Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Plenteous
Plentiful
Plenty
Plenum
Pleonusm
Plethora
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word গজ from Bangla-English Dictionary
গজ: Bangla to English
কাগজ [kāgaja] n paper; newspaper; records; a document; a promissory bond. কোম্পানির কাগজ stocks, government se curities or bonds. খবরের কাগজ a news paper. স্বচ্ছ কাগজ tracing paper. কাগজে কলমে adv. in writing or in print, in black and white; only theoretically, on paper. ̃চাপা n. a paper-weight. ̃পত্র n. pl. documents, papers. কাগজি a. of pa per; of newspaper; having a papery or very thin covering. ☐ n. a paper-manu facturer; a paper dealer. কাগজি মুদ্রা pa per money. কাগজের মণ্ড paper pulp.
গজ [gaja] n gauze (ঘায়ের মধ্যে গজ ঢোকানো) গজ ঢোকানো v. to put a piece of gauze into.
গজ [gaja] n a protuberance, a swelling (মাথায় গজ বেরিয়েছে); a sprout (ঝুনো নারকেলটার গজ বেরিয়েছে). গজ বার হওয়া v. to protu berate, to have a swelling; to sprout.
গজ [gaja] n a measure of length equal to 3 feet. a yard. 91.5 cm or .9144 m. ☐ a. measuring a yard (একগজ কাপড়, পাঁচগজ লম্বা). ̃কাঠি n. a yardstick. গজি same as গজ3 (a).
গজ4 [gaja4] n the elephant; (in chess) the bishop; a very small variety of worm (গজভুক্ত কপিত্থ). ̃কচ্ছপ n. (myth.) two brothers, who contended with each other for the possession of their pater nal wealth, were turned into a huge el ephant and a huge tortoise, in their new shapes too they went on fighting frightfully and relentlessly; (fig.) two terrible contestants; (hum.) a man of elephantine build. গজকচ্ছপের যুদ্ধ (fig.) a relentless encounter between equals; Greek meeting Greek. ̃কুম্ভ n. a globu lar appendage on the forehead of the elephant ̃গতি, ̃গমন n. slow and ma jestic or stately gait (of a well-built person) resembling that of an elephant. ☐ a. moving majestically like an el ephant. ̃গামিনী a. fem. mounted on an elephant; moving majestically like an elephant. ☐ n. such a woman or girl. masc. (a. & n.). ˜গামী । ̃ঘন্টা n. a bell tied round an elephant's neck to warn the passers-by from a distance. ̃চক্ষু n. a very small and squint eye. ☐ a. one with such an eye. ̃দন্ত1 n. ivory.̃দন্ত2 n. an extra tooth (of a man) growing in front of another. ̃ন্দর a. very big; fat; pot-bellied. ̃পতি n. a leader amongst the wild elephants. ̃বীথি n. an orderly line of elephants. ̃ভুক্ত a. eaten by an elephant; eaten by a small worm called গজ (see above). ̃ভুক্তকপিত্থবত্ a. & adv. like a sour wood-apple eaten up by worms (a গজ worm enters unnoticeably into a sour wood-apple and eats up the whole of its kernel); (fig.) utterly hollow though looking full. ̃মোতি, (inc.) ̃মতি, ̃মুক্তা n. any of the costly pearls which, according to fables, are shed from an elephant's head. ̃যূথ n. a herd of elephants. ̃রাজ same as গজপতি ।
গজগজ [gajagaja] int expressing: low grumbling (usu. to one's own self) in anger, an noyance, discountent, dissatisfaction etc. (চাকরটা রাগে গজগজ করছে); restless desire for coming out (পেটে কথা গজগজ করছে); overcrowding (পেটে খাবারগুলো গজগজ করছে). গজগজ করা v. to grumble; to try restlessly to come out; to over crowd. গজগজানি n. grumbling; (rare) restless desire for coming out; (rare) overcrowding.
গজগির [gajagira] n the pavement round a draw-well etc., (cp.) a well-curb; (archi.) a work of decorative plaster ing.
গজগিরি [ gajagiri] n the pavement round a draw-well etc., (cp.) a well-curb; (archi.) a work of decorative plaster ing.
গজব [gajaba] n oppression, tyranny, outrage, violence, high-handedness; injustice.
