উত্পন্না; ভূমিষ্ঠা; 2 সন্তান প্রসব করেছে এমন। ̃ তি বি. 1 প্রসবিনী, জননী; 2 (বিরল) উত্পত্তি, কারণ। [সং. প্র + √ সূ + তি]।
প্রসূন [prasūna] বি. 1 ফুল; 2 মুকুল, কুঁড়ি; 3 ফল। [সং. প্র + √ সূ + ত]।
প্রসৃত [prasṛta] বিণ. 1 নির্গত, নিঃসৃত; 2 বিস্তৃত, ব্যাপ্ত; 3 বৃদ্ধিপ্রাপ্ত, প্রবৃদ্ধ; 4 প্রশস্ত, বিস্তারযুক্ত; 5 বিনীত, নম্র (প্রসৃতবাক্য)। [সং. প্র + √ সৃ + ত]। প্রসৃতি বি. 1 বিস্তার, ব্যাপ্তি; 2 নির্গমন; 3 বেগ; 4 হাতের কোষ।
প্রসেক [prasēka] বি. 1 সেচন; 2 বর্ষণ। [সং. প্র + √ সিচ্ + অ]।
প্রস্ত [prasta] বি. প্রস্হ, দফা, সেট (একপ্রস্ত কাপড় কাচা হল, আরও বাকি আছে)। [< প্রস্হ]।
প্রস্তর [prastara] বি. পাথর, পাষাণ, শিলা। [সং. প্র + √ স্তৃ + অ]। প্রস্তর যুগ সভ্যতার যে প্রাচীন যুগে মানুষ পাথরের অস্ত্র পাত্র ইত্যাদি ব্যবহার করত, stone age. প্রস্তরী-ভবন বি. পাথরে পরিণত হওয়া। প্রস্তরী-ভূত বিণ. পাথরে পরিণত।
প্রস্তাব [prastāba] বি. 1 প্রসঙ্গ; 2 কথার উত্থাপন; 3 আলোচনার জন্য উত্থাপিত বিষয় (বিয়ের প্রস্তাব); 4 বিতর্কসভার বিষয়, motion (আমি প্রস্তাবের বিরুদ্ধে বলব); 5 গ্রন্হাদির অধ্যায়, প্রকরণ (প্রথম প্রস্তাব, দ্বিতীয় প্রস্তাব)। [সং. প্র + √ স্তু + অ]। ̃ বিণ. প্রস্তাবকারী। ̃ না বি. 1 সূচনা, ভূমিকা (গ্রন্হের প্রস্তাবনা); 2 (সং. নাটকে) সূত্রধার ও নটনটীর কথাপ্রসঙ্গে নাটকের বিষয়বস্তুর অবতারণা। প্রস্তাবিত বিণ. প্রস্তাব করা হয়েছে এমন, আলোচনার জন্য বা বিবেচনার জন্য উত্থাপিত; আলোচনার বিষয়ীভূত।
প্রস্তার [prastāra] বি. 1 তৃণশয্যা; 2 ঘাসবন; 3 ব্যাপ্তি, বিস্তার। [সং. প্র + √ স্তৃ + অ]।
প্রস্তুত [prastuta] বিণ. 1 তৈরি, নির্মিত (জিনিসটা বিদেশে প্রস্তুত); 2 সজ্জিত, তৈরি হয়ে রয়েছে এমন, উন্মুখ (যাবার জন্য প্রস্তুত); 3 সম্মত, রাজি (ক্ষমা চাইতে প্রস্তুত আছে); 4 আয়োজন সম্পূর্ণ হয়েছে বা করেছে এমন (কন্যাপক্ষ এখন প্রস্তুত)। [সং. প্র + √ স্তু + ত]। প্রস্তুতি বি. 1 আয়োজন বা উদ্যোগ; 2 প্রস্তুত বা তৈরি থাকার ভাব; 3 নির্মাণ। প্রস্তুতি-পর্ব বি. আরম্ভ বা আরম্ভের আয়োজন, উদ্যোগ ইত্যাদি।
প্রস্হ [prasha] বি. 1 দফা (দুই প্রস্হ দাবি); 2 একই প্রয়োজনে ব্যবহার্য বস্তুসমূহ (এক প্রস্হ নতুন পোশাক, এক প্রস্হ বাসন)। [দেশি]।
