Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধান

Random Words
Alee
Alembic
Alert
Alexandrine
Alexia
Alexic
Bangla to Bangla / English Dictionary
নীচের বক্সে বাংলা বা ইংরেজী শব্দ লিখে Meaning বাটনে ক্লিক করুন।

Meaning of the word ঘোরা from Bangla-English Dictionary
ঘোরা: Bangla to English
ঘোরা [ ghōrā] v to turn about, to revolve, to spin round; to reel; to ramble, to travel; to grope. ☐ a. roundabout; circuitous, indirect (ঘোরাপথ). ̃ঘুরি n. continuous rambling or travelling; frequentation, continuous coming and going. ঘোরাঘুরি করা v. to ramble or travel continuously; to frequent. ঘুরানো v. to cause to turn about, to revolve, to spin; to cause to reel, to reel; to cause to ramble or travel unnecessarily; to harass. ☐ a. re volving; roundabout, circuitous, indi rect.
ঘোরা [ghōrā] fem of ঘোর ।
ঘোরাকৃতি [ghōrākṛti] a having a frightful or terrible appearance.
ঘোরাফেরা [ghōrāphērā] n walking or wandering or sauntering here and there.
ঘোরালো [ghōrālō] a extremely dark, deep dark (ঘোরালো রাত্রি); deep (ঘোরালো রং); grave or glum (ঘোরালো মুখ); terrible (ঘোরালো বিপদ); very complicated or intricate (ঘোরালো ব্যাপার).
ঘোরা: Bangla to Bangla
ঘোরা [ ghōrā] ক্রি. 1 ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে); 2 পাক খাওয়া (মাথা ঘুরছে); 3 বেড়ানো (একটু ঘুরে আসি); 4 প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)। [সং. √ঘূর্ণ > ঘুর + বাং. আ]। ̃ ঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)। ̃ নো ক্রি. 1 ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব); 2 পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ; 3 ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো; 4 বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)। ̃ নি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো।
ঘোরা [ghōrā] যথাক্রমে ঘুরা, ঘুরাঘুরি ও ঘুরানো -র চলিত রূপ।
ঘোরাঘুরি [ ghōrāghuri] যথাক্রমে ঘুরা, ঘুরাঘুরি ও ঘুরানো -র চলিত রূপ।
ঘোরানো [ ghōrānō] যথাক্রমে ঘুরা, ঘুরাঘুরি ও ঘুরানো -র চলিত রূপ।
ঘোরা-ফেরা [ghōrā-phērā] বি. ঘুরে ফিরে বেড়ানো, ইতস্তত বেড়ানো, [বাং. ঘোরা + ফেরা]।
ঘোরালো [ghōrālō] বিণ. 1 গাঢ় অন্ধকারময় (ঘোরালো রাত্রি); 2 গাঢ় (ঘোরালো রং); 3 ক্রোধ অভিমান ইত্যাদিতে অত্যন্ত গম্ভীর (ঘোরালো মুখ); 4 ভয়ংকর (ঘোরালো বিপদ) ; 5 অত্যন্ত জটিল (ঘোরালো ব্যাপার)। [বাং. ঘোর + আলো, আল]।
ঘোরাল [ ghōrāla] বিণ. 1 গাঢ় অন্ধকারময় (ঘোরালো রাত্রি); 2 গাঢ় (ঘোরালো রং); 3 ক্রোধ অভিমান ইত্যাদিতে অত্যন্ত গম্ভীর (ঘোরালো মুখ); 4 ভয়ংকর (ঘোরালো বিপদ) ; 5 অত্যন্ত জটিল (ঘোরালো ব্যাপার)। [বাং. ঘোর + আলো, আল]।
Developed by: Abdullah Ibne Alam, Dhaka, Bangladesh
2005-2025 © ovidhan.org