গজরানো [gajarānō] v to rumble; to grumble surlily, to growl. গজরানি n. a rumbling; a rumbling noise; a growl.
গজল [gajala] n a Persian musical mode (chiefly used in singing love-songs); a love-song; a love-lyric.
গজা [gajā] n a kind of sweetmeat made of flour.
গজানন [gajānana] n a person who has on his shoul ders an elephant's head instead of his own; an appellation of Ganesha (গণেশ).
গজানীক [gajānīka] n a warrior mounted on an el ephant.
গজানো [gajānō] v to sprout; to originate; to evolve; to grow. ☐ a. sprouted; origi nated; evolved, grown.
গজারি [gajāri] n an enemy of the elephant; the lion.
গজারোহী [gajārōhī] a mounted on an elephant. ☐ n. a man or soldier mounted on an el ephant. fem. গজারোহিণী ।
গজাল [gajāla] n a large and thick nail, a peg, a rivet; a variety of freshwater fish shaped almost like a cylinder.
গজেন্দ্র [gajēndra] n a leader of a herd of wild el ephants; the best elephant; a superb el ephant. ̃গমন n. majestic or stately gait (of a well-built person) resembling that of an elephant. ☐ a. moving majesti cally like an elephant. fem. ̃গমনা, ̃গামিনী ।
জগজগ [jagajaga] int expressing: sparkling or daz zling state. জগজগা n. a sparkling or dazzling tinfoil. জগজগে a. sparkling, dazzling, shining.
জগজ্জননী [jagajjananī] n the mother of the world: an appellation of Goddess Durga (দুর্গা).
জগজ্জয়ী [jagajjaẏī] a world-conquering. ☐ n. a con queror of the whole world, a world conqueror.
দিগ্গজ [diggaja] n (myth.) any one of the eight ce lestial elephants guarding the quarters of the globe; (chiefly iron.) a very eru dite or prominent or capable man; a portentous idiot. ☐ a. (chiefly iron.) very erudite or vastly learned or prominent or capable (দিগ্গজ পন্ডিত, দিগ্গজ উকিল, দিগ্গজ ছেলে).
প্রায়োগজ [prāẏōgaja] a same as প্রায়োগিক ।
মগজ [magaja] n brains; intelligence; the intellect or the pate; memory.
মগজি [magaji] n ornamental border or hem (of a frock, shirt etc.).
শোষ-কাগজ [śōṣa-kāgaja] n blotting-paper.
গজ: Bangla to Bangla
কাগজ [kāgaja] বি. 1 কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; 2 সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); 3 দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. < চৈ. কায়গদ্]। ̃ ওয়ালা বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। ̃ পত্র বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি।