প্রস্হ [prasha] বি. 1 চওড়ার মাপ (দৈর্ঘ্য ও প্রস্হ); 2 বিস্তার, পরিসর; 3 পর্বতের সানুদেশ (হিমাদ্রিপ্রস্হ); 4 সমতল ভূমি (ইন্দ্রপ্রস্হ)। [সং. প্র + √ স্হা + অ]। ̃ চ্ছেদ বি. (বিজ্ঞা.) cross-section. ̃ দেশ বি. পর্বতের সানুদেশ।
প্রস্হান [prashāna] বি. 1 যাত্রা, চলে যাওয়া, গমন; 2 প্রয়াণ। [সং. প্র + √ স্হা + অন]। ̃ পর, প্রস্হানোদ্যত বিণ. যাবার জন্য প্রস্তুত, যাবার উপক্রম করছে এমন। প্রস্হিত বিণ. প্রস্হান করেছে এমন।
প্রস্হাপন [prashāpana] বি. 1 প্রেরণ; 2 উপস্হাপন। [সং. প্র + √ স্হাপি + অন]। প্রস্হাপিত বিণ. প্রেরিত; উপস্হাপিত।
প্রস্ফুট [prasphuṭa] বিণ. 1 পূর্ণ বিকশিত, সম্পূর্ণরূপে ফুটেছে এমন (প্রস্ফুটিত জ্যোত্স্না, প্রস্ফুটিত ফুল); 2 সম্পূর্ণ প্রকাশিত বা ব্যক্ত। [সং. প্র + √ স্ফুট্ + অ, ত]। প্রস্ফুটন বি. প্রস্ফুটিত হওয়া, ফোটা; প্রকাশ বা বিকাশ।
প্রস্ফুটিত [ prasphuṭita] বিণ. 1 পূর্ণ বিকশিত, সম্পূর্ণরূপে ফুটেছে এমন (প্রস্ফুটিত জ্যোত্স্না, প্রস্ফুটিত ফুল); 2 সম্পূর্ণ প্রকাশিত বা ব্যক্ত। [সং. প্র + √ স্ফুট্ + অ, ত]। প্রস্ফুটন বি. প্রস্ফুটিত হওয়া, ফোটা; প্রকাশ বা বিকাশ।
প্রস্ফুরণ [prasphuraṇa] বি. ঈষত্ স্পন্দন বা কম্পন, মৃদু কম্পন। [সং. প্র + √ স্ফুর্ + অন]। প্রস্ফুরিত বিণ. ঈষত্ স্পন্দিত বা কম্পিত, প্রস্ফুরণযুক্ত (প্রস্ফুরিত অধর)।
প্রস্বাপন [prasbāpana] বিণ. নিদ্রাজনক। ☐ বি. নিদ্রাজনক অর্থাত্ ঘুম পাড়িয়ে দেয় এমন পৌরাণিক অস্ত্রবিশেষ। [সং. প্র + √ স্বপ্ + ণিচ্ + অন]।
প্রস্যন্দ [prasyanda] বি. ক্ষরণ, স্রবণ, গলন। [সং. প্র + √ স্যন্দ্ + অ, অন]। প্রস্যন্দী (-ন্দিন্) বিণ. যা থেকে ক্ষরিত হয়, স্রাবী (মধুপ্রস্যন্দী)।
প্রস্যন্দন [ prasyandana] বি. ক্ষরণ, স্রবণ, গলন। [সং. প্র + √ স্যন্দ্ + অ, অন]। প্রস্যন্দী (-ন্দিন্) বিণ. যা থেকে ক্ষরিত হয়, স্রাবী (মধুপ্রস্যন্দী)।
প্রস্রবণ [prasrabaṇa] বি. 1 ঝরনা, নির্ঝর; 2 ক্ষরণ, স্রাব। [সং. প্র + √ স্রু + অন]।
প্রস্রাব [prasrāba] বি. 1 মূত্র (প্রস্রাবের দোষ); 2 মূত্রত্যাগ (প্রস্রাব করা)। [সং. প্র + √ স্রু + অ]।
প্রস্রুত [prasruta] বিণ. ক্ষরিত, স্রাবিত, নিঃসৃত। [সং. প্র + √ স্রু + ত]।
প্রাগ্রসর [prāgrasara] বিণ. অগ্রগামী, উন্নত। [সং. প্র + অগ্রসর]।
ফরসা [pharasā] বিণ. 1 গৌরবর্ণ (গায়ের রং ফরসা); 2 পরিষ্কৃত, পরিষ্কার (ফরসা কাপড় পরেছে); 3 নির্মল, আলোকোজ্জ্বল, মেঘহীন (আকাশ ফরসা হয়েছে); 4 নিঃশেষ, সাবাড় (গুদাম ফরসা, কলেরায় গ্রাম ফরসা হয়ে গেছে)। [হি. ফরচা]।
ফরসি [pharasi] বি. ধূমপানের লম্বা নলযুক্ত হুঁকোবিশেষ। [আ. ফর্সী]।
ফলপ্রসূ [ phalaprasū] দ্র ফল
ফারসি [phārasi] বিণ. পারস্যদেশীয়। ☐ বি. পারস্যের ভাষা। [আ. ফার্সী]।
(কথ্য) ফুরসুত [ (kathya) phurasuta] বি. অবসর, অবকাশ (সারা দিনে একটুও ফুরসত মেলে না)। [আ. ফুরসত্]।
বদরসিকতা [badarasikatā] দ্র বদ
বান-প্রস্হ [bāna-prasha] বি. হিন্দু ধর্মানুযায়ী তৃতীয় আশ্রম অর্থাত্ প্রৌঢ় বয়সে সংসারধর্ম ত্যাগ করে বনগমনপূর্বক ঈশ্বরচিন্তায় অবশিষ্ট জীবনযাপন। [সং. বনপ্রস্হ +অ]।
বারসমিতি [bārasamiti] দ্র বার4
বিত্রস্ত [bitrasta] বিণ. অতিশয় ভীত, সন্ত্রস্ত। [সং. বি + ত্রস্ত]।
বিরস [birasa] বিণ. 1 রসহীন; 2 নিরানন্দ, বিমর্ষ, স্নান (বিরসবদন)। [সং. বি + রস]। বি. ̃ তা। ̃ বদন বিণ. স্নান বা বিমর্ষ মুখযুক্ত। ☐ বি. বিমর্ষ বা ম্লান মুখ (একা বিরসবদনে বসে আছে)।
বিস্রস্ত [bisrasta] বিণ. 1 পতিত; 2 স্খলিত, এলোমেলো (বিস্রস্ত বসন, বিস্রস্ত কেশ); 3 ক্ষরিত। [সং. বি + √ স্রন্স্ + ত]।
বেনারসি [bēnārasi] বিণ. বেনারস বা বারাণসীতে প্রস্তুত বা উপজাত (বেনারসি শাড়ি)। ☐ বি. বেনারসি শাড়ি। [বাং. বেনারস + ই]।
(বর্জি.) বেনারসী [ (barji.) bēnārasī] বিণ. বেনারস বা বারাণসীতে প্রস্তুত বা উপজাত (বেনারসি শাড়ি)। ☐ বি. বেনারসি শাড়ি। [বাং. বেনারস + ই]।
বেরসিক [bērasika] বিণ. রসজ্ঞানহীন, অরসিক, রসিকতা করতে পারে না বা বোঝে না এমন। [ফা. বে + সং. রসিক]।
বৈরস্য [bairasya] বি. 1 বিরসতা, বিরসভাব; 2 অনিচ্ছা, অনাসক্তি। [সং. বিরস + য]।
ভদ্রসন [bhadrasana] বি. বাস্তুভিটা, বসতবাড়ি (ভদ্রাসনটুকুও চলে গেছে)। [ভদ্র + আসন বাং. মতে]।
ভরসন্ধ্যা [bharasandhyā] দ্র ভর1
ভরসা [bharasā] বি. 1 আস্হা, নির্ভর (আমার উপর ভরসা রাখো); 2 অবলম্বন, আশ্রয় (আপনিই আমার একমাত্র ভরসা); 3 আশ্বাস ('কূলে একা বসে আছি নাহি ভরসা': রবীন্দ্র, কোনো ভরসায় চাকরিটা ছাড়লে?)। [হি. ভরোসা]।
মন্ত্রসিদ্ধ [ mantrasiddha] দ্র মন্ত্র