কাগজি [kāgaji] বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। ☐ বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]।
(বর্জি.) কাগজী [ (barji.) kāgajī] বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব; 3 কাগজের মতো পাতলা আবরণবিশিষ্ট (কাগজি লেবু)। ☐ বি. কাগজের ব্যাপারি। কাগজাত বি. (আদালতের ভাষায়) কাগজপত্র; হিসাবপত্র; দলিলপত্র। কাগজে-কলমে ক্রি. বিণ. লিখিতভাবে। কাগুজে বিণ. 1 কাগজসম্বন্ধীয়; 2 কেবল কাগজেই প্রচারিত কিন্তু অবাস্তব (কাগুজে বাঘ)। [আ. কায়গদ]।
গজ [gaja] বি. দুই হাত বা 36 ইঞ্চি পরিমাণ মাপবিশেষ। ☐ বিণ. ওই মাপের (দুই গজ কাপড়)। [তু. সং. 'সাধারণ নরাঙ্গুল্যা ত্রিংশদঙ্গুলকো গজঃ']। ̃ কাঠি বি. এক গজ মাপের কাঠি। গজি বিণ. এক গজ পরিমাণবিশিষ্ট (পাঁচগজি কাপড়)।
গজ [gaja] বি. 1 হাতি; 2 দাবা খেলার বল বা ঘুঁটিবিশেষ; 3 শিবের হাতে নিহত অসুরবিশেষ। [সং. √গজ্ + অ]। ̃ কচ্ছপ বি. 1 পুরাণোক্ত দুই সহোদর মুনিকুমার যারা শাপগ্রস্ত হয়ে হাতি ও কচ্ছপের দেহ ধারণ করে পরস্পরের সঙ্গে দীর্ঘকাল লড়াই করতে করতে অবশেষে গরুড়ের হাতে নিহত হয় ; 2 (আল.) দুই বলশালী, স্হূলকায় ও প্রবল প্রতিপক্ষ; 3 (ব্যঙ্গে) অতিকায় ব্যক্তি। গজ-কচ্ছপের লড়াই বি. প্রবল যুদ্ধ; দুই বলশালী প্রতিপক্ষের প্রবল ও দীর্ঘস্হায়ী যুদ্ধ। ̃ কুম্ভ বি. হাতির মাথায় কুম্ভের মতো মাংসপিণ্ড। ̃ গতি বিণ. হাতির মতো ধীর ও গম্ভীর গতিবিশিষ্ট। ☐ বি. 1 হাতির গমনভঙ্গি ; 2 সংস্কৃত ছন্দোবিশেষ। ̃ গামী (-মিন্) বিণ. 1 গজে চড়ে যায় এমন; 2 হাতির মতো ধীর ও গম্ভীর গমনভঙ্গি যার। স্ত্রী. ̃ গামিনী। ̃ ঘণ্টা বি. দূর থেকে লোকজনকে সাবধান করে দেবার জন্য হাতির গলায় যে বৃহদাকার ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ̃ চক্ষু বি. ঈষত্ বাঁকা এবং দেহের তুলনায় ছোট চোখ। ̃ দন্ত বি. 1 হাতির দাঁত, ivory; 2 মানুষের একটি দাঁতের উপরে যে দাঁত ওঠে, উঁচু দাঁত; 3 গণেশ। ̃ পতি বি. 1 শ্রেষ্ঠ হাতি; 2 হাতিদের প্রধান; 3 ওড়িশার প্রাচীন নৃপতিদের উপাধিবিশেষ। ̃ বীথি বি. হাতিদের সুবিন্যস্ত ও সুশৃঙ্খল শ্রেণি। ̃ ভুক্ত-কপিত্থ-বত্ অব্য. ক্রি-বিণ. ভিতরে সারবস্তু কিছুই অবশিষ্ট নেই এইভাবে; অন্তঃসারহীনভাবে; গজ নামের ক্ষুদ্র কীটে খাওয়া কয়েতবেল যেমন বাইরে অটুট কিন্তু ভিতরে অন্তঃসারশূন্য, সেইরকম। ̃ মোতি, ̃ মুক্তা বি. হাতির মাথায় যে মুক্তা জন্মে বলে প্রবাদ আছে। গজাজিন বি. গজাসুরের চামড়া, শিবের পরিধেয়। গজানন বি. যার মুখ হাতির মতো, গণেশ। গজানীক বি. গজারোহী সৈন্যদল। গজারি বি. 1 হাতির শত্রু সিংহ; 2 গজাসুরের হন্তা শিব ; 3 গাছবিশেষ। গজারূঢ় বিণ. হাতির পীঠে চড়ে আছে এমন। গজারোহী বি. বিণ. হাতির পিঠে আরোহণ করে আছে যে (গজারোহী রাজা)।