মৌরসি [maurasi] বিণ. 1 পৈতৃক; 2 পুরুষানুক্রমে প্রাপ্ত বা ভোগ্য (মৌরসি পাট্টা)। [আ. মউরূস]। মৌরসি পাট্টা 1 খাজনার বিনিময়ে পুরুষানুক্রমে জমি ভোগ করার বন্দোবস্ত; 2 (আল.) চিরস্হায়ী অধিকার।
রস [rasa] বি. 1 স্বাদ; 2 রসনার দ্বারা খাদ্যদ্রব্য স্পর্শ করার ফলে লব্ধ ছয়প্রকার অনুভূতি যথা কটু তিক্ত কষায় লবণ অম্ল ও মধুর; 3 এ-থেকে 'ছয়' এই সংখ্যার সংকেত ('নিশাপতি রস ঋতু আর দ্বিজরাজ') 4 দ্রব, কঠিন পদার্থের গলিত বা জলমিশ্রিত অবস্হা (চিনির রস); 5 নির্যাস (ফলের রস); 6 নিঃস্রাব (খেজুরের রস, ঘায়ের রস); 7 তরল সারভাগ (অন্নরস); 8 শ্লেষ্মা (রসাধিক্য); 9 শুক্র বীর্য; 1 প্রবল অনুরাগ বা আসক্তি ('রসভারে দুঁহু থরথর কাঁপই': চণ্ডী); 11 হৃদয়বোধ; 12 দেহগত ধাতুবিশেষ (রস নামা); 13 (অল.) শৃঙ্গার বা আদি বীর করুণ রৌদ্র অদ্ভুত ভয়ানক হাস্য বীভত্স ও শান্ত-সাহিত্যের এই নয় প্রকার বর্ণনাবৈশিষ্ট্য; 14 বৈষ্ণব সাধন ও সাহিত্যের পাঁচপ্রকার বৈশিষ্ট্য যথা, শান্ত দাস্য সখ্য বাত্সল্য মধুর বা উজ্জ্বল 15 তাত্পর্য, গূঢ় মর্ম (কাব্যরস); 16 তেজ, অহংকার (খুব রস হয়েছে দেখছি); 16 রঙ্গ, কৌতুক, রসিকতা (রসের কারবারি, রসের কথা আর ভালো লাগে না); 18 হর্ষ, উল্লাস (রসে মাতা); 17 ভোগসুখ, আনন্দ (ও-রসে বঞ্চিত, লেখাপড়ায় রস পায় না); 2 সম্বল, পুঁজি, অর্থবল (তার রস এবারে ফুরিয়ে এসেছে); 21 আকর্ষণ (গল্পের রস, বর্ণনার রস) 22 মজা, লাভ (চাকরিতে আর রস নেই); 23 (আয়ু.) পারদ (রসকর্পূর, রসসিন্দুর)। [সং. √রস্ + অ]। করা বি. চিনির রসে পাক-করা নারকেলের নাড়ুবিশেষ। ̃ .কর্পূর বি. পারদঘটিত আয়ুর্বেদীয় ওষুধবিশেষ। ̃ .কলি বি. বৈষ্ণবদের ললাটে অঙ্কিত পুষ্পকলির মতো তিলক। ̃ .কষ বি. মাধুর্য ও কোমলতা; সামান্যমাত্র রস (তার কথাবার্তায় রসকষ একেবারেই নেই)। ̃ .গর্ভ বিণ. সরস রসপূর্ণ (রসগর্ভ রচনা, রসগর্ভ বাক্য)। ̃ .গোল্লা বি. চিনির রসে পাক করা ছানার গোল্লাবিশেষ। ̃ .গ্রাহী (-হিন্) বিণ. রসিক, সমঝদার (রসগ্রাহী পাঠক)। ̃ .ঘন বিণ. প্রগাঢ় রসযুক্ত। ̃ .ঘ্ন বিণ. দেহস্হ রসের আধিক্যনাশক। ☐ বি. সোহাগা। ̃ .জ্ঞ বিণ. মর্মগ্রাহী, সমঝদার, রসিক (রসজ্ঞ সমালোচক)। স্ত্রী. ̃ .জ্ঞা। বি. ̃ .জ্ঞ তা। ̃ .জ্ঞান বি. রসবোধ, রস উপলব্ধি, রস বা মর্ম উপলব্ধি করার বা উপভোগ করার শক্তি। ̃ .বড়া বি. গুড় বা চিনির রসে পাক-করা ডালবড়া। ̃ .বড়ি বি. বিষবড়ি, পারদঘটিত কবিরাজি ওষুধবিশেষ। ̃ .বতী বিণ. (স্ত্রী.) সুরসিকা। ☐ বি. 1 সুন্দরী ও রসিকা যুবতী; 2 রান্নাঘর। ̃ .বন্ত বিণ. 1 রসিক; 2 রসাল, রসযুক্ত। ̃ .বাত বি. দেহে রসাধিক্যঘটিত বাতরোগ। ̃ .বৃদ্ধি, রসাধিক্য বি. দেহস্হ রসের আধিক্য বা প্রাবল্য; শ্লেষ্মাবৃদ্ধি। ̃ .বেত্তা (-ত্তৃ) বিণ. রসজ্ঞ, মর্মভেহী, রসিক ̃ .বোধ বি. রসজ্ঞান -এর অনুরূপ। ̃ .ভঙ্গ বি. সরস প্রসঙ্গে অথবা রস-উপভোগে অপ্রত্যাশিত বাধা। ̃ .ময় বিণ. 1 রসপূর্ণ; 2 রসিক। স্ত্রী. ̃ .ময়ী। ̃ .মুণ্ডি বি. ছোটো ছোটো রসগোল্লার মতো মিঠাইবিশেষ। ̃ .রঙ্গ বি. সরস আমোদ-প্রমোদ বা হাসিঠাট্টা। ̃ .রচনা বি. রসিকতাপূর্ণ বা হাস্যরসাত্মক রচনা। ̃ .রাজ বি. 1 রসিকশ্রেষ্ঠ; 2 শ্রীকৃষ্ণ; 3 রসাঞ্জন; 4 পারদ। ̃ .শালা বি. রাসায়নিক গবেষণাগার বা কার্ষালয়। ̃ .সাহিত্য বি. যে-সাহিত্য বিশুদ্ধ আনন্দরূপকে ব্যক্ত করে যে-রচনা নির্মল আমোদ উদ্রেক করে। ̃ .সিন্দূর বি. গন্ধক ও পারদ একত্রে ভস্মীভূত করলে সিঁদুরের মতো যে পদার্থ পাওয়া যায়, হিঙ্গুল। ̃ স্হ বিণ. (দেহে) রসের আধিক্য হয়েছে এমন, শ্লেষ্মাপীড়িত। ̃ .হীন বিণ. 1 নীরস, শুষ্ক 2 আকর্ষণহীন। রসাঞ্জন বি. সুর্মা; গন্ধক ও ন্টিমনি মিশ্রিত খনিজ পদার্থ। রসাত্মক বিণ. রসগর্ভ, রসপূর্ণ (রসাত্মক বাক্য)। রসাধিক্য বি. দেহে শ্লেষ্মার বৃদ্ধি। রসাবেশ বি. প্রবল অনুরাগ বা আবেগের সঞ্চার। রসাভাস বি. 1 (অল.) পরিবেশের বা বিষয়বস্তুর বিরুদ্ধ রস বা বর্ণনা; 2 অনুচিত বর্ণনা বা রস। রসালাপ বি. সরস বা কৌতুকজনক কথাবার্তা। রসাস্বাদন, রসাস্বাদ বি. রসের স্বাদ গ্রহণ করা মর্ম উপলব্ধি করা। রসেন্দ্র বি. পারদ। রসোত্তীর্ণ বিণ. রস পরিবেশনে সফল বা সার্থক চিত্তাকর্ষক, মনোগ্রাহী। রসোদগার বি. (বৈ. সা.) মিলনে পূর্ণতৃপ্তি বোধ না হওয়ায় পুনরায় মিলনের বাসনায় পূর্বে আস্বাদিত সকল রসের স্মৃতিচারণা।
রসদ [rasada] বি. 1 (প্রধানত সৈন্যদলকে প্রদত্ত বা তাদের জন্য সঞ্চিত) খাদ্যদ্রব্য ration 2 খোরাক 3 (আল.) উপকরণ (আনন্দের রসদ, রসদের ঘাটতি নেই); 4 প্রয়োজনীয় অর্থ (বড়োমানুষি করার রসদ কোথায়?)। [ফা. রসদ্]।
রসন [rasana] বি. 1 রসগ্রহণ, আস্বাদন; 2 ধ্বনন 3 জিহ্বা। [সং. √ রস্ + অন]।
রসনা [rasanā] বি. আস্বাদনের ইন্দ্রিয়, জিহ্বা। [সং. রসন + আ]। রসনেন্দ্রিয় বি. জিহ্বা।