গজ-গজ [gaja-gaja] অব্য. বি. 1 বিরক্তিসূচক অস্পষ্ট উক্তি ; 2 অসন্তোষ প্রকাশ (রেগে গজগজ করছে); 3 বাইরে বেরিয়ে আসার জন্য চঞ্চলতা প্রকাশ (পেটে কথা গজগজ করছে); 4 স্হানাভাবে ঠেলাঠেলির ভাব (এখনও পেটে খাবারগুলো গজগজ করছে)। [দেশি, ধ্বন্যা.]।
গজ্-গজ্ [ gaj-gaj] অব্য. বি. 1 বিরক্তিসূচক অস্পষ্ট উক্তি ; 2 অসন্তোষ প্রকাশ (রেগে গজগজ করছে); 3 বাইরে বেরিয়ে আসার জন্য চঞ্চলতা প্রকাশ (পেটে কথা গজগজ করছে); 4 স্হানাভাবে ঠেলাঠেলির ভাব (এখনও পেটে খাবারগুলো গজগজ করছে)। [দেশি, ধ্বন্যা.]।
গজর-গজর [ gajara-gajara] অব্য. বি. 1 বিরক্তিসূচক অস্পষ্ট উক্তি ; 2 অসন্তোষ প্রকাশ (রেগে গজগজ করছে); 3 বাইরে বেরিয়ে আসার জন্য চঞ্চলতা প্রকাশ (পেটে কথা গজগজ করছে); 4 স্হানাভাবে ঠেলাঠেলির ভাব (এখনও পেটে খাবারগুলো গজগজ করছে)। [দেশি, ধ্বন্যা.]।
গজ-গিরি [gaja-giri] বি. 1 কুয়োর চার দিকের শান-বাঁধানো চাতাল; 2 পঙ্খের কাজ বা ঘরের মেঝেতে চুনের প্রলেপ বা কারুকার্য। [হি. গচগীরী-তু. মরাঠি গচগিরী]।
গজ-গির [ gaja-gira] বি. 1 কুয়োর চার দিকের শান-বাঁধানো চাতাল; 2 পঙ্খের কাজ বা ঘরের মেঝেতে চুনের প্রলেপ বা কারুকার্য। [হি. গচগীরী-তু. মরাঠি গচগিরী]।
গজরগজর [gajaragajara] দ্র গজগজ
গজরা [gajarā] ক্রি. চাপা গর্জন করা; বৃথা আক্রোশে গজগজ করা (খাঁচায় বাঘটা গজরাচ্ছে). [< সং. √গর্জ্ (বাং. গজ্র ধ্বনিবিপর্যয়ে) + আ]। ̃ নো ক্রি. গজরা। ☐ বি. গর্জন। গজরানি বি. চাপা গর্জন।
গজল [gajala] বি. (পারস্যদেশীয়) সংগীতের সুরবিশেষ; প্রেমসংগীতবিশেষ। [ফা. গজ.ল]।
গজা [gajā] বি. ময়দার মিঠাইবিশেষ। [দেশি]।
গজা [gajā] ক্রি. 1 অঙ্কুরিত হওয়া, জন্মানো (দাড়ি গজানো, বহু দোকান গজিয়ে উঠেছে) ; 2 বৃদ্ধি পাওয়া। [বাং. √গজা]। ̃ নো ক্রি. গজা। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
গজাল [gajāla] বি. 1 বড় পেরেক; 2 শোলজাতীয় মাছবিশেষ। [ফা. গজ + বাং. আল]।
গজেন্দ্র [gajēndra] বি. 1 সেরা হাতি; 2 হাতিদের প্রধান, হাতিদের দলপতি ; 3 ঐরাবত। [সং. গজ + ইন্দ্র]। ̃ গমন বি. বড় হাতির মতো ধীর ও গুরুগম্ভীর গতি। ̃ গামিনী বিণ. (স্ত্রী.) গজেন্দ্রগমনবিশিষ্টা, ধীরগামিনী।
জগজ্জন [jagajjana] বি. পৃথিবীর মানুষ। [সং. জগত্ + জন]।
জগজ্জননী [jagajjananī] বি. 1 জগতের মাতা; জগন্মাতা; 2 দুর্গাদেবী; 3 পরমেশ্বরী। [সং. জগত্ + জননী]।
জগজ্জয়ী [jagajjaẏī] বিণ. পৃথিবী জয়কারী, বিশ্বজয়ী, দিগ্বিজয়ী। [সং. জগত্ + জয়ী]।
দিগ্-গজ [dig-gaja] বি. 1 পূর্বাদিক্রমে অষ্টদিকে রক্ষক ঐরাবতসহ অষ্টহস্তী; 2 (প্রায়শ ব্যঙ্গে) মহাপণ্ডিত ব্যক্তি। ☐ বিণ. (ব্যঙ্গে) মস্ত বড় (দিগ্গজ পণ্ডিত)। [সং. দিক্ + গজ]।
সেকেন্দরি গজ [sēkēndari gaja] মুসলমান-নৃপতি সেকেন্দর শাহ কর্তৃক প্রবর্তিত দৈর্ঘ্যের মাপবিশেষ (1 সেকেন্দরি গজ = 38 ইঞ্চি)।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org