রসম [rasama] বি. রীতি, নিয়ম, আচার, ধারা। [আ. রসম]।
রসা [rasā] বি. পৃথিবী (রসাতল)। [সং. √ রস্ + অ + আ]।
রসা [rasā] বিণ. 1 রসযুক্ত 2 প্রচুর রস আছে এমন (রসা মাছ, রসা কাঁঠাল)। ☐ বি. মাছ মাংস প্রভৃতির অল্প ঝোলযুক্ত ব্যঞ্জনবিশেষ (মাছের মাথা দিয়ে রসা রান্না)। ☐ ক্রি. 1 রসযুক্ত হওয়া (মাটি রসেছে); 2 সর্দিতে ভারাক্রান্ত হওয়া (চোখমুখ রসেছে)। [সং. রস + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 রসযুক্ত করা; 2 আর্দ্র কোমল বা রসভাবযুক্ত করা। ☐ বিণ. উক্ত অর্থে।
রসাঞ্জন [rasāñjana] দ্র রস
রসা-তল [rasā-tala] বি. 1 পুরাণে বর্ণিত সপ্তপাতালের নিম্নতমটি; 2 ভূতল; 3 (বাং.) অধঃপাত, ধ্বংস (রসাতলে যাওয়া)। [সং. রসা1 + তল]।
রসান [rasāna] বি. 1 রসসিক্ত করা; 2 স্বর্ণাদি ধাতু উজ্বল করার উপকরণ অথবা পালিশ-পাথর; 2 (আল.) তীব্র রসাত্মক বাক্য, ফোড়ন (রসান দিয়ে বলা)। [< সং. রসায়ন]।
রসানো [rasānō] দ্র রসা2
রসায়ন [rasāẏana] বি. 1 (বিজ্ঞা.) পদার্থ সমূহের উপাদান, গুণ, পরস্পর সম্বন্ধ, বিক্রিয়া প্রভৃতি বিষয়ক বিদ্যা, chemistry; 2 আয়ুবৃদ্ধিকর ও রোগজরানাশক ওষুধ। [সং. রস + অয়ন]। রসায়নী বিণ. (স্ত্রী.) 1 রসায়নসম্বন্ধীয় (রসায়নী বিদ্যা)। বিণ. রাসায়নিক, রসায়নী। ☐ বি. (বিরল) রসায়নবিদ, chemist.
রসাল [rasāla] বিণ. 1 সরস (রসাল বর্ণনা); 2 ভিতরে রস আছে এমন, রসপূর্ণ (রসাল ফল)। ☐ বি. আমগাছ ('ব্রততী যেমনি বিশাল রসালমূলে': মধু.) [সং. রস + আ √ লা + অ]।
রসালাপ [rasālāpa] দ্র রস
রসাস্বাদ [ rasāsbāda] দ্র রস
রসাস্বাদন [ rasāsbādana] দ্র রস
রসালো-রসাল [rasālō-rasāla] (বিণ.) এর রূপভেদ।
রসিক [rasika] বিণ. 1 রসজ্ঞ, তাত্পর্য জানে বা বোঝে এমন, মর্মগ্রাহী (কাব্যরসিক); 2 আদিরসের বোধসম্পন্ন (রসিক নাগর); 3 রঙ্গরসে পটু, আমুদে, রসপ্রিয় (রসিক লোক)। [সং. রস + ইক]। স্ত্রী. রসিকা। তা বি. 1 হাস্যরসের অবতারণা; 2 আদিরসাত্মক আলাপের অবতারণা; 3 হাস্যপরিহাস, রঙ্গরস।
রসিত [rasita] বিণ. আস্বাদিত। ☐ বি. (বিরল) নিনাদ, গর্জন (মেঘরসিত)। [সং. √ রস্ + ত]।
রসিদ [rasida] বি. অর্থাদির প্রাপ্তিস্বীকারপত্র, receipt. [ফা. রসীদ্]।
রসুই [rasui] বি. রন্ধন, রান্না। [তু. হি. রসোই < সং. রসবতী (=রন্ধনশীল)]। ̃ ঘর বি. পাকশালা, রান্নাঘর। ̃ য়ে, রসুয়ে বিণ. রন্ধনকারী (রসুইয়ে বামুন)।
রসুন [rasuna] অনু-ক্রি. থামুন, অপেক্ষা করুন (একটু রসুন, আমি এখনই আসছি)। [রওয়া দ্র]।
রসুল [rasula] বি. ঈশ্বরের দূত, পয়গম্বর, ঈশ্বরপ্রেরিত মহাপুরুষ। [আ. রসুল্]।
রসেন্দ্র [rasēndra] দ্র রস
রসোত্তীর্ণ [ rasōttīrṇa] দ্র রস
রসোদগার [ rasōdagāra] দ্র রস
রসো [rasō] অনু-ক্রি. থামো, অপেক্ষা করো। [রওয়া দ্র]।
রাম-প্রসাদি [rāma-prasādi] বি. বিণ. সাধক রামপ্রসাদ সেনের রচিত শ্যামাসংগীত বা তদ্বিষয়ক। [বাং. রামপ্রসাদ + ই]।
লশুন-রসুন [laśuna-rasuna] এর রূপভেদ।
ষড়্-রস [ṣaḍ়-rasa] বি. লবণ কষায় কটু তিক্ত অম্ল ও মধুর -এই ছয় প্রকার রস বা স্বাদ। [সং. ষট্ + রস]।
সন্ত্রস্ত [santrasta] বিণ. সন্ত্রাসযুক্ত, অত্যন্ত ভীত; ভয়ে ব্যাকুল (সন্ত্রস্ত প্রাণ)। [সং. সম্ + এস্ত]। স্ত্রী. সন্ত্রস্তা
সরস [sarasa] বিণ. 1 রসযুক্ত, রসাল (শুষ্ককে সরস করা); 2 রসিকতাপূর্ণ; 3 প্রীতিপ্রদ (সরস আলাপ)। ☐ বি. সরোবর, হ্রদ ('বিপরীত-সরসে সিনান করিব': চণ্ডী)। [সং. সহ + রস]। স্ত্রী সরসা (ঘনগৌরবে নবযৌবনা বরষা/শ্যামগম্ভীর সরসা': রবীন্দ্র)। ̃ তা বি. 1 রসপূর্ণতা; 2 মধুরতা। [সরেস দ্র]।
সরসিজ [sarasija] বি. পদ্ম। [সং. সরসি + √ জন্ + অ]।
সরসী [sarasī] দ্র সরঃ
সারস [sārasa] বি. জলা জমিতে বিচরণকারী বকজাতীয় বড়ো পাখিবিশেষ। [সং. সরস্ + অ]। স্ত্রী. সারসী
সারস্বত [sārasbata] বিণ. 1 সরস্বতীসম্বন্ধীয় বা বিদ্যাসম্বন্ধীয় (সারস্বত সাধনা); 2 বিদ্বান। ☐ বি. 1 দিল্লির উত্তর পশ্চিমস্হ প্রাচীন স্হানবিশেষ; 2 সারস্বতদেশীয় ব্রাহ্মণবিশেষ। [সং. সরস্বতী + অ]। সারস্বত সমাজ বি. বিদ্বন্মণ্ডলী, পণ্ডিতসমাজ; সাহিত্যিকবৃন্দ। সারস্বত সাধনা বি. বিদ্যাচর্চা, জ্ঞানচর্চা।
সুপ্রসন্ন [ suprasanna] দ্র সু
সুপ্রসব [ suprasaba] দ্র সু
সুপ্রসিদ্ধ [ suprasiddha] দ্র সু
সুরস [ surasa] দ্র সু
সুরসা [ surasā] দ্র সু
সুরসাল [ surasāla] দ্র সু
সুরসিক [ surasika] দ্র সু
সুরসরিত্ [surasarit] দ্র সুর2
সুরসিন্ধু [ surasindhu] দ্র সুর2
সুরসুন্দরী [ surasundarī] দ্র সুর2
স্রস্ত [srasta] বিণ. 1 স্খলিত, বিচ্যুত; 2 ক্ষরিত, বিগলিত; 3 স্হানভ্রষ্ট; 4 শিথিল। [সং. √ স্রংশ্ + ত]। তু. বিস্রস্ত
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2024 © ovidhan